এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৩ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ৩ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ভূগোলবিদদের অতি প্রয়োজনীয় উপকরণ কোনটি?
Ο ক) মানচিত্র
Ο খ) স্কেল
Ο গ) কম্পাস
Ο ঘ) ট্রেসপেপার
সঠিক উত্তর: (ক)

২. বিভিন্ন দেশের দুরত্ব পরিমাপের জন্য কিরূপ একক ব্যবহার করা হয়?
Ο ক) স্বতন্ত্র
Ο খ) অনুরূপ
Ο গ) চিরন্তন
Ο ঘ) একই রকম
সঠিক উত্তর: (ক)

৩. সাধারণত প্রাকৃতিক বিষয়ক মানচিত্রে কোন ধরনের উপাদান দেখতে পাওয়া যায়?
Ο ক) প্রাকৃতিক ও সামাজিক
Ο খ) প্রাকৃতিক ও সাংস্কৃতিক
Ο গ) প্রাকৃতিক ও রাজনৈতিক
Ο ঘ) সামাজিক ও সাংস্কৃতিক
সঠিক উত্তর: (খ)

৪. ক্যাডাস্ট্রাল শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
Ο ক) ল্যাটিন
Ο খ) ফ্রেঞ্চ
Ο গ) ফরাসি
Ο ঘ) স্পেনিস
সঠিক উত্তর: (খ)

৫. ভাষাগত অসুবিধা দূর করার জন্য কোন পদ্ধতি উদ্ভাবিত হয়েছে?
Ο ক) ভূচিত্রাবলি অনুপাত
Ο খ) প্রতিভূ অনুপাত
Ο গ) আধুনিক অনুপাত
Ο ঘ) বর্ণনা অনুপাত
সঠিক উত্তর: (খ)

৬. “Mappa’ শব্দের অর্থ কী?
Ο ক) কার্বণের টুকরা
Ο খ) কাপড়ের টুকরা
Ο গ) কাজগের টুকরা
Ο ঘ) পলিথিন টুকরা
সঠিক উত্তর: (খ)

৭. কিসের মাধ্যমে জমির সীমানা চিহ্নিত করা যায়?
Ο ক) GPS
Ο খ) GIS
Ο গ) রাজনৈতিক মানচিত্র
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

৮. ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে কী বলে?
Ο ক) আদ্রতা
Ο খ) জলবায়ু
Ο গ) বায়ুপ্রবাহ
Ο ঘ) বৃষ্টিপাত
সঠিক উত্তর: (খ)

৯. সাধারণত মানচিত্রকে কয় ভাগে ভাগ করা হয়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (ক)

১০. মানচিত্রের স্কেলে ১ ইঞ্চি সমান কত?
Ο ক) ২ মাইল
Ο খ) ৩ মাইল
Ο গ) ৪ মাইল
Ο ঘ) ৫ মাইল
সঠিক উত্তর: (গ)

১১. বর্তমান যুগে কোথা থেকে ছবি তোলার মাধ্যমে প্রাকৃতিক বিষয়ক মানচিত্রের নবযুগের সূচনা হয়?
Ο ক) হেলিকপ্টার
Ο খ) উঁচু পাহাড়
Ο গ) বিমান
Ο ঘ) উঁচু দালান
সঠিক উত্তর: (গ)

১২. ব্রিটিশ পদ্ধতিতে ১:৩৬ প্রতিভূ অনুপাতে মানচিত্রের দূরত্ব যখন ১ ইঞ্চি তখন ভূমির দূরত্ব কত?
Ο ক) ৩৬ ইঞ্চি=১০০০ গজ
Ο খ) ৩৬ ইঞ্চি=১০০ গজ
Ο গ) ৩৬ ইঞ্চি=১০ গজ
Ο ঘ) ৩৬ ইঞ্চি=১ গজ
সঠিক উত্তর: (ঘ)

১৩. কোন নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব জানা যায় কোনটির মাধ্যমে?
Ο ক) GPS
Ο খ) GIS
Ο গ) রাজনৈতিক মানচিত্র
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

১৪. কোন দেশের মধ্যভাগে দ্রাঘিমারেকা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তাকে কী বলে?
Ο ক) স্থানীয় সময়
Ο খ) প্রমাণ সময়
Ο গ) আন্তর্জাতিক তারিখ রেখা
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (খ)

১৫. আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে কী বলে?
Ο ক) প্রমাণ সময়
Ο খ) স্থানীয় সময়
Ο গ) আন্তর্জাতিক তারিখ রেখা
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)

১৬. GIS-এর পূর্ণরূপ কী?
Ο ক) Globalization Information System
Ο খ) Geographical Information Sunvey
Ο গ) Geographical Information System
Ο ঘ) Global Indintity System
সঠিক উত্তর: (গ)

১৭. নিচের কোনটি মানচিত্রে ব্যবহার করা হয়?
i. বিভিন্ন রং
ii. রেখা ও সংকেত
iii. উদ্ভিদকুলের অবস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৮. আমাদের দেশে যখন দুপুর ১২ টা তখন যুক্তরাজ্যের লন্ডন শহরের সময় কত?
Ο ক) রাত ১২ টা
Ο খ) দুপুর ১২ টা
Ο গ) সন্ধ্যা ৬টা
Ο ঘ) সকাল ৬টা
সঠিক উত্তর: (ঘ)

১৯. GPS-এর পূর্ণরূপ কী?
Ο ক) Geographical Planing System
Ο খ) Geoghaphical Pling sunvey
Ο গ) Globel Positioning System
Ο ঘ) Global Positioning Sunvery
সঠিক উত্তর: (গ)

২০. কোথায় সর্বপ্রথম GIS এর ব্যবহার শুরু হয়?
Ο ক) যুক্তরাজ্যে
Ο খ) কানাডায়
Ο গ) জার্মানিতে
Ο ঘ) অস্ট্রিয়ায়
সঠিক উত্তর: (খ)

২১. প্রাচীনকালে প্রথম কোথায় মানচিত্রের প্রচলন হয়েছিল?
Ο ক) গ্রিসে
Ο খ) ইরাকে
Ο গ) মিসরে
Ο ঘ) চীনে
সঠিক উত্তর: (গ)

২২. মানচিত্রের ভাষা বলা হয় কোনগুলোকে? i. রং ii. রেখা iii. সংকেত নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. সকল মানচিত্রেই কোন সীমারেখা বিদ্যমান?
Ο ক) আন্তর্জাতিক সীমা
Ο খ) জেলা সদর অঞ্চল
Ο গ) সমুদ্রবন্দর
Ο ঘ) মৃত্তিকার অবস্থান
সঠিক উত্তর: (ক)

২৪. পৃথিবীল বিভিন্ন দেশ তাদের স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে বিভিন্ন ধরনের যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, এসব চিহ্নকে কী বলে?
Ο ক) অভ্যন্তরীণ প্রতীক চিহ্ন
Ο খ) আন্তর্জাতিক প্রতীক চিহ্ন
Ο গ) স্থানীয় প্রতীক চিহ্ন
Ο ঘ) এলাকা ভিত্তিক প্রতীক চিহ্ন
সঠিক উত্তর: (খ)

২৫. নিচের কোনটি প্রশাসনিক মানচিত্রের বৈশিষ্ট্য?
i. আন্তর্জাতিক সীমা থেকে
ii. সাগর, মহাসাগর, দেশ বিভক্ত থাকে
iii. জলবায়ুর অবস্থা দেখানো হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৬. নিচের কোন বৈশিষ্ট্য সাংস্কৃতিক মানচিত্রে দেখা যায়?
i. দেশ, রাষ্ট্রের সীমা ও ঐতিহাসিক স্থান বা স্থাপত্য
ii. বিভিন্ন অর্থনীতিক অবস্থা
iii. বিভিন্ন স্থানের বিভিন্ন জিনিস ও বিভিন্ন সমাসব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭. একটি স্থানের দ্রাঘিমা ৯০০ পূর্ব এবং অপর একটি স্থানের দ্রাঘিমা ৭০০ পূর্ব। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত?
Ο ক) ২ ঘন্টা ২০ মিনিট
Ο খ) ১ ঘন্টা
Ο গ) ১ ঘন্টা ২০ মিনিট
Ο ঘ) সময়ের ব্যবধান হবে না
সঠিক উত্তর: (গ)

২৮. কত বছর পূর্বে মিসরের লোকজন প্রথম মানচিত্র তৈরি করেন?
Ο ক) প্রায় ২৫০০ বছর পূর্বে
Ο খ) প্রায় ৩০০০ বছর পূর্বে
Ο গ) প্রায় ৩৫০০ বছর পূর্বে
Ο ঘ) প্রায় ৪০০০ বছর পূর্বে
সঠিক উত্তর: (খ)

২৯. সেনাবাহিনী কোন ধরনের মানচিত্র ব্যবহার করে থাকে?
Ο ক) স্থানীয়
Ο খ) রাজনৈতিক
Ο গ) সামরিক
Ο ঘ) অর্থনৈতিক
সঠিক উত্তর: (গ)

৩০. রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিং এর মালিকানা সীমা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয়?
Ο ক) প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
Ο খ) মৌজা মানচিত্র
Ο গ) ভূ-চিত্রাবলি মানচিত্র
Ο ঘ) দেওয়াল মানচিত্র
সঠিক উত্তর: (খ)

৩১. মূল মধ্যরেখা থেকে ৫০ পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত হবে?
Ο ক) ১৬ মিনিট
Ο খ) ২০ মিনিট
Ο গ) ২৪ মিনিট
Ο ঘ) ২৮ মিনিট
সঠিক উত্তর: (খ)

৩২. বাংলাদেশ যুক্তরাজ্যের কোন দিকে অবস্থিত?
Ο ক) উত্তর
Ο খ) দক্ষিণ
Ο গ) পূর্ব
Ο ঘ) পশ্চিম
সঠিক উত্তর: (গ)

৩৩. একটি ড্রয়িং বা রেখাঙ্কন যা ভূপৃষ্ঠের কোনো ছোট বা বৃহৎ অঞ্চলকে উপস্থাপন করে থাকে তাকে কী বলে?
Ο ক) নকশা
Ο খ) দলিল
Ο গ) মানচিত্র
Ο ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (গ)

৩৪. আমাদের দেশের শহরের পরিকল্পনার মানচিত্রগুলোকে কোন মানচিত্রের অন্তর্ভুক্ত?
Ο ক) প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
Ο খ) দেওয়াল মানচিত্র
Ο গ) ভূ-চিত্রাবলি মানচিত্র
Ο ঘ) মৌজা মানচিত্র
সঠিক উত্তর: (ঘ)

৩৫. বিভিন্ন ভাষাভাষি মানুষের কাছে মানচিত্র ব্যবহার যো্য করার জন্য কি পদ্ধতি উদ্ভাবিত হয়েছে?
Ο ক) অনুমান পদ্ধতি
Ο খ) অনুপাত পদ্ধতি
Ο গ) প্রতিভূ অনুপাত পদ্ধতি
Ο ঘ) অনুরূপ অনুপাত পদ্ধতি
সঠিক উত্তর: (গ)

৩৬. আমাদের গ্রামের মানচিত্রের বাংলা নাম কী?
Ο ক) প্রাকৃতিক বিষয়ক মানচিত্র
Ο খ) মৌজা মানচিত্র
Ο গ) দেওয়াল মানচিত্র
Ο ঘ) ভূ-চিত্রাবলি মানচিত্র
সঠিক উত্তর: (খ)

৩৭. পৃথিবী আবর্তনের ফলে কোনো একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে অর্থাৎ সূর্য এবং সে স্থানের কোণ ০০ হলে তখন ঐ স্থানকে কী বলে?
Ο ক) অপরাহ্ন
Ο খ) মধ্যরাত
Ο গ) মধ্যাহ্ন
Ο ঘ) প্রভাত
সঠিক উত্তর: (গ)

৩৮. নিচের কোনটি জিআইএস এর কাজ?
i. পানি ব্যবস্থাপনা
ii. ভূমি ব্যবহার ও যোগাযোগ ব্যবস্থার অবস্থা
iii. মৃত্তিকা ও রাস্তার অবস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৯. জিপিএস পদ্ধতির মাধ্যমে একটি স্থানের কী জানা যায়?
i. অক্ষাংশ
ii. দ্রাঘিমাংশ
iii. উচ্চতা ও দূরত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪০. “Mappa’ কোন ভাষা থেকে এসেছে?
Ο ক) ফরাসি
Ο খ) স্পেনিস
Ο গ) পর্তুগিজ
Ο ঘ) ল্যাটিন
সঠিক উত্তর: (ঘ)

৪১. প্রাকৃতিক বিষয়ক মানচিত্রের অপর নাম কী?
Ο ক) স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র
Ο খ) মৌজা মানচিত্রক
Ο গ) ভূ-চিত্রাবলি মানচিত্র
Ο ঘ) দেওয়াল মানচিত্র
সঠিক উত্তর: (ক)

৪২. স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ)

৪৩. মানচিত্রের মাধ্যমে আমরা দেখতে পারি-
i. সমদ্র পৃথিবী
ii. একটি অঞ্চল
iii. সমগ্র বিশ্বজগত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৪. পৃথিবী কোন দিক থেকে ঘুরছে?
Ο ক) পূর্ব থেকে পশ্চিমে
Ο খ) পশ্চিম থেকে পূর্বে
Ο গ) উত্তর থেকে দক্ষিণে
Ο ঘ) দক্ষিণ থেকে উত্তরে
সঠিক উত্তর: (খ)

৪৫. মানচিত্রে কোন প্রতীক দিয়ে কী বোঝানো হয়েছে কে তা নির্দেশ করে?
Ο ক) স্কেল
Ο খ) শিরোনাম
Ο গ) সীমানা
Ο ঘ) সূচক
সঠিক উত্তর: (ঘ)

৪৬. টপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?
Ο ক) প্রাকৃতিক বিষয়ক মানচিত্র
Ο খ) দেওয়অল মানচিত্র
Ο গ) মৌজা মানচিত্র
Ο ঘ) ভূ-চিত্রাবলি মানচিত্র
সঠিক উত্তর: (গ)

৪৭. মানচিত্ররে কার্য বা বৃত্তির ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

৪৮. গ্রিনিচের প্রমাণ সময় থেকে বাংলাদেশের প্রমাণ সময়-
Ο ক) অগ্রবর্তী
Ο খ) পশ্চাদবর্তী
Ο গ) সমান
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

৪৯. ঢাকা থেকে একটি স্থানের দূরত্ব ৫০০৩০' পূর্ব দ্রাঘিমা। ঢাকায় যখন ভোর ৬টা তখন সেই স্থানের স্থানীয় সময় কত?
Ο ক) সকাল ৯টা ২২ মিনিট
Ο খ) সকাল ১০টা ২২ মিনিট
Ο গ) রাত ১১ ৯ মিনিট
Ο ঘ) রাত ১১টা ১০ মিনিট
সঠিক উত্তর: (ক)

৫০. দেওয়াল মানচিত্র কেন তৈরি করা হয়?
Ο ক) শ্রেণিকক্ষের জন্য
Ο খ) মাঠের জন্য
Ο গ) পর্বতের জন্য
Ο ঘ) জলবায়ুর জন্য
সঠিক উত্তর:

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post