এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন?
Ο ক) ২০ বছর
Ο খ) ২১ বছর
Ο গ) ২২ বছর
Ο ঘ) ২৩ বছর
সঠিক উত্তর: (গ)

২. ‘ক’ নামক ক্ষমতা লাভের মাধ্যমে কোম্পানি দায়িত্বহীন শাসকে পরিণত হয়। ‘ক’ এর সাদৃশ্য রয়েছে-
Ο ক) দ্বৈত শাসন
Ο খ) দেওয়ানি লাভের মাধ্যমে
Ο গ) বক্সারের যুদ্ধে জয়ের মাধ্যমে
Ο ঘ) পলাশীর যুদ্ধের জয়ের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

৩. ওলন্দাজ ভারতবর্ষের কোথায় তাদের বাণিজ্য কুঠি নির্মাণ করেন?
Ο ক) চুঁচুড়া
Ο খ) চট্টগ্রাম
Ο গ) বোম্বাই
Ο ঘ) গোয়া
সঠিক উত্তর: (ক)

৪. ইংরেজদের সাথে মীর কাশেমের অন্যতম কারণ কোনটি?
Ο ক) আন্তঃবাণিজ্য শুল্ক উঠিয়ে দেওয়া
Ο খ) মীর কাশিমের অর্থ প্রদানে ব্যর্থ হওয়া
Ο গ) সেনাবাহিনীতে বিদেশিদের নিয়োগ দেওয়া
Ο ঘ) ইংরেজদের প্রতি কটুক্তি করা
সঠিক উত্তর: (ক)

৫. পলাশীর যুদ্ধের নবাবের পরাজয়ের কারণ-
i. মীর জাফরের অসহোগিতা
ii. নবাবের অদূরদর্শিতা
iii. শত্রুপক্ষের একাত্মতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬. ফররুখ শিয়ারের ফরমানকে ইস্টইন্ডিয়া কোম্পানির ম্যাগনাকার্টা বলা হয় কেন?
i. কোম্পানি নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে
ii. বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়
iii. এ ফরমান বলে কোম্পানি অপ্রতিরোধ ক্ষমতা লাভ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৭. মীর কাশিম কীভাবে এলিসকে পাটনা থেকে বিতাড়িত করেন?
Ο ক) সফল প্রতিরোধের মাধ্যমে
Ο খ) অস্ত্রসহ প্রতিরোধের মাধ্যমে
Ο গ) কঠোর প্রতিরোধের মাধ্যমে
Ο ঘ) যুদ্ধের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

৮. পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কে?
Ο ক) আলীবর্দী খান
Ο খ) শায়েস্তা খান
Ο গ) মুর্শিদকুলি খান
Ο ঘ) সরফরাজ খান
সঠিক উত্তর: (খ)

৯. মি.ক কর্তৃক অনুমোদিত ফরমান ইস্টইন্ডিয়া কোম্পানির ম্যাগনাকাটা নামে পরিচিত। উক্ত ফরমানটির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) সম্রাট ফখরুদ্দিনের ফরমান
Ο খ) সম্রাট আওরঙ্গজেবের ফরমান
Ο গ) সম্রাট আকবরের ফরমান
Ο ঘ) সম্রাট ফররুখ শিয়ারের ফরমান
সঠিক উত্তর: (ঘ)

১০. লর্ড ক্লাইভের সময় বাংলা কত সালে দুর্ভিক্ষ হয়-
Ο ক) ১১৭০ সালে
Ο খ) ১১৭৬ সালে
Ο গ) ১৭৭০ সালে
Ο ঘ) ১৭৭৬ সালে
সঠিক উত্তর: (খ)

১১. বক্সারের যুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে কারণ ছিল-
i. মীর কাশিমের স্বাধীনচেতা মনোভাব
ii. মুঙ্গের রাজধানী স্থানান্তর
iii. আন্তঃশুল্ক উঠিয়ে নেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২. পর্তুগিজরা কত সালে হুগলিতে উপনিবেশ গড়ে তোলে?
Ο ক) ১৯৪৮ সাল
Ο খ) ১৫৩৮ সাল
Ο গ) ১৫৭৯ সাল
Ο ঘ) ১৬০২ সাল
সঠিক উত্তর: (গ)

