ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি
ব্যবসায় শিক্ষা ও নীতি – ব্যবসায় ধারণা নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি ব্যবসায় শিক্ষা ও নীতি – ব্যবসায়
ব্যবসায়
ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ
ব্যবসায় প্রবাহ
শিল্প
বিভিন্ন প্রকার শিল্প
বাণিজ্য হল- উৎপাদিত পণ্য ও সেবা ভোক্তার নিকট বণ্টন প্রক্রিয়া
বাণিজ্য হল- ভোক্তার নিকট পণ্য পৌছানো পর্যমত্ম সমসত্ম প্রতিবন্ধকতা যেমন- ব্যক্তিগত, অর্থগত, স্থানগত, কালগত/ সময়গত, ঝুঁকিগত, প্রচারগত বাধা দূরীকরণ প্রক্রিয়া
বাণিজ্যের সমীকরণ :
C = (sum)T + (sum)AT
এখানে,
C = বাণিজ্য (Commerce)
T = পণ্য বা সেবা বিনিময় (ক্রয় বিক্রয়) সংক্রামত্ম কাজের সমষ্টি (Trade) ও
AT = পণ্য বা সেবা বিনিময় (ক্রয় বিক্রয়) সংক্রামত্ম অন্যান্য কাজের সমষ্টি (Auxiliaries to Trade/ Aid to Trade)
ব্যবসায়ের ক্ষেত্রে বাণিজ্যের কাজ হল পণ্য ও সেবাসামগ্রী বণ্টন (ক্রয় বিক্রয় ও সহায়ক কাজ) করা (Distribution) বাণিজ্য সৃষ্টি করে- ৬ ধরনের উপযোগ
বাণিজ্যের আওতা/ পরিধি
বানিজ্য/ পণ্য বণ্টনের ক্ষেত্রে সৃষ্ট বাধাসমূহ ও সেগুলো দূরীকরণের উপায়
উদ্যোক্তা
ব্যবসায় পরিবেশ
অন্যান্য তথ্য
ইপিজেড (EPZ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id - wschoolbd মোবাইল নং- ০১৯১৫৪২৭০৭০ ।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি ব্যবসায় শিক্ষা ও নীতি – ব্যবসায়
বিষয়াবলী
- ব্যবসায়
- ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ
- ব্যবসায় প্রবাহ
- শিল্প
- শিল্পের প্রকারভেদ
- বিভিন্ন প্রকার শিল্প
- বাণিজ্য
- বাণিজ্যের আওতা/ পরিধি
- বানিজ্য/ পণ্য বণ্টনের ক্ষেত্রে সৃষ্ট বাধাসমূহ ও সেগুলো দূরীকরণের উপায়
- উদ্যোক্তা
- ব্যবসায় পরিবেশ
- অন্যান্য তথ্য
- ইপিজেড (EPZ)
ব্যবসায়
- ব্যবসায় সমাজবিজ্ঞানের একটি গুরম্নত্বপূর্ণ শাখা
- ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য- উপযোগ (অভাব পূরণের ক্ষমতা) ও উদ্বৃত্ত সৃষ্টি
- ব্যবসায়ের প্রধান লক্ষ্য/ উদ্দেশ্য- মুনাফা অর্জন (স্বল্পমেয়াদী)
- ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য- সম্পদ সর্বাধিকরণ (Wealth Maximization)
- ব্যবসায়ের অন্যতম প্রধান কাজ- পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন
- ব্যবসায়ের প্রধান উপকরণ/ সওদা বলা হয়- পণ্য বা সেবাকে
- কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ের সওদা হিসেবে গণ্য করা হয়- অর্থ, ঋণ ও মতাদর্শকে
- ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়- পুঁজিকে
- মুক্ত বিশ্বে ব্যবসায়ের প্রকৃতি- সামষ্টিক ও ব্যষ্টিক
- সমাজতান্ত্রিক বিশ্বে ব্যবসায়ের প্রকৃতি- সামষ্টিক
- অর্থনীতি শাস্ত্রের জনক- Adam Smith
- আধুনিক অর্থনীতির জনক- Dr. Paul Samuelson
- ফরাসি Kom’res শব্দ থেকে ইংরেজি Commerce পব শব্দের উৎপত্তি
- ব্যবসায়ের দক্ষতা ও কার্যকারিতার মাপকাঠি হল-
- মুনাফাকে বলা হয়- ঝুঁকি গ্রহণের পুরস্কার
- সর্বাধিক মুনাফা অর্জনের প্রধান উপাদান- বেশি ক্রেতা আকর্ষণ
- ব্যবসায়ের কাম্য আয়তনে মুনাফা- শূণ্য
- ব্যবসায়ের কাম্য আয়তন বলতে- সম আয় ব্যয় বিন্দু বোঝায়
ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ
- ব্যবসায়ের প্রাথমিক যাত্রা শুরম্ন হয়- বিনিময় ব্যবস্থার মধ্য দিয়ে
- প্রত্যক্ষ বিনিময় বা Barter System -এর প্রচলন হয় ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের- আদিম যুগে
- দ্রব্য বিনিময়ের ক্ষেত্রে মূলত সমস্যা হত- ৪ ধরনের। যথা :
১. বিভাজনেরসমস্যা
২. অভাবের অসামঞ্জস্য
৩. মূল্য পরিমাপের সমস্যা
৪. সঞ্জয়ের সমস্যা
- শিল্প বিপস্নবের সূত্রপাত হয়- ইংল্যান্ডে
- শিল্প বিপস্নবকালীন সময়- ১৭৫০ থেকে ১৮৫০ সাল (আধুনিক যুগ)
- বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার- James Watt & Mathew Bolton
ব্যবসায় প্রবাহ
শিল্প
- ব্যবসায়ের ক্ষেত্রে শিল্পের কাজ হলো- পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন করা
- ব্যবসায় সৃষ্টি করে- ৭ ধরনের উপযোগ
- শিল্প সৃষ্টি করে- ১ ধরনের উপযোগ
বিভিন্ন প্রকার শিল্প
১. প্রকার | কাজ | উদাহরণ | |
২. প্রজনন শিল্প | উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদন কার্যে ব্যবহার করা | নার্সারি, হ্যাচারি, পোলট্রি ফার্ম, বাগান করা | |
৩. নিষ্কাশন শিল্প | প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা | খনিজ পদার্থ উত্তোলন, নদী থেকে পানি সংগ্রহ, বন থেকে কাঠ সংগ্রহ | |
৪. উৎপাদন শিল্প/ যান্ত্রিক শিল্প | শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্ত্তত জিনিস থেকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্ত্তত করা | তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প | |
ক. বিশেস্নষণ শিল্প | একই পদার্থ হতে বিশেস্নষণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি | খনিজ তেল থেকে বিশেস্নষণের মাধ্যমে পেট্রোল, ডিজেল, কেরোসিন তৈরি | |
খ. যৌগিক শিল্প | পৃথক পদার্থের সংমিশ্রণ করে নতুন দ্রব্য তৈরি | সাবান, ইস্পাত, সার ও সিমেন্ট শিল্প | |
গ. প্রক্রিয়াভিত্তিক শিল্প | কাঁচামালকে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্য তৈরি | তুলা থেকে সুতা, সুতা থেকে বস্ত্র তৈরি | |
ঘ. সংযোজন শিল্প | অন্য শিল্পের উৎপাদিত উপকরণ একত্রিত করা | কম্পিউটার, মোটরগাড়ি, রেল ইঞ্জিন তৈরি | |
ঙ. সংযুক্ত শিল্প | বিভিন্ন ধরনের শিল্প প্রক্রিয়া একত্রিত করা | লৌহ ও ইস্পাত শিল্প (শুধু ইস্পাত থাকলে সেটি হবে যৌগিক শিল্প) | |
৫. নির্মাণ শিল্প/ গঠনমূলক শিল্প | বিভিন্ন নির্মাণ কাজ করা | সেতু, সড়ক. দালানকোঠা নির্মাণ | |
৬. সেবা পরিবেশক শিল্প | মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করা | গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন সেবা ইত্যাদি সরবরাহকারী প্রতিষ্ঠান |
- ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদন হল একটি- মুখ্য কাজ
- শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়
- যৌগিক শিল্পের সাথে বিশেস্নষণ শিল্পের সম্পর্ক হল বিপরীতমুখী
- ‘শিল্পকে শুধু পয়সা সংগ্রহের যন্ত্র হিসেবে গণ্য করার দিন গত হয়েছে।’- অলিভার শেলডন
এখানে,
C = বাণিজ্য (Commerce)
T = পণ্য বা সেবা বিনিময় (ক্রয় বিক্রয়) সংক্রামত্ম কাজের সমষ্টি (Trade) ও
AT = পণ্য বা সেবা বিনিময় (ক্রয় বিক্রয়) সংক্রামত্ম অন্যান্য কাজের সমষ্টি (Auxiliaries to Trade/ Aid to Trade)
বাণিজ্যের আওতা/ পরিধি
বানিজ্য/ পণ্য বণ্টনের ক্ষেত্রে সৃষ্ট বাধাসমূহ ও সেগুলো দূরীকরণের উপায়
উদ্যোক্তা
- ব্যবসায় গঠনের প্রথম ও প্রধান উপাদান হল- উদ্যোক্তা
- উদ্যোক্তা (Enterpreneur) শব্দটির উৎস হল- ফরাসি
- উদ্যোক্তার প্রধান কাজ হল- ব্যবসায়কে সংগঠিত করা
ব্যবসায় পরিবেশ
- ব্যবসায়ের পরিবেশ- ৬টি
- ব্যবসায়ের আইনগত পরিবেশের উপাদান :
বাণিজ্যিক আইন
শিল্প আইন
দ্বিপাক্ষীক চুক্তি
সাধারণ বাজার ব্যবস্থা
শ্রম আইন ইত্যাদি
- বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশের উপাদান :
বিজ্ঞান ও কারিগরি শিক্ষা
বিজ্ঞান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানসমূহ
উন্নত প্রযুক্তি সংবলিত প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি
- ব্যবসায়ের সবচেয়ে গুরম্নত্বপূর্ণ পরিবেশ হল- অর্থনৈতিক পরিবেশ
- ব্যবসায়ের আকার নির্ধারক পরিবেশ হল- অর্থনৈতিক পরিবেশ
- ব্যবসায়ের দ্বিতীয় গুরম্নত্বপূর্ণ পরিবেশ হল- সামাজিক পরিবেশ
- পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ হল- সামাজিক পরিবেশ
- জনসংখ্যা- সামাজিক পরিবেশের অমত্মর্গত
- জনসম্পদ- অর্থনৈতিক পরিবেশের অমত্মর্গত
- জনসংখ্যা বিষয়ক বিখ্যাত ‘জনসংখ্যা তত্ত্ব’-র প্রবক্তা- টমাস ম্যালথাস
- ‘জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, কিন্তু খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে’ কথাটি- জনসংখ্যা তত্ত্বের
অন্যান্য তথ্য
- ‘Ethics’ শব্দটি এসেছে- গ্রিক শব্দ Ethos হতে
- Ethics শব্দের বাংলা প্রতিশব্দ- নীতিশাস্ত্র
- Code of Ethical Behavior হল- নৈতিক বিধিমালা
- বাংলাদেশে ব্যবসায়ীদের জন্য বৃহত্তম সংগঠন- Federation of Bangladesh Chamber and Industries (FBCCI)
- বাংলাদেশে আমদানি-রপ্তানি বাণিজ্যে সরাসরি সাহায্য করে- TCB (Trading Corporation of Bangladesh)
ইপিজেড (EPZ)
- EPZ -এর পূর্ণরূপ হল Exporting Processing Zone বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল
- EPZ গঠনের উদ্দেশ্য- রপ্তানি পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য শিল্পখাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) আকৃষ্ট করা
- ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজের উন্নয়ন ঘটানো- EPZ গঠনের উদ্দেশ্য
- বাংলাদেশে সর্বমোট EPZ - ১০টি
-
সরকারি EPZ - ৮টি, বেসরকারি EPZ - ২টি
-
সরকারি EPZ :
নাম | অবস্থান | প্রতিষ্ঠা কাল |
চট্টগ্রাম EPZ | হালিশহর, চট্টগ্রাম | ১৯৮৩ |
ঢাকা EPZ | সাভার, ঢাকা | ১৯৮৭ |
মংলা EPZ | মংলা, বাগেরহাট | ১৯৯৮ |
কুমিলস্না EPZ | বিমানবন্দর, কুমিলস্না | ১৯৯৮ |
ঈশ্বরদী EPZ | পাকশি, পাবনা | ১৯৯৮ |
উত্তরা EPZ | মঙ্গলশী, নীলফামারী | ২০০১ |
আদমজী EPZ | আদমজী নগর, নারায়ণগঞ্জ | ২০০৬ |
কর্ণফুলী EPZ | পতেঙ্গা, চট্টগ্রাম | ২০০৬ |
- বেসরকারি EPZ :
নাম | অবস্থান | প্রতিষ্ঠা কাল |
জEPZ | চট্টগ্রাম | ১৯৯৯ |
কEPZ | চট্টগ্রাম | ১৯৯৯ |
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id - wschoolbd মোবাইল নং- ০১৯১৫৪২৭০৭০ ।
Tags
HSC B.Studies1