ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৪: জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. সাধারণত যে সকল কারণে চিকিৎসগণ এনজিওগ্রাম করার পরামর্শ দেন, এগুলো হলো-
i. হৃৎপিন্ডের বাহিরে ধমনীতে ব্লকেজ হলে
ii. হৃৎপিন্ডের টিস্যু মরে গেলে
iii. ধমনী প্রসারিত হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫২. ইটিটি পরীক্ষার মাধ্যমে রেকর্ড করা হয়-
i. হৃৎপিন্ডের ছন্দময়
ii. পিঠের ব্যথায় আঘাতের তীব্রতা নিরুপণ
iii. হৃৎপিন্ডের স্পন্দনের হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৩. চিকিৎসকগণ এনজিওগ্রাম করার পরামর্শ দেন-
i. বিজ্ঞানী ধমনীর অবস্থা বোঝার জন্যে
ii. শিরার কোন সমস্যা হলে
iii. ক্ষুদ্রান্তে কোন ফাঙ্গাস হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫৪. ক্যান্সার কেন হয়?
Ο ক) অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে
Ο খ) স্বাভাবিক কোষ বিভাজনের ফলে
Ο গ) কোষ বিভাজন ব্যাহত হয়ে
Ο ঘ) কোষে পানিশূণ্যতা সৃষ্টির কারণে
সঠিক উত্তর: (ক)
৫৫. এক্সরে তে কোন ধাতুর কুন্ডলী কী নির্মিত এপ্রোন দ্বারা যথাসম্ভব আচ্ছাদিত করতে হয়?
Ο ক) গ্যালিয়াম
Ο খ) ক্যাডমিয়াম
Ο গ) কার্বন
Ο ঘ) সীসা
সঠিক উত্তর: (ঘ)
৫৬. এক্সরে নেওয়ার সময় রোগীকে কী নির্মিত এপ্রোন দ্বারা যথাসম্ভব আচ্ছাদিত করতে হয়?
Ο ক) গ্যালিয়াম
Ο খ) ক্যাডমিয়াম
Ο গ) কার্বন
Ο ঘ) সীসা
সঠিক উত্তর: (ঘ)
৫৭. জগদীশচন্দ্র বসু-
i. বাবা একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন
ii. কলকাতার হেয়ার স্কুলে পড়তেন
iii. ২৩শে নভেম্বর ১৯৩৭ সালে মৃত্যুবরণ করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮. নিম্নে কোনটি এক্সরের ধর্ম?
Ο ক) সরলরেখায় গমন করে
Ο খ) দৃশ্যমান
Ο গ) ভেদন ক্ষমতা কম
Ο ঘ) জীবন্ত কোষকে নষ্ট করে না
সঠিক উত্তর: (ক)
৫৯. মূত্রথলির অভ্যন্তরভাগ পরীক্ষা করা হয় কোন উপায়ে?
Ο ক) এন্ডোসকোপি
Ο খ) এক্স রে
Ο গ) সিটি স্ক্যান
Ο ঘ) ই সি জি
সঠিক উত্তর: (ক)
৬০. এক্সরে তৈরির জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) হিলিয়াম
সঠিক উত্তর: (ক)
৬১. শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয় কোন প্রকিয়ায়?
Ο ক) সিটি স্ক্যান
Ο খ) ইসিজি
Ο গ) এমআরআই
Ο ঘ) আল্ট্রাসনোগ্রাফি
সঠিক উত্তর: (ঘ)
৬২. হৃৎপিন্ডের বৈদ্যুতিক সক্রিয়তা বা কার্যকলাপ বলতে বুঝায়-
i. স্পন্দনের হার
ii. মস্তিষ্কের ক্রিয়া
iii. ছন্দময়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৩. এমআরআই এর জন্য চৌম্বকক্ষেত্রের ঘনত্ব কিরূপ হতে হবে?
Ο ক) বাইরের দিকে বেশি
Ο খ) সর্বত্র সমান
Ο গ) ভিতরের দিকে বেশি
Ο ঘ) উলম্ব তলে কম
সঠিক উত্তর: (খ)
৬৪. মুখের যে কোনো ধরনের রোগ নির্ণয়ে কোনটি বেশি ব্যবহার করা হয়?
