ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১০ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মাঝে দূরত্ব ছিল?
Ο ক) প্রায় দুই হাজার মাইল
Ο খ) প্রায় পাঁচ হাজার মাইল
Ο গ) প্রায় পাঁচশত মাইল
Ο ঘ) প্রায় এক হাজার মাইল
সঠিক উত্তর: (ঘ)
২.রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?
Ο ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯৫০ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
৩. ১৯৫০ সালের সেপ্টেম্বর মাসে গণপরিষদ কর্তৃক গঠিত মূলনীতি কমিটির সুপারিশে কী বলা হয়েছিল?
Ο ক) বাংলাই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা
Ο খ) হিন্দিই হবে পাকিস্থানের রাষ্ট্রভাষা
Ο গ) ইংরেজিই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা
Ο ঘ) উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা
সঠিক উত্তর: (ঘ)
৪. সংবিধান রচনার মূলনীতি কমিটির তৃতীয় প্রতিবেদন কত সালে প্রকাশিত হয়?
Ο ক) ১৯৫১
Ο খ) ১৯৫২
Ο গ) ১৯৫৩
Ο ঘ) ১৯৫৪
সঠিক উত্তর: (গ)
৫. বাংলা ভাষার মর্যাদা রক্ষা হয়েছে ভ্রাতৃরক্তের বিনিময়ে। কথাটির তাৎপর্য কী?
Ο ক) ভাষা ও রক্ত পরস্পর সম্পৃক্ত
Ο খ) রক্ত ব্যতীত ভাষা সম্ভব নয়
Ο গ) বাংলা ভাষার জন্য রক্ত দিতে হয়েছে
Ο ঘ) ভাষার উৎপত্তি রক্ত থেকে
সঠিক উত্তর: (ঘ)
৬. মুসলিম লীগ ত্যাগ করে সংস্কারপন্থীরা কোন রাজনৈতিক দল গঠন করেছিল?
Ο ক) কৃষক প্রজাতন্ত্র
Ο খ) বিএনপি
Ο গ) আওয়ামী মুসলিম লীগ
Ο ঘ) জাতীয় পার্টি
সঠিক উত্তর: (গ)
৭. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
Ο ক) শামসুল হক
Ο খ) মওলানা হামিদ খান ভাসানী
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) হোসেন শহিদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর: (খ)
৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের আবুল কাশেম অধ্যাপনা করতেন?
Ο ক) পদার্থ বিভাগে
Ο খ) বাংলা বিভাগে
Ο গ) উর্দু বিভাগে
Ο ঘ) ইংরেজি বিভাগে
সঠিক উত্তর: (ক)
৯. বাংলার রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়-
i. বাংলা ভাষার আন্দোলন
ii. ১৯৫৪ সালের নির্বাচন
iii. যুক্তফ্রন্ট গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০. ধীরেন্দ্রনাথ দত্ত কোন পার্টির সংসদ সদস্য ছিলেন?
Ο ক) কৃষক প্রজাতন্ত্র পার্টির
Ο খ) মুসলিম লীগের
Ο গ) পূর্ব বাংলা কংগ্রেস পার্টি
Ο ঘ) তমদ্দুন মজলিস
সঠিক উত্তর: (গ)
১১. ভাষা আন্দোলনে সাম্প্রদায়িকতার স্পর্শ লাগেনি। এর যথার্থ কারণ হলো-
i. এটা বাংলা ভাষা-ভাষীদের আন্দোলন
ii. পূর্ব পাকিস্তানের মুসলিমদের আন্দোলন
iii. পূর্ব পাকিস্তানের সকলের আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২. কয়দিন শাসনের পর যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান হয়?
Ο ক) ৫৪ দিন
Ο খ) ৫৫ দিন
Ο গ) ৫৬ দিন
Ο ঘ) ৫৭ দিন
সঠিক উত্তর: (গ)
১৩. মাহমুদের দাদা এক সময় মুসলিম লীগ করতেন। মাহমুদের দাদা এই দলটি থেকে পদত্যাগ করেছিলেন-
i. এ কে ফজলুল হক
ii. জড়বাদী আদর্শ গ্রহণ
iii. অসাংবিধানিক কার্যক্রম পরিচালনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪. জাতীয় শহিদ নির্মিত হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯৬২
Ο খ) ১৯৬৩
Ο গ) ১৯৬৪
Ο ঘ) ১৯৬৫
সঠিক উত্তর: (খ)
১৫. পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানকে একত্রিত করা হয়েছিল কিসের ভিত্তিতে?
