এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১.১৮৫৭ সালের ২৯ মার্চ বিদ্রোহের সূচনা করেন কে?
Ο ক) মঙ্গল পাণ্ডে
Ο খ) হযরত মহল
Ο গ) বাহাদুর শাহ
Ο ঘ) মৌলভী আহমদ উল্লাহ
সঠিক উত্তর: (ক)

২. ইংল্যান্ডের শ্রমিক দল জয়ী হওয়ায়-
i. ভারতের স্বাধীনতা অর্জিত হয়
ii. ভারতের স্বাধিকার প্রতিষ্ঠিত হয়
iii. ভারতের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩. মুসলিম লীগ এবং জিন্নাহর রাজনীতির শেষ পরিণতি ছিল-
i. ১৯৪৭ সালের আগষ্ট মাসের দেশ বিভাগ
ii. দুটি রাষ্ট্রের জন্ম
iii. ১৪ আগষ্ট পাকিস্তান ও ১৫ আগষ্ট হিন্দুস্তান রাষ্ট্রের জন্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪. বিখ্যাত ‘ক’ নামক কোম্পানি ১৯১০ সালে টাটা কারখানা স্থাপন করে। উদ্দীপকের কোম্পানির সাথে সাদৃশ্য রয়েছে-
i. ইউনিলিভার কোম্পানি
ii. টাটা কোম্পানি
iii. নাভানা কোম্পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)

৫. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সাথে সাথে কিসের শোষণ বঞ্চনা শুরু হয়?
Ο ক) সামাজিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) সাংস্কৃতিক
সঠিক উত্তর: (গ)

৬. কত খ্রিস্টাব্দে খিলাফত ‘ইশতেহার’ প্রকাশ করা হয়?
Ο ক) ১৯১৮ খ্রি.
Ο খ) ১৯১৯ খ্রি.
Ο গ) ১৯২০ খ্রি.
Ο ঘ) ১৯২১ খ্রি.
সঠিক উত্তর: (গ)

৭. বাংলা চুক্তি সম্পাদন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন-
i. আব্দুল করিম
ii. মুজিবুর রহমান
iii. আকরম খান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে কোন দল জয়লাভ করে?
Ο ক) কৃষক দল
Ο খ) শ্রমিক দল
Ο গ) জনতা দল
Ο ঘ) জাতীয়তাবাদী দল
সঠিক উত্তর: (খ)

৯. বড়লাট ওয়েভেল অন্তর্বর্তীকালীন সরকারে যোগদানের আহ্বান জানান-
i. ন্যাপকে
ii. মুসলিম লীগকে
iii. কংগ্রেসকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১০. লাল বাংলা নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) অভিযোগপত্র
Ο খ) আবেদনপত্র
Ο গ) মনোনয়নপত্র
Ο ঘ) প্রচারপত্র
সঠিক উত্তর: (ঘ)

১১. বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) বিদেশি পণ্য গ্রহণ
Ο খ) বিদেশি পণ্য বর্জন
Ο গ) চায়না পণ্য বর্জন
Ο ঘ) বিলেতি পণ্য বর্জন
সঠিক উত্তর: (ঘ)

১২. রায়পুর ও রাজাপুর গ্রামের হিন্দু মুসলমান সম্প্রদায় ব্রিটিশদের সংস্কার রীতিতে ক্ষুদ্ধ হয়ে ওঠে। তাদের ক্ষুদ্ধ হওয়ার যে কারণটি সঠিক-
i. ইংরেজি শিক্ষা চালু
ii. সতীদাহ প্রথা উচ্ছেদ
iii. খ্রিষ্টান ধর্ম প্রচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
Ο ক) কাঠমুণ্ডুতে
Ο খ) থিম্পুতে
Ο গ) মালদ্বীপে
Ο ঘ) রেঙ্গুনে
সঠিক উত্তর: (ঘ)

১৪. স্বরাজ পার্টি মুসলমানদের সমর্থন লাভ করে-
i. চিত্তরঞ্জন দাসের উদারনৈতিক মনোভাবের ফলে
ii. চিত্তরঞ্জন দাসের অসাম্প্রদায়িক চেতনার ফলে
iii. চিত্তরঞ্জন দাসের স্বার্থলোলুপতার ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫. কোন কারণে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
Ο ক) ধর্ম পালনের বাধা দেওয়ায়
Ο খ) ভারতীয় সৈনিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করায়
Ο গ) ভারতীয় সৈনিকদের নিম্নমানের অস্ত্র সরবরাহ করায়
Ο ঘ) ভারতীয় সৈনিকদের হত্যা করায়
সঠিক উত্তর: (খ)

১৬. কেবিনেট মিশনের প্রতি আহ্বান জানানো হয় কেন?
Ο ক) রাজনীতিতে ভিন্ন পরিস্তিতে উদ্ভবের জন্য
Ο খ) রাজনৈতিক সংকট সমাধানের জন্য
Ο গ) সায়ত্তশাসিত ভারত ইউনিয়ন গঠনের জন্য
Ο ঘ) সংবিধান প্রণয়নের জন্য
সঠিক উত্তর: (খ)

১৭. মহাত্মা গান্ধী কত সালে শুরু করেন আইন অমান্য আন্দোলন?
Ο ক) ১৯৩০
Ο খ) ১৯৩৩
Ο গ) ১৯৩৫
Ο ঘ) ১৯৩৭
সঠিক উত্তর: (ক)

১৮. ভারতীয় স্বাধীনতা ও জাতীয়তার মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন কেন?
Ο ক) বাহাদুর শাহ জাফর
Ο খ) আর. সি. মজুমদার
Ο গ) ডকটরেট এ.এন. সেন
Ο ঘ) ডকটর ডাফ
সঠিক উত্তর: (ক)

১৯. তুরস্কের জাতীয়তাবাদী নেতা মোস্তফা কামাল আতার্তুক ক্ষমতায় এসে ‘ক’ নামক চুক্তি অস্বীকার করেন। এই চুক্তি কোন আন্দোলনকে নির্দেশ করে?
Ο ক) বঙ্গভঙ্গ
Ο খ) স্বাধীনতা সংগ্রাম
Ο গ) স্বরাজ আন্দোলন
Ο ঘ) খিলাফত ও অসহযোগ আন্দোলন
সঠিক উত্তর: (ঘ)

২০. কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি বর্জন করেন?
Ο ক) ১৯১৭
Ο খ) ১৯১৮
Ο গ) ১৯১৯
Ο ঘ) ১৯২০
সঠিক উত্তর: (গ)

২১. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোন স্থানের ডেপুটি মেয়র নির্বাচিত হন?
Ο ক) কলকাতার
Ο খ) আগরতলার
Ο গ) আগ্রার
Ο ঘ) নয়াদিল্লির
সঠিক উত্তর: (ক)

২২. বাহাদুর শাহ কে ছিলেন?
Ο ক) মুঘল সম্রাট
Ο খ) চিকিৎসক
Ο গ) সিপাহী
Ο ঘ) বিদ্রোহী নেতা
সঠিক উত্তর: (ক)

২৩. কেন সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলা হয়?
Ο ক) অনেক সিপাহী মারা গিয়েছিল বলে
Ο খ) অনেক সৈন্যকে ফাঁসিতে ঝুলানো হয়েছে বলে
Ο গ) সারা ভারতে এ আন্দোলন ছড়িয়ে যাওয়ায়
Ο ঘ) এ আন্দোলনের দ্বারা ভারতের কিছু অংশ স্বাধীন হয়েছে বলে
সঠিক উত্তর: (গ)

২৪. সিপাহীদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে উঠে কেন?
Ο ক) ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত্ব
Ο খ) ভূমি রাজস্বনীতির জন্য
Ο গ) বেতন কম দেওয়ার জন্য
Ο ঘ) ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য
সঠিক উত্তর: (ক)

২৫. অখণ্ড বাংলা প্রস্তাবটি প্রকাশের সাথে সাথে বিষয়টি জটিল হয়ে যায়। এর যথার্থ কারণ হলো-
i. কংগ্রেসের প্রথম সারির নেতাদের তীব্র বিরোধিতা
ii. মুসলিম লীগের প্রথম নেতাদের তীব্র বিরোধিতা
iii. নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

২৬. বসু-সোহরাওয়ার্দী চুক্তিতে সংবিধান প্রণয়নের জন্য কতজন বিশিষ্ট গণপরিষদের কথা বলা হয়েছে?
Ο ক) ২০ জন
Ο খ) ৩০ জন
Ο গ) ৪০ জন
Ο ঘ) ৫০ জন
সঠিক উত্তর: (খ)

২৭. সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম গুরুত্ব কোনটি?
Ο ক) ভারতের স্বাধীনতার পথ সুগম
Ο খ) ব্রিটিশদের বিতাড়ন
Ο গ) ব্রিটিশ ব্যবসা বাণিজ্য-ধ্বংস করা
Ο ঘ) ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো
সঠিক উত্তর: (ক)

২৮. দুই দেশের সীমানা নির্ধারণের জন্য কার নেতৃত্বে সীমানা নির্ধারণ কমিটি গঠন করা হয়?
Ο ক) মাউন্টব্যাটন
Ο খ) খাজা নাজিউদ্দিন
Ο গ) স্যার রেডক্লিফ
Ο ঘ) লর্ড ওয়াভেল
সঠিক উত্তর: (গ)

২৯. বঙ্গভঙ্গ কখন রদ করা হয়?
Ο ক) ১৯১০ সালে
Ο খ) ১৯১১ সালে
Ο গ) ১৯১২ সালে
Ο ঘ) ১৯১৩ সালে
সঠিক উত্তর: (খ)

৩০. বঙ্গভঙ্গের যথার্থ কারণ হলো-
i. প্রশাসনিক কারণ
ii. আর্থ সামাজিক কারণ
iii. রাজনৈতিক কারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩১. বিখ্যাত টাটা কোম্পানি কতসালে টাটা কারখানা স্থাপন করেন?
Ο ক) ১৯১০ সালে
Ο খ) ১৯১১ সালে
Ο গ) ১৯১২ সালে
Ο ঘ) ১৯১৩ সালে
সঠিক উত্তর: (ক)

৩২. ১৯৪৭ খ্রি. ১৮ জুলাই কোন আইন প্রণয়ন করা হয়?
Ο ক) রাওলাট আইন
Ο খ) ভারত স্বাধীনতা আইন
Ο গ) সংস্কার আইন
Ο ঘ) বেঙ্গল অর্ডিন্যান্স আইন
সঠিক উত্তর: (খ)

৩৩. পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয় কেন?
Ο ক) কলকাতা আর্থ-সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হওয়ায়
Ο খ) ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হওয়ার জন্য
Ο গ) ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার জন্য
Ο ঘ) কর্মসংস্থান বৃদ্ধি হওয়ার জন্য
সঠিক উত্তর: (ক)

৩৪. ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করা হলেও ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। ফলে বাংলার মুসলমানদের ওপর কী ধরনের প্রভাব পড়ে?
Ο ক) আশার আলো দেখতে পায়
Ο খ) হতাশা সৃষ্টি হয়
Ο গ) গৃহযুদ্ধ শুরু হয়
Ο ঘ) রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি হয়
সঠিক উত্তর: (খ)

৩৫. সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯২৯
Ο খ) ১৯৩০
Ο গ) ১৯৩১
Ο ঘ) ১৯৩২
সঠিক উত্তর: (খ)

৩৬. তারেক ১৯২৩ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী একটি দলের কথা বলেন। দল টি হলো-
i. স্বরাজ পার্টি
ii. কংগ্রেস
iii. চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরুর দল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৭. পূর্ব বাংলার মুসলমানরা কার নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়?
Ο ক) নবাব সলিমুল্লাহ
Ο খ) নবাব আহসান
Ο গ) নবাব আলী মর্তুজা
Ο ঘ) নবাব মীর্জা
সঠিক উত্তর: (ক)

৩৮. ‘দ্বিজাতি তত্ত্বের’ প্রবক্তা কে?
Ο ক) মোহাম্মদ আলী জিন্নাহ
Ο খ) জওহরলাল নেহেরু
Ο গ) মহাত্মা গান্ধী
Ο ঘ) এ কে ফজলুল হক
সঠিক উত্তর: (ক)

৩৯. INA-এর নেতৃত্বে কে ছিলেন?
Ο ক) শ্যামা প্রসাদ
Ο খ) কৃপালিনী
Ο গ) সুভাষ চন্দ্র বসু
Ο ঘ) গান্ধীজী
সঠিক উত্তর: (গ)

৪০. চট্টগ্রামকে ব্রিটিশ শাসনমুক্ত করার জন্য গঠনকৃত বাহিনীর মধ্যে নিচের কোনটি যুক্তিযুক্ত?
Ο ক) চট্টগ্রাম গেরিলা বাহিনী
Ο খ) চট্টগ্রাম বিপ্লবী বাহিনী
Ο গ) চট্টগ্রাম গোয়েন্দা বাহিনী
Ο ঘ) চট্টগ্রাম ঝটিকা বাহিনী
সঠিক উত্তর: (খ)

৪১. বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া হলো-
i. হিন্দু-মুসলিম দাঙ্গা
ii. মুসলমানদের সন্তুষ্টি
iii. কংগ্রেসের অসন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪২. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ব্যর্থতার যথার্থ কারণ কোনটি?
Ο ক) বিলেতি পণ্য বর্জন
Ο খ) গণবিচ্ছিন্নতা
Ο গ) নির্মম অত্যাচার
Ο ঘ) নৃশংস হত্যাকাণ্ড
সঠিক উত্তর: (খ)

৪৩. ভারতীয় মুসলিম সমাজ খিলাফত ও অসহযোগ আন্দোলন গড়ে তোলে যে কারণে-
i. তুরস্কের খলিফার মর্যাদা রক্ষার জন্য
ii. তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্য
iii. তুরস্কের প্রশাসন রক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

৪৪. কীভাবে স্বদেশী আন্দোলন গড়ে ওঠে?
Ο ক) কংগ্রেসের উগ্রপন্থী অংশের নেতৃত্বে
Ο খ) জাতীয় শিক্ষা আন্দোলনের মাধ্যমে
Ο গ) হিন্দু-মুসলমান সম্প্রদায়ের দ্বন্ধের মাধ্যমে
Ο ঘ) বিলেতি পণ্য বর্জনের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

৪৫. লর্ড কার্জনের শাসনামলের প্রশাসনিক সংস্কার হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) বঙ্গভঙ্গ
Ο খ) বঙ্গভঙ্গ রদ
Ο গ) স্বত্ববিলোপ
Ο ঘ) শিক্ষা সংস্কার
সঠিক উত্তর: (ক)

৪৬. স্বদেশী আন্দোলন ব্যর্থ হওয়ার যথার্থ কারণ হলো-
i. এ আন্দোলন থেকে মুসলিম সমাজ দূরে থাকা
ii. সাধারণ মানুষ এই আন্দোলনের মর্ম বোজার চেষ্টা করেনি
iii. বাংলার গ্রামগঞ্জের ব্যবসায়ীরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৭. তাওফিক বলেন যে, একটি আন্দোলনের ফলে ভারতবর্ষে অনেক কল-কারখানা স্থাপিত হয়। এখানে কোন আন্দোলনের কথা বলা হয়েছে?
Ο ক) আলীগড় আন্দোলন
Ο খ) স্বদেশী আন্দোলন
Ο গ) তিতুমীরের আন্দোলন
Ο ঘ) দুদু মিয়ার আন্দোলন
সঠিক উত্তর: (খ)

৪৮. যা কিছু উন্নতি, অগ্রগতি সবকিছুই ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ। এ কথাটির যথার্থতা বিশ্লেষণে বলা যায়-
Ο ক) অকুণ্ড সমর্থন করা
Ο খ) পূর্ব বাংলার উন্নতি ব্যহত
Ο গ) জাতীয় দুযোর্গ সৃষ্টি
Ο ঘ) ব্রিটিশ আন্দোলন দমন
সঠিক উত্তর: (খ)

৪৯. তৎকালীন সময়ে আর্থ-সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল কোনটি?
Ο ক) ঢাকা
Ο খ) চট্টগ্রাম
Ο গ) কলকাতা
Ο ঘ) ব্যারাকপুর
সঠিক উত্তর: (গ)

৫০.কলকাতা যেভাবে আর্থ-সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল-
i. সব কিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে ঘিরে
ii. সকল উন্নতি অগ্রগতি ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ
iii. সকল কাঁচামাল সরবরাহের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post