Ο ক) MRI
Ο খ) Xray
Ο গ) RCG
Ο ঘ) ETT
সঠিক উত্তর: (খ)
৬৫. প্রসূতিবিদ্যায় ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) আলট্রসনোগ্রাফি
Ο খ) এক্সরে
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) এম আর আই
সঠিক উত্তর: (ক)
৬৬. ইসিজি ব্যবহার করা হয়-
i. হৃৎপিন্ডের স্পন্দরের হার পরিমাপে
ii. হৃৎপিন্ডের ছন্দময়তা পরিমাপে
iii. হৃৎপিন্ডের ক্যান্সার নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৭. জগদীশচন্দ্র বসু কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন?
Ο ক) ক্যাম্বিজ বিশ্ববিদ্যালয়
Ο খ) হাভার্ড বিশ্ববিদ্যালয়
Ο গ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
Ο ঘ) লন্ডন বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: (ঘ)
৬৮. আইসোটোপে-
i. প্রোটন সংখ্যা সমান
ii. নিউট্রন সংখ্যা সমান
iii. ভর সংখ্যা সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৯. কোন যন্ত্র নিউক্লিয় চৌম্বক অনুনাদ এর ভৌত ও রাসায়নিক নীতির উপর ভিত্তি করে কাজ করে?
Ο ক) এমআরআই
Ο খ) সিটি স্ক্যান
Ο গ) ইসিজি
Ο ঘ) এন্ডোসকোপি
সঠিক উত্তর: (ক)
৭০. এক্সরের সাহায্যে খুব সহজেই শনাক্ত করা যায়-
i. স্থানাচ্যুত হাড়
ii. হাড়ে ফাটল
iii. ভেঙে যাওয়া হাড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭১. নিচের কোনটি একটি জৈবযন্ত্র স্বরুপ?
Ο ক) থার্মোমিটার
Ο খ) মানবদেহ
Ο গ) উদ্ভিদদেহ
Ο ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (খ)
৭২. কে ইতিহাস প্রথম বারের মতো দূরবর্তী স্থানে বিনা তারে রেডিও সংকেত প্রেরণ করে জনসমক্ষে দেখান?
Ο ক) মার্কনী
Ο খ) আলেকজান্ডার ফ্লেমিং
Ο গ) লজি বেয়ার্ড
Ο ঘ) জগদীশচন্দ্র বসু
সঠিক উত্তর: (ঘ)
৭৩. প্রকৃতি যে সব গাণিতিক নিয়ম মেনে চলে সেগুলোর আলোচ্য বিষয় কী?
Ο ক) রসায়ন বিজ্ঞান
Ο খ) পদার্থবিজ্ঞান
Ο গ) জীববিজ্ঞান
Ο ঘ) জীবপদার্থ বিজ্ঞান
সঠিক উত্তর: (খ)
৭৪. এক্সরে হতে এনজিওগ্রাফির পার্থক্যের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) ফটো দেখে সমস্যা চিহ্নিত করা হয়
Ο খ) এনজিওগ্রাফি হাড়ের ক্ষেত্রে প্রযোজ্য
Ο গ) এনজিওগ্রাফিতে বিশেষ ডাই ব্যবহার করা হয়
Ο ঘ) এনজিওগ্রাফিতে রক্তনালি নিরাপদ থাকে
সঠিক উত্তর: (গ)
৭৫. কোন বিজ্ঞানী একই সাথে পদার্থবিজ্ঞানী ও জীববিজ্ঞানী?
Ο ক) নিউটন
Ο খ) অ্যারিস্টটল
Ο গ) আইনস্টন
Ο ঘ) জগদীশচন্দ্র বসু
সঠিক উত্তর: (ঘ)
৭৬. কার্বনের কয়টি আইসোটোপ আছে?
