এইচ এস সি ইংরেজি ব্যাকরণ - Conjunction

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি ইংরেজি ব্যাকরণ – Conjunction ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি ইংরেজি ব্যাকরণ - Conjunction


Joining word গুলোকেই আমরা   সাধারনত conjunction বলে থাকি। অর্থাৎ যে word গুলো কোন উক্তি, শব্দ বা কোন অসম্পুর্ণ বাক্যকে সম্পূর্ণ কিংবা দুটি সম্পূর্ণ বাক্যের   মাঝে বসে, বাক্য দুটিকে সংযুক্ত করে, তাদের conjunction বলে। Single conjunction গুলো এমন হতে পারে-
And, but, nor, or, because, although, since ইত্যাদি।
Examples ---
  • কিছু common conjunction এর ব্যবহার উদাহরনসহঃ
  • And
Hasan and Zamil are good friends.
  • but
He is a good student but not a good teacher.
  • Because
Because of the traffic jam, he was late in the exam.
  • Although
The question was difficult, although not as difficult as we had expected.
  • Since
Since we know Mr. Hasan, he’s a man of word.
  • কিছু pair এ থাকা শব্দ যেগুলো প্রায় সময়ই ব্যবহার করে থাকি তা একবার শিখে নিতে পারি-
Not only/ but also
Either/or
Neither/nor
Whether/or
Both/ and
  • Some commonly used Examples—
Either Salman or Shamim will have to bear the risk.
Both Mushfiq and Niaz are responsible for the matter.
Neither Azim nor his brother is good at Mathematics.
Both Akash and Mizan committed the murder.
Whether you go with us or stay with Zaman that’s totally up to you.

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id - wschoolbd মোবাইল নং- ০১৯১৫৪২৭০৭০ ।


Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post