এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৬ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৬ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. মালিক বলেন যে, এই যুগে বাংলার সুলতান, সুবেদার ও নবাবগণ ধর্মীয় উৎসব উপলক্ষে জনগণের সান্নিধ্যে আসতেন। এখানে কোন যুগের কথা বলা হয়েছে?
Ο ক) আধুনিক
Ο খ) মধ্যযুগ
Ο গ) প্রাচীন যুগ
Ο ঘ) উত্তরাধুনিক যুগ
সঠিক উত্তর: (খ)

২. মধ্যযুগের বাংলার হিন্দুদের সমাজব্যবস্থায় সর্বনিম্নের স্তরে কারা ছিল?
Ο ক) কায়স্থরা
Ο খ) শূদ্ররা
Ο গ) বৈশ্যরা
Ο ঘ) ব্রাহ্মণরা
সঠিক উত্তর: (খ)

৩. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে নারীদের অবস্থান ছিল-
i. স্বামী স্ত্রীকে তার সম্পত্তি হিসেবে গণ্য করত
ii. অধিকাংশ ক্ষেত্রে সম্পত্তির ওপর স্ত্রীদের কোনো অধিকার ছিল না
iii. সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪. নবজাত শিশুর নামকরণে কেন্দ্র করে পালিত অনুষ্ঠান-
Ο ক) আকিকা
Ο খ) খাতনা
Ο গ) মিলাদ
Ο ঘ) মহররম
সঠিক উত্তর: (ক)

৫. বেগম বাজার মসজিদ নির্মাণের আমল হিসেবে কোনটি অধিক উপযোগী?
Ο ক) ১৬৭৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৬৭৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৬৭৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৬৭৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)

৬. মধ্যযুগের বাংলার মুসলিম ছেলে মেয়েদের মক্তবে প্রেরণ করা হত কেন?
Ο ক) খেলাধুলার জন্য
Ο খ) ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য
Ο গ) জ্যোতিষশাস্ত্র শিক্ষার জন্য
Ο ঘ) তর্কশাস্ত্র শিক্ষার জন্য
সঠিক উত্তর: (খ)

৭. মধ্যযুগের বাংলার অভিজাত মুসলমানরা কী ধরনের ছিলেন?
Ο ক) পরিশ্রমী
Ο খ) দয়ালু
Ο গ) ভোগ-বিলাসী
Ο ঘ) কষ্টসহিষ্ণু
সঠিক উত্তর: (গ)

৮. ‘লাইলী মজনু’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Ο ক) দৌলত কাজী
Ο খ) চাঁদ কাজী
Ο গ) বাহরাম খান
Ο ঘ) আলাওল
সঠিক উত্তর: (গ)

৯. আলাউদ্দিন হুসেন শাহের বড় সোনা মসজিদ নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল কোনটি?
Ο ক) কামরূপ বিজয়কে স্মরণ করে রাখা
Ο খ) আসাম বিজয়কে স্মরণ করে রাখা
Ο গ) উড়িষ্যা বিজয়কে স্মরণ করে রাখা
Ο ঘ) হুগলি বিজয়কে স্মরণ করে রাখা
সঠিক উত্তর: (খ)

১০. তৎকালীন সময়ে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে ব্যাংকিং প্রথার বিকাশ ঘটে। এর পেছনে যথার্থ কারণ-
i. লেনদেন বৃদ্ধি
ii. সঞ্চয় বৃদ্ধি
iii. হিসাব-নিকাশ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১১. মধ্যযুগে বিভিন্ন দেশে বাংলার পোশাকের ব্যাপক চাহিদা ছিল। এর যৌক্তিক কারণ কোনটি?
Ο ক) দামি
Ο খ) উন্নতমান
Ο গ) সস্তা
Ο ঘ) পাতলা
সঠিক উত্তর: (খ)

১২. কারা মুসলমান রীতিনীতি অনুযায়ী বিবাহকার্য সম্পন্ন করতেন?
Ο ক) মৌলভিরা
Ο খ) পীরগণ
Ο গ) ওলিগণ
Ο ঘ) ফকিরগণ
সঠিক উত্তর: (ক)

