ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৪: জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. এক্সরে ব্যবহার করা হয়-
i. দাঁতের গোড়ায় ঘা নির্ণয়
ii. দাঁতের গোড়ায় ক্ষয় নির্ণয়ে
iii. ক্যান্সার কোষকে ধ্বংস করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০২. রেডিওথেরাপি কত ধরনের হয়ে থাকে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
২০৩. হৃৎপিন্ডের একটি সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য কয়টি ইলেকট্রোড ব্যবহার করা হয়?
Ο ক) নয়টি
Ο খ) দশটি
Ο গ) এগারটি
Ο ঘ) বারটি
সঠিক উত্তর: (খ)
২০৪. কোন গ্রন্থির অস্বাভাবিক প্রকৃতি উপরোক্ত প্রক্রিয়ায় নির্ণয় করা হয়?
Ο ক) লালগ্রন্থি
Ο খ) পিটিউটারী
Ο গ) থাইরয়েড
Ο ঘ) পেলভিস
সঠিক উত্তর: (গ)
২০৫. ই.টি.টি টেস্টে হৃৎযন্ত্রের উপর কীসের অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়?
Ο ক) রক্তের
Ο খ) বিদুৎতের
Ο গ) অনুশীলনের
Ο ঘ) পেশীর
সঠিক উত্তর: (গ)
২০৬. এনজিওগ্রাফি করার ফলে হতে পারে-
i. ইনজেকশন দেওয়ার স্থানে ইনফেকশন
ii. রক্তকণিকা উৎপাদন ব্যাহত
iii. ডায়াবেটিস রোগীর কিডসি সমস্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৭. রাশেদ সাহেব বুকে ব্যথার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তার হৃৎপিন্ডের অবস্থা বুঝার জন্য কোন পরীক্ষাটি করাতে পারেন?
Ο ক) এন্ডোসকোপি
Ο খ) এক্সরে
Ο গ) ইসিজি
Ο ঘ) রেডিওথেরাপি
সঠিক উত্তর: (গ)
২০৮. কোন পরীক্ষার মাধ্যমে হৃৎপিন্ডের করোনারী ধমনীতে সৃষ্ট আংশিক অবরুদ্ধ অবস্থায় সনাক্ত করা হয়?
Ο ক) ইসিজি
Ο খ) এন্ডোসকোপি
Ο গ) এনজিওগ্রাফি
Ο ঘ) ইটিটি
সঠিক উত্তর: (ঘ)
২০৯. সিটিস্ক্যানের সাহায্যে ত্রিমাত্রিক ছবি পাওয়া যায়-
i. রক্তবাহী শিরা বা ধমনীয়
ii. ফুসফুসের
iii. ব্রেনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১০. আচার্য স্যার জগদীশচন্দ্র বসু ছিলেন-
i. একাধারে একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞান
ii. একজন জীববিজ্ঞানী
iii. একজন রসায়নবিদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১১. রেডিওথেরাপি কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
২১২. কুরআনের পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ নাযিল হয়েছিল-
i. যে কিতাব আসমানে ছিল
ii. রাসুলগণের নিকট প্রেরিত আল্লাহর বাণী সমূহের সংকলন
iii. মানুষের জন্য প্রেরিত আল্লাহর বাণীসমূহের সমষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২১৩. রেডিওথেরাপি ব্যবহার করা হয়-
i. ক্যান্সার চিকিৎসায়
ii. থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক প্রকৃতি নির্ণয়ে
iii. রক্তের কিছু ব্যাধির চিকিৎসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৪. আধুনিক সমাজে মৃত্যুহার কমে যাওয়ার কারণ-
i. মানুষ বিদেশ গিয়ে চিকিৎসা করে
ii. রোগ নির্ণয়ে ভৌত যন্ত্র ব্যবহৃত হচ্ছে
iii. চিকিৎসায় ভৌত যন্ত্র ব্যবহৃত হচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১৫. জগদীশচন্দ্র বসু কত সালে রেডিও সংকেত প্রেরণ করেন ?
Ο ক) ১৭৪৮
Ο খ) ১৮৪৫
Ο গ) ১৮৮৪
Ο ঘ) ১৮৯৫
সঠিক উত্তর: (ঘ)
২১৬. একটি পূণাঙ্গ মানবদেহে কয়টি কোষ দ্বারা গঠিত?
Ο ক) হাজার কোটি
Ο খ) লক্ষ কোটি
Ο গ) লক্ষ মিলিয়ন
Ο ঘ) লক্ষ বিলিয়ন
সঠিক উত্তর: (খ)
২১৭. একজন ব্যক্তির এক্সরে রিপোর্টে দেখা গেল তার পেটে টিউমার আছে। টিউমারটির অবস্থান সঠিকভাবে জানার জন্য কোন পরীক্ষা দরকার?
Ο ক) আল্ট্রসনোগ্রাফি
Ο খ) সিটিস্ক্যান
Ο গ) রেডিওথেরাপি
Ο ঘ) এমআরআই
সঠিক উত্তর: (খ)
২১৮. রেডিওথেরাপিতে হাড়ের ক্যান্সারের ক্ষেত্রে কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার হয়?
Ο ক) স্ট্রানশিয়াম
Ο খ) আয়োডিন
Ο গ) ফসফরাস
Ο ঘ) কোবাল্ট
সঠিক উত্তর: (ক)
২১৯. এক্সরে বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের
Ο খ) দৃশ্যমান
Ο গ) দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের
Ο ঘ) নিম্ব ভেদনক্ষমতা সম্পন্ন
সঠিক উত্তর: (ক)
২২০. এন্ডোসকোপি-
i. বলতে সাধারণভাবে কোনো কিছু বাইরে দেখাকে বুঝায়
ii. যন্ত্রে দুটি নল থাকে
iii. যন্ত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্ম ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২১. করোনারী আর্টারী রোগের রোগ নিরূপণের জন্য কোন পরীক্ষাটি খুবই উপকার?
Ο ক) এমআর আই
Ο খ) ইটিটি
Ο গ) এন্ডোসকোপি
Ο ঘ) সিটি স্ক্যান
সঠিক উত্তর: (খ)
২২২. M.R.I ইংরেজী কোন শব্দের সংক্ষিপ্ত রূপ?
Ο ক) Magnetic Reaction Image
Ο খ) Machine Readable Imaging
Ο গ) Magnetic Resonance Imaging
Ο ঘ) Magnetic Reflection Image
সঠিক উত্তর: (গ)
২২৩. প্রাণিজগতের নিয়মে ব্যাখ্যা করা সম্ভব-
Ο ক) জড় জগৎ
Ο খ) প্রাণী জগৎ
Ο গ) মৎস্য জগৎ
Ο ঘ) জড় জগৎ ও প্রাণী জগৎ
সঠিক উত্তর: (ঘ)
২২৪. প্রাত্যহিক জীবনের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়-
i. অর্ন্তদহন ইঞ্জিন
ii. রেফ্রিজারেটর
iii. বাষ্পীয় ইঞ্জিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৫. জগদীশচন্দ্র বসু কোন বিষয়ে অধ্যাপনা শুরু করেন?
Ο ক) রসায়নে
Ο খ) পদার্থবিজ্ঞানে
Ο গ) জীববিজ্ঞানে
Ο ঘ) ভৌতবিজ্ঞানে
সঠিক উত্তর: (খ)
২২৬. কোনটির মাধ্যমে প্রাপ্ত প্রতিবিম্বকে পাউরুটির এক একটি ফালির সঙ্গে তুলনা করা যায়?
Ο ক) সিটিস্ক্যান
Ο খ) এক্সরে
Ο গ) এমআরআই
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (গ)
২২৭. ডাক্তারের ধারণা নাদিমের পিত্তথলিতে সমস্যা রয়েছে। তিনি কীভাবে এ ব্যাপারে নিশ্চিত হতে পারেন?
Ο ক) এক্সরে পরীক্ষা দ্বারা
Ο খ) অপারেশন করে
Ο গ) রেডিওথেরাপি প্রয়োগ করে
Ο ঘ) আল্ট্রসনোগ্রাফির সাহায্যে
সঠিক উত্তর: (ঘ)
২২৮. বিজ্ঞানের অগ্রগতির মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় অনেক বৃদ্ধি পেয়েছে-
i. রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে
ii. জীববিজ্ঞানের মধ্যে
iii. পদার্থবিজ্ঞানের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৯. জগদীশচন্দ্র বসু কত সালে ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন?
Ο ক) ১৯১৭
Ο খ) ১৯২৭
Ο গ) ১৯০৭
Ο ঘ) ১৮৯৭
সঠিক উত্তর: (ক)
২৩০. এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোর তরঙ্গদৈর্ঘ্যর চেয়ে কী রকম?
Ο ক) সমান
Ο খ) অনেক কম
Ο গ) অনেক বেশি
Ο ঘ) এক্সরের তরঙ্গদৈর্ঘ্য নেই
সঠিক উত্তর: (খ)
২৩১. ইসিজি এর পূর্নরূপ কোনটি?
Ο ক) ইলেকট্রোকার্ডিওগ্রাফি
Ο খ) ইলেকট্রোকার্ডিওগ্রাম
Ο গ) ইলেকট্রোকাপগ্রাফি
Ο ঘ) ইলেকট্রোকোপিগ্রাম
সঠিক উত্তর: (খ)
২৩২. পদার্থবিজ্ঞান ব্যবহার করে জীবনের নানাবিধ রহস্যের অনুসন্ধান করাকে কী বলে?
Ο ক) জীববিজ্ঞান
Ο খ) উদ্ভিদ বিজ্ঞান
Ο গ) জীবপদার্থবিজ্ঞান
Ο ঘ) পদার্থবিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
২৩৩. তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার পরিলক্ষিত হয়-
i. কৃষিক্ষেত্রে
ii. শিল্পক্ষেত্রে
iii. খাদ্য সংরক্ষণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. এক্সরে নলের ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করা হলে কী ঘটে?
Ο ক) অ্যানোড থেকে ইলকট্রনগুলো খুব দ্রুতগতিতে ছুটে যায় এবং লক্ষবস্তু ক্যাথোডকে আঘাত করে
Ο খ) অ্যানোড থেকে ইলেকট্রনগুলো ধীরে ধীরে অগ্রসর হয় এবং লক্ষবস্তু ক্যাথোডকে আঘাত করে
Ο গ) ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো খুব দ্রুতগতিতে ছুটে যায় এবং লক্ষবস্তু অ্যানোডকে আঘাত করে
Ο ঘ) ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো ধীরে ধীরে অগ্রসর হয় এবং লক্ষবস্তু অ্যানোডকে আঘাত করে
সঠিক উত্তর: (গ)
২৩৫. ব্যথাহীন এবং নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি কোনটি?
Ο ক) সিটি স্ক্যান
Ο খ) ইটিটি
Ο গ) ইসিজি
Ο ঘ) এম, আর, আই
সঠিক উত্তর: (ঘ)
২৩৬. জগদীশচন্দ্র বসু কত সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন?
Ο ক) ১৮৮০
Ο খ) ১৮৮৪
Ο গ) ১৮৯৫
Ο ঘ) ১৯১৭
সঠিক উত্তর: (ঘ)
২৩৭. এক্সরে বায়ুশূণ্য কাচনলের দুই প্রান্তে কয়টি ইলেকট্রোড লাগানো থাকে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
২৩৮. নিচের কোন প্রক্রিয়াকে ব্রাকিথেরাপি বলে?
Ο ক) ইটিটি
Ο খ) এন্ডোসকোপি
Ο গ) আল্ট্রসনোগ্রাফি
Ο ঘ) অভ্যন্তরীণ রেডিওথেরাপি
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. এক্সরশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত?
Ο ক) প্রায় ১০-6m
Ο খ) প্রায় ১০-7m
Ο গ) প্রায় ১০-10m
Ο ঘ) প্রায় ১০-11m
সঠিক উত্তর: (গ)
২৪০. যে কৌশলে বা প্রক্রিয়ায় এনজিওগ্রাম করার সময় ধমনীর ব্লক মুক্ত করা হয় তাকে কী বলে?
Ο ক) এন্ডোসকোপি
Ο খ) ব্রাকিথেরাপি
Ο গ) ইলেকট্রোকার্ডিওগ্রাম
Ο ঘ) এনজিওপ্লাস্টি
সঠিক উত্তর: (ঘ)
২৪১. সিটিস্ক্যান যন্ত্রে ব্যবহৃত এক্সরে ডিটেকরটির সাহায্য রোগীর দেহের বিভিন্ন ঘনত্বের কী শনাক্ত করা যায়?
Ο ক) শত শত স্তর
Ο খ) হাজার হাজার স্তর
Ο গ) লক্ষ লক্ষ স্তর
Ο ঘ) কোটি কোটি স্তর
সঠিক উত্তর: (ক)
২৪২. আগে ধারণা করা হতো বিভিন্ন উদ্দীপনার উদ্ভিদের সাড়া দেওয়ার প্রকৃতি কোনটি?
Ο ক) বৈদুতিক
Ο খ) চৌম্বক
Ο গ) রাসায়নিক
Ο ঘ) বৈদ্যুতিক ও রাসায়নিক
সঠিক উত্তর: (গ)
২৪৩. হৃদপিন্ডের ক্রিয়া থেমে গেলে-
i. খুব দ্রুত মস্তিষ্কের ক্রিয়া থেমে যায়
ii. শরীরের অন্যান্য সকল অঙ্গগুলোর কর্মকান্ড বন্ধ হয়ে যায়
iii. মস্তিষ্কের ক্রিয়া থেমে যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪৪. কোনটির সাহায্য শরীরের নরম টিস্যুর ত্রিমাত্রিক ছবি পাওয়া যায়?
Ο ক) এক্সরে
Ο খ) আল্ট্রসনোগ্রাফি
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) এমআরআই
সঠিক উত্তর: (গ)
২৪৫. ইসিজি পরীক্ষায় কোনটি জানা যায়?
Ο ক) হাড় ভেঙেছে কিনা
Ο খ) কোনো অঙ্গে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে কিনা
Ο গ) যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা
Ο ঘ) টিউমার আছে কিনা
সঠিক উত্তর: (খ)
২৪৬. মূত্রথলির অভ্যন্তরভাগ পরীক্ষা করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) রেডিওথেরাপি
Ο খ) ইসিজি
Ο গ) এন্ডোসকোপি
Ο ঘ) এমআরআই
সঠিক উত্তর: (গ)
২৪৭. সিটিস্ক্যান ঝুকিঁপূর্ণ কেন?
Ο ক) উচ্চ শব্দে মাথাব্যাথা হতে পারে বলে
Ο খ) প্রচন্ড ক্লান্তি ও অবসাদ দেখা দিতে পারে বলে
Ο গ) শ্বাসকষ্ট দেখা দেয় বলে
Ο ঘ) তেজস্ক্রিয় বিকিরণ থাকে বলে
সঠিক উত্তর: (ঘ)
২৪৮. নিচের কোনটির নিয়মগুলো শুধু জড় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) রাষ্ট্রবিজ্ঞান
Ο খ) ভৌত বিজ্ঞান
Ο গ) সমাজবিজ্ঞান
Ο ঘ) নৃবিজ্ঞান
সঠিক উত্তর: (খ)
২৪৯. জড়ায়ুর টিউমার শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) এক্সরে
Ο খ) এমআরআই
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) আলট্রসনোগ্রাফি
সঠিক উত্তর: (ঘ)
২৫০. এন্ডোসকোপি ব্যবহৃত হয়-
i. ফুসফুস, বুকের কেন্দ্রীয় বিভাজন অংশ পর্যবেক্ষণের জন্য
ii. পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র বা কোলন পরীক্ষার জন্য
iii. রক্তের লোহিত কণিকার পরিমাণ নির্ণয়ের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. এক্সরে ব্যবহার করা হয়-
i. দাঁতের গোড়ায় ঘা নির্ণয়
ii. দাঁতের গোড়ায় ক্ষয় নির্ণয়ে
iii. ক্যান্সার কোষকে ধ্বংস করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০২. রেডিওথেরাপি কত ধরনের হয়ে থাকে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
২০৩. হৃৎপিন্ডের একটি সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য কয়টি ইলেকট্রোড ব্যবহার করা হয়?
Ο ক) নয়টি
Ο খ) দশটি
Ο গ) এগারটি
Ο ঘ) বারটি
সঠিক উত্তর: (খ)
২০৪. কোন গ্রন্থির অস্বাভাবিক প্রকৃতি উপরোক্ত প্রক্রিয়ায় নির্ণয় করা হয়?
Ο ক) লালগ্রন্থি
Ο খ) পিটিউটারী
Ο গ) থাইরয়েড
Ο ঘ) পেলভিস
সঠিক উত্তর: (গ)
২০৫. ই.টি.টি টেস্টে হৃৎযন্ত্রের উপর কীসের অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়?
Ο ক) রক্তের
Ο খ) বিদুৎতের
Ο গ) অনুশীলনের
Ο ঘ) পেশীর
সঠিক উত্তর: (গ)
২০৬. এনজিওগ্রাফি করার ফলে হতে পারে-
i. ইনজেকশন দেওয়ার স্থানে ইনফেকশন
ii. রক্তকণিকা উৎপাদন ব্যাহত
iii. ডায়াবেটিস রোগীর কিডসি সমস্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৭. রাশেদ সাহেব বুকে ব্যথার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তার হৃৎপিন্ডের অবস্থা বুঝার জন্য কোন পরীক্ষাটি করাতে পারেন?
Ο ক) এন্ডোসকোপি
Ο খ) এক্সরে
Ο গ) ইসিজি
Ο ঘ) রেডিওথেরাপি
সঠিক উত্তর: (গ)
২০৮. কোন পরীক্ষার মাধ্যমে হৃৎপিন্ডের করোনারী ধমনীতে সৃষ্ট আংশিক অবরুদ্ধ অবস্থায় সনাক্ত করা হয়?
Ο ক) ইসিজি
Ο খ) এন্ডোসকোপি
Ο গ) এনজিওগ্রাফি
Ο ঘ) ইটিটি
সঠিক উত্তর: (ঘ)
২০৯. সিটিস্ক্যানের সাহায্যে ত্রিমাত্রিক ছবি পাওয়া যায়-
i. রক্তবাহী শিরা বা ধমনীয়
ii. ফুসফুসের
iii. ব্রেনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১০. আচার্য স্যার জগদীশচন্দ্র বসু ছিলেন-
i. একাধারে একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞান
ii. একজন জীববিজ্ঞানী
iii. একজন রসায়নবিদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১১. রেডিওথেরাপি কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
২১২. কুরআনের পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ নাযিল হয়েছিল-
i. যে কিতাব আসমানে ছিল
ii. রাসুলগণের নিকট প্রেরিত আল্লাহর বাণী সমূহের সংকলন
iii. মানুষের জন্য প্রেরিত আল্লাহর বাণীসমূহের সমষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২১৩. রেডিওথেরাপি ব্যবহার করা হয়-
i. ক্যান্সার চিকিৎসায়
ii. থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক প্রকৃতি নির্ণয়ে
iii. রক্তের কিছু ব্যাধির চিকিৎসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৪. আধুনিক সমাজে মৃত্যুহার কমে যাওয়ার কারণ-
i. মানুষ বিদেশ গিয়ে চিকিৎসা করে
ii. রোগ নির্ণয়ে ভৌত যন্ত্র ব্যবহৃত হচ্ছে
iii. চিকিৎসায় ভৌত যন্ত্র ব্যবহৃত হচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১৫. জগদীশচন্দ্র বসু কত সালে রেডিও সংকেত প্রেরণ করেন ?
Ο ক) ১৭৪৮
Ο খ) ১৮৪৫
Ο গ) ১৮৮৪
Ο ঘ) ১৮৯৫
সঠিক উত্তর: (ঘ)
২১৬. একটি পূণাঙ্গ মানবদেহে কয়টি কোষ দ্বারা গঠিত?
Ο ক) হাজার কোটি
Ο খ) লক্ষ কোটি
Ο গ) লক্ষ মিলিয়ন
Ο ঘ) লক্ষ বিলিয়ন
সঠিক উত্তর: (খ)
২১৭. একজন ব্যক্তির এক্সরে রিপোর্টে দেখা গেল তার পেটে টিউমার আছে। টিউমারটির অবস্থান সঠিকভাবে জানার জন্য কোন পরীক্ষা দরকার?
Ο ক) আল্ট্রসনোগ্রাফি
Ο খ) সিটিস্ক্যান
Ο গ) রেডিওথেরাপি
Ο ঘ) এমআরআই
সঠিক উত্তর: (খ)
২১৮. রেডিওথেরাপিতে হাড়ের ক্যান্সারের ক্ষেত্রে কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার হয়?
Ο ক) স্ট্রানশিয়াম
Ο খ) আয়োডিন
Ο গ) ফসফরাস
Ο ঘ) কোবাল্ট
সঠিক উত্তর: (ক)
২১৯. এক্সরে বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের
Ο খ) দৃশ্যমান
Ο গ) দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের
Ο ঘ) নিম্ব ভেদনক্ষমতা সম্পন্ন
সঠিক উত্তর: (ক)
২২০. এন্ডোসকোপি-
i. বলতে সাধারণভাবে কোনো কিছু বাইরে দেখাকে বুঝায়
ii. যন্ত্রে দুটি নল থাকে
iii. যন্ত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্ম ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২১. করোনারী আর্টারী রোগের রোগ নিরূপণের জন্য কোন পরীক্ষাটি খুবই উপকার?
Ο ক) এমআর আই
Ο খ) ইটিটি
Ο গ) এন্ডোসকোপি
Ο ঘ) সিটি স্ক্যান
সঠিক উত্তর: (খ)
২২২. M.R.I ইংরেজী কোন শব্দের সংক্ষিপ্ত রূপ?
Ο ক) Magnetic Reaction Image
Ο খ) Machine Readable Imaging
Ο গ) Magnetic Resonance Imaging
Ο ঘ) Magnetic Reflection Image
সঠিক উত্তর: (গ)
২২৩. প্রাণিজগতের নিয়মে ব্যাখ্যা করা সম্ভব-
Ο ক) জড় জগৎ
Ο খ) প্রাণী জগৎ
Ο গ) মৎস্য জগৎ
Ο ঘ) জড় জগৎ ও প্রাণী জগৎ
সঠিক উত্তর: (ঘ)
২২৪. প্রাত্যহিক জীবনের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়-
i. অর্ন্তদহন ইঞ্জিন
ii. রেফ্রিজারেটর
iii. বাষ্পীয় ইঞ্জিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৫. জগদীশচন্দ্র বসু কোন বিষয়ে অধ্যাপনা শুরু করেন?
Ο ক) রসায়নে
Ο খ) পদার্থবিজ্ঞানে
Ο গ) জীববিজ্ঞানে
Ο ঘ) ভৌতবিজ্ঞানে
সঠিক উত্তর: (খ)
২২৬. কোনটির মাধ্যমে প্রাপ্ত প্রতিবিম্বকে পাউরুটির এক একটি ফালির সঙ্গে তুলনা করা যায়?
Ο ক) সিটিস্ক্যান
Ο খ) এক্সরে
Ο গ) এমআরআই
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (গ)
২২৭. ডাক্তারের ধারণা নাদিমের পিত্তথলিতে সমস্যা রয়েছে। তিনি কীভাবে এ ব্যাপারে নিশ্চিত হতে পারেন?
Ο ক) এক্সরে পরীক্ষা দ্বারা
Ο খ) অপারেশন করে
Ο গ) রেডিওথেরাপি প্রয়োগ করে
Ο ঘ) আল্ট্রসনোগ্রাফির সাহায্যে
সঠিক উত্তর: (ঘ)
২২৮. বিজ্ঞানের অগ্রগতির মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় অনেক বৃদ্ধি পেয়েছে-
i. রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে
ii. জীববিজ্ঞানের মধ্যে
iii. পদার্থবিজ্ঞানের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৯. জগদীশচন্দ্র বসু কত সালে ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন?
Ο ক) ১৯১৭
Ο খ) ১৯২৭
Ο গ) ১৯০৭
Ο ঘ) ১৮৯৭
সঠিক উত্তর: (ক)
২৩০. এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোর তরঙ্গদৈর্ঘ্যর চেয়ে কী রকম?
Ο ক) সমান
Ο খ) অনেক কম
Ο গ) অনেক বেশি
Ο ঘ) এক্সরের তরঙ্গদৈর্ঘ্য নেই
সঠিক উত্তর: (খ)
২৩১. ইসিজি এর পূর্নরূপ কোনটি?
Ο ক) ইলেকট্রোকার্ডিওগ্রাফি
Ο খ) ইলেকট্রোকার্ডিওগ্রাম
Ο গ) ইলেকট্রোকাপগ্রাফি
Ο ঘ) ইলেকট্রোকোপিগ্রাম
সঠিক উত্তর: (খ)
২৩২. পদার্থবিজ্ঞান ব্যবহার করে জীবনের নানাবিধ রহস্যের অনুসন্ধান করাকে কী বলে?
Ο ক) জীববিজ্ঞান
Ο খ) উদ্ভিদ বিজ্ঞান
Ο গ) জীবপদার্থবিজ্ঞান
Ο ঘ) পদার্থবিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
২৩৩. তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার পরিলক্ষিত হয়-
i. কৃষিক্ষেত্রে
ii. শিল্পক্ষেত্রে
iii. খাদ্য সংরক্ষণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. এক্সরে নলের ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করা হলে কী ঘটে?
Ο ক) অ্যানোড থেকে ইলকট্রনগুলো খুব দ্রুতগতিতে ছুটে যায় এবং লক্ষবস্তু ক্যাথোডকে আঘাত করে
Ο খ) অ্যানোড থেকে ইলেকট্রনগুলো ধীরে ধীরে অগ্রসর হয় এবং লক্ষবস্তু ক্যাথোডকে আঘাত করে
Ο গ) ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো খুব দ্রুতগতিতে ছুটে যায় এবং লক্ষবস্তু অ্যানোডকে আঘাত করে
Ο ঘ) ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো ধীরে ধীরে অগ্রসর হয় এবং লক্ষবস্তু অ্যানোডকে আঘাত করে
সঠিক উত্তর: (গ)
২৩৫. ব্যথাহীন এবং নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি কোনটি?
Ο ক) সিটি স্ক্যান
Ο খ) ইটিটি
Ο গ) ইসিজি
Ο ঘ) এম, আর, আই
সঠিক উত্তর: (ঘ)
২৩৬. জগদীশচন্দ্র বসু কত সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন?
Ο ক) ১৮৮০
Ο খ) ১৮৮৪
Ο গ) ১৮৯৫
Ο ঘ) ১৯১৭
সঠিক উত্তর: (ঘ)
২৩৭. এক্সরে বায়ুশূণ্য কাচনলের দুই প্রান্তে কয়টি ইলেকট্রোড লাগানো থাকে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
২৩৮. নিচের কোন প্রক্রিয়াকে ব্রাকিথেরাপি বলে?
Ο ক) ইটিটি
Ο খ) এন্ডোসকোপি
Ο গ) আল্ট্রসনোগ্রাফি
Ο ঘ) অভ্যন্তরীণ রেডিওথেরাপি
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. এক্সরশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত?
Ο ক) প্রায় ১০-6m
Ο খ) প্রায় ১০-7m
Ο গ) প্রায় ১০-10m
Ο ঘ) প্রায় ১০-11m
সঠিক উত্তর: (গ)
২৪০. যে কৌশলে বা প্রক্রিয়ায় এনজিওগ্রাম করার সময় ধমনীর ব্লক মুক্ত করা হয় তাকে কী বলে?
Ο ক) এন্ডোসকোপি
Ο খ) ব্রাকিথেরাপি
Ο গ) ইলেকট্রোকার্ডিওগ্রাম
Ο ঘ) এনজিওপ্লাস্টি
সঠিক উত্তর: (ঘ)
২৪১. সিটিস্ক্যান যন্ত্রে ব্যবহৃত এক্সরে ডিটেকরটির সাহায্য রোগীর দেহের বিভিন্ন ঘনত্বের কী শনাক্ত করা যায়?
Ο ক) শত শত স্তর
Ο খ) হাজার হাজার স্তর
Ο গ) লক্ষ লক্ষ স্তর
Ο ঘ) কোটি কোটি স্তর
সঠিক উত্তর: (ক)
২৪২. আগে ধারণা করা হতো বিভিন্ন উদ্দীপনার উদ্ভিদের সাড়া দেওয়ার প্রকৃতি কোনটি?
Ο ক) বৈদুতিক
Ο খ) চৌম্বক
Ο গ) রাসায়নিক
Ο ঘ) বৈদ্যুতিক ও রাসায়নিক
সঠিক উত্তর: (গ)
২৪৩. হৃদপিন্ডের ক্রিয়া থেমে গেলে-
i. খুব দ্রুত মস্তিষ্কের ক্রিয়া থেমে যায়
ii. শরীরের অন্যান্য সকল অঙ্গগুলোর কর্মকান্ড বন্ধ হয়ে যায়
iii. মস্তিষ্কের ক্রিয়া থেমে যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪৪. কোনটির সাহায্য শরীরের নরম টিস্যুর ত্রিমাত্রিক ছবি পাওয়া যায়?
Ο ক) এক্সরে
Ο খ) আল্ট্রসনোগ্রাফি
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) এমআরআই
সঠিক উত্তর: (গ)
২৪৫. ইসিজি পরীক্ষায় কোনটি জানা যায়?
Ο ক) হাড় ভেঙেছে কিনা
Ο খ) কোনো অঙ্গে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে কিনা
Ο গ) যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা
Ο ঘ) টিউমার আছে কিনা
সঠিক উত্তর: (খ)
২৪৬. মূত্রথলির অভ্যন্তরভাগ পরীক্ষা করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) রেডিওথেরাপি
Ο খ) ইসিজি
Ο গ) এন্ডোসকোপি
Ο ঘ) এমআরআই
সঠিক উত্তর: (গ)
২৪৭. সিটিস্ক্যান ঝুকিঁপূর্ণ কেন?
Ο ক) উচ্চ শব্দে মাথাব্যাথা হতে পারে বলে
Ο খ) প্রচন্ড ক্লান্তি ও অবসাদ দেখা দিতে পারে বলে
Ο গ) শ্বাসকষ্ট দেখা দেয় বলে
Ο ঘ) তেজস্ক্রিয় বিকিরণ থাকে বলে
সঠিক উত্তর: (ঘ)
২৪৮. নিচের কোনটির নিয়মগুলো শুধু জড় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) রাষ্ট্রবিজ্ঞান
Ο খ) ভৌত বিজ্ঞান
Ο গ) সমাজবিজ্ঞান
Ο ঘ) নৃবিজ্ঞান
সঠিক উত্তর: (খ)
২৪৯. জড়ায়ুর টিউমার শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) এক্সরে
Ο খ) এমআরআই
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) আলট্রসনোগ্রাফি
সঠিক উত্তর: (ঘ)
২৫০. এন্ডোসকোপি ব্যবহৃত হয়-
i. ফুসফুস, বুকের কেন্দ্রীয় বিভাজন অংশ পর্যবেক্ষণের জন্য
ii. পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র বা কোলন পরীক্ষার জন্য
iii. রক্তের লোহিত কণিকার পরিমাণ নির্ণয়ের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics