এইচ এস সি ইংরেজি ব্যাকরণ - Infinitive

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি ইংরেজি ব্যাকরণ – Infinitive ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি ইংরেজি ব্যাকরণ - Infinitive


verb এর আগে to যোগ করলে infinitive হয়। Infinitiveকে noun এর হিসেবে ব্যবহার করা হয়।

Example: to learn – এই infinitiveটিঃ

• To learn is important. এই বাক্যে subject হিসেবে
• The most important thing is to learn. এই বাক্যে complement হিসেবে
• এবং He wants to learn. এই বাক্যে object হিসেবে ব্যবহৃত হয়েছে।
কিছু verbএর পর infinitive বসে, object হিসেবে। এরকম Verbগুলোর একটা তালিকা এখানে দেয়া হলঃ
  1. Agree
  2. appear
  3. arrange
  4. ask
  5. begin
  6. can't bear
  7. can't stand
  8. care
  9. cease
  10. choose
  11. claim
  12. continue
  13. decide
  14. demand
  15. deserve
  16. dread
  17. expect
  18. fail
  19. forget
  20. get (be allowed to)
  21. happen
  22. hate
  23. hesitate
  24. hope
  25. intend
  26. learn
  27. like
  28. love
  29. manage
  30. need
  31. neglect
  32. offer
  33. plan
  34. prefer
  35. prepare
  36. pretend
  37. promise
  38. propose
  39. refuse
  40. regret
  41. remember
  42. seem
  43. start
  44. swear
  45. tend
  46. threaten
  47. try
  48. vow
  49. wait
  50. want
  51. wish
  52. would
  53. like (meaning "wish" or "want")
  54. yearn
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id - wschoolbd মোবাইল নং- ০১৯১৫৪২৭০৭০ ।


Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post