ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি
ইংরেজি ব্যাকরণ – Voice ধারণা নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি ইংরেজি ব্যাকরণ - Voice
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id - wschoolbd মোবাইল নং- ০১৯১৫৪২৭০৭০ ।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি ইংরেজি ব্যাকরণ - Voice
Voice থেকে একটাই প্রশ্ন আসে। একটা active sentence দিয়ে বলা হয় কোনটা সঠিক passive form? উল্টোটাও হয়, কিন্তু কম।
Passive voiceএ sentenceএর একটা মৌলিক গঠন আছে। গঠনটা হলঃ
[Object] + [be verb] + past participle of main verb + by + [objective form of subject]
এই ফর্মূলা মুখস্ত করে ফেলতে হবে। এবং এই একটা করলেই হবে। কারণ এই গঠনটা দিয়ে সমস্ত passive sentenceকেই ব্যাখ্যা করা যায়।
উদাহরণঃ
Active: The rich hate the poor.
Passive: The poor [object] are [be verb] hated [past participle of main verb] by the rich [objective form of subject].
এই গঠনের মধ্যে যে অন্যান্য extensionগুলো হতে পারে তা হলঃ
১. Main verb যদি group verb হয়, group verb এর prepositionটা একই জায়গায় থাকবে।
২. By এর জায়গায়ঃ
To — যখন verbটা হলঃ know. উদাহরণঃ I know him. Passive: He is known to me.
At— যখন verbটা হলঃ astonish, annoy, agitate, amaze, alarm, disappoint, displease, surprise, rejoice উদাহরণঃ His behaviour surprised me. Passive: I was surprised at his behaviour.
With— যখন verbটা হলঃ disgust, bother, line, cover, crowd, satisfy, overgrow. উদাহরণঃ He disgusts me. Passive: I am disgusted with him.
In— যখন verbটা হলঃ contain, embody, interest উদাহরণঃ The bowl contains rice. Passive: Rice is contained in the bowl.
About— যখন verbটা হলঃ worry উদাহরণঃ He worries me. Passive: I am worried about him.
Of— যখন verbটা হলঃ frighten উদাহরণঃ He frightens me. Passive: I am frightened of him.
৩. Auxiliary verb থাকলে সেটা be verbএর আগে বসিয়ে দিতে হবে।
Active: I must eat rice.
Passive: Rice must be eaten by me.
৪. Double object থাকলে ব্যক্তিবাচক object কে সামনে দিয়ে অন্যটাকে main verb এর পেছনে বসিয়ে passive করতে হবে।
Active: He gave me rice.
Passive: I was given rice by him.
৫. মাঝে মাঝে interrogative sentence এর passive প্রশ্নে আসে।
লক্ষ্য করলে দেখা যাবেঃ
Active sentence এর [subject] + [verb] + [object] গঠনটা interrogativeএ গিয়ে [question word] + [aux.] + [subject] + [verb] + [object]?
তাহলে আমাদের ঐ ফর্মূলা অনুযায়ী passive voice কি হবে?
[Question word] + [be verb] + [Object] + past participle of main verb + by + [objective form of subject]?
Active: Why do you eat rice?
Passive: Why is rice eaten by you?
A Unit 2001-02
21. The passive of 'who taught you French?' is
A. By whom you were taught French?
B. By whom French was taught you?
C. French was taught you by who?
D. By whom were you taught French?
Passive voiceএ sentenceএর একটা মৌলিক গঠন আছে। গঠনটা হলঃ
[Object] + [be verb] + past participle of main verb + by + [objective form of subject]
এই ফর্মূলা মুখস্ত করে ফেলতে হবে। এবং এই একটা করলেই হবে। কারণ এই গঠনটা দিয়ে সমস্ত passive sentenceকেই ব্যাখ্যা করা যায়।
উদাহরণঃ
Active: The rich hate the poor.
Passive: The poor [object] are [be verb] hated [past participle of main verb] by the rich [objective form of subject].
এই গঠনের মধ্যে যে অন্যান্য extensionগুলো হতে পারে তা হলঃ
১. Main verb যদি group verb হয়, group verb এর prepositionটা একই জায়গায় থাকবে।
২. By এর জায়গায়ঃ
To — যখন verbটা হলঃ know. উদাহরণঃ I know him. Passive: He is known to me.
At— যখন verbটা হলঃ astonish, annoy, agitate, amaze, alarm, disappoint, displease, surprise, rejoice উদাহরণঃ His behaviour surprised me. Passive: I was surprised at his behaviour.
With— যখন verbটা হলঃ disgust, bother, line, cover, crowd, satisfy, overgrow. উদাহরণঃ He disgusts me. Passive: I am disgusted with him.
In— যখন verbটা হলঃ contain, embody, interest উদাহরণঃ The bowl contains rice. Passive: Rice is contained in the bowl.
About— যখন verbটা হলঃ worry উদাহরণঃ He worries me. Passive: I am worried about him.
Of— যখন verbটা হলঃ frighten উদাহরণঃ He frightens me. Passive: I am frightened of him.
৩. Auxiliary verb থাকলে সেটা be verbএর আগে বসিয়ে দিতে হবে।
Active: I must eat rice.
Passive: Rice must be eaten by me.
৪. Double object থাকলে ব্যক্তিবাচক object কে সামনে দিয়ে অন্যটাকে main verb এর পেছনে বসিয়ে passive করতে হবে।
Active: He gave me rice.
Passive: I was given rice by him.
৫. মাঝে মাঝে interrogative sentence এর passive প্রশ্নে আসে।
লক্ষ্য করলে দেখা যাবেঃ
Active sentence এর [subject] + [verb] + [object] গঠনটা interrogativeএ গিয়ে [question word] + [aux.] + [subject] + [verb] + [object]?
তাহলে আমাদের ঐ ফর্মূলা অনুযায়ী passive voice কি হবে?
[Question word] + [be verb] + [Object] + past participle of main verb + by + [objective form of subject]?
Active: Why do you eat rice?
Passive: Why is rice eaten by you?
A Unit 2001-02
21. The passive of 'who taught you French?' is
A. By whom you were taught French?
B. By whom French was taught you?
C. French was taught you by who?
D. By whom were you taught French?
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id - wschoolbd মোবাইল নং- ০১৯১৫৪২৭০৭০ ।
Tags
HSC English2