ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৪: জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. করোনারী আর্টারী রোগের রোগ নিরূপণে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ইসিজি
Ο খ) এন্ডোসকোপি
Ο গ) এমআরআই
Ο ঘ) ইটিটি
সঠিক উত্তর: (ঘ)
১৫২. আল্ট্রসনোগ্রাফি-
i. যন্ত্রে মাইক্রোফোন ব্যবহার করা হয়
ii. এক্সরে তুলনায় অধিকতর নিরাপদ
iii. প্রক্রিয়াটি তুলনায় কম্পাঙ্কের শব্দের প্রতিফলনের উপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৩. আল্ট্রসনোগ্রাফি যন্ত্রে-
i. রোগ নির্ণয়ের জন্য শব্দের কম্পাঙ্ক 1-10 মেগাহার্টজ হয়ে থাকে
ii. ট্রান্সডিউসার নামক স্ফটিক ব্যবহার করা হয়
iii. উৎপন্ন তরঙ্গ তাড়িত চৌম্বক তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৪. এক্সরের সাহায্যে কী সনাক্ত করা যায়?
Ο ক) হাড়ের ফাটল
Ο খ) বিল্ডিং এর ফাটল
Ο গ) শিরা ছিড়ে যাওয়া
Ο ঘ) স্ট্রোক
সঠিক উত্তর: (ক)
১৫৫. জগদীশচন্দ্র বসুর পিতা কোন জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রট ছিলেন?
Ο ক) বগুড়া
Ο খ) দিনাজপুর
Ο গ) যশোর
Ο ঘ) ফরিদপুর
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. কোন গ্রণ্থির অস্বাভাবিক বৃদ্ধির জন্যে আয়োডিন-13 ব্যবহার হয়?
Ο ক) পিটিইটারী
Ο খ) পেলভিস
Ο গ) থাইরয়েড
Ο ঘ) যকৃত
সঠিক উত্তর: (গ)
১৫৭. বাংলা ভাষায় রচিত ‘অব্যক্ত’ কী ধরনের রচনাবলী?
Ο ক) গ্রন্থ
Ο খ) উপন্যাস
Ο গ) নাটক
Ο ঘ) চিত্রনাট্য
সঠিক উত্তর: (ক)
১৫৮. হৃৎপিন্ড রক্ত সঞ্চালনের জন্য কোন ধরনের সিগন্যাল ব্যবহার করে?
Ο ক) ইলেকট্রনিক সিগন্যাল
Ο খ) বৈদ্যুতিক
Ο গ) রাসায়নিক
Ο ঘ) জৈবিক
সঠিক উত্তর: (খ)
১৫৯. উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্রের নাম কী?
Ο ক) সিসমোগ্রাফ
Ο খ) সেক্সট্যান্ট
Ο গ) ক্রোস্কোগ্রাফ
Ο ঘ) ব্যারোমিটার
সঠিক উত্তর: (গ)
১৬০. নিচের কোনটি ছোট বলে এক্সরের কোনো পদার্থ ভেদ করার ক্ষমতা বেশি হয়?
Ο ক) কম্পাঙ্ক
Ο খ) বিস্তার
Ο গ) কম্পাঙ্ক ও বিস্তার
Ο ঘ) তরঙ্গদৈর্ঘ্য
সঠিক উত্তর: (ঘ)
১৬১. পরমাণু চিকিৎসায় বহুল ব্যবহৃত আইসোপটোপ কোনটি?
Ο ক) আয়োডিন-131
Ο খ) কোবাল্ট-60
Ο গ) টেকনিশিয়াম-99 m
Ο ঘ) ফসফরাস-32
সঠিক উত্তর: (গ)
১৬২. হৃৎপিন্ডের সম্পূর্ণ ছবি পাবার জন্য হৃৎপিন্ডের প্রাচীর বরাবর কয়টি ইলেকট্রোড স্থাপন করা হয়?
Ο ক) পাঁচটি
Ο খ) ছয়টি
Ο গ) সাতটি
Ο ঘ) আটটি
সঠিক উত্তর: (খ)
১৬৩. এনজিওগ্রাফি চিকিৎসক যে নল ব্যবহার করেন তার নাম কী?
Ο ক) ক্যাথোড
Ο খ) অ্যানোড
Ο গ) ক্যাথেটার
Ο ঘ) অ্যানেটার
সঠিক উত্তর: (গ)
১৬৪. কোনটির ক্ষেত্রে শরীরের বাহির থেকে কোবাল্ট বিকিরণ বীম ব্যবহার করা হয়?
Ο ক) ইসিজি
Ο খ) অভ্যন্তরীণ রেডিওথেরাপি
Ο গ) বাহ্যিক রেডিওথেরাপি
Ο ঘ) বাহ্যিক ও অভ্যন্তরীণ রেডিওথেরাপি
সঠিক উত্তর: (গ)
১৬৫. সিটিস্ক্যান যন্ত্রে ত্রিমাত্রিক প্রতিবিম্ব গঠনে কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়?
Ο ক) গাণিতিক
Ο খ) জ্যামিতিক
Ο গ) ত্রিকোণমিতিক
Ο ঘ) জৈবিক
সঠিক উত্তর: (খ)
১৬৬. Xray ফিল্মে হাড়ের ছবি স্পষ্ট দেখা যাওয়ার কারণ-
Ο ক) হাড় Xray দ্বারা অভেদ্য
Ο খ) মাংসপেশি Xray দ্বারা অভেদ্য
Ο গ) তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি
Ο ঘ) উচু ভেদনক্ষমতাসম্পন্ন
সঠিক উত্তর: (ক)
১৬৭. বৃক্ক-
i. একটি বিশেষ ছাঁকন যন্ত্র
ii. মানুষের শরীরের নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করে থাকে
iii. মানুষের শরীরের নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৮. জগদীশচন্দ্র বসু উৎপন্ন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যকে কত মিলিমিটারে নামিয়ে আনতে সক্ষম হন?
Ο ক) প্রায় ৩ মিলিমিটার
Ο খ) প্রায় ৫ মিলিমিটার
Ο গ) প্রায় ৭ মিলিমিটার
Ο ঘ) প্রায় ৮ মিলিমিটার
সঠিক উত্তর: (খ)
১৬৯. জগদীশ চন্দ্র বসু কোন বইটি বাংলা ভাষায় রচনা করেন?
Ο ক) অব্যক্ত
Ο খ) উদ্ভিদতত্ত্ব
Ο গ) রেডিও কথন
Ο ঘ) বিজ্ঞান কথা
সঠিক উত্তর: (গ)
১৭০. জান্নাতের নামসমূহ-
i. দারুস সালাম ও সাকার
ii. দারুল মাকাম ও দারুল খুলদ
iii. দারুল কারার ও দারুল নাঈম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৭১. সিটিস্ক্যানের কার্যপ্রণালির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য কোনটি?
Ο ক) আলোর প্রতিফলন কাজে লাগানো হয়
Ο খ) এতে আলার একটি রশ্মি ছোড়া হয়
Ο গ) ত্রিমাত্রিক ছবিকে দ্বিমাত্রিক করা হয়
Ο ঘ) দ্বিমাত্রিক ছবিকে ত্রিমাত্রিক করা হয়
সঠিক উত্তর: (ঘ)
১৭২. নাসাগহ্বর এবং চারপাশের সাইসসমূহ পরীক্ষা করা হয় কোন প্রক্রিয়ায়?
Ο ক) এক্সরে
Ο খ) সিটি স্ক্যান
Ο গ) ই সি জি
Ο ঘ) এন্ডোসকোপি
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. স্যার জগদীশচন্দ্র বসু কোথায় অধ্যাপনা করতেন?
Ο ক) প্রেসিডেন্সি কলেজ
Ο খ) জাদবপুর কলেজ
Ο গ) ক্যাম্ব্রিজ
Ο ঘ) লন্ডন কলেজে
সঠিক উত্তর: (ক)
১৭৪. এম, আর, আই যন্ত্রে কোনটি ব্যবহার হয় না?
Ο ক) সংকেত
Ο খ) আলো
Ο গ) বিকিরণ
Ο ঘ) তরঙ্গ
সঠিক উত্তর: (গ)
১৭৫. তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্য সনাক্ত করা যায়-
i. ক্ষতিকর ক্যান্সার টিউমারের কোষ বৃদ্ধি
ii. থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি
iii. ভ্রূণের বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৬. স্যার জগদীশচন্দ্র বসুর অবদান-
i. বিনা তারে দূরবর্তী স্থানে রেডিও সংকেত প্রেরণে সক্ষম হন
ii. ক্রেসোগ্রাফ আবিষ্কার করেন
iii. বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. Response in the Living and Non-Living’ গ্রন্থটির রচয়িতা কে?
Ο ক) ডারউইন
Ο খ) জগদীশচন্দ্র বসু
Ο গ) ক্যারোলাস লিনিয়াস
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (খ)
১৭৮. হৃৎপিন্ডের বৈদ্যুতিক কার্যলাপ নিয়মিতভাবে পর্যবেক্ষণের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) এমআরআই
Ο খ) ইসিজি
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) আলট্রাসনোগ্রাফি
সঠিক উত্তর: (খ)
১৭৯. এন্ডোসকোপি ব্যবহার করা হয়-
i. ফুসফুস, বুকের কেন্দ্রীয় বিভাজন অংশে
ii. পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রে
iii. স্ত্রী প্রজনন অঙ্গে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮০. আল্ট্রাসনোগ্রাফি যন্ত্রে কোনটিকে বৈদ্যুতিকভাবে উত্তেজিত বা উদ্দীপিত করে উচ্চকম্পাঙ্কের আল্ট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করা হয়?
Ο ক) ক্যাথোডকে
Ο খ) অ্যানোডকে
Ο গ) ফিলামেন্টকে
Ο ঘ) ফিলামেন্টকে
সঠিক উত্তর: (ঘ)
১৮১. খাদ্য গ্রহণ ও শ্বসন প্রকিয়ার মাধ্যমে মানবদেহে রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে রুপান্তর করে?
Ο ক) তাপশক্তি ও যান্ত্রিকশক্তি
Ο খ) যান্ত্রিশক্তি ও তড়িৎশক্তি
Ο গ) তাপশক্তি ও তড়িৎশক্তি
Ο ঘ) তাপশক্তি ও শব্দশক্তি
সঠিক উত্তর: (ক)
১৮২. ভেঙে যাওয়া হাড় শনাক্ত করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) এক্স রশ্মি
Ο খ) স্টেথেস্কোপ
Ο গ) আলট্রাসনোগ্রাফি
Ο ঘ) এমআরআই
সঠিক উত্তর: (ক)
১৮৩. ETT এর পূর্ণরুপ কী?
Ο ক) Exercise Toleronce Test
Ο খ) Exercise Test Toleronce
Ο গ) Exercise Toleronce Text
Ο ঘ) Electorcardiogram Toleronce Text
সঠিক উত্তর: (ক)
১৮৪. শরীরে রক্তের স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হয়-
i. রক্তনালীতে ব্লক হলে
ii. রক্তনালী সরু
iii. রক্তনালী অপ্রস্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. স্ত্রীরোগ ও প্রসূতি বিজ্ঞানে কোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার লক্ষ করা যায়?
Ο ক) এক্সরে
Ο খ) ইসিজির
Ο গ) আল্ট্রসনোগ্রাফির
Ο ঘ) এমআরআই-এর
সঠিক উত্তর: (গ)
১৮৬. রেডিওথেরাপির প্রকারভেদ হচ্ছে-
i. বাহ্যিক বীম বিকিরণ
ii. বাহ্যিক রেডিওথেরাপি
iii. অভ্যন্তরীণ রেডিওথেরাপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. মানুষ কেন রোগ সংক্রান্ত বিভিন্ন কুসংস্কার বিশ্বাস করতো?
