ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৪: জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ক্রেস্কোগ্রাফ কী কাজে ব্যবহৃত হয়?
Ο ক) উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য
Ο খ) প্রানীদের বৃদ্ধি রেকর্ড করার জন্য
Ο গ) মানুষের রোগ নির্ণয়ে
Ο ঘ) আকাশ পর্যবেক্ষণে
সঠিক উত্তর: (ক)
২. বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু করেন-
i. বসু মন্দির প্রতিষ্ঠা
ii. তেজস্ক্রিয় মৌলের ব্যবহার
iii. ক্রোস্কোগ্রাফ আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩. সিটিস্ক্যান পরীক্ষা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। কারণ-
i. টিউব পার্শ্ববর্তী টিস্যুকে আক্রান্ত করতে পারে
ii. এলার্জিজনিত বিক্রিয়ার সম্ভবনা থাকে
iii. একটি টিউমার থেকে আরেকটি টিউমার হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪. কত সালে জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন?
Ο ক) ১৮৮৫
Ο খ) ১৯১৭
Ο গ) ১৮৮৪
Ο ঘ) ১৮৫৮
সঠিক উত্তর: (ক)
৫. কোনটির সাহায্যে ক্ষতিকর ক্যান্সার টিউমারের উপস্থিতি শনাক্ত করা যায়?
Ο ক) ইসিজি
Ο খ) এন্ডোসকোপি যন্ত্র
Ο গ) এমআরআই
Ο ঘ) তেজজস্ক্রিয় আইসোটোপ
সঠিক উত্তর: (ঘ)
৬. নিচের কোন সংখ্যাগুলো কার্বনের আইসোটোপের ভরসংখ্যা?
Ο ক) 19,20,21
Ο খ) 1,2,3
Ο গ) 12,13,14
Ο ঘ) 6,7,8
সঠিক উত্তর: (গ)
৭. আল্ট্রসনোগ্রাফি ব্যবহার করা হয়-
i. স্ত্রীরোগ ও প্রসূতি বিজ্ঞানে
ii. পেলভিক মাসের উপস্থিতি নির্ণয়ে
iii. হৃদযন্ত্রের ত্রুটি শনাক্ত করণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮. কে ভারতীয় উপমহাদেশে প্রথম আন্তজার্তিক স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞানী?
Ο ক) আবদুস সালাম
Ο খ) জগদীশচন্দ্র বসু
Ο গ) সতেন্দ্র বোস
Ο ঘ) স্টিফেন হকিংস
সঠিক উত্তর: (খ)
৯. কোনটির নীতি ব্যবহার করে কোনো অণুর প্রকৃতি সম্পর্কে জানা যায়?
Ο ক) এমআরআই নীতি
Ο খ) এক্সরে নীতি
Ο গ) ইসিজি নীতি
Ο ঘ) সিটিস্ক্যান নীতি
সঠিক উত্তর: (ক)
১০. এমআরআই এর মাধ্যমে প্রাপ্ত প্রতিবিম্বকে কিসের সঙ্গে তুলনা করা যায়?
Ο ক) মিষ্টি কুমড়ার ফালির
Ο খ) খিরার ফালি
Ο গ) তরমুজের ফালির
Ο ঘ) পাউরুটির ফালি
সঠিক উত্তর: (ঘ)
১১. নিউক্লীয় চৌম্বক অনুনাদ এর ভৌত ও রাসায়নিক নীতির উপর ভিত্তি করে কোনটি কাজ করে?
Ο ক) আল্ট্রসনোগ্রাফি
Ο খ) ইসিজি
Ο গ) এমআরআই
Ο ঘ) সিটিস্ক্যান
সঠিক উত্তর: (গ)
১২. মস্তিষ্কের ক্রিয়া চলতে থাকবে
Ο ক)
Ο খ)
Ο গ)
Ο ঘ)
সঠিক উত্তর:
১৩. হৃৎপিন্ডের আকার বড় হয়ে গেলে কোন পরীক্ষাটি করা হয়?
Ο ক) আলট্রাসনোগ্রাফি
Ο খ) ইসিজি
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) এন্ডোসকোপি
সঠিক উত্তর: (খ)
১৪. হাড়ের স্ক্যানিং সম্পন্ন করা হয় কোনটির সাহায্যে?
Ο ক) কোবাল্ট-60
Ο খ) আয়োডিন-131
Ο গ) টেকনিশিয়াম-99m
Ο ঘ) তেজস্ক্রিয় ফসফরাস-32
সঠিক উত্তর: (গ)
১৫. চিকিৎসকগণ এন্ডোকোপির মাধ্যমে পরীক্ষা করেন-
i. শরীরের অভ্যন্তরে যেকোনো ধরনের অস্বস্তিবোধ
ii. শরীরের অভ্যন্তরে যেকোনো স্থানে অস্বাভাবিক কোষ বৃদ্ধি
iii. ভ্রূণের আকার ও অবস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬. হৃৎপিন্ড পরীক্ষার জন্য আলট্রসাউন্ড ব্যবহৃত হলে তখন এই পরীক্ষাকে কী বলে?
Ο ক) আলট্রসনোগ্রাফি
Ο খ) ইকোকার্ডিওগ্রাফি
Ο গ) টমোগ্রাফি
Ο ঘ) ফটোগ্রাফি
সঠিক উত্তর: (খ)
১৭. কোথায় জগদীশচন্দ্র বসু ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন?
Ο ক) দিল্লিতে
Ο খ) ঢাকায়
Ο গ) বিক্রমপুরে
Ο ঘ) কলকাতায়
সঠিক উত্তর: (ঘ)
১৮. কোনটিকে আল্ট্রাসনিক তরঙ্গগুলোকে একটি সরু বীম-এ পরিণত করা হয়?
Ο ক) সিটিস্ক্যান
Ο খ) আল্ট্রসনোগ্রাফি
Ο গ) এক্সরে
Ο ঘ) ভোল্টমিটার
সঠিক উত্তর: (খ)
১৯. ব্রেণ এবং মেরু রজ্জুর বিস্তৃত প্রতিবম্ব তৈরির জন্য অত্যন্ত মূল্যবান পরীক্ষা কোনটি?
Ο ক) এম আর আই
Ο খ) সিটি স্ক্যান
Ο গ) আল্ট্রসনোগ্রাফি
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (ক)
২০. মানবদেহের প্রত্যেকটি অঙ্গ-
i. নিজস্ব গতিতে চলে
ii. র মধ্যে পূর্বনির্ধারিত সম্পর্ক রয়েছে
iii. র কাজই সুনির্দিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১. জান্নাতে স্থান পেতে হলে প্রয়োজন-
i. সালাত আদায়
ii. ধার দেওয়া
iii. কুপ্রবৃত্তি দমন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২২. ক্রেস্কোগ্রাফ কে আবিষ্কার করেন?
Ο ক) বিজ্ঞানী ডালটন
Ο খ) অ্যাভোগেড্রো
Ο গ) জগদীশচন্দ্র বসু
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (গ)
২৩. জীবপদার্থ বিজ্ঞান-
i. জীবজগৎ অধ্যয়নের বিজ্ঞান
ii. জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের মধ্যে সেতুবন্ধ স্বরুপ
iii. এমন কে বিজ্ঞান যা বিজ্ঞানের অনেকগুলো শাখার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৪. ফুসফুসের ক্যান্সার নির্ণয় করা হয় কোন রশ্মির সাহায্যে?
Ο ক) গামা রশ্মি
Ο খ) আলফা রশ্মি
Ο গ) বিটা রশ্মি
Ο ঘ) এক্স রশ্মি
সঠিক উত্তর: (ঘ)
২৫. রক্তের শ্বেতকণিকার অত্যাধিক বৃদ্ধির ফলে রক্তস্বল্পতা রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) কোবাল্ট
Ο খ) ফসফেট
Ο গ) আয়োডিন
Ο ঘ) আয়রন
সঠিক উত্তর: (খ)
২৬. রেডিওথেরাপিতে কোষের DNA ভেঙে ফেলা হয় কেন?
Ο ক) নীরোগ কোষকে ধ্বংস করার জন্য
Ο খ) আক্রান্ত কোষকে আবদ্ধ করার জন্য
Ο গ) আক্রান্ত কোষকে সুস্থ করার জন্য
Ο ঘ) ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য
সঠিক উত্তর: (ঘ)
২৭. কোন পরীক্ষায় শরীরের রক্তনালিকাসমূহ দেখার জন্য এক্সরে ব্যবহার করা হয়?
Ο ক) এন্ডোসকোপি
Ο খ) ইটিটি
Ο গ) ইসিজি
Ο ঘ) এনজিওগ্রাফি
সঠিক উত্তর: (ঘ)
২৮. কীটপতঙ্গ দমনে কোনটির ব্যাপক ব্যবহার রয়েছে?
Ο ক) সিটিস্ক্যান
Ο খ) এক্সরে
Ο গ) আল্ট্রসনোগ্রাফি
Ο ঘ) তেজস্ক্রিয় আইসোটোপ
সঠিক উত্তর: (ঘ)
২৯. মাইক্রোওয়েভ গভেষণার ক্ষেত্রে কার উল্লেখযোগ্য অবদান রয়েছে?
Ο ক) জন ডাল্টন
Ο খ) রবার্ট রয়েল
Ο গ) জগদীশচন্দ্র বসু
Ο ঘ) ক্যারোলাস লিনিয়াস
সঠিক উত্তর: (গ)
৩০. কোনটি করার সময় কখনো কখনো চিকিৎসগণ একই সময়ে সার্জারী ছাড়াই রক্তনালির ব্লকের চিকিৎসা করে থাকেন?
Ο ক) ইটিটি
Ο খ) এনজিওগ্রাম
Ο গ) এমআরআই
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (খ)
৩১. হৃৎপিন্ডের একটি সম্পূর্ণ ছবি পাবার জন্য কয়টি বৈদ্যুতিক সংকেতকে শনাক্ত করা হয়?
Ο ক) নয়টি
Ο খ) দশটি
Ο গ) এগারটি
Ο ঘ) বারটি
সঠিক উত্তর: (ঘ)
৩২. আদিমকালে চিকিৎসগণ রোগীর রোগ নির্ণয় করতেন-
Ο ক) রোগী দেখে
Ο খ) আধুনিক যন্ত্র ব্যবহার করে
Ο গ) বাহ্যিক বিভিন্ন লক্ষণ দেখে
Ο ঘ) প্রয়োজনীয় পরীক্ষা করে
সঠিক উত্তর: (গ)
৩৩. হৃদপিন্ডের ক্রিয়া বন্ধ হলে কর্মকান্ড বন্ধ হবে-
i. বৃক্কের
ii. ফুসফুসের
iii. যকৃতের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪. এনজিওগ্রাফি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়-
i. রক্তবাহী শিরাগুলো সরু হয়েছে কিনা তা
ii. রক্তবাহী ধমনীগুলো ব্লক হয়েছে কিনা তা
iii. রক্তবাহী ধমনীগুলো প্রসারিত হয়েছে কিনা তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫. শরীরের রক্ত নালিকা দেখার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) এন্ডোসকোপি
Ο খ) এনজিওগ্রাফি
Ο গ) ইসিজি
Ο ঘ) ইটিটি
সঠিক উত্তর: (খ)
৩৬. শরীরের সকল কর্মকান্ড থেমে যায় কোনটি থেমে গেলে?
Ο ক) যকৃতের ক্রিয়া
Ο খ) ফুসফুসের ক্রিয়া
Ο গ) হৃৎপিন্ডের ক্রিয়া
Ο ঘ) বৃক্কের ক্রিয়া
সঠিক উত্তর: (গ)
৩৭. কোন আইসোটোপের সাহায্য অপারেশনের যন্ত্রপাতি রোগ জীবানুমুক্ত করা হয়?
Ο ক) ফসফরাস-32
Ο খ) আয়োডিন-131
Ο গ) টেকনিশিয়াম-99m
Ο ঘ) কোবাল্ট-60
সঠিক উত্তর: (ঘ)
৩৮. কার্বন পরমাণুর প্রোটনের সংখ্যা কত?
Ο ক) দুই
Ο খ) ছয়
Ο গ) বার
Ο ঘ) তেরো
সঠিক উত্তর: (খ)
৩৯. সিটিস্ক্যান যন্ত্র কীভাবে কোনো বস্তুর অভ্যন্তরের ত্রিমাত্রিক প্রতিবিম্ব গঠন করে?
Ο ক) ডিজিটাল পাটিগাণিতিক প্রক্রিয়া ব্যবহার করে
Ο খ) ডিজিটাল বীজগণিতিক প্রক্রিয়া ব্যবহার করে
Ο গ) ডিজিটাল জ্যামিতিক প্রক্রিয়া ব্যবহার করে
Ο ঘ) এনালগ জ্যামিতিক প্রক্রিয়া ব্যবহার করে
সঠিক উত্তর: (গ)
৪০. কোবাল্ট-৬০ থেকে কোনটি নির্গত হয়?
Ο ক) আলফা রশ্মি
Ο খ) বিটা রশ্মি
Ο গ) গামা রশ্মি
Ο ঘ) এক্সরশ্মি
সঠিক উত্তর: (গ)
৪১. স্যার জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) বিক্রমপুর
Ο খ) ঢাকায়
Ο গ) ময়মনসিংহ
Ο ঘ) কলকাতায়
সঠিক উত্তর: (গ)
৪২. থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) টেকনিসিয়াম
Ο খ) আয়োডিন
Ο গ) কোবাল্ট
Ο ঘ) ফসফরাস
সঠিক উত্তর: (খ)
৪৩. সিটিস্ক্যানের প্রতিবিম্ব চিকিৎসকে সাহায্য করে-
i. টিউমার সনাক্তকরণে
ii. টিউমার আকার নির্ণয়ে
iii. টিউমার অবস্থান নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৪. ইসিজি পরীক্ষার কী পাওয়ার জন্য দশটি ইলেকট্রোড ব্যবহার করে বারোটি বৈদ্যুতিক সংকেতকে সনাক্ত করা হয়?
Ο ক) পিঠের ব্যথার সম্পূর্ণ ছবি
Ο খ) পায়ের গোড়ালির মচকানোর সম্পূর্ণ ছবি
Ο গ) ভ্রূণের সম্পূর্ণ ছবি
Ο ঘ) হৃৎপিন্ডের সম্পূর্ণ ছবি
সঠিক উত্তর: (ঘ)
৪৫. রেডিওথেরাপিতে রক্তের ক্যান্সারের ক্ষেত্রে তেজস্ক্রিয় হিসেবে কী ব্যবহার হয়?
Ο ক) স্ট্রানিশিয়াম
Ο খ) আয়োডিন
Ο গ) ফসফরাস
Ο ঘ) কোবাল্ট
সঠিক উত্তর: (গ)
৪৬. নিচের কোন শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইসিজি?
Ο ক) Electrocatdiogram
Ο খ) Radiation Therapy
Ο গ) Exercise Tolerence Test
Ο ঘ) Computed Tomography Scan
সঠিক উত্তর: (ক)
৪৭. অনুশীলনরত অবস্থায় করা হয়-
i. এনজিওগ্রাফি
ii. ইটিটি
iii. রেডিওথেরাপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৮. জগদীশচন্দ্র বসু মাতৃভাষা লেখাপড়া শুরু করেন-
Ο ক) বিক্রমপুরে
Ο খ) ফরিদপুরে
Ο গ) দিনাজপুরে
Ο ঘ) ভাগলপুরে
সঠিক উত্তর: (খ)
৪৯. এনজিওগ্রাফি উপযোগী-
i. করোনারী আর্টারী রোগ নিরূপণে
ii. ধমনীর চিকিৎসায়
iii. জড়ায়ুর টিউমার সনাক্তকরণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫০. রক্তের ক্যান্সার নির্ণয়ে কোন পদার্থ ব্যবহৃত হয়?
Ο ক) তেজস্ক্রিয় ফসফরাস
Ο খ) তেজস্ক্রিয় ব্রোমিন
Ο গ) তেজস্ক্রিয় আয়োডিন
Ο ঘ) তেজস্ক্রিয় স্ট্রনশিয়াম
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ক্রেস্কোগ্রাফ কী কাজে ব্যবহৃত হয়?
Ο ক) উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য
Ο খ) প্রানীদের বৃদ্ধি রেকর্ড করার জন্য
Ο গ) মানুষের রোগ নির্ণয়ে
Ο ঘ) আকাশ পর্যবেক্ষণে
সঠিক উত্তর: (ক)
২. বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু করেন-
i. বসু মন্দির প্রতিষ্ঠা
ii. তেজস্ক্রিয় মৌলের ব্যবহার
iii. ক্রোস্কোগ্রাফ আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩. সিটিস্ক্যান পরীক্ষা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। কারণ-
i. টিউব পার্শ্ববর্তী টিস্যুকে আক্রান্ত করতে পারে
ii. এলার্জিজনিত বিক্রিয়ার সম্ভবনা থাকে
iii. একটি টিউমার থেকে আরেকটি টিউমার হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪. কত সালে জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন?
Ο ক) ১৮৮৫
Ο খ) ১৯১৭
Ο গ) ১৮৮৪
Ο ঘ) ১৮৫৮
সঠিক উত্তর: (ক)
৫. কোনটির সাহায্যে ক্ষতিকর ক্যান্সার টিউমারের উপস্থিতি শনাক্ত করা যায়?
Ο ক) ইসিজি
Ο খ) এন্ডোসকোপি যন্ত্র
Ο গ) এমআরআই
Ο ঘ) তেজজস্ক্রিয় আইসোটোপ
সঠিক উত্তর: (ঘ)
৬. নিচের কোন সংখ্যাগুলো কার্বনের আইসোটোপের ভরসংখ্যা?
Ο ক) 19,20,21
Ο খ) 1,2,3
Ο গ) 12,13,14
Ο ঘ) 6,7,8
সঠিক উত্তর: (গ)
৭. আল্ট্রসনোগ্রাফি ব্যবহার করা হয়-
i. স্ত্রীরোগ ও প্রসূতি বিজ্ঞানে
ii. পেলভিক মাসের উপস্থিতি নির্ণয়ে
iii. হৃদযন্ত্রের ত্রুটি শনাক্ত করণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮. কে ভারতীয় উপমহাদেশে প্রথম আন্তজার্তিক স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞানী?
Ο ক) আবদুস সালাম
Ο খ) জগদীশচন্দ্র বসু
Ο গ) সতেন্দ্র বোস
Ο ঘ) স্টিফেন হকিংস
সঠিক উত্তর: (খ)
৯. কোনটির নীতি ব্যবহার করে কোনো অণুর প্রকৃতি সম্পর্কে জানা যায়?
Ο ক) এমআরআই নীতি
Ο খ) এক্সরে নীতি
Ο গ) ইসিজি নীতি
Ο ঘ) সিটিস্ক্যান নীতি
সঠিক উত্তর: (ক)
১০. এমআরআই এর মাধ্যমে প্রাপ্ত প্রতিবিম্বকে কিসের সঙ্গে তুলনা করা যায়?
Ο ক) মিষ্টি কুমড়ার ফালির
Ο খ) খিরার ফালি
Ο গ) তরমুজের ফালির
Ο ঘ) পাউরুটির ফালি
সঠিক উত্তর: (ঘ)
১১. নিউক্লীয় চৌম্বক অনুনাদ এর ভৌত ও রাসায়নিক নীতির উপর ভিত্তি করে কোনটি কাজ করে?
Ο ক) আল্ট্রসনোগ্রাফি
Ο খ) ইসিজি
Ο গ) এমআরআই
Ο ঘ) সিটিস্ক্যান
সঠিক উত্তর: (গ)
১২. মস্তিষ্কের ক্রিয়া চলতে থাকবে
Ο ক)
Ο খ)
Ο গ)
Ο ঘ)
সঠিক উত্তর:
১৩. হৃৎপিন্ডের আকার বড় হয়ে গেলে কোন পরীক্ষাটি করা হয়?
Ο ক) আলট্রাসনোগ্রাফি
Ο খ) ইসিজি
Ο গ) সিটিস্ক্যান
Ο ঘ) এন্ডোসকোপি
সঠিক উত্তর: (খ)
১৪. হাড়ের স্ক্যানিং সম্পন্ন করা হয় কোনটির সাহায্যে?
Ο ক) কোবাল্ট-60
Ο খ) আয়োডিন-131
Ο গ) টেকনিশিয়াম-99m
Ο ঘ) তেজস্ক্রিয় ফসফরাস-32
সঠিক উত্তর: (গ)
১৫. চিকিৎসকগণ এন্ডোকোপির মাধ্যমে পরীক্ষা করেন-
i. শরীরের অভ্যন্তরে যেকোনো ধরনের অস্বস্তিবোধ
ii. শরীরের অভ্যন্তরে যেকোনো স্থানে অস্বাভাবিক কোষ বৃদ্ধি
iii. ভ্রূণের আকার ও অবস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬. হৃৎপিন্ড পরীক্ষার জন্য আলট্রসাউন্ড ব্যবহৃত হলে তখন এই পরীক্ষাকে কী বলে?
Ο ক) আলট্রসনোগ্রাফি
Ο খ) ইকোকার্ডিওগ্রাফি
Ο গ) টমোগ্রাফি
Ο ঘ) ফটোগ্রাফি
সঠিক উত্তর: (খ)
১৭. কোথায় জগদীশচন্দ্র বসু ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন?
Ο ক) দিল্লিতে
Ο খ) ঢাকায়
Ο গ) বিক্রমপুরে
Ο ঘ) কলকাতায়
সঠিক উত্তর: (ঘ)
১৮. কোনটিকে আল্ট্রাসনিক তরঙ্গগুলোকে একটি সরু বীম-এ পরিণত করা হয়?
Ο ক) সিটিস্ক্যান
Ο খ) আল্ট্রসনোগ্রাফি
Ο গ) এক্সরে
Ο ঘ) ভোল্টমিটার
সঠিক উত্তর: (খ)
১৯. ব্রেণ এবং মেরু রজ্জুর বিস্তৃত প্রতিবম্ব তৈরির জন্য অত্যন্ত মূল্যবান পরীক্ষা কোনটি?
Ο ক) এম আর আই
Ο খ) সিটি স্ক্যান
Ο গ) আল্ট্রসনোগ্রাফি
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (ক)
২০. মানবদেহের প্রত্যেকটি অঙ্গ-
i. নিজস্ব গতিতে চলে
ii. র মধ্যে পূর্বনির্ধারিত সম্পর্ক রয়েছে
iii. র কাজই সুনির্দিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১. জান্নাতে স্থান পেতে হলে প্রয়োজন-
i. সালাত আদায়
ii. ধার দেওয়া
iii. কুপ্রবৃত্তি দমন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২২. ক্রেস্কোগ্রাফ কে আবিষ্কার করেন?
Ο ক) বিজ্ঞানী ডালটন
Ο খ) অ্যাভোগেড্রো
Ο গ) জগদীশচন্দ্র বসু
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (গ)
২৩. জীবপদার্থ বিজ্ঞান-
i. জীবজগৎ অধ্যয়নের বিজ্ঞান
ii. জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের মধ্যে সেতুবন্ধ স্বরুপ
iii. এমন কে বিজ্ঞান যা বিজ্ঞানের অনেকগুলো শাখার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৪. ফুসফুসের ক্যান্সার নির্ণয় করা হয় কোন রশ্মির সাহায্যে?
Ο ক) গামা রশ্মি
Ο খ) আলফা রশ্মি
Ο গ) বিটা রশ্মি
Ο ঘ) এক্স রশ্মি
সঠিক উত্তর: (ঘ)
২৫. রক্তের শ্বেতকণিকার অত্যাধিক বৃদ্ধির ফলে রক্তস্বল্পতা রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) কোবাল্ট
Ο খ) ফসফেট
Ο গ) আয়োডিন
Ο ঘ) আয়রন
সঠিক উত্তর: (খ)
২৬. রেডিওথেরাপিতে কোষের DNA ভেঙে ফেলা হয় কেন?
Ο ক) নীরোগ কোষকে ধ্বংস করার জন্য
Ο খ) আক্রান্ত কোষকে আবদ্ধ করার জন্য
Ο গ) আক্রান্ত কোষকে সুস্থ করার জন্য
Ο ঘ) ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য
সঠিক উত্তর: (ঘ)
২৭. কোন পরীক্ষায় শরীরের রক্তনালিকাসমূহ দেখার জন্য এক্সরে ব্যবহার করা হয়?
Ο ক) এন্ডোসকোপি
Ο খ) ইটিটি
Ο গ) ইসিজি
Ο ঘ) এনজিওগ্রাফি
সঠিক উত্তর: (ঘ)
২৮. কীটপতঙ্গ দমনে কোনটির ব্যাপক ব্যবহার রয়েছে?
Ο ক) সিটিস্ক্যান
Ο খ) এক্সরে
Ο গ) আল্ট্রসনোগ্রাফি
Ο ঘ) তেজস্ক্রিয় আইসোটোপ
সঠিক উত্তর: (ঘ)
২৯. মাইক্রোওয়েভ গভেষণার ক্ষেত্রে কার উল্লেখযোগ্য অবদান রয়েছে?
Ο ক) জন ডাল্টন
Ο খ) রবার্ট রয়েল
Ο গ) জগদীশচন্দ্র বসু
Ο ঘ) ক্যারোলাস লিনিয়াস
সঠিক উত্তর: (গ)
৩০. কোনটি করার সময় কখনো কখনো চিকিৎসগণ একই সময়ে সার্জারী ছাড়াই রক্তনালির ব্লকের চিকিৎসা করে থাকেন?
Ο ক) ইটিটি
Ο খ) এনজিওগ্রাম
Ο গ) এমআরআই
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (খ)
৩১. হৃৎপিন্ডের একটি সম্পূর্ণ ছবি পাবার জন্য কয়টি বৈদ্যুতিক সংকেতকে শনাক্ত করা হয়?
Ο ক) নয়টি
Ο খ) দশটি
Ο গ) এগারটি
Ο ঘ) বারটি
সঠিক উত্তর: (ঘ)
৩২. আদিমকালে চিকিৎসগণ রোগীর রোগ নির্ণয় করতেন-
Ο ক) রোগী দেখে
Ο খ) আধুনিক যন্ত্র ব্যবহার করে
Ο গ) বাহ্যিক বিভিন্ন লক্ষণ দেখে
Ο ঘ) প্রয়োজনীয় পরীক্ষা করে
সঠিক উত্তর: (গ)
৩৩. হৃদপিন্ডের ক্রিয়া বন্ধ হলে কর্মকান্ড বন্ধ হবে-
i. বৃক্কের
ii. ফুসফুসের
iii. যকৃতের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪. এনজিওগ্রাফি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়-
i. রক্তবাহী শিরাগুলো সরু হয়েছে কিনা তা
ii. রক্তবাহী ধমনীগুলো ব্লক হয়েছে কিনা তা
iii. রক্তবাহী ধমনীগুলো প্রসারিত হয়েছে কিনা তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫. শরীরের রক্ত নালিকা দেখার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) এন্ডোসকোপি
Ο খ) এনজিওগ্রাফি
Ο গ) ইসিজি
Ο ঘ) ইটিটি
সঠিক উত্তর: (খ)
৩৬. শরীরের সকল কর্মকান্ড থেমে যায় কোনটি থেমে গেলে?
Ο ক) যকৃতের ক্রিয়া
Ο খ) ফুসফুসের ক্রিয়া
Ο গ) হৃৎপিন্ডের ক্রিয়া
Ο ঘ) বৃক্কের ক্রিয়া
সঠিক উত্তর: (গ)
৩৭. কোন আইসোটোপের সাহায্য অপারেশনের যন্ত্রপাতি রোগ জীবানুমুক্ত করা হয়?
Ο ক) ফসফরাস-32
Ο খ) আয়োডিন-131
Ο গ) টেকনিশিয়াম-99m
Ο ঘ) কোবাল্ট-60
সঠিক উত্তর: (ঘ)
৩৮. কার্বন পরমাণুর প্রোটনের সংখ্যা কত?
Ο ক) দুই
Ο খ) ছয়
Ο গ) বার
Ο ঘ) তেরো
সঠিক উত্তর: (খ)
৩৯. সিটিস্ক্যান যন্ত্র কীভাবে কোনো বস্তুর অভ্যন্তরের ত্রিমাত্রিক প্রতিবিম্ব গঠন করে?
Ο ক) ডিজিটাল পাটিগাণিতিক প্রক্রিয়া ব্যবহার করে
Ο খ) ডিজিটাল বীজগণিতিক প্রক্রিয়া ব্যবহার করে
Ο গ) ডিজিটাল জ্যামিতিক প্রক্রিয়া ব্যবহার করে
Ο ঘ) এনালগ জ্যামিতিক প্রক্রিয়া ব্যবহার করে
সঠিক উত্তর: (গ)
৪০. কোবাল্ট-৬০ থেকে কোনটি নির্গত হয়?
Ο ক) আলফা রশ্মি
Ο খ) বিটা রশ্মি
Ο গ) গামা রশ্মি
Ο ঘ) এক্সরশ্মি
সঠিক উত্তর: (গ)
৪১. স্যার জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) বিক্রমপুর
Ο খ) ঢাকায়
Ο গ) ময়মনসিংহ
Ο ঘ) কলকাতায়
সঠিক উত্তর: (গ)
৪২. থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) টেকনিসিয়াম
Ο খ) আয়োডিন
Ο গ) কোবাল্ট
Ο ঘ) ফসফরাস
সঠিক উত্তর: (খ)
৪৩. সিটিস্ক্যানের প্রতিবিম্ব চিকিৎসকে সাহায্য করে-
i. টিউমার সনাক্তকরণে
ii. টিউমার আকার নির্ণয়ে
iii. টিউমার অবস্থান নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৪. ইসিজি পরীক্ষার কী পাওয়ার জন্য দশটি ইলেকট্রোড ব্যবহার করে বারোটি বৈদ্যুতিক সংকেতকে সনাক্ত করা হয়?
Ο ক) পিঠের ব্যথার সম্পূর্ণ ছবি
Ο খ) পায়ের গোড়ালির মচকানোর সম্পূর্ণ ছবি
Ο গ) ভ্রূণের সম্পূর্ণ ছবি
Ο ঘ) হৃৎপিন্ডের সম্পূর্ণ ছবি
সঠিক উত্তর: (ঘ)
৪৫. রেডিওথেরাপিতে রক্তের ক্যান্সারের ক্ষেত্রে তেজস্ক্রিয় হিসেবে কী ব্যবহার হয়?
Ο ক) স্ট্রানিশিয়াম
Ο খ) আয়োডিন
Ο গ) ফসফরাস
Ο ঘ) কোবাল্ট
সঠিক উত্তর: (গ)
৪৬. নিচের কোন শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইসিজি?
Ο ক) Electrocatdiogram
Ο খ) Radiation Therapy
Ο গ) Exercise Tolerence Test
Ο ঘ) Computed Tomography Scan
সঠিক উত্তর: (ক)
৪৭. অনুশীলনরত অবস্থায় করা হয়-
i. এনজিওগ্রাফি
ii. ইটিটি
iii. রেডিওথেরাপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৮. জগদীশচন্দ্র বসু মাতৃভাষা লেখাপড়া শুরু করেন-
Ο ক) বিক্রমপুরে
Ο খ) ফরিদপুরে
Ο গ) দিনাজপুরে
Ο ঘ) ভাগলপুরে
সঠিক উত্তর: (খ)
৪৯. এনজিওগ্রাফি উপযোগী-
i. করোনারী আর্টারী রোগ নিরূপণে
ii. ধমনীর চিকিৎসায়
iii. জড়ায়ুর টিউমার সনাক্তকরণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫০. রক্তের ক্যান্সার নির্ণয়ে কোন পদার্থ ব্যবহৃত হয়?
Ο ক) তেজস্ক্রিয় ফসফরাস
Ο খ) তেজস্ক্রিয় ব্রোমিন
Ο গ) তেজস্ক্রিয় আয়োডিন
Ο ঘ) তেজস্ক্রিয় স্ট্রনশিয়াম
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics