ব্যবসায় নীতি ও প্রয়োগ – ব্যাংকের শ্রেণীবিভাগ

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি ব্যবসায় নীতি ও প্রয়োগ – ব্যাংকের শ্রেণীবিভাগ ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি ব্যবসায় নীতি ও প্রয়োগ – ব্যাংকের শ্রেণীবিভাগ


বিষয়াবলী
  • ব্যাংকের শ্রেণীবিভাগ
  • ব্যাংকের মালিকানাভিত্তিক শ্রেণীবিভাগ
  • ব্যাংকের সংগঠনভিত্তিক শ্রেণীবিভাগ
  • ব্যাংকের কাঠামোভিত্তিক শ্রেণীবিভাগ
  • বিভিন্ন প্রকার ব্যাংকের উৎপত্তি স্থান ও প্রতিষ্ঠাকাল
  • কার্যভিত্তিক শ্রেণীবিভাগ

ব্যাংকের মালিকানাভিত্তিক শ্রেণীবিভাগ
  • সরকারি ব্যাংক : সংগঠন, নিয়ন্ত্রক ও মালিক সরকার। যেমন- সোনালী ব্যাংক
  • বেসরকারি ব্যাংক : ব্যক্তি মালিকানায় গঠিত। যেমন- পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক
  • স্বায়ত্বশাসিত ব্যাংক : সরকারি বিশেষ আইনে গঠিত ও নিয়ন্ত্রিত। যেমন- কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক
  • সরকারি বেসরকারি যৌথ মালিকানার ব্যাংক : ৫১% বা তার অধিক শেয়ার সরকারের, ৪৯% বা তার কম শেয়ার বেসরকারি। যেমন- রূপালী ব্যাংক

ব্যাংকের সংগঠনভিত্তিক শ্রেণীবিভাগ
  • একমালিকানা ব্যাংক : যে ব্যাংকের মালিক ১ জন
  • অংশীদারি ব্যাংক : ১৯৩২ সালের অংশীদারি আইন দ্বারা প্রণীত, সদস্য ১-১০ জনের মধ্যে থাকতে হয়
  • যৌথ কোম্পানি ব্যাংক : ১৯৯৪ সালের কোম্পানি আইন এবং ১৯৯১ সালের ব্যাংকিং আইন দ্বারা গঠিত। যেমন- বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংক
  • সমবায় ব্যাংক : সমবায় আইন দ্বারা গঠিত। যেমন- রাজশাহী কো-অপারেটিভ ব্যাংক
  • রাষ্ট্রীয় ব্যাংক : যে ব্যাংকের মালিক রাষ্ট্র। যেমন- সোনালী ব্যাংক

ব্যাংকের কাঠামোভিত্তিক শ্রেণীবিভাগ
  • একক ব্যাংকিং
  • শাখা ব্যাংকিং
  • চেইন ব্যাংকিং
  • গ্রুপ ব্যাংকিং
  • মিশ্র ব্যাংকিং

বিভিন্ন প্রকার ব্যাংকের উৎপত্তি স্থান ও প্রতিষ্ঠাকাল


ব্যাংকের ধরন
উৎপত্তি স্থান প্রতিষ্ঠাকাল
একক ব্যাংকিং যুক্তরাষ্ট্র   -
শাখা ব্যাংকিং যুক্তরাজ্য/ইংল্যান্ড   -
চেইন ব্যাংকিং যুক্তরাষ্ট্র ১৯৩০
গ্রুপ ব্যাংকিং যুক্তরাষ্ট্র ১৯৩০
মিশ্র ব্যাংকিং জার্মানি   -

  • একক ব্যাংকের অন্য নাম- Unit Bank, Micro Banking System
  • শাখা ব্যাংকের অন্য নাম- British Banking System
  • গ্রুপ ব্যাংকিং এক প্রকার হোল্ডিং কোম্পানি ব্যাংকিং ব্যবস্থা
  • আমানত ও বিনিয়োগ ব্যাংকিং ব্যবস্থার সম্মিলিত রূপ- মিশ্র ব্যাংকিং
  • বাংলাদেশের ব্যাংকসমূহ পরিচালিত হয়- শাখা ব্যাংকিং ব্যবস্থায়
  • তে একক ব্যাংক- ৮৫%

কার্যভিত্তিক শ্রেণীবিভাগ
  • কেন্দ্রীয় ব্যাংক- বাংলাদেশ ব্যাংক, ফেডারেল রিজার্ভ সিস্টেম
  • বাণিজ্যিক ব্যাংক- সোনালী ব্যাংক, ওয়ান ব্যাংক
  • বিশেষায়িত ব্যাংক- শিল্প ব্যাংক, ‍কৃষি ব্যাংক
  • অন্যান্য ব্যাংক-
১. দেশীয় ব্যাংক
২. আঞ্চলিক ব্যাংক- ADB (Asian Development Bank)
৩. গোষ্ঠী উন্নয়ন ব্যাংক- IDB (Islamic Development Bank)
৪. আন্তর্জাতিক ব্যাংক- WB (World Bank), IMF
  • ADB প্রতিষ্ঠিত হয়- ১৯৬৫ সালে
  • আমদানি ও রপ্তানি ব্যাংকের উদাহরণ- EXIM Bank
  • ব্যাংকের ব্যবসায়িক দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ হল- স্বচ্ছলতার নীতি
  • ব্যাংকের প্রাতিষ্ঠানিক দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ হল- তারল্য নীতি

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id - wschoolbd মোবাইল নং- ০১৯১৫৪২৭০৭০ ।


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post