এইচ এস সি উদ্ভিদবিজ্ঞান-বংশগতি

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি উদ্ভিদবিজ্ঞান-ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি উদ্ভিদবিজ্ঞান-বংশগতি

প্রারম্ভিক আলোচনা: এই অধ্যায়টি থেকে মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে।

http://www.webschoolbd.com
অধ্যায় সারবস্তু:
১. মেটাসেন্ট্রিক ক্রোমোসোমে সেন্ট্রোমিয়ার মাঝামাঝি অবস্থানে থাকে, তাই ‘ V ’ এর মত দেখা যায়।

সাব-মেটাসেন্ট্রিক –এর ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার মাঝখানের চেয়ে একটু পাশে অবস্থান করে, তাই ‘ L ’ এর মত দেখা যায়।

অ্যাক্রোসেন্ট্রিক-এর ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্তের কাছাকাছি থাকে, তাই ইংরেজি ‘ J ’ এর মত দেখায়।

টেলোসেন্ট্রিক-এর ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্তে থাকে বলে ইংরেজি ‘ I ’ এর মত দেখায়।

২. উইলিয়াম বেটসন ১৯০৬ সালে সর্বপ্রথম Genetics শব্দটি ব্যবহার করেন।

৩. জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে, জীবের বাহ্যিক লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে।

৪. গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। ১৮৬৫ সালে তিনি পরীক্ষার কাগজপত্র জমা দেন। ১৮৬৬ তে প্রকাশিত হয়।

৫. মটর ফুলের কিছু বৈশিষ্ট্য:

à একবর্ষজীবী

à উভলিঙ্গ

à স্ব-পরাগী

à ফুল আকারে বড়

৬. মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম = মনোহাইব্রিড ক্রস সূত্র, জননকোষ শুদ্ধতার সূত্র বা পৃথকীকরণ সূত্র

৭. মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অপর নাম = স্বাধীনভাবে মিলনের বা বণ্টনের সূত্র

(মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র মূলত একই, প্রথম সূত্রের বর্ধিতকরণ হল দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রে একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় ও দ্বিতীয় সূত্রে দুই বা ততোধিক বৈশিষ্ট্য নিয়ে)

৮. মেন্ডেল মটরশুঁটি গাছের সাতটি বৈশিষ্ট্যের উপর পরীক্ষা চালান।

৯. প্রকট বৈশিষ্ট্যসমূহ: লম্বা, বীজ গোলাকার ও হলুদ, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যসমূহ যথাক্রমে খাটো, বীজ কুঞ্চিত ও সবুজ

১০. সন্ধ্যামালতী ফুলে সাদা ও লাল-এর মাঝামাঝি গোলাপী রঙের ফুল পাওয়ার কারণ = অসম্পূর্ণ প্রকটতা

১১. বিভিন্ন ফিনোটাইপিক অনুপাত:

মেন্ডেল-এর প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত = ৩ : ১

মেন্ডেল-এর দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত = ৯ : ৩ : ৩ : ১

অসম্পূর্ণ প্রকটতা এর ফিনোটাইপিক অনুপাত = ১ : ২ : ১

এপিস্ট্যাসিস-এর ফিনোটাইপিক অনুপাত = ১২ : ৩ : ১

পরিপূরক জিন-এর ফিনোটাইপিক অনুপাত = ৯ : ৭

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
(প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত)
Skype id - wschoolbd


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post