এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় – ১৫ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৫ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. মিশরে জমি উর্বর হতো কীভাবে?
Ο ক) সার ব্যবহার দ্বারা
Ο খ) পশুর মূত্র দ্বারা
Ο গ) বন্যার পানি দ্বারা
Ο ঘ) বৃষ্টির পানি দ্বারা
সঠিক উত্তর: (গ)

২. ‘ক’ নামক এক শ্রেণি সমাজে বঞ্চিত ছিল এবং সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ছিল। নিচের কোন শ্রেণির সাথে মিল রয়েছে-
i. প্যাট্রিশিয়ান
ii. প্লেবিয়ান
iii. একীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)

৩. এথেন্সে সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত সংসদকে কী বলা হতো?
Ο ক) এরিডপেগাস
Ο খ) সলোন
Ο গ) একলেসিয়া
Ο ঘ) রাজতন্ত্র
সঠিক উত্তর: (গ)

৪. সিন্ধু সভ্যতার কোন নগরে এক বিরাট স্নানাগার আবিষ্কৃত হয়েছে?
Ο ক) হরপ্পায়
Ο খ) ইসলামাবাদে
Ο গ) মহেঞ্জোদারোতে
Ο ঘ) লাহোরে
সঠিক উত্তর: (গ)

৫. স্পার্টাদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়-
i. তারা সমরতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল
ii. তারা গণতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল
iii. তারা রাজতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬. মিশরীয়রা দর্শন ও সাহিত্য চর্চায় কোনটি অনুপস্থিত ছিল?
Ο ক) হাসি
Ο খ) সুখ
Ο গ) আনন্দ
Ο ঘ) হতাশা
সঠিক উত্তর: (ঘ)

৭. আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান এটা জানা যায় কোন শাসন থেকে?
Ο ক) মিশরীয় শাসন
Ο খ) রোমান শাসন
Ο গ) মেসোপটেমিয় শাসন
Ο ঘ) চৈনিক শাসন
সঠিক উত্তর: (খ)

৮. সক্রেটিসের শিক্ষার মূল লক্ষ্য কি ছিল?
Ο ক) আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরকি গড়ে তোলা
Ο খ) সাংস্কৃতিক উন্নয়ন
Ο গ) অর্থনৈতিক উন্নয়ন
Ο ঘ) ব্যবসায় উন্নয়ন
সঠিক উত্তর: (ক)

৯. গ্রিসের যুক্তিবাদী দার্শনিকদের কী বলা হতো?
Ο ক) যু্ক্তিবাদী রক্ষক
Ο খ) বিশিষ্ট দার্শনিক
Ο গ) ফেসিস্ট
Ο ঘ) সফিস্ট
সঠিক উত্তর: (ঘ)

১০. স্বপ্না একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণে যায় যেটি প্রাচীনকালে মেম্ফিস নামে পরিচিত ছিল। মেস্ফিস স্থানটি প্রাচীনকালে কী ছিল?
Ο ক) রাজধানী
Ο খ) খেলার মাঠ
Ο গ) যুদ্ধক্ষেত্র
Ο ঘ) নদীবন্দর
সঠিক উত্তর: (ক)

১১. মিশরে কীভাবে চিত্রশিল্পের সূচনা হয়?
Ο ক) পারস্যের সংস্পর্শে
Ο খ) মন্দির সাজাতে গিয়ে
Ο গ) রং আবিষ্কার হওয়ায়
Ο ঘ) চিত্র শিল্পীদের মর্যাদা বৃদ্ধি হওয়ায়
সঠিক উত্তর: (খ)

১২. এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গিঠত জোটের নাম ছিল কী?
Ο ক) ডেলিয়ান লীগ
Ο খ) পেলোপনেসীয় লীগ
Ο গ) আরব লীগ
Ο ঘ) যৌথ লীগ
সঠিক উত্তর: (ক)

১৩. প্রাচীন মিশরীয়রা সময় নির্ধারণের জন্য যেমন ঘড়ি আবিষ্কার করে-
i. সূর্যঘড়ি
ii. হাতঘড়ি
iii. জলঘড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৪. মিশরের রাজাকে ‘ফারাও’ বলা হতো কেন?
Ο ক) নগরে ছিলেন বলে
Ο খ) বড় প্রাসাদে বাস করতে বা অগাধ ক্ষমতার অধিকারী ছিলেন বলে
Ο গ) নাগরিক অধিকার সংরক্ষণ করতেন বলে
Ο ঘ) বড় রাজ্যের রাজা ছিলেন বলে
সঠিক উত্তর: (খ)

১৫. মিশরীয়রা মৃতদেহকে মমি করতো কেন?
Ο ক) পচাতে
Ο খ) তাজা রাখতে
Ο গ) পূজা করতে
Ο ঘ) তাজা করতে
সঠিক উত্তর: (খ)

১৬. মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে সমর্থনযোগ্য হলো-
i. উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে
ii. নীলনদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো
iii. প্রাচীনকালে প্রতিবছর নীলনদে বন্যা হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৭. প্রাচীন মিশরের রাজাদের কী বলা হোত?
Ο ক) ফারাও
Ο খ) প্রভু
Ο গ) বাদশাহ
Ο ঘ) সম্রাট
সঠিক উত্তর: (ক)

১৮. আদিম যুগের মানুষ কিসের ব্যবহার জানত না?
Ο ক) মোবাইলের
Ο খ) কম্পিউটারের
Ο গ) ইন্টারনেটের
Ο ঘ) আগুনের
সঠিক উত্তর: (ঘ)

১৯. মহনবি (স) বৃক্ষরোপণকে সাদকায়ের জারিয়া বলেছেন। কারণ এতে-
i. মানুষ সার্বিকভাবে উপকৃত হয়
ii. সৃষ্টজীব উপকৃত হয়
iii. পরিবেশ ভারসাম্যপূর্ণ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২০. সিন্ধু সভ্যতায় পরিবার ব্যবস্থা কেমন ছিল?
Ο ক) একক পরিবার
Ο খ) যৌথ পরিবার
Ο গ) অনুপরিবার
Ο ঘ) মার্তৃতান্ত্রিক পরিবার
সঠিক উত্তর: (ক)

২১. হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) গুদামঘর
Ο খ) স্নানাগার
Ο গ) টয়লেট
Ο ঘ) বৃহদাকার শস্যাগার
সঠিক উত্তর: (ঘ)

২২. রমযান মাসে ইবাদতে অধিক সওয়াব পাওয়া যায়, কারণ এ মাসে-
i. কুরআন নাযিল হয়েছে
ii. মর্যাদাপূর্ণ মাস
iii. শয়তানকে বন্দি করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. রোখসানা বই পড়ে জেনেছে, সিন্ধু সভ্যতা ব্যবসা-বাণিজ্যকে একটি পরিকল্পিত পদ্ধতির মধ্যে নিয়ে এসেছিল। রোখসানা কোন বিষয়ের দিকে ইঙ্গিত করেছে?
Ο ক) নগর পরিকল্পনার
Ο খ) পরিমাপ পদ্ধতির
Ο গ) শিল্পের উৎপাদনের
Ο ঘ) যোগাযোগ ব্যবস্থার
সঠিক উত্তর: (খ)

২৪. ঈজিয়ান সাগরের দীপপুঞ্জ এবং এশিয়া মাইনর উপকূলে কী আবিস্কৃত হয়?
Ο ক) গ্রিক সভ্যতা
Ο খ) উপদ্বীপ
Ο গ) সাগর
Ο ঘ) জলভূমি
সঠিক উত্তর: (ক)

২৫. গ্রিক জাতির পূর্বপুরুষরা কোন গোষ্ঠী থেকে আগত?
Ο ক) মেষ পালক গোষ্ঠী
Ο খ) সনাতন গোষ্ঠী
Ο গ) আর্য গোষ্ঠী
Ο ঘ) ডোরীয় গোষ্ঠী
সঠিক উত্তর: (ক)

২৬. কোন যুগ শেষ হলে মানুষ কৃষিকাজ শেখে?
Ο ক) পুরনো পাথরের যুগ
Ο খ) নতুন পাথরের যুগ
Ο গ) নবপলীয় যুগ
Ο ঘ) পরাপলীয় যুগ
সঠিক উত্তর: (ক)

২৭. ‘ক’ নামক আইনটি পালন করা প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক, এবং এটি লিখিত ও অলিখিত ছিল। নিচের কোন আইনের সাথে মিল রয়েছে-
i. জনগণের আইন
ii. প্রাকৃতিক আইন
iii. বেসামরিক আইন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)

২৮. রোমের অর্থনীতি কাদের ওপর নির্ভরশীল ছিল?
Ο ক) রাজাদের উপর
Ο খ) দাসদের উপর
Ο গ) সৈনিকদের উপর
Ο ঘ) অর্থনীতিবিদদের উপর
সঠিক উত্তর: (খ)

২৯. গ্রিস পরিবেষ্টিত-
i. আড্রিয়অটিক সাগর দ্বারা
ii. ভূমধ্যসাগর দ্বারা
iii. ঈজিয়ান সাগর দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩০. মিশরের ভৌগলিক অবস্থান বিশ্লেষণ করলে যেটি পাওয়া যায়-
i. সবুজ ভূীম রয়েছে
ii. অভ্যন্তরে মরু অঞ্চল
iii. দেশটি সরু ফালির মতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩১. মিশরীয়রা নীলনদের পানি খাল কেটে সঞ্চয় করে রাখতো কেন?
Ο ক) পান করতে
Ο খ) পূজা করতে
Ο গ) কৃষিকাজ করতে
Ο ঘ) লবণ উৎপাদন করতে
সঠিক উত্তর: (গ)

৩২. গ্রিক ও তগ্রিক সংস্কৃতির মিশ্রণে কিসের জন্ম হয়?
Ο ক) হেলেনিক সংস্কৃতিক
Ο খ) হেলেনিস্টক সংস্কৃতি
Ο গ) অপসংস্কৃতি
Ο ঘ) হিন্দু সংস্কৃতি
সঠিক উত্তর: (খ)

৩৩. গ্রিকদের কতজন দেবদেবী ছিল?
Ο ক) ১০ জন
Ο খ) ১১ জন
Ο গ) ১২ জন
Ο ঘ) ১৩ জন
সঠিক উত্তর: (গ)

৩৪. স্পার্টায় বালকদের কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে শিক্ষা দেওয়া হতো। উদ্দীপকের এ আচরণ নিচের কোনটিকে সমর্থন করে?
Ο ক) শিক্ষা ব্যবস্থান উন্নতি
Ο খ) সমরতন্ত্র প্রতিষ্ঠা
Ο গ) ভালো সৈনিক তৈরি
Ο ঘ) রাষ্ট্রের উন্নয়ন
সঠিক উত্তর: (গ)

৩৫. পেরিক্লিসের সময়কালকে গ্রিক সভ্যতার কী বলা হতো?
Ο ক) স্বর্ণযুগ
Ο খ) শিল্পযুগ
Ο গ) অন্ধকারযুগ
Ο ঘ) অর্থনীতির যুগ
সঠিক উত্তর: (ক)

৩৬. সভ্যতায় মিশরীয়দের অবদান-
i. লিখন পদ্ধতি
ii. কাগজের আবিষ্কার
iii. আধুনিক তথ্যপ্রযুক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৭. গ্রিকদের কয়টি দেবদেবী ছিল?
Ο ক) ১৩টি
Ο খ) ১১টি
Ο গ) ১২টি
Ο ঘ) ১৩টি
সঠিক উত্তর: (গ)

৩৮. কিসের কারণে মিশরের কিছু অংশ জুড়ে শস্য শ্যামলা সবুজ ভুমি আছে?
Ο ক) নীলনদ
Ο খ) মরুভূমি
Ο গ) হোয়াংহো নদী
Ο ঘ) বনভূমি
সঠিক উত্তর: (ক)

৩৯. স্টার্টানদের কিসে উৎসাহ দেওয়া হতো না?
Ο ক) সামরিক শিক্ষায়
Ο খ) রাজনীতিতে
Ο গ) বাণিজ্যে
Ο ঘ) সাংস্কৃতিক ক্ষেত্রে
সঠিক উত্তর: (গ)

৪০. সিন্ধু সভ্যতার বিভিন্ন আকৃতির বাটখারা পাওয়া যায়। এ তথ্য থেকে কী প্রমাণিত হয়?
Ο ক) তারা বাটখারার ব্যবসায় করত
Ο খ) বাটখারা তৈরি তাদের পেশা ছিল
Ο গ) তারা হস্তশিল্প হিসেবে বাটখাটা তৈরি করত
Ο ঘ) তারা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক
সঠিক উত্তর: (ঘ)

৪১. আদিম যুগের মানুষ কীভাবে পশু শিকার করতো?
Ο ক) একাকী
Ο খ) লোহার অস্ত্র দিয়ে
Ο গ) বিষ প্রয়োগ করে
Ο ঘ) দলবদ্ধভাবে
সঠিক উত্তর: (ঘ)

৪২. প্রাচীন গ্রিসে রাষ্ট্র পরিচালনা হতো কয়টি সংসদের দ্বারা?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)

৪৩. সিন্ধু সভ্যতায় বড় বড় দ্রব্য মাপার জন্য দাড়িপাল্লাগুলো কিসের তৈরি ছিল?
Ο ক) পাথর
Ο খ) তামা
Ο গ) লোহা
Ο ঘ) ব্রোঞ্জ
সঠিক উত্তর: (ঘ)

৪৪. স্ফিংকস দেখতে কেমন ছিল?
Ο ক) দেহটা সিংহের মতো কিন্তু মুখ মানুষের
Ο খ) দেহটা বাঘের মতো কিন্তু মুখ মানুষের
Ο গ) দেহটা হাতির মতো কিন্তু মুখ মানুষের
Ο ঘ) দেহটা ঘোড়ার মতো কিন্তু মুখ মানুষের
সঠিক উত্তর: (ক)

৪৫. স্পার্টায় অনেক শিশুকে পাহাড় থেকে ফেলে হত্যা করা হতো কেন?
Ο ক) কালো হওয়ার জন্য
Ο খ) বিকলাঙ্গতার জন্য
Ο গ) শৃঙ্খলার জন্য
Ο ঘ) অপুষ্টির জন্য
সঠিক উত্তর: (খ)

৪৬. মিশরে বার্ষিক বন্যার পর বছরে কতবার ফসল হতো?
Ο ক) ১ বার
Ο খ) ২ বার
Ο গ) ৩ বার
Ο ঘ) ৪ বার
সঠিক উত্তর: (ক)

৪৭. সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা যেটির পরিচালক-
i. শাসন ব্যবস্থার দক্ষতা
ii. অর্থনৈতিক সমৃদ্ধি
iii. যুদ্ধ বিগ্রহের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৮. হিপোক্রেটিসের যথেষ্ট খ্যাতি ছিল কেন?
Ο ক) সাহিত্য রচনার কারণে
Ο খ) জ্যোতির্বিজ্ঞানের কারণে
Ο গ) নাটক রচনার কারণে
Ο ঘ) চিকিৎসা বিজ্ঞানের কারণে
সঠিক উত্তর: (ঘ)

৪৯. ঢাকা ওয়াসা পয়ঃপ্রণালির জন্য ড্রেন নির্মাণ করে। এটি কোন সভ্যতা থেকে শিক্ষা নেওয়া?
Ο ক) রোমান
Ο খ) মিশরীয়
Ο গ) সিন্ধু
Ο ঘ) চৈনিক
সঠিক উত্তর: (গ)

৫০. যুবকদের সেনাদলে ভর্তি করা হতো কত বছর বয়সে?
Ο ক) ১০ বছর
Ο খ) ২০ বছর
Ο গ) ১৫ বছর
Ο ঘ) ২৫ বছর
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post