ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৩: আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. নিচের কোনটি বেতার তরঙ্গ প্রেরণ ও টেলিফোন সুইচিং এর সমন্বয়ে কাজ করে?
Ο ক) টেলিফোন
Ο খ) মোবাইল ফোন
Ο গ) মাইক্রোফোন
Ο ঘ) স্পিকার
সঠিক উত্তর: (খ)
১০২. কোন রশ্নিটি আধান নিরপেক্ষ?
Ο ক) α রশ্নি
Ο খ) β রশ্নি
Ο গ) γ রশ্নি
Ο ঘ) বেকরেল
সঠিক উত্তর: (গ)
১০৩. ভারি মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়-
i. আলফা রশ্নি
ii. বিটা রশ্নি
iii. গামা রশ্নি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৪. আইসি হলো-
i. সিলিকন চিপস
ii. লক্ষ লক্ষ ক্ষুদ্র বর্তনীয় সমন্বয়
iii. অধিক তাপোৎপাদী ইলেট্রনিক্স উপকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৫. টেলিভিশনের পর্দার উপর প্রতি সেকেন্ডে কতটি স্থির চরিত্র গঠন করে যা আমাদের চোখ চলমান ছবি হিসেবে দেখে?
Ο ক) ২০টি
Ο খ) ২৫টি
Ο গ) ৩০টি
Ο ঘ) ৫০টি
সঠিক উত্তর: (খ)
১০৬. নিম্নের কোনটি অর্ধপরিবাহী?
Ο ক) Si
Ο খ) H
Ο গ) Ca
Ο ঘ) Au
সঠিক উত্তর: (ক)
১০৭. রেকটিফায়ার কোন কাজটি করে?
Ο ক) ভোল্টেজের বিবর্ধন ঘটায়
Ο খ) তড়িৎপ্রবাহ বৃদ্ধি করে
Ο গ) তড়িৎপ্রবাহ হ্রাস করে
Ο ঘ) তড়িৎপ্রবাহ একমুখী করে
সঠিক উত্তর: (ঘ)
১০৮. মডুলেশন প্রক্রিয়ায়-
i. শব্দকে বাহক তরঙ্গের সাথে মিশানো হয়
ii. বাহকতরঙ্গ সাধারণত নিম্বকম্পাংকবিশিষ্ট হয়
iii. বাহকতরঙ্গ সাধারণত উচ্চকম্পাংকবিশিষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০৯. তেজস্ক্রিয় বিকিরণ মানবদেহে কোন রোগ সৃষ্টি করে?
Ο ক) ডায়ারিয়া
Ο খ) আমাশয়
Ο গ) রাতকানা
Ο ঘ) ক্যানসার
সঠিক উত্তর: (ঘ)
১১০. নিম্নের কোনটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহ রূপান্তরিত করে?
Ο ক) ট্রায়োড
Ο খ) পঞ্চয়োড
Ο গ) ডায়োড
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
১১১. কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করা ঠিক নয় কেন?
Ο ক) বিদ্যুতের অপচয় হয় বলে
Ο খ) অর্থের অপচয় হয় বলে
Ο গ) শারীরিক বিভিন্ন সমস্যা প্রতিরোধের জন্য
Ο ঘ) কম্পিউটারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে
সঠিক উত্তর: (গ)
১১২. কম্পিউটার ব্যবহৃতকৃত ইনপুট ডিভাইস হলো-
i. মাউসপ্যাড
ii. ডিজিটাল ক্যামেরা
iii. মাইক্রোফোন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৩. ট্রানজিস্টরের স্তরগুলোকে বলা হয়-
i. সংগ্রাহক
ii. ভূমি
iii. নিঃসারক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৪. নিচের কোন রশ্নিটি তেজস্ক্রিয় রশ্নি নয়?
Ο ক) α রশ্নি
Ο খ) β রশ্নি
Ο গ) γ রশ্নি
Ο ঘ) χ রশ্নি
সঠিক উত্তর: (ঘ)
১১৫. রেডিওর গ্রাহকযন্ত্র-
i. বেতার তরঙ্গ গ্রহণ করে
ii. বাহকতরঙ্গ হতে শব্দকে পৃথক করে
iii. শব্দকে সরাসরি বর্ধিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৬. রেডিও ফ্যাক্স এর যাত্রা শুরু হয় কত সালে?
