এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ২ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ২ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. পৃথিবী থেকে দেখলে নক্ষত্রগুলো কেমন মনে হয়?
Ο ক) বন্ধুর প্রকৃতির
Ο খ) বৃহৎ
Ο গ) অনুজ্জ্বল
Ο ঘ) সমতল অবস্থানে
সঠিক উত্তর: (ঘ)

২. আকাশের কোনদিকে ছায়াপথ দেখা যায়?
Ο ক) পূর্ব-পশ্চিমে
Ο খ) উত্তর-দক্ষিণে
Ο গ) দক্ষিণ-পশ্চিমে
Ο ঘ) উত্তর-পশ্চিমে
সঠিক উত্তর: (খ)

৩. দুরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না কোন গ্রহ?
Ο ক) শুক্র
Ο খ) পৃথিবী
Ο গ) মঙ্গল
Ο ঘ) ইউরেনাস
সঠিক উত্তর: (ঘ)

৪. ১ বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে?
Ο ক) আলোক দূরত্ব
Ο খ) আলোক বেগ
Ο গ) আলোক দিক
Ο ঘ) আলোক বর্ষ
সঠিক উত্তর: (ঘ)

৫. কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়-
i. আবহাওয়ার পূর্বাভাস দানে
ii. পরিবেশ দূষণ নির্ণয়ে
iii. গোয়েন্দা নজরদারিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬. মহাকাশের বৈশিষ্ট্য হলো-
i. আদিহীন
ii. অন্তহীন
iii. জ্যোতিষ্ক দিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭. কোন বলের প্রভাবে সৌরজগতের গ্রহ উপগ্রহগুলো সুর্যের চারদিকে ঘুরছে?
Ο ক) অভিকর্ষ বল
Ο খ) মাধ্যাকর্ষণ বল
Ο গ) মহাকর্ষ বল
Ο ঘ) কেন্দাতিগ বল
সঠিক উত্তর: (গ)

৮. মহাকাশের কোন দুটি নক্ষত্রের ঘনত্ব ও মহাকর্ষ বল অত্যাধিক?
Ο ক) কৃষ্ণগহ্বর ও কালপুরুষ
Ο খ) কৃষ্ণগহ্বর ও কৃষ্ণবামন
Ο গ) কৃষ্ণবামন ও কালপুরুষ
Ο ঘ) কালপুরুষ ও সপ্তার্ষিমন্ডল
সঠিক উত্তর: (খ)

৯. উনবিংশ শতাব্দীতে প্রথম কবে হ্যালির ধূমকেতু দেখা যায়?
Ο ক) ১৯১০ সালে
Ο খ) ১৯১১ সালে
Ο গ) ১৯১২ সালে
Ο ঘ) ১৯১৩ সালে
সঠিক উত্তর: (ক)

১০. সৌরজগতের গ্রহ ও উপগ্রহগুলোর তাপ ও আলোর মূল উৎস কোনটি?
Ο ক) চন্দ্র
Ο খ) সূর্য
Ο গ) উল্কা
Ο ঘ) ধূমকেতু
সঠিক উত্তর: (খ)

১১. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি?
Ο ক) বৃহস্পতি
Ο খ) শনি
Ο গ) মঙ্গল
Ο ঘ) ইউরেনাস
সঠিক উত্তর: (খ)

১২. সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত কিলোমিটার?
Ο ক) ৪.৮ কোটি
Ο খ) ৫.৮ কোটি
Ο গ) ৬.৮ কোটি
Ο ঘ) ৭.৮ কোটি
সঠিক উত্তর: (খ)

১৩. শুক্র গ্রহের বায়ুমন্ডল প্রধানত কোন গ্যাস নিয়ে তৈরী?
Ο ক) নাইট্রোজেন
Ο খ) হাইড্রোজেন
Ο গ) অক্সিজেন
Ο ঘ) কার্বন ডাইঅক্সাইড
সঠিক উত্তর: (ঘ)

১৪. সৌরজগতের মোট গ্রহ কয়টি?
Ο ক) ৬টি
Ο খ) ৭টি
Ο গ) ৮টি
Ο ঘ) ৯টি
সঠিক উত্তর: (গ)

১৫. নীহারিকার বৈশিষ্ট্য হলো-
i. আকার বৈচিত্র্য
ii. কিছু নীহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পূর্ণ
iii. পৃথিবীর অনেক কাছে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৬. ছায়াপথ হলো-
Ο ক) গ্যালাক্সির বৃহৎ অংশ
Ο খ) গ্যালাক্সির ক্ষুদ্র অংশ
Ο গ) গ্যালাক্সির গোল অংশ
Ο ঘ) গ্যালাক্সির মাঝারি অংশ
সঠিক উত্তর: (খ)

১৭. উপগ্রহের বৈশিষ্ট্য হলো-
i. অভিকর্ষ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে ঘোরে
ii. নিচের তাপ বা আলো নেই
iii. মহাকর্ষ বলের প্রভাবে গ্রহকে কেন্দ্র করে ঘোরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৮. শুক্র গ্রহ নিজ অক্ষের উপরে কোন দিক থেকে কোন দিকে ঘোরে?
Ο ক) পশ্চিম থেকে পূর্ব দিকে
Ο খ) পূর্ব থেকে পশ্চিম দিকে
Ο গ) উত্তর থেকে দক্ষিণ দিকে
Ο ঘ) দক্ষিণ থেকে উত্তর দিকে
সঠিক উত্তর: (খ)

১৯. পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়?
Ο ক) কিলোমিটার
Ο খ) মাইল
Ο গ) আলোকবর্ষ
Ο ঘ) মিলিমিটার
সঠিক উত্তর: (গ)

২০. যে মহাশূন্যযান বুধের ছবি পাঠায় তার নাম কি?
Ο ক) সেরিনার-১০
Ο খ) মেরিনার-১০
Ο গ) সেরিনার-১২
Ο ঘ) ইরিনার-১২
সঠিক উত্তর: (খ)

২১. আহ্নিক গতির ফলে-
i. পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয়
ii. ঋতু পরিবর্তন হয়
iii. তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২২. ধূমকেতু হলো-
i. এক প্রকার জ্যোতিষ্ক
ii. দেখতে গোলাকৃতির
iii. মাথা ও লেজ আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৩. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত কিলোমিটার?
Ο ক) ১৩ কোটি কি.মি.
Ο খ) ১৪ কোটি কি.মি.
Ο গ) ১৫ কোটি কি.মি.
Ο ঘ) ১৬ কোটি কি.মি.
সঠিক উত্তর: (গ)

২৪. মহাকাশে নক্ষত্রগুলো কোন অবস্থায় আছে?
Ο ক) জলন্ত অগ্নিপিন্ড
Ο খ) জ্বলন্ত গ্যাসপিন্ড
Ο গ) ঠান্ডা অবস্থায়
Ο ঘ) গরম অবস্থায়
সঠিক উত্তর: (খ)

২৫. মহাকাশে কোন গ্যালাক্সিগুলো বেশি উজ্জ্বল?
Ο ক) উপবৃত্তাকার সর্পিলাকার
Ο খ) বৃত্তাকার
Ο গ) অর্ধবৃত্তাকার
Ο ঘ) নিম্ন বৃত্তাকার
সঠিক উত্তর: (ক)

২৬. সূর্যের ব্যাস কত?
Ο ক) প্রায় ১৩ লক্ষ ৬৪ হাজার কিলোমিটার
Ο খ) প্রায় ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার
Ο গ) প্রায় ১৫ লক্ষ ৬৪ হাজার কিলোমিটার
Ο ঘ) প্রায় ১৫ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার
সঠিক উত্তর: (খ)

২৭. পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
Ο ক) ১৩ কোটি কিলোমিটার
Ο খ) ১৪ কোটি কিলোমিটার
Ο গ) ১৫ কোটি কিলোমিটার
Ο ঘ) ১৬ কোটি কিলোমিটার
সঠিক উত্তর: (গ)

২৮. সৌরজগতের কেন্দ্রে কোনটি অবস্থিত?
Ο ক) পৃথিবী
Ο খ) সূর্য
Ο গ) বুধ
Ο ঘ) মঙ্গল
সঠিক উত্তর: (খ)

২৯. মহাকাশের অতি বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?
Ο ক) ধূমকেতু
Ο খ) উল্কা
Ο গ) নীহারিকা
Ο ঘ) ছায়াপথ
সঠিক উত্তর: (ক)

৩০. পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি?
Ο ক) সূর্য
Ο খ) কালপুরুষ
Ο গ) কৃষ্ণ গহ্বর
Ο ঘ) নীহারিকা
সঠিক উত্তর: (ক)

৩১. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই এর দূরত্ব কত আলোকবর্ষ?
Ο ক) ৩.২ আলোক বর্ষ
Ο খ) ৪.২ আলোক বর্ষ
Ο গ) ৪.৮ আলোক বর্ষ
Ο ঘ) ৫.২ আলোক বর্ষ
সঠিক উত্তর: (খ)

৩২. ছায়াপথ সাধারণত কোন কালে দেখা যায়?
Ο ক) গ্রীষ্মকালে
Ο খ) বর্ষাকালে
Ο গ) শীতকালে
Ο ঘ) শরৎকালে
সঠিক উত্তর: (গ)

৩৩. মঙ্গলের ব্যাস কত কিলোমিটার?
Ο ক) ৪,৭৮৭
Ο খ) ৫,৮৭৮
Ο গ) ৬,৮৭৮
Ο ঘ) ৬,৭৮৭
সঠিক উত্তর: (ঘ)

৩৪. গ্রহ হলো-
i. জ্যোতিষ্ক যেগুলো সূর্যকে ঘিরে নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট পথে পরিক্রমণ করে
ii. নিজের কোনো তাপ বা আলো নেই
iii. সূর্য থেকে আলো পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৫. সৌরজগতের একমাত্র গ্রহ কোনটি যেখানে প্রাণের অস্তিত্ব আছে?
Ο ক) বুধ
Ο খ) শুক্র
Ο গ) পৃথিবী
Ο ঘ) মঙ্গল
সঠিক উত্তর: (গ)

৩৬. ন্যাপচুন গ্রহের ব্যাস কত?
Ο ক) ৪৮০০০ কি.মি.
Ο খ) ৪৮,২০০ কি.মি.
Ο গ) ৪৮,৪০০ কি.মি.
Ο ঘ) ৪৮৬০০ কি.মি.
সঠিক উত্তর: (গ)

৩৭. নক্ষত্র কোন কোন গ্যাস দিয়ে তৈরি?
Ο ক) হাইহ্রোজেন ও অক্সিজেন
Ο খ) হিলিয়াম ও অক্সিজেন
Ο গ) হাইড্রোজেন ও হিলিয়াম
Ο ঘ) হাইড্রোজেন ও নাইট্রোজেন
সঠিক উত্তর: (গ)

৩৮. গ্যালাক্সিগুলোর মধ্যকার ব্যবধান কেমন?
Ο ক) ক্ষুদ্র
Ο খ) মাঝারি
Ο গ) সমান
Ο ঘ) ব্যাপক
সঠিক উত্তর: (ঘ)

৩৯. নীহারিকা কি?
Ο ক) মহাকাশে অসংখ্য স্বল্পালোকিত তারকার আস্তরণ
Ο খ) মহাবিশ্বে অসংখ্য স্বল্পালোকিত তারকার আস্তরণ
Ο গ) মহাকাশে অসংখ্য দীর্ঘালোকিত তারকার আস্তরণ
Ο ঘ) মহাকাশে কিছু সংখ্যক স্বল্পালোকিত তারকার আস্তরণ
সঠিক উত্তর: (ক)

৪০. একটি ছায়াপথ কতগুলো নক্ষত্র মিলে গঠিত হয়?
Ο ক) লক্ষ লক্ষ নক্ষত্র মিলে
Ο খ) কোটি কোটি নক্ষত্র মিলে
Ο গ) হাজার কোটি নক্ষত্র মিলে
Ο ঘ) লক্ষ কোটি নক্ষত্র মিলে
সঠিক উত্তর: (ঘ)

৪১. নক্ষত্রগুলোর মধ্যে ভিন্নতা দেখা দেয়-
i. আকারে
ii. আকৃতিতে
iii. মহাকর্ষ বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪২. কোন গ্যালাক্সিগুলো বৃহৎ হয়?
Ο ক) সর্পিলাকার
Ο খ) বৃত্তাকার
Ο গ) উপ-ত্রিভুজাকার
Ο ঘ) সরল রৈখিক
সঠিক উত্তর: (ক)

৪৩. মহাকাশের সবচেয়ে বড় নক্ষত্র কোনটি?
Ο ক) প্রক্সিমা সেন্টারাই
Ο খ) কৃষ্ণ গহ্বর
Ο গ) সূর্য
Ο ঘ) কালপুরুষ
সঠিক উত্তর: (গ)

৪৪. মহাকাশের অধিকাংশ গ্যালাক্সির আকর ও আকৃতি কেমন?
Ο ক) সরলাকার ও উপবৃত্তাকার
Ο খ) সর্পিলাকার ও বৃত্তাকার
Ο গ) সর্পিলাকার ও অর্ধবৃত্তাকার
Ο ঘ) সর্পিলাকার ও উপবৃত্তাকার
সঠিক উত্তর: (ঘ)

৪৫. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
Ο ক) বৃহস্পতি
Ο খ) শনি
Ο গ) মঙ্গল
Ο ঘ) পৃথিবী
সঠিক উত্তর: (ক)

৪৬. উল্কাকে বলা হয়-
i. নক্ষত্রপতন না তারা খসা
ii. নক্ষত্র
iii. ছুটন্ত তারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৭. সৌরজগতের কোন দুইটি গ্রহ দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না?
Ο ক) শনি ও ইউরেনাস
Ο খ) ইউরেনাস ও বুধ
Ο গ) পৃথিবী ও নেপচুন
Ο ঘ) ইউরেনাস ও নেপচুন
সঠিক উত্তর: (ঘ)

৪৮. ছুটন্ত তারা কোনটি?
Ο ক) ছায়াপথ
Ο খ) উল্কা
Ο গ) ধূমকেতু
Ο ঘ) নক্ষত্র
সঠিক উত্তর: (খ)

৪৯. ভূ-ত্বক এরবো-থেবরো ও গর্তে ভরা কোন গ্রহের?
Ο ক) শুক্র
Ο খ) বুধ
Ο গ) পৃথিবী
Ο ঘ) মঙ্গল
সঠিক উত্তর: (খ)

৫০. জ্যোতিষ্ক গঠিত হয়-
i. চন্দ্র, সূর্য, গ্রহ নিয়ে
ii. নক্ষত্র, ধূমকেতু, উল্কা নিয়ে
iii. নীহারিকা নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post