ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৪ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ১৯৭২ সালে জুন মাসে জিয়াউর রহমানকে সেনাবাহিনীর কোন পদে নিয়োগ দেওয়া হয়?
Ο ক) জেনারেল
Ο খ) মেজর জেনারেল
Ο গ) কর্নেল
Ο ঘ) ডেপুটি চিফ-অব-স্টাফ
সঠিক উত্তর: (ঘ)
২. জেনারেল এরশাদের সময়ে কত তারিখে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়?
Ο ক) ৭ মে, ১৯৮৬
Ο খ) ১৭ মে, ১৯৮৬
Ο গ) ১৫ অক্টোবর, ১৯৮৬
Ο ঘ) ১১ ডিসেম্বর, ১৯৮৬
সঠিক উত্তর: (গ)
৩. জিয়ার নিস্ক্রিয়তা সেনাবাহিনীর মধ্যে কী বাড়িয়ে দেয়?
Ο ক) অভ্যুত্থান
Ο খ) অসন্তোষ
Ο গ) উৎকণ্ঠা
Ο ঘ) হত্যাকান্ড
সঠিক উত্তর: (খ)
৪. ১৯৭৪-৭৫ সালে প্রতিরক্ষা বাজেট ছিল কত টাকা?
Ο ক) ৭০ কোটি
Ο খ) ৭৫ কোটি
Ο গ) ৮০ কোটি
Ο ঘ) ৮৫ কোটি
সঠিক উত্তর: (খ)
৫. সায়েমের সরকার অকার্যকর হয়ে পড়ে। কারণ-
i. প্রকৃত ক্ষমতা সেনানিবাসে থাকায়
ii. বলপূর্বক জিয়া রাষ্ট্রপতি হওয়ায়
iii. বিচারপতি পদের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৬. তাহেরের ফাঁসির পর পদোন্নতি পেয়ে ইউসুফ কী হন?
Ο ক) বিগ্রেডিয়ার
Ο খ) প্রধান বিচারপতি
Ο গ) সেনাপ্রধান
Ο ঘ) উপ-রাষ্ট্রপতি
সঠিক উত্তর: (ক)
৭. জিয়া শিল্পখাতের উন্নয়নে কোন খাতকে উৎসাহিত করেন?
Ο ক) বিনিয়োগ খাত
Ο খ) সরকারি খাত
Ο গ) বেসরকারি খাত
Ο ঘ) রাজস্ব খাত
সঠিক উত্তর: (খ)
৮. ১৯৮৩ সালে এরশাদ সরকার ১৮ দফা কর্মসূচি ঘোষণা করেন কে?
Ο ক) উন্নয়ন কর্মসূচির লক্ষ্যে
Ο খ) নির্বাচনের লক্ষ্যে
Ο গ) স্বাধীনতার লক্ষ্যে
Ο ঘ) প্রশাসন পরিচালনার লক্ষ্যে
সঠিক উত্তর: (ক)
৯. গ্রাম সরকার গ্রামের উন্নয়নে অবদান রাখতে না পারার যৌক্তিক কারণ কোনটি?
Ο ক) সার্বিক ক্ষমতা না থাকা
Ο খ) আইনগত ক্ষমতা না থাকা
Ο গ) জন সমর্থন না থাকা
Ο ঘ) আর্থিক ক্ষমতা না থাকা
সঠিক উত্তর: (ঘ)
১০. জিয়া ইসলামী শাসনব্যবস্থা প্রবর্তন বিষয়ে অগ্রসর হননি। কারণ-
i. সংখ্যাগরিষ্ঠ স্বাধীনতাপ্রিয় বাঙালি মনোভাবের কারণে
ii. ইসলামী শাসনব্যবস্থা স্বীকৃত ছিল না তাই
iii. হিন্দু সম্প্রদায়ের সমর্থন হারানোর ভয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
১১. জিয়া কার সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করেন?
Ο ক) মুসলিম দেশসমূহের সাথে
Ο খ) বিরোধী দলগুলোর সাথে
Ο গ) আন্তজার্তিক দেশসমূহের সাথে
Ο ঘ) মুসলিম দলগুলোর সাথে
সঠিক উত্তর: (ক)
১২. এরশাদের পুরো সময়কালটাই নির্যাতনে ভরপুর ছিল। এতে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
i. তিনি স্বৈরাচারী শাসক ছিলেন
ii. তিনি যোগ্য শাসক ছিলেন
iii. তিনি সফল রাষ্ট্রপতি ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
১৩. ভুট্টো বঙ্গবন্ধুর খুনিচক্রকে অভিনন্দন জানিয়েছেন কেন?
