এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৭ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৭ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ভূপৃষ্ঠের ৫০-৬০ শতাংশের মতো এলাকায় শতকরা কত জন লোকের বসতি?
Ο ক) ৮ ভাগ
Ο খ) ৭ ভাগ
Ο গ) ৫ ভাগ
Ο ঘ) ৬ ভাগ
সঠিক উত্তর: (গ)

২. জনসংখ্যা একটি সক্রিয় পরিবর্তনশীল-
Ο ক) উপাদান
Ο খ) বস্তু
Ο গ) সম্পদ
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ক)

৩. অভিগমণে বৃদ্ধি পায়-
Ο ক) বাস্তুত্যাগিদের পরিমাণ
Ο খ) গ্রাম ও শহরের জনসংখ্যা
Ο গ) শহর বা গ্রামীণ উন্নয়ন
Ο ঘ) বাজার ব্যবস্থা
সঠিক উত্তর: (ক)

৪. জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক মৃত্যুহার নিচের কোনটি দ্বারা প্রভাবিত হয় না?
Ο ক) প্রাকৃতিক দুর্যোগ
Ο খ) প্রাম-শহর আবাসিকতা
Ο গ) যুদ্ধ ও সাম্প্রদায়িক দাঙ্গা
Ο ঘ) রোগ ও দুর্ঘটনা
সঠিক উত্তর: (খ)

৫. মিয়ানমার সরকারের চাপে কত রোহিঙ্গা বাংলাদেশে অভিবাসী হয়েছে?
Ο ক) প্রায় ৩ লাখ
Ο খ) প্রায় ৫ লাখ
Ο গ) প্রায় ২ লাখ
Ο ঘ) প্রায় ৭ লাখ
সঠিক উত্তর: (ক)

৬. জনসংখ্যার ঘনত্ব বা বন্টনের প্রভাষক হল-
i. প্রাকৃতিক প্রভাবক
ii. অর্থনৈতিক প্রভাবক
iii. অপ্রাকৃতিক প্রভাবক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭. বাংলাদেশের কোন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব খুবই কম?
Ο ক) ঢাকা
Ο খ) রাজশাহী
Ο গ) সুন্দরবন
Ο ঘ) খুলনা
সঠিক উত্তর: (গ)

৮. সাধারণত নারীদের প্রজনন ক্ষমতার বয়সসীমা থাকে নিচের কোনটি?
Ο ক) ১৫-৩০ বছর
Ο খ) ১৫-৪০ বছর
Ο গ) ১৫-৪৫/৪৯ বছর
Ο ঘ) ১২-৩৫/৪০ বছর
সঠিক উত্তর: (গ)

৯. জনসংখ্যা বন্টনের কোনটি অপ্রাকৃতিক প্রভাবক?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) খনিজ
Ο গ) মৃত্তিকা
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ক)

১০. জন্মহার বৃদ্ধি কমেছে কোথায়?
Ο ক) শহর অঞ্চলে
Ο খ) উন্নত দেশে
Ο গ) অনুন্নত দেশে
Ο ঘ) উন্নয়নশীল দেশে
সঠিক উত্তর: (খ)

১১. কোন পেশাজীবী মানুষের মধ্যে জন্মহার বেশি?
Ο ক) ডাক্তার
Ο খ) আইনজীবী
Ο গ) ব্যবসায়ী
Ο ঘ) শ্রমজীবী
সঠিক উত্তর: (ঘ)

১২. স্থল মৃত্যুহার কিসে প্রকাশ করা হয়?
Ο ক) লক্ষে
Ο খ) শতকে
Ο গ) কোটিতে
Ο ঘ) সহস্রে
সঠিক উত্তর: (ঘ)

১৩. কৃষিক্ষেত্রে বিপ্লবের পর জনসংখ্যা দ্বিগুণ হতে কত সময় লাগে?
Ο ক) ৫০
Ο খ) ৭৫
Ο গ) ১০০
Ο ঘ) ১২৫
সঠিক উত্তর: (গ)

১৪. বাংলাদেশের আয়তন কত?
Ο ক) ১,৪৭,৫৭০ বর্গ কিমি.
Ο খ) ৫০,০০০ বর্গ মাইল
Ο গ) ১,২১,১৫০ বর্গ কিমি.
Ο ঘ) ৩২,৮৭,২৫০ বর্গ কিমি.
সঠিক উত্তর: (ক)

১৫. মৃত্যুহার নির্ণয়ে বয়স-নির্দিষ্ট মৃত্যুহার গুরুত্বপূর্ণ কেন?
Ο ক) বয়স অনুযায়ী মৃত্যুহার নির্দেশ করে
Ο খ) বার্ধক্যজনিত মৃত্যুহার বোঝা যায়
Ο গ) অকাল মৃত্যুর হার বোঝা যায়
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

১৬. বিশ্বের কোন অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার এখনও যথেষ্ট বেশি?
Ο ক) উন্নত অঞ্চলে
Ο খ) উন্নত ও উন্নয়নশীল অঞ্চলে
Ο গ) উন্নয়নশীল অঞ্চলে
Ο ঘ) উন্নত ও অনুন্নত অঞ্চলে
সঠিক উত্তর: (গ)

