এইচ এস সি বাংলা কবিতা – বাংলাদেশ

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি বাংলা কবিতা – বাংলাদেশ ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি বাংলা কবিতা – বাংলাদেশ


অমিয় চক্রবর্তী

কাব্যগ্রন্থ- অনিঃশেষ
(‘অনিঃশেষ’ কাব্যের ‘বাংলাদেশ’ নামের সুদীর্ঘ কবিতা থেকে নির্বাচিত অংশ ‘বাংলাদেশ’ নামেই সংকলিত হয়েছে।)
ছন্দ- প্রবহমান অক্ষরবৃত্ত; ১৮ মাত্রা; প্রতি চরণে দুটি পর্ব- ১০+৮

যমুনা-পদ্মার তীরে তীরে
রূপোলি জলের ধারে, আম-জাম-নারকেল ঘেরা
আমন ধানের খেতে

সেই বাংলাদেশের ছিল সহস্রের একটি কাহিনী
কোরানে পুরাণে শিল্পে, পালা-পার্বণের ঢাকে ঢোলে
আউল বাউল নাচে; পূণ্যাহের সানাই রঞ্জিত
রোদ্দুরে আকাশতলে দেখ কারা হাটে যায়, মাঝি
পাল তোলে, তাঁতি বোনে,

ওরা কারা বুনো দল ঢোকে/ এরি মধ্যে (পাকসেনাদের কথা বলা হয়েছে।)
কোটি মানুষের সমবায়ী সভ্যতার ভাষা (বাংলা ভাষার কথা বলা হয়েছে।/ মূলত বাঙালির ভাষা ও সাংস্কৃতিক ঐক্য আর অপরদিকে পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক পার্থক্যের প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে।)
লক্ষ লক্ষ হা-ঘরে দুর্গত/ঘৃণ্য যম-দূত-সেনা এড়িয়ে সীমান্তপারে ছোটে,
হত্যা-ব্যবসায়ী/ বাংলাদেশ-ধ্বংস-কাব্যে জানে না পৌঁছল জাহান্নামে/ এ জন্মেই;
বাংলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে।।

শব্দার্থ ও টীকা
ধারাবাহী- অবিচ্ছিন্ন
পূণ্যাহ- শুভদিনে বছরের খাজনা আদায় আরম্ভ অনুষ্ঠান
অধম রাষ্ট্র- পাকিস্তান; পাকিস্তানের ষড়যন্ত্র, নির্যাতনমূলক এবং গণবিরোধী ভূমিকার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
হা-ঘরে- গৃহহীন, উদ্বাস্তু
হন্তারক- হত্যাকারী

লেখক পরিচিতি
জন্ম : ১৯০১, পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে
মৃত্যু : ১৯৮৬
রবীন্দ্র-পরবর্তী যুগের পঞ্চপাণ্ডবের অন্যতম
(পঞ্চপাণ্ডব- সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে,  )
রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন, কিন্তু রবীন্দ্রপ্রভাববর্জিত আধুনিক কবি।
গ্রন্থ-
কাব্যগ্রন্থ- একমুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞানবসন্ত, পারাপার, পালাবদল, পুষ্পিত ইমেজ, অমরাবতী, ঘরে ফেরার দিন, অনিঃশেষ (‘পারাপার’ ও ‘পারাবদল’ কাব্যের পটভূমি চার মহাদেশ-পরিব্যাপ্ত।)

ভাষা অনুশীলন/ব্যাকরণ অংশ
লিঙ্ক- সন্ধি(বিসর্গসন্ধি), বানান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন
  • বাংলাদেশ কবিতায় কোন ধানের উলেস্নখ আছে? (ঘ-২০০৫-০৬)
  • ‘বাংলাদেশ’ কবিতায় কোন নদীদ্বয়ের উল্লেখ আছে? (ঘ-২০১০-১১)
  • ‘মাটির দেয়াল’ কাব্যগ্রন্থের রচয়িতা: (গ-২০০৭-০৮)
  • কবি অমিয় চক্রবর্তী কত সালে মৃত্যুবরণ করেন? (গ-২০০৭-০৮)
  • ‘বাংলাদেশ’ কবিতাটির ছন্দ- (গ-২০০৩-০৪)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
(প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত)
Skype id - wschoolbd


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post