ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১২ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. জাতীয় স্মৃতিসৌধের সবকিছু কীসের প্রতীক?
Ο ক) স্বাধীনতা সংগ্রামের
Ο খ) ভাষা আন্দোলনের
Ο গ) গণঅভ্যুত্থানের
Ο ঘ) ছয়দফা আন্দোলনের
সঠিক উত্তর: (ক)
২. বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?
Ο ক) মোস্তফা আলী কুদ্দুস
Ο খ) তানভির করিম
Ο গ) আব্দুল্লাহ খালিদ
Ο ঘ) মঈনুল হোসেন
সঠিক উত্তর: (ক)
৩. বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কত তারিখে?
Ο ক) ২২ মার্চ
Ο খ) ২৩ মার্চ
Ο গ) ২৪ মার্চ
Ο ঘ) ২৫ মার্চ
সঠিক উত্তর: (খ)
৪.মুজিবনগর সরকার কলকাতার কত নং থিয়েটার রোডে স্থান্তরিত করা হয়?
Ο ক) সাত
Ο খ) আট
Ο গ) নয়
Ο ঘ) দশ
সঠিক উত্তর: (খ)
৫. আওয়ামী লীগ ১৯৭১ সালে কীভাবে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে?
Ο ক) সমমনা বাম রাজনৈতিক দলসমূহ নিয়ে
Ο খ) পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে
Ο গ) প্রশিক্ষণ ও অস্ত্রের সংস্থান করে
Ο ঘ) ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাব করে
সঠিক উত্তর: (ক)
৬. ১৯৭০ সালে সাধারণ নির্বাচনের পূর্ব পাকিস্তানের দুযোর্গ প্রবণ অঞ্চলের নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
Ο ক) ১৬ জানুয়ারি ১৯৭১
Ο খ) ১৭ জানুয়ারি ১৯৭১
Ο গ) ১৮ জানুয়ারি ১৯৭১
Ο ঘ) ১৯ জানুয়ারি ১৯৭১
সঠিক উত্তর: (খ)
৭. বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয় কত তারিখে?
Ο ক) ১০ এপ্রিল
Ο খ) ১১ এপ্রিল
Ο গ) ১২ এপ্রিল
Ο ঘ) ১৩ এপ্রিল
সঠিক উত্তর: (খ)
৮. মুজিবনগর সরকারের প্রধান চিফ অব স্টাফ কে ছিলেন?
Ο ক) লে. কর্নেল আবদুর রব
Ο খ) এ.কে. খন্দকার
Ο গ) তাজউদ্দীন আহমদ
Ο ঘ) এম. মনসুর আলী
সঠিক উত্তর: (ক)
৯. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সরকার কত তারিখে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন?
Ο ক) ৭ এপ্রিল
Ο খ) ৮ এপ্রিল
Ο গ) ৯ এপ্রিল
Ο ঘ) ১০ এপ্রিল
সঠিক উত্তর: (ঘ)
১০. সোভিয়েত পত্রপত্রিকা, প্রচারমাধ্যমগুলো যেভাবে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে-
i পাকবাহিনীর নির্যাতনের কাহিনি প্রচার
ii. মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার
iii. ভেটো প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১১. জাতীয় স্মৃতিসৌধের কাজ কত সালে শেষ হয়?
Ο ক) ১৯৮০
Ο খ) ১৯৮২
Ο গ) ১৯৮৪
Ο ঘ) ১৯৮৫
সঠিক উত্তর: (খ)
১২. পাকিস্তানের কে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন?
Ο ক) আইয়ুব খান
Ο খ) জগজিৎ সিৎ
Ο গ) লে.জে. নিয়াজী
Ο ঘ) ইয়াহিয়া খান
সঠিক উত্তর: (গ)
১৩. বঙ্গবন্ধুর ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
ii. তিনি ছিলেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি
iii. তিনি ছিলেন ১ নং সেক্টরের কমাণ্ডার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪. ইলিয়াস বললেন, আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রকৃত বন্ধুর পরিচয় না দিলে হয়তোবা বাংলাদেশের স্বাধীনতা অর্জন হতো না। ইলিয়াস কোন রাষ্ট্রের কথা বললেন?
Ο ক) ভারত
Ο খ) নেপাল
Ο গ) ভুঠান
Ο ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর: (ক)
১৫. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করে-
i. ছাত্র
ii. প্রবাসী বাঙালি
iii. গণমাধ্যম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬. পাকিস্তান সেনাবাহিনীকে অত্যাচার, নির্যাতন ও গণহত্যায় সহযোগিতা করেছে এবং প্রত্যক্ষ অংশগ্রহণ করেছে কারা?
Ο ক) সমাজতান্ত্রিক দলগুলো
Ο খ) আওয়ামী পন্থী দলগুলো
Ο গ) পাক আদর্শে বিশ্বাসী ইসলামি রাজনৈতিক দলগুলো
Ο ঘ) গণতন্ত্রীপন্থী দলগুলো
সঠিক উত্তর: (গ)
১৭. সৈয়দ নজরুল ইসলামের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. তিনি ছিলেন আওয়ামী লীগের শীর্ষনেতা
ii. তিনি মুজিবনগর সরকারের ওপর-রাষ্ট্রপতি ছিলেন
iii. তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮. ‘অপারেশন সার্চ লাইট’ এর লক্ষ্য ছিল-
i. ঢাকা বিশ্ববিদ্যালয়
ii. ছাত্র সমাজ
iii. শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯. বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কোন সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
Ο ক) ১৯৫৪ সালের
Ο খ) ১৯৫৮ সালের
Ο গ) ১৯৬৬ সালের
Ο ঘ) ১৯৭০ সালের
সঠিক উত্তর: (ঘ)
২০. উপরের পুরো স্তম্ভটি নির্দেশ করে-
i. দুই তরুণ রাইফেল হাতে শত্রু মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ
ii. ওষুধের ব্যাগ কাঁধে তরুণী মুক্তিযোদ্ধাদের সেবায় নিবেদিত প্রাণ
iii. বাঙালির প্রতিবাদী মনোভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১. মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইনমন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রী কে ছিলেন?
Ο ক) খন্দকার মোশতাক আহমদ
Ο খ) এ.কে. খন্দকার
Ο গ) এম. মনসুর আলী
Ο ঘ) তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর: (ক)
২২. মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহায়তা করে এম.আর. আখতার মুকুলের-
i. চরমপত্র
ii. জল্লাদের দরবার
iii. নাটক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩. বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ‘আমার সোনার বাংলা’ গানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়?
Ο ক) ৪.১
Ο খ) ৪.২
Ο গ) ৪.৩
Ο ঘ) ৪.৪
সঠিক উত্তর: (ক)
২৪. স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের সকল স্থানে প্রচার করা হয়-
i. টেলিগ্রামের মাধ্যমে
ii. টেলিপ্রিন্টারের মাধ্যমে
iii. ইপিআর-এর ট্রান্সমিটারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫. পাক বাহিনীর নিরস্ত্র বাঙালি ওপর বর্বর হামলা চালায় কত তারিখে?
Ο ক) ২৪ মার্চ
Ο খ) ২৫ মার্চ
Ο গ) ২৬ মার্চ
Ο ঘ) ২৭ মার্চ
সঠিক উত্তর: (খ)
২৬. বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রাণকেন্দ্র ছিল কোনটি?
Ο ক) লণ্ডন
Ο খ) নিউইয়র্ক
Ο গ) ওয়াশিংটন ডিসি
Ο ঘ) স্টোকহোম
সঠিক উত্তর: (ক)
২৭. বাংলাদেশের জাতীয় পতাকায় ব্যবহৃত রং আমাদের-
i. সবুজ প্রকৃতির প্রতীক
ii. লাল গোলাপের প্রতীক
iii. মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের প্রতীক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮. মুক্তিযুদ্ধের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে অধিক যুক্তিযুক্ত-
i. মওলানা ভাসানী
ii. মোজাফফর আহমদ
iii. মনি সিংও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯. গান গেয়ে মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্বজনমত সৃষ্টি করেন কে?
Ο ক) মাইকেল জ্যাকসন
Ο খ) জর্জ হ্যামশয়ার
Ο গ) মাইকেল এ্যাঙ্গেল
Ο ঘ) জর্জ হ্যারিসন
সঠিক উত্তর: (ঘ)
৩০. পাকিস্তানিদের দৃষ্টিতে হিন্দুদের পেছনে রয়েছে ভারতের-
i. আনুকূল্য
ii. সমর্থন
iii. বিদ্বেষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১. বাংলার অধীনে ছিল- i. বিহার ii. উড়িষ্যা iii. ছোটনাগপুর নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২. কার নেতৃত্বে ১৯৭০ সালের নির্বাচনের জন্য একটি কমিশন গঠন করা হয়?
Ο ক) ম্যাজিস্ট্রেট কোর্ট
Ο খ) সুপ্রিম কোর্ট
Ο গ) জজকোর্ট
Ο ঘ) সাধারণ কোর্ট
সঠিক উত্তর: (খ)
৩৩. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কত তারিখে?
Ο ক) ৮ এপ্রিল
Ο খ) ১০ এপ্রিল
Ο গ) ১২ এপ্রিল
Ο ঘ) ১৪ এপ্রিল
সঠিক উত্তর: (খ)
৩৪. সরকারবিরোধী আন্দোলনের কারণে পাকবাহিনীর রোষানলে পড়ে কোন বিশ্ববিদ্যালয়?
Ο ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়
Ο খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
Ο গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Ο ঘ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: (খ)
৩৫. পাকিস্তান সেনাবাহিনীর পোড়া মাটি নীতির লক্ষ্য কী ছিল?
Ο ক) বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি
Ο খ) ভূখণ্ডের মানুষদের হত্যা করে ভূমির দখল নেওয়া
Ο গ) সরকারের পক্ষে প্রচারনা
Ο ঘ) মুক্তিযুদ্ধ পরিচালনা
সঠিক উত্তর: (খ)
৩৬. অসমসাহসী তিনজন তরুণ মুক্তিযোদ্ধার সময় নির্মিত ভাস্কর্যের সাথে মিল রয়েছে-
i প্রজন্ম ভাস্কর্যের
ii. বুদ্ধিজীবী ভাস্কর্যের
iii. অপরাজেয় বাংলার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭. জাতীয় স্মৃতিসৌধের কাজ কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৩৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের কত নম্বর কক্ষে পতাকা তৈরির কাজ শুরু হয়?
Ο ক) ১১২
Ο খ) ১১৮
Ο গ) ২০৫
Ο ঘ) ৩১২
সঠিক উত্তর: (খ)
৩৯. আমাদের মহান স্বাধীনতা দিবস কোনটি?
Ο ক) ১৬ ডিসেম্বর
Ο খ) ১৬ মার্চ
Ο গ) ২৬ ডিসেম্বর
Ο ঘ) ২৬ মার্চ
সঠিক উত্তর: (ঘ)
৪০. মুক্তিযুদ্ধে গণহত্যা, আর নারী নির্যাতনের ভেতর দিয়ে পাকবাহিনীর যে বিষয়টি প্রকাশ ঘটে-
i. তীব্র বিদ্বেষ
ii. আক্রোশ
iii. ভয়ংকর ঘৃণার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১. শামীম তার চাচার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তার চাচা একটি ভাস্কর্য দেখিয়ে বলল যে, এটি বাঙালির প্রতিবাদী মনোভাব ও মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার মূর্ত প্রতীক। শামীম কোন ভাস্কর্য সম্পর্কে বললেন?
Ο ক) মুজিবনগর স্মৃতিসৌধ
Ο খ) জাতীয় স্মৃতিসৌধ
Ο গ) শিখা চিরন্তন
Ο ঘ) বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
সঠিক উত্তর: (ক)
৪২. ইলিয়াস শাহের উপাধি ছিল-
i. শাহ-ই-বাঙ্গালী
ii. শাহ-ই-বাঙ্গালিয়ান
iii. সুলতান-ই-বাঙ্গালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. রাজাকাররা মানবতাবিরোধী অপকর্মে জড়িত ছিল। এর যথার্থ কারণ হলো-
i. তারা পাকিস্তানি দোসর ছিল
ii. মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল
iii. হিন্দুবিদ্বেষী ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৪৪. মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭০-৭১ সালের নির্বাচনে জয়ী-
i. জাতীয় পরিষদের সদস্যদের নিয়ে
ii. প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে
iii. পাকিস্তানি সেনা সদস্যদের নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৫. জাতিসংঘের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো-
i. বিশ্বশান্তি প্রতিষ্ঠা
ii. বিশ্বের নিরাপত্তা রক্ষা
iii. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৬. চেকের জন প্রিয়তার কারণ হলো-
i. নিরাপদ
ii. সহজ বিনিময়
iii. প্রামাণ্য দলিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৭. পূর্ব পাকিস্তানে আন্দোলন-সংগ্রামের পেছনে হিন্দুদের হাত রয়েছে এবং তাদের কারা ইন্ধন দিতো বলে পাকিস্তান শাসকগোষ্ঠী বিশ্বাস করতো?
Ο ক) শ্রীলঙ্কা
Ο খ) মালদ্বীপ
Ο গ) নেপাল
Ο ঘ) ভারত
সঠিক উত্তর: (ঘ)
৪৮. পাকবাহিনী বরেণ্য সাহিত্যিক, শিল্পী, কবি, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী নির্মমভাবে হত্যা করেন কেন?
Ο ক) বাংলাকে মেধাশূন্য করার জন্য
Ο খ) বাংলার বুদ্ধিজীবীদের সাথে পূর্ব শত্রুতার জন্য
Ο গ) রাজনৈতিক প্রতিহিংসার জন্য
Ο ঘ) মুক্তিবাহিনীকে সহযোগিতার জন্য
সঠিক উত্তর: (ক)
৪৯. বিবিসি কোন দেশের প্রচারমাধ্যম হিসেবে কাজ করে?
Ο ক) রাশিয়া
Ο খ) ব্রিটেন
Ο গ) কিউবা
Ο ঘ) বুলগেরিয়া
সঠিক উত্তর: (খ)
৫০. বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাটি এম,এ, হান্নান কত তারিখে দুবার প্রচার করে?
Ο ক) আতাউল গণি ওসমানি
Ο খ) মওলানা ভাসানী
Ο গ) এম.এ. হান্নান
Ο ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. জাতীয় স্মৃতিসৌধের সবকিছু কীসের প্রতীক?
Ο ক) স্বাধীনতা সংগ্রামের
Ο খ) ভাষা আন্দোলনের
Ο গ) গণঅভ্যুত্থানের
Ο ঘ) ছয়দফা আন্দোলনের
সঠিক উত্তর: (ক)
২. বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?
Ο ক) মোস্তফা আলী কুদ্দুস
Ο খ) তানভির করিম
Ο গ) আব্দুল্লাহ খালিদ
Ο ঘ) মঈনুল হোসেন
সঠিক উত্তর: (ক)
৩. বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কত তারিখে?
Ο ক) ২২ মার্চ
Ο খ) ২৩ মার্চ
Ο গ) ২৪ মার্চ
Ο ঘ) ২৫ মার্চ
সঠিক উত্তর: (খ)
৪.মুজিবনগর সরকার কলকাতার কত নং থিয়েটার রোডে স্থান্তরিত করা হয়?
Ο ক) সাত
Ο খ) আট
Ο গ) নয়
Ο ঘ) দশ
সঠিক উত্তর: (খ)
৫. আওয়ামী লীগ ১৯৭১ সালে কীভাবে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে?
Ο ক) সমমনা বাম রাজনৈতিক দলসমূহ নিয়ে
Ο খ) পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে
Ο গ) প্রশিক্ষণ ও অস্ত্রের সংস্থান করে
Ο ঘ) ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাব করে
সঠিক উত্তর: (ক)
৬. ১৯৭০ সালে সাধারণ নির্বাচনের পূর্ব পাকিস্তানের দুযোর্গ প্রবণ অঞ্চলের নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
Ο ক) ১৬ জানুয়ারি ১৯৭১
Ο খ) ১৭ জানুয়ারি ১৯৭১
Ο গ) ১৮ জানুয়ারি ১৯৭১
Ο ঘ) ১৯ জানুয়ারি ১৯৭১
সঠিক উত্তর: (খ)
৭. বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয় কত তারিখে?
Ο ক) ১০ এপ্রিল
Ο খ) ১১ এপ্রিল
Ο গ) ১২ এপ্রিল
Ο ঘ) ১৩ এপ্রিল
সঠিক উত্তর: (খ)
৮. মুজিবনগর সরকারের প্রধান চিফ অব স্টাফ কে ছিলেন?
Ο ক) লে. কর্নেল আবদুর রব
Ο খ) এ.কে. খন্দকার
Ο গ) তাজউদ্দীন আহমদ
Ο ঘ) এম. মনসুর আলী
সঠিক উত্তর: (ক)
৯. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সরকার কত তারিখে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন?
Ο ক) ৭ এপ্রিল
Ο খ) ৮ এপ্রিল
Ο গ) ৯ এপ্রিল
Ο ঘ) ১০ এপ্রিল
সঠিক উত্তর: (ঘ)
১০. সোভিয়েত পত্রপত্রিকা, প্রচারমাধ্যমগুলো যেভাবে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে-
i পাকবাহিনীর নির্যাতনের কাহিনি প্রচার
ii. মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার
iii. ভেটো প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১১. জাতীয় স্মৃতিসৌধের কাজ কত সালে শেষ হয়?
Ο ক) ১৯৮০
Ο খ) ১৯৮২
Ο গ) ১৯৮৪
Ο ঘ) ১৯৮৫
সঠিক উত্তর: (খ)
১২. পাকিস্তানের কে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন?
Ο ক) আইয়ুব খান
Ο খ) জগজিৎ সিৎ
Ο গ) লে.জে. নিয়াজী
Ο ঘ) ইয়াহিয়া খান
সঠিক উত্তর: (গ)
১৩. বঙ্গবন্ধুর ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
ii. তিনি ছিলেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি
iii. তিনি ছিলেন ১ নং সেক্টরের কমাণ্ডার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪. ইলিয়াস বললেন, আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রকৃত বন্ধুর পরিচয় না দিলে হয়তোবা বাংলাদেশের স্বাধীনতা অর্জন হতো না। ইলিয়াস কোন রাষ্ট্রের কথা বললেন?
Ο ক) ভারত
Ο খ) নেপাল
Ο গ) ভুঠান
Ο ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর: (ক)
১৫. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করে-
i. ছাত্র
ii. প্রবাসী বাঙালি
iii. গণমাধ্যম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬. পাকিস্তান সেনাবাহিনীকে অত্যাচার, নির্যাতন ও গণহত্যায় সহযোগিতা করেছে এবং প্রত্যক্ষ অংশগ্রহণ করেছে কারা?
Ο ক) সমাজতান্ত্রিক দলগুলো
Ο খ) আওয়ামী পন্থী দলগুলো
Ο গ) পাক আদর্শে বিশ্বাসী ইসলামি রাজনৈতিক দলগুলো
Ο ঘ) গণতন্ত্রীপন্থী দলগুলো
সঠিক উত্তর: (গ)
১৭. সৈয়দ নজরুল ইসলামের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. তিনি ছিলেন আওয়ামী লীগের শীর্ষনেতা
ii. তিনি মুজিবনগর সরকারের ওপর-রাষ্ট্রপতি ছিলেন
iii. তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮. ‘অপারেশন সার্চ লাইট’ এর লক্ষ্য ছিল-
i. ঢাকা বিশ্ববিদ্যালয়
ii. ছাত্র সমাজ
iii. শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯. বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কোন সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
Ο ক) ১৯৫৪ সালের
Ο খ) ১৯৫৮ সালের
Ο গ) ১৯৬৬ সালের
Ο ঘ) ১৯৭০ সালের
সঠিক উত্তর: (ঘ)
২০. উপরের পুরো স্তম্ভটি নির্দেশ করে-
i. দুই তরুণ রাইফেল হাতে শত্রু মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ
ii. ওষুধের ব্যাগ কাঁধে তরুণী মুক্তিযোদ্ধাদের সেবায় নিবেদিত প্রাণ
iii. বাঙালির প্রতিবাদী মনোভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১. মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইনমন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রী কে ছিলেন?
Ο ক) খন্দকার মোশতাক আহমদ
Ο খ) এ.কে. খন্দকার
Ο গ) এম. মনসুর আলী
Ο ঘ) তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর: (ক)
২২. মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহায়তা করে এম.আর. আখতার মুকুলের-
i. চরমপত্র
ii. জল্লাদের দরবার
iii. নাটক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩. বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ‘আমার সোনার বাংলা’ গানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়?
Ο ক) ৪.১
Ο খ) ৪.২
Ο গ) ৪.৩
Ο ঘ) ৪.৪
সঠিক উত্তর: (ক)
২৪. স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের সকল স্থানে প্রচার করা হয়-
i. টেলিগ্রামের মাধ্যমে
ii. টেলিপ্রিন্টারের মাধ্যমে
iii. ইপিআর-এর ট্রান্সমিটারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫. পাক বাহিনীর নিরস্ত্র বাঙালি ওপর বর্বর হামলা চালায় কত তারিখে?
Ο ক) ২৪ মার্চ
Ο খ) ২৫ মার্চ
Ο গ) ২৬ মার্চ
Ο ঘ) ২৭ মার্চ
সঠিক উত্তর: (খ)
২৬. বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রাণকেন্দ্র ছিল কোনটি?
Ο ক) লণ্ডন
Ο খ) নিউইয়র্ক
Ο গ) ওয়াশিংটন ডিসি
Ο ঘ) স্টোকহোম
সঠিক উত্তর: (ক)
২৭. বাংলাদেশের জাতীয় পতাকায় ব্যবহৃত রং আমাদের-
i. সবুজ প্রকৃতির প্রতীক
ii. লাল গোলাপের প্রতীক
iii. মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের প্রতীক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮. মুক্তিযুদ্ধের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে অধিক যুক্তিযুক্ত-
i. মওলানা ভাসানী
ii. মোজাফফর আহমদ
iii. মনি সিংও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯. গান গেয়ে মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্বজনমত সৃষ্টি করেন কে?
Ο ক) মাইকেল জ্যাকসন
Ο খ) জর্জ হ্যামশয়ার
Ο গ) মাইকেল এ্যাঙ্গেল
Ο ঘ) জর্জ হ্যারিসন
সঠিক উত্তর: (ঘ)
৩০. পাকিস্তানিদের দৃষ্টিতে হিন্দুদের পেছনে রয়েছে ভারতের-
i. আনুকূল্য
ii. সমর্থন
iii. বিদ্বেষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১. বাংলার অধীনে ছিল- i. বিহার ii. উড়িষ্যা iii. ছোটনাগপুর নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২. কার নেতৃত্বে ১৯৭০ সালের নির্বাচনের জন্য একটি কমিশন গঠন করা হয়?
Ο ক) ম্যাজিস্ট্রেট কোর্ট
Ο খ) সুপ্রিম কোর্ট
Ο গ) জজকোর্ট
Ο ঘ) সাধারণ কোর্ট
সঠিক উত্তর: (খ)
৩৩. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কত তারিখে?
Ο ক) ৮ এপ্রিল
Ο খ) ১০ এপ্রিল
Ο গ) ১২ এপ্রিল
Ο ঘ) ১৪ এপ্রিল
সঠিক উত্তর: (খ)
৩৪. সরকারবিরোধী আন্দোলনের কারণে পাকবাহিনীর রোষানলে পড়ে কোন বিশ্ববিদ্যালয়?
Ο ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়
Ο খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
Ο গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Ο ঘ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: (খ)
৩৫. পাকিস্তান সেনাবাহিনীর পোড়া মাটি নীতির লক্ষ্য কী ছিল?
Ο ক) বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি
Ο খ) ভূখণ্ডের মানুষদের হত্যা করে ভূমির দখল নেওয়া
Ο গ) সরকারের পক্ষে প্রচারনা
Ο ঘ) মুক্তিযুদ্ধ পরিচালনা
সঠিক উত্তর: (খ)
৩৬. অসমসাহসী তিনজন তরুণ মুক্তিযোদ্ধার সময় নির্মিত ভাস্কর্যের সাথে মিল রয়েছে-
i প্রজন্ম ভাস্কর্যের
ii. বুদ্ধিজীবী ভাস্কর্যের
iii. অপরাজেয় বাংলার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭. জাতীয় স্মৃতিসৌধের কাজ কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৩৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের কত নম্বর কক্ষে পতাকা তৈরির কাজ শুরু হয়?
Ο ক) ১১২
Ο খ) ১১৮
Ο গ) ২০৫
Ο ঘ) ৩১২
সঠিক উত্তর: (খ)
৩৯. আমাদের মহান স্বাধীনতা দিবস কোনটি?
Ο ক) ১৬ ডিসেম্বর
Ο খ) ১৬ মার্চ
Ο গ) ২৬ ডিসেম্বর
Ο ঘ) ২৬ মার্চ
সঠিক উত্তর: (ঘ)
৪০. মুক্তিযুদ্ধে গণহত্যা, আর নারী নির্যাতনের ভেতর দিয়ে পাকবাহিনীর যে বিষয়টি প্রকাশ ঘটে-
i. তীব্র বিদ্বেষ
ii. আক্রোশ
iii. ভয়ংকর ঘৃণার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১. শামীম তার চাচার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তার চাচা একটি ভাস্কর্য দেখিয়ে বলল যে, এটি বাঙালির প্রতিবাদী মনোভাব ও মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার মূর্ত প্রতীক। শামীম কোন ভাস্কর্য সম্পর্কে বললেন?
Ο ক) মুজিবনগর স্মৃতিসৌধ
Ο খ) জাতীয় স্মৃতিসৌধ
Ο গ) শিখা চিরন্তন
Ο ঘ) বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
সঠিক উত্তর: (ক)
৪২. ইলিয়াস শাহের উপাধি ছিল-
i. শাহ-ই-বাঙ্গালী
ii. শাহ-ই-বাঙ্গালিয়ান
iii. সুলতান-ই-বাঙ্গালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. রাজাকাররা মানবতাবিরোধী অপকর্মে জড়িত ছিল। এর যথার্থ কারণ হলো-
i. তারা পাকিস্তানি দোসর ছিল
ii. মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল
iii. হিন্দুবিদ্বেষী ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৪৪. মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭০-৭১ সালের নির্বাচনে জয়ী-
i. জাতীয় পরিষদের সদস্যদের নিয়ে
ii. প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে
iii. পাকিস্তানি সেনা সদস্যদের নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৫. জাতিসংঘের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো-
i. বিশ্বশান্তি প্রতিষ্ঠা
ii. বিশ্বের নিরাপত্তা রক্ষা
iii. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৬. চেকের জন প্রিয়তার কারণ হলো-
i. নিরাপদ
ii. সহজ বিনিময়
iii. প্রামাণ্য দলিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৭. পূর্ব পাকিস্তানে আন্দোলন-সংগ্রামের পেছনে হিন্দুদের হাত রয়েছে এবং তাদের কারা ইন্ধন দিতো বলে পাকিস্তান শাসকগোষ্ঠী বিশ্বাস করতো?
Ο ক) শ্রীলঙ্কা
Ο খ) মালদ্বীপ
Ο গ) নেপাল
Ο ঘ) ভারত
সঠিক উত্তর: (ঘ)
৪৮. পাকবাহিনী বরেণ্য সাহিত্যিক, শিল্পী, কবি, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী নির্মমভাবে হত্যা করেন কেন?
Ο ক) বাংলাকে মেধাশূন্য করার জন্য
Ο খ) বাংলার বুদ্ধিজীবীদের সাথে পূর্ব শত্রুতার জন্য
Ο গ) রাজনৈতিক প্রতিহিংসার জন্য
Ο ঘ) মুক্তিবাহিনীকে সহযোগিতার জন্য
সঠিক উত্তর: (ক)
৪৯. বিবিসি কোন দেশের প্রচারমাধ্যম হিসেবে কাজ করে?
Ο ক) রাশিয়া
Ο খ) ব্রিটেন
Ο গ) কিউবা
Ο ঘ) বুলগেরিয়া
সঠিক উত্তর: (খ)
৫০. বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাটি এম,এ, হান্নান কত তারিখে দুবার প্রচার করে?
Ο ক) আতাউল গণি ওসমানি
Ο খ) মওলানা ভাসানী
Ο গ) এম.এ. হান্নান
Ο ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History