বাংলা বিরচন – সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি বাংলা বিরচন– সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি বাংলা বিরচন – সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ


ভাষা অনুশীলন; ১ম পত্র
শকুন্তলা
যৌবনের গান
কলিমদ্দি দফাদার
সোনার তরী
কবর

ভাষা অনুশীলন; ১ম পত্র

শকুন্তলা

শর
তীর/তৃণবিশেষ
ধুম
প্রাচুর্য, জাঁকজমক
ষড়
ছয় (৬)
ধূম
ধোঁয়া
সর
দুধের মালাই
সুত
পুত্র
স্বর
শব্দ, সুর
সূত
সারথি, জাত
আবরণ
আচ্ছাদন
শিকার
মৃগয়া
আভরণ
গহনা, অলংকার, ভূষণ
স্বীকার
মেনে নেওয়া, বরণ

যৌবনের গান

অন্ন
ভাত
পড়-পড়
পড়ন্ত
অন্য
অপর
পর পর
একের পর এক
আসা
আগমন
বাণী
কথা, উক্তি
আশা
প্রত্যাশা, ভরসা
বানি
গয়না তৈরির মজুরি
বেশি
অনেক
নিচ
নিম্ন স্থান, বাড়ির নিম্নতল
বেশী
বেশধারী (ছদ্মবেশী)
নীচ
হীন, নিকৃষ্ট
শব
মৃতদেহ
সকল
সব, সমস্ত
সব
সমস্ত
শকল
মাছের আঁশ

কলিমদ্দি দফাদার

কাঁচা
অপক্ব
কাঁটা
কণ্টক
কাচা
ধৈৗত করা
কাটা
কর্তন
গাঁথা
গেঁথে দেয়া
গাঁ
গ্রাম
গাথা
কাহিনী, কাহিনীকাব্য
গা
শরীর
ঘাঁটি

দাঁড়ি
পূর্ণচ্ছেদ
ঘাটি

দাড়ি
মাঝি
বাঁক
নদী বা পথের বাঁক
বাঁধা
বন্ধন
বাক
কথা
বাধা
প্রতিহত করা, রোধ করা
কাঁদা
ক্রন্দন
গোঁড়া
অন্ধ বা উগ্রভাবে সমর্থনকারী
কাদা
কর্দম
গোড়া
নিচের অংশ
বাঁ
বাম
রোধ
প্রতিরোধ, বাধা দেয়া
বা
অথবা, কিংবা
রোদ
রৌদ্র

সোনার তরী

বরশা

কূল
তীর, উপকূল
বরষা
বর্ষা, বৃষ্টি
কুল
বরই/জাত
ক্ষুরধার
প্রচণ্ড ধারালো


ক্ষুরধারা
ক্ষুরের মত ধারালো যে প্রবাহ বা স্রোত




কবর

সাড়া
শব্দ বা ডাকের জবাব, প্রতিক্রিয়া
শোনা
শ্রবণ
সারা
সমগ্র, শেষ, আকুল
সোনা
স্বর্ণ
দেড়ী
দেড়গুণ
জোড়
যুগল
দেরি
বিলম্ব
জোর
বল, শক্তি, সামর্থ্য
পাড়ি
পারাপার


পারি
সমর্থ বা সক্ষম হই



ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন

• সমার্থক শব্দজোড় শনাক্ত কর  ? (ঘ-২০০৯-১০)
সলিল, সলীল
শ্মশ্রম্ন, শ্বশ্রূ
সিঁথি, সিতি
শ্বেত, সিত

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
(প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত)
Skype id - wschoolbd


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post