এইচ এস সি ব্যবসায় শিক্ষা ও নীতি – ব্যবসায়

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি ব্যবসায় শিক্ষা ও নীতি – ব্যবসায় ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি ব্যবসায় শিক্ষা ও নীতি – ব্যবসায়
www.webschoolbd.com


বিষয়াবলী
  • ব্যবসায়
  • ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ
  • ব্যবসায় প্রবাহ
  • শিল্প
  • শিল্পের প্রকারভেদ
  • বিভিন্ন প্রকার শিল্প
  • বাণিজ্য
  • বাণিজ্যের আওতা/ পরিধি
  • বানিজ্য/ পণ্য বণ্টনের ক্ষেত্রে সৃষ্ট বাধাসমূহ ও সেগুলো দূরীকরণের উপায়
  • উদ্যোক্তা
  • ব্যবসায় পরিবেশ
  • অন্যান্য তথ্য
  • ইপিজেড (EPZ)

ব্যবসায়
  • ব্যবসায় সমাজবিজ্ঞানের একটি গুরম্নত্বপূর্ণ শাখা
  • ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য- উপযোগ (অভাব পূরণের ক্ষমতা) ও উদ্বৃত্ত সৃষ্টি
  • ব্যবসায়ের প্রধান লক্ষ্য/ উদ্দেশ্য- মুনাফা অর্জন (স্বল্পমেয়াদী)
  • ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য- সম্পদ সর্বাধিকরণ (Wealth Maximization)
  • ব্যবসায়ের অন্যতম প্রধান কাজ- পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন
  • ব্যবসায়ের প্রধান উপকরণ/ সওদা বলা হয়- পণ্য বা সেবাকে
  • কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ের সওদা হিসেবে গণ্য করা হয়- অর্থ, ঋণ ও মতাদর্শকে
  • ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়- পুঁজিকে
  • মুক্ত বিশ্বে ব্যবসায়ের প্রকৃতি- সামষ্টিক ও ব্যষ্টিক
  • সমাজতান্ত্রিক বিশ্বে ব্যবসায়ের প্রকৃতি- সামষ্টিক
  • অর্থনীতি শাস্ত্রের জনক- Adam Smith
  • আধুনিক অর্থনীতির জনক- Dr. Paul Samuelson
  • ফরাসি Kom’res শব্দ থেকে ইংরেজি Commerce পব শব্দের উৎপত্তি
  • ব্যবসায়ের দক্ষতা ও কার্যকারিতার মাপকাঠি হল-
  • মুনাফাকে বলা হয়- ঝুঁকি গ্রহণের পুরস্কার
  • সর্বাধিক মুনাফা অর্জনের প্রধান উপাদান- বেশি ক্রেতা আকর্ষণ
  • ব্যবসায়ের কাম্য আয়তনে মুনাফা- শূণ্য
  • ব্যবসায়ের কাম্য আয়তন বলতে- সম আয় ব্যয় বিন্দু বোঝায়

ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ


m1
  • ব্যবসায়ের প্রাথমিক যাত্রা শুরম্ন হয়- বিনিময় ব্যবস্থার মধ্য দিয়ে
  • প্রত্যক্ষ বিনিময় বা Barter System -এর প্রচলন হয় ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের- আদিম যুগে
  • দ্রব্য বিনিময়ের ক্ষেত্রে মূলত সমস্যা হত- ৪ ধরনের। যথা :
১. বিভাজনেরসমস্যা
২. অভাবের অসামঞ্জস্য
৩. মূল্য পরিমাপের সমস্যা
৪. সঞ্জয়ের সমস্যা
  • শিল্প বিপস্নবের সূত্রপাত হয়- ইংল্যান্ডে
  • শিল্প বিপস্নবকালীন সময়- ১৭৫০ থেকে ১৮৫০ সাল (আধুনিক যুগ)
  • বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার- James Watt & Mathew Bolton

ব্যবসায় প্রবাহ

m1_2

শিল্প
  • ব্যবসায়ের ক্ষেত্রে শিল্পের কাজ হলো- পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন করা
  • ব্যবসায় সৃষ্টি করে- ৭ ধরনের উপযোগ
  • শিল্প সৃষ্টি করে- ১ ধরনের উপযোগ
শিল্পের প্রকারভেদ



 
বিভিন্ন প্রকার শিল্প

১. প্রকার কাজ উদাহরণ
২. প্রজনন শিল্প উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদন কার্যে ব্যবহার করা নার্সারি, হ্যাচারি, পোলট্রি ফার্ম, বাগান করা
৩. নিষ্কাশন শিল্প প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা খনিজ পদার্থ উত্তোলন, নদী থেকে পানি সংগ্রহ, বন থেকে কাঠ সংগ্রহ
৪. উৎপাদন শিল্প/ যান্ত্রিক শিল্প শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্ত্তত জিনিস থেকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্ত্তত করা তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প
ক. বিশেস্নষণ শিল্প একই পদার্থ হতে বিশেস্নষণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি খনিজ তেল থেকে বিশেস্নষণের মাধ্যমে পেট্রোল, ডিজেল, কেরোসিন তৈরি
খ. যৌগিক শিল্প পৃথক পদার্থের সংমিশ্রণ করে নতুন দ্রব্য তৈরি সাবান, ইস্পাত, সার ও সিমেন্ট শিল্প
গ. প্রক্রিয়াভিত্তিক শিল্প কাঁচামালকে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্য তৈরি তুলা থেকে সুতা, সুতা থেকে বস্ত্র তৈরি
ঘ. সংযোজন শিল্প অন্য শিল্পের উৎপাদিত উপকরণ একত্রিত করা কম্পিউটার, মোটরগাড়ি, রেল ইঞ্জিন তৈরি
ঙ. সংযুক্ত শিল্প বিভিন্ন ধরনের শিল্প প্রক্রিয়া একত্রিত করা লৌহ ও ইস্পাত শিল্প (শুধু ইস্পাত থাকলে সেটি হবে যৌগিক শিল্প)
৫. নির্মাণ শিল্প/ গঠনমূলক শিল্প বিভিন্ন নির্মাণ কাজ করা সেতু, সড়ক. দালানকোঠা নির্মাণ
৬. সেবা পরিবেশক শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করা গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন সেবা ইত্যাদি সরবরাহকারী প্রতিষ্ঠান
  • ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদন হল একটি- মুখ্য কাজ
  • শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়
  • যৌগিক শিল্পের সাথে বিশেস্নষণ শিল্পের সম্পর্ক হল বিপরীতমুখী
  • ‘শিল্পকে শুধু পয়সা সংগ্রহের যন্ত্র হিসেবে গণ্য করার দিন গত হয়েছে।’- অলিভার শেলডন
বাণিজ্য





  • বাণিজ্য হল- উৎপাদিত পণ্য ও সেবা ভোক্তার নিকট বণ্টন প্রক্রিয়া
  • বাণিজ্য হল- ভোক্তার নিকট পণ্য পৌছানো পর্যমত্ম সমসত্ম প্রতিবন্ধকতা যেমন- ব্যক্তিগত, অর্থগত, স্থানগত, কালগত/ সময়গত, ঝুঁকিগত, প্রচারগত বাধা দূরীকরণ প্রক্রিয়া
  • বাণিজ্যের সমীকরণ :
  • C = (sum)T + (sum)AT
    এখানে,
    C = বাণিজ্য (Commerce)
    T = পণ্য বা সেবা বিনিময় (ক্রয় বিক্রয়) সংক্রামত্ম কাজের সমষ্টি (Trade)  ও
    AT = পণ্য বা সেবা বিনিময় (ক্রয় বিক্রয়) সংক্রামত্ম অন্যান্য কাজের সমষ্টি (Auxiliaries to Trade/ Aid to Trade)




  • ব্যবসায়ের ক্ষেত্রে বাণিজ্যের কাজ হল পণ্য ও সেবাসামগ্রী বণ্টন (ক্রয় বিক্রয় ও সহায়ক কাজ) করা (Distribution) বাণিজ্য সৃষ্টি করে- ৬ ধরনের উপযোগ


  • বাণিজ্যের আওতা/ পরিধি


    m1_4


    বানিজ্য/ পণ্য বণ্টনের ক্ষেত্রে সৃষ্ট বাধাসমূহ ও সেগুলো দূরীকরণের উপায়

    m1_5

     উদ্যোক্তা
    • ব্যবসায় গঠনের প্রথম ও প্রধান উপাদান হল- উদ্যোক্তা
    • উদ্যোক্তা (Enterpreneur) শব্দটির উৎস হল- ফরাসি
    • উদ্যোক্তার প্রধান কাজ হল- ব্যবসায়কে সংগঠিত করা

    ব্যবসায় পরিবেশ
    • ব্যবসায়ের পরিবেশ- ৬টি
    • ব্যবসায়ের আইনগত পরিবেশের উপাদান :
    বাণিজ্যিক আইন
    শিল্প আইন
    দ্বিপাক্ষীক চুক্তি
    সাধারণ বাজার ব্যবস্থা
    শ্রম আইন ইত্যাদি
    • বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশের উপাদান :
    বিজ্ঞান ও কারিগরি শিক্ষা
    বিজ্ঞান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানসমূহ
    উন্নত প্রযুক্তি সংবলিত প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি
    • ব্যবসায়ের সবচেয়ে গুরম্নত্বপূর্ণ পরিবেশ হল- অর্থনৈতিক পরিবেশ
    • ব্যবসায়ের আকার নির্ধারক পরিবেশ হল- অর্থনৈতিক পরিবেশ
    • ব্যবসায়ের দ্বিতীয় গুরম্নত্বপূর্ণ পরিবেশ হল- সামাজিক পরিবেশ
    • পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ হল- সামাজিক পরিবেশ
    • জনসংখ্যা- সামাজিক পরিবেশের অমত্মর্গত
    • জনসম্পদ- অর্থনৈতিক পরিবেশের অমত্মর্গত
    • জনসংখ্যা বিষয়ক বিখ্যাত ‘জনসংখ্যা তত্ত্ব’-র প্রবক্তা- টমাস ম্যালথাস
    • ‘জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, কিন্তু খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে’ কথাটি- জনসংখ্যা তত্ত্বের

    অন্যান্য তথ্য
    • ‘Ethics’ শব্দটি এসেছে- গ্রিক শব্দ Ethos হতে
    • Ethics শব্দের বাংলা প্রতিশব্দ- নীতিশাস্ত্র
    • Code of Ethical Behavior হল- নৈতিক বিধিমালা
    • বাংলাদেশে ব্যবসায়ীদের জন্য বৃহত্তম সংগঠন- Federation of Bangladesh Chamber and Industries (FBCCI)
    • বাংলাদেশে আমদানি-রপ্তানি বাণিজ্যে সরাসরি সাহায্য করে- TCB (Trading Corporation of Bangladesh)

    ইপিজেড (EPZ)
    • EPZ -এর পূর্ণরূপ হল Exporting Processing Zone বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল
    • EPZ গঠনের উদ্দেশ্য- রপ্তানি পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য শিল্পখাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) আকৃষ্ট করা
    • ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজের উন্নয়ন ঘটানো- EPZ গঠনের উদ্দেশ্য
    • বাংলাদেশে সর্বমোট EPZ - ১০টি
    • সরকারি EPZ - ৮টি, বেসরকারি EPZ - ২টি
    • সরকারি EPZ :
    নাম অবস্থান প্রতিষ্ঠা কাল
    চট্টগ্রাম EPZ হালিশহর, চট্টগ্রাম ১৯৮৩
    ঢাকা EPZ সাভার, ঢাকা ১৯৮৭
    মংলা EPZ মংলা, বাগেরহাট ১৯৯৮
    কুমিলস্না EPZ বিমানবন্দর, কুমিলস্না ১৯৯৮
    ঈশ্বরদী EPZ পাকশি, পাবনা ১৯৯৮
    উত্তরা EPZ মঙ্গলশী, নীলফামারী ২০০১
    আদমজী EPZ আদমজী নগর, নারায়ণগঞ্জ ২০০৬
    কর্ণফুলী EPZ পতেঙ্গা, চট্টগ্রাম ২০০৬
    • বেসরকারি EPZ :
    নাম অবস্থান প্রতিষ্ঠা কাল
    জEPZ চট্টগ্রাম ১৯৯৯
    কEPZ চট্টগ্রাম ১৯৯৯

    অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
    Skype id - wschoolbd মোবাইল নং- ০১৯১৫৪২৭০৭০ ।


    Web School BD

    বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

    Post a Comment

    আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
    - শুভকামনায় ওয়েব স্কুল বিডি

    Previous Post Next Post