১৩. পলাশী যুদ্ধের চেয়ে বক্সারের যুদ্ধের গুরুত্ব বেশি। কথাটি বলার কারণ কী?
Ο ক) বক্সার যুদ্ধ দীর্ঘদিন যাবৎ স্থায়ী ছিল
Ο খ) পলাশীর তুলনায় বক্সারের অধিক মানুষ নিহত হয়
Ο গ) বক্সারের যুদ্ধ জয়ের মাধ্যমে ইংরেজরা অপ্রতিরোদ্ধ ক্ষমতার অধিকারী হয়
Ο ঘ) বক্সারে পরাজয়ের মাধ্যমে মীর কাশিম ক্ষমতাচ্যুত হয়
সঠিক উত্তর: (গ)

১৪. চিরস্থায়ী বন্দোবস্ত অন্যতম সুবিধা হচ্ছে-
i. বাজেট প্রণয়নের সুবিধা
ii. পরিকল্পনা বাস্তবায়নে সুবিধা
iii. সুনির্দিষ্ট রাজস্ব আয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫. ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের যথার্থ কারণ কোনটি?
Ο ক) পণ্য উৎপাদন
Ο খ) অর্থ উপার্জন
Ο গ) পোশাক উৎপাদন
Ο ঘ) বাণিজ্য করা
সঠিক উত্তর: (ঘ)

১৬. নিচের কোন সালটির ছিয়াত্তরের মন্বন্তরের সাথে সাদৃশ্য রয়েছে?
Ο ক) ১৭৭০
Ο খ) ১৭৮০
Ο গ) ১৭৮৫
Ο ঘ) ১৭৯০
সঠিক উত্তর: (ক)

১৭. মীর কাশিম কিসের প্রতি সচেতন ছিলেন?
Ο ক) নিজের স্বাস্থ্যর প্রতি
Ο খ) রাজ্যের প্রতি
Ο গ) প্রজাদের প্রতি
Ο ঘ) গরিবের কল্যাণের প্রতি
সঠিক উত্তর: (গ)

১৮. সাদেক বলেন,এই শাসনের ফলে কোম্পানি লাভ কে দায়িত্বহীন ক্ষমতা, আর নবাব পরিণত হয় ক্ষমতাহীন শাসকে। সাদিক কোন শাসনের প্রতি ইঙ্গিত করেছেন?
Ο ক) দ্বৈত্তশাসন
Ο খ) ইংরেজ শাসন
Ο গ) ফরাসি শাসন
Ο ঘ) পঞ্চনীতি শাসন
সঠিক উত্তর: (ক)

১৯. আশিক ১৭৯৩ সালে বাংলায় একটি ব্যবস্থার কথা বলেন। যাতে জমিদারশ্রেণি ভূমির মালিক হয়। আশিক কোন ব্যবস্থার প্রতি ইঙ্গিত করেছেন?
Ο ক) পাঁচসালা বন্দোবস্ত
Ο খ) দশসালা বন্দোবস্ত
Ο গ) চিরস্থায়ী বন্দোবস্ত
Ο ঘ) একসালা বন্দোবস্ত
সঠিক উত্তর: (গ)

২০. পর্তুগিজরা কোথায় উপনিবেশ গড়ে তোলে?
Ο ক) কালিকটে
Ο খ) চট্টগ্রামে
Ο গ) সাতগাঁওয়ে
Ο ঘ) হুগলিতে
সঠিক উত্তর: (ঘ)

২১. মীর কাশিমের চারিত্রিক বৈশিষ্ট্য বিবেচনা করলে বলা যায় তিনি ছিলেন-
i. সুদক্ষ শাসক
ii. দূরদর্শী রাজনীতিবিদ
iii. স্বাধীনচেতা মানুষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২. কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?
Ο ক) পদ্মা
Ο খ) মেঘনা
Ο গ) যমুনা
Ο ঘ) ভাগীরথী
সঠিক উত্তর: (ঘ)

২৩. আলীবর্দী খান কর্তৃক সিরাজউদ্দৌলাকে নবাব মনোনীত করার কারণ-
i. নিজের পুত্র সন্তান ছিল না
ii. দৌহিত্রকে খুব ভালোবাসতেন
iii. জামায়তগণ অযোগ্য ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

২৪. দিনেমাররা এদেশ ত্যাগ করে কখন?
Ο ক) ১৮৪২ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮৪৩ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮৪৪ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮৪৫ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ঘ)

২৫. কৃষকরা সরাসরি জমিদার কর্তৃক শোষিত হওয়ার ক্ষেত্রে কোনটি অধিক উপযোগী?
Ο ক) পাঁচসালা বন্দোবস্ত
Ο খ) আটসালা বন্দোবস্ত
Ο গ) দশসালা বন্দোবস্তু
Ο ঘ) চিরস্থায়ী বন্দোবস্তু
সঠিক উত্তর: (ক)

২৬. পণ্ডিচেরীতে ফরাসি উপনিবেশ কখন গড়ে ওঠে?
Ο ক) ১৬৭১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৬৭২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৬৭৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৬৭৪ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (গ)

২৭. মীর কাশিমকে কীভাবে ক্ষমতায় বসানো হয়?
Ο ক) জোর করে
Ο খ) যুদ্ধ করে
Ο গ) কৌশলে
Ο ঘ) শর্তসাপেক্ষে
সঠিক উত্তর: (ঘ)

২৮. ক্যাপ্টেন হকিন্স সম্রাট জাহাঙ্গীরের সাথে সাক্ষাৎ করেন কারণ-
i. বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে
ii. মিত্রতা স্থাপনের জন্য
iii. বাণিজ্যিক কুঠি স্থাপনের অনুমতি লাভের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৯. বাংলায় ১৭৭০ খ্রি. দুর্ভিক্ষ হয়েছিল। এর জন্য বেশি দায়ী কোনটি?
Ο ক) কোম্পানির দুনীর্তি
Ο খ) হেস্টিংসের দ্বৈত শাসন প্রবর্তন
Ο গ) নবাবের অদূরদর্শিতা
Ο ঘ) প্রাকৃতিক কারণ
সঠিক উত্তর: (খ)

৩০. রবার্ট ক্লাইভের দ্বৈত শাসনের ফলে ঘটে-
i. কোম্পানির লাভ করে দায়িত্বহীন ক্ষমতা
ii. বাংলার মানুষ হত দরিদ্র ও অসহায় হয়ে পড়ে
iii. নবাব পরিণত হয় ক্ষমতাহীন শাসকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩১. দ্বৈত্তশাসন ব্যবস্থার কখন অবসান ঘটে?
Ο ক) ১৭৭০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৭১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৭২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৭৩ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (গ)

৩২. মাহফুজ বাংলার দুইশত বছরের স্বাধীনতা হরণকারী একটি যুদ্ধে সেনাপতির বিশ্বাসঘাতকতার কথা বলেন। মাহফুজের বর্ণিত যুদ্ধটি হলো-
i. ১৭৫৭ সালের ২৩ জুনের যুদ্ধ
ii. পলাশীর যুদ্ধ
iii. বিদারার যুদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৩. ভারতবর্ষে ডাচরা কোম্পানির সনদ অনুযায়ী বাণিজ্য কুঠি স্থাপন করে-
i. কালিকটে
ii. বাকুড়ায়
iii. চুঁচুড়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৪. দিনেমাররা কোন রকম মুনাফা ছাড়াই বাংলা ত্যাগে বাধ্য হয়। কথাটির যথার্থতা নিরূপণে বলা যায়-
i. দিনেমাররা লাভজনক ব্যবসা করতে ব্যর্থ হয়
ii. ইংরেজ শক্তির বিরুদ্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল
iii. এদেশীয় ব্যবসায় ধরন বুঝে ওঠা কঠিন হয়ে দাঁড়িয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

৩৫. মীর কাশিম একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন। কথাটির যথার্থতা মেলে-
i. দস্তক নামক ছাড়পত্র বাতিল করেন
ii. স্বাধীনভাবে শাসনের জন্য রাজধানী স্থানান্তর করেন
iii. ইংরেজদের সাথে সুসম্পর্ক স্থাপন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

৩৬. দিনেমাররা বাংলার শ্রীরামপুরে কখন কুঠি স্থাপন করেন?
Ο ক) ১৬৭৩ খ্রিস্টাব্দে
Ο খ) ১৬৭৪ খ্রিস্টাব্দে
Ο গ) ১৬৭৫ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৬৭৬ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ঘ)

৩৭. ক্যাপ্টেন হকিন্স কত খ্রি. জাহাঙ্গীরের সাথে সাক্ষাত করেন?
Ο ক) ১৬০০ খ্রি.
Ο খ) ১৬০২ খ্রি.
Ο গ) ১৬০৫ খ্রি.
Ο ঘ) ১৬০৮ খ্রি.
সঠিক উত্তর: (ঘ)

৩৮. ১৭৬০ সালে ইংরেজরা মীরজাফরকে ক্ষমতাচ্যুত করার কারণ-
i. অতিরিক্ত অর্থ প্রদান অক্ষম ছিলেন
ii. স্বাধীনচেতা শাসক ছিলেন
iii. ওলন্দাজদের সাথে আঁতাত করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৯. ১৮৪৫ সালে দিনেমাররা ইংরেজদের কাছে বাণিজ্যকুঠি বিক্রি করে দেয়। কথাটির দ্বারা প্রকাশ পেয়েছে-
Ο ক) দিনেমাররা ব্যবসায়িক সফলতা লাভে ব্যর্থ হয়েছে
Ο খ) ইংরেজরা তাদের বিতাড়িত করেছে
Ο গ) ইংরেজদের সাথে চুক্তির শর্তপূরণের জন্য
Ο ঘ) ডাচ্ কোম্পানির বোর্ড অব ডিরেক্টরের নির্দেশ ছিল
সঠিক উত্তর: (ক)

৪০. পর্তুগিজরা এ দেশে সাম্রাজ্য বিস্তার করে কীভাবে?
Ο ক) সমুদ্রপথে আবিস্কার করে
Ο খ) ব্যবসা-বাণিজ্যকে মূলধন করে
Ο গ) রাজনীতিতে অংশগ্রহণ করে
Ο ঘ) যুদ্ধ বিগ্রহের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)

৪১. ইংরেজরা ভারতবর্ষে সর্বপ্রথম কোথায় তাদের বাণিজ্য কুঠি নির্মাণ করেন?
Ο ক) মাদ্রাজে
Ο খ) সুরাটে
Ο গ) কালিকটে
Ο ঘ) দমনে
সঠিক উত্তর: (খ)

৪২. ছিয়াত্তরের মন্বন্তরে বাংলায় কতজন লোক মারা যায়?
Ο ক) প্রায় অর্ধেক
Ο খ) এক তৃতীয়াংশ
Ο গ) এক চতুর্থাংশ
Ο ঘ) এক পঞ্চমাংশ
সঠিক উত্তর: (খ)

৪৩. দ্বৈত্তশাসন ব্যবস্থার ফলে তৈরি হয়েছিল-
i. জনগণের মাঝে বিশৃঙ্খলা
ii. প্রশাসনিক বিশৃঙ্খলা
iii. রাজনৈতিক অস্থিরতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৪. মুর্শিদকুলী খান দখল করে নেন- i. দেওয়ান পদ ii. নায়ক পদ iii. সুবেদার পদ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪৫. মীরজাফরকে সরিয়ে মীর কাশিমকে ক্ষমতায় বসানোর কারণ কী?
Ο ক) ইংরেজরা উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়
Ο খ) মীরজাফর অযোগ্য শাসক ছিল
Ο গ) মীর কাশিমের ষড়যন্ত্র
Ο ঘ) ওলন্দাজদের সাথে মীরজাফরের সখ্যতা
সঠিক উত্তর: (ক)

৪৬. পলাশীর যুদ্ধে নবাবের পতনের অন্যতম কারণ ছিল কোনটি?
Ο ক) নবাবের সেনাবাহিনীর দুর্বলতা
Ο খ) নবাবের বিচক্ষণতার অভাব
Ο গ) নবাবের প্রয়োজনীয় অস্ত্রের অভাব
Ο ঘ) নবাবের প্রয়োজনীয় অর্থের অভাব
সঠিক উত্তর: (খ)

৪৭. ফরাসি চন্দনগরে কীভাবে তাদের কুঠিকে সুরক্ষিত করে?
Ο ক) রাস্তা-ঘাট নির্মাণ করে
Ο খ) ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে
Ο গ) দুর্গ নির্মাণ করে
Ο ঘ) ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে
সঠিক উত্তর: (গ)

৪৮. হলওয়েল সিরাজের বিরুদ্ধে মিথ্যা কাহিনী প্রচার করে। এর যথার্থ কারণ কী?
Ο ক) নবাবকে হেয় করা
Ο খ) ব্যাক্তিগত স্বার্থসিদ্ধি
Ο গ) রাজনৈতিক স্বার্থে
Ο ঘ) বাণিজ্যিক স্বার্থে
সঠিক উত্তর: (ক)

৪৯. শ্রীরাম সাহা দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার ত্রিবাঙ্কুর ঘুরতে যান। এখানে গিয়ে তার একটি বণিকগোষ্ঠীর কথা মনে পড়ে। তার মনে পড়ে-
i. দিনেমারদের কথা
ii. ডেনিশদের কথা
iii. ওলন্দাজদের কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫০. সিরাজউদ্দৌলার সেনাপতির নাম কী?
Ο ক) রাজবল্লভ
Ο খ) আলীবর্দী খা
Ο গ) মীর জাফর আলী খাঁ
Ο ঘ) মীর কাশিম আলী খাঁ
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

1 Comments

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post