Ο ক) একটি
Ο খ) দশটি
Ο গ) তিনটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ)
৭৭. প্রকৃতি যেসব গাণিতিক নিয়ম মেনে চলে সেগুলো কোন বিজ্ঞানের আলোচ্য বিষয়-
Ο ক) জীববিজ্ঞান
Ο খ) রসায়ন
Ο গ) পদার্থবিজ্ঞান
Ο ঘ) ভৌতবিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
৭৮. সাধারণ আলোর ক্ষেত্রে-
i. এটি দৃশ্যমান
ii. এটি বিভিন্ন রঙে বিভক্ত
iii. এটি দৃশ্যমান নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৯. জীবনের নানাবিধ বৈচিত্র অনুসন্ধান ও বিশ্লেষণের মাধ্যমে এর গভীরে প্রবেশ করার শক্তিশালী মাধ্যম কী?
Ο ক) জীববিজ্ঞান
Ο খ) পদার্থবিজ্ঞান
Ο গ) জীব পদার্থবিজ্ঞান
Ο ঘ) রসায়ন বিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
৮০. গাড়ির ইঞ্জিনে শক্তির রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে
Ο খ) রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে
Ο গ) তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে
Ο ঘ) রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে
সঠিক উত্তর: (খ)
৮১. সিটিস্ক্যান পরীক্ষা কাদের জন্য অনুপযোগী?
Ο ক) পুরুষদের
Ο খ) মহিলাদের
Ο গ) গর্ভবতী মহিলাদের
Ο ঘ) ডায়াবেটিস রোগীদের
সঠিক উত্তর: (গ)
৮২. পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান জগদীশচন্দ্র বসুর অবদান হলো-
i. রেডিও সংকেত প্রেরণ
ii. তরঙ্গদৈর্ঘ্যকে প্রায় ৫ মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনা
iii. ক্রেস্কোগ্রাফ আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৩. রঞ্জন রশ্মির অপর নাম কী?
Ο ক) আলফারশ্মি
Ο খ) বিটা রশ্মি
Ο গ) এক্সরশ্মি
Ο ঘ) গামা রশ্মি
সঠিক উত্তর: (গ)
৮৪. কোন আইসোটোপের সাহায্য ব্রেণ, লিভার, প্লীহা এবং হাড়ের ইমেজিং সম্পন্ন করা হয়?
Ο ক) ফসফরাস-32
Ο খ) আয়োডিন-131
Ο গ) টেকনিশিয়াম-99m
Ο ঘ) কোবাল্ট-60
সঠিক উত্তর: (গ)
৮৫. মানুষের হৃৎপিন্ডের ক্রিয়া থেমে গেলে কী ঘটবে?
Ο ক) অন্যান্য অঙ্গগুলোর কর্মকান্ড সচল থাকবে
Ο খ) অন্যান্য অঙ্গগুলোর কর্মকান্ড বন্ধ হয়ে যাবে
Ο গ) অন্যান্য অঙ্গগুলোর হৃৎপিন্ডের ক্রিয়া চালু করতে চেষ্টা করবে
Ο ঘ) মস্তিষ্কের ক্রিয়া চলতে থাকবে
সঠিক উত্তর: (খ)
৮৬. কত সালে জগদীশচন্দ্র বসু দূরবর্তী স্থানে বিনা তারে রেডিও সংকেত প্রেরণ করে জনসমক্ষে দেখান?
Ο ক) ১৮৮৪
Ο খ) ১৯১৭
Ο গ) ১৮৮০
Ο ঘ) ১৮৯৫
সঠিক উত্তর: (ঘ)
৮৭. অতি জরুরী না হলে উচিত নয়-
i. গর্ভবর্তী মহিলাদের উদরের এক্সরে করা
ii. গর্ভবর্তী মহিলাদের পেলভিক অঞ্চলের এক্সরে করা
iii. গর্ভবর্তী মহিলাদের মুখের এক্সরে করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৮. জরায়ুর টিউবার সনাক্ত করা হয় কোন উপায়-
Ο ক) সিটিস্ক্যান
Ο খ) এম আর আই
Ο গ) আল্ট্রসনোগ্রাফি
Ο ঘ) এক্স-রে
সঠিক উত্তর: (গ)
৮৯. ক্যান্সারের চিকিৎসায় কোনটি উপযোগী?