Ο ক) অজ্ঞতা
Ο খ) ভীরুতা
Ο গ) সচেতনতা
Ο ঘ) অনীহা
সঠিক উত্তর: (ক)
১৮৮. কোন প্রক্রিয়ায় রোগী তেজস্ক্রিয় তরল পদার্থ পানীয় হিসেবে গ্রহণ করে?
Ο ক) বাহ্যিক রেডিওথেরাপি
Ο খ) অভ্যন্তরীণ রেডিওথেরাপি
Ο গ) বাহ্যিক বীমা বিকিরণ
Ο ঘ) অভ্যন্তরীণ গামা বিকিরণ
সঠিক উত্তর: (খ)
১৮৯. সিটিস্ক্যান যন্ত্রে কোনটি দ্বারা টিস্যুর ত্রিমাত্রিক ছবি পাওয়া যায়?
Ο ক) এক্সরে
Ο খ) আল্ট্রসাউন্ড
Ο গ) ট্রান্সডিউসার
Ο ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর: (ক)
১৯০. এনজিওগ্রাম করার সময় রোগীর দেহে একটি সরু ও নমনীয় নলের মধ্য দিয়ে যে তরল পদার্থ প্রবেশ করানো হয় তাকে কী বলে?
Ο ক) ক্যাথেটার
Ο খ) বীম
Ο গ) ডাই
Ο ঘ) ইলেকট্রোড
সঠিক উত্তর: (গ)
১৯১. বিভিন্ন উদ্দীপনা উদ্ভিদের সারা দেওয়ার প্রকৃতি কী রকম?
Ο ক) রাসায়নিক
Ο খ) জৈবিক
Ο গ) বৈদ্যুতিক
Ο ঘ) ভৌতিক
সঠিক উত্তর: (গ)
১৯২. ইটিটি ব্যবহৃত হয়-
i. হৃৎস্পন্দনের হার নির্ণয়ে
ii. ক্যান্সার কোষ ধ্বংসে
iii. করোনারী আর্টারী রোগ নিরূপণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৩. এক্সরে ও সাধারণ আলোর মধ্যে প্রধান পার্থক্য হলো-
i. রশ্মি বিকিরণে
ii. ব্যবহারিক প্রয়োগে
iii. তরঙ্গদৈর্ঘ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৪. এনজিওগ্রাফিতে ব্যবহৃত ডাই কিসের মাধ্যমে শরীর থেকে বের হয়?
Ο ক) বৃহদাস্ত্র ও ক্ষুদ্রান্ত্র
Ο খ) কিডনী ও মূত্র
Ο গ) কিডনী ও বৃহদান্ত্র
Ο ঘ) বৃহদান্ত্র ও মূত্র
সঠিক উত্তর: (খ)
১৯৫. মানুষের শরীরে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণে কোনটি সহায়তা করে?
Ο ক) যকৃৎ
Ο খ) বৃক্ক
Ο গ) হৃৎপিন্ড
Ο ঘ) ফুসফুস
সঠিক উত্তর: (খ)
১৯৬. বাহ্যিক রেডিওথেরাপির ক্ষেত্রে ব্যবহার করা হয়-
i. কোবাল্ট বিকিরণ
ii. উচ্চশক্তি সম্পন্ন এক্সরে
iii. ইলেকট্রন বীম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. আল্ট্রসনোগ্রাফিতে নিচের কোনটিকে কাজে লাগানো হয়?
Ο ক) শব্দের প্রতিধ্বনি
Ο খ) শব্দের ব্যতিচার
Ο গ) আলোর প্রতিফলন
Ο ঘ) আলোর প্রতিসরণ
সঠিক উত্তর: (ক)
১৯৮. কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) ছয়
Ο ঘ) বার
সঠিক উত্তর: (গ)
১৯৯. এক্সরে নলে কয়টি তড়িৎদ্বার থাকে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
২০০. কোনটির ভৌত ও রাসায়নিক নীতির ওপর ভিত্তি কর এম আর আই যন্ত্র কাজ করে?
