ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি বাংলা কবিতা – পাঞ্জেরী ধারণা নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি বাংলা কবিতা – পাঞ্জেরী
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি বাংলা কবিতা – পাঞ্জেরী
ফররুখ আহমদ
কাব্যগ্রন্থ- সাত সাগরের মাঝি
ছন্দ- মাত্রাবৃত্ত; মূল পর্ব ৬ মাত্রা; পর্ববিন্যাস- ৬+৬+২
কবিতায় ‘পাঞ্জেরী’ শব্দটি ব্যবহৃত হয়েছে- ৫ বার
কবিতায় ‘রাত পোহাবার কতো দেরি পাঞ্জেরী?’ পংক্তিটি ব্যবহৃত হয়েছে- ৪ বার
প্রথম পংক্তি- রাত পোহাবার কতো দেরি পাঞ্জেরী?
শেষ পংক্তি- দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরি, কত দেরি।।
শব্দার্থ ও টীকা
পাঞ্জেরী- যে নৌ-কর্মচারী জাহাজের অগ্রভাগে বা মাস্তুলসংলগ্ন বাতি দিয়ে চারপাশ দেখে মাঝিকে পথনির্দেশ করে। জাহাজের অগ্রভাগে নিয়োজিত থাকে। এখানে প্রতীকী অর্থ- জাতির পতপ্রদর্শক
সেতারা- তারা, নক্ষত্র
হেলাল- চাঁদ
মাস্তুল- নৌকা, জাহাজের পাল লাগানোর দণ্ড
ঘন-সিয়া- নিবিড় কালো (অন্ধকার)
জিন্দেগানির বা’ব- জীবনের অধ্যায় বা পর্যায়
মর্সিয়া- শোকগীতি
খা’ব- স্বপ্ন, খোয়াব
হেরি- দেখি, প্রত্যক্ষ করি, অবলোকন করি
পেরেশান- উদ্বিগ্ন, চিন্তিত, কিংকর্তব্যবিমূঢ়, ক্লান্ত
মুসাফির- পথিক, সফরকারী, যাত্রী, পর্যটক
তকদির- ভাগ্য, অদৃষ্ট, কপাল, নসিব
জুলমাত- অন্ধকার
গাফলত- অবহেলা, ঔদাসীন্য, অমনোযোগিতা, ভুলচুক
শর্বরী- রাত্রি
আহাজারি- হাহাকার
রোনাজারি- কান্না, ক্রন্দন
মজলুম- অত্যাচারিত
কৈফিয়ত- জবাবদিহি
লেখক পরিচিতি
জন্ম : ১৯১৮, মাগুরা জেলার মাঝআইল গ্রামে
মৃত্যু : ১৯৭৪, ঢাকায়
ইসলামী রেনেসাঁসের কবি
গ্রন্থ-
কাব্যগ্রন্থ- সিরাজাম মুনীরা,
কাব্যনাট্য- নৌফেল ও হাতেম
সনেটসংকলন- মুহূর্তের কবিতা
কাহিনীকাব্য- হাতেম তায়ী
ভাষা অনুশীলন/ব্যাকরণ অংশ
লিঙ্ক- শব্দের শ্রেণীবিভাগ (আরবি-ফারসি শব্দ)
কাব্যগ্রন্থ- সাত সাগরের মাঝি
ছন্দ- মাত্রাবৃত্ত; মূল পর্ব ৬ মাত্রা; পর্ববিন্যাস- ৬+৬+২
কবিতায় ‘পাঞ্জেরী’ শব্দটি ব্যবহৃত হয়েছে- ৫ বার
কবিতায় ‘রাত পোহাবার কতো দেরি পাঞ্জেরী?’ পংক্তিটি ব্যবহৃত হয়েছে- ৪ বার
প্রথম পংক্তি- রাত পোহাবার কতো দেরি পাঞ্জেরী?
শেষ পংক্তি- দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরি, কত দেরি।।
শব্দার্থ ও টীকা
পাঞ্জেরী- যে নৌ-কর্মচারী জাহাজের অগ্রভাগে বা মাস্তুলসংলগ্ন বাতি দিয়ে চারপাশ দেখে মাঝিকে পথনির্দেশ করে। জাহাজের অগ্রভাগে নিয়োজিত থাকে। এখানে প্রতীকী অর্থ- জাতির পতপ্রদর্শক
সেতারা- তারা, নক্ষত্র
হেলাল- চাঁদ
মাস্তুল- নৌকা, জাহাজের পাল লাগানোর দণ্ড
ঘন-সিয়া- নিবিড় কালো (অন্ধকার)
জিন্দেগানির বা’ব- জীবনের অধ্যায় বা পর্যায়
মর্সিয়া- শোকগীতি
খা’ব- স্বপ্ন, খোয়াব
হেরি- দেখি, প্রত্যক্ষ করি, অবলোকন করি
পেরেশান- উদ্বিগ্ন, চিন্তিত, কিংকর্তব্যবিমূঢ়, ক্লান্ত
মুসাফির- পথিক, সফরকারী, যাত্রী, পর্যটক
তকদির- ভাগ্য, অদৃষ্ট, কপাল, নসিব
জুলমাত- অন্ধকার
গাফলত- অবহেলা, ঔদাসীন্য, অমনোযোগিতা, ভুলচুক
শর্বরী- রাত্রি
আহাজারি- হাহাকার
রোনাজারি- কান্না, ক্রন্দন
মজলুম- অত্যাচারিত
কৈফিয়ত- জবাবদিহি
লেখক পরিচিতি
জন্ম : ১৯১৮, মাগুরা জেলার মাঝআইল গ্রামে
মৃত্যু : ১৯৭৪, ঢাকায়
ইসলামী রেনেসাঁসের কবি
গ্রন্থ-
কাব্যগ্রন্থ- সিরাজাম মুনীরা,
কাব্যনাট্য- নৌফেল ও হাতেম
সনেটসংকলন- মুহূর্তের কবিতা
কাহিনীকাব্য- হাতেম তায়ী
ভাষা অনুশীলন/ব্যাকরণ অংশ
লিঙ্ক- শব্দের শ্রেণীবিভাগ (আরবি-ফারসি শব্দ)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন
- ‘মর্সিয়া’ শব্দটি বোঝায়- (ক-২০০৬-০৭)
- ‘জুলমাত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? (ক-২০০৭-০৮)
- জাহাজের কোথায় পাঞ্জেরী নিয়োজিত? (ক-২০০৮-০৯)
- ‘পাঞ্জেরী’ কবিতায় ‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরী’- এই অংশটি কতবার আছে? (ক-২০০৮-০৯)
- ‘সেতারা’ শব্দের অর্থ কী? (ঘ-১৯৯৯-২০০০)
- মুসলিম জাগরণের কবি: (গ-২০১০-১১)
- ‘সেতারা হেলাল এখনো উঠেনি জেগে’- উক্ত লাইনটিতে কি ভাব ব্যক্ত করা হয়েছে? (গ-২০০৯-১০)
- ‘পাঞ্জেরী’ কবিতাটি কোন ছন্দে রচিত? (গ-২০০৯-১০)
- ‘মর্সিয়া’ শব্দের বিপরীত অর্থ: (গ-২০০৬-০৭)
- ‘পাঞ্জেরি’ কবিতায় ‘অসীম কুয়াশা’ বলতে বোঝানো হয়েছে: (গ-২০০৬-০৭)
- ‘দীঘল রাতের শ্রান্ত সফর শেষে/ কোন দরিয়াল কালো দিগন্তে আমরা পড়েছি এসে।’- এখানে ‘দরিয়া’ শব্দটি: (গ-২০০৫-০৬)
- ‘ওকি দরিয়ার গর্জন, ওকি বেদনা মজলুমের! ওকি ক্ষুধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরী।’ পংক্তিদ্বয় কোন কবিতার অংশ? (গ-২০০১-০২)
- মরণোত্তর একুশে পদক কে পেয়েছেন? (গ-২০০১-০২)
(প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত)
Skype id - wschoolbd
Tags
HSC Bangla1