Ο ক) সিটিস্ক্যান
Ο খ) ইসিজি
Ο গ) রেডিওথেরাপি
Ο ঘ) আল্ট্রাসনোগ্রাফি
সঠিক উত্তর: (গ)
৯০. আলট্রসনোগ্রাফির কোন ধরনের শব্দ প্রতিফলিত হয়?
Ο ক) মধ্যম কম্পঙ্কের
Ο খ) নিম্ন কম্পাঙ্কের
Ο গ) উচ্চ কম্পাঙ্কের
Ο ঘ) শব্দোত্তর
সঠিক উত্তর: (গ)
৯১. মানুষের শরীরের কোনো রক্তনালিকা বন্ধ বা ক্ষতিগ্রস্ত হলে বা অস্বাভাবিক পরিবর্তন ঘটে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত সেই রক্তনালি শনাক্ত করার কাজে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) এক্সরে
Ο খ) রেডিওথেরাপি
Ο গ) এনজিওগ্রাফি
Ο ঘ) এমআরআই
সঠিক উত্তর: (গ)
৯২. মৌলের নিউক্লিয়াস অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাই হল-
Ο ক) আনবিক সংখ্যা
Ο খ) আইসোটোপ সংখ্যা
Ο গ) ভর সংখ্যা
Ο ঘ) আইসোটোন সংখ্যা
সঠিক উত্তর: (গ)
৯৩. জীববিজ্ঞান কোনটিতে ব্যবস্থাকে অধ্যায়নের জন্য ভৌতবিজ্ঞানের তত্ত্ব ও পদ্ধতি ব্যবহার করা হয়?
Ο ক) জীববিজ্ঞানে
Ο খ) পদার্থবিজ্ঞানে
Ο গ) জীব পদার্থবিজ্ঞানে
Ο ঘ) রসায়ন বিজ্ঞানে
সঠিক উত্তর: (গ)
৯৪. এমআরআই করলে রোগীর মাথাব্যাথা হয় কেন?
Ο ক) অত্যাধিক ঠান্ডায়
Ο খ) অত্যাধিক গরমে
Ο গ) মেশিনের উচ্চ শব্দের কারণে
Ο ঘ) তীব্র আলোর প্রভাবে
সঠিক উত্তর: (গ)
৯৫. কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিন্ডের স্পন্দনের হার পরিমাণ করা যায়?
Ο ক) এমআরআই
Ο খ) ইসিজি
Ο গ) আলট্রাসনোগ্রাফি
Ο ঘ) সিটিস্ক্যান
সঠিক উত্তর: (খ)
৯৬. নাইট্রোজেন যুক্ত বর্জ্য অপসারণ করা কার কাজ?
Ο ক) বৃক্কের
Ο খ) ফুসফুসের
Ο গ) যকৃতের
Ο ঘ) হৃৎপিন্ডের
সঠিক উত্তর: (ক)
৯৭. এক্সরের মাধ্যমে ভাঙা হার শনাক্ত করা সহজ হয় কেন?
Ο ক) এক্সরে ধাতব বস্তু ভেদ করে চলে যায় বলে
Ο খ) অধাতব বস্তু এক্সরে শোষণ করে বলে
Ο গ) হাড়ের ক্যালসিয়াম এক্সরে শোষণ করে বলে
Ο ঘ) হাড়ে ধাতব বস্তু অনুপস্থিত বলে
সঠিক উত্তর: (গ)
৯৮. এক্সরে কাচ নল-
i. এর দু প্রান্তে দুটি ইলেকট্রোড লাগানো থাকে
ii. এর এক প্রান্তে একটি ক্যাথোড এবং অন্য প্রান্তে একটি অ্যানোড লাগানো থাকে
iii. এর ক্যাথোডে একটি টাংস্টেন ধাতুর একটি কুন্ডলী থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৯. এক্সরের তরঙ্গদৈর্ঘ্য-
Ο ক) ক্ষুদ্র
Ο খ) দীর্ঘ
Ο গ) টাংস্টেন
Ο ঘ) লোহা
সঠিক উত্তর: (গ)
১০০. উদ্বৃদ্ধি রেকর্ডের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ফোনোগ্রাফ
Ο খ) ক্রেস্কোগ্রাফ
Ο গ) থেস্কোগ্রাফ
Ο ঘ) টেলিগ্রাফ
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. সাধারণত যে সকল কারণে চিকিৎসগণ এনজিওগ্রাম করার পরামর্শ দেন, এগুলো হলো-
i. হৃৎপিন্ডের বাহিরে ধমনীতে ব্লকেজ হলে
ii. হৃৎপিন্ডের টিস্যু মরে গেলে
iii. ধমনী প্রসারিত হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫২. ইটিটি পরীক্ষার মাধ্যমে রেকর্ড করা হয়-
i. হৃৎপিন্ডের ছন্দময়
ii. পিঠের ব্যথায় আঘাতের তীব্রতা নিরুপণ
iii. হৃৎপিন্ডের স্পন্দনের হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৩. চিকিৎসকগণ এনজিওগ্রাম করার পরামর্শ দেন-
i. বিজ্ঞানী ধমনীর অবস্থা বোঝার জন্যে
ii. শিরার কোন সমস্যা হলে
iii. ক্ষুদ্রান্তে কোন ফাঙ্গাস হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫৪. ক্যান্সার কেন হয়?