Ο ক) ভাষা
Ο খ) সংস্কৃতি
Ο গ) ধর্ম
Ο ঘ) অর্থনীতি
সঠিক উত্তর: (গ)
১৬. যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বারবার দায়িত্ব রদবদলের কারণ হলো-
i. মুসলিম লীগের ষড়যন্ত্র
ii. কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র
iii. যুক্তফ্রন্টের শরিক দলের কোন্দল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭. কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তজার্তিক মাতৃভাষা হিসেবে ঘোষণা দেয়?
Ο ক) ইউনেস্কো
Ο খ) ন্যাম
Ο গ) আরব লীগ
Ο ঘ) ওআইসি
সঠিক উত্তর: (ক)
১৮. কত সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল?
Ο ক) ১৯৪০ সাল
Ο খ) ১৯৪২ সাল
Ο গ) ১৯৪৫ সাল
Ο ঘ) ১৯৪৭ সাল
সঠিক উত্তর: (ঘ)
১৯. সংবিধানের মাধ্যমে পূর্ব বাংলায় কোন ধরনের শাসনব্যবস্থা চালু হওয়ার কথা বলা হয়েছিল?
Ο ক) স্থানীয় স্বায়ত্তশাসন
Ο খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
Ο গ) কেন্দ্রীয় স্বায়ত্তশাসন
Ο ঘ) রাজনৈতিক স্বায়ত্তশাসন
সঠিক উত্তর: (খ)
২০. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার দাপ্তরিক বিন্যাস অনুসন্ধান করলে দেখা যায়-
i. ফজলুল হক ছিলেন মুখ্যমন্ত্রী
ii. ফজলুল হক ছিলেন অর্থমন্ত্রী
iii. সৈয়দ আজিজুল হক ছিলেন কৃষিমন্ত্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১. ১৯৪৭ সালে পাকিস্তান জন্মের পর নিখিল ভারত মুসলিম লীগের নতুন নামকরণ করা হয়েছিল কী?
Ο ক) জাতীয় কংগ্রেস
Ο খ) জাতীয় পার্টি
Ο গ) পাকিস্তান মুসলিম লীগ
Ο ঘ) বিএনপি
সঠিক উত্তর: (গ)
২২. মুসলিম লীগের বিরোধীরা রাজনৈতিক দল গঠনে এগিয়ে এলে মুসলিম লীগের মধ্যে কোন ধরনের পরিবর্তন লক্ষণীয় বিষয় ছিল?
Ο ক) মুসলিম লীগের ভাঙন
Ο খ) বিরোধী দলের সাথে মিত্রতা
Ο গ) বিরোধী দলের সাথে দ্বন্ধ
Ο ঘ) নতুন কমিটি ঘোষণা
সঠিক উত্তর: (ক)
২৩. আওয়ামী মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির ৪২ দফার প্রধান দাবি নিয়ে যুক্তফ্রন্টের কত দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়েছিল?
Ο ক) ১১ দফা
Ο খ) ১৫ দফা
Ο গ) ২১ দফা
Ο ঘ) ২৮ দফা
সঠিক উত্তর: (গ)
২৪. পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই পুস্তিকার লেখক কতজন?
Ο ক) ছয়জন
Ο খ) পাঁচজন
Ο গ) চারজন
Ο ঘ) তিনজন
সঠিক উত্তর: (ঘ)
২৫. যুক্তফ্রন্ট কয়দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে?
Ο ক) ২১ দফা
Ο খ) ৩১ দফা
Ο গ) ৪২ দফা
Ο ঘ) ৫২ দফঅ
সঠিক উত্তর: (ক)
২৬. মুসলিম লীগের বিরোধী পক্ষরা কীসে এগিয়ে আসেন?
Ο ক) শিক্ষা ক্ষেত্র
Ο খ) অর্থনৈতিক ক্ষেত্রে
Ο গ) একতাবদ্ধকরণে
Ο ঘ) রাজনৈতিক দল গঠনে
সঠিক উত্তর: (ঘ)
২৭. মুসলিম লীগের কোন অংশ দমন, নিপীড়ন ভাবধারা মদদপুষ্ট ছিল?
Ο ক) পূর্ব বাংলা
Ο খ) পশ্চিম পাকিস্তান
Ο গ) ভারতের অংশ
Ο ঘ) দক্ষিণ পাকিস্তান
সঠিক উত্তর: (খ)
২৮. নানা কালক্ষেপণ করে মূলনীতি কমিটি কত মাস পরে তার সুপারিশ ও প্রতিবেদন পেশ করেছিল?
Ο ক) ১০ মাস
Ο খ) ১২ মাস
Ο গ) ৮ মাস
Ο ঘ) ১৮ মাস
সঠিক উত্তর: (ঘ)
২৯. কিসের ভিত্তিতে পূর্ব বাংলাবাসী স্বায়ত্তশাসনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে?
Ο ক) ছয় দফা দাবি
Ο খ) এগার দফা দাবি
Ο গ) বাঙালি জাতীয়বাদী আদর্শ
Ο ঘ) গণঅভ্যুত্থান
সঠিক উত্তর: (গ)
৩০. করাচিতে কত সালে ‘নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়?
Ο ক) ১৯৪৭ সালে
Ο খ) ১৯৪৮ সালে
Ο গ) ১৯৪৯ সালে
Ο ঘ) ১৯৫০ সালে
সঠিক উত্তর: (খ)
৩১. একটি রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হয় কোনটি দ্বারা?
Ο ক) ইসলামি কিতাব
Ο খ) সরকারের মত অনুযায়ী
Ο গ) কোনো দলের মতে
Ο ঘ) সংবিধান অনুযায়ী
সঠিক উত্তর: (ঘ)
৩২. ২১ ফেব্রুয়ারী সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় ছাত্রদের সভা জনসমুদ্র পরিণত হয়েছিল?
Ο ক) আমতলায়
Ο খ) কাঁঠাল তলায়
Ο গ) জামতলায়
Ο ঘ) ব্টতলায়
সঠিক উত্তর: (ক)
৩৩. সাবিহার বাবা তাকে পাকিস্তান আমলে অনুষ্ঠিত পূর্ব বাংলার একটি নির্বাচনর কথা বলেন যাতে ক্ষমতাসীন মুসলিম লীগ ৯টি আসন লাভ করেছিল। সাবিহার বাবা যে নির্বাচন সম্পর্কে বলেছেন সে সম্পর্কে সঠিক তথ্য হলো-
i. ১৯৫৪ সালের ৮ মার্চ অনুষ্ঠিত হয়
ii. ১৯৫৪ সালের ২ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়
iii. ১৯৫৫ সালের ৩ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪. কোন দিবসের তাৎপর্য তুলে ধরে বাঙালির চেতনাকে লালন করা হয়ে থাকে?
Ο ক) শহিদ দিবস
Ο খ) স্বাক্ষরতা দিবস
Ο গ) শিক্ষা দিবস
Ο ঘ) বিজয় দিবস
সঠিক উত্তর: (ক)
৩৫. ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি গণবিক্ষোভ শুরু হওয়ার কারণ-
i. বর্ষরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ করা
ii. ছাত্রছাত্রীদের ওপর পুলিশের গুলি ছোড়ায়
iii. খাজা নাজিমুদ্দীনের কথার প্রতিবাদে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬. মুসলিম লীগ নিয়ম বহির্ভূতভাবে দেশ পরিচালনা করায় জনপ্রিয়তা হ্রাস পায়। নিয়ম বর্হিভূত বলতে বোঝায়-
Ο ক) সাংবিধানিক
Ο খ) অসাংবিধানিক
Ο গ) গণতান্ত্রিক
Ο ঘ) সমাজতান্ত্রিক
সঠিক উত্তর: (ঘ)
৩৭. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে নতুন কমিটি ১১ মার্চ ধর্মঘট পালন করে কেন?
Ο ক) বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষার দাবিতে
Ο খ) উর্দুকে রাষ্ট্রভাষা দাবিতে
Ο গ) বাংলাকে লেখা ভাষার দাবিতে
Ο ঘ) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার দাবিতে
সঠিক উত্তর: (ঘ)
৩৮. পাকিস্তান গণপরিষদ গঠিত হয় কত সালে?
Ο ক) ১৯৪৫
Ο খ) ১৯৪৭
Ο গ) ১৯৪৯
Ο ঘ) ১৯৫১
সঠিক উত্তর: (গ)
৩৯. ১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধান কোনটিকে রাষ্ট্রভাষা করা হয়?
Ο ক) বাংলা
Ο খ) উর্দু
Ο গ) আরবি
Ο ঘ) বাংলা ও উর্দু
সঠিক উত্তর: (ঘ)
৪০. যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত রাজনৈতিক দল-
i. আওয়ামী মুসলিম লীগ
ii. কৃষক-শ্রমিক পার্টি
iii. বাংলাদেশ জাতীয়বাদী পার্টি দল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১. ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর আহবায়ক কে ছিলেন?
Ο ক) কাজী গোলাম মাহবুব
Ο খ) ধীরেন্দ্রনাথ
Ο গ) দত্ত
Ο ঘ) আবুল কাশিম
সঠিক উত্তর: (ক)
৪২. বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কত সালে?
Ο ক) ১৯৪৭
Ο খ) ১৯৪৯
Ο গ) ১৯৫২
Ο ঘ) ১৯৭১
সঠিক উত্তর: (ঘ)
৪৩. যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কোন দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল?
Ο ক) ২০ জানুয়ারি
Ο খ) ২১ ফেব্রুয়ারি
Ο গ) ২৫ মার্চ
Ο ঘ) ১৪ এপ্রিল
সঠিক উত্তর: (খ)
৪৪. সালমান ষোশী ১৯৪৭ সালে একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার সময় রাজনৈতিক দলগুলোর যে ধারায় ছিল-
i. বিপ্লবী সাম্যবাদী ধারায়
ii. ধর্মনিরপেক্ষতা ধারায়
iii. গণতান্ত্রিক ধারায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫. পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যবধান কত ছিল?
Ο ক) ১০০ মাইল (প্রায়)
Ο খ) ৫০০ মাইল (প্রায়)
Ο গ) ৯০০ মাইল (প্রায়)
Ο ঘ) ১০০০ মাইল (প্রায়)
সঠিক উত্তর: (ঘ)
৪৬. মাত্র চার বছরে কয়বার মন্ত্রিসভা পরিবর্তন হয়েছিল?
Ο ক) ৫ বার
Ο খ) ৬ বার
Ο গ) ৭ বার
Ο ঘ) ১০ বার
সঠিক উত্তর: (গ)
৪৭. পূর্ব বাংলায় নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল?
Ο ক) ১৯৫৪ সালের ৮ জানুয়ারি
Ο খ) ১৯৫৪ সালের ৮ ফেব্রুয়ারি
Ο গ) ১৯৫৪ সালের ৮ মার্চ
Ο ঘ) ১৯৫৪ সালের ৮ জুন
সঠিক উত্তর: (গ)
৪৮. কেন্দ্রিয় সরকার কয়বার গর্ভনরের শাসন জারি করে?
Ο ক) দুইবার
Ο খ) তিনবার
Ο গ) চারবার
Ο ঘ) পাঁচবার
সঠিক উত্তর: (খ)
৪৯. কাকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল?
Ο ক) আব্দুল খালেক
Ο খ) আবদুল মতিন
Ο গ) আব্দুল জব্বার
Ο ঘ) হামিদুর রহমান
সঠিক উত্তর: (খ)
৫০. ১৯৪৮ সালে কোথায় নিখিল পাকিস্তানি শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
Ο ক) ইসলামাবাদ
Ο খ) লাহোর
Ο গ) করাচি
Ο ঘ) ঢাকায়
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মাঝে দূরত্ব ছিল?
Ο ক) প্রায় দুই হাজার মাইল
Ο খ) প্রায় পাঁচ হাজার মাইল
Ο গ) প্রায় পাঁচশত মাইল
Ο ঘ) প্রায় এক হাজার মাইল
সঠিক উত্তর: (ঘ)
২.রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?
Ο ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯৫০ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
৩. ১৯৫০ সালের সেপ্টেম্বর মাসে গণপরিষদ কর্তৃক গঠিত মূলনীতি কমিটির সুপারিশে কী বলা হয়েছিল?
Ο ক) বাংলাই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা
Ο খ) হিন্দিই হবে পাকিস্থানের রাষ্ট্রভাষা
Ο গ) ইংরেজিই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা
Ο ঘ) উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা
সঠিক উত্তর: (ঘ)
৪. সংবিধান রচনার মূলনীতি কমিটির তৃতীয় প্রতিবেদন কত সালে প্রকাশিত হয়?
Ο ক) ১৯৫১
Ο খ) ১৯৫২
Ο গ) ১৯৫৩
Ο ঘ) ১৯৫৪
সঠিক উত্তর: (গ)
৫. বাংলা ভাষার মর্যাদা রক্ষা হয়েছে ভ্রাতৃরক্তের বিনিময়ে। কথাটির তাৎপর্য কী?
Ο ক) ভাষা ও রক্ত পরস্পর সম্পৃক্ত
Ο খ) রক্ত ব্যতীত ভাষা সম্ভব নয়
Ο গ) বাংলা ভাষার জন্য রক্ত দিতে হয়েছে
Ο ঘ) ভাষার উৎপত্তি রক্ত থেকে
সঠিক উত্তর: (ঘ)
৬. মুসলিম লীগ ত্যাগ করে সংস্কারপন্থীরা কোন রাজনৈতিক দল গঠন করেছিল?
Ο ক) কৃষক প্রজাতন্ত্র
Ο খ) বিএনপি
Ο গ) আওয়ামী মুসলিম লীগ
Ο ঘ) জাতীয় পার্টি
সঠিক উত্তর: (গ)
৭. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
Ο ক) শামসুল হক
Ο খ) মওলানা হামিদ খান ভাসানী
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) হোসেন শহিদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর: (খ)
৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের আবুল কাশেম অধ্যাপনা করতেন?
Ο ক) পদার্থ বিভাগে
Ο খ) বাংলা বিভাগে
Ο গ) উর্দু বিভাগে
Ο ঘ) ইংরেজি বিভাগে
সঠিক উত্তর: (ক)
৯. বাংলার রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়-
i. বাংলা ভাষার আন্দোলন
ii. ১৯৫৪ সালের নির্বাচন
iii. যুক্তফ্রন্ট গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০. ধীরেন্দ্রনাথ দত্ত কোন পার্টির সংসদ সদস্য ছিলেন?
Ο ক) কৃষক প্রজাতন্ত্র পার্টির
Ο খ) মুসলিম লীগের
Ο গ) পূর্ব বাংলা কংগ্রেস পার্টি
Ο ঘ) তমদ্দুন মজলিস
সঠিক উত্তর: (গ)
১১. ভাষা আন্দোলনে সাম্প্রদায়িকতার স্পর্শ লাগেনি। এর যথার্থ কারণ হলো-
i. এটা বাংলা ভাষা-ভাষীদের আন্দোলন
ii. পূর্ব পাকিস্তানের মুসলিমদের আন্দোলন
iii. পূর্ব পাকিস্তানের সকলের আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২. কয়দিন শাসনের পর যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান হয়?
Ο ক) ৫৪ দিন
Ο খ) ৫৫ দিন
Ο গ) ৫৬ দিন
Ο ঘ) ৫৭ দিন
সঠিক উত্তর: (গ)
১৩. মাহমুদের দাদা এক সময় মুসলিম লীগ করতেন। মাহমুদের দাদা এই দলটি থেকে পদত্যাগ করেছিলেন-
i. এ কে ফজলুল হক
ii. জড়বাদী আদর্শ গ্রহণ
iii. অসাংবিধানিক কার্যক্রম পরিচালনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪. জাতীয় শহিদ নির্মিত হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯৬২
Ο খ) ১৯৬৩
Ο গ) ১৯৬৪
Ο ঘ) ১৯৬৫
সঠিক উত্তর: (খ)
১৫. পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানকে একত্রিত করা হয়েছিল কিসের ভিত্তিতে?
Ο ক) ভাষা
Ο খ) সংস্কৃতি
Ο গ) ধর্ম
Ο ঘ) অর্থনীতি
সঠিক উত্তর: (গ)
১৬. যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বারবার দায়িত্ব রদবদলের কারণ হলো-
i. মুসলিম লীগের ষড়যন্ত্র
ii. কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র
iii. যুক্তফ্রন্টের শরিক দলের কোন্দল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭. কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তজার্তিক মাতৃভাষা হিসেবে ঘোষণা দেয়?
Ο ক) ইউনেস্কো
Ο খ) ন্যাম
Ο গ) আরব লীগ
Ο ঘ) ওআইসি
সঠিক উত্তর: (ক)
১৮. কত সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল?
Ο ক) ১৯৪০ সাল
Ο খ) ১৯৪২ সাল
Ο গ) ১৯৪৫ সাল
Ο ঘ) ১৯৪৭ সাল
সঠিক উত্তর: (ঘ)
১৯. সংবিধানের মাধ্যমে পূর্ব বাংলায় কোন ধরনের শাসনব্যবস্থা চালু হওয়ার কথা বলা হয়েছিল?
Ο ক) স্থানীয় স্বায়ত্তশাসন
Ο খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
Ο গ) কেন্দ্রীয় স্বায়ত্তশাসন
Ο ঘ) রাজনৈতিক স্বায়ত্তশাসন
সঠিক উত্তর: (খ)
২০. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার দাপ্তরিক বিন্যাস অনুসন্ধান করলে দেখা যায়-
i. ফজলুল হক ছিলেন মুখ্যমন্ত্রী
ii. ফজলুল হক ছিলেন অর্থমন্ত্রী
iii. সৈয়দ আজিজুল হক ছিলেন কৃষিমন্ত্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১. ১৯৪৭ সালে পাকিস্তান জন্মের পর নিখিল ভারত মুসলিম লীগের নতুন নামকরণ করা হয়েছিল কী?
Ο ক) জাতীয় কংগ্রেস
Ο খ) জাতীয় পার্টি
Ο গ) পাকিস্তান মুসলিম লীগ
Ο ঘ) বিএনপি
সঠিক উত্তর: (গ)
২২. মুসলিম লীগের বিরোধীরা রাজনৈতিক দল গঠনে এগিয়ে এলে মুসলিম লীগের মধ্যে কোন ধরনের পরিবর্তন লক্ষণীয় বিষয় ছিল?
Ο ক) মুসলিম লীগের ভাঙন
Ο খ) বিরোধী দলের সাথে মিত্রতা
Ο গ) বিরোধী দলের সাথে দ্বন্ধ
Ο ঘ) নতুন কমিটি ঘোষণা
সঠিক উত্তর: (ক)
২৩. আওয়ামী মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির ৪২ দফার প্রধান দাবি নিয়ে যুক্তফ্রন্টের কত দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়েছিল?
Ο ক) ১১ দফা
Ο খ) ১৫ দফা
Ο গ) ২১ দফা
Ο ঘ) ২৮ দফা
সঠিক উত্তর: (গ)
২৪. পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই পুস্তিকার লেখক কতজন?
Ο ক) ছয়জন
Ο খ) পাঁচজন
Ο গ) চারজন
Ο ঘ) তিনজন
সঠিক উত্তর: (ঘ)
২৫. যুক্তফ্রন্ট কয়দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে?
Ο ক) ২১ দফা
Ο খ) ৩১ দফা
Ο গ) ৪২ দফা
Ο ঘ) ৫২ দফঅ
সঠিক উত্তর: (ক)
২৬. মুসলিম লীগের বিরোধী পক্ষরা কীসে এগিয়ে আসেন?
Ο ক) শিক্ষা ক্ষেত্র
Ο খ) অর্থনৈতিক ক্ষেত্রে
Ο গ) একতাবদ্ধকরণে
Ο ঘ) রাজনৈতিক দল গঠনে
সঠিক উত্তর: (ঘ)
২৭. মুসলিম লীগের কোন অংশ দমন, নিপীড়ন ভাবধারা মদদপুষ্ট ছিল?
Ο ক) পূর্ব বাংলা
Ο খ) পশ্চিম পাকিস্তান
Ο গ) ভারতের অংশ
Ο ঘ) দক্ষিণ পাকিস্তান
সঠিক উত্তর: (খ)
২৮. নানা কালক্ষেপণ করে মূলনীতি কমিটি কত মাস পরে তার সুপারিশ ও প্রতিবেদন পেশ করেছিল?
Ο ক) ১০ মাস
Ο খ) ১২ মাস
Ο গ) ৮ মাস
Ο ঘ) ১৮ মাস
সঠিক উত্তর: (ঘ)
২৯. কিসের ভিত্তিতে পূর্ব বাংলাবাসী স্বায়ত্তশাসনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে?
Ο ক) ছয় দফা দাবি
Ο খ) এগার দফা দাবি
Ο গ) বাঙালি জাতীয়বাদী আদর্শ
Ο ঘ) গণঅভ্যুত্থান
সঠিক উত্তর: (গ)
৩০. করাচিতে কত সালে ‘নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়?
Ο ক) ১৯৪৭ সালে
Ο খ) ১৯৪৮ সালে
Ο গ) ১৯৪৯ সালে
Ο ঘ) ১৯৫০ সালে
সঠিক উত্তর: (খ)
৩১. একটি রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হয় কোনটি দ্বারা?
Ο ক) ইসলামি কিতাব
Ο খ) সরকারের মত অনুযায়ী
Ο গ) কোনো দলের মতে
Ο ঘ) সংবিধান অনুযায়ী
সঠিক উত্তর: (ঘ)
৩২. ২১ ফেব্রুয়ারী সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় ছাত্রদের সভা জনসমুদ্র পরিণত হয়েছিল?
Ο ক) আমতলায়
Ο খ) কাঁঠাল তলায়
Ο গ) জামতলায়
Ο ঘ) ব্টতলায়
সঠিক উত্তর: (ক)
৩৩. সাবিহার বাবা তাকে পাকিস্তান আমলে অনুষ্ঠিত পূর্ব বাংলার একটি নির্বাচনর কথা বলেন যাতে ক্ষমতাসীন মুসলিম লীগ ৯টি আসন লাভ করেছিল। সাবিহার বাবা যে নির্বাচন সম্পর্কে বলেছেন সে সম্পর্কে সঠিক তথ্য হলো-
i. ১৯৫৪ সালের ৮ মার্চ অনুষ্ঠিত হয়
ii. ১৯৫৪ সালের ২ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়
iii. ১৯৫৫ সালের ৩ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪. কোন দিবসের তাৎপর্য তুলে ধরে বাঙালির চেতনাকে লালন করা হয়ে থাকে?
Ο ক) শহিদ দিবস
Ο খ) স্বাক্ষরতা দিবস
Ο গ) শিক্ষা দিবস
Ο ঘ) বিজয় দিবস
সঠিক উত্তর: (ক)
৩৫. ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি গণবিক্ষোভ শুরু হওয়ার কারণ-
i. বর্ষরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ করা
ii. ছাত্রছাত্রীদের ওপর পুলিশের গুলি ছোড়ায়
iii. খাজা নাজিমুদ্দীনের কথার প্রতিবাদে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬. মুসলিম লীগ নিয়ম বহির্ভূতভাবে দেশ পরিচালনা করায় জনপ্রিয়তা হ্রাস পায়। নিয়ম বর্হিভূত বলতে বোঝায়-
Ο ক) সাংবিধানিক
Ο খ) অসাংবিধানিক
Ο গ) গণতান্ত্রিক
Ο ঘ) সমাজতান্ত্রিক
সঠিক উত্তর: (ঘ)
৩৭. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে নতুন কমিটি ১১ মার্চ ধর্মঘট পালন করে কেন?
Ο ক) বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষার দাবিতে
Ο খ) উর্দুকে রাষ্ট্রভাষা দাবিতে
Ο গ) বাংলাকে লেখা ভাষার দাবিতে
Ο ঘ) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার দাবিতে
সঠিক উত্তর: (ঘ)
৩৮. পাকিস্তান গণপরিষদ গঠিত হয় কত সালে?
Ο ক) ১৯৪৫
Ο খ) ১৯৪৭
Ο গ) ১৯৪৯
Ο ঘ) ১৯৫১
সঠিক উত্তর: (গ)
৩৯. ১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধান কোনটিকে রাষ্ট্রভাষা করা হয়?
Ο ক) বাংলা
Ο খ) উর্দু
Ο গ) আরবি
Ο ঘ) বাংলা ও উর্দু
সঠিক উত্তর: (ঘ)
৪০. যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত রাজনৈতিক দল-
i. আওয়ামী মুসলিম লীগ
ii. কৃষক-শ্রমিক পার্টি
iii. বাংলাদেশ জাতীয়বাদী পার্টি দল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১. ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর আহবায়ক কে ছিলেন?
Ο ক) কাজী গোলাম মাহবুব
Ο খ) ধীরেন্দ্রনাথ
Ο গ) দত্ত
Ο ঘ) আবুল কাশিম
সঠিক উত্তর: (ক)
৪২. বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কত সালে?
Ο ক) ১৯৪৭
Ο খ) ১৯৪৯
Ο গ) ১৯৫২
Ο ঘ) ১৯৭১
সঠিক উত্তর: (ঘ)
৪৩. যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কোন দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল?
Ο ক) ২০ জানুয়ারি
Ο খ) ২১ ফেব্রুয়ারি
Ο গ) ২৫ মার্চ
Ο ঘ) ১৪ এপ্রিল
সঠিক উত্তর: (খ)
৪৪. সালমান ষোশী ১৯৪৭ সালে একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার সময় রাজনৈতিক দলগুলোর যে ধারায় ছিল-
i. বিপ্লবী সাম্যবাদী ধারায়
ii. ধর্মনিরপেক্ষতা ধারায়
iii. গণতান্ত্রিক ধারায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫. পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যবধান কত ছিল?
Ο ক) ১০০ মাইল (প্রায়)
Ο খ) ৫০০ মাইল (প্রায়)
Ο গ) ৯০০ মাইল (প্রায়)
Ο ঘ) ১০০০ মাইল (প্রায়)
সঠিক উত্তর: (ঘ)
৪৬. মাত্র চার বছরে কয়বার মন্ত্রিসভা পরিবর্তন হয়েছিল?
Ο ক) ৫ বার
Ο খ) ৬ বার
Ο গ) ৭ বার
Ο ঘ) ১০ বার
সঠিক উত্তর: (গ)
৪৭. পূর্ব বাংলায় নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল?
Ο ক) ১৯৫৪ সালের ৮ জানুয়ারি
Ο খ) ১৯৫৪ সালের ৮ ফেব্রুয়ারি
Ο গ) ১৯৫৪ সালের ৮ মার্চ
Ο ঘ) ১৯৫৪ সালের ৮ জুন
সঠিক উত্তর: (গ)
৪৮. কেন্দ্রিয় সরকার কয়বার গর্ভনরের শাসন জারি করে?
Ο ক) দুইবার
Ο খ) তিনবার
Ο গ) চারবার
Ο ঘ) পাঁচবার
সঠিক উত্তর: (খ)
৪৯. কাকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল?
Ο ক) আব্দুল খালেক
Ο খ) আবদুল মতিন
Ο গ) আব্দুল জব্বার
Ο ঘ) হামিদুর রহমান
সঠিক উত্তর: (খ)
৫০. ১৯৪৮ সালে কোথায় নিখিল পাকিস্তানি শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
Ο ক) ইসলামাবাদ
Ο খ) লাহোর
Ο গ) করাচি
Ο ঘ) ঢাকায়
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History