ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. মুর্শিদ কুলী খানের সর্বাধিক স্বরণীয় কীর্তি নিচের কোনটি?
Ο ক) সমাজ সংস্কার
Ο খ) ধর্ম সংস্কার
Ο গ) রাজস্ব সংস্কার
Ο ঘ) শিক্ষা সংস্কার
সঠিক উত্তর: (গ)
২. বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয় কীভাবে?
Ο ক) পলাশীর যুদ্ধের মাধ্যমে
Ο খ) বক্সারের যুদ্ধের মাধ্যমে
Ο গ) পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে
Ο ঘ) পানিপথের দ্বিতীয় যু্দ্ধের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৩.
মাহফুজ হুসনে শাহি বংশের একজন শাসকের কথা বলেন যিনি ২৬ বছর কৃতিত্বের সাথে রাজত্ব করেন। হুসেন শাহি বংশের এই শাসকের সাথে নিচের কোন শাসকের মিল পাওয়া যায়?
Ο ক) আলাউদ্দিন হুসেন শাহ
Ο খ) গিয়াসউদ্দিন আযম শাহ
Ο গ) নুসরত শাহ
Ο ঘ) আলাউদ্দিন ফিরোজ শাহ
সঠিক উত্তর: (ক)
৪. ‘আল ফঅজিল ও আল কামিল’ উপাধি গ্রহণ করেন কোন ইলিয়াস শাহি শাসক?
Ο ক) সিকান্দার শাহ
Ο খ) ইলিয়াস শাহ
Ο গ) রুকনউদ্দিন বরবক শাহ
Ο ঘ) নাসির উদ্দিন মাহমুদ শাহ
সঠিক উত্তর: (গ)
৫. ইলিয়াস শাহ ১৩৫০ সালে নেপাল আক্রমণ করেন। এর যথার্থ কারণ হলো-
i. রাজ্য বিস্তার
ii. ধনরত্ন সংগ্রহ
iii. বিদ্রোহ দমন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৬. বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?
Ο ক) সুবাদার সাদিক খান
Ο খ) সুবাদার জাহাঙ্গীর কুলী খান
Ο গ) সুবাদার ইসলাম খান
Ο ঘ) সুবাদার খিজির খান
সঠিক উত্তর: (গ)
৭. বৈষ্ণব ধর্মের প্রবক্তা কে?
Ο ক) রামানন্দ
Ο খ) নানক শাহ
Ο গ) শ্রী চৈতন্য দেব
Ο ঘ) রামকৃষ্ণ
সঠিক উত্তর: (খ)
৮. হাবসী শাসন মাত্র ছয় বছর স্থায়ী ছিল। কারণ-
i. শাসকগণ দুর্বল ছিল
ii. রাজ্যে ষড়যন্ত্র চলছিল
iii. রাজ্যে বিদ্রোহ ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯. গিয়াস উদ্দিন আজম শাহের পর বাংলার সিংহাসনে কে আরোহণ করেন?
Ο ক) সিকান্দার শাহ
Ο খ) ইলিয়াস শাহ
Ο গ) সাইফুদ্দিন হামজা শাহ
Ο ঘ) বারবক শাহ
সঠিক উত্তর: (গ)
১০. গিয়াসউদ্দীন আজম শাহ কিসের জন্য খ্যাতি অর্জন করেন?
Ο ক) মেধার জন্য
Ο খ) যোগ্যতার জন্য
Ο গ) প্রজ্ঞার জন্য
Ο ঘ) প্রজারঞ্জক ব্যক্তিত্বের জন্য
সঠিক উত্তর: (ঘ)
১১. সিকান্দার শাহ পিতার মতো দক্ষ ও শক্তিশালী শাসক ছিলেন। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
Ο ক) পিতার ন্যায় সুকৌশলী ছিলেন
Ο খ) ফিরুজ শাহ তুঘলকে পরাজিত করেছিলেন
Ο গ) সোনারগাঁ পুনরুদ্ধার করেছিলেন
Ο ঘ) পিতার প্রতিষ্ঠিত রাজ্যকে সুদৃঢ় ভিত্তিক ওপর প্রতিষ্ঠিত করেন
সঠিক উত্তর: (ঘ)
১২. বার ভুঁইয়া ‘বার’ দ্বারা কী বোঝায়?
Ο ক) বারজন জমিদার
Ο খ) তেরজন জমিদার
Ο গ) অনির্দিষ্ট সংখ্যক জমিদার
Ο ঘ) বারশত জমিদার
সঠিক উত্তর: (গ)
১৩. আলীবর্দী খান বাংলার ক্ষমতা দখল করেন কীভাবে?
Ο ক) বাহুবলে সরফরাজ খানকে পরাজিত করে
Ο খ) সম্রাটের সাথে প্রতারণা করে
Ο গ) ইংরেজদের সাথে মিত্রতা স্থাপন করে
Ο ঘ) মুঘল সম্রাটের অনুমোদনে
সঠিক উত্তর: (ক)
১৪. বাংলায় কারা মুঘলদের অধীনতা মেনে নেন নি?
Ο ক) ফকিররা
Ο খ) নিম্নশ্রেণির লোকেরা
Ο গ) রাজনীতিবিদরা
Ο ঘ) বড় বড় জমিদাররা
সঠিক উত্তর: (ঘ)
১৫. কাসিম খান জুয়িনী কীভাবে পর্তুগিজদের দমন করেন?
Ο ক) নরম হাতে
Ο খ) শক্ত হাতে
Ο গ) অস্ত্র হাতে
Ο ঘ) তলোয়ার দ্বারা
সঠিক উত্তর: (খ)
১৬. বখতিয়ার খলজি সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন-
i. খাটো ছিল বলে
ii. লম্বা ছিল বলে
iii. কুৎসিত চেহারা ছিল বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭. ‘আল ফাজিল ও আল কামিল’ উপাধি দ্বারা রুকন উদ্দিন বরবকে কী ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠে?
Ο ক) সামরিক নৈপুণ্যতা
Ο খ) রাজনৈতিক বিজ্ঞতা
Ο গ) পাণ্ডিত্য
Ο ঘ) দূরদর্শিতা
সঠিক উত্তর: (গ)
১৮. ফিরোজ শাহ তুঘলক বাংলার শাসক ইলিয়াস শাহকে দমন করতে ব্যর্থ হন কেন?
Ο ক) বর্ষাকাল সন্নিকটস্থ ছিল
Ο খ) ইলিয়াস শাহ শক্তিশালী ছিল
Ο গ) ইলিয়াস এক ডালা দুর্গে আশ্রয় নিয়েছিলেন
Ο ঘ) ফিরুজ শাহ অসুস্থ হয়ে পড়েছিলেন
সঠিক উত্তর: (ক)
১৯. শেরশাহ গৌড় দখল করেন কখন?
Ο ক) ১৫৩৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৫৩৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৫৩৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৫৩৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (গ)
২০. মীর জুমলা জাহাঙ্গীর পর্যন্ত এসেছিলেন কেন?
Ο ক) শাহ সুজাকে দমন করার জন্য
Ο খ) শাহরিয়ারকে দমন করার জন্য
Ο গ) শাহজাদা খররমকে দমন করার জন্য
Ο ঘ) শাহজাদা দারাকে দমন করার জন্য
সঠিক উত্তর: (ক)
২১. বখতিয়ার খলজি অধিকৃত অঞ্চলে দুর্গ নির্মাণের যথার্থ কারণ কোনটি?
Ο ক) যুদ্ধ করার জন্য
Ο খ) শত্রুদের আক্রমণের জন্য
Ο গ) রাজ্য রক্ষার জন্য
Ο ঘ) আত্মরক্ষার জন্য
সঠিক উত্তর: (গ)
২২. আলী শাহ ক্ষমতায় ছিলেন?
Ο ক) ১৩৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত
Ο খ) ১৩৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত
Ο গ) ১৩৪৩ খ্রিস্টাব্দ পর্যন্ত
Ο ঘ) ১৩৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত
সঠিক উত্তর: (খ)
২৩. রাস্তা নির্মাণ করে সৈন্য ও পণ্য চলাচলের সুবন্দোবস্ত করেন কে?
Ο ক) বখতিয়ার খলজি
Ο খ) শিরন খলজি
Ο গ) হুসামউদ্দীন খলজি
Ο ঘ) ইওজ খলজি
সঠিক উত্তর: (ঘ)
২৪. শায়েস্তা খান কত খ্রিস্টাব্দে বাংলার সুবাদার নিযুক্ত হন?
Ο ক) ১৬৬৪
Ο খ) ১৬৬৫
Ο গ) ১৬৬৬
Ο ঘ) ১৬৬৭
সঠিক উত্তর: (ক)
২৫. বাংলার হাবলী শাসন কয় বছর স্থায়ী ছিল?
Ο ক) পাঁচ বছর
Ο খ) ছয় বছর
Ο গ) সাত বছর
Ο ঘ) আট বছর
সঠিক উত্তর: (খ)
২৬. হাবসী ক্রীতদাসরা সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেন?
Ο ক) তাঁরা খুব ক্ষমতাশীল ছিল
Ο খ) সুলতান খুব অত্যাচারী ছিলেন
Ο গ) ক্ষমতা দখলের জন্য
Ο ঘ) সুলতানকে ক্ষমতাচ্যূত করার জন্য
সঠিক উত্তর: (গ)
২৭. গিয়াসউদ্দিন আযম শাহ এর যথেষ্ট সুখ্যাতি ছিল-
i. ন্যায়পরায়ণতার কারণে
ii. সমরকুশলতার কারণে
iii. প্রজারঞ্জকতার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮. নিচের কোনটি হুসেন শাহের শাসনকালের একটি উল্লেখ্যযোগ্য ঘটনা?
Ο ক) ভণ্ড পীরের আরাধনা
Ο খ) সত্য পীরের আরাধনা
Ο গ) শ্রীকৃষ্ণের আরাধনা
Ο ঘ) ঋষির আরাধনা
সঠিক উত্তর: (খ)
২৯. ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম দিয়েছিলেন কী?
Ο ক) বঙ্গ
Ο খ) সমতট
Ο গ) পুণ্ড্রনগর
Ο ঘ) বুলগাকপুর
সঠিক উত্তর: (ঘ)
৩০. বাংলার শাসনকর্তা তুঘরিলের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. ঢাকা ও ফরিদপুর অধিকার
ii. ত্রিহুত অধিকার
iii. নারকিল্লা দুর্গ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১. সিকান্দার শাহ কত সালে বাংলার সিংহাসনে বসেন?
Ο ক) ১৩৫৮-১৩৯০ সাল
Ο খ) ১৩৫৮-১৩৯৩ সাল
Ο গ) ১৩৬০-১৪০০ সাল
Ο ঘ) ১৪০০-১৪৫০ সাল
সঠিক উত্তর: (খ)
৩২. সুলতান নুসরাত শাহ ছিলেন- i. সহনশীল ii. কঠোর iii. সহৃদয় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩. ‘ইউসুফ-জুলেখা’ রচনা করেন কে?
Ο ক) ফকীর গরিবুল্লাহ
Ο খ) শাহ মুহাম্মদ সগীর
Ο গ) কান হরিদ্ত্ত
Ο ঘ) সোমেন চন্দ্র
সঠিক উত্তর: (খ)
৩৪. বখতিয়ার খলজির ক্ষেত্রে প্রযোজ্য-
i. তিনি ছিলেন জাতিতে তুর্কি
ii. তিনি ছিলেন বংশে খলজি
iii. তিনি ছিলেন ভাগান্বেষী সৈনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫. মুঘলগণ হুসেনশাহী যুগের শেষ দিকে বাংলা অধিকারে ব্যর্থ হয়। এর যথার্থ কারণ হলো-
i. মুঘল শাসকগণ দুর্বল ছিল
ii. আফগানদের অধীনে বাংলা ছিল
iii. শূর খানের বিরোধিতা ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৬. ‘মুঘিসউদ্দীন’ উপাধিটি কার ক্ষেত্রে যুক্তিযুক্ত?
Ο ক) ইউজবক
Ο খ) তুঘান খান
Ο গ) ওমর খান
Ο ঘ) মাসুদ জানি
সঠিক উত্তর: (ঘ)
৩৭. ঈশা খাঁন মুঘলদের বিরুদ্ধে শক্তি সঞ্চয়ের জন্য ‘D’ নামক স্থানে রাজধানী স্থাপন করেন। ‘D’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) সোনার গাঁ
Ο খ) খিজিরপুর
Ο গ) ফরিদপুর
Ο ঘ) সাতগাঁও
সঠিক উত্তর: (ক)
৩৮. শাহজাদা ফতেহ শাহকে কীভাবে হত্যা করে?
Ο ক) রাজপ্রাসাদের অভ্যন্তরে
Ο খ) রাজপ্রাসাদের বাইরে
Ο গ) লোকালয়ে
Ο ঘ) নিজ গৃহের বাইরে
সঠিক উত্তর: (ক)
৩৯. রাজ্য রক্ষায় বখতিয়ার খলজির অন্যতম পদক্ষেপ কোনটি?
Ο ক) রাজস্ব বৃদ্ধি
Ο খ) দুর্গ নির্মাণ
Ο গ) ঋণ প্রদান
Ο ঘ) প্রদেশিক শাসন কায়েম
সঠিক উত্তর: (খ)
৪০. সর্বপ্রথম চট্রগ্রাম জয় করেন কে?
Ο ক) বাহরাম খান
Ο খ) গিয়াসউদ্দীন আযম শাহ
Ο গ) উজ্জউদ্দীন
Ο ঘ) ফখরুদ্দীন মুবারক শাহ
সঠিক উত্তর: (ঘ)
৪১. সিংহাসন দখল করে জালাল উদ্দিন ‘Z’ অঞ্চলে তাঁর রাজধানী স্থাপন করেছিল। ‘Z’ এর সাথে পাঠ্যবইয়ের কোন দেশের সাদৃশ্য রয়েছে?
Ο ক) সিরিয়া
Ο খ) আবিসিনিয়া
Ο গ) আর্মেনিয়া
Ο ঘ) তুরস্ক
সঠিক উত্তর: (খ)
৪২. দৈবঙ্গ, পণ্ডিত ও ব্রাক্ষণগণ কাকে রাজধানী ত্যাগ করতে নির্দেশ দেন?
Ο ক) বখতিয়ার খলজিকে
Ο খ) রাজা লক্ষণ সেনকে
Ο গ) রাজা গৌরগোবিন্দকে
Ο ঘ) রাজা হিজবরউদ্দিনকে
সঠিক উত্তর: (খ)
৪৩. সামরিক কৃতিত্বের ইওয়াজ খরজির অন্যতম বিজয় হলো-
i. কামরূপ অধিকা
ii. উড়িষ্যা অধিকার
iii. জাকার্তা অধিকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৪. দেবকোট কোথায় অবস্থিত?
Ο ক) দিনাজপুর
Ο খ) মালদহ
Ο গ) মুর্শিদাবাদ
Ο ঘ) নদীয়া
সঠিক উত্তর: (ক)
৪৫. ১২৪৭-১২৫১ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলার শাসনকর্তা হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) তুঘান খান
Ο খ) ওমর খান
Ο গ) নাসিরউদ্দীন মাহমুদ
Ο ঘ) জালালউদ্দীন মাসুদজানি
সঠিক উত্তর: (ঘ)
৪৬. আফতাব বলেন যে, প্রভুর মৃত্যুর পর এই রাজকর্মচারী স্বাধীনতা ঘোষণা করেন এবং সোনারগাঁও এর সিংহাসনে বসেন। আফতাব কোন শাসকের বিষয়ে মন্তব্য করেন?
Ο ক) শামসুদ্দিন ইলিয়াস শাহের
Ο খ) বাহরাম খানের
Ο গ) ফখরুদ্দিন মুবারক শাহের
Ο ঘ) ইখতিয়ার উদ্দিন গাজী শাহের
সঠিক উত্তর: (গ)
৪৭. কার হাতে বাংলা প্রথম স্থিতিশীলতা লাভ করে?
Ο ক) ইলিয়াস শাহী বংশের সুলতানদের হাতে
Ο খ) ফখরুদ্দীন মুবারক শাহের হাতে
Ο গ) কুতুবউদ্দীন আইবকের হাতে
Ο ঘ) তুঘার খানের হাতে
সঠিক উত্তর: (ক)
৪৮. হাবসী শাসন উচ্ছেদ করে কে বাংলার সিংহাসনে বসেন?
Ο ক) সৈয়দ হোসেন
Ο খ) আলাউদ্দিন হোসেন
Ο গ) মুজাফফর শাহ
Ο ঘ) ইলিয়াস শাহ
সঠিক উত্তর: (ক)
৪৯. বখতিয়ার খলজির সর্বশেষ অভিযান কোনটি?
Ο ক) নদীয়া বিজয়
Ο খ) গৌড় বিজয়
Ο গ) তিব্বত অভিযান
Ο ঘ) চীন অভিযান
সঠিক উত্তর: (গ)
৫০. মুর্শিদকুলী খানের জামাতার নাম কী?
Ο ক) সরফুদ্দিন খান
Ο খ) সুজাউদ্দিন খান
Ο গ) মুবারিজ উদ্দিন খান
Ο ঘ) মহিউদ্দিন খান
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. মুর্শিদ কুলী খানের সর্বাধিক স্বরণীয় কীর্তি নিচের কোনটি?
Ο ক) সমাজ সংস্কার
Ο খ) ধর্ম সংস্কার
Ο গ) রাজস্ব সংস্কার
Ο ঘ) শিক্ষা সংস্কার
সঠিক উত্তর: (গ)
২. বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয় কীভাবে?
Ο ক) পলাশীর যুদ্ধের মাধ্যমে
Ο খ) বক্সারের যুদ্ধের মাধ্যমে
Ο গ) পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে
Ο ঘ) পানিপথের দ্বিতীয় যু্দ্ধের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
Ο ক) আলাউদ্দিন হুসেন শাহ
Ο খ) গিয়াসউদ্দিন আযম শাহ
Ο গ) নুসরত শাহ
Ο ঘ) আলাউদ্দিন ফিরোজ শাহ
সঠিক উত্তর: (ক)
৪. ‘আল ফঅজিল ও আল কামিল’ উপাধি গ্রহণ করেন কোন ইলিয়াস শাহি শাসক?
Ο ক) সিকান্দার শাহ
Ο খ) ইলিয়াস শাহ
Ο গ) রুকনউদ্দিন বরবক শাহ
Ο ঘ) নাসির উদ্দিন মাহমুদ শাহ
সঠিক উত্তর: (গ)
৫. ইলিয়াস শাহ ১৩৫০ সালে নেপাল আক্রমণ করেন। এর যথার্থ কারণ হলো-
i. রাজ্য বিস্তার
ii. ধনরত্ন সংগ্রহ
iii. বিদ্রোহ দমন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৬. বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?
Ο ক) সুবাদার সাদিক খান
Ο খ) সুবাদার জাহাঙ্গীর কুলী খান
Ο গ) সুবাদার ইসলাম খান
Ο ঘ) সুবাদার খিজির খান
সঠিক উত্তর: (গ)
৭. বৈষ্ণব ধর্মের প্রবক্তা কে?
Ο ক) রামানন্দ
Ο খ) নানক শাহ
Ο গ) শ্রী চৈতন্য দেব
Ο ঘ) রামকৃষ্ণ
সঠিক উত্তর: (খ)
৮. হাবসী শাসন মাত্র ছয় বছর স্থায়ী ছিল। কারণ-
i. শাসকগণ দুর্বল ছিল
ii. রাজ্যে ষড়যন্ত্র চলছিল
iii. রাজ্যে বিদ্রোহ ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯. গিয়াস উদ্দিন আজম শাহের পর বাংলার সিংহাসনে কে আরোহণ করেন?
Ο ক) সিকান্দার শাহ
Ο খ) ইলিয়াস শাহ
Ο গ) সাইফুদ্দিন হামজা শাহ
Ο ঘ) বারবক শাহ
সঠিক উত্তর: (গ)
১০. গিয়াসউদ্দীন আজম শাহ কিসের জন্য খ্যাতি অর্জন করেন?
Ο ক) মেধার জন্য
Ο খ) যোগ্যতার জন্য
Ο গ) প্রজ্ঞার জন্য
Ο ঘ) প্রজারঞ্জক ব্যক্তিত্বের জন্য
সঠিক উত্তর: (ঘ)
১১. সিকান্দার শাহ পিতার মতো দক্ষ ও শক্তিশালী শাসক ছিলেন। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
Ο ক) পিতার ন্যায় সুকৌশলী ছিলেন
Ο খ) ফিরুজ শাহ তুঘলকে পরাজিত করেছিলেন
Ο গ) সোনারগাঁ পুনরুদ্ধার করেছিলেন
Ο ঘ) পিতার প্রতিষ্ঠিত রাজ্যকে সুদৃঢ় ভিত্তিক ওপর প্রতিষ্ঠিত করেন
সঠিক উত্তর: (ঘ)
১২. বার ভুঁইয়া ‘বার’ দ্বারা কী বোঝায়?
Ο ক) বারজন জমিদার
Ο খ) তেরজন জমিদার
Ο গ) অনির্দিষ্ট সংখ্যক জমিদার
Ο ঘ) বারশত জমিদার
সঠিক উত্তর: (গ)
১৩. আলীবর্দী খান বাংলার ক্ষমতা দখল করেন কীভাবে?
Ο ক) বাহুবলে সরফরাজ খানকে পরাজিত করে
Ο খ) সম্রাটের সাথে প্রতারণা করে
Ο গ) ইংরেজদের সাথে মিত্রতা স্থাপন করে
Ο ঘ) মুঘল সম্রাটের অনুমোদনে
সঠিক উত্তর: (ক)
১৪. বাংলায় কারা মুঘলদের অধীনতা মেনে নেন নি?
Ο ক) ফকিররা
Ο খ) নিম্নশ্রেণির লোকেরা
Ο গ) রাজনীতিবিদরা
Ο ঘ) বড় বড় জমিদাররা
সঠিক উত্তর: (ঘ)
১৫. কাসিম খান জুয়িনী কীভাবে পর্তুগিজদের দমন করেন?
Ο ক) নরম হাতে
Ο খ) শক্ত হাতে
Ο গ) অস্ত্র হাতে
Ο ঘ) তলোয়ার দ্বারা
সঠিক উত্তর: (খ)
১৬. বখতিয়ার খলজি সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন-
i. খাটো ছিল বলে
ii. লম্বা ছিল বলে
iii. কুৎসিত চেহারা ছিল বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭. ‘আল ফাজিল ও আল কামিল’ উপাধি দ্বারা রুকন উদ্দিন বরবকে কী ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠে?
Ο ক) সামরিক নৈপুণ্যতা
Ο খ) রাজনৈতিক বিজ্ঞতা
Ο গ) পাণ্ডিত্য
Ο ঘ) দূরদর্শিতা
সঠিক উত্তর: (গ)
১৮. ফিরোজ শাহ তুঘলক বাংলার শাসক ইলিয়াস শাহকে দমন করতে ব্যর্থ হন কেন?
Ο ক) বর্ষাকাল সন্নিকটস্থ ছিল
Ο খ) ইলিয়াস শাহ শক্তিশালী ছিল
Ο গ) ইলিয়াস এক ডালা দুর্গে আশ্রয় নিয়েছিলেন
Ο ঘ) ফিরুজ শাহ অসুস্থ হয়ে পড়েছিলেন
সঠিক উত্তর: (ক)
১৯. শেরশাহ গৌড় দখল করেন কখন?
Ο ক) ১৫৩৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৫৩৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৫৩৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৫৩৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (গ)
২০. মীর জুমলা জাহাঙ্গীর পর্যন্ত এসেছিলেন কেন?
Ο ক) শাহ সুজাকে দমন করার জন্য
Ο খ) শাহরিয়ারকে দমন করার জন্য
Ο গ) শাহজাদা খররমকে দমন করার জন্য
Ο ঘ) শাহজাদা দারাকে দমন করার জন্য
সঠিক উত্তর: (ক)
২১. বখতিয়ার খলজি অধিকৃত অঞ্চলে দুর্গ নির্মাণের যথার্থ কারণ কোনটি?
Ο ক) যুদ্ধ করার জন্য
Ο খ) শত্রুদের আক্রমণের জন্য
Ο গ) রাজ্য রক্ষার জন্য
Ο ঘ) আত্মরক্ষার জন্য
সঠিক উত্তর: (গ)
২২. আলী শাহ ক্ষমতায় ছিলেন?
Ο ক) ১৩৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত
Ο খ) ১৩৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত
Ο গ) ১৩৪৩ খ্রিস্টাব্দ পর্যন্ত
Ο ঘ) ১৩৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত
সঠিক উত্তর: (খ)
২৩. রাস্তা নির্মাণ করে সৈন্য ও পণ্য চলাচলের সুবন্দোবস্ত করেন কে?
Ο ক) বখতিয়ার খলজি
Ο খ) শিরন খলজি
Ο গ) হুসামউদ্দীন খলজি
Ο ঘ) ইওজ খলজি
সঠিক উত্তর: (ঘ)
২৪. শায়েস্তা খান কত খ্রিস্টাব্দে বাংলার সুবাদার নিযুক্ত হন?
Ο ক) ১৬৬৪
Ο খ) ১৬৬৫
Ο গ) ১৬৬৬
Ο ঘ) ১৬৬৭
সঠিক উত্তর: (ক)
২৫. বাংলার হাবলী শাসন কয় বছর স্থায়ী ছিল?
Ο ক) পাঁচ বছর
Ο খ) ছয় বছর
Ο গ) সাত বছর
Ο ঘ) আট বছর
সঠিক উত্তর: (খ)
২৬. হাবসী ক্রীতদাসরা সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেন?
Ο ক) তাঁরা খুব ক্ষমতাশীল ছিল
Ο খ) সুলতান খুব অত্যাচারী ছিলেন
Ο গ) ক্ষমতা দখলের জন্য
Ο ঘ) সুলতানকে ক্ষমতাচ্যূত করার জন্য
সঠিক উত্তর: (গ)
২৭. গিয়াসউদ্দিন আযম শাহ এর যথেষ্ট সুখ্যাতি ছিল-
i. ন্যায়পরায়ণতার কারণে
ii. সমরকুশলতার কারণে
iii. প্রজারঞ্জকতার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮. নিচের কোনটি হুসেন শাহের শাসনকালের একটি উল্লেখ্যযোগ্য ঘটনা?
Ο ক) ভণ্ড পীরের আরাধনা
Ο খ) সত্য পীরের আরাধনা
Ο গ) শ্রীকৃষ্ণের আরাধনা
Ο ঘ) ঋষির আরাধনা
সঠিক উত্তর: (খ)
২৯. ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম দিয়েছিলেন কী?
Ο ক) বঙ্গ
Ο খ) সমতট
Ο গ) পুণ্ড্রনগর
Ο ঘ) বুলগাকপুর
সঠিক উত্তর: (ঘ)
৩০. বাংলার শাসনকর্তা তুঘরিলের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. ঢাকা ও ফরিদপুর অধিকার
ii. ত্রিহুত অধিকার
iii. নারকিল্লা দুর্গ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১. সিকান্দার শাহ কত সালে বাংলার সিংহাসনে বসেন?
Ο ক) ১৩৫৮-১৩৯০ সাল
Ο খ) ১৩৫৮-১৩৯৩ সাল
Ο গ) ১৩৬০-১৪০০ সাল
Ο ঘ) ১৪০০-১৪৫০ সাল
সঠিক উত্তর: (খ)
৩২. সুলতান নুসরাত শাহ ছিলেন- i. সহনশীল ii. কঠোর iii. সহৃদয় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩. ‘ইউসুফ-জুলেখা’ রচনা করেন কে?
Ο ক) ফকীর গরিবুল্লাহ
Ο খ) শাহ মুহাম্মদ সগীর
Ο গ) কান হরিদ্ত্ত
Ο ঘ) সোমেন চন্দ্র
সঠিক উত্তর: (খ)
৩৪. বখতিয়ার খলজির ক্ষেত্রে প্রযোজ্য-
i. তিনি ছিলেন জাতিতে তুর্কি
ii. তিনি ছিলেন বংশে খলজি
iii. তিনি ছিলেন ভাগান্বেষী সৈনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫. মুঘলগণ হুসেনশাহী যুগের শেষ দিকে বাংলা অধিকারে ব্যর্থ হয়। এর যথার্থ কারণ হলো-
i. মুঘল শাসকগণ দুর্বল ছিল
ii. আফগানদের অধীনে বাংলা ছিল
iii. শূর খানের বিরোধিতা ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৬. ‘মুঘিসউদ্দীন’ উপাধিটি কার ক্ষেত্রে যুক্তিযুক্ত?
Ο ক) ইউজবক
Ο খ) তুঘান খান
Ο গ) ওমর খান
Ο ঘ) মাসুদ জানি
সঠিক উত্তর: (ঘ)
৩৭. ঈশা খাঁন মুঘলদের বিরুদ্ধে শক্তি সঞ্চয়ের জন্য ‘D’ নামক স্থানে রাজধানী স্থাপন করেন। ‘D’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) সোনার গাঁ
Ο খ) খিজিরপুর
Ο গ) ফরিদপুর
Ο ঘ) সাতগাঁও
সঠিক উত্তর: (ক)
৩৮. শাহজাদা ফতেহ শাহকে কীভাবে হত্যা করে?
Ο ক) রাজপ্রাসাদের অভ্যন্তরে
Ο খ) রাজপ্রাসাদের বাইরে
Ο গ) লোকালয়ে
Ο ঘ) নিজ গৃহের বাইরে
সঠিক উত্তর: (ক)
৩৯. রাজ্য রক্ষায় বখতিয়ার খলজির অন্যতম পদক্ষেপ কোনটি?
Ο ক) রাজস্ব বৃদ্ধি
Ο খ) দুর্গ নির্মাণ
Ο গ) ঋণ প্রদান
Ο ঘ) প্রদেশিক শাসন কায়েম
সঠিক উত্তর: (খ)
৪০. সর্বপ্রথম চট্রগ্রাম জয় করেন কে?
Ο ক) বাহরাম খান
Ο খ) গিয়াসউদ্দীন আযম শাহ
Ο গ) উজ্জউদ্দীন
Ο ঘ) ফখরুদ্দীন মুবারক শাহ
সঠিক উত্তর: (ঘ)
৪১. সিংহাসন দখল করে জালাল উদ্দিন ‘Z’ অঞ্চলে তাঁর রাজধানী স্থাপন করেছিল। ‘Z’ এর সাথে পাঠ্যবইয়ের কোন দেশের সাদৃশ্য রয়েছে?
Ο ক) সিরিয়া
Ο খ) আবিসিনিয়া
Ο গ) আর্মেনিয়া
Ο ঘ) তুরস্ক
সঠিক উত্তর: (খ)
৪২. দৈবঙ্গ, পণ্ডিত ও ব্রাক্ষণগণ কাকে রাজধানী ত্যাগ করতে নির্দেশ দেন?
Ο ক) বখতিয়ার খলজিকে
Ο খ) রাজা লক্ষণ সেনকে
Ο গ) রাজা গৌরগোবিন্দকে
Ο ঘ) রাজা হিজবরউদ্দিনকে
সঠিক উত্তর: (খ)
৪৩. সামরিক কৃতিত্বের ইওয়াজ খরজির অন্যতম বিজয় হলো-
i. কামরূপ অধিকা
ii. উড়িষ্যা অধিকার
iii. জাকার্তা অধিকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৪. দেবকোট কোথায় অবস্থিত?
Ο ক) দিনাজপুর
Ο খ) মালদহ
Ο গ) মুর্শিদাবাদ
Ο ঘ) নদীয়া
সঠিক উত্তর: (ক)
৪৫. ১২৪৭-১২৫১ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলার শাসনকর্তা হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) তুঘান খান
Ο খ) ওমর খান
Ο গ) নাসিরউদ্দীন মাহমুদ
Ο ঘ) জালালউদ্দীন মাসুদজানি
সঠিক উত্তর: (ঘ)
৪৬. আফতাব বলেন যে, প্রভুর মৃত্যুর পর এই রাজকর্মচারী স্বাধীনতা ঘোষণা করেন এবং সোনারগাঁও এর সিংহাসনে বসেন। আফতাব কোন শাসকের বিষয়ে মন্তব্য করেন?
Ο ক) শামসুদ্দিন ইলিয়াস শাহের
Ο খ) বাহরাম খানের
Ο গ) ফখরুদ্দিন মুবারক শাহের
Ο ঘ) ইখতিয়ার উদ্দিন গাজী শাহের
সঠিক উত্তর: (গ)
৪৭. কার হাতে বাংলা প্রথম স্থিতিশীলতা লাভ করে?
Ο ক) ইলিয়াস শাহী বংশের সুলতানদের হাতে
Ο খ) ফখরুদ্দীন মুবারক শাহের হাতে
Ο গ) কুতুবউদ্দীন আইবকের হাতে
Ο ঘ) তুঘার খানের হাতে
সঠিক উত্তর: (ক)
৪৮. হাবসী শাসন উচ্ছেদ করে কে বাংলার সিংহাসনে বসেন?
Ο ক) সৈয়দ হোসেন
Ο খ) আলাউদ্দিন হোসেন
Ο গ) মুজাফফর শাহ
Ο ঘ) ইলিয়াস শাহ
সঠিক উত্তর: (ক)
৪৯. বখতিয়ার খলজির সর্বশেষ অভিযান কোনটি?
Ο ক) নদীয়া বিজয়
Ο খ) গৌড় বিজয়
Ο গ) তিব্বত অভিযান
Ο ঘ) চীন অভিযান
সঠিক উত্তর: (গ)
৫০. মুর্শিদকুলী খানের জামাতার নাম কী?
Ο ক) সরফুদ্দিন খান
Ο খ) সুজাউদ্দিন খান
Ο গ) মুবারিজ উদ্দিন খান
Ο ঘ) মহিউদ্দিন খান
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History