Ο ক) অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে
Ο খ) স্বাভাবিক কোষ বিভাজনের ফলে
Ο গ) কোষ বিভাজন ব্যাহত হয়ে
Ο ঘ) কোষে পানিশূণ্যতা সৃষ্টির কারণে
সঠিক উত্তর: (ক)
৫৫. এক্সরে তে কোন ধাতুর কুন্ডলী কী নির্মিত এপ্রোন দ্বারা যথাসম্ভব আচ্ছাদিত করতে হয়?
Ο ক) গ্যালিয়াম
Ο খ) ক্যাডমিয়াম
Ο গ) কার্বন
Ο ঘ) সীসা
সঠিক উত্তর: (ঘ)
৫৬. এক্সরে নেওয়ার সময় রোগীকে কী নির্মিত এপ্রোন দ্বারা যথাসম্ভব আচ্ছাদিত করতে হয়?
Ο ক) গ্যালিয়াম
Ο খ) ক্যাডমিয়াম
Ο গ) কার্বন
Ο ঘ) সীসা
সঠিক উত্তর: (ঘ)
৫৭. জগদীশচন্দ্র বসু-
i. বাবা একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন
ii. কলকাতার হেয়ার স্কুলে পড়তেন
iii. ২৩শে নভেম্বর ১৯৩৭ সালে মৃত্যুবরণ করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮. নিম্নে কোনটি এক্সরের ধর্ম?
Ο ক) সরলরেখায় গমন করে
Ο খ) দৃশ্যমান
Ο গ) ভেদন ক্ষমতা কম
Ο ঘ) জীবন্ত কোষকে নষ্ট করে না
সঠিক উত্তর: (ক)
৫৯. মূত্রথলির অভ্যন্তরভাগ পরীক্ষা করা হয় কোন উপায়ে?
Ο ক) এন্ডোসকোপি
Ο খ) এক্স রে
Ο গ) সিটি স্ক্যান
Ο ঘ) ই সি জি
সঠিক উত্তর: (ক)
৬০. এক্সরে তৈরির জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) হিলিয়াম
সঠিক উত্তর: (ক)
৬১. শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয় কোন প্রকিয়ায়?
Ο ক) সিটি স্ক্যান
Ο খ) ইসিজি
Ο গ) এমআরআই
Ο ঘ) আল্ট্রাসনোগ্রাফি
সঠিক উত্তর: (ঘ)
৬২. হৃৎপিন্ডের বৈদ্যুতিক সক্রিয়তা বা কার্যকলাপ বলতে বুঝায়-
i. স্পন্দনের হার
ii. মস্তিষ্কের ক্রিয়া
iii. ছন্দময়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৩. এমআরআই এর জন্য চৌম্বকক্ষেত্রের ঘনত্ব কিরূপ হতে হবে?
Ο ক) বাইরের দিকে বেশি
Ο খ) সর্বত্র সমান
Ο গ) ভিতরের দিকে বেশি
Ο ঘ) উলম্ব তলে কম
সঠিক উত্তর: (খ)
৬৪. মুখের যে কোনো ধরনের রোগ নির্ণয়ে কোনটি বেশি ব্যবহার করা হয়?
Ο ক) MRI
Ο খ) Xray
Ο গ) RCG
Ο ঘ) ETT
সঠিক উত্তর: (খ)
৬৫. প্রসূতিবিদ্যায় ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) আলট্রসনোগ্রাফি
Ο খ) এক্সরে
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) এম আর আই
সঠিক উত্তর: (ক)
৬৬. ইসিজি ব্যবহার করা হয়-
i. হৃৎপিন্ডের স্পন্দরের হার পরিমাপে
ii. হৃৎপিন্ডের ছন্দময়তা পরিমাপে
iii. হৃৎপিন্ডের ক্যান্সার নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৭. জগদীশচন্দ্র বসু কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন?
Ο ক) ক্যাম্বিজ বিশ্ববিদ্যালয়
Ο খ) হাভার্ড বিশ্ববিদ্যালয়
Ο গ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
Ο ঘ) লন্ডন বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: (ঘ)
৬৮. আইসোটোপে-
i. প্রোটন সংখ্যা সমান
ii. নিউট্রন সংখ্যা সমান
iii. ভর সংখ্যা সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৯. কোন যন্ত্র নিউক্লিয় চৌম্বক অনুনাদ এর ভৌত ও রাসায়নিক নীতির উপর ভিত্তি করে কাজ করে?
Ο ক) এমআরআই
Ο খ) সিটি স্ক্যান
Ο গ) ইসিজি
Ο ঘ) এন্ডোসকোপি
সঠিক উত্তর: (ক)
৭০. এক্সরের সাহায্যে খুব সহজেই শনাক্ত করা যায়-
i. স্থানাচ্যুত হাড়
ii. হাড়ে ফাটল
iii. ভেঙে যাওয়া হাড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭১. নিচের কোনটি একটি জৈবযন্ত্র স্বরুপ?
Ο ক) থার্মোমিটার
Ο খ) মানবদেহ
Ο গ) উদ্ভিদদেহ
Ο ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (খ)
৭২. কে ইতিহাস প্রথম বারের মতো দূরবর্তী স্থানে বিনা তারে রেডিও সংকেত প্রেরণ করে জনসমক্ষে দেখান?
Ο ক) মার্কনী
Ο খ) আলেকজান্ডার ফ্লেমিং
Ο গ) লজি বেয়ার্ড
Ο ঘ) জগদীশচন্দ্র বসু
সঠিক উত্তর: (ঘ)
৭৩. প্রকৃতি যে সব গাণিতিক নিয়ম মেনে চলে সেগুলোর আলোচ্য বিষয় কী?
Ο ক) রসায়ন বিজ্ঞান
Ο খ) পদার্থবিজ্ঞান
Ο গ) জীববিজ্ঞান
Ο ঘ) জীবপদার্থ বিজ্ঞান
সঠিক উত্তর: (খ)
৭৪. এক্সরে হতে এনজিওগ্রাফির পার্থক্যের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) ফটো দেখে সমস্যা চিহ্নিত করা হয়
Ο খ) এনজিওগ্রাফি হাড়ের ক্ষেত্রে প্রযোজ্য
Ο গ) এনজিওগ্রাফিতে বিশেষ ডাই ব্যবহার করা হয়
Ο ঘ) এনজিওগ্রাফিতে রক্তনালি নিরাপদ থাকে
সঠিক উত্তর: (গ)
৭৫. কোন বিজ্ঞানী একই সাথে পদার্থবিজ্ঞানী ও জীববিজ্ঞানী?
Ο ক) নিউটন
Ο খ) অ্যারিস্টটল
Ο গ) আইনস্টন
Ο ঘ) জগদীশচন্দ্র বসু
সঠিক উত্তর: (ঘ)
৭৬. কার্বনের কয়টি আইসোটোপ আছে?
Ο ক) একটি
Ο খ) দশটি
Ο গ) তিনটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ)
৭৭. প্রকৃতি যেসব গাণিতিক নিয়ম মেনে চলে সেগুলো কোন বিজ্ঞানের আলোচ্য বিষয়-
Ο ক) জীববিজ্ঞান
Ο খ) রসায়ন
Ο গ) পদার্থবিজ্ঞান
Ο ঘ) ভৌতবিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
৭৮. সাধারণ আলোর ক্ষেত্রে-
i. এটি দৃশ্যমান
ii. এটি বিভিন্ন রঙে বিভক্ত
iii. এটি দৃশ্যমান নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৯. জীবনের নানাবিধ বৈচিত্র অনুসন্ধান ও বিশ্লেষণের মাধ্যমে এর গভীরে প্রবেশ করার শক্তিশালী মাধ্যম কী?
Ο ক) জীববিজ্ঞান
Ο খ) পদার্থবিজ্ঞান
Ο গ) জীব পদার্থবিজ্ঞান
Ο ঘ) রসায়ন বিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
৮০. গাড়ির ইঞ্জিনে শক্তির রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে
Ο খ) রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে
Ο গ) তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে
Ο ঘ) রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে
সঠিক উত্তর: (খ)
৮১. সিটিস্ক্যান পরীক্ষা কাদের জন্য অনুপযোগী?
Ο ক) পুরুষদের
Ο খ) মহিলাদের
Ο গ) গর্ভবতী মহিলাদের
Ο ঘ) ডায়াবেটিস রোগীদের
সঠিক উত্তর: (গ)
৮২. পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান জগদীশচন্দ্র বসুর অবদান হলো-
i. রেডিও সংকেত প্রেরণ
ii. তরঙ্গদৈর্ঘ্যকে প্রায় ৫ মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনা
iii. ক্রেস্কোগ্রাফ আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৩. রঞ্জন রশ্মির অপর নাম কী?
Ο ক) আলফারশ্মি
Ο খ) বিটা রশ্মি
Ο গ) এক্সরশ্মি
Ο ঘ) গামা রশ্মি
সঠিক উত্তর: (গ)
৮৪. কোন আইসোটোপের সাহায্য ব্রেণ, লিভার, প্লীহা এবং হাড়ের ইমেজিং সম্পন্ন করা হয়?
Ο ক) ফসফরাস-32
Ο খ) আয়োডিন-131
Ο গ) টেকনিশিয়াম-99m
Ο ঘ) কোবাল্ট-60
সঠিক উত্তর: (গ)
৮৫. মানুষের হৃৎপিন্ডের ক্রিয়া থেমে গেলে কী ঘটবে?
Ο ক) অন্যান্য অঙ্গগুলোর কর্মকান্ড সচল থাকবে
Ο খ) অন্যান্য অঙ্গগুলোর কর্মকান্ড বন্ধ হয়ে যাবে
Ο গ) অন্যান্য অঙ্গগুলোর হৃৎপিন্ডের ক্রিয়া চালু করতে চেষ্টা করবে
Ο ঘ) মস্তিষ্কের ক্রিয়া চলতে থাকবে
সঠিক উত্তর: (খ)
৮৬. কত সালে জগদীশচন্দ্র বসু দূরবর্তী স্থানে বিনা তারে রেডিও সংকেত প্রেরণ করে জনসমক্ষে দেখান?
Ο ক) ১৮৮৪
Ο খ) ১৯১৭
Ο গ) ১৮৮০
Ο ঘ) ১৮৯৫
সঠিক উত্তর: (ঘ)
৮৭. অতি জরুরী না হলে উচিত নয়-
i. গর্ভবর্তী মহিলাদের উদরের এক্সরে করা
ii. গর্ভবর্তী মহিলাদের পেলভিক অঞ্চলের এক্সরে করা
iii. গর্ভবর্তী মহিলাদের মুখের এক্সরে করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৮. জরায়ুর টিউবার সনাক্ত করা হয় কোন উপায়-
Ο ক) সিটিস্ক্যান
Ο খ) এম আর আই
Ο গ) আল্ট্রসনোগ্রাফি
Ο ঘ) এক্স-রে
সঠিক উত্তর: (গ)
৮৯. ক্যান্সারের চিকিৎসায় কোনটি উপযোগী?
Ο ক) সিটিস্ক্যান
Ο খ) ইসিজি
Ο গ) রেডিওথেরাপি
Ο ঘ) আল্ট্রাসনোগ্রাফি
সঠিক উত্তর: (গ)
৯০. আলট্রসনোগ্রাফির কোন ধরনের শব্দ প্রতিফলিত হয়?