Ο ক) ১৯২০
Ο খ) ১৯২৫
Ο গ) ১৯৩০
Ο ঘ) ১৯৩৫
সঠিক উত্তর: (গ)
১১৭. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রগুলো হলো-
i. ব্যবসা-বাণিজ্য
ii. যাতায়াত ব্যবস্থা
iii. গবেষণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৮. অর্ধপরিবাহিকে কয়টি টাইপে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) চার
Ο গ) তিন
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ক)
১১৯. কোথায় ই-মেইল বর্ণ জমা রাখে?
Ο ক) কম্পিউটারে
Ο খ) মেইলবক্সে
Ο গ) হার্ডডিস্কে
Ο ঘ) অফিস
সঠিক উত্তর: (গ)
১২০. মাইক্রোফোনে শক্তির কী রকম রূপান্তর হয়?
Ο ক) তড়িৎশক্তি→ শব্দ শক্তি
Ο খ) শব্দ শক্তি→ যান্ত্রিক শক্তি
Ο গ) শব্দ শক্তি→ তড়িৎ শক্তি
Ο ঘ) যান্ত্রিক শক্তি→ শব্দ শক্তি
সঠিক উত্তর: (গ)
১২১. নিম্নের কোনটিকে সিলিকনের সাথে যোগ করে n টাইপ অর্ধপরিবাহী তৈরি করা যায়?
Ο ক) সালফার
Ο খ) অ্যালুমিনিয়াম
Ο গ) ফসফরাস
Ο ঘ) বোরন
সঠিক উত্তর: (গ)
১২২. টেলিভিশন এবং বেতার তরঙ্গের মধ্যে পার্থক্য হলো-
i. এদের তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন
ii. শূন্য মাধ্যমে এদের গতিবেগ ভিন্ন
iii. টেলিভিশন তরঙ্গ উর্ধ্ব বায়ুস্তর হতে প্রতিচ্ছবি না হলেও বেতার তরঙ্গ প্রতিফলিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৩. ৬০. গামা রশ্নি-
i. স্বল্প তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট
ii. একটি তাড়িত চৌম্বক তরঙ্গ
iii. দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৪. P-n জাংশন কত প্রকার?
Ο ক) 2
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 8
সঠিক উত্তর: (ক)
১২৫. রেডিওর গ্রাহক যন্ত্র বেতার তরঙ্গকে গ্রহণ করে একে কিসে রূপান্তরিত করে?
Ο ক) শব্দে
Ο খ) তড়িৎপ্রবাহে
Ο গ) আলাক তরঙ্গে
Ο ঘ) চুম্বক তরঙ্গে
সঠিক উত্তর: (খ)
১২৬. টেলিফোনের কাজ হলো-
i. তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তরিত করা
ii. তড়িৎ সংকেতকে তারের মাধ্যমে সঞ্চালন করা
iii. শব্দকে অডিও সংকেতকে রূপান্তরিত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৭. কোন তেজস্ক্রিয় মৌলে ১০০০০০টি তেজস্ক্রিয় পরমাণু আছে। মৌলটির অর্ধায়ু সময় পার হলে কতটি পরমাণু অবশিষ্ট থাকবে?
Ο ক) ১০০০০টি
Ο খ) ১০০০টি
Ο গ) ৫০০০০টি
Ο ঘ) ৫০০০টি
সঠিক উত্তর: (গ)
১২৮. কোন মৌলের পরমাণু ইলেকট্রন কাঠামোর মধ্যে ঋনাত্মক হলো তৈরি করে?
Ο ক) সালফার
Ο খ) ইন্ডিয়াম
Ο গ) ফসফরাস
Ο ঘ) বোরন
সঠিক উত্তর: (ঘ)
১২৯. চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার কোনটি?
Ο ক) থাইরয়েডের সমস্যা নির্ণয়ে
Ο খ) চোখের রোগ নির্ণয়ে
Ο গ) মূলবর্ধক হিসাবে
Ο ঘ) পাকস্থলী এসিডিটি নিরাময়ে
সঠিক উত্তর: (ক)
১৩০. নিচের কোনটি পরস্পরের সাথে যে কোনো তথ্য বা উপাত্ত আদান প্রদানে সক্ষম?
