ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ১৩ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কোনটি জাতীয় অর্থনীতিতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখছে?
Ο ক) শিল্প উন্নয়ন
Ο খ) বনজ সম্পদ
Ο গ) কৃষিজ সম্পদ
Ο ঘ) জীব সম্পদ
সঠিক উত্তর: (খ)
২. জাতিসংঘ পরিবেশ সংক্রান্ত যেসব আন্তর্জাতিক দিবস ঘোষণা করেছে সেগুলোতে তুমি সক্রিয়ভাবে অংশগ্রহণ কর। তুমি বিভিন্ন কর্মসূচি পালন কর –
i. বিশ্ব পরিবেশ দিবসে
ii. বিশ্ব মরুময়তা দিবসে
iii. আন্তর্জাতিক ওজোন দিবসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. পরিবেশের বিশেষ অবস্থায় বাস্তুসংস্থানগুলো কোন নিয়মে চললে তাকে ভারসাম্য অবস্থা বলা হয়?
Ο ক) স্বাভাবিকভাবে
Ο খ) স্বাধীনভাবে
Ο গ) নির্ভরশীল অবস্থায়
Ο ঘ) শৃঙ্খলাবদ্ধভাবে
সঠিক উত্তর: (ক)
৪. কোনটির আলোকশক্তি সর্বাধিক?
Ο ক) প্রদীপ
Ο খ) হারিকেন
Ο গ) বৈদ্যুতিক বাতি
Ο ঘ) টর্চলাইট
সঠিক উত্তর: (গ)
৫. পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম নিচের কোনটি নয়?
Ο ক) বুড়িগঙ্গা বাঁচাও কর্মসূচি
Ο খ) সামাজিক বনায়ন গড়ে তোলা
Ο গ) ইটের ভাটায় কাঠ পোড়ানো নিয়ন্ত্রণ
Ο ঘ) খনিজ সম্পদ আহরণ ও নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ঘ)
৬. পুকুরে নতুন কীটপতঙ্গ জন্মালে কী হবে?
Ο ক) মাছের খাদ্য কমবে
Ο খ) পানি দূষিত হবে
Ο গ) পানি দুর্গন্ধ হবে
Ο ঘ) পানিতে অক্সিজেন হ্রাস পাবে
সঠিক উত্তর: (ঘ)
৭. কৃষিতে অগ্রগতি কেন প্রয়োজন?
Ο ক) বেকারত্ব দূর
Ο খ) খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ
Ο গ) ভূমির ব্যবহার বাড়ানো
Ο ঘ) কৃষির ওপর নির্ভরশীলতা কমানো
সঠিক উত্তর: (খ)
৮. পরিবেশের ভারসাম্য নষ্টের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে?
Ο ক) কালবৈশাখী
Ο খ) টর্নেডো
Ο গ) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
Ο ঘ) ভূমিকম্প
সঠিক উত্তর: (গ)
৯. কোনটি অবকাঠামোগত উন্নয়ন?
Ο ক) বাসস্থানের ক্ষেত্রে উন্নয়ন
Ο খ) কৃষির ক্ষেত্রে উন্নয়ন
Ο গ) শিল্পের ক্ষেত্রে উন্নয়ন
Ο ঘ) যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন
সঠিক উত্তর: (ক)
১০. পুকুরে জলজ উদ্ভিদ জন্মালে –
i. পানিতে অক্সিজেনের ঘাটতি হবে
ii. কীটপতঙ্গ ক্ষতিগ্রস্ত হবে
iii. ২য় ও ৩য় শ্রেণির খাদক ক্ষতিগ্রস্ত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১. বায়োগ্যাস আমাদের দেশে সম্ভাব্য জ্বালানি –
i. গ্রাম অঞ্চলেও চালু করা যাবে
ii. সব অঞ্চলেই করা যাবে
iii. উৎপাদন খরচ কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২. উন্নয়ন নির্ভর করে কিসের ওপর?
Ο ক) পরিবেশ
Ο খ) সহনশীল অবস্থার
Ο গ) জমিতে উৎপাদনের ওপর
Ο ঘ) অর্থনৈতিক কার্যাবলির ওপর
সঠিক উত্তর: (ঘ)
১৩. বন সংরক্ষণের যেসব ব্যবস্থা গৃহীত হয়েছে –
i. পাহাড় ও খাস জমিতে বনের পরিমাণ বাড়ানো
ii. কাঠভিত্তিক শিল্পকারখানা স্থাপন
iii. সড়ক, রেলপথ ও বাঁধের পাশে বনায়ন তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪. যোগাযোগের উন্নয়ন কোনটির উন্নয়নকে ত্বরান্বিত করে?
Ο ক) কৃষির উন্নয়ন
Ο খ) শিল্পের উন্নয়ন
Ο গ) বাসস্থানের উন্নয়ন
Ο ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)
১৫. কোনটি পরিবেশের প্রধান উপাদান নয়?
Ο ক) কৃষিজ সম্পদ
Ο খ) বনজ সম্পদ
Ο গ) পানি
Ο ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ক)
১৬. আমাদের দেশে বনভূমির পরিমাণ কত?
Ο ক) ১৩%
Ο খ) ২৫%
Ο গ) ১৭.২৫%
Ο ঘ) ১৮%
সঠিক উত্তর: (ক)
১৭. গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে কোনটি ঘটে না?
Ο ক) বৃষ্টিপাত কমে যাচ্ছে
Ο খ) মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করে
Ο গ) ভূমি ধ্বংস হয়ে যায়
Ο ঘ) স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (গ)
১৮. জাতিসংঘ সহযোগিতা সংস্থার নাম কী?
Ο ক) ইউনিসেপ
Ο খ) সাকেপ
Ο গ) সাকেফ
Ο ঘ) ইউনিসেফ
সঠিক উত্তর: (ক)
১৯. মানুষ পরিবেশকে দূষিত করার মূল কারণ –
i. স্বল্প শিক্ষা
ii. অধিক লাভের আশা
iii. পরিবেশ সম্পর্কে ধারনা কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০. কোনটি কৃষি ও শিল্পকে তরান্বিত করে?
Ο ক) যোগাযোগ
Ο খ) দক্ষ শ্রমিক
Ο গ) স্থিতিশীল রাজনীতি
Ο ঘ) সরকারের ভর্তুকী
সঠিক উত্তর: (ক)
২১. বায়ু দূষণের প্রধান উৎস হচ্ছে –
i. শিল্পক্ষেত্রে বর্জ্য
ii. পরিবহনের ধোয়া
iii. ইট ভাটার ধোয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২. জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজন কোনটি?
Ο ক) সম্পদের ব্যবহার
Ο খ) চাহিদা পূরণ
Ο গ) পরিবেশের ভারসাম্য
Ο ঘ) অভ্যন্তরীণ উন্নয়ন
সঠিক উত্তর: (ঘ)
২৩. ২০২৫ সালের মধ্যে কত শতাংশ উদ্ভিদ ও প্রাণী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে?
Ο ক) ১০-১৫
Ο খ) ১৫-২০
Ο গ) ২০-২৫
Ο ঘ) ২৫-৩০
সঠিক উত্তর: (গ)
২৪. পুকুরের বাস্তুসংস্থান কখন ভাঙ্গনের কবলে পরবে?
Ο ক) পুকুরে মাছ চাষ করলে
Ο খ) পুকুরে কচুরিপানা জন্মালে
Ο গ) পুকুরে একটি শ্রেণিকে ধ্বংস করে দিলে
Ο ঘ) পুকুরের পানিতে সাবানের ব্যবহার হলে
সঠিক উত্তর: (গ)
২৫. পৃথিবী থেকে জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার কারণ কী?
Ο ক) বাস্তুসংস্থান নষ্টের ফলে
Ο খ) পরিবেশের ভারসাম্য নষ্টের ফলে
Ο গ) মানুষের অপরিণামদর্শী কর্মকান্ডের ফলে
Ο ঘ) বনজ সম্পদ কমে যাওয়ার ফলে
সঠিক উত্তর: (গ)
২৬. কোনো কিছুর উপযুক্ততা বৃদ্ধিকে বলে –
Ο ক) উন্নতি
Ο খ) প্রবৃদ্ধি
Ο গ) উন্নয়ন
Ο ঘ) সমৃদ্ধি
সঠিক উত্তর: (গ)
২৭. আমাদের জীববৈচিত্র্য ক্রমান্বয়ে সংকুচিত হওয়ার কারণ -
i. জমির ওপর চাপ সৃষ্টি
ii. পরিবেশ দূষণ
iii. উঁচু পাহাড়শ্রেণি না থাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮. জাতীয় অর্থনীতিতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনটি বিশেষ অবদান রাখছে?
Ο ক) প্রাণী
Ο খ) বনজ সম্পদ
Ο গ) বায়ু
Ο ঘ) জলজ সম্পদ
সঠিক উত্তর: (খ)
২৯. জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কী প্রয়োজন?
Ο ক) সম্পদের ব্যবহার
Ο খ) চাহিদা পূরণ
Ο গ) অভ্যন্তরীণ উন্নয়ন
Ο ঘ) পরিবেশের ভারসাম্য
সঠিক উত্তর: (গ)
৩০. মানুষ কোন শ্রেণির খাদক?
Ο ক) ২য় শ্রেণির
Ο খ) সর্বোচ্চ শ্রেণির
Ο গ) ৩য় শ্রেণির
Ο ঘ) ১ম শ্রেণির
সঠিক উত্তর: (খ)
৩১. জীব-বৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজন –
i. জীব বৃদ্ধি করা
ii. বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা
iii. বণ্য প্রাণি গৃহে না পালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২. বড় মাছ কোন পর্যায়ের খাদক?
Ο ক) ২য় শ্রেণির খাদক
Ο খ) সর্বোচ্চ শ্রেণির খাদক
Ο গ) ৩য় শ্রেণির খাদক
Ο ঘ) ১ম শ্রেণির খাদক
সঠিক উত্তর: (গ)
৩৩. উন্নয়ন দেশের জন্য মঙ্গলজনক উন্নয়ন কোনটি?
Ο ক) টেকসই ও পরিবেশ বান্ধব
Ο খ) সার্বি ও স্বচ্ছ
Ο গ) স্থিতিশীল
Ο ঘ) ভারসাম্যপূর্ণ
সঠিক উত্তর: (ক)
৩৪. একই জমিতে কোন কোন সময় চাষ হয়?
Ο ক) বর্ষা মৌসুমে
Ο খ) সারা বছর
Ο গ) শরৎকালে
Ο ঘ) বৈশাখে
সঠিক উত্তর: (খ)
৩৫. বাস্তুসংস্থান কী?
Ο ক) পরিবেশে উপাদানগুলোর শৃঙ্খলার মধ্যে বসবাস
Ο খ) পরিবেশে উপাদানগুলোর সহনশীলতার মধ্যে বসবাস
Ο গ) পরিবেশে উপাদানগুলোর নির্ভরশীলতার মধ্যে বসবাস
Ο ঘ) পরিবেশে উপাদানগুলোর স্বাধীনতভাবে বসবাস
সঠিক উত্তর: (ক)
৩৬. প্রতিটি দেশ ও মানুষ চায় –
i. উন্নয়ন
ii. কর্মসংস্থান
iii. জীবন যাত্রার মান উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭. কোনগুলো পরিবেশের প্রধান উপাদান?
Ο ক) গাছপালা, ভূমি ও পানি
Ο খ) পানি, মানুষ ও বায়ু
Ο গ) বন, মানুষ ও বায়ু
Ο ঘ) ভূমি, পানি, বায়ু ও বনজ সম্পদ
সঠিক উত্তর: (ঘ)
৩৮. এশীয় পরিবেশ সহযোগিতা সংস্থার নাম কী?
Ο ক) ইউনিসেপ
Ο খ) সাকেপ
Ο গ) সাকেফ
Ο ঘ) ইউনেস্কো
সঠিক উত্তর: (খ)
৩৯. পুকুরে বর্জ্য পদার্থ ফেলা কোন শ্রেণির প্রাণিকে সরাসরি ক্ষতি করে না?
Ο ক) ১ম ও ২য়
Ο খ) ১ম ও ৩য়
Ο গ) ২য় ও ৩য়
Ο ঘ) ১ম ও ৪র্থ
সঠিক উত্তর: (ক)
৪০. পুকুরে ফেলা বর্জ্য পদার্থ কোন শ্রেণির প্রাণীকে সরাসরি ক্ষতি করবে?
Ο ক) ১ম ও ২য়
Ο খ) ১ম ও ৪র্থ
Ο গ) ২য় ও ৩য়
Ο ঘ) ৩য় ও ৪র্থ
সঠিক উত্তর: (গ)
৪১. ইটের ভাটায় প্রয়োজন –
i. কাঠ পোড়ানো নিয়ন্ত্রণ
ii. সনাতন পদ্ধতির পরিবর্তন
iii. আধুনিক পদ্ধতির প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪২. বাসস্থানের উন্নয়ন কোন ধরনের উন্নয়ন?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) পারিবারিক
Ο গ) আর্থসামাজিক
Ο ঘ) অবকাঠামোগত
সঠিক উত্তর: (ঘ)
৪৩. পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন –
i. পলিথিন উৎপাদন
ii. সামাজিক বনায়ন
iii. ইট পোড়ানো নিষিদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৪. দূষিত মাটিতে উদ্ভিদ জন্মাতে না পারাতে কী ঘটে?
Ο ক) মেরুকরণ
Ο খ) ভূমির মরুকরণ
Ο গ) আর্দ্রতার বৃদ্ধি
Ο ঘ) ভূমিক্ষয়
সঠিক উত্তর: (খ)
৪৫. সামাজিক অগ্রগতির জন্য কোনটির উন্নয়ন জরুরি?
Ο ক) রাজনৈতিক উন্নয়ন
Ο খ) দ্রুত শিল্পোন্নয়ন
Ο গ) শিল্পোন্নয়ন
Ο ঘ) দ্রুত কৃষি উন্নয়ন
সঠিক উত্তর: (খ)
৪৬. কোনটি পরিবেশের প্রধান অংশ?
Ο ক) সামাজিক পরিবেশ
Ο খ) প্রাকৃতিক পরিবেশ
Ο গ) মানবিক পরিবেশ
Ο ঘ) বাস্তুসংস্থান
সঠিক উত্তর: (খ)
৪৭. পুকুরে মাছ না থাকলে কী হবে?
Ο ক) পুকুরের পানি পরিষ্কার থাকবে
Ο খ) মানুষের খাদ্য ঘাটতি হবে
Ο গ) বাস্তুসংস্থান ব্যাহত হবে
Ο ঘ) পুকুরে কচুরিপানা বৃদ্ধি পাবে
সঠিক উত্তর: (খ)
৪৮. কোনটির ফলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পায়?
Ο ক) ঘূর্ণিঝড়
Ο খ) শৈত্যপ্রবাহ
Ο গ) জলোচ্ছ্বাস
Ο ঘ) গ্রিনহাউস প্রতিক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
৪৯. বাংলাদেশের উন্নয়ন কোন খাতের ওপর নির্ভরশীল?
Ο ক) শিল্পখাত
Ο খ) কৃষিখাত
Ο গ) বাসস্থান খাত
Ο ঘ) যোগাযোগ খাত
সঠিক উত্তর: (খ)
৫০. মহানগর ও শহরগুলোর পরিবেশ দূষণের অন্যতম কারণ কী?
Ο ক) উদ্ধিবজাত জ্বালানি ব্যবহার
Ο খ) পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকা
Ο গ) বর্জ্য অপসারণের যথাযথ ব্যবস্থা না থাকা
Ο ঘ) অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কোনটি জাতীয় অর্থনীতিতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখছে?
Ο ক) শিল্প উন্নয়ন
Ο খ) বনজ সম্পদ
Ο গ) কৃষিজ সম্পদ
Ο ঘ) জীব সম্পদ
সঠিক উত্তর: (খ)
২. জাতিসংঘ পরিবেশ সংক্রান্ত যেসব আন্তর্জাতিক দিবস ঘোষণা করেছে সেগুলোতে তুমি সক্রিয়ভাবে অংশগ্রহণ কর। তুমি বিভিন্ন কর্মসূচি পালন কর –
i. বিশ্ব পরিবেশ দিবসে
ii. বিশ্ব মরুময়তা দিবসে
iii. আন্তর্জাতিক ওজোন দিবসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. পরিবেশের বিশেষ অবস্থায় বাস্তুসংস্থানগুলো কোন নিয়মে চললে তাকে ভারসাম্য অবস্থা বলা হয়?
Ο ক) স্বাভাবিকভাবে
Ο খ) স্বাধীনভাবে
Ο গ) নির্ভরশীল অবস্থায়
Ο ঘ) শৃঙ্খলাবদ্ধভাবে
সঠিক উত্তর: (ক)
৪. কোনটির আলোকশক্তি সর্বাধিক?
Ο ক) প্রদীপ
Ο খ) হারিকেন
Ο গ) বৈদ্যুতিক বাতি
Ο ঘ) টর্চলাইট
সঠিক উত্তর: (গ)
৫. পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম নিচের কোনটি নয়?
Ο ক) বুড়িগঙ্গা বাঁচাও কর্মসূচি
Ο খ) সামাজিক বনায়ন গড়ে তোলা
Ο গ) ইটের ভাটায় কাঠ পোড়ানো নিয়ন্ত্রণ
Ο ঘ) খনিজ সম্পদ আহরণ ও নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ঘ)
৬. পুকুরে নতুন কীটপতঙ্গ জন্মালে কী হবে?
Ο ক) মাছের খাদ্য কমবে
Ο খ) পানি দূষিত হবে
Ο গ) পানি দুর্গন্ধ হবে
Ο ঘ) পানিতে অক্সিজেন হ্রাস পাবে
সঠিক উত্তর: (ঘ)
৭. কৃষিতে অগ্রগতি কেন প্রয়োজন?
Ο ক) বেকারত্ব দূর
Ο খ) খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ
Ο গ) ভূমির ব্যবহার বাড়ানো
Ο ঘ) কৃষির ওপর নির্ভরশীলতা কমানো
সঠিক উত্তর: (খ)
৮. পরিবেশের ভারসাম্য নষ্টের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে?
Ο ক) কালবৈশাখী
Ο খ) টর্নেডো
Ο গ) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
Ο ঘ) ভূমিকম্প
সঠিক উত্তর: (গ)
৯. কোনটি অবকাঠামোগত উন্নয়ন?
Ο ক) বাসস্থানের ক্ষেত্রে উন্নয়ন
Ο খ) কৃষির ক্ষেত্রে উন্নয়ন
Ο গ) শিল্পের ক্ষেত্রে উন্নয়ন
Ο ঘ) যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন
সঠিক উত্তর: (ক)
১০. পুকুরে জলজ উদ্ভিদ জন্মালে –
i. পানিতে অক্সিজেনের ঘাটতি হবে
ii. কীটপতঙ্গ ক্ষতিগ্রস্ত হবে
iii. ২য় ও ৩য় শ্রেণির খাদক ক্ষতিগ্রস্ত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১. বায়োগ্যাস আমাদের দেশে সম্ভাব্য জ্বালানি –
i. গ্রাম অঞ্চলেও চালু করা যাবে
ii. সব অঞ্চলেই করা যাবে
iii. উৎপাদন খরচ কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২. উন্নয়ন নির্ভর করে কিসের ওপর?
Ο ক) পরিবেশ
Ο খ) সহনশীল অবস্থার
Ο গ) জমিতে উৎপাদনের ওপর
Ο ঘ) অর্থনৈতিক কার্যাবলির ওপর
সঠিক উত্তর: (ঘ)
১৩. বন সংরক্ষণের যেসব ব্যবস্থা গৃহীত হয়েছে –
i. পাহাড় ও খাস জমিতে বনের পরিমাণ বাড়ানো
ii. কাঠভিত্তিক শিল্পকারখানা স্থাপন
iii. সড়ক, রেলপথ ও বাঁধের পাশে বনায়ন তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪. যোগাযোগের উন্নয়ন কোনটির উন্নয়নকে ত্বরান্বিত করে?
Ο ক) কৃষির উন্নয়ন
Ο খ) শিল্পের উন্নয়ন
Ο গ) বাসস্থানের উন্নয়ন
Ο ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)
১৫. কোনটি পরিবেশের প্রধান উপাদান নয়?
Ο ক) কৃষিজ সম্পদ
Ο খ) বনজ সম্পদ
Ο গ) পানি
Ο ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ক)
১৬. আমাদের দেশে বনভূমির পরিমাণ কত?
Ο ক) ১৩%
Ο খ) ২৫%
Ο গ) ১৭.২৫%
Ο ঘ) ১৮%
সঠিক উত্তর: (ক)
১৭. গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে কোনটি ঘটে না?
Ο ক) বৃষ্টিপাত কমে যাচ্ছে
Ο খ) মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করে
Ο গ) ভূমি ধ্বংস হয়ে যায়
Ο ঘ) স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (গ)
১৮. জাতিসংঘ সহযোগিতা সংস্থার নাম কী?
Ο ক) ইউনিসেপ
Ο খ) সাকেপ
Ο গ) সাকেফ
Ο ঘ) ইউনিসেফ
সঠিক উত্তর: (ক)
১৯. মানুষ পরিবেশকে দূষিত করার মূল কারণ –
i. স্বল্প শিক্ষা
ii. অধিক লাভের আশা
iii. পরিবেশ সম্পর্কে ধারনা কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০. কোনটি কৃষি ও শিল্পকে তরান্বিত করে?
Ο ক) যোগাযোগ
Ο খ) দক্ষ শ্রমিক
Ο গ) স্থিতিশীল রাজনীতি
Ο ঘ) সরকারের ভর্তুকী
সঠিক উত্তর: (ক)
২১. বায়ু দূষণের প্রধান উৎস হচ্ছে –
i. শিল্পক্ষেত্রে বর্জ্য
ii. পরিবহনের ধোয়া
iii. ইট ভাটার ধোয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২. জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজন কোনটি?
Ο ক) সম্পদের ব্যবহার
Ο খ) চাহিদা পূরণ
Ο গ) পরিবেশের ভারসাম্য
Ο ঘ) অভ্যন্তরীণ উন্নয়ন
সঠিক উত্তর: (ঘ)
২৩. ২০২৫ সালের মধ্যে কত শতাংশ উদ্ভিদ ও প্রাণী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে?
Ο ক) ১০-১৫
Ο খ) ১৫-২০
Ο গ) ২০-২৫
Ο ঘ) ২৫-৩০
সঠিক উত্তর: (গ)
২৪. পুকুরের বাস্তুসংস্থান কখন ভাঙ্গনের কবলে পরবে?
Ο ক) পুকুরে মাছ চাষ করলে
Ο খ) পুকুরে কচুরিপানা জন্মালে
Ο গ) পুকুরে একটি শ্রেণিকে ধ্বংস করে দিলে
Ο ঘ) পুকুরের পানিতে সাবানের ব্যবহার হলে
সঠিক উত্তর: (গ)
২৫. পৃথিবী থেকে জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার কারণ কী?
Ο ক) বাস্তুসংস্থান নষ্টের ফলে
Ο খ) পরিবেশের ভারসাম্য নষ্টের ফলে
Ο গ) মানুষের অপরিণামদর্শী কর্মকান্ডের ফলে
Ο ঘ) বনজ সম্পদ কমে যাওয়ার ফলে
সঠিক উত্তর: (গ)
২৬. কোনো কিছুর উপযুক্ততা বৃদ্ধিকে বলে –
Ο ক) উন্নতি
Ο খ) প্রবৃদ্ধি
Ο গ) উন্নয়ন
Ο ঘ) সমৃদ্ধি
সঠিক উত্তর: (গ)
২৭. আমাদের জীববৈচিত্র্য ক্রমান্বয়ে সংকুচিত হওয়ার কারণ -
i. জমির ওপর চাপ সৃষ্টি
ii. পরিবেশ দূষণ
iii. উঁচু পাহাড়শ্রেণি না থাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮. জাতীয় অর্থনীতিতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনটি বিশেষ অবদান রাখছে?
Ο ক) প্রাণী
Ο খ) বনজ সম্পদ
Ο গ) বায়ু
Ο ঘ) জলজ সম্পদ
সঠিক উত্তর: (খ)
২৯. জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কী প্রয়োজন?
Ο ক) সম্পদের ব্যবহার
Ο খ) চাহিদা পূরণ
Ο গ) অভ্যন্তরীণ উন্নয়ন
Ο ঘ) পরিবেশের ভারসাম্য
সঠিক উত্তর: (গ)
৩০. মানুষ কোন শ্রেণির খাদক?
Ο ক) ২য় শ্রেণির
Ο খ) সর্বোচ্চ শ্রেণির
Ο গ) ৩য় শ্রেণির
Ο ঘ) ১ম শ্রেণির
সঠিক উত্তর: (খ)
৩১. জীব-বৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজন –
i. জীব বৃদ্ধি করা
ii. বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা
iii. বণ্য প্রাণি গৃহে না পালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২. বড় মাছ কোন পর্যায়ের খাদক?
Ο ক) ২য় শ্রেণির খাদক
Ο খ) সর্বোচ্চ শ্রেণির খাদক
Ο গ) ৩য় শ্রেণির খাদক
Ο ঘ) ১ম শ্রেণির খাদক
সঠিক উত্তর: (গ)
৩৩. উন্নয়ন দেশের জন্য মঙ্গলজনক উন্নয়ন কোনটি?
Ο ক) টেকসই ও পরিবেশ বান্ধব
Ο খ) সার্বি ও স্বচ্ছ
Ο গ) স্থিতিশীল
Ο ঘ) ভারসাম্যপূর্ণ
সঠিক উত্তর: (ক)
৩৪. একই জমিতে কোন কোন সময় চাষ হয়?
Ο ক) বর্ষা মৌসুমে
Ο খ) সারা বছর
Ο গ) শরৎকালে
Ο ঘ) বৈশাখে
সঠিক উত্তর: (খ)
৩৫. বাস্তুসংস্থান কী?
Ο ক) পরিবেশে উপাদানগুলোর শৃঙ্খলার মধ্যে বসবাস
Ο খ) পরিবেশে উপাদানগুলোর সহনশীলতার মধ্যে বসবাস
Ο গ) পরিবেশে উপাদানগুলোর নির্ভরশীলতার মধ্যে বসবাস
Ο ঘ) পরিবেশে উপাদানগুলোর স্বাধীনতভাবে বসবাস
সঠিক উত্তর: (ক)
৩৬. প্রতিটি দেশ ও মানুষ চায় –
i. উন্নয়ন
ii. কর্মসংস্থান
iii. জীবন যাত্রার মান উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭. কোনগুলো পরিবেশের প্রধান উপাদান?
Ο ক) গাছপালা, ভূমি ও পানি
Ο খ) পানি, মানুষ ও বায়ু
Ο গ) বন, মানুষ ও বায়ু
Ο ঘ) ভূমি, পানি, বায়ু ও বনজ সম্পদ
সঠিক উত্তর: (ঘ)
৩৮. এশীয় পরিবেশ সহযোগিতা সংস্থার নাম কী?
Ο ক) ইউনিসেপ
Ο খ) সাকেপ
Ο গ) সাকেফ
Ο ঘ) ইউনেস্কো
সঠিক উত্তর: (খ)
৩৯. পুকুরে বর্জ্য পদার্থ ফেলা কোন শ্রেণির প্রাণিকে সরাসরি ক্ষতি করে না?
Ο ক) ১ম ও ২য়
Ο খ) ১ম ও ৩য়
Ο গ) ২য় ও ৩য়
Ο ঘ) ১ম ও ৪র্থ
সঠিক উত্তর: (ক)
৪০. পুকুরে ফেলা বর্জ্য পদার্থ কোন শ্রেণির প্রাণীকে সরাসরি ক্ষতি করবে?
Ο ক) ১ম ও ২য়
Ο খ) ১ম ও ৪র্থ
Ο গ) ২য় ও ৩য়
Ο ঘ) ৩য় ও ৪র্থ
সঠিক উত্তর: (গ)
৪১. ইটের ভাটায় প্রয়োজন –
i. কাঠ পোড়ানো নিয়ন্ত্রণ
ii. সনাতন পদ্ধতির পরিবর্তন
iii. আধুনিক পদ্ধতির প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪২. বাসস্থানের উন্নয়ন কোন ধরনের উন্নয়ন?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) পারিবারিক
Ο গ) আর্থসামাজিক
Ο ঘ) অবকাঠামোগত
সঠিক উত্তর: (ঘ)
৪৩. পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন –
i. পলিথিন উৎপাদন
ii. সামাজিক বনায়ন
iii. ইট পোড়ানো নিষিদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৪. দূষিত মাটিতে উদ্ভিদ জন্মাতে না পারাতে কী ঘটে?
Ο ক) মেরুকরণ
Ο খ) ভূমির মরুকরণ
Ο গ) আর্দ্রতার বৃদ্ধি
Ο ঘ) ভূমিক্ষয়
সঠিক উত্তর: (খ)
৪৫. সামাজিক অগ্রগতির জন্য কোনটির উন্নয়ন জরুরি?
Ο ক) রাজনৈতিক উন্নয়ন
Ο খ) দ্রুত শিল্পোন্নয়ন
Ο গ) শিল্পোন্নয়ন
Ο ঘ) দ্রুত কৃষি উন্নয়ন
সঠিক উত্তর: (খ)
৪৬. কোনটি পরিবেশের প্রধান অংশ?
Ο ক) সামাজিক পরিবেশ
Ο খ) প্রাকৃতিক পরিবেশ
Ο গ) মানবিক পরিবেশ
Ο ঘ) বাস্তুসংস্থান
সঠিক উত্তর: (খ)
৪৭. পুকুরে মাছ না থাকলে কী হবে?
Ο ক) পুকুরের পানি পরিষ্কার থাকবে
Ο খ) মানুষের খাদ্য ঘাটতি হবে
Ο গ) বাস্তুসংস্থান ব্যাহত হবে
Ο ঘ) পুকুরে কচুরিপানা বৃদ্ধি পাবে
সঠিক উত্তর: (খ)
৪৮. কোনটির ফলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পায়?
Ο ক) ঘূর্ণিঝড়
Ο খ) শৈত্যপ্রবাহ
Ο গ) জলোচ্ছ্বাস
Ο ঘ) গ্রিনহাউস প্রতিক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
৪৯. বাংলাদেশের উন্নয়ন কোন খাতের ওপর নির্ভরশীল?
Ο ক) শিল্পখাত
Ο খ) কৃষিখাত
Ο গ) বাসস্থান খাত
Ο ঘ) যোগাযোগ খাত
সঠিক উত্তর: (খ)
৫০. মহানগর ও শহরগুলোর পরিবেশ দূষণের অন্যতম কারণ কী?
Ο ক) উদ্ধিবজাত জ্বালানি ব্যবহার
Ο খ) পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকা
Ο গ) বর্জ্য অপসারণের যথাযথ ব্যবস্থা না থাকা
Ο ঘ) অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Geography