Ο ক) এটিা তার কাছে পাকিস্তানের বিজয় ছিল তাই
Ο খ) সামরিক অভ্যুত্থান ছিল তাই
Ο গ) স্বৈরাচারিতার জন্য
Ο ঘ) পাকিস্তানপন্থী মনোভাবের জন্য
সঠিক উত্তর: (ক)
১৪. ১৯৭৭ সালে জিয়াউর রহমান গণভোটের আয়োজন করেন কেন?
Ο ক) তার অবৈধ ক্ষমতা বৈধতা প্রদানের জন্য
Ο খ) অর্থনৈতিক সমস্যা সমাধানে জনমত যাচাইয়ের জন্য
Ο গ) আন্তজার্তিক সমস্যা সমাধানে জনমত যাচায়ের জন্য
Ο ঘ) রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য
সঠিক উত্তর: (ক)
১৫.এরশাদের পতন হয় কিসের মধ্য দিয়ে?
Ο ক) রাজনৈতিক দলের গণ-অভ্যুত্থানের
Ο খ) ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের
Ο গ) সেনাবাহিনীর গণ-অভ্যুত্থানের
Ο ঘ) সাংবাদিকদের গণ-অভ্যুত্থানের
সঠিক উত্তর: (খ)
১৬. কত সালে জাতীয় পার্টি আত্মপ্রকাশ করে?
Ο ক) ১৯৮৪
Ο খ) ১৯৮৫
Ο গ) ১৯৮৬
Ο ঘ) ১৯৮১
সঠিক উত্তর: (গ)
১৭. আল্লাহর গুণবাচক ‘জাব্বার’ নামের অর্থ কী?
Ο ক) সহনশীল
Ο খ) ক্ষমাশীল
Ο গ) প্রবল
Ο ঘ) মহান
সঠিক উত্তর: (গ)
১৮. জিয়ার ক্ষমতার উৎস সেনাবাহিনী কাজেই ক্ষমতা টিকেয়ে রাখার জন্য প্রয়োজন-
i. সেনাবাহিনীকে সন্তুষ্ট করা
ii. সেনাবাহিনীর শৃঙ্খলা প্রতিষ্ঠা
iii. সেনা অফিসারদের মান-মর্যাদা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯. ১৯৭৫ সালের ১৫ আগস্টের ফলে দেশে-
i. রাজনৈতিক শূন্যতা দেখা দেয়
ii. শান্তি ফিরে আসে
iii. সেনাবাহিনীতে নৈরাজ্য দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০. বাংলাদেশের সংবিধানের শুরুতে প্রস্তাবনার পূর্বে প্রথম কবে বিসমিল্লাহির রহমানির রাহিম যুক্ত হয়?
Ο ক) ১৯৭৭ সালে
Ο খ) ১৯৭৯ সালে
Ο গ) ১৯৮১ সালে
Ο ঘ) ১৯৮৩ সালে
সঠিক উত্তর: (ক)
২১. বঙ্গবন্ধু হত্যাকান্ডে ভুট্টো খুশি হন। কারণ-
i. এটি ছিল তার কাছে পাকিস্তানের বিজয়
ii. ১৯৭১ এ হারানো ভূখন্ড ফিরে পাওয়ার শামিল তাই
iii. মোশতাক ক্ষমতা পেলেন তাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২. খালেদ মোশাররফ ক্ষমতাচ্যুত হন কখন?
Ο ক) ৪ নভেম্বর
Ο খ) ৫ নভেম্বর
Ο গ) ৬ নভেম্বর
Ο ঘ) ৭ নভেম্বর
সঠিক উত্তর: (ঘ)
২৩. কাকে সরিয়ে এরশাদ রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন?
Ο ক) জিয়াউর রহমান
Ο খ) আহসান উদ্দিন
Ο গ) আব্দুস সাত্তার
Ο ঘ) শাহাবুদ্দিন আহম্মেদ
সঠিক উত্তর: (খ)
২৪. বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা যিনি ‘বীর উত্তম’ উপাধি লাভ করেও অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। তিনি কে?
Ο ক) জেনারেল নিয়াজী
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) জেনারেল এ কে খন্দকার
Ο ঘ) কর্নেল জাহাঙ্গীর
সঠিক উত্তর: (খ)
২৫. সেনাসদস্যকে মৃত্যুদন্ড ও চাকরিচ্যুত করার পিছনে যৌক্তিক হলো-
i. জিয়াকে ক্ষমকাচ্যুত করার জন্য ঘটানো অভ্যুত্থান
ii. বিরোধী দলকে সহযোগিতা
iii. রাষ্ট্রদ্রোহিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬. সামরিক সরকারের অধীনে জনগণের প্রত্যক্ষ ভোটে স্বাধীনতার পর প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
Ο ক) ২ জুন ১৯৭৮
Ο খ) ৩ জুন ১৯৭৮
Ο গ) ৭ জুন ১৯৭৮
Ο ঘ) ৫ জুন ১৯৭৮
সঠিক উত্তর: (খ)
২৭. মোশতাক সেনাপ্রধান হিসাবে নিয়োগ দেন কাকে?
Ο ক) জিয়াকে
Ο খ) কে এম সফিউল্লাহকে
Ο গ) এরশাদকে
Ο ঘ) মনসুর আলীকে
সঠিক উত্তর: (ক)
২৮. জিয়াউর রহমান যথার্থ উপলব্ধি করেছিলেন যে সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠাই তার প্রধান দায়িত্ব । কেন?
Ο ক) কারণ সেনাবাহিনী ছিল তাঁর ক্ষমতার উৎস
Ο খ) কারণ সেনাবাহিনী অপর দেশ আক্রমণের অপরিহার্য
Ο গ) কারণ সেনাবাহিনী দেশ পরিচালনার জন্য অপরিহার্য
Ο ঘ) কারণ সেনাবাহিনী সীমান্ত রক্ষার জন্য অপরিহার্য
সঠিক উত্তর: (ক)
২৯. বাংলাদেশ সেনাবাহিনীর চেইন অব কমান্ড ভেঙে পড়ে-
i. ১৫ আগস্টের অভ্যুত্থানে
ii. ৩ নভেম্বরের অভ্যুত্থানে
iii. ৭ নভেম্বরের অভ্যুত্থানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০. আপাময় জনগণ চরম আন্দোলনে যায়। কারণ-
i. গণতান্ত্রিক অধিকার হরণের জন্য
ii. দমন পীড়নের জন্য
iii. এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১. দক্ষিণ এশিয়ার কয়টি রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়?
Ο ক) ৫টি
Ο খ) ৭টি
Ο গ) ১০টি
Ο ঘ) ১২টি
সঠিক উত্তর: (খ)
৩২. খন্দকার মোশতাকের সময়ে নানা প্রতিক্রিয়াশীল উদ্যেগ নেয়া হয়। এই প্রতিক্রিয়াশীল উদ্যেগের অন্তর্ভুক্ত-
i. বাংলাদেশ জিন্দাবাদ
ii. রেডিও বাংলাদেশ
iii. বাংলাদেশ গেজেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩. জনসমর্থহীন মোশতাকের সামরিক সরকারের পতন হয় কত তারিখে?
Ο ক) ৩ নভেম্বর ১৯৭৫
Ο খ) ৪ নভেম্বর ১৯৭৫
Ο গ) ৫ নভেম্বর ১৯৭৫
Ο ঘ) ৬ নভেম্বর ১৯৭৫
সঠিক উত্তর: (ক)
৩৪. প্রধান দলগুলো চতুর্থ সংসদ নির্বাচন বর্জন করে কেন?
Ο ক) ভোটার ও দলবিহীন নির্বাচন বলে
Ο খ) নির্বাচন পদ্ধতি ভালো না বলে
Ο গ) নির্বাচনের সুযোগ নেই বলে
Ο ঘ) ঘোষিত কর্মসূচি মনোপূত হয়নি বলে
সঠিক উত্তর: (ক)
৩৫. জিয়ার সময়ে বাংলাদেশ ও চীনের সম্পর্কের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য-
i. চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়
ii. দু’দেশের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে
iii. দু’দেশের সম্পর্ক তিক্ত হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬. বিরোধী দল জিয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারেনি। কারণ-
i. ভয়ভীতির কারণে
ii. দমন-পীড়নের কারণে
iii. সমর্থনের অভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৭. রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে কে বলপূর্বক ক্ষমতাচ্যুত করেন?
Ο ক) জেনারেল মঞ্জুর
Ο খ) খন্দকার মোশতাক
Ο গ) জেনারেল এরশাদ
Ο ঘ) খালেদ মোশতাক
সঠিক উত্তর: (গ)
৩৮. এরশাদের পদক্ষেপগুলো সামগ্রিকভাবে জনসমর্থন পায়নি কেন?
Ο ক) ইসলামপন্থী ধারার কারণে
Ο খ) পাকিস্তান প্রীতির কারণে
Ο গ) জনবিরোধী ধারার কারণে
Ο ঘ) মুক্তিযুদ্ধ চেতনায়বিরোধী বলে
সঠিক উত্তর: (গ)
৩৯. জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অবদানের জন্য কী উপাধি লাভ করেন?
Ο ক) বীরশ্রেষ্ঠ
Ο খ) বীর উত্তম
Ο গ) বীর বিক্রম
Ο ঘ) বীর প্রতীক
সঠিক উত্তর: (খ)
৪০. খালেদ মোশারফের নির্দেশে জিয়াউর রহমানকে গৃহবন্দি করে রাখা হয় কত তারিখে?
Ο ক) ৩ নভেম্বর ১৯৭৫
Ο খ) ৫ নভেম্বর ১৯৭৫
Ο গ) ৭ নভেম্বর ১৯৭৫
Ο ঘ) ৯ নভেম্বর ১৯৭৫
সঠিক উত্তর: (ক)
৪১. জিয়া ইনডেমনিটি আইন প্রবর্তন করেন কেন?
Ο ক) বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে
Ο খ) রাজনৈতিক সমর্থনের জন্য
Ο গ) দেশের উন্নয়নের জন্য
Ο ঘ) সামরিক আইন শক্তিশালী করার জন্য
সঠিক উত্তর: (ক)
৪২. রাষ্ট্রপতি আবুদস সাত্তারের জন্য প্রশাসন চালানো কঠিন হয়ে পড়ে-
i. অর্থনৈতিক সংকটের কারণে
ii. বিদেশি হস্তক্ষেপের কারণে
iii. আইন-শৃঙ্খলার অবনতির কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৩. ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন কে?
Ο ক) ড. কামাল হোসেন
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) আবদুস সাত্তার
Ο ঘ) আবদুস মোমেন
সঠিক উত্তর: (গ)
৪৪. ১৫ আগস্টের খুনিচক্র কার পরামর্শে ঢাকা ছাড়ে?
Ο ক) খালেদ মোশাররফের
Ο খ) জেনারেল এরশাদের
Ο গ) জেনারেল ওসমানীর
Ο ঘ) খোন্দকার মোশতাকের
সঠিক উত্তর: (গ)
৪৫. কত সালে রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে সরিয়ে দেওয়া হয়?
Ο ক) ১৯৮০
Ο খ) ১৯৮১
Ο গ) ১৯৮২
Ο ঘ) ১৯৮৩
সঠিক উত্তর: (গ)
৪৬. ‘নতুন বাংলা ছাত্র সমাজ’ গঠন করা হয় কেন?
Ο ক) প্রকাশ্য রাজনীতির জন্য
Ο খ) পৌরসভা নির্বাচনের জন্য
Ο গ) এরশাদবিরোধী আন্দোলনের জন্য
Ο ঘ) ছাত্র সংগ্রাম পরিষদকে প্রতিহত করতে
সঠিক উত্তর: (ঘ)
৪৭. এরশাদ পদত্যাগের বাধ্য হন কেন?
Ο ক) নির্বাচনের জন্য
Ο খ) সামরিক বাহিনীর জন্য
Ο গ) সর্বস্তরের মানুষের যুগপৎ আন্দোলনের জন্য
Ο ঘ) জাতীয় পার্টির দায়িত্ব গ্রহণের জন্য
সঠিক উত্তর: (গ)
৪৮. জেনারেল এরশাদ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম বলে ঘোষণা করেন?
Ο ক) ৫ম
Ο খ) ৬ষ্ঠ
Ο গ) ৭ম
Ο ঘ) ৮ম
সঠিক উত্তর: (ঘ)
৪৯. মুক্তিযুদ্ধের রণধ্বনি বাতিল করেন কে?
Ο ক) সৈয়দ নজরুল ইসলাম
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) জেনারেল এরশাদ
Ο ঘ) খোন্দকার মোশতাক
সঠিক উত্তর: (ঘ)
৫০. ‘তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয় নি।’ - এটি কোন সূরার অন্তর্গত?
Ο ক) সূরা ফাতিহা
Ο খ) সূরা ফালাক
Ο গ) সূরা ইখলাস
Ο ঘ) সূরা বাকারা
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ১৯৭২ সালে জুন মাসে জিয়াউর রহমানকে সেনাবাহিনীর কোন পদে নিয়োগ দেওয়া হয়?
Ο ক) জেনারেল
Ο খ) মেজর জেনারেল
Ο গ) কর্নেল
Ο ঘ) ডেপুটি চিফ-অব-স্টাফ
সঠিক উত্তর: (ঘ)
২. জেনারেল এরশাদের সময়ে কত তারিখে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়?
Ο ক) ৭ মে, ১৯৮৬
Ο খ) ১৭ মে, ১৯৮৬
Ο গ) ১৫ অক্টোবর, ১৯৮৬
Ο ঘ) ১১ ডিসেম্বর, ১৯৮৬
সঠিক উত্তর: (গ)
৩. জিয়ার নিস্ক্রিয়তা সেনাবাহিনীর মধ্যে কী বাড়িয়ে দেয়?
Ο ক) অভ্যুত্থান
Ο খ) অসন্তোষ
Ο গ) উৎকণ্ঠা
Ο ঘ) হত্যাকান্ড
সঠিক উত্তর: (খ)
৪. ১৯৭৪-৭৫ সালে প্রতিরক্ষা বাজেট ছিল কত টাকা?
Ο ক) ৭০ কোটি
Ο খ) ৭৫ কোটি
Ο গ) ৮০ কোটি
Ο ঘ) ৮৫ কোটি
সঠিক উত্তর: (খ)
৫. সায়েমের সরকার অকার্যকর হয়ে পড়ে। কারণ-
i. প্রকৃত ক্ষমতা সেনানিবাসে থাকায়
ii. বলপূর্বক জিয়া রাষ্ট্রপতি হওয়ায়
iii. বিচারপতি পদের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৬. তাহেরের ফাঁসির পর পদোন্নতি পেয়ে ইউসুফ কী হন?
Ο ক) বিগ্রেডিয়ার
Ο খ) প্রধান বিচারপতি
Ο গ) সেনাপ্রধান
Ο ঘ) উপ-রাষ্ট্রপতি
সঠিক উত্তর: (ক)
৭. জিয়া শিল্পখাতের উন্নয়নে কোন খাতকে উৎসাহিত করেন?
Ο ক) বিনিয়োগ খাত
Ο খ) সরকারি খাত
Ο গ) বেসরকারি খাত
Ο ঘ) রাজস্ব খাত
সঠিক উত্তর: (খ)
৮. ১৯৮৩ সালে এরশাদ সরকার ১৮ দফা কর্মসূচি ঘোষণা করেন কে?
Ο ক) উন্নয়ন কর্মসূচির লক্ষ্যে
Ο খ) নির্বাচনের লক্ষ্যে
Ο গ) স্বাধীনতার লক্ষ্যে
Ο ঘ) প্রশাসন পরিচালনার লক্ষ্যে
সঠিক উত্তর: (ক)
৯. গ্রাম সরকার গ্রামের উন্নয়নে অবদান রাখতে না পারার যৌক্তিক কারণ কোনটি?
Ο ক) সার্বিক ক্ষমতা না থাকা
Ο খ) আইনগত ক্ষমতা না থাকা
Ο গ) জন সমর্থন না থাকা
Ο ঘ) আর্থিক ক্ষমতা না থাকা
সঠিক উত্তর: (ঘ)
১০. জিয়া ইসলামী শাসনব্যবস্থা প্রবর্তন বিষয়ে অগ্রসর হননি। কারণ-
i. সংখ্যাগরিষ্ঠ স্বাধীনতাপ্রিয় বাঙালি মনোভাবের কারণে
ii. ইসলামী শাসনব্যবস্থা স্বীকৃত ছিল না তাই
iii. হিন্দু সম্প্রদায়ের সমর্থন হারানোর ভয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
১১. জিয়া কার সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করেন?
Ο ক) মুসলিম দেশসমূহের সাথে
Ο খ) বিরোধী দলগুলোর সাথে
Ο গ) আন্তজার্তিক দেশসমূহের সাথে
Ο ঘ) মুসলিম দলগুলোর সাথে
সঠিক উত্তর: (ক)
১২. এরশাদের পুরো সময়কালটাই নির্যাতনে ভরপুর ছিল। এতে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
i. তিনি স্বৈরাচারী শাসক ছিলেন
ii. তিনি যোগ্য শাসক ছিলেন
iii. তিনি সফল রাষ্ট্রপতি ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
১৩. ভুট্টো বঙ্গবন্ধুর খুনিচক্রকে অভিনন্দন জানিয়েছেন কেন?
Ο ক) এটিা তার কাছে পাকিস্তানের বিজয় ছিল তাই
Ο খ) সামরিক অভ্যুত্থান ছিল তাই
Ο গ) স্বৈরাচারিতার জন্য
Ο ঘ) পাকিস্তানপন্থী মনোভাবের জন্য
সঠিক উত্তর: (ক)
১৪. ১৯৭৭ সালে জিয়াউর রহমান গণভোটের আয়োজন করেন কেন?
Ο ক) তার অবৈধ ক্ষমতা বৈধতা প্রদানের জন্য
Ο খ) অর্থনৈতিক সমস্যা সমাধানে জনমত যাচাইয়ের জন্য
Ο গ) আন্তজার্তিক সমস্যা সমাধানে জনমত যাচায়ের জন্য
Ο ঘ) রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য
সঠিক উত্তর: (ক)
১৫.এরশাদের পতন হয় কিসের মধ্য দিয়ে?
Ο ক) রাজনৈতিক দলের গণ-অভ্যুত্থানের
Ο খ) ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের
Ο গ) সেনাবাহিনীর গণ-অভ্যুত্থানের
Ο ঘ) সাংবাদিকদের গণ-অভ্যুত্থানের
সঠিক উত্তর: (খ)
১৬. কত সালে জাতীয় পার্টি আত্মপ্রকাশ করে?
Ο ক) ১৯৮৪
Ο খ) ১৯৮৫
Ο গ) ১৯৮৬
Ο ঘ) ১৯৮১
সঠিক উত্তর: (গ)
১৭. আল্লাহর গুণবাচক ‘জাব্বার’ নামের অর্থ কী?
Ο ক) সহনশীল
Ο খ) ক্ষমাশীল
Ο গ) প্রবল
Ο ঘ) মহান
সঠিক উত্তর: (গ)
১৮. জিয়ার ক্ষমতার উৎস সেনাবাহিনী কাজেই ক্ষমতা টিকেয়ে রাখার জন্য প্রয়োজন-
i. সেনাবাহিনীকে সন্তুষ্ট করা
ii. সেনাবাহিনীর শৃঙ্খলা প্রতিষ্ঠা
iii. সেনা অফিসারদের মান-মর্যাদা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯. ১৯৭৫ সালের ১৫ আগস্টের ফলে দেশে-
i. রাজনৈতিক শূন্যতা দেখা দেয়
ii. শান্তি ফিরে আসে
iii. সেনাবাহিনীতে নৈরাজ্য দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০. বাংলাদেশের সংবিধানের শুরুতে প্রস্তাবনার পূর্বে প্রথম কবে বিসমিল্লাহির রহমানির রাহিম যুক্ত হয়?
Ο ক) ১৯৭৭ সালে
Ο খ) ১৯৭৯ সালে
Ο গ) ১৯৮১ সালে
Ο ঘ) ১৯৮৩ সালে
সঠিক উত্তর: (ক)
২১. বঙ্গবন্ধু হত্যাকান্ডে ভুট্টো খুশি হন। কারণ-
i. এটি ছিল তার কাছে পাকিস্তানের বিজয়
ii. ১৯৭১ এ হারানো ভূখন্ড ফিরে পাওয়ার শামিল তাই
iii. মোশতাক ক্ষমতা পেলেন তাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২. খালেদ মোশাররফ ক্ষমতাচ্যুত হন কখন?
Ο ক) ৪ নভেম্বর
Ο খ) ৫ নভেম্বর
Ο গ) ৬ নভেম্বর
Ο ঘ) ৭ নভেম্বর
সঠিক উত্তর: (ঘ)
২৩. কাকে সরিয়ে এরশাদ রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন?
Ο ক) জিয়াউর রহমান
Ο খ) আহসান উদ্দিন
Ο গ) আব্দুস সাত্তার
Ο ঘ) শাহাবুদ্দিন আহম্মেদ
সঠিক উত্তর: (খ)
২৪. বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা যিনি ‘বীর উত্তম’ উপাধি লাভ করেও অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। তিনি কে?
Ο ক) জেনারেল নিয়াজী
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) জেনারেল এ কে খন্দকার
Ο ঘ) কর্নেল জাহাঙ্গীর
সঠিক উত্তর: (খ)
২৫. সেনাসদস্যকে মৃত্যুদন্ড ও চাকরিচ্যুত করার পিছনে যৌক্তিক হলো-
i. জিয়াকে ক্ষমকাচ্যুত করার জন্য ঘটানো অভ্যুত্থান
ii. বিরোধী দলকে সহযোগিতা
iii. রাষ্ট্রদ্রোহিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬. সামরিক সরকারের অধীনে জনগণের প্রত্যক্ষ ভোটে স্বাধীনতার পর প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
Ο ক) ২ জুন ১৯৭৮
Ο খ) ৩ জুন ১৯৭৮
Ο গ) ৭ জুন ১৯৭৮
Ο ঘ) ৫ জুন ১৯৭৮
সঠিক উত্তর: (খ)
২৭. মোশতাক সেনাপ্রধান হিসাবে নিয়োগ দেন কাকে?
Ο ক) জিয়াকে
Ο খ) কে এম সফিউল্লাহকে
Ο গ) এরশাদকে
Ο ঘ) মনসুর আলীকে
সঠিক উত্তর: (ক)
২৮. জিয়াউর রহমান যথার্থ উপলব্ধি করেছিলেন যে সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠাই তার প্রধান দায়িত্ব । কেন?
Ο ক) কারণ সেনাবাহিনী ছিল তাঁর ক্ষমতার উৎস
Ο খ) কারণ সেনাবাহিনী অপর দেশ আক্রমণের অপরিহার্য
Ο গ) কারণ সেনাবাহিনী দেশ পরিচালনার জন্য অপরিহার্য
Ο ঘ) কারণ সেনাবাহিনী সীমান্ত রক্ষার জন্য অপরিহার্য
সঠিক উত্তর: (ক)
২৯. বাংলাদেশ সেনাবাহিনীর চেইন অব কমান্ড ভেঙে পড়ে-
i. ১৫ আগস্টের অভ্যুত্থানে
ii. ৩ নভেম্বরের অভ্যুত্থানে
iii. ৭ নভেম্বরের অভ্যুত্থানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০. আপাময় জনগণ চরম আন্দোলনে যায়। কারণ-
i. গণতান্ত্রিক অধিকার হরণের জন্য
ii. দমন পীড়নের জন্য
iii. এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১. দক্ষিণ এশিয়ার কয়টি রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়?
Ο ক) ৫টি
Ο খ) ৭টি
Ο গ) ১০টি
Ο ঘ) ১২টি
সঠিক উত্তর: (খ)
৩২. খন্দকার মোশতাকের সময়ে নানা প্রতিক্রিয়াশীল উদ্যেগ নেয়া হয়। এই প্রতিক্রিয়াশীল উদ্যেগের অন্তর্ভুক্ত-
i. বাংলাদেশ জিন্দাবাদ
ii. রেডিও বাংলাদেশ
iii. বাংলাদেশ গেজেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩. জনসমর্থহীন মোশতাকের সামরিক সরকারের পতন হয় কত তারিখে?
Ο ক) ৩ নভেম্বর ১৯৭৫
Ο খ) ৪ নভেম্বর ১৯৭৫
Ο গ) ৫ নভেম্বর ১৯৭৫
Ο ঘ) ৬ নভেম্বর ১৯৭৫
সঠিক উত্তর: (ক)
৩৪. প্রধান দলগুলো চতুর্থ সংসদ নির্বাচন বর্জন করে কেন?
Ο ক) ভোটার ও দলবিহীন নির্বাচন বলে
Ο খ) নির্বাচন পদ্ধতি ভালো না বলে
Ο গ) নির্বাচনের সুযোগ নেই বলে
Ο ঘ) ঘোষিত কর্মসূচি মনোপূত হয়নি বলে
সঠিক উত্তর: (ক)
৩৫. জিয়ার সময়ে বাংলাদেশ ও চীনের সম্পর্কের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য-
i. চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়
ii. দু’দেশের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে
iii. দু’দেশের সম্পর্ক তিক্ত হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬. বিরোধী দল জিয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারেনি। কারণ-
i. ভয়ভীতির কারণে
ii. দমন-পীড়নের কারণে
iii. সমর্থনের অভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৭. রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে কে বলপূর্বক ক্ষমতাচ্যুত করেন?
Ο ক) জেনারেল মঞ্জুর
Ο খ) খন্দকার মোশতাক
Ο গ) জেনারেল এরশাদ
Ο ঘ) খালেদ মোশতাক
সঠিক উত্তর: (গ)
৩৮. এরশাদের পদক্ষেপগুলো সামগ্রিকভাবে জনসমর্থন পায়নি কেন?
Ο ক) ইসলামপন্থী ধারার কারণে
Ο খ) পাকিস্তান প্রীতির কারণে
Ο গ) জনবিরোধী ধারার কারণে
Ο ঘ) মুক্তিযুদ্ধ চেতনায়বিরোধী বলে
সঠিক উত্তর: (গ)
৩৯. জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অবদানের জন্য কী উপাধি লাভ করেন?
Ο ক) বীরশ্রেষ্ঠ
Ο খ) বীর উত্তম
Ο গ) বীর বিক্রম
Ο ঘ) বীর প্রতীক
সঠিক উত্তর: (খ)
৪০. খালেদ মোশারফের নির্দেশে জিয়াউর রহমানকে গৃহবন্দি করে রাখা হয় কত তারিখে?
Ο ক) ৩ নভেম্বর ১৯৭৫
Ο খ) ৫ নভেম্বর ১৯৭৫
Ο গ) ৭ নভেম্বর ১৯৭৫
Ο ঘ) ৯ নভেম্বর ১৯৭৫
সঠিক উত্তর: (ক)
৪১. জিয়া ইনডেমনিটি আইন প্রবর্তন করেন কেন?
Ο ক) বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে
Ο খ) রাজনৈতিক সমর্থনের জন্য
Ο গ) দেশের উন্নয়নের জন্য
Ο ঘ) সামরিক আইন শক্তিশালী করার জন্য
সঠিক উত্তর: (ক)
৪২. রাষ্ট্রপতি আবুদস সাত্তারের জন্য প্রশাসন চালানো কঠিন হয়ে পড়ে-
i. অর্থনৈতিক সংকটের কারণে
ii. বিদেশি হস্তক্ষেপের কারণে
iii. আইন-শৃঙ্খলার অবনতির কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৩. ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন কে?
Ο ক) ড. কামাল হোসেন
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) আবদুস সাত্তার
Ο ঘ) আবদুস মোমেন
সঠিক উত্তর: (গ)
৪৪. ১৫ আগস্টের খুনিচক্র কার পরামর্শে ঢাকা ছাড়ে?
Ο ক) খালেদ মোশাররফের
Ο খ) জেনারেল এরশাদের
Ο গ) জেনারেল ওসমানীর
Ο ঘ) খোন্দকার মোশতাকের
সঠিক উত্তর: (গ)
৪৫. কত সালে রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে সরিয়ে দেওয়া হয়?
Ο ক) ১৯৮০
Ο খ) ১৯৮১
Ο গ) ১৯৮২
Ο ঘ) ১৯৮৩
সঠিক উত্তর: (গ)
৪৬. ‘নতুন বাংলা ছাত্র সমাজ’ গঠন করা হয় কেন?
Ο ক) প্রকাশ্য রাজনীতির জন্য
Ο খ) পৌরসভা নির্বাচনের জন্য
Ο গ) এরশাদবিরোধী আন্দোলনের জন্য
Ο ঘ) ছাত্র সংগ্রাম পরিষদকে প্রতিহত করতে
সঠিক উত্তর: (ঘ)
৪৭. এরশাদ পদত্যাগের বাধ্য হন কেন?
Ο ক) নির্বাচনের জন্য
Ο খ) সামরিক বাহিনীর জন্য
Ο গ) সর্বস্তরের মানুষের যুগপৎ আন্দোলনের জন্য
Ο ঘ) জাতীয় পার্টির দায়িত্ব গ্রহণের জন্য
সঠিক উত্তর: (গ)
৪৮. জেনারেল এরশাদ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম বলে ঘোষণা করেন?
Ο ক) ৫ম
Ο খ) ৬ষ্ঠ
Ο গ) ৭ম
Ο ঘ) ৮ম
সঠিক উত্তর: (ঘ)
৪৯. মুক্তিযুদ্ধের রণধ্বনি বাতিল করেন কে?
Ο ক) সৈয়দ নজরুল ইসলাম
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) জেনারেল এরশাদ
Ο ঘ) খোন্দকার মোশতাক
সঠিক উত্তর: (ঘ)
৫০. ‘তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয় নি।’ - এটি কোন সূরার অন্তর্গত?
Ο ক) সূরা ফাতিহা
Ο খ) সূরা ফালাক
Ο গ) সূরা ইখলাস
Ο ঘ) সূরা বাকারা
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History