উদ্ভিদবিজ্ঞান-পুষ্পধারণের শারীরতত্ত্ব

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি উদ্ভিদবিজ্ঞান-পুষ্পধারণের শারীরতত্ত্ব নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি উদ্ভিদবিজ্ঞান-পুষ্পধারণের শারীরতত্ত্ব 

http://www.webschoolbd.com/
অধ্যায় সারবস্তু:

১. ফুলকে রূপান্তরিত ‘বিটপ’ বলা হয়।

২. পুষ্প ধারণে যে বাহ্যিক প্রভাবক মুখ্য ভূমিকা পালন করে, সে দুটি হচ্ছে আলো ও তাপমাত্রা, এবং অভ্যন্তরীণ প্রভাবক হল হরমোন।

৩. ছোট দিনের উদ্ভিদ (বড় রাত্রির উদ্ভিদ) এর উদাহরণ: পাট, তামাক, আলু, সয়াবিন, আখ, ডালিয়া, আম, রোপা আমন, চন্দ্রমল্লিকা ইত্যাদি।

৪. বড় দিনের উদ্ভিদ-এর উদাহরণ: মূলা, বীট, খই, গম, রাই, পালংটাক, লেটুস, ঝিঙা ইত্যাদি।

৫. দিবাকাল – নিরপেক্ষ উদ্ভিদ-এর উদাহরণ: টমেটো, শসা, তুলা, সূর্যমুখী, কার্পাস ইত্যাদি।

৬. ফটোপিরিয়ডিক ইনডাকশনের প্রভাবে উদ্ভিদে যে উত্তেজক পদার্থ সৃষ্টি হয়, এর নাম “ফ্লোরিজেন”।

৭. অক্সিন হল বৃদ্ধিবর্ধক ফাইটোহরমোন।

৮. উদ্ভিদের গর্ভাশয় নিষেক ছাড়াই ফলে পরিস্ফুটিত হলে একে পারথেনোকর্পিক ফল বলে।

৯. পারথেনোকার্পিক ফলে নিষিক ঘটে না বলে বীজ সৃষ্টি হয় না, তাই পার্থেনোকার্পিক ফলের অপর নাম “বীজহীন ফল”।

১০. ফল পাকানোর জন্য ইথিলিন ব্যবহৃত হয়।

১১. ফলের রঙে বর্ণকণিকার প্রভাব:

· ক্যারোটিন = হলুদ

· জ্যান্থোফিল = কমলা

· লাইকোপিন = লাল

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
(প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত)
Skype id - wschoolbd


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post