ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৮ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. নীল নদ কোথায় অবস্থিত?
Ο ক) পাকিস্তান
Ο খ) মিসর
Ο গ) তুরস্ক
Ο ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর: (খ)
২. সংঘবদ্ধ বসতিকে কত ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৩. বিক্ষিপ্ত জনবসতি সৃষ্টি হয়েছে নিচের কোন দেশে?
Ο ক) জার্মানি
Ο খ) পোল্যান্ড
Ο গ) সুইডেন
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
৪. বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পেছনে আছে-
i. প্রাকৃতিক কারণ
ii. অর্থনৈতিক কারণ
iii. সাংস্কৃতিক কারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫. রৈখিক বা দন্ডাকৃতি বসতি নিচের কোন অবয়বকে কেন্দ্র করে গড়ে ওঠে?
Ο ক) নদীর প্রাকৃতিক বাঁধ
Ο খ) খালের কিনারা
Ο গ) রাস্তার পার্শ্ব
Ο ঘ) সবকয়টিই
সঠিক উত্তর: (ঘ)
৬. শহরে বস্তির সংখ্যা কখন বাড়বে?
Ο ক) অর্থনৈতিক কর্মকান্ডের পরিবর্তন হলে
Ο খ) রাস্তাঘাট বৃদ্ধি পেলে
Ο গ) লোকসংখ্যা বৃদ্ধি পেলে
Ο ঘ) আকাশচুম্বী অট্টালিকা বেশি হলে
সঠিক উত্তর: (গ)
৭. কোন অঞ্চলের লোকেরা বরফের ঘরে বাস করে?
Ο ক) তুন্দ্রা
Ο খ) ভূমধ্যসাগরীয়
Ο গ) মহাদেশীয়
Ο ঘ) নিরক্ষীয়
সঠিক উত্তর: (ক)
৮. নিম্নশ্রেণির লোকেরা শহরের কোথায় বেশি বসবাস করে?
Ο ক) বড় বড় অট্টলিকায়
Ο খ) বস্তিতে
Ο গ) হাসপাতালে
Ο ঘ) খামার বাড়িতে
সঠিক উত্তর: (খ)
৯. নিচের কোনটি শহর বসতিতে দেখা যায়?
i. শিল্প
ii. বাণিজ্য
iii. কর্দমাক্ত রাস্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০. জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার-
Ο ক) বেড়েই চলেছে
Ο খ) হ্রাস পাচ্ছে
Ο গ) স্থিতিশীল রয়েছে
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১১. গ্রামে শোয়ার ঘর, রান্না ঘর, গোয়াল ঘর কোথায় তৈরি করা হয়?
Ο ক) পুকুর পাড়ে
Ο খ) উঠানের মাঝখানে
Ο গ) উঠানের চারপাশে
Ο ঘ) উঠানের এ কোণে
সঠিক উত্তর: (গ)
১২. বাংলাদেশের শহরগুলোর উদ্ভূত সমস্যা কি?
Ο ক) বস্তি
Ο খ) নর্দমা
Ο গ) ভাড়া রাস্তাঘাট
Ο ঘ) নির্মাণ কাজ
সঠিক উত্তর: (ক)
১৩. অভিযোজনের প্রথম পদক্ষেপ কী?
Ο ক) বসতি স্থাপন
Ο খ) প্রতিরক্ষা
Ο গ) খাদ্য সংগ্রহ
Ο ঘ) প্রকৃতির সাথে খাপ খাওয়ানো
সঠিক উত্তর: (ক)
১৪. গ্রামীণ বসতিতে কিসের প্রাধান্য কম থাকে?
Ο ক) গোয়ালঘর
Ο খ) উঠান
Ο গ) রান্নাঘর
Ο ঘ) পথঘাট
সঠিক উত্তর: (ঘ)
১৫. গ্রামীণ বসতি হতে পারে- i. বিচ্ছিন্ন ii. বিক্ষিপ্ত iii. গোষ্ঠীবদ্ধ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬. সমাজবদ্ধ জীব মানুষ একত্রে বসবাস করতে চায়-
i. নিজস্ব প্রয়োজনে
ii. যোগাযোগের জন্য
iii. নিরাপত্তার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭. সংঘবদ্ধ বসতির শ্রণিবিভাগ করা হয়েছে-
i. আয়তনের ভিত্তিতে
ii. অর্থনৈতিক উন্নতির ভিত্তিতে
iii. কর্মধারার ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮. অনুর্বর মাটিতে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে?
Ο ক) পুঞ্জিভূত
Ο খ) বৃত্তাকার
Ο গ) বিক্ষিপ্ত
Ο ঘ) সরল রৈখিক
সঠিক উত্তর: (গ)
১৯. লোকসংখ্যা যত বাড়তে বসতি সংখ্যাও তত-
Ο ক) কমবে
Ο খ) বাড়বে
Ο গ) স্থিতিশীল থাকবে
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
২০. গ্রামীণ বসতি সহজেই চেনা যায়-
i. কাঠামোগত বৈশিষ্ট্য থেকে
ii. নির্মাণ উপকরণ থেকে
iii. বাড়ীর নকশা থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১. ‘আর’ নগরীর উৎপত্তি হয়েছিল কোন সময়ে?
Ο ক) খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দ
Ο খ) খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ
Ο গ) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ
Ο ঘ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ
সঠিক উত্তর: (ঘ)
২২. প্রাচীনকালে মানুষের বসতি পুঞ্জিভূত ছিল কেন?
Ο ক) পানীয় জলের প্রাপ্যতার জন্য
Ο খ) বনাঞ্চলের জন্য
Ο গ) প্রতিরক্ষার জন্য
Ο ঘ) ভূ-প্রকৃতির জন্য
সঠিক উত্তর: (গ)
২৩. কোন বসতিতে ব্যবসায় বাণিজ্যের স্থান নগণ্য?
Ο ক) পৌর বসতি
Ο খ) অকৃষি গ্রামীণ বসতি
Ο গ) গ্রামীণ বসতি
Ο ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)
২৪. কোন সময় হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীর উৎপত্তি হয়েছিল?
Ο ক) খ্রিষ্টপূর্ব ২৫০০
Ο খ) খ্রিষ্টপূর্ব ৩০০০
Ο গ) খ্রিষ্টপূর্ব ৩৫০০
Ο ঘ) খ্রিষ্টপূর্ব ৪০০০
সঠিক উত্তর: (ক)
২৫. গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার বেড়ে চলেছে কেন?
Ο ক) জীবনযাত্রার মান উন্নয়নের ফলে
Ο খ) আধুনিকায়নের কারণে
Ο গ) গনরায়নের ফলে
Ο ঘ) জনসংখ্যা বৃদ্ধির ফলে
সঠিক উত্তর: (ঘ)
২৬. বিক্ষিপ্ত বসতির জন্ম দেয়-
i. জলাভাব
ii. বনভূমি
iii. অনুর্বর মাটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭. যে শহর অর্থনৈতিক দিক দিয়ে যত উন্নত তার লোক আকর্ষণ ক্ষমতা-
Ο ক) তত কম
Ο খ) কম
Ο গ) তত বেশি
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
২৮. মানুষ স্থিতিশীল জনগোষ্ঠীতে পরিণত হলো কখন?
Ο ক) যখন নিজেই প্রতিরক্ষা করতে পারল
Ο খ) যখন খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারল
Ο গ) যখন খাদ্য সংগ্রহের জন্য শিকার করতে হতো
Ο ঘ) যখন বসতি গড়তে শিখলো
সঠিক উত্তর: (খ)
২৯. অর্থনৈতিক দিক থেকে উন্নত স্থানে গড়ে উঠে?
i. বসতি
ii. রাস্তা
iii. খামার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০. আয়তন ও কর্মধারার ভিত্তিতে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (ক)
৩১. পশুচারণ এলাকায় সাধারণত কোন ধরনের বসতি দেখা যায়?
Ο ক) ছড়ানো
Ο খ) পুঞ্জিভূত
Ο গ) অনুকেন্দ্রিক
Ο ঘ) সবকয়টিই
সঠিক উত্তর: (ক)
৩২. উর্বর মাটিতে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে?
Ο ক) বিক্ষিপ্ত
Ο খ) পুঞ্জিভূত
Ο গ) বৃত্তাকার
Ο ঘ) সরল রৈখিক
সঠিক উত্তর: (খ)
৩৩. গ্রামীণ গোষ্ঠীবদ্ধ বসতির অর্থনীতির ভিত্তি হল-
Ο ক) শিল্প
Ο খ) কৃষি
Ο গ) বাণিজ্য
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
৩৪. আলোকজান্দ্রিয়া ও তাজিকিস্তানের সমতল ভূমিতে কোন নগরীর উৎপত্তি হয়েছে?
Ο ক) হরপ্পা
Ο খ) মহেঞ্জোদারো
Ο গ) সমরকন্দ
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
৩৫. নিচের কোনটি গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতির বৈশিষ্ট্য নয়?
Ο ক) বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম
Ο খ) বাসগৃহের একত্রে সমাবেশ
Ο গ) অকৃষিভিত্তিক কর্মকান্ড
Ο ঘ) কৃষিভিত্তিক কর্মকান্ড
সঠিক উত্তর: (গ)
৩৬. মেয়াফিস ও থেবস নগরী কোন সময়ে উৎপত্তি হয়েছিল?
Ο ক) খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ
Ο খ) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ
Ο গ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ
Ο ঘ) খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দ
সঠিক উত্তর: (খ)
৩৭. প্রাচীনকালে প্রতিরক্ষার সুবিধার জন্যে মানুষ কোন ধরনের বসতি স্থাপন করে?
Ο ক) বৃত্তাকার
Ο খ) বিক্ষিপ্ত
Ο গ) পুঞ্জিভূত
Ο ঘ) সরল রৈখিক
সঠিক উত্তর: (গ)
৩৮. নিচের কোন নদীর পাশ দিয়ে রৈখিক বসতি দেখা যায় না?
Ο ক) মহানন্দা
Ο খ) তিস্তা
Ο গ) যমুনা
Ο ঘ) করতোয়া
সঠিক উত্তর: (ঘ)
৩৯. বিক্ষিপ্ত বসতির উদাহরণ-
i. যুক্তরাষ্ট্রের খামার বসতি
ii. অস্ট্রেলিয়ার মেষপালন কেন্দ্র
iii. হিমালয়ের বন্ধুর পার্বত্য অঞ্চল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০. স্বভাবতই গ্রামীণ বসতি কোথায় তৈরি করা হয়?
Ο ক) নদীর পড়ে
Ο খ) বদ্ধ জায়গায়
Ο গ) রাস্তার পাশে
Ο ঘ) খোলামেলা জায়গায়
সঠিক উত্তর: (ঘ)
৪১. শহরে বস্তি গড়ে উঠে কেন?
Ο ক) আবাস সংকটের কারণে
Ο খ) বাসস্থান ব্যয়বহুল হওয়ায়
Ο গ) শহরের লোকজন দরিদ্র হওয়ায়
Ο ঘ) গ্রাম থেকে আগত মানুষগুলো আবাসিক এলাকায় স্থান না পাওয়ায়
সঠিক উত্তর: (ঘ)
৪২. বন্ধুর বসতিতে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ-
i. অসমতল জায়গা
ii. যোগাযোগ ব্যবস্থার অভাব
iii. অর্থনৈতিক অনগ্রসরতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. গ্রামীণ বসতির অবস্থানের প্রেক্ষিতে বসতিকে কয় ভাগে ভাগ করা হয়?
Ο ক) ৩ ভাগে
Ο খ) ৪ ভাগে
Ο গ) ৫ ভাগে
Ο ঘ) ৬ ভাগে
সঠিক উত্তর: (ক)
৪৪. গ্রামীণ বসতিতে পথঘাটের প্রাধান্য থাকে-
Ο ক) বেশি
Ο খ) খুব বেশি
Ο গ) কম
Ο ঘ) খুব কম
সঠিক উত্তর: (ঘ)
৪৫. গ্রামীণ বসতির শ্র্রেণীবিভাগ করা হয়েছে-
i. বসতির নির্মাণ সামগ্রীর ভিত্তিতে
ii. বসতির অবস্থানের প্রেক্ষীতে
iii. বাসগৃহসমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৬. নগর বসতির বৈশিষ্ট্য কি?
Ο ক) কৃষি প্রধান
Ο খ) উৎপাদক অঞ্চল
Ο গ) প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত
Ο ঘ) ১ম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত
সঠিক উত্তর: (গ)
৪৭. পশুচারণের জন্য কি ধরনের এলাকা প্রয়োজন হয়?
Ο ক) পাহাড়ী এলাকা
Ο খ) বড় বড় এলাকা
Ο গ) নিচু সমতলভূমি
Ο ঘ) প্লাবন সমভূমি
সঠিক উত্তর: (খ)
৪৮. থেবস নগরী কোন নদীর অববাহিকায় গড়ে উঠেছিল?
Ο ক) নীল নদ
Ο খ) সিন্ধু
Ο গ) তাইগ্রিস-ইউফ্রেটিস
Ο ঘ) সবসয়টিই
সঠিক উত্তর: (ক)
৪৯. বনাঞ্চলে সাধারণত কোন ধরনের জনবসতি বেশি দেখা যায়?
Ο ক) ছড়ানো
Ο খ) পুঞ্জিভূত
Ο গ) অনুকেন্দ্রিক
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৫০. কৃষি জমির নিকটে জনবসতি গড়ে ওঠার কারণ কি?
Ο ক) উৎপাদনের সুবিধা
Ο খ) সমতল ভূমি
Ο গ) যাতায়াতের সুবিধা
Ο ঘ) জীবিকার উদ্দেশ্যে
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. নীল নদ কোথায় অবস্থিত?
Ο ক) পাকিস্তান
Ο খ) মিসর
Ο গ) তুরস্ক
Ο ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর: (খ)
২. সংঘবদ্ধ বসতিকে কত ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৩. বিক্ষিপ্ত জনবসতি সৃষ্টি হয়েছে নিচের কোন দেশে?
Ο ক) জার্মানি
Ο খ) পোল্যান্ড
Ο গ) সুইডেন
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
৪. বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পেছনে আছে-
i. প্রাকৃতিক কারণ
ii. অর্থনৈতিক কারণ
iii. সাংস্কৃতিক কারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫. রৈখিক বা দন্ডাকৃতি বসতি নিচের কোন অবয়বকে কেন্দ্র করে গড়ে ওঠে?
Ο ক) নদীর প্রাকৃতিক বাঁধ
Ο খ) খালের কিনারা
Ο গ) রাস্তার পার্শ্ব
Ο ঘ) সবকয়টিই
সঠিক উত্তর: (ঘ)
৬. শহরে বস্তির সংখ্যা কখন বাড়বে?
Ο ক) অর্থনৈতিক কর্মকান্ডের পরিবর্তন হলে
Ο খ) রাস্তাঘাট বৃদ্ধি পেলে
Ο গ) লোকসংখ্যা বৃদ্ধি পেলে
Ο ঘ) আকাশচুম্বী অট্টালিকা বেশি হলে
সঠিক উত্তর: (গ)
৭. কোন অঞ্চলের লোকেরা বরফের ঘরে বাস করে?
Ο ক) তুন্দ্রা
Ο খ) ভূমধ্যসাগরীয়
Ο গ) মহাদেশীয়
Ο ঘ) নিরক্ষীয়
সঠিক উত্তর: (ক)
৮. নিম্নশ্রেণির লোকেরা শহরের কোথায় বেশি বসবাস করে?
Ο ক) বড় বড় অট্টলিকায়
Ο খ) বস্তিতে
Ο গ) হাসপাতালে
Ο ঘ) খামার বাড়িতে
সঠিক উত্তর: (খ)
৯. নিচের কোনটি শহর বসতিতে দেখা যায়?
i. শিল্প
ii. বাণিজ্য
iii. কর্দমাক্ত রাস্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০. জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার-
Ο ক) বেড়েই চলেছে
Ο খ) হ্রাস পাচ্ছে
Ο গ) স্থিতিশীল রয়েছে
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১১. গ্রামে শোয়ার ঘর, রান্না ঘর, গোয়াল ঘর কোথায় তৈরি করা হয়?
Ο ক) পুকুর পাড়ে
Ο খ) উঠানের মাঝখানে
Ο গ) উঠানের চারপাশে
Ο ঘ) উঠানের এ কোণে
সঠিক উত্তর: (গ)
১২. বাংলাদেশের শহরগুলোর উদ্ভূত সমস্যা কি?
Ο ক) বস্তি
Ο খ) নর্দমা
Ο গ) ভাড়া রাস্তাঘাট
Ο ঘ) নির্মাণ কাজ
সঠিক উত্তর: (ক)
১৩. অভিযোজনের প্রথম পদক্ষেপ কী?
Ο ক) বসতি স্থাপন
Ο খ) প্রতিরক্ষা
Ο গ) খাদ্য সংগ্রহ
Ο ঘ) প্রকৃতির সাথে খাপ খাওয়ানো
সঠিক উত্তর: (ক)
১৪. গ্রামীণ বসতিতে কিসের প্রাধান্য কম থাকে?
Ο ক) গোয়ালঘর
Ο খ) উঠান
Ο গ) রান্নাঘর
Ο ঘ) পথঘাট
সঠিক উত্তর: (ঘ)
১৫. গ্রামীণ বসতি হতে পারে- i. বিচ্ছিন্ন ii. বিক্ষিপ্ত iii. গোষ্ঠীবদ্ধ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬. সমাজবদ্ধ জীব মানুষ একত্রে বসবাস করতে চায়-
i. নিজস্ব প্রয়োজনে
ii. যোগাযোগের জন্য
iii. নিরাপত্তার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭. সংঘবদ্ধ বসতির শ্রণিবিভাগ করা হয়েছে-
i. আয়তনের ভিত্তিতে
ii. অর্থনৈতিক উন্নতির ভিত্তিতে
iii. কর্মধারার ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮. অনুর্বর মাটিতে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে?
Ο ক) পুঞ্জিভূত
Ο খ) বৃত্তাকার
Ο গ) বিক্ষিপ্ত
Ο ঘ) সরল রৈখিক
সঠিক উত্তর: (গ)
১৯. লোকসংখ্যা যত বাড়তে বসতি সংখ্যাও তত-
Ο ক) কমবে
Ο খ) বাড়বে
Ο গ) স্থিতিশীল থাকবে
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
২০. গ্রামীণ বসতি সহজেই চেনা যায়-
i. কাঠামোগত বৈশিষ্ট্য থেকে
ii. নির্মাণ উপকরণ থেকে
iii. বাড়ীর নকশা থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১. ‘আর’ নগরীর উৎপত্তি হয়েছিল কোন সময়ে?
Ο ক) খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দ
Ο খ) খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ
Ο গ) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ
Ο ঘ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ
সঠিক উত্তর: (ঘ)
২২. প্রাচীনকালে মানুষের বসতি পুঞ্জিভূত ছিল কেন?
Ο ক) পানীয় জলের প্রাপ্যতার জন্য
Ο খ) বনাঞ্চলের জন্য
Ο গ) প্রতিরক্ষার জন্য
Ο ঘ) ভূ-প্রকৃতির জন্য
সঠিক উত্তর: (গ)
২৩. কোন বসতিতে ব্যবসায় বাণিজ্যের স্থান নগণ্য?
Ο ক) পৌর বসতি
Ο খ) অকৃষি গ্রামীণ বসতি
Ο গ) গ্রামীণ বসতি
Ο ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)
২৪. কোন সময় হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীর উৎপত্তি হয়েছিল?