১৩. মাকসুদ বলেন, এক সময় বাংলার সস্তায় জিনিসপত্র পাওয়া যেত। সে সময়টি-
i. চতুদর্শ শতাব্দীতে
ii. মধ্যযুগে
iii. আধুনিক যুগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৪. মধ্যযুগের হিন্দু সমাজের নিম্নস্তরের ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) ব্রাহ্মণ
Ο খ) কায়স্থ
Ο গ) বৈশ্য
Ο ঘ) শূদ্র
সঠিক উত্তর: (ঘ)

১৫. বড় সোনা মসজিদকে বারদুয়ারী মসজিদ বলা হয় কেন?
Ο ক) বারটি জানালা আছে বলে
Ο খ) বারটি গম্বুজ আছে বলে
Ο গ) বারটি দরজা আছে বলে
Ο ঘ) বারটি মিনার আছে বলে
সঠিক উত্তর: (গ)

১৬. ‘বাকলা’ বর্তমানে বাংলাদেশের কোন জেলার নাম?
Ο ক) চট্টগ্রাম
Ο খ) বরিশাল
Ο গ) ঢাকা
Ο ঘ) নোয়াখালী
সঠিক উত্তর: (খ)

১৭. গৌড়ের ছোট সোনা মসজিদের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) আকারে ছোট
Ο খ) আকারে বড়
Ο গ) ছোট ছোট তারকা চিহ্ন
Ο ঘ) ছোট ছোট মিনার
সঠিক উত্তর: (ক)

১৮. মধ্যযুগে বাঙালি বণিকেরা তুলা আমদানি করতো কোথা থেকে?
Ο ক) কাশ্মীর
Ο খ) গুজরাট
Ο গ) দিল্লি
Ο ঘ) আহমেদাবাদ
সঠিক উত্তর: (খ)

১৯. কামাল গার্মেন্টস শিল্পের মালিক। নানাবিধ কারণে এ শিল্পের ব্যাপক প্রসার ঘটছে। মুসলমান শাসনামলে বঙ্গেও জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ ঘটে। কারণ-
i. বাণিজ্যিক প্রয়োজন
ii. শাসনকার্য পরিচালনা
iii. নৌযুদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২০. কয়টি ধর্মের ওপর নির্ভর করে মধ্যযুগে বাংলার সামাজিক রীতিনীতি গড়ে উঠেছিল?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)

২১. বাংলার নবাবি শাসনের অবসানের পেছনে কোন কারণটি অধিক দায়ী?
Ο ক) শাসক বর্গের নৈতিক অবনতি
Ο খ) শাসক বর্গের স্বেচ্ছাচারিতা
Ο গ) শাসক বর্গের অযোগ্যতা
Ο ঘ) শাসক বর্গের অদক্ষতা
সঠিক উত্তর: (ক)

২২. বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে সুলতানগণ কী করছেন?
Ο ক) বিদ্যালয় প্রতিষ্ঠা
Ο খ) পাঠাগার প্রতিষ্ঠা
Ο গ) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
Ο ঘ) পৃষ্ঠপোষকতা
সঠিক উত্তর: (ঘ)

২৩. মধ্যযুগে বাংলার বাণিজ্যিক তৎপরতা বৃদ্ধি পায় কেন?
Ο ক) এদেশের শিল্প পণ্যের ব্যাপক চাহিদার কারণে
Ο খ) এদেশের শিল্প পণ্যের ব্যাপক উৎপাদনের কারণে
Ο গ) এদেশের কাঁচামাল উৎকৃষ্ট মানের কারণে
Ο ঘ) এদেশের মানুষের উত্তম আচরণের কারণে
সঠিক উত্তর: (ক)

