ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি প্রাণিবিজ্ঞান-অর্থনৈতিক প্রাণিবিদ্যা নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি প্রাণিবিজ্ঞান-অর্থনৈতিক প্রাণিবিদ্যা
প্রারম্ভিক আলোচনা: অধ্যায়টির অত গভীর থেকে সাধারণত প্রশ্ন করা হয় না। প্রধান অংশ থেকেই কিছু প্রশ্ন আসে।
অধ্যায় সারবস্তু:
১. ঝিনুকের ম্যান্টল ও ন্যাকারস্তরের মাঝখানে মুক্তা থাকে।
২. মুক্তা উৎপাদনকারী ঝিনুকের শ্রেণিবিন্যাস:
পর্ব (Phylum) = Mollusca
শ্রেণী (Class) = Bivalvia (দুইটা hinged অংশ বা ভাল্ব থাকার জন্য, যেমন শামুকের চোয়ালের মত থাকে)
বর্গ (Order) = Pterioida
গোত্র (Family) = Pteriidae
গণ (Genus) = Pinctada
৩. মুক্তার নির্দিষ্ট কোন বর্ণ নেই। মুক্তা-ঝিনুকের স্বভাব ও পরিবেশের উপর মুক্তার বর্ণ নির্ভর করে। মুক্তার বর্ণ সাধারণত সাদা, গোলাপী, ধূসর, নীল, হলুদ, সবুজ, কালো প্রভৃতি হয়।
৪. মুক্তার মুখ্য উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এছাড়াও কনকিওলিন ও পানি কিছু পরিমাণে থাকে।
৫. জাপানের ককিচি মিকিমটো কে মুক্তা শিল্পের স্থপতি বলা হয়।
৬. অ্যামিবায়োসিস সৃষ্টিকারী প্রোটোজোয়ান পরজীবী Enamoeba histolytica ।
৭. ফাইলেরিয়া বা গোদ রোগ সৃষ্টিকারী পরজীবী গোলকৃমি হচ্ছে Wuchereria bancrofti ।
৮. ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী গোলকৃমির শ্রেণিবিন্যাস:
পর্ব (Phylum) = Nematoda
শ্রেণী (Class) = Phasmida
বর্গ (Order) = Filaroidae
গোত্র (Family) = Filariidae
গণ (Genus) = Wuchereria
প্রজাতি (Species) = Wuchereria bancrofti
৯. Wuchereria bancrofti এর জীবনচক্রে দু’টি পোষকের প্রয়োজন হয়: ১) মানুষ ও ২) মশকী । তাই একে দ্বিপোষকী পরজীবী বলে।
১০. বাংলাদেশে ফাইলেরিয়া রোগ ছড়ানোর জন্য একমাত্র যে মশাটি দায়ী = Culex quinquefasciatus
১১. পরজীবী দেহে প্রবেশের ১ বছর পর রোগের প্রকাশ ঘটে।
১২. লসিকানালী বন্ধ হয়ে যাবার ফলে যখন লসিকা জমে যায় তখন হাত, পা, স্তর, অণ্ডথলি ফুলে উঠে । এ অবস্থাকে লিম্ফেডেমা বলে। (lymph = লসিকা)
১৩. ত্বক ও লসিকাতন্ত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে আক্রান্ত ত্বক শক্ত ও পুরু হয়ে যায়, এ অবস্থাকে গোদরোগ বা এলিফ্যান্টিয়াসিস বলে।
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
(প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত)
Skype id - wschoolbd
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি প্রাণিবিজ্ঞান-অর্থনৈতিক প্রাণিবিদ্যা
প্রারম্ভিক আলোচনা: অধ্যায়টির অত গভীর থেকে সাধারণত প্রশ্ন করা হয় না। প্রধান অংশ থেকেই কিছু প্রশ্ন আসে।
অধ্যায় সারবস্তু:
১. ঝিনুকের ম্যান্টল ও ন্যাকারস্তরের মাঝখানে মুক্তা থাকে।
২. মুক্তা উৎপাদনকারী ঝিনুকের শ্রেণিবিন্যাস:
পর্ব (Phylum) = Mollusca
শ্রেণী (Class) = Bivalvia (দুইটা hinged অংশ বা ভাল্ব থাকার জন্য, যেমন শামুকের চোয়ালের মত থাকে)
বর্গ (Order) = Pterioida
গোত্র (Family) = Pteriidae
গণ (Genus) = Pinctada
৩. মুক্তার নির্দিষ্ট কোন বর্ণ নেই। মুক্তা-ঝিনুকের স্বভাব ও পরিবেশের উপর মুক্তার বর্ণ নির্ভর করে। মুক্তার বর্ণ সাধারণত সাদা, গোলাপী, ধূসর, নীল, হলুদ, সবুজ, কালো প্রভৃতি হয়।
৪. মুক্তার মুখ্য উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এছাড়াও কনকিওলিন ও পানি কিছু পরিমাণে থাকে।
৫. জাপানের ককিচি মিকিমটো কে মুক্তা শিল্পের স্থপতি বলা হয়।
৬. অ্যামিবায়োসিস সৃষ্টিকারী প্রোটোজোয়ান পরজীবী Enamoeba histolytica ।
৭. ফাইলেরিয়া বা গোদ রোগ সৃষ্টিকারী পরজীবী গোলকৃমি হচ্ছে Wuchereria bancrofti ।
৮. ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী গোলকৃমির শ্রেণিবিন্যাস:
পর্ব (Phylum) = Nematoda
শ্রেণী (Class) = Phasmida
বর্গ (Order) = Filaroidae
গোত্র (Family) = Filariidae
গণ (Genus) = Wuchereria
প্রজাতি (Species) = Wuchereria bancrofti
৯. Wuchereria bancrofti এর জীবনচক্রে দু’টি পোষকের প্রয়োজন হয়: ১) মানুষ ও ২) মশকী । তাই একে দ্বিপোষকী পরজীবী বলে।
১০. বাংলাদেশে ফাইলেরিয়া রোগ ছড়ানোর জন্য একমাত্র যে মশাটি দায়ী = Culex quinquefasciatus
১১. পরজীবী দেহে প্রবেশের ১ বছর পর রোগের প্রকাশ ঘটে।
১২. লসিকানালী বন্ধ হয়ে যাবার ফলে যখন লসিকা জমে যায় তখন হাত, পা, স্তর, অণ্ডথলি ফুলে উঠে । এ অবস্থাকে লিম্ফেডেমা বলে। (lymph = লসিকা)
১৩. ত্বক ও লসিকাতন্ত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে আক্রান্ত ত্বক শক্ত ও পুরু হয়ে যায়, এ অবস্থাকে গোদরোগ বা এলিফ্যান্টিয়াসিস বলে।
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
(প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত)
Skype id - wschoolbd
Tags
HSC Biology