এইচ এস সি পর্দাথবিজ্ঞান – দ্বিমাত্রিক গতি

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি পর্দাথবিজ্ঞান – দ্বিমাত্রিক গতি (two dimensional motion) ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি পর্দাথবিজ্ঞান – দ্বিমাত্রিক গতি

সমীকরণ

প্রতীক পরিচিতি ও একক

১.গড় বেগ,V̅ = ∆r̅ / ∆t
২.বেগ, v̅ = dr̅ / dt
৩. ত্বরণ, a̅ = dv̅ / dt
৪.v̅ = v̅o + a̅t
৫.r̅ = r̅o + ½ (v̅o+v̅)t
৬.r̅ = r̅o + v̅ot+ ½ a̅t2
৭.v̅.v̅ = v̅o.v̅,o+2a̅ (r̅-r̅0)
৮.ω = dθ / dt
ω = θt
৯.a = v2 / r
১০.ω = 2π / t
১১.
১২.
১৩. v = ωr
১৪.গতিপথের সমীকরণ y = bx-cx2
১৫.
১৬.
১৭.Rmax = vo / g
১৮.
১৯.ω2 = ω1 + αt
২০.θ = ω1t + ½ αt2
২১.ω = 2ωπN / t
২২. v = 2πr / T
২৩.v sinθ = vosinθo + gt
২৪. v cosθ = vocosθo
২৫.s = (vocosθo)t




V̅  = গড় বেগ {মি.সে (ms-1)}
r̅ , r̅o  = সরণ {মিটার (m)}
t = সময় {সেকেন্ড (s)}
v̅ = শেষ বেগ
v = রৈখিক গতি
a, a̅ = ত্বরণ {মিটার/সে. (ms-2)}
o = আদিবেগ
ω = কৌণিক বেগ {রেডিয়ান/সে (rad-1)}
θ = কৌণিক সরণ
g = অভিকর্ষজ ত্বরণ {মিটার/সে. (ms-2)}
r = বৃত্তের ব্যাসার্ধ
H = সর্বোচ্চ উচ্চতা
v0 = নিক্ষেপণ বেগ
θ০ = নিক্ষেপণ কোণ
T = বিচরণ কাল
Rmax = সর্বোচ্চ পাল্লা
α = কৌণিক ত্বরণ {রেডিয়ান/সে. (rads-2)}
ω1 = আদি কৌণিক বেগ
ω2 = শেষ কৗণিক বেগ
N = ঘূর্ণন সংখ্যা

 গাণিতিক সমস্যা ও সমাধানঃ

১. 20ms­1 গতিবেগে এবং 30° নিক্ষেপ কোণে একটি বস্তুকে শূন্যে নিক্ষেপ করা হলো। প্রাসটির-
(i) সর্বোচ্চ উচ্চতা কত?
(ii) পাল্লা কত?
(iii) বিচরণ কত?

সমাধান :
(i) Hmax = (Vo2 sin2α)/2g = (202 sin230°)/(2×9.8)                                   Vo = 20ms­1
= 5.1m             [ans.]      
                                                                        α = 30°
(ii) R = (Vo2 sin2α)/g = {202 sin(2×30)} / 9.8
= 35.347m       [ans.]
(iii) T = 2Vo sinα/g = (2×20×sin30°)/9.8
= 2.04s [ans.]

২. একটি বস্তুকে 40ms-1 বেগে এবং 35° কোণে শূন্যে নিক্ষেপ করা হলো। কখন বস্তুটির বেগের অভিমুখ আনুভূমিক হবে?

সমাধান :
Vt = Vosinθ – gt                                    Vo = 40ms-1
⇒ 0 = 40 sin35° - 9.8×t                        θ = 35°
∴ t = 2.345s                 [ans.]

৩. একটি হাত ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য 1.7cm ।এর প্রান্তে রৈখির বেগ নির্ণয় কর।

সমাধান :
V = rω = r.(2π/T) = (1.7×2×3.14)/60
∴ V = 0.178cms-1                     [ans.]


৪. স্থির অবস্থা হতে একটি কণাকে 3.14rad/sec2 সমকৌণিক ত্বরণে বৃত্তাকার পথে ঘুরালে 10s এ কণাটি কত বেগ লাভ করে? এ সময়ে কণাটি কত বার ঘুরবে?

সমাধান :
wf = αt = 3.14×10                                                                     α = 3.14 rad/s2
∴ wf = 3.14 rad/s          [ans.]                                                   t = 10s
N = θ/2π = (1/2 αt2)/2π = (1/2×3.14×102)/2π
∴ N = 25 বার                [ans.]

৫. একটি বৈদ্যুতিক পাখার সুইচ ‘অন’ করলে 10 বার পূর্ণ ঘুর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20rad/s হয়।কৌণিক ত্বরণ কত?

সমাধান :
Wf2 = wi2 + 2αθ                                                            wi = 0
⇒ 202 = 0 + 2×α×20π                                      wi = 20rad/s
∴ α = 3.185rad/s2         [ans.]                           θ = 2πN = 2π×10 = 20π

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id - wschoolbd মোবাইল নং- ০১৯১৫৪২৭০৭০ ।


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post