এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৫ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৫ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. স্ট্রাটোমন্ডলের ওপরের স্তর থেকে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত উষ্ণতা দ্রুত হ্রাস পায়। ৮০ কিলোমিটার পর-
Ο ক) উষ্ণতা কমতে থাকে
Ο খ) উষ্ণতা অল্প মাত্রায় কমতে থাকে
Ο গ) উষ্ণতা দ্রুত কমতে থাকে
Ο ঘ) উষ্ণতা বাড়তে থাকে
সঠিক উত্তর: (ঘ)

২. ট্রাটোমন্ডল ও মেসোমন্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে কী বলে?
Ο ক) স্ট্রাটোবিরতি
Ο খ) স্টাটোমন্ডল
Ο গ) তাপমন্ডল
Ο ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর: (ক)

৩. তাপমন্ডলের উপরে প্রায় ৭৫০ কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে কী বলে?
Ο ক) ট্রপোমন্ডল
Ο খ) স্ট্রাটোমন্ডল
Ο গ) চৌম্বকমন্ডল
Ο ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর:

৪. আদ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কতটুকু?
Ο ক) ৩-৫ ভাগ
Ο খ) ২-৫ ভাগ
Ο গ) ৬-১০ ভাগ
Ο ঘ) ৩-১০ ভাগ
সঠিক উত্তর: (খ)

৫. বায়ুমন্ডলে নাইট্রোজেন শতকরা কত ভাগ?
Ο ক) ৭৮ ভাগ
Ο খ) ৭৭ ভাগ
Ο গ) ৭৬ ভাগ
Ο ঘ) ২১ ভাগ
সঠিক উত্তর: (খ)

৬. ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ কোন স্তরে বাধা পায়?
Ο ক) স্ট্রাটোমন্ডল
Ο খ) মেসোমন্ডল
Ο গ) ট্রপোমন্ডল
Ο ঘ) আয়নমন্ডল
সঠিক উত্তর: (ঘ)

৭. সমগ্র বায়ুমন্ডলের ওজনের প্রায় কত ভাগ ট্রপোমন্ডল স্তর বহন করে?
Ο ক) ৭৩ ভাগ
Ο খ) ৭৪ ভাগ
Ο গ) ৭৫ ভাগ
Ο ঘ) ৭৬ ভাগ
সঠিক উত্তর: (গ)

৮. সাধারণত ১,০০০ মিটার উচ্চতায় কতটুকু তাপমাত্রা হ্রাস পায়?
Ο ক) ৫০ সেলসিয়াস
Ο খ) ৬০ সেলসিয়াস
Ο গ) ৭০ সেলসিয়াস
Ο ঘ) ৮০ সেলসিয়াস
সঠিক উত্তর: (গ)

৯. বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে স্বাভাবিক বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগ
সঠিক উত্তর: (গ)

১০. ৩ ১৭১। বায়ুমন্ডলের কোন স্তরে মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে স্ট্রাটোবিরতি বলে?
i. স্ট্রাটোমন্ডল
ii. মেসোমন্ডল
iii. চৌম্বকমন্ডল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১. এক্সোমন্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
Ο ক) ৬৫০ কিলোমিটার
Ο খ) ৭৫০ কিলোমিটার
Ο গ) ৫৫০ কিলোমিটার
Ο ঘ) ৮৫০ কিলোমিটার
সঠিক উত্তর: (খ)

১২. সাধারণত কত থেকে কত বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে?
Ο ক) ১০-১২
Ο খ) ৫-১০
Ο গ) ২০-৩০
Ο ঘ) ৩০-৪০
সঠিক উত্তর: (ঘ)

১৩. বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত ভাগ?
Ο ক) ২০ ভাগ
Ο খ) ২১ ভাগ
Ο গ) ২২ ভাগ
Ο ঘ) ৭৬ ভাগ
সঠিক উত্তর: (খ)

১৪. অধিকাংশ উল্কা কোন স্তরের মধ্যে এসে পুড়ে যায়?
Ο ক) ট্রপোমন্ডল
Ο খ) স্ট্রাটোমন্ডল
Ο গ) তাপমন্ডল
Ο ঘ) মেসোমন্ডল
সঠিক উত্তর: (ঘ)

১৫. স্টাটোবিরতির উপরে প্রায় কত কিমি. পর্যন্ত মেসোমন্ডল বিস্তৃত?
Ο ক) ৫০ কিমি.
Ο খ) ৬০ কিমি.
Ο গ) ৭০ কিমি.
Ο ঘ) ৮০ কিমি.
সঠিক উত্তর: (ঘ)

