এইচ এস সি রসায়ন-১ অধ্যায় -১০

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি রসায়ন-১অধ্যায় -১০: অম্ল-ক্ষারক সাম্যবস্থা নিয়ে আলোচনা করা হলো। এই অধ্যায়ের বিভিন্ন নির্দেশকের পরিবর্তন, টাইট্রেশনে উপযাজক নির্দেশক ও গাণিতিক সমস্যাগুলো বেশি গুরুত্বপূর্ণ

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি রসায়ন অধ্যায় -১০: অম্ল-ক্ষারক সাম্যবস্থা

গুরুত্বপূর্ণ তথ্য :
  • কোন অম্ল থেকে একটি প্রোটন অপসারণের ফলে যে ক্ষারক সৃষ্টি হয়, তাকে সে অম্লের অনুবন্ধী ক্ষারক বলে।
  • কোন ক্ষারকের সাথে একটি প্রোটন সংযোগের ফলে যে অম্লের সৃষ্টি হয়, তাকে সে ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে।
  • তীব্র অম্লের অনুবন্ধী ক্ষারক দুর্বল এবং দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষারক তীব্র।
  • তীব্র ক্ষারকের অনুবন্ধী অম্ল দুর্বল এবং দুর্বল ক্ষারকের অনুবন্ধী অম্ল তীব্র।
  • ব্রনস্টেড ও লাউরী (১৯২৩) মতবাদ অনুসারে- এসিড প্রোটন দান করে এবং ক্ষারক প্রোটন গ্রহণ করে।
    http://www.webschoolbd.com/
  • যদি কোন যৌগের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে, তবে তা ক্ষারক এবং নীল লিটমাসকে লাল করলে তা অম্ল। আর লিটমাসে কোন পরিবর্তন না হলে তা নিরপেক্ষ যৌগ।
  • যে এসিড একটি মাত্র প্রোটন দেয়, তাকে মনোপ্রোটিভ এসিড বলে। যেমন-
  • HCl → H+ + Cl- ; HCl মনোপ্রোটিভ এসিড
  • যে এসিড একের অধিক প্রোটন দেয়, তাকে পলিপ্রোটিক বা ডাইপ্রোটিক অম্ল বলে। যেমন-
  • H2SO4 → 2H+ + SO4-- ; H2SO4 পলিপ্রোটিক বা ডাইপ্রোটিক অম্ল
  • যে ক্ষারক একটি মাত্র প্রোটন নেয়, তাকে মনোপ্রোটিভ ক্ষারক বলে। যেমন-
 NH3 + H+ → NH4+
  • যে ক্ষারক একের অধিক প্রোটন নেয়, তাকে পলিপ্রোটিক বা ডাইপ্রোটিক ক্ষারক বলে। যেমন-
    PO43- + 3H+ → H3PO4
  • এসিড প্রোটন দান করে, ক্ষারক প্রোটন গ্রহণ করে।
  • এসিড প্রোটন দানের পর ক্ষারকে এবং ক্ষারক প্রোটন গ্রহণের পর এসিডে পরিণত হয়।
  • 25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান 1*10-14
  • PH = -log[H+]
  • বিশুদ্ধ পানির PH = 7
  • তীব্র এসিড ও দুর্বল ক্ষারের টাইট্রেশনে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড ব্যবহার করা হয়।
  • পানির আয়ীনক গুণফল, KW= [OH-][H+]
  • পানির Ph= POH= -log 10-7= 7
  • দ্রবণে হাইড্রোজেন আয়ন হাইড্রোনিয়াম (H3O+) হিসাবে থাকে।
  • হেন্ডারসন সমীকরণের সাহায্যে বাফার দ্রবণের PH এর মান গণনা করা হয়।
  • স্বাভাবিক অবস্থায় রক্তের PH= 7.4 থাকে এবং এ মান সর্বদা অপরিবর্তিত থাকে।
  • মাটির PH এর মান 9.5 এর উপরে হলে মাটির উর্বরতা বিনষ্ট হয়।
  • বিভিন্ন ধরনের শ্যাম্পু উৎপাদনে এসিডীয় মাধ্যম তথা PH এর মান 5.0-5.5, আবার
  • সাবান উৎপাদনে PH এর 7.0 এর অধিক সংরক্ষণ করতে হয়।
  • উর্বর মাটির জন্য প্রয়োজনীয় অত্যানুকূল PH মান হলো থেকে 7.0-8.0
  • মাটির PH এর 3.0 এরচেয়ে কম অর্থাৎ তীব্র এসিডীয় বা 10.0 এরচেয়ে বেশি অর্থাৎ তীব্র ক্ষারীয় হলে মাটি অণুজীব (microorganism) মুক্ত থাকে।
  • মাটির PH মান মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেলে বিভিন্ন নাইট্রেট (KNO3, NaNO3, NH4NO3­) এবং ফসফেট (সুপার ফসফেট ও টিএসপি) সার প্রয়োগ করে PH নিয়ন্ত্রণ অর্থাৎ বাফারিং করা হয়।
  • হেন্ডারসন সমীকরণটি হল : PH=Pka+log
  • ইলেক্ট্রনবিহীন হাইড্রোজেন আয়নকে প্রোটন বলে।
  • মৃদু এসিড বা ক্ষারকের ক্ষেত্রে, Ka বা Kb = α2C
  • বিয়োজন ধ্রুবক, Ka =
  • পানির Kc =
  • বিশুদ্ধ পানির [H+] = [OH-]= 10-7 g/dm3


  • বিভিন্ন প্রকৃতির এসিড ক্ষারক ট্রাইট্রেশনে ব্যবহৃত উপযুক্ত নির্দেশক :
এসিড-ক্ষার উদাহরণ কার্যকর PH পরিসর নির্দেশক
তীব্র এসিড- মৃদু ক্ষার HCl-Na2CO­3 3.0-6.5 মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড
মৃদু এসিড- তীব্র ক্ষার CH3COOH-NaOH 8.0-10.0 ফেনলফথ্যালিন
তীব্র এসিড- তীব্র ক্ষার HCl-NaOH 3.0-10.0 সব নির্দেশক
মৃদু এসিড- মৃদু ক্ষার CH­3COOH-NH4OH 0 কোন নির্দেশক নেই

  • সাধারণ নির্দেশকের বর্ণ পরিবর্তনের এর পরিসর :
নির্দেশক বর্ণ পরিবর্তনের PH এর পরিসর অম্লীয় দ্রবণে বর্ণ ক্ষারীয় দ্রবণে বর্ণ
মিথাইল অরেঞ্জ 3.1-4.0 গোলাপী লাল হলদু
মিথাইল রেড 4.2-6.3 লাল হলুদ
ফেনলফথ্যালিন 8.3-10 বর্ণহীন গোলাপী
ব্রেমো ফেনল 3.0-4.6 হলুদ নীল
মিথাইল ইয়োলো 2.9-4.0 লাল হলুদ
থাইমল ব্লু 1.2-2.8 লাল হলুদ
ক্রিসল রেড 7.2-8.8 হলুদ লাল
ফেনল রেড 6.8-8.4 হলুদ লাল
ব্রোমথাইমল ব্লু 6.0-7.6 হলুদ নীল
লিটমাস 6.0-8.0 লাল নীল
ব্রোমোক্রিসল গ্রিন 3.8-4.0 হলুদ নীল



অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
(প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id - wschoolbd মোবাইল নং- ০১৯১৫৪২৭০৭০ ।


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post