এইচ এস সি ব্যবসায় শিক্ষা ও নীতি – ব্যাংকিং

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি ব্যবসায় শিক্ষা ও নীতি – ব্যাংকিং ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি ব্যবসায় শিক্ষা ও নীতি – ব্যাংকিং

বিষয়াবলী
  • ব্যাংক-এর প্রাথমিক ইতিহাস
  • বিভিন্ন যুগে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাংকের নাম, প্রতিষ্ঠিত স্থান ও প্রতিষ্ঠাকাল
  • বাংলাদেশের ব্যাংকসমূহ
  • বাংলাদেশে সরকারি বিশেষায়িত ব্যাংক
  • বর্তমানে বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক
  • বর্তমানে বাংলাদেশে বিদেশি বাণিজ্যিক ব্যাংক
  • সরকারি ব্যাংক
  • ১৯৭২ সালে জাতীয়করণকৃত ৬টি ব্যাংক
  • ব্যাংকিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

ব্যাংক-এর প্রাথমিক ইতিহাস
  • ব্যাংক ব্যবস্থার সূত্রপাত হয়- মুদ্রা ব্যবস্থার প্রচলনের পর
  • বাংলাদেশে প্রচলিত ব্যাংকিং কোম্পানি আইন- ১৯৯১ সালের
  • বাংলাদেশে ব্যাংকিং কোম্পানি অধ্যাদেশ- ১৯৯২ সালের
  • বাংলাদেশে প্রচলিত সংশোধিত ব্যাংকিং কোম্পানি আইন- ২০০৩ সালের
  • ব্যাংক শব্দটি এসেছে- জার্মান শব্দ Banke অথবা ইতালীয় শব্দ Banco/Banca/Bancus থেকে
  • উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত ছিল- খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে প্রাচীন ব্যবিলনে
  • আধুনিক ব্যাংকের পূর্বসূরীদের ভাগ করা যায়- ৩ ভাগে
১.
২. মহাজনশ্রেণী
৩. স্বর্ণকারশ্রেণী
  • ঋণদানকারী ব্যাংক/Loan Bank প্রতিষ্ঠিত হয়- রোমান সভ্যতায় (খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে)
  • প্রাতিষ্ঠানিকভাবে বিশ্বের ১ম ব্যাংক- শান্সি ব্যাংক
  • শান্সি ব্যাংকের জন্ম হয়- খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে, চিনে
  • বিশ্বের ১ম সরকারি ব্যাংক- Bank of Venice/ব্যাংক অব ভেনিস (১১৫৭ খ্রিস্টাব্দ, ইতালি)
  • বণিকদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ১ম বাণিজ্যিক ব্যাংক- ব্যাংক অব স্যানজর্জিয়া (১১৭৮, জেনেভা)
  • বিশ্বের সর্বপ্রথম সাংগঠনিক ব্যাংক- Bank of Barcelona (১১৪১, স্পেন)
  • আধুনিক ব্যাংকের উৎপত্তিতে স্বর্ণকারের অবদান সর্বাধিক
  • বন্ধকী ঋণের প্রচলন করে- মহাজন শ্রেণী
  • ভারতীয় উপমহাদেশের ১ম আধুনিক ব্যাংক- দি হিন্দুস্তান ব্যাংক লি: (১৭০০ সালে প্রতিষ্ঠিত হয়)
  • ভারতীয় উপমহাদেশে ১ম মুদ্রার প্রচলন করে- ইস্ট ইন্ডিয়া কোম্পানি (১৮০৬ সালে)
  • ভারতের ১ম আধুনিক/সুগঠিত কেন্দ্রীয় ব্যাংক- The Reserve Bank of India (প্রতিষ্ঠিত ১৯৩৫ সালে)
  • ভারতীয় উপমহাদেশে ১ম মুসলিম মালিকানাধীন ব্যাংক- হাবিব ব্যাংক
  • ভারতীয় উপমহাদেশে ১ম বাঙালি মালিকানাধীন ব্যাংক- ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লি:

বিভিন্ন যুগে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাংকের নাম, প্রতিষ্ঠিত স্থান ও প্রতিষ্ঠাকাল

ব্যাংকের নাম প্রতিষ্ঠার স্থান প্রতিষ্ঠাকাল ব্যাংকের ধরন
শান্সি ব্যাংক চিন ৬০০ খ্রিপূ বিশ্বের ১ম ব্যাংক
ব্যাংক অব ভেনিস ইতালি ১১৫৭ বিশ্বের ১ম সরকারি ব্যাংক
ব্যাংক অব সানজর্জিয়া জেনেভা ১১৭৮ বণিকদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক
ব্যাংক অব বার্সেলোনা ইতালি ১৪০১ বিশ্বের ১ম সাংগঠনিক ব্যাংক
রিকস ব্যাংক অব সুইডেন/ ব্যাংক অব সুইডেন সুইডেন ১৬৫৬ বিশ্বের ১ম নোট ইস্যুকারী, ১ম সনদপ্রাপ্ত ও ১ম কেন্দ্রীয় ব্যাংক
ব্যাংক অব ইংল্যান্ড ইংল্যান্ড ১৬৯৪ বিশ্বের ১ম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক
হিন্দুস্থান ব্যাংক ভারত ১৭০০ ভারতীয় উপমহাদেশে ১ম প্রতিষ্ঠিত বাণিজ্যিক ব্যাংক
ব্যাংক অব জাপান জাপান ১৮৮২ জাপানের কেন্দ্রীয় ব্যাংক
এশিয়ার ১ম কেন্দ্রীয় ব্যাংক
ফেডারেল রিজার্ভ সিস্টেম যুক্তরাষ্ট্র ১৯১৩ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক
১০ রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ভারত ১৯৩৫ ভারত উপমহাদেশের ১ম কেন্দ্রীয় ব্যাংক
১১ হাবিব ব্যাংক লি: ভারত ১৯৪১ ভারত উপমহাদেশের ১ম মুসলিম ব্যাংক
১২ ইস্টার্ণ মার্কেন্টাইল ব্যাংক ঢাকা ১৯৫৯ ১ম বাঙালি মালিকানাধীন ব্যাংক
১৩ উপাসনালয় ব্যাংক ব্যবিলন ২০০০ খ্রিপূ
১৪ লোন ব্যাংক রোম ১০০০ খ্রিপূ
১৫ রেঙ্ক ব্যাংক জার্মানি ১৮৭৫
১৬ ইসলামী উন্নয়ন ব্যাংক সৌদি আরব ১৯৭৫
১৭ ইসলামী ব্যাংক বাংলাদেশে লি: ঢাকা ১৯৮৩


বাংলাদেশের ব্যাংকসমূহ
  • বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকিং খাতে মোট ব্যাংকের সংখ্যা- ৪৭টি
  • বাংলাদেশে সরকারি বাণিজ্যিক ব্যাংক- ৪টি
  • সরকারি ব্যাংকগুলো নিম্নরূপ
নাম সরকারি মালিকানা
সোনালী ব্যাংক লি: ১০০%
জনতা ব্যাংক লি: ১০০%
অগ্রণী ব্যাংক লি: ১০০%
রূপালী ব্যাংক লি: ৯৪.৫%

  • বাংলাদেশে সরকারি বিশেষায়িত ব্যাংক- ৪টি। যথা :
সংক্ষিপ্ত নাম পূর্ণ নাম
BKB Bangladesh Krishi Bank (বাংলাদেশ কৃষি ব্যাংক)
RKUB Rajshahi Krishi Unnayan Bank (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক)
BASIC Bank of Small Industries and Commerce (ব্যাংক অব স্মল ইন্ড্রাস্ট্রিজ এন্ড কমার্স) (ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক)
BDBL Bangladesh Development Bank Ltd. (বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি.)

  • বর্তমানে বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক- ২৯টি। যথা :
১. পূবালী ব্যাংক লি:
২. IFIC ব্যাংক লি: (International Finance and Investment Commerce Bank)
৩. দি সিটি ব্যাংক লি:
৪. প্রাইম ব্যাংক লি:
৫. আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি:
৬. মার্কেন্টাইল ব্যাংক লি:
৭. দি প্রিমিয়িার ব্যাংক লি:
৮. বাংলাদেশ কমার্স ব্যাংক লি:
৯. ব্যাংক এশিয়া লি:
১০. শাহজালাল ব্যাংক লি:
১১. উত্তরা ব্যাংক লি:
১২. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:
১৩. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি:
১৪. সাউথ ইস্ট ব্যাংক লি:
১৫. সোস্যাল ইসলামী ব্যাংক লি: (SIBL)
১৬. ওয়ান ব্যাংক লি:
১৭. ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লি:
১৮. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি:
১৯. ব্র্যাক ব্যাংক লি:
২০. NCC Bank Ltd. (National Credit & Commerce Bank Ltd.)
২১. AB ব্যাংক লি: (আরব বাংলাদেশ ব্যাংক লি:)
২২. ন্যাশনাল ব্যাংক লি:
২৩. ইস্টার্ন ব্যাংক লি:
২৪. ঢাকা ব্যাংক লি:
২৫. ডাচ বাংলা ব্যাংক লি:
২৬. এক্সিম ব্যাংক লি:
২৭. স্ট্যান্ডার্ড ব্যাংক লি:
২৮. ট্রাস্ট ব্যাংক লি:
২৯. যমুনা ব্যাংক লি:

  • বর্তমানে বাংলাদেশে বিদেশি বাণিজ্যিক ব্যাংক- ১০টি। যথা :
ব্যাংকের নাম দেশের নাম
City Bank N.A USA
দি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লি: England
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া India
হাবিব ব্যাংক লি: Pakistan
ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান Pakistan
Woori Bank South Korea
The Hongkong and Shanghai Banking Corporation (HSBC) Hongkong
কমার্শিয়াল ব্যাংক অব সিলন Srilanka
ব্যাংক আল-ফালাহ Pakistan
১০ ICB Islamic Bank Switzerland

  • ১৯৭২ সালে জাতীয়করণকৃত ৬টি ব্যাংক :
পুরানো নাম রাষ্ট্রায়ত্ত হওয়ার পর নতুন নাম
১. ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
২. দি প্রিমিয়ার ব্যাংক লি:
৩. দি ব্যাংক অব ভাওয়ালপুর
১. সোনালী ব্যাংক
১. দি হাবিব ব্যাংক লি:
২. দি কমার্স ব্যাংক লি:
২. অগ্রণী ব্যাংক
১. দি ইউনাইটেড ব্যাংক লি:
২. দি ইউনিয়ন ব্যাংক লি:
৩. জনতা ব্যাংক
১. দি মুসলিম কমার্শিয়াল ব্যাংক লি:
২. দি স্ট্যান্ডার্ড ব্যাংক লি:
৩. দি অস্ট্রেলেশিয়া ব্যাংক লি:
৪. রূপালী ব্যাংক
১. দি ইস্টার্ণ মার্কেন্টাইল ব্যাংক লি: ৫. পূবালী ব্যাংক লি:
১. দি ইস্টার্ণ ব্যাংকিং কর্পোরেশন লি: ৬. উত্তরা ব্যাংক লি:


ব্যাংকিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
  • বাংলাদেশের ১ম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক- এবি ব্যাংক (১৯৮২ সালে)
  • বাংলাদেশের সর্বশেষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক- যমুনা ব্যাংক লি:
  • বাংলাদেশে সকল ব্যাংকসমূহের মধ্যে সোনালী ব্যাংকের সবচেয়ে বেশি শাখা রয়েছে
  • Master Card ১ম চালু করে- National Bank
  • বাংলাদেশে ১ম মার্চেন্ট ব্যাংকিং চালু করে- এবি ব্যাংক (১৯৯৫ সালে)
  • বাংলাদেশে ১ম Ready Cash চালু করে- জনতা ব্যাংক
  • বাংলাদেশে ব্যাংক বিরাষ্ট্রীয়করণ নীতি বাস্তবায়ন শুরু হয়- ১৯৮৩ সালে
  • বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়- Bangladesh Bank Order 1972 দ্বারা
  • Woori Bank এর পূর্ব নাম- Hanvit Bank
  • বাংলাদেশে কার্যরত বিদেশি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি শাখা রয়েছে- Standard Chartered Bank Ltd.
  • ইসলামী ব্যাংকসমূহের মধ্যে সবচেয়ে বেশি শাখা রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:
  • বিশ্বের ১ম সুদবিহীন ব্যাংক- Islamic Development Bank (১৯৭৫, জেদ্দা)
  • বাংলাদেশের ১ম সুদবিহীন ব্যাংক- ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: (১৯৮৩, ঢাকা)
  • বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক- সোনালী ব্যাংক
  • বাংলাদেশে ১ম ATM Card চালু করে- Standard Chartered Bank Ltd.
  • বর্বপ্রথম বাংলাদেশে অটোলোন, ক্রেডিট কার্ড, বিজনেস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রচলন করে- Standard Chartered Bank Ltd.
  • সর্বপ্রথম বাংলাদেশে অফশোর ব্যাংকিং ইউনিট প্রবর্তন করে- Standard Chartered Bank Ltd.
  • ১ম টেলিফোনে ব্যাংকিং বিজনেস গ্রহণ করে- Standard Chartered Bank Ltd.
  • বাংলাদেশে ১ম ইলে্ক্ট্রিক ক্যাশ ম্যানেজমেন্ট প্রোডাক্ট চালু করে- সিটি ব্যাংক এন.এ.
  • লিড ব্যাংকিং কার্যক্রম শুরু হয়- ১৯৭৬ সাল থেকে
  • বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের মালিকানা ক্রয় করেছে- Standard Chartered Bank Ltd.
  • গ্রামীণ ব্যাংকের অনুকরণে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ১ম ব্যাংক- The God Faith Bank
  • আন্তর্জাতিক বিনিময় হারের স্থিতিশীলতা বিধানের প্রধান সমন্বয়কারী- IMF (International Monetary Fund)
  • সম্পদের দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক- Industrial Bank of Japan
  • IBRD- International Bank for Reconsttuction and Development
  • বিশ্বে ১ম দেউলিয়া আইন প্রণীত হয়- ১৯২০ সালে
  • বাংলাদেশে দেউলিয়া আইন প্রবর্তন- ১৯৯৭ সালে
  • বাংলাদেশে সংশোধিত দেউলিয়া আ্ইন- ১৯৯৯ সালে
  • ব্যাংক অর্থ ও ঋণের ব্যবসায়ী- J. C. Wood
  • দেশে বর্তমানে লিডার ব্যাংক- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক
  • মহামন্দার সময়- ১৯৩০ সাল
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id - wschoolbd মোবাইল নং- ০১৯১৫৪২৭০৭০ ।


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post