১৬. এক্সোমন্ডলে কোন গ্যাসের প্রধান্য বেশি?
Ο ক) নাইট্রোজেন ও অক্সিজেন
Ο খ) আরগন ও কার্ব নাই-অক্সাইড
Ο গ) জেনন ও মিথেন
Ο ঘ) হিলিয়াম ও হাইড্রোজেন
সঠিক উত্তর: (ঘ)

১৭. ট্রপোমন্ডল র্ভপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
Ο ক) ৮-৯ কিলোমিটার
Ο খ) ১২-১৪ কিলোমিটার
Ο গ) ১৬-১৮ কিলোমিটার
Ο ঘ) ১০-১২ কিলোমিটার
সঠিক উত্তর: (ক)

১৮. বায়ুর বাষ্প ধারণ করার সীমা কোনটির ওপর নির্ভরশীল?
Ο ক) তাপের
Ο খ) উষ্ণতায়
Ο গ) শিশিরাঙ্গের
Ο ঘ) আর্দতার
সঠিক উত্তর: (খ)

১৯. নিচের কোনটি বৃষ্টিপাতের কারণ?
i. সূর্যের উত্তাপ
ii. বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতি
iii. বায়ুমন্ডলের উচ্চতা হ্রাস পাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০. কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আদ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের কী বলে?
Ο ক) আবহওয়া
Ο খ) জলবায়ু
Ο গ) বৃষ্টিপাত
Ο ঘ) বায়ুপ্রবাহ
সঠিক উত্তর: (ক)

২১. ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিমি. পর্যন্ত বায়ুমন্ডল বিস্তৃত?
Ο ক) ১০০০ কিমি.
Ο খ) ১০০০০ কিমি.
Ο গ) ১০০০০০ কিমি.
Ο ঘ) ২০০০০ কিমি.
সঠিক উত্তর: (খ)

২২. বায়ুমন্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে কয়টি স্তরে ভাগ করা হয়?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর: (গ)

২৩. কোনটি মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য?
Ο ক) দ্রুত উষ্ণ হয়
Ο খ) দ্রুত ঠান্ডা হয়
Ο গ) ধীরে ধীরে ঠান্ডা হয়
Ο ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)

২৪. হিমাঙ্ক বলতে কোনটিকে বোঝায়?
Ο ক) 250C
Ο খ) 380C
Ο গ) 40C
Ο ঘ) 00C
সঠিক উত্তর: (ঘ)

২৫. কোন স্তর থা থাকলে সূর্য থেকে মারাত্মক অতিবেগুনি রশ্মি বায়ুমন্ডলে প্রবেশ করে প্রানিকুল বিনষ্ট করত?
Ο ক) চৌম্বকস্তর
Ο খ) ওজন স্তর
Ο গ) আয়ন স্তর
Ο ঘ) বায়ুর স্তর
সঠিক উত্তর: (খ)

২৬. বায়ুমন্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম কী?
Ο ক) এক্সোমন্ডল
Ο খ) চৌম্বকমন্ডল
Ο গ) স্ট্রাটোমন্ডল
Ο ঘ) তাপমন্ডল
সঠিক উত্তর: (খ)

২৭. বায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনটি ঘটে?
Ο ক) জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা হ্রাস পায়
Ο খ) শুষ্কতা বৃদ্ধি পায়
Ο গ) জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়
Ο ঘ) জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা সমান থাকে
সঠিক উত্তর: (খ)

২৮. আবহাওয়া ও জলবায়ুর উপাদান কোনটি?
i. বায়ুপ্রবাহ
ii. বারিপাত
iii. বায়ুর আর্দ্রতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৯. নিচের কোনটি বারিপাতের অন্তর্ভুক্ত? i. তুহিন ii. তুষার iii. কুয়াশা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩০. নিচের কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকির অন্তর্ভুক্ত?
Ο ক) কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা
Ο খ) ভূমিকম্প
Ο গ) সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
Ο ঘ) মরুকরণ
সঠিক উত্তর: (গ)

৩১. ট্রপোমন্ডল স্তরে কী সৃষ্টি হয়? i. মেঘ ii. তুষারপাত iii. কুয়াশা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. কোনটি বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর?
Ο ক) ট্রপোমন্ডল
Ο খ) স্ট্রাটোমন্ডল
Ο গ) মেসোমন্ডল
Ο ঘ) তাপমন্ডল
সঠিক উত্তর: (ক)

৩৩. পানি কয়টি অবস্থায় থাকতে পারে?
Ο ক) ছয়
Ο খ) পাঁচ
Ο গ) চার
Ο ঘ) তিন
সঠিক উত্তর: (ঘ)

৩৪. স্ট্রাটোমন্ডলের বৈশিষ্ট্য হল, এটি-
i. আর্দ্র বায়ুযুক্ত
ii. বিমান চলাচলের উপযোগী
iii. অতিবেগুনি রশ্মি শোষণে সক্ষম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৫. কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে কী বলে?
Ο ক) আবহাওয়া
Ο খ) জলবায়ু
Ο গ) বৃষ্টিপাত
Ο ঘ) বায়ুপ্রবাহ
সঠিক উত্তর: (খ)

৩৬. কোন ধরনের বৃষ্টিতে শিশিরাঙ্কের সৃষ্টি হয়?
Ο ক) পরিচলন বৃষ্টি
Ο খ) শৈলোৎক্ষেপ
Ο গ) ঘূর্ণিবাতজনিত বৃষ্টি
Ο ঘ) সংঘর্ষ বৃষ্টি
সঠিক উত্তর: (ঘ)

৩৭. বায়ুমন্ডলের বিভিন্ন স্তর না থাকলে পৃথিবী কী হতো?
Ο ক) শূন্যতায় পর্যবসিত হতো
Ο খ) জীবজন্তুহীন হয়ে পরতো
Ο গ) বায়ুহীন হতো
Ο ঘ) বরফাচ্ছন্ন হয়ে পরতো
সঠিক উত্তর: (ক)

৩৮. কোন সময় মহাদেশীয় বায়ু বেশি প্রবাহিত হয়?
Ο ক) গ্রীষ্মকালে
Ο খ) শীতকালে
Ο গ) বর্ষাকালে
Ο ঘ) বসন্তকালে
সঠিক উত্তর: (খ)

৩৯. বায়ু যে উষ্ণতায় জলীয় বাষ্পরূপে ঘনীভূত হয় তাকে কী বলে?
Ο ক) শিশিরাঙ্ক
Ο খ) আদ্রতা
Ο গ) হিমাঙ্ক
Ο ঘ) অভিস্রবণ
সঠিক উত্তর: (ক)

৪০. বায়ুর আদ্রতা কোনটি দ্বারা পরিমাপ করা হয়?
Ο ক) স্পেরোমিটার
Ο খ) ফেরোমিটার
Ο গ) হাইগ্রোমিটার
Ο ঘ) হাইড্রোমিটার
সঠিক উত্তর: (গ)

৪১. প্রোটন ও ইলেকট্রনের চৌম্বকীয় ক্ষেত্রে কোন স্তর সৃষ্টি হয়?
Ο ক) এক্সোমন্ডল
Ο খ) আয়নমন্ডল
Ο গ) স্ট্রাটোমন্ডল
Ο ঘ) চৌম্বকমন্ডল
সঠিক উত্তর: (ঘ)

৪২. নাতিশীতোষ্ণ মন্ডলে কখন পরিচলন বৃষ্টি মুরু হয়?
Ο ক) শীতের শেষে
Ο খ) বর্ষার শুরুতে
Ο গ) বর্ষার শেষে
Ο ঘ) গ্রীষ্মের শুরুতে
সঠিক উত্তর: (ক)

৪৩. বায়ুমন্ডলের স্তরগুলোর মধ্যে সমমন্ডলের অন্তর্ভুক্ত কোনটি?
i. তাপমন্ডল
ii. স্টাটোমন্ডল
iii. মেসোমন্ডল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪৪. কোন স্তর থেকে বৃষ্টিপাত হয়?
Ο ক) ট্রপোমন্ডল
Ο খ) স্ট্রাটোমন্ডল
Ο গ) তাপমন্ডল
Ο ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর: (ক)

৪৫. কোন মন্ডল ছাড়া শস্য ও বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টি হতো না?
Ο ক) চৌম্বকমন্ডল
Ο খ) স্ট্রাটোমন্ডল
Ο গ) ট্রপোমন্ডল
Ο ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর: (গ)

৪৬. কোনটি দ্বারা বৃষ্টিপাত পরিমাপ করা হয়?
Ο ক) স্পেরোমিটার
Ο খ) হাইড্রোমিটার
Ο গ) বৃষ্টিমান যন্ত্রের
Ο ঘ) রিকটার স্কেল
সঠিক উত্তর: (গ)

৪৭. কোনটির উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়?
Ο ক) অক্ষরেখা
Ο খ) মধ্যরেখা
Ο গ) নিরক্ষরেখা
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

৪৮. তুন্দা জলবায়ু অঞ্চলে গাড়ি টানবার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
i. শ্বেত ভল্লুক
ii. বলগা হরিণ
iii. কুকুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৯. শৈলোৎক্ষেপ বৃষ্টির ক্ষেত্রে-
i. উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায়
ii. বায়ু উপরের দিকে ওঠে
iii. প্রতিবাত ঢালে বৃষ্টিপাত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫০. নিচের কোনটি স্ট্রাটোমন্ডলের বৈশিষ্ট্য-
i. জলীয় বাষ্প থাকে
ii. অতি সূক্ষ্ম ধূলিকণা থাকে
iii. আবহাওয়া শান্ত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post