এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৪: জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৪: জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. প্রাণিদেহের ক্ষেত্রে-
i. অনেক দিক থেকে যন্ত্রের মধ্যে তুলনা করা যায়
ii. অনেক আচরণকে ভৌত নিয়ম দ্বারা ব্যাখ্যা করা সম্ভব
iii. অনেক আচরণকে ভৌত নিয়ম দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০২. কোন যন্ত্রের সাহায্যে চিকিৎসকগণ শরীরের অভ্যন্তরে যেকোনো ধরনের অস্বস্তিবোধ, ক্ষত, প্রদাহ এবং অস্বাভাবিক কোষবৃদ্ধি পরীক্ষা করে থাকেন?
Ο ক) এন্ডোসকোপি
Ο খ) এনজিওগ্রাফি
Ο গ) এমআরআই
Ο ঘ) রেডিওথেরাপি
সঠিক উত্তর: (ক)

১০৩. বসু পরিবারের আদি নিবাস-
Ο ক) চট্টগ্রাম
Ο খ) ঢাকা
Ο গ) খুলনা
Ο ঘ) বরিশাল
সঠিক উত্তর: (খ)

১০৪. এমআরআই করালে অনেকের মাথাব্যথা বা ঝিমুনি ভাব আসে কেন?
Ο ক) তেজস্ক্রিয় বিকিকরণের ফলে
Ο খ) ‘ডাই’ ব্যবহারের কারণে
Ο গ) মেশিনের উচ্চ শব্দের কারণে
Ο ঘ) ধাতব বস্তুর উপস্থিতির কারণে
সঠিক উত্তর: (গ)

১০৫. নিচের কোন তারিখে জগদীশচন্দ্র বসু মৃত্যুবরণ করেন?
Ο ক) ২২শে নভেম্বর
Ο খ) ৯ই ডিসেম্বর
Ο গ) ৩০শে নভেম্বর
Ο ঘ) ২৩শে নভেম্বর
সঠিক উত্তর: (ঘ)

১০৬. কোনটির নিয়মে প্রাণিজগতকেও অনেক ক্ষেত্রে ব্যাখ্যা করা সম্ভব?
Ο ক) পদার্থবিজ্ঞান
Ο খ) সমাজবিজ্ঞান
Ο গ) পড়ন্ত বস্তুর সূত্রাবলী
Ο ঘ) নৃবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)

১০৭. এক্সরের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-
i. এটি এক ধরনের তাড়িতচৌম্বক বিকিরণ
ii. এই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 10-10m
iii. এই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সাধারণ আলোর তরঙ্গদৈর্ঘ্যর চেয়ে অনেক বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০৮. জগদীশচন্দ্রবসু মৃত্যুবরণ করেন কত সালে?
Ο ক) ১৯৩৫ সালে
Ο খ) ১৯৩৭ সালে
Ο গ) ১৯৩৯ সালে
Ο ঘ) ১৯৪১ সালে
সঠিক উত্তর: (খ)

১০৯. যে কৌশলে বা প্রকিয়ায় এনজিওগ্রাম করার সময় ধমনীয় বক মুক্ত করা হয় তাকে কী বলে?
Ο ক) এনজিওগ্রাফি
Ο খ) এন্ডোসকোপি
Ο গ) এনজিওকোপি
Ο ঘ) এনজিওপাস্টি
সঠিক উত্তর: (ঘ)

১১০. মানবদেহের কোন অংশ বাইরের কোন উদ্দীপনা ছাড়াই সমগ্রদেহে রক্ত সঞ্চালন করতে সক্ষম?
Ο ক) হৃৎপিন্ড
Ο খ) বৃক্ক
Ο গ) ফুসফুস
Ο ঘ) যকৃত
সঠিক উত্তর: (ক)

১১১. কোনটিতে এক্সরের তুলনায় চিত্র অনেক নিখুঁত এবং বিস্তৃত হয়?
Ο ক) আল্ট্রসনোগ্রাফি
Ο খ) সিটিস্ক্যান
Ο গ) এম আর আই
Ο ঘ) এ্যানজিওগ্রাফি
সঠিক উত্তর: (খ)

১১২. নিচের কোনটি জগদীশচন্দ্র বসু রচিত গ্রন্থ?
Ο ক) All about war
Ο খ) Response in the Living and Non-Living
Ο গ) War and Peace
Ο ঘ) Origin of species
সঠিক উত্তর: (খ)

১১৩. আল্ট্রাসনোগ্রাম ব্যবহার করা হয়-
i. পিত্তপাথর শনাক্তকরণে
ii. মস্তিষ্কে রক্তক্ষরণ শনাক্তকরণে
iii. হৃৎযন্ত্রের ত্রুটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

১১৪. সিটিস্ক্যান করার কারণে অনেকের এলার্জিজনিত সমস্যা দেখা দেয় কেন?
Ο ক) তরল অক্সিজেনের জন্য
Ο খ) ডাই নামক তরলের জন্য
Ο গ) তেজস্ক্রিয় বিকিরণের জন্য
Ο ঘ) আলোর প্রতিসরণের জন্য
সঠিক উত্তর: (খ)

১১৫. কোন বিজ্ঞানী এক্সরে আবিষ্কার করেন?
Ο ক) রন্টজেন
Ο খ) ওহম
Ο গ) হেনরি
Ο ঘ) ভোল্টা
সঠিক উত্তর: (ক)

১১৬. ১৬৭ কোবাল্ট বিকিরণ ব্যবহৃত হয়-
i. রেডিওথেরাপিতে
ii. ইসিজিতে
iii. এন্ডোসকোপিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১৭. যে প্রক্রিয়ায় কোনো দ্বিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় সেই প্রকিয়াকে কী বলে?
Ο ক) টমোগ্রাফি
Ο খ) আল্ট্রসনোগ্রাফি
Ο গ) এনজিওগ্রাম
Ο ঘ) ইকোকার্ডিওগ্রাফি
সঠিক উত্তর: (ক)

১১৮. দূরবর্তী স্থানে বিনা তারে রেডিও সংকেত প্রেরণ করেন কোন বিজ্ঞানী?
Ο ক) মাইকেল ফ্যারাডে
Ο খ) আর্কিমিডিস
Ο গ) টরিসেলী
Ο ঘ) জগদীশচন্দ্র বসু
সঠিক উত্তর: (ঘ)

১১৯. কোবাল্ট-60 থেকে নির্গত কোন রাশ্মির সাহায্য অপারেশনের যন্ত্রপাতি রোগ জীবাণু মুক্ত করা হয়?
Ο ক) গামা রশ্মি
Ο খ) বিটা রশ্মি
Ο গ) রঞ্জন রশ্মি
Ο ঘ) আলফা রশ্মি
সঠিক উত্তর: (ক)

১২০. জগদীশচন্দ্র বসু উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান কত সালে?
Ο ক) ১৮৭৮
Ο খ) ১৮৮০
Ο গ) ১৮৮২
Ο ঘ) ১৮৮৫
সঠিক উত্তর: (খ)

১২১. কে ব্যবসায়িক সুবিধা নেওয়ার পরিবর্তে তার আবিষ্কারকে সবার জন্য উন্মুক্ত করে দেন?
Ο ক) হুমায়ুন আহমেদ
Ο খ) আবদুস সালাম
Ο গ) চালর্স ব্যাবেজ
Ο ঘ) জগদীশচন্দ্র বসু
সঠিক উত্তর: (ঘ)

১২২. কোনটির সাহায্যে ভ্রুণের আকার সম্পর্কে জানা যায়?
Ο ক) এক্সরে
Ο খ) ইসিজির
Ο গ) আল্ট্রসনোগ্রাফির
Ο ঘ) এমআরআই-এর
সঠিক উত্তর: (গ)

১২৩. কোনটি মানবদেহে স্বয়ংক্রিয় পাম্প বলা হয় কেন?
Ο ক) বৃক্ক
Ο খ) ফুসফুস
Ο গ) যকৃত
Ο ঘ) হৃৎপিন্ড
সঠিক উত্তর: (ঘ)

১২৪. বুকের এক্সরের সাহায্যে কী নির্ণয় করা যায়?
Ο ক) ফুসফুসের রোগ
Ο খ) শিরা ছিড়ে যাওয়া
Ο গ) টিউমার
Ο ঘ) অগ্নাশয়ের ক্যান্সার
সঠিক উত্তর: (ক)

১২৫. আলট্রাসাউন্ড এর বড় সীমাবদ্ধতা কী?
Ο ক) এটি কঠিন অস্থি ভেদ করতে পারে না
Ο খ) সকল ধাতব বস্তু ভেদ করে চলে যেতে পারে
Ο গ) শব্দের প্রতিধ্বনি ফিরে আসে না
Ο ঘ) এটি নরম অস্থি ভেদ করতে পারে না
সঠিক উত্তর: (ক)

১২৬. রোগ নির্ণয়ের জন্য যে আল্টাসনোগ্রাফি করা হয় সেই শব্দের কম্পাঙ্ক কত?
Ο ক) 1-10 KHz
Ο খ) 1-10 MHz
Ο গ) 10-20 KHz
Ο ঘ) 10-20 MHz
সঠিক উত্তর: (খ)

১২৭. নিচের কোন রোগ নির্ণয় পদ্ধতিটি ব্যথাহীন এবং নিরাপদ?
Ο ক) আলট্রাসনোগ্রাফি
Ο খ) সিটিস্ক্যান
Ο গ) এমআরআই
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (গ)

১২৮. সিটিস্ক্যান পরীক্ষায় ডাই ব্যবহৃত হলে কোন পার্শ্ব প্রতিক্রয়াটি দেখা দেয়?
Ο ক) জ্বর জ্বর অনুভব করা
Ο খ) এলার্জি জনিত সমস্যা
Ο গ) বমি বমি ভাব হওয়া
Ο ঘ) সাইনাস জনিত সমস্যা
সঠিক উত্তর: (খ)

১২৯. রেডিওথেরাপিতে কোন ধরনের রশ্মি ব্যবহৃত হয়?
Ο ক) আলফা রশ্মি
Ο খ) গামা রশ্মি
Ο গ) ক্যাথোড রশ্মি
Ο ঘ) রঞ্জন রশ্মি
সঠিক উত্তর: (খ)

১৩০. জীববিজ্ঞান কোনো ব্যবস্থাকে অধ্যায়নের জন্য কোন শাখার তত্ত্ব ও পদ্ধতি ব্যবহৃত হয়?
Ο ক) জীববিজ্ঞানের
Ο খ) ভৌতবিজ্ঞানের
Ο গ) পদার্থবিজ্ঞানের
Ο ঘ) রসায়নের
সঠিক উত্তর: (খ)

১৩১. মানব শরীরে এক্সরের প্রভাব হলো-
i. শিশুদের প্রজননতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়
ii. একই স্থানে বারবার এক্সরে করলে টিউমার হতে পারে
iii. অতিরিক্ত এক্সরে রশ্মি জীবকোষ ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩২. কোন প্রক্রিয়ায় অল্প সংখ্যক সুস্থ কোষ ক্ষতিগ্রস্থ হয়?
Ο ক) বাহ্যিক রেডিওথেরাপি
Ο খ) এন্ডোসকোপি
Ο গ) এক্সরে
Ο ঘ) সিটিস্ক্যান
সঠিক উত্তর: (ক)

১৩৩. এনজিওগ্রাফি পরীক্ষায় কোনটিকে কখনো কখনো Contrast হিসেবে অভিহিত করা হয়?
Ο ক) ডাই
Ο খ) ক্যাথেটার
Ο গ) এক্সরে
Ο ঘ) ডাই ও এক্সরে
সঠিক উত্তর: (ক)

১৩৪. এক্সরে তুলনায় সিটিস্ক্যানের চিত্র অনেক নিখুঁত ও বিস্তৃত হওয়ার কারণ কোনটি?
Ο ক) রোগীর দেহে একবার এক্সরে বীম প্রেরণ করা হয়
Ο খ) রোগীর দেহে অনেকগুলো এক্সরে বীম প্রেরণ করা হয়
Ο গ) রোগীর দেহে দ্বিমাত্রিক ছবি গঠন করা হয়
Ο ঘ) রোগীর দেহে একই ঘনত্বের শত শত স্তর শনাক্ত করা হয়
সঠিক উত্তর: (খ)

১৩৫. সিটিস্ক্যান ও এন্ডোসকোপির ক্ষেত্রে-
i. আলোর ধর্মকে কাজে লাগানো হয়
ii. উভয় ক্ষেত্রে এক্সরে ব্যবহৃত হয়
iii. ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৩৬. সিটিস্ক্যানের সাহায্য পাওয়া যায়-
i. ব্রেনের ত্রিমাত্রিক ছবি
ii. ফুসফুসের ত্রিমাত্রিক ছবি
iii. রক্তবাহী শিরার ত্রিমাত্রিক ছবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩৭. হৃৎপিন্ড পরীক্ষা করার জন যখন আল্ট্রসাউন্ড ব্যবহার করা হয় তখন এ পরীক্ষাকে কী বলে?
Ο ক) ইকোকার্ডিওগ্রাফি
Ο খ) এন্ডোসকপি
Ο গ) এমআরআই
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (ক)

১৩৮. তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার রয়েছে-
i. কৃষিক্ষেত্রে
ii. খাদ্য সংরক্ষণে কীটপতঙ্গ দমনে
iii. শিল্পক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩৯. হৃৎপিন্ডকে মানবদেহের স্বয়ক্রিয় পাম্প বলা হয় কেন?
Ο ক) উদ্দীপনা ব্যতীত সমগ্র দেহে পানীয় পদার্থ সঞ্চালনে সক্ষম বলে
Ο খ) উদ্দীপনা ব্যতীত সমগ্রদেহে রক্ত সঞ্চালনে সক্ষম বলে
Ο গ) সমগ্র দেহের নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করে বলে
Ο ঘ) দেহের শ্বসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে বলে
সঠিক উত্তর: (খ)

১৪০. বিজ্ঞানের কোন দুটি শাখার মধ্যে মিল খুঁজে পাওয়া গেছে?
Ο ক) জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞান
Ο খ) রসায়ন ও পদার্থবিজ্ঞান
Ο গ) জড় বিজ্ঞান ও জীববিজ্ঞান
Ο ঘ) প্রাণীবিজ্ঞান ও ভৌত বিজ্ঞান
সঠিক উত্তর: (ক)

১৪১. নিচের কোনটিকে খুব সীমিত সময়ের জন্য ব্যবহার করতে হবে?
Ο ক) এক্সরে
Ο খ) আল্ট্রসাউন্ড
Ο গ) ইসিজি
Ο ঘ) এমআরআই
সঠিক উত্তর: (খ)

১৪২. রক্তস্বল্পতা রোগের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
Ο ক) আয়োডিন-131
Ο খ) কোবাল্ট-60
Ο গ) ফসফরাস-32
Ο ঘ) টেকনিশিয়াম-99M
সঠিক উত্তর: (গ)

১৪৩. বৃক্ককে মানবদেহের বিশেষ ছাঁকন যন্ত্র বলা হয় কেন?
Ο ক) দেহের ঘাম এটি মধ্য দিয়ে বের হয় বলে
Ο খ) কার্বন ডাইঅক্সাইড বের হতে এটি সহায়তা করে বলে
Ο গ) দেহের শ্বসন প্রক্রিয়া এটির মধ্য দিয়ে সম্পন্ন হয় বলে
Ο ঘ) দেহের নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করে বলে
সঠিক উত্তর: (ঘ)

১৪৪. আইসোটোপের ব্যবহার রয়েছে-
i. রক্তাল্পতা চিকিৎসা টেকনিশিয়ান-99M ব্যবহৃত হয়
ii. ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট-৬০ ব্যবহৃত হয়
iii. গ্ল্যান্ডের অস্বাভাবিক বৃদ্ধিতে আয়োডিন-131 ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৪৫. কোন পরীক্ষার সাহায্য কোনো ব্যক্তির হৃদপিন্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলাপ পর্যবেক্ষণ করা যায়?
Ο ক) ইসিজি
Ο খ) এন্ডোসকোপি
Ο গ) এক্সরে
Ο ঘ) এমআরআই
সঠিক উত্তর: (খ)

১৪৬. এক্সরে বলতে কী বুঝায়?
Ο ক) অ্যানোড
Ο খ) ফিলামেন্ট
Ο গ) ট্রান্সডিউসার
Ο ঘ) তড়িৎদ্বার
সঠিক উত্তর: (খ)

১৪৭. তেজজস্ক্রিয় আইসোটোপ
Ο ক) α রশ্মি
Ο খ) β রশ্মি
Ο গ) γ রশ্মি
Ο ঘ) χ রশ্মি
সঠিক উত্তর: (ঘ)

১৪৮. হার্ট অ্যাটাকে মজিদের মৃত্যুতে বাতেন সাহেব উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি তার হার্ট অ্যার্টাক সম্পর্কে কীভাবে সতর্ক সংকেত পেতে পারেন?
Ο ক) অপারেশন করিয়ে
Ο খ) এক্সরে করিয়ে
Ο গ) এমআরআই এর সাহায্যে
Ο ঘ) ইসিজি পরীক্ষার মাধ্যমে
সঠিক উত্তর: (ঘ)

১৪৯. দ্রুতি গতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে এবং উচ্চ ভেদন ক্ষমতাসম্পন্ন অজানা প্রকৃতির যে বিকিরণ উৎপন্ন হয় তাকে কী বলে?
Ο ক) আলফা রশ্মি
Ο খ) বিটা রশ্মি
Ο গ) গামা রশ্মি
Ο ঘ) এক্সরশ্মি
সঠিক উত্তর: (ঘ)

১৫০. কোনটির ত্রিমাত্রিক ছবি সিটিস্ক্যানের সাহায্য পাওয়া যায়?
Ο ক) টিউমার
Ο খ) ধমনী
Ο গ) ভ্রূণের আকার
Ο ঘ) পেলভিক মাসের
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post