Ο ক) ECG
Ο খ) NMR
Ο গ) CT scan
Ο ঘ) NRI
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. করোনারী আর্টারী রোগের রোগ নিরূপণে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ইসিজি
Ο খ) এন্ডোসকোপি
Ο গ) এমআরআই
Ο ঘ) ইটিটি
সঠিক উত্তর: (ঘ)
১৫২. আল্ট্রসনোগ্রাফি-
i. যন্ত্রে মাইক্রোফোন ব্যবহার করা হয়
ii. এক্সরে তুলনায় অধিকতর নিরাপদ
iii. প্রক্রিয়াটি তুলনায় কম্পাঙ্কের শব্দের প্রতিফলনের উপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৩. আল্ট্রসনোগ্রাফি যন্ত্রে-
i. রোগ নির্ণয়ের জন্য শব্দের কম্পাঙ্ক 1-10 মেগাহার্টজ হয়ে থাকে
ii. ট্রান্সডিউসার নামক স্ফটিক ব্যবহার করা হয়
iii. উৎপন্ন তরঙ্গ তাড়িত চৌম্বক তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৪. এক্সরের সাহায্যে কী সনাক্ত করা যায়?
Ο ক) হাড়ের ফাটল
Ο খ) বিল্ডিং এর ফাটল
Ο গ) শিরা ছিড়ে যাওয়া
Ο ঘ) স্ট্রোক
সঠিক উত্তর: (ক)
১৫৫. জগদীশচন্দ্র বসুর পিতা কোন জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রট ছিলেন?
Ο ক) বগুড়া
Ο খ) দিনাজপুর
Ο গ) যশোর
Ο ঘ) ফরিদপুর
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. কোন গ্রণ্থির অস্বাভাবিক বৃদ্ধির জন্যে আয়োডিন-13 ব্যবহার হয়?
Ο ক) পিটিইটারী
Ο খ) পেলভিস
Ο গ) থাইরয়েড
Ο ঘ) যকৃত
সঠিক উত্তর: (গ)
১৫৭. বাংলা ভাষায় রচিত ‘অব্যক্ত’ কী ধরনের রচনাবলী?
Ο ক) গ্রন্থ
Ο খ) উপন্যাস
Ο গ) নাটক
Ο ঘ) চিত্রনাট্য
সঠিক উত্তর: (ক)
১৫৮. হৃৎপিন্ড রক্ত সঞ্চালনের জন্য কোন ধরনের সিগন্যাল ব্যবহার করে?
Ο ক) ইলেকট্রনিক সিগন্যাল
Ο খ) বৈদ্যুতিক
Ο গ) রাসায়নিক
Ο ঘ) জৈবিক
সঠিক উত্তর: (খ)
১৫৯. উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্রের নাম কী?
Ο ক) সিসমোগ্রাফ
Ο খ) সেক্সট্যান্ট
Ο গ) ক্রোস্কোগ্রাফ
Ο ঘ) ব্যারোমিটার
সঠিক উত্তর: (গ)
১৬০. নিচের কোনটি ছোট বলে এক্সরের কোনো পদার্থ ভেদ করার ক্ষমতা বেশি হয়?
Ο ক) কম্পাঙ্ক
Ο খ) বিস্তার
Ο গ) কম্পাঙ্ক ও বিস্তার
Ο ঘ) তরঙ্গদৈর্ঘ্য
সঠিক উত্তর: (ঘ)
১৬১. পরমাণু চিকিৎসায় বহুল ব্যবহৃত আইসোপটোপ কোনটি?
Ο ক) আয়োডিন-131
Ο খ) কোবাল্ট-60
Ο গ) টেকনিশিয়াম-99 m
Ο ঘ) ফসফরাস-32
সঠিক উত্তর: (গ)
১৬২. হৃৎপিন্ডের সম্পূর্ণ ছবি পাবার জন্য হৃৎপিন্ডের প্রাচীর বরাবর কয়টি ইলেকট্রোড স্থাপন করা হয়?
Ο ক) পাঁচটি
Ο খ) ছয়টি
Ο গ) সাতটি
Ο ঘ) আটটি
সঠিক উত্তর: (খ)
১৬৩. এনজিওগ্রাফি চিকিৎসক যে নল ব্যবহার করেন তার নাম কী?
Ο ক) ক্যাথোড
Ο খ) অ্যানোড
Ο গ) ক্যাথেটার
Ο ঘ) অ্যানেটার
সঠিক উত্তর: (গ)
১৬৪. কোনটির ক্ষেত্রে শরীরের বাহির থেকে কোবাল্ট বিকিরণ বীম ব্যবহার করা হয়?
Ο ক) ইসিজি
Ο খ) অভ্যন্তরীণ রেডিওথেরাপি
Ο গ) বাহ্যিক রেডিওথেরাপি
Ο ঘ) বাহ্যিক ও অভ্যন্তরীণ রেডিওথেরাপি
সঠিক উত্তর: (গ)
১৬৫. সিটিস্ক্যান যন্ত্রে ত্রিমাত্রিক প্রতিবিম্ব গঠনে কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়?
Ο ক) গাণিতিক
Ο খ) জ্যামিতিক
Ο গ) ত্রিকোণমিতিক
Ο ঘ) জৈবিক
সঠিক উত্তর: (খ)
১৬৬. Xray ফিল্মে হাড়ের ছবি স্পষ্ট দেখা যাওয়ার কারণ-
Ο ক) হাড় Xray দ্বারা অভেদ্য
Ο খ) মাংসপেশি Xray দ্বারা অভেদ্য
Ο গ) তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি
Ο ঘ) উচু ভেদনক্ষমতাসম্পন্ন
সঠিক উত্তর: (ক)
১৬৭. বৃক্ক-
i. একটি বিশেষ ছাঁকন যন্ত্র
ii. মানুষের শরীরের নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করে থাকে
iii. মানুষের শরীরের নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৮. জগদীশচন্দ্র বসু উৎপন্ন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যকে কত মিলিমিটারে নামিয়ে আনতে সক্ষম হন?
Ο ক) প্রায় ৩ মিলিমিটার
Ο খ) প্রায় ৫ মিলিমিটার
Ο গ) প্রায় ৭ মিলিমিটার
Ο ঘ) প্রায় ৮ মিলিমিটার
সঠিক উত্তর: (খ)
১৬৯. জগদীশ চন্দ্র বসু কোন বইটি বাংলা ভাষায় রচনা করেন?
Ο ক) অব্যক্ত
Ο খ) উদ্ভিদতত্ত্ব
Ο গ) রেডিও কথন
Ο ঘ) বিজ্ঞান কথা
সঠিক উত্তর: (গ)
১৭০. জান্নাতের নামসমূহ-
i. দারুস সালাম ও সাকার
ii. দারুল মাকাম ও দারুল খুলদ
iii. দারুল কারার ও দারুল নাঈম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৭১. সিটিস্ক্যানের কার্যপ্রণালির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য কোনটি?
Ο ক) আলোর প্রতিফলন কাজে লাগানো হয়
Ο খ) এতে আলার একটি রশ্মি ছোড়া হয়
Ο গ) ত্রিমাত্রিক ছবিকে দ্বিমাত্রিক করা হয়
Ο ঘ) দ্বিমাত্রিক ছবিকে ত্রিমাত্রিক করা হয়
সঠিক উত্তর: (ঘ)
১৭২. নাসাগহ্বর এবং চারপাশের সাইসসমূহ পরীক্ষা করা হয় কোন প্রক্রিয়ায়?
Ο ক) এক্সরে
Ο খ) সিটি স্ক্যান
Ο গ) ই সি জি
Ο ঘ) এন্ডোসকোপি
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. স্যার জগদীশচন্দ্র বসু কোথায় অধ্যাপনা করতেন?
Ο ক) প্রেসিডেন্সি কলেজ
Ο খ) জাদবপুর কলেজ
Ο গ) ক্যাম্ব্রিজ
Ο ঘ) লন্ডন কলেজে
সঠিক উত্তর: (ক)
১৭৪. এম, আর, আই যন্ত্রে কোনটি ব্যবহার হয় না?
Ο ক) সংকেত
Ο খ) আলো
Ο গ) বিকিরণ
Ο ঘ) তরঙ্গ
সঠিক উত্তর: (গ)
১৭৫. তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্য সনাক্ত করা যায়-
i. ক্ষতিকর ক্যান্সার টিউমারের কোষ বৃদ্ধি
ii. থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি
iii. ভ্রূণের বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৬. স্যার জগদীশচন্দ্র বসুর অবদান-
i. বিনা তারে দূরবর্তী স্থানে রেডিও সংকেত প্রেরণে সক্ষম হন
ii. ক্রেসোগ্রাফ আবিষ্কার করেন
iii. বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. Response in the Living and Non-Living’ গ্রন্থটির রচয়িতা কে?
Ο ক) ডারউইন
Ο খ) জগদীশচন্দ্র বসু
Ο গ) ক্যারোলাস লিনিয়াস
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (খ)
১৭৮. হৃৎপিন্ডের বৈদ্যুতিক কার্যলাপ নিয়মিতভাবে পর্যবেক্ষণের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) এমআরআই
Ο খ) ইসিজি
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) আলট্রাসনোগ্রাফি
সঠিক উত্তর: (খ)
১৭৯. এন্ডোসকোপি ব্যবহার করা হয়-
i. ফুসফুস, বুকের কেন্দ্রীয় বিভাজন অংশে
ii. পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রে
iii. স্ত্রী প্রজনন অঙ্গে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮০. আল্ট্রাসনোগ্রাফি যন্ত্রে কোনটিকে বৈদ্যুতিকভাবে উত্তেজিত বা উদ্দীপিত করে উচ্চকম্পাঙ্কের আল্ট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করা হয়?
Ο ক) ক্যাথোডকে
Ο খ) অ্যানোডকে
Ο গ) ফিলামেন্টকে
Ο ঘ) ফিলামেন্টকে
সঠিক উত্তর: (ঘ)
১৮১. খাদ্য গ্রহণ ও শ্বসন প্রকিয়ার মাধ্যমে মানবদেহে রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে রুপান্তর করে?
Ο ক) তাপশক্তি ও যান্ত্রিকশক্তি
Ο খ) যান্ত্রিশক্তি ও তড়িৎশক্তি
Ο গ) তাপশক্তি ও তড়িৎশক্তি
Ο ঘ) তাপশক্তি ও শব্দশক্তি
সঠিক উত্তর: (ক)
১৮২. ভেঙে যাওয়া হাড় শনাক্ত করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) এক্স রশ্মি
Ο খ) স্টেথেস্কোপ
Ο গ) আলট্রাসনোগ্রাফি
Ο ঘ) এমআরআই
সঠিক উত্তর: (ক)
১৮৩. ETT এর পূর্ণরুপ কী?
Ο ক) Exercise Toleronce Test
Ο খ) Exercise Test Toleronce
Ο গ) Exercise Toleronce Text
Ο ঘ) Electorcardiogram Toleronce Text
সঠিক উত্তর: (ক)
১৮৪. শরীরে রক্তের স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হয়-
i. রক্তনালীতে ব্লক হলে
ii. রক্তনালী সরু
iii. রক্তনালী অপ্রস্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. স্ত্রীরোগ ও প্রসূতি বিজ্ঞানে কোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার লক্ষ করা যায়?
Ο ক) এক্সরে
Ο খ) ইসিজির
Ο গ) আল্ট্রসনোগ্রাফির
Ο ঘ) এমআরআই-এর
সঠিক উত্তর: (গ)
১৮৬. রেডিওথেরাপির প্রকারভেদ হচ্ছে-
i. বাহ্যিক বীম বিকিরণ
ii. বাহ্যিক রেডিওথেরাপি
iii. অভ্যন্তরীণ রেডিওথেরাপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. মানুষ কেন রোগ সংক্রান্ত বিভিন্ন কুসংস্কার বিশ্বাস করতো?
Ο ক) অজ্ঞতা
Ο খ) ভীরুতা
Ο গ) সচেতনতা
Ο ঘ) অনীহা
সঠিক উত্তর: (ক)
১৮৮. কোন প্রক্রিয়ায় রোগী তেজস্ক্রিয় তরল পদার্থ পানীয় হিসেবে গ্রহণ করে?
Ο ক) বাহ্যিক রেডিওথেরাপি
Ο খ) অভ্যন্তরীণ রেডিওথেরাপি
Ο গ) বাহ্যিক বীমা বিকিরণ
Ο ঘ) অভ্যন্তরীণ গামা বিকিরণ
সঠিক উত্তর: (খ)
১৮৯. সিটিস্ক্যান যন্ত্রে কোনটি দ্বারা টিস্যুর ত্রিমাত্রিক ছবি পাওয়া যায়?
Ο ক) এক্সরে
Ο খ) আল্ট্রসাউন্ড
Ο গ) ট্রান্সডিউসার
Ο ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর: (ক)
১৯০. এনজিওগ্রাম করার সময় রোগীর দেহে একটি সরু ও নমনীয় নলের মধ্য দিয়ে যে তরল পদার্থ প্রবেশ করানো হয় তাকে কী বলে?
Ο ক) ক্যাথেটার
Ο খ) বীম
Ο গ) ডাই
Ο ঘ) ইলেকট্রোড
সঠিক উত্তর: (গ)
১৯১. বিভিন্ন উদ্দীপনা উদ্ভিদের সারা দেওয়ার প্রকৃতি কী রকম?
Ο ক) রাসায়নিক
Ο খ) জৈবিক
Ο গ) বৈদ্যুতিক
Ο ঘ) ভৌতিক
সঠিক উত্তর: (গ)
১৯২. ইটিটি ব্যবহৃত হয়-
i. হৃৎস্পন্দনের হার নির্ণয়ে
ii. ক্যান্সার কোষ ধ্বংসে
iii. করোনারী আর্টারী রোগ নিরূপণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৩. এক্সরে ও সাধারণ আলোর মধ্যে প্রধান পার্থক্য হলো-
i. রশ্মি বিকিরণে
ii. ব্যবহারিক প্রয়োগে
iii. তরঙ্গদৈর্ঘ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৪. এনজিওগ্রাফিতে ব্যবহৃত ডাই কিসের মাধ্যমে শরীর থেকে বের হয়?
Ο ক) বৃহদাস্ত্র ও ক্ষুদ্রান্ত্র
Ο খ) কিডনী ও মূত্র
Ο গ) কিডনী ও বৃহদান্ত্র
Ο ঘ) বৃহদান্ত্র ও মূত্র
সঠিক উত্তর: (খ)
১৯৫. মানুষের শরীরে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণে কোনটি সহায়তা করে?
Ο ক) যকৃৎ
Ο খ) বৃক্ক
Ο গ) হৃৎপিন্ড
Ο ঘ) ফুসফুস
সঠিক উত্তর: (খ)
১৯৬. বাহ্যিক রেডিওথেরাপির ক্ষেত্রে ব্যবহার করা হয়-
i. কোবাল্ট বিকিরণ
ii. উচ্চশক্তি সম্পন্ন এক্সরে
iii. ইলেকট্রন বীম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. আল্ট্রসনোগ্রাফিতে নিচের কোনটিকে কাজে লাগানো হয়?
Ο ক) শব্দের প্রতিধ্বনি
Ο খ) শব্দের ব্যতিচার
Ο গ) আলোর প্রতিফলন
Ο ঘ) আলোর প্রতিসরণ
সঠিক উত্তর: (ক)
১৯৮. কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) ছয়
Ο ঘ) বার
সঠিক উত্তর: (গ)
১৯৯. এক্সরে নলে কয়টি তড়িৎদ্বার থাকে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
২০০. কোনটির ভৌত ও রাসায়নিক নীতির ওপর ভিত্তি কর এম আর আই যন্ত্র কাজ করে?
Ο ক) ECG
Ο খ) NMR
Ο গ) CT scan
Ο ঘ) NRI
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics