সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) – বন্দর

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) থেকে – বন্দর ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) – বন্দর


সমুদ্র বন্দর
মোট সমুদ্র বন্দর- ২টি
প্রধান সমুদ্র বন্দর- চট্টগ্রাম সমুদ্র বন্দর
চট্টগ্রাম সমুদ্র বন্দর- কর্ণফুলী নদীর তীরে অবস্থিত
অপর সমুদ্র বন্দর- মংলা সমুদ্র বন্দর (বাগেরহাট)
মংলা সমুদ্র বন্দর- পশুর নদীর তীরে অবস্থিত
প্রস্তাবিত তৃতীয় সমুদ্র বন্দর- নোয়াখালীতে
প্রস্তাবিত চতুর্থ/শেষ সমুদ্র বন্দর- কুতুবদিয়ায়
প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর- কুতুবদিয়ায়

নদী বন্দর
প্রধান নদী বন্দর- নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ নদী বন্দর- শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত

স্থল বন্দর
সবচেয়ে বড় স্থল বন্দর- বেনাপোল স্থল বন্দর
প্রধান স্থল বন্দর- বেনাপোল স্থল বন্দর
বেনাপোল স্থল বন্দর- যশোর জেলায় অবস্থিত
দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর- হিলি স্থল বন্দর
হিলি স্থল বন্দর- দিনাজপুর জেলায় অবস্থিত
সর্বশেষ স্থল বন্দর- বিলোনিয়া (ফেনী)
মায়ানমারের সঙ্গে বাণিজ্য পরিচালিত হয়- টেকনাফ স্থলবন্দর দিয়ে
বেসরকারি খাতে ছেড়ে দেয়া হয়েছে- টেকনাফ স্থলবন্দর

গুরুত্বপূর্ণ স্থলবন্দর :

বেনাপোলযশোর
হিলি দিনাজপুর
বুড়িমারি লালমনিরহাট
দর্শনা চুয়াডাঙ্গা
আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া
কসবা ব্রাহ্মণবাড়িয়া
বাংলাবান্ধা পঞ্চগড়
সোনা মসজিদ                 চাঁপাই নবাবগঞ্জ
তামাবিল সিলেট
বিলোনিয়া ফেনী

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post