এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ১২ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ১২ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. যোগাযোগ ব্যবস্থা কাকে প্রভাবিত করে?
Ο ক) ব্যবসাকে
Ο খ) ব্যবস্থাপনাকে
Ο গ) বাণিজ্যকে
Ο ঘ) রাজনৈতিক অবস্থাকে
সঠিক উত্তর: (গ)

২. ২০১২ সালে আঞ্চলিক মহাসড়কের পরিমাণ কত?
Ο ক) ৩৫৩৮ কি.মি.
Ο খ) ৪২৭৬ কি.মি.
Ο গ) ১৩২৮০ কি.মি.
Ο ঘ) ২০৯৪৮ কি.মি.
সঠিক উত্তর: (খ)

৩. মোট আমদানি বাণিজ্যের কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়?
Ο ক) ৮০%
Ο খ) ৮৫%
Ο গ) ৯০%
Ο ঘ) ৯৫%
সঠিক উত্তর: (খ)

৪. বাংলাদেশে ফেরীঘাট আছে কতগুলো?
Ο ক) ৩২টি
Ο খ) ৩৪টি
Ο গ) ৩৬টি
Ο ঘ) ৩৮টি
সঠিক উত্তর: (খ)

৫. ২০১২ সালে মোট সড়ক পথের পরিমাণ কত?
Ο ক) ১৩২৪৮ কি.মি.
Ο খ) ২০৯৪৮ কি.মি.
Ο গ) ২১০৪০ কি.মি.
Ο ঘ) ২১২৭২ কি.মি.
সঠিক উত্তর: (ঘ)

৬. বাণিজ্যের প্রয়োজন দেখা দেয় কখন?
Ο ক) পণ্য উৎপাদনের জন্য
Ο খ) পণ্য বাজারজাতকরণের জন্য
Ο গ) পণ্য বন্টনের জন্য
Ο ঘ) আমদানি-রপ্তানির জন্য
সঠিক উত্তর: (গ)

৭. ইট বা কাঁচা সড়কের পরিমাণ ২০১২ সালে কত কি.মি.?
Ο ক) ১৩২৪৮
Ο খ) ১৩২৮০
Ο গ) ১৩৪৫৮
Ο ঘ) ১৩৯৫৬
সঠিক উত্তর: (গ)

৮. দেশের বৃহত্তম রেলস্টেশন কোথায়?
Ο ক) ঢাকা
Ο খ) চট্টগ্রাম
Ο গ) খুলনা
Ο ঘ) সিলেট
সঠিক উত্তর: (ক)

৯. নৌ চলাচলের জন্য বেশি উপযোগী –
i. দেশের দক্ষিণ অঞ্চল
ii. দেশের উত্তর অঞ্চল
iii. দেশের পূর্বাঞ্চল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১০. অর্থনৈতিক দিক দিয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে –
i. নৌ পথ
ii. সমুদ্র পথ
iii. সড়ক পথ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১. ঝড় ও সামুদ্রিক ঢেউ থেকে জাহাজ রক্ষা পায় কখন?
Ο ক) উপকূলের গভীরতা থাকলে
Ο খ) উন্নত বন্দর থাকলে
Ο গ) পোতাশ্রয় থাকলে
Ο ঘ) মজবুত জেটি থাকলে
সঠিক উত্তর: (গ)

১২. কোন জেলায় রেলপথ নেই?
Ο ক) টাঙ্গাইল
Ο খ) মাদারীপুর
Ο গ) হবিগঞ্জ
Ο ঘ) ভৈরববাজার
সঠিক উত্তর: (খ)

১৩. ভূমি বন্ধুর হলে রেলপথ –
i. ব্যায়বহুল নির্মাণ
ii. কষ্ট সাধ্য
iii. ব্যবস্থাপনা খরচ কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৪. ঢাকা থেকে উত্তরবঙ্গ যেতে হয় কোন সেতুর মাধ্যমে?
Ο ক) আরিচা সেতু
Ο খ) হার্ডিঞ্জ ব্রিজ
Ο গ) বঙ্গবন্ধু সেতু
Ο ঘ) মাওয়া সেতু
সঠিক উত্তর: (গ)

১৫. শাহ আমানত বিমান বন্দর কোথায় অবস্থিত?
Ο ক) ঢাকা
Ο খ) চট্টগ্রাম
Ο গ) সিলেট
Ο ঘ) খুলনা
সঠিক উত্তর: (খ)

১৬. সমতল ভূমিতে রেলপথ নির্মাণ করলে –
i. খরচ কম হয়
ii. সহজে নির্মাণ করা যায়
iii. রেলপথ স্থায়ী হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭. বাংলাদেশে মোট রেলপথ আছে কত কি.মি.?
Ο ক) ২৬৯০ কি.মি.
Ο খ) ২৮৯১ কি.মি.
Ο গ) ২৭৯৩ কি.মি.
Ο ঘ) ২৮৩৫ কি.মি.
সঠিক উত্তর: (ঘ)

১৮. মিটারগেজ রেলপথের পরিমাণ কত?
Ο ক) ১৮০০ কি.মি.
Ο খ) ১৮০১ কি.মি.
Ο গ) ১৮০২ কি.মি.
Ο ঘ) ১৮০৩ কি.মি.
সঠিক উত্তর: (খ)

১৯. সড়কপথ গড়ে ওঠার জন্য কেমন ভূমিরূপ প্রয়োজন?
Ο ক) সমতল
Ο খ) ঢালযুক্ত
Ο গ) নিম্ন
Ο ঘ) পার্বত্য
সঠিক উত্তর: (ক)

২০. বাংরাদেশে কতটি লঞ্চঘাট আছে?
Ο ক) ৩৭৪
Ο খ) ৩৭৫
Ο গ) ৩৭৬
Ο ঘ) ৩৭৭
সঠিক উত্তর: (গ)

২১. অভ্যন্তরীণ বাণিজ্যে বাংলাদেশে যাতায়াত ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে –
i. সড়কপথ
ii. নদীপথ
iii. আকাশ পথ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২. নদীমাতৃক দেশে রেলপথ নির্মাণের অসুবিধা কী?
Ο ক) নৌপথের উপর অতিনির্ভরতা
Ο খ) বন্যা হওয়ার প্রবণতা বেশি
Ο গ) অধিক সেতু নির্মাণ
Ο ঘ) রেলপথ নির্মাণ ব্যয়বহুল
সঠিক উত্তর: (ঘ)

২৩. বাণিজ্য হলো –
i. মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্য
ii. পণ্য দ্রব্য ক্রয়-বিক্রয়
iii. এর আনুষঙ্গিক কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪. আকাশ পথে পণ্য পরিবহনে দ্রব্যমূল্য কী প্রভাব রাখে?
Ο ক) দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়
Ο খ) দ্রব্যমূল্য কমিয়ে দেয়
Ο গ) বিভিন্ন অঞ্চলে একই পণ্যের বিভিন্ন মূল্য পার্থক্য কমায়
Ο ঘ) দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করে
সঠিক উত্তর: (গ)

২৫. শক্ত মৃত্তিকার উপর সড়কপথ গড়ে উঠলে কি সুবিধা?
Ο ক) নির্মাণ সহজ
Ο খ) নির্মাণ খরচ কম
Ο গ) নির্মিত সড়ক স্থায়ী হয়
Ο ঘ) নির্মাণের সময় কম প্রয়োজন
সঠিক উত্তর: (গ)

২৬. ডুয়েলগেজ রেলপথ কোথায় দেখা যায়?
Ο ক) জামতৈল হতে জয়দেবপুর
Ο খ) যমুনা নদীর পূর্ব অংশে
Ο গ) যমুনা নদীর পশ্চিম অংশে
Ο ঘ) রাণীপুকুর থেকে পীরগঞ্জ
সঠিক উত্তর: (ক)

২৭. ওসমানী বিমানবন্দর কোথায় অবস্থিত?
Ο ক) ঢাকা
Ο খ) চট্টগ্রাম
Ο গ) সিলেট
Ο ঘ) খুলনা
সঠিক উত্তর: (গ)

২৮. সমুদ্রপথ গড়ে উঠার জন্য প্রয়োজন –
i. দেশের পাশে সমুদ্রের অবস্থান
ii. কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য
iii. নিকটবর্তী বাজার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) 

২৯. ব্রডগেজ রেলপথের পরিমাণ কত?
Ο ক) ৬৫৪ কি.মি.
Ο খ) ৬৫৯ কি.মি.
Ο গ) ৬৬৪ কি.মি.
Ο ঘ) ৬৬৯ কি.মি.
সঠিক উত্তর: (খ)

৩০. অভ্যন্তরীণ নাব্য জলপথের পরিমাণ কত?
Ο ক) ৬৪০০ কি.মি.
Ο খ) ৭৪০০ কি.মি.
Ο গ) ৮৪০০ কি.মি.
Ο ঘ) ৯৪০০ কি.মি.
সঠিক উত্তর: (গ)

৩১. সমুদ্র পথ উন্নতি লাভ করবে কখন?
Ο ক) নিকটবর্তী সমুদ্রের অবস্থান থেকে
Ο খ) আমদানি রপ্তানি বাণিজ্য থাকলে
Ο গ) বন্দর গড়ে উঠলে
Ο ঘ) উপযোগী ভৌগোলিক বৈশিষ্ট্য থাকলে
সঠিক উত্তর: (গ)

৩২. বাংলাদেশের প্রায় সর্বত্র রেলযোগাযোগ আছে তবে –
i. পাহাড়ি অঞ্চল বাদে
ii. বনাঞ্চল বাদে
iii. জলাভূমি বাদে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৩. সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –
i. বাজার ব্যবস্থার উন্নতিতে
ii. সুষম অর্থনৈতিক উন্নয়নে
iii. কর্মসংস্থান বৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. বৈদেশিক বাণিজ্যে রপ্তানি বৃদ্ধি করতে হলে –
i. উৎপন্ন দ্রব্যের খরচ কমাতে হবে
ii. উৎপন্ন দ্রব্যের শুল্ক বৃদ্ধি করতে হবে
iii. দ্রব্যসামগ্রীর মানের উন্নয়ন ঘটাতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৫. ঢালযুক্ত স্থান সড়কপথের জন্য বাধা স্বরূপ কেন?
Ο ক) সড়ক নির্মাণ ব্যয়বহুল
Ο খ) গাড়ির জ্বালানী খরচ বেশি হয়
Ο গ) সড়কপথ ঝুঁকিপূর্ণ থাকে
Ο ঘ) দূর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি
সঠিক উত্তর: (খ)

৩৬. ২০১১-১২ সালে অভ্যন্তরীণ নৌ পরিবহনের আয় কত কোটি টাকা?
Ο ক) ২১৬৭৩ কোটি
Ο খ) ২১৬৭৫ কোটি
Ο গ) ২১৬৭৭ কোটি
Ο ঘ) ২১৬৭৯ কোটি
সঠিক উত্তর: (গ)

৩৭. মিটারগেজ রেলপথ দেখা যায় – i. ঢাকা ii. চট্টগ্রাম iii. সিলেট নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৮. পরিবহন হলো –
i. যাত্রী স্থানান্তর
ii. পণ্য স্থানান্তর
iii. সেবা স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৯. কোন দুইটি স্থানের মধ্যে রেলওয়ে ফেরী চালু আছে?
Ο ক) জামতৈল থেকে জয়দেবপুর
Ο খ) সিরাজগঞ্জ থেকে বাহাদুরাবাদ
Ο গ) তিস্তা থেকে জগন্নাতগঞ্জ
Ο ঘ) সিরাজগঞ্জ থেকে জগন্নাথগঞ্জ
সঠিক উত্তর: (ঘ)

৪০. ডুয়েলগেজ রেলপথের পরিমাণ কত?
Ο ক) ৩৭০ কি.মি.
Ο খ) ৩৭৫ কি.মি.
Ο গ) ৩৮০ কি.মি.
Ο ঘ) ৩৮৫ কি.মি.
সঠিক উত্তর: (খ)

৪১. মংলা বন্দর দিয়ে মোট কত শতাংশ রপ্তানি বাণিজ্য হয়?
Ο ক) ১২%
Ο খ) ১৩%
Ο গ) ১৫%
Ο ঘ) ১৭%
সঠিক উত্তর: (খ)

৪২. দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে রেলপথ কম কেন?
Ο ক) বন্ধুর ভূপ্রকৃতি
Ο খ) ভূমির ঢাল
Ο গ) অধিক তাপমাত্রা
Ο ঘ) অধিক বৃষ্টিপাত
সঠিক উত্তর: (ক)

৪৩. বিমান যোগাযোগের জন্য প্রয়োজন –
i. কুয়াশামুক্ত বন্দর
ii. ঝড়, ঝঞ্ছা মুক্ত বন্দর
iii. মেঘমুক্ত বন্দর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৪. মোট রপ্তানি বাণিজ্যের কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়?
Ο ক) ৮০%
Ο খ) ৮৫%
Ο গ) ৯০%
Ο ঘ) ৯৫%
সঠিক উত্তর: (ক)

৪৫. বন্দরের জাহাজ মেরামত ও জেটি নির্মাণের জন্য সুবিস্তৃত কি থাকা প্রয়োজন?
Ο ক) মালভূমি
Ο খ) সমভূমি
Ο গ) বন্ধুর ভূমি
Ο ঘ) পর্বত
সঠিক উত্তর: (ক)

৪৬. বাংলাদেশে সমুদ্র বন্দর কতগুলো?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

৪৭. প্রধান প্রাথমিক রপ্তানি পণ্য কী?
Ο ক) হিমায়িত খাদ্য
Ο খ) কৃষিজাত পণ্য
Ο গ) বস্ত্র
Ο ঘ) সার
সঠিক উত্তর: (ক)

৪৮. কোন ধরনের ভূমিতে সড়কপথ নির্মাণ করা ব্যয়বহুল?
Ο ক) সমতল
Ο খ) মালভূমি
Ο গ) পার্বত্যভূমি
Ο ঘ) বদ্বীপ এলাকা
সঠিক উত্তর: (গ)

৪৯. বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সড়ক পথের ঘনত্ব কম কারণ এই অঞ্চলটি –
i. ঢালযুক্ত স্থান
ii. বন্ধুর ভূমিরূপ
iii. নিম্নভূমি ও নদী অঞ্চল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫০. যমুনা নদীর পূর্বাংশে কোন ধরনের রেলপথ দেখা যায়?
Ο ক) ব্রডগেজ
Ο খ) ডুয়েলগেজ
Ο গ) মিটারগেজ
Ο ঘ) মাইলগেজ
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post