Ο ক) মধ্যম কম্পঙ্কের
Ο খ) নিম্ন কম্পাঙ্কের
Ο গ) উচ্চ কম্পাঙ্কের
Ο ঘ) শব্দোত্তর
সঠিক উত্তর: (গ)
৯১. মানুষের শরীরের কোনো রক্তনালিকা বন্ধ বা ক্ষতিগ্রস্ত হলে বা অস্বাভাবিক পরিবর্তন ঘটে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত সেই রক্তনালি শনাক্ত করার কাজে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) এক্সরে
Ο খ) রেডিওথেরাপি
Ο গ) এনজিওগ্রাফি
Ο ঘ) এমআরআই
সঠিক উত্তর: (গ)
৯২. মৌলের নিউক্লিয়াস অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাই হল-
Ο ক) আনবিক সংখ্যা
Ο খ) আইসোটোপ সংখ্যা
Ο গ) ভর সংখ্যা
Ο ঘ) আইসোটোন সংখ্যা
সঠিক উত্তর: (গ)
৯৩. জীববিজ্ঞান কোনটিতে ব্যবস্থাকে অধ্যায়নের জন্য ভৌতবিজ্ঞানের তত্ত্ব ও পদ্ধতি ব্যবহার করা হয়?
Ο ক) জীববিজ্ঞানে
Ο খ) পদার্থবিজ্ঞানে
Ο গ) জীব পদার্থবিজ্ঞানে
Ο ঘ) রসায়ন বিজ্ঞানে
সঠিক উত্তর: (গ)
৯৪. এমআরআই করলে রোগীর মাথাব্যাথা হয় কেন?
Ο ক) অত্যাধিক ঠান্ডায়
Ο খ) অত্যাধিক গরমে
Ο গ) মেশিনের উচ্চ শব্দের কারণে
Ο ঘ) তীব্র আলোর প্রভাবে
সঠিক উত্তর: (গ)
৯৫. কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিন্ডের স্পন্দনের হার পরিমাণ করা যায়?
Ο ক) এমআরআই
Ο খ) ইসিজি
Ο গ) আলট্রাসনোগ্রাফি
Ο ঘ) সিটিস্ক্যান
সঠিক উত্তর: (খ)
৯৬. নাইট্রোজেন যুক্ত বর্জ্য অপসারণ করা কার কাজ?
Ο ক) বৃক্কের
Ο খ) ফুসফুসের
Ο গ) যকৃতের
Ο ঘ) হৃৎপিন্ডের
সঠিক উত্তর: (ক)
৯৭. এক্সরের মাধ্যমে ভাঙা হার শনাক্ত করা সহজ হয় কেন?
Ο ক) এক্সরে ধাতব বস্তু ভেদ করে চলে যায় বলে
Ο খ) অধাতব বস্তু এক্সরে শোষণ করে বলে
Ο গ) হাড়ের ক্যালসিয়াম এক্সরে শোষণ করে বলে
Ο ঘ) হাড়ে ধাতব বস্তু অনুপস্থিত বলে
সঠিক উত্তর: (গ)
৯৮. এক্সরে কাচ নল-
i. এর দু প্রান্তে দুটি ইলেকট্রোড লাগানো থাকে
ii. এর এক প্রান্তে একটি ক্যাথোড এবং অন্য প্রান্তে একটি অ্যানোড লাগানো থাকে
iii. এর ক্যাথোডে একটি টাংস্টেন ধাতুর একটি কুন্ডলী থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৯. এক্সরের তরঙ্গদৈর্ঘ্য-
Ο ক) ক্ষুদ্র
Ο খ) দীর্ঘ
Ο গ) টাংস্টেন
Ο ঘ) লোহা
সঠিক উত্তর: (গ)
১০০. উদ্বৃদ্ধি রেকর্ডের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ফোনোগ্রাফ
Ο খ) ক্রেস্কোগ্রাফ
Ο গ) থেস্কোগ্রাফ
Ο ঘ) টেলিগ্রাফ
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics