ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি হিসাববিজ্ঞান - লেনদেন নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি হিসাববিজ্ঞান - লেনদেন
বিশ্ববিদ্যালয়গুলোতে বিবিএ’তে ভর্তি হওয়ার জন্য হিসাববিজ্ঞান (Accounting) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ বিবিএ’র ভর্তি পরীক্ষায় কী-সাবজেক্ট হিসেবে কাজ করে ইংরেজি ও হিসাববিজ্ঞান। আর তাই ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে হিসাববিজ্ঞানের উপর একটু বাড়তি জোর দিতেই হয়।
হিসাববিজ্ঞানের প্রস্তুতি নেয়ার সময় থিওরি ও অঙ্ক, দু’টিতেই প্রয়োজনীয় গুরুত্ব দেয়া দরকার। অধিকাংশ শিক্ষার্থী-ই উচ্চ মাধ্যমিক পর্যায়ে হিসাববিজ্ঞানের থিওরি যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়ে না, তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সময় এই অংশটি-ই শিক্ষার্থীদের বেশি ভোগায়। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনেক অঙ্ক না করেও উত্তর করার সুবিধা থাকায় প্রায় সব শিক্ষার্থীই অনেক অঙ্ক শিখে না, আর সেটাও এই পর্যায়ে শিক্ষার্থীদের সমস্যার কারণ হয়।
লেনদেনের মৌলিক বৈশিষ্ট্য :
১. লেনদেনের ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থায় (A=L+OE) অবশ্যই পরিবর্তন আসবে
২. লেনদেন অবশ্যই আর্থিক মূল্যে পরিমাপযোগ্য
৩. পণ্য দ্রব্য বা সেবার বিনিময় থাকতে হবে
৪. দ্বৈতসত্ত্বার অধিকারী হতে হবে (ডেবিট ও ক্রেডিট)
লেনদেন লিপিবদ্ধ করার ভিত্তি : সাধারণত ২টি ভিত্তির উপরে লেনদেনকে লিপিবদ্ধ করা হয়-
১. বকেয়া ভিত্তি বা প্রাপ্য-প্রদেয় ভিত্তি
২. নগদান ভিত্তি
১. বকেয়া বা প্রাপ্য-প্রদেয় ভিত্তি : এ ভিত্তিতে যখন আয় অর্জিত বা সংঘটিত হয়, তখনই লেনদেনটিকে আয় বা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় (নগদ অর্থ প্রাপ্তি বা পরিশোধ না হলেও)।
২. নগদান ভিত্তি : এ ভিত্তিতে শুধুমাত্র নগদ টাকার প্রাপ্তি ও প্রদানের ঘটনা ঘটলেই তা লিপিবদ্ধ করা হয়।
(প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত)
Skype id - wschoolbd
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি হিসাববিজ্ঞান - লেনদেন
বিশ্ববিদ্যালয়গুলোতে বিবিএ’তে ভর্তি হওয়ার জন্য হিসাববিজ্ঞান (Accounting) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ বিবিএ’র ভর্তি পরীক্ষায় কী-সাবজেক্ট হিসেবে কাজ করে ইংরেজি ও হিসাববিজ্ঞান। আর তাই ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে হিসাববিজ্ঞানের উপর একটু বাড়তি জোর দিতেই হয়।
হিসাববিজ্ঞানের প্রস্তুতি নেয়ার সময় থিওরি ও অঙ্ক, দু’টিতেই প্রয়োজনীয় গুরুত্ব দেয়া দরকার। অধিকাংশ শিক্ষার্থী-ই উচ্চ মাধ্যমিক পর্যায়ে হিসাববিজ্ঞানের থিওরি যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়ে না, তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সময় এই অংশটি-ই শিক্ষার্থীদের বেশি ভোগায়। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনেক অঙ্ক না করেও উত্তর করার সুবিধা থাকায় প্রায় সব শিক্ষার্থীই অনেক অঙ্ক শিখে না, আর সেটাও এই পর্যায়ে শিক্ষার্থীদের সমস্যার কারণ হয়।
লেনদেনের মৌলিক বৈশিষ্ট্য :
১. লেনদেনের ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থায় (A=L+OE) অবশ্যই পরিবর্তন আসবে
২. লেনদেন অবশ্যই আর্থিক মূল্যে পরিমাপযোগ্য
৩. পণ্য দ্রব্য বা সেবার বিনিময় থাকতে হবে
৪. দ্বৈতসত্ত্বার অধিকারী হতে হবে (ডেবিট ও ক্রেডিট)
লেনদেন লিপিবদ্ধ করার ভিত্তি : সাধারণত ২টি ভিত্তির উপরে লেনদেনকে লিপিবদ্ধ করা হয়-
১. বকেয়া ভিত্তি বা প্রাপ্য-প্রদেয় ভিত্তি
২. নগদান ভিত্তি
১. বকেয়া বা প্রাপ্য-প্রদেয় ভিত্তি : এ ভিত্তিতে যখন আয় অর্জিত বা সংঘটিত হয়, তখনই লেনদেনটিকে আয় বা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় (নগদ অর্থ প্রাপ্তি বা পরিশোধ না হলেও)।
- আধুনিক হিসাববিজ্ঞান বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত
- হিসাববিজ্ঞানের সর্বসাধারণ গৃহীত নীতিমালা (GAAP) অনুযায়ী বকেয়া ভিত্তিতে হিসাব-নিকাশ করা হয়
২. নগদান ভিত্তি : এ ভিত্তিতে শুধুমাত্র নগদ টাকার প্রাপ্তি ও প্রদানের ঘটনা ঘটলেই তা লিপিবদ্ধ করা হয়।
- এটি GAAP স্বীকৃত নয়
(প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত)
Skype id - wschoolbd
Tags
HSC Accounting