ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি
হিসাববিজ্ঞান – মূলধন ও মুনাফা জাতীয় আয় – ব্যয় ধারণা নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি হিসাববিজ্ঞান - মূলধন ও মুনাফা জাতীয় আয় – ব্যয়
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id - wschoolbd মোবাইল নং- ০১৯১৫৪২৭০৭০ ।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি হিসাববিজ্ঞান - মূলধন ও মুনাফা জাতীয় আয় – ব্যয়
বিষয়াবলী
যে সব আয়-ব্যয়ের কার্যকারিতা একাধিক হিসাবকালে বিদ্যমান থাকে তাদেরকে মূলধন জাতীয় আয়-ব্যয় বলে। যেমন-
মূলধন জাতীয় আয়-ব্যয় এর বৈশিষ্ট্য :
মুনাফা জাতীয় আয়-ব্যয়
যে সব আয়-ব্যয়ের কার্যকারিতা একটি হিসাবকালের মধ্যে বিদ্যমান থাকে তাদেরকে মুনাফা জাতীয় আয়-ব্যয় বলে। যেমন-
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
যে সব মুনাফা জাতীয় ব্যয় একটি হিসাব-কালে নিঃশেষ না হয়ে পরবর্তী কয়েকটি হিসাবকালে নিঃশেষ হয় তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে।
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের বৈশিষ্ট্য
- মূলধন জাতীয় আয় –ব্যয়
- মূলধন জাতীয় আয়-ব্যয় এর বৈশিষ্ট্য
- মুনাফা জাতীয় আয়-ব্যয়
- মুনাফা জাতীয় আয়-ব্যয় এর বৈশিষ্ট্য
- বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
- বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের বৈশিষ্ট্য
যে সব আয়-ব্যয়ের কার্যকারিতা একাধিক হিসাবকালে বিদ্যমান থাকে তাদেরকে মূলধন জাতীয় আয়-ব্যয় বলে। যেমন-
- স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত খরচাবলি।
- স্থায়ী সম্পত্তি কার্যক্ষমতা বৃদ্ধির খরচাবলি।
মূলধন জাতীয় আয়-ব্যয় এর বৈশিষ্ট্য :
- অনিয়মিত ভাবে সংঘটিত হয়।
- বৃহৎ অঙ্কের লেনদেন।
- একাধিক হিসাব কালে প্রভাব ফেলে।
- এ ধরনের লেনদেন এর ফলে স্থায়ী সম্পত্তি বা অফেরত যোগ্য দায়ের সৃষ্টি হয়।
- আর্থিক বিবরণীর উদ্বৃত্ত পত্রে প্রকাশ করা হয়।
মুনাফা জাতীয় আয়-ব্যয়
যে সব আয়-ব্যয়ের কার্যকারিতা একটি হিসাবকালের মধ্যে বিদ্যমান থাকে তাদেরকে মুনাফা জাতীয় আয়-ব্যয় বলে। যেমন-
- চলতি সম্পত্তির ক্রয় সংক্রান্ত খরচাবলি।
- ব্যবসায় পরিচালনা সংক্রান্ত খরচাবলি।
- নিয়মিত ও দৈনন্দিন কার্যক্রম থেকে সৃষ্টি হয়।
- অপেক্ষাকৃত ক্ষুদ্র অঙ্কের হয়।
- শুধুমাত্র একটি হিসাব কালে প্রভাব ফেলে।
- আয়-ব্যয় বিবরণীতে প্রকাশ করা হয়।
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
যে সব মুনাফা জাতীয় ব্যয় একটি হিসাব-কালে নিঃশেষ না হয়ে পরবর্তী কয়েকটি হিসাবকালে নিঃশেষ হয় তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে।
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের বৈশিষ্ট্য
- এই মুনাফা জাতীয় ব্যয়গুলো বড় অংকের হয়ে থাকে।
- কয়েকটি হিসাব-কালে ভাগ করে দেয়া হয়।
- প্রত্যেক বছরের খরচের অংশ আয়-ব্যয় বিবরণীতে ডেবিট করে দেখানো হয় এবং বাকি অংশ আর্থিক বিবরণীতে সম্পত্তি হিসাবে দেখানো হয়।
Skype id - wschoolbd মোবাইল নং- ০১৯১৫৪২৭০৭০ ।
Tags
HSC Accounting