১৭. অন্যত্র হতে কোনো স্থানে আগমন করাকে কি বলে?
Ο ক) প্রবসন
Ο খ) অভিবাসন
Ο গ) অভিবাসী
Ο ঘ) অধিবাসী
সঠিক উত্তর: (খ)

১৮. বলপূর্বক অভিগমন হয়ে থাকে কোনটির প্রভাবে?
Ο ক) উন্নত জীবনযাপন
Ο খ) অনুন্নত বাসস্থান
Ο গ) গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য
Ο ঘ) রাজনৈতিক অস্থিরতা
সঠিক উত্তর: (গ)

১৯. ১৬৫০ সালে পৃথিবীর মোট জনসংখ্যা কত ছিল?
Ο ক) ৫.১০ বিলিয়ন
Ο খ) ৫১ কোটি
Ο গ) ৫২০ লক্ষ
Ο ঘ) ৫১৮ মিলিয়ন
সঠিক উত্তর: (ঘ)

২০. বর্তমানে বাংলাদেশের প্রধান জাতীয় সমস্যা কোনটি?
Ο ক) দুর্নীতি
Ο খ) জনসংখ্যা
Ο গ) দারিদ্র
Ο ঘ) বিশ্ব উষ্ণায়ন
সঠিক উত্তর: (খ)

২১. জনবসতির ঘনত্ব নিচের কোন সূত্রটি দিয়ে নির্ণয় করা যায়?
Ο ক) জনসংখ্যা/কোনোএলাকার আয়তন
Ο খ) মোট জনসংখ্যা/মোট কার্যকর জমির ক্ষেত্র
Ο গ) মোট জনংখ্যা/মোট জমির ক্ষেত্র
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)

২২. নিচের কোনটি জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক?
Ο ক) জন্মহার
Ο খ) মৃত্যুহার
Ο গ) অভিবাসন
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

২৩. ১৬৫০-১৯০০ খ্রি. পর্যন্ত সময়কাল জনসংখ্যা বৃদ্ধি ধারার কোন পর্যায়কে নির্দেশ করে?
Ο ক) প্রাথমিক পর্যায়
Ο খ) মাধ্যমিক পর্যায়
Ο গ) সাম্প্রতিক পর্যায়
Ο ঘ) মধ্যবর্তী পর্যায়
সঠিক উত্তর: (খ)

২৪. বাংলাদেশ পরিসংখ্যান বুর‌্যো রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যার ঘনত্ব কত?
Ο ক) ১০০১ জন
Ο খ) ১০১০ জন
Ο গ) ১,০১৫ জন
Ο ঘ) ৯১৮ জন
সঠিক উত্তর: (গ)

২৫. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কবে সংঘটিত হয়?
Ο ক) ১৯৪৭ সালে
Ο খ) ১৯৫২ সালে
Ο গ) ১৯৬৯ সালে
Ο ঘ) ১৯৭১ সালে
সঠিক উত্তর: (ঘ)

২৬. মৃত্যুহার সব থেকে বেশি কোন দেশগুলোতে?
Ο ক) উন্নয়নশীল
Ο খ) অনুন্নত
Ο গ) উন্নত
Ο ঘ) সব জায়গায় সমান
সঠিক উত্তর: (খ)

২৭. যখন একজন লোক কোনো দেশে প্রবেশ করে, তাকে বলে-
i. অভিগমন
ii. প্রবসন
iii. অভিবাসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) iii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৮. বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে-
Ο ক) প্রায় ৮ বিলিয়ন
Ο খ) প্রায় ৭.৫ বিলিয়ন
Ο গ) প্রায় ৯ বিলিয়ন
Ο ঘ) প্রায় ৮.৫ বিলিয়ন
সঠিক উত্তর: (গ)

২৯. জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক নিয়ামক কোনটি?
Ο ক) ভূপ্রকৃতি
Ο খ) খনিজ সম্পদ
Ο গ) পরিবহন
Ο ঘ) সংস্কৃতি
সঠিক উত্তর: (ক)

৩০. ১৬৫০-১৮৫০ এই ২০০ বছরে জনসংখ্যার পরিমাণ কত বৃদ্ধি পায়?
Ο ক) ৬৪৫ মিলিয়ন
Ο খ) ৬৫০ মিলিয়ন
Ο গ) ৬৫৫ মিলিয়ন
Ο ঘ) ৬৬০ মিলিয়ন
সঠিক উত্তর: (ক)

৩১. সুদুর অতীতকাল থেকে ১৬৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে কী বলে?
Ο ক) প্রাথমিক পর্যায়
Ο খ) মাধ্যমিক পর্যায়
Ο গ) সাম্প্রতিক পর্যায়
Ο ঘ) প্রাচীন পর্যায়
সঠিক উত্তর: (ক)

৩২. বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমিক অবস্থার জনসংখ্যা বৃদ্ধির চিত্র কেমন ছিল?
Ο ক) প্রথমে ধীরে, পড়ে দ্রুতগতিতে
Ο খ) সমান গতিতে
Ο গ) ধীর গতিতে
Ο ঘ) অত্যন্ত দ্রুতগতিতে
সঠিক উত্তর: (ক)

৩৩. নিয়ামকগুলোর পারস্পরিক ক্রিয়ার ফলে কোন ক্ষেত্রে প্রভাব পড়ে?
i. সামাজিক
ii. অর্থনৈতিক
iii. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে কোনটি বৃদ্ধি পেয়েছে?
Ο ক) শিশু মৃত্যুহার
Ο খ) জনসংখ্যা
Ο গ) আয়ুষ্কাল
Ο ঘ) জন্মহার
সঠিক উত্তর: (গ)

৩৫. জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে-
i. ভূপ্রকৃতির ওপর
ii. জলবায়ুর ওপর
iii. শিল্পোন্নতির ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৬. বর্তমান বিশ্বে কত বছর অন্তর লোক গণনা করা হয়?
Ο ক) ১ বা ২
Ο খ) ২ বা ৫
Ο গ) ৫ বা ৮
Ο ঘ) ৫ বা ১০
সঠিক উত্তর: (ঘ)

৩৭. শিশু মৃত্যুহারে এগিয়ে রয়েছে কোন দেশগুলো?
Ο ক) উন্নত
Ο খ) উন্নয়নশীল
Ο গ) অনুন্নত
Ο ঘ) উন্নত ও অনুন্নত
সঠিক উত্তর: (গ)

৩৮. বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য হল-
i. আয়তন ও সম্পদের তুলনায় জনসংখ্যা কম
ii. অধিকাংশ লোক শহরে বাস করে
iii. নারী অপেক্ষা পুরুষের সংখ্যা অধিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৯. কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয়?
Ο ক) মানুষ ও বনজ সম্পদের ভারসাম্য
Ο খ) মানুষ ও ভূমির ভারসাম্য
Ο গ) মানুষ ও শিল্পের ভারসাম্য
Ο ঘ) মানুষ ও বায়ূমন্ডলের ভারসাম্য
সঠিক উত্তর: (খ)

৪০. প্রাথমিক পর্যায়ে পৃথিবীর সকল অংশেই জন্ম এবং মৃত্যুর হার উভয়ই ছিল-
Ο ক) বেশি
Ο খ) কম
Ο গ) খুব কম
Ο ঘ) খুব বেশি
সঠিক উত্তর: (ঘ)

৪১. জন্মহারে ভিন্নতার অন্যতম প্রধান কারণ হল-
Ο ক) বৈবাহিক অবস্থাগত বৈশিষ্ট্য
Ο খ) শিক্ষা
Ο গ) পেশা
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৪২. বাংলাদেশের কোন অঞ্চলের জনবসতির ঘনত্ব সব থেকে কম?
Ο ক) বরিশাল
Ο খ) রাঙামাটি
Ο গ) সুনামগঞ্জ
Ο ঘ) পাবনা
সঠিক উত্তর: (খ)

৪৩. সাম্প্রতিক পর্যায়ে বিশ্বে কয়েকটি অঞ্চল লক্ষ করা যায়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৪৪. জনসংখ্যার সঠিক তথ্য আহরণে কয়টি বিষয় পর্যালোচনা করতে হয়?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) দুইটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৪৫. জাপানের ওসাকা, ভারতের মুম্বাই প্রভৃতি স্থানে জনসংখ্যার ঘনত্ব বেশি কেন?
Ο ক) সামাজিক অবস্থা ভালো
Ο খ) অর্থনৈতিকভাবে উন্নত
Ο গ) রাজনৈতিকভাবে স্থিতিশীলতা
Ο ঘ) সংস্কৃতি উন্নত
সঠিক উত্তর: (খ)

৪৬. বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে সাধারণভাবে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)

৪৭. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভাব রয়েছে-
i. কৃষিজ সম্পদের
ii. খনিজ সম্পদের
iii. বনজ সম্পদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৮. উন্নত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার কিরূপ?
Ο ক) বৃদ্ধি পেয়েছে
Ο খ) হ্রাস পেয়েছে
Ο গ) দ্রুত বৃদ্ধি পেয়েছে
Ο ঘ) দ্রুত হ্রাস পেয়েছে
সঠিক উত্তর: (খ)

৪৯. জনসংখ্যার পিরামিড দেখানো হয়-
i. নারী-পুরুষ বয়সভিত্তিক বিন্যাস
ii. জনসংখ্যার পরিমাণ
iii. জন্ম ও মৃত্যুহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫০. পৃথিবীর জনসংখ্যা খুব ধীর গতিতে বাড়ছিল কখন?
Ο ক) ১৬৫৫ সালের দিকে
Ο খ) ১১০৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত
Ο গ) খ্রিস্টীয় সালের প্রারম্ভ থেকে প্রায় দেড় হাজার বছর পর্যন্ত
Ο ঘ) ১৬৫০ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post