Ο ক) খ্রিষ্টপূর্ব ২৫০০
Ο খ) খ্রিষ্টপূর্ব ৩০০০
Ο গ) খ্রিষ্টপূর্ব ৩৫০০
Ο ঘ) খ্রিষ্টপূর্ব ৪০০০
সঠিক উত্তর: (ক)
২৫. গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার বেড়ে চলেছে কেন?
Ο ক) জীবনযাত্রার মান উন্নয়নের ফলে
Ο খ) আধুনিকায়নের কারণে
Ο গ) গনরায়নের ফলে
Ο ঘ) জনসংখ্যা বৃদ্ধির ফলে
সঠিক উত্তর: (ঘ)
২৬. বিক্ষিপ্ত বসতির জন্ম দেয়-
i. জলাভাব
ii. বনভূমি
iii. অনুর্বর মাটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭. যে শহর অর্থনৈতিক দিক দিয়ে যত উন্নত তার লোক আকর্ষণ ক্ষমতা-
Ο ক) তত কম
Ο খ) কম
Ο গ) তত বেশি
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
২৮. মানুষ স্থিতিশীল জনগোষ্ঠীতে পরিণত হলো কখন?
Ο ক) যখন নিজেই প্রতিরক্ষা করতে পারল
Ο খ) যখন খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারল
Ο গ) যখন খাদ্য সংগ্রহের জন্য শিকার করতে হতো
Ο ঘ) যখন বসতি গড়তে শিখলো
সঠিক উত্তর: (খ)
২৯. অর্থনৈতিক দিক থেকে উন্নত স্থানে গড়ে উঠে?
i. বসতি
ii. রাস্তা
iii. খামার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০. আয়তন ও কর্মধারার ভিত্তিতে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (ক)
৩১. পশুচারণ এলাকায় সাধারণত কোন ধরনের বসতি দেখা যায়?
Ο ক) ছড়ানো
Ο খ) পুঞ্জিভূত
Ο গ) অনুকেন্দ্রিক
Ο ঘ) সবকয়টিই
সঠিক উত্তর: (ক)
৩২. উর্বর মাটিতে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে?
Ο ক) বিক্ষিপ্ত
Ο খ) পুঞ্জিভূত
Ο গ) বৃত্তাকার
Ο ঘ) সরল রৈখিক
সঠিক উত্তর: (খ)
৩৩. গ্রামীণ গোষ্ঠীবদ্ধ বসতির অর্থনীতির ভিত্তি হল-
Ο ক) শিল্প
Ο খ) কৃষি
Ο গ) বাণিজ্য
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
৩৪. আলোকজান্দ্রিয়া ও তাজিকিস্তানের সমতল ভূমিতে কোন নগরীর উৎপত্তি হয়েছে?
Ο ক) হরপ্পা
Ο খ) মহেঞ্জোদারো
Ο গ) সমরকন্দ
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
৩৫. নিচের কোনটি গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতির বৈশিষ্ট্য নয়?
Ο ক) বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম
Ο খ) বাসগৃহের একত্রে সমাবেশ
Ο গ) অকৃষিভিত্তিক কর্মকান্ড
Ο ঘ) কৃষিভিত্তিক কর্মকান্ড
সঠিক উত্তর: (গ)
৩৬. মেয়াফিস ও থেবস নগরী কোন সময়ে উৎপত্তি হয়েছিল?
Ο ক) খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ
Ο খ) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ
Ο গ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ
Ο ঘ) খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দ
সঠিক উত্তর: (খ)
৩৭. প্রাচীনকালে প্রতিরক্ষার সুবিধার জন্যে মানুষ কোন ধরনের বসতি স্থাপন করে?
Ο ক) বৃত্তাকার
Ο খ) বিক্ষিপ্ত
Ο গ) পুঞ্জিভূত
Ο ঘ) সরল রৈখিক
সঠিক উত্তর: (গ)
৩৮. নিচের কোন নদীর পাশ দিয়ে রৈখিক বসতি দেখা যায় না?
Ο ক) মহানন্দা
Ο খ) তিস্তা
Ο গ) যমুনা
Ο ঘ) করতোয়া
সঠিক উত্তর: (ঘ)
৩৯. বিক্ষিপ্ত বসতির উদাহরণ-
i. যুক্তরাষ্ট্রের খামার বসতি
ii. অস্ট্রেলিয়ার মেষপালন কেন্দ্র
iii. হিমালয়ের বন্ধুর পার্বত্য অঞ্চল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০. স্বভাবতই গ্রামীণ বসতি কোথায় তৈরি করা হয়?
Ο ক) নদীর পড়ে
Ο খ) বদ্ধ জায়গায়
Ο গ) রাস্তার পাশে
Ο ঘ) খোলামেলা জায়গায়
সঠিক উত্তর: (ঘ)
৪১. শহরে বস্তি গড়ে উঠে কেন?
Ο ক) আবাস সংকটের কারণে
Ο খ) বাসস্থান ব্যয়বহুল হওয়ায়
Ο গ) শহরের লোকজন দরিদ্র হওয়ায়
Ο ঘ) গ্রাম থেকে আগত মানুষগুলো আবাসিক এলাকায় স্থান না পাওয়ায়
সঠিক উত্তর: (ঘ)
৪২. বন্ধুর বসতিতে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ-
i. অসমতল জায়গা
ii. যোগাযোগ ব্যবস্থার অভাব
iii. অর্থনৈতিক অনগ্রসরতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. গ্রামীণ বসতির অবস্থানের প্রেক্ষিতে বসতিকে কয় ভাগে ভাগ করা হয়?
Ο ক) ৩ ভাগে
Ο খ) ৪ ভাগে
Ο গ) ৫ ভাগে
Ο ঘ) ৬ ভাগে
সঠিক উত্তর: (ক)
৪৪. গ্রামীণ বসতিতে পথঘাটের প্রাধান্য থাকে-
Ο ক) বেশি
Ο খ) খুব বেশি
Ο গ) কম
Ο ঘ) খুব কম
সঠিক উত্তর: (ঘ)
৪৫. গ্রামীণ বসতির শ্র্রেণীবিভাগ করা হয়েছে-
i. বসতির নির্মাণ সামগ্রীর ভিত্তিতে
ii. বসতির অবস্থানের প্রেক্ষীতে
iii. বাসগৃহসমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৬. নগর বসতির বৈশিষ্ট্য কি?
Ο ক) কৃষি প্রধান
Ο খ) উৎপাদক অঞ্চল
Ο গ) প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত
Ο ঘ) ১ম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত
সঠিক উত্তর: (গ)
৪৭. পশুচারণের জন্য কি ধরনের এলাকা প্রয়োজন হয়?
Ο ক) পাহাড়ী এলাকা
Ο খ) বড় বড় এলাকা
Ο গ) নিচু সমতলভূমি
Ο ঘ) প্লাবন সমভূমি
সঠিক উত্তর: (খ)
৪৮. থেবস নগরী কোন নদীর অববাহিকায় গড়ে উঠেছিল?
Ο ক) নীল নদ
Ο খ) সিন্ধু
Ο গ) তাইগ্রিস-ইউফ্রেটিস
Ο ঘ) সবসয়টিই
সঠিক উত্তর: (ক)
৪৯. বনাঞ্চলে সাধারণত কোন ধরনের জনবসতি বেশি দেখা যায়?
Ο ক) ছড়ানো
Ο খ) পুঞ্জিভূত
Ο গ) অনুকেন্দ্রিক
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৫০. কৃষি জমির নিকটে জনবসতি গড়ে ওঠার কারণ কি?
Ο ক) উৎপাদনের সুবিধা
Ο খ) সমতল ভূমি
Ο গ) যাতায়াতের সুবিধা
Ο ঘ) জীবিকার উদ্দেশ্যে
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Geography