২৪. মধ্যযুগে বাংলায় ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম নিদর্শন-
i. পাগড়ির ব্যবহার
ii. টুপির ব্যবহার
iii. পায়জামার ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫. তানভীর সাহেব সপরিবারে ভারতে চলে যান। কৃষ্টি রীতিনীতির পার্থক্য থাকা সত্তেও তারা সেখানে সমাদৃত হয়। মধ্যযুগেও পৃথক শ্রেণির মুসলমানদের মধ্যে বিরোধ ছিল না। কারণ-
i. প্রচুর অর্থসম্পত্তি থাকায়
ii. শাসকদের উদারতা
iii. শাসকদের পৃষ্ঠপোষকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৬. কোনটি হিন্দু সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য?
Ο ক) স্বামীভক্তি
Ο খ) পিতৃভক্তি
Ο গ) মাতৃভক্তি
Ο ঘ) গুরুভক্তি
সঠিক উত্তর: (ক)

২৭. করিম বাগেরহাট জেলায় ঘুরতে যায়। এ জেলার অন্যতম স্থাপত্য কীর্তি কোনটি?
Ο ক) ষাট গম্বুজ মসজিদ
Ο খ) আদিনা মসজিদ
Ο গ) একলাখী মসজিদ
Ο ঘ) বড় সোনা মসজিদ
সঠিক উত্তর: (ক)

২৮. মধ্যযুগে বাংলায় কয় বছর পর্যন্ত পাঠশালা শিক্ষা গ্রহণ করতে হতো?
Ο ক) ৬
Ο খ) ৫
Ο গ) ৪
Ο ঘ) ৩
সঠিক উত্তর: (ক)

২৯. মধ্যযুগের মুসলমান বাঙালিদের সমাজব্যবস্থা বিন্যস্ত ছিল-
i. উচ্চশ্রেণিতে
ii. মধ্যমশ্রেণিতে
iii. নিম্নশ্রেণিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩০. ছোট সোনা মসজিদ বিখ্যাত-
i. স্থাপত্যশিল্পের জন্য
ii. কারুকার্যের জন্য
iii. নির্মাণশৈলীর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩১. মধ্যযুগের বাংলার হিন্দু সমাজে নারীদের কোন অধিকার ছিল না-
i. কুসংস্কারের জন্য
ii. অশিক্ষিত সমাজব্যবস্থার জন্য
iii. পুরুষশাসিত সমাজব্যবস্থার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. মধ্যযুগের বাংলার অধিবাসীদের বৃহত্তম অংশ ছিল-
Ο ক) চাকরিজীবী
Ο খ) ব্যবসায়ী
Ο গ) কৃষক
Ο ঘ) উকিল
সঠিক উত্তর: (গ)

৩৩. আদিনা মসজিদের উত্তর পার্শ্বে কবর নির্মিত হয়েছিল?
Ο ক) ইলিয়াস শাহ
Ο খ) মুবারক শাহ
Ο গ) গিয়াসউদ্দিন আজম শাহ
Ο ঘ) সিকান্দার শাহ
সঠিক উত্তর: (ঘ)

৩৪. ষাট গম্বুজ মসজিদ কোন জেলার অবস্থিত?
Ο ক) খুলনা
Ο খ) বাগেরহাট
Ο গ) যশোর
Ο ঘ) কুষ্টিয়ায়
সঠিক উত্তর: (খ)

৩৫. করিম মিয়া একজন কৃষক। কৃষি কাজ করতে গিয়ে প্রয়োজনীয় সামগ্রীর অভাবে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। মধ্যযুগেও কৃষিক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা ছিল। কারণ তখন-
i. চাষপদ্ধতি অনুন্নত ছিল
ii. সেচব্যবস্থার অভাব ছিল
iii. বীজের অভাব ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৬. কায়স্থরা অন্তর্গত ছিল-
Ο ক) উঁচু শ্রেণির
Ο খ) মধ্যম শ্রেণির
Ο গ) নিচু শ্রেণির
Ο ঘ) নিম্ন মধ্যম শ্রেণির
সঠিক উত্তর: (খ)

৩৭. মধ্যযুগে বাঙালি তুলা আমদানি করতো কেন?
Ο ক) তুলার বালিশ তৈরির জন্য
Ο খ) তুলা দিয়ে কম্বল তৈরির জন্য
Ο গ) তুলা দিয়ে বস্ত্র তৈরির জন্য
Ο ঘ) তুলা দিয়ে কাগজ তৈরির জন্য
সঠিক উত্তর: (গ)

৩৮. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) ধর্মীয় উদারতা
Ο খ) ধর্মীয় সহিষ্ণুতা
Ο গ) ধর্মীয় অসহিষ্ণুতা
Ο ঘ) ধর্মীয় স্বাধীনতা
সঠিক উত্তর: (গ)

৩৯. খিচুরি তখনকার সমাজে কী খাদ্য ছিল?
Ο ক) প্রিয়
Ο খ) অপ্রিয়
Ο গ) অপছন্দীয়
Ο ঘ) মুখরোচক
সঠিক উত্তর: (ক)

৪০. একলাখী মসজিদ আসলে কী?
Ο ক) একটি মসজিদ
Ο খ) একটি কবর
Ο গ) একটি দরগাহ
Ο ঘ) একটি মন্দির
সঠিক উত্তর: (খ)

৪১. মধ্যযুগে মুসলমান শাসকগণ কেমন রাজ্যপ্রাসাদে বাস করতেন?
Ο ক) সাধারণ
Ο খ) অসাধারণ
Ο গ) জমকালো
Ο ঘ) চমকহীন
সঠিক উত্তর: (গ)

৪২. মধ্যযুগে বাংলার উল্লেখ্যযোগ্য কৃতিত্ব ছিল-
i. পাটের তৈরি বস্ত্রের
ii. রেশমের তৈরি বস্ত্রের
iii. তুলার তৈরি বস্ত্রের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩. মধ্যযুগে বাংলার হিন্দুরা লক্ষ্মীপূজা পালন করতো কেন?
Ο ক) জ্ঞান অর্জনের জন্য
Ο খ) ভাগ্যের পরিবর্তরেন জন্য
Ο গ) বৈরাগী হওয়ার জন্য
Ο ঘ) সাধক হওয়ার জন্য
সঠিক উত্তর: (খ)

৪৪. মধ্যযুগে বাংলার মুসলিম অভিজাতদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) ন্যায়পরায়ণতা
Ο খ) দানশীলতা
Ο গ) উদারতা
Ο ঘ) ভোগবিলাসিতা
সঠিক উত্তর: (ঘ)

৪৫. আদিনা মসজিদ কত খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়?
Ο ক) ১৩৭০
Ο খ) ১৩৬৯
Ο গ) ১৩৬৮
Ο ঘ) ১৩৬৭
সঠিক উত্তর: (খ)

৪৬. গিয়াসউদ্দিন আযম শাহের কবর কোথায় অবস্থিত?
Ο ক) সোনারগাঁওয়ে
Ο খ) মহাস্থানগড়ে
Ο গ) ময়নামতিতে
Ο ঘ) পাহাড়পুরে
সঠিক উত্তর: (গ)

৪৭. রাজদরবারে মনোরঞ্জনের জন্য কিসের প্রচলন ছিল?
Ο ক) গান-বাজনা
Ο খ) নাটক
Ο গ) হেরেম
Ο ঘ) পুঁথি পড়া
সঠিক উত্তর: (গ)

৪৮. মধ্যযুগে মুসলিম সংস্কৃতির বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা ছিল-
i. শাসকদের
ii. উলেমাদের
iii. তৃতীয়শ্রেণির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৯. মধ্যযুগে বাংলার ব্যবসা-বাণিজ্যের সিংহভাগই ছিল-
Ο ক) আমদানি
Ο খ) রপ্তানি
Ο গ) ফেরী
Ο ঘ) অভ্যন্তরীণ
সঠিক উত্তর: (খ)

৫০. কোনটি মধ্যযুগের মুসলমান সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য?
Ο ক) স্বজনপ্রীতি
Ο খ) বন্ধুপ্রীতি
Ο গ) ধর্মপ্রীতি
Ο ঘ) মানবপ্রীতি
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post