Ο ক) ইন্টারনেট
Ο খ) রেডিও
Ο গ) টিভি
Ο ঘ) ই-মেইল
সঠিক উত্তর: (ক)
১৩১. হিলিয়াম নিউক্লীয়াসে রয়েছে-
i. দুটি প্রোটন
ii. দুটি নিউট্রন
iii. একটি প্রোটন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩২. কম্পিউটার নিম্নোক্ত কাজে ব্যবহৃত হয়। যেমন-
i. তথ্য সংগ্রহ
ii. পণ্য উৎপাদন স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ
iii. কাজের সিডিওলের হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. নিম্নের কোনটি যোগাযোগের ক্ষেত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) ডায়োড
Ο খ) ব্যারোমিটার
Ο গ) ট্রায়োড
Ο ঘ) থার্মোমিটার
সঠিক উত্তর: (গ)
১৩৪. হেনরী বেকরেল কোন দেশের অধিবাসি ছিলেন?
Ο ক) যুক্তরাষ্ট্র
Ο খ) ইতালি
Ο গ) হল্যান্ড
Ο ঘ) ফ্রান্স
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. নিচের বিবরণগুলো পড়:
i. ডিজিটাল কথাটি এসেছে ডিজিট থেকে
ii. মোডেমের সাহায্য এনালগ ডাটাকে ডিজিটাল ডাটায় রূপান্তর করা যায়
iii. মোডেমের সাহায্য ডিজিটাল ডাটাকে এনালগ ডাটায় রূপান্তর করা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৬. মাইক্রোফেন ও স্পীকার দুটোই থাকে-
i. টেপরেকর্ডারে
ii. ভিসি আরে
iii. ডায়াফ্রোমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৭. কত সালে আমেরিকান প্রতিরক্ষা বিভাগ ইন্টারনেট চালু করে?
Ο ক) ১৯৭০
Ο খ) ১৯৬৯
Ο গ) ১৯৭৯
Ο ঘ) ১৯৮০
সঠিক উত্তর: (খ)
১৩৮. নিম্নের কোনটি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে?
Ο ক) থার্মোমিটার
Ο খ) ট্রায়োড
Ο গ) ডায়োড
Ο ঘ) অ্যামিটার
সঠিক উত্তর: (খ)
১৩৯. শব্দ তরঙ্গের মতই থাকে অডিও তরঙ্গের-
i. তরঙ্গদৈর্ঘ্য
ii. কম্পাঙ্ক
iii. অপেক্ষিক বিস্তার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪০. টেলিফোনের আধুনিক রূপ-
i. কডলেস
ii. সেলুলার
iii. মোবাইল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪১. তেজস্ক্রিয় বিকিরণ একটি-
Ο ক) নিউক্লিয় ঘটনা
Ο খ) প্রাকৃতিক ঘটনা
Ο গ) স্বাভাবিক ঘটনা
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৪২. টেলিভিশন সেটের শব্দ গ্রহণকারী গ্রাহকযন্ত্র তড়িত সংকেত গ্রহণ করে কী করে?
Ο ক) অপরিবর্তিত
Ο খ) খর্বিত
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) বিবর্ধিত
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. নিচের কোনটি বর্তমানে বহুল ব্যবহৃত ডাক মাধ্যম?
Ο ক) ই-মেইল
Ο খ) টেলিফোন
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (ক)
১৪৪. তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কোনটি সঠিক?
i. এটি একটি নিউক্লিয় ঘটনা
ii. তেজস্ক্রিয়তা পরিমাপের একক বেকরেল
iii. তেজস্ক্রিয়তা মানব শরীরের জন্য উপকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৫. হেনরী বেকরেল কোন ধাতুকে তেজস্ক্রিয়তা প্রত্যক্ষ করেন?
Ο ক) রেডিয়াম
Ο খ) থোরিয়াম
Ο গ) পোলিানিয়াম
Ο ঘ) ইউরেনিয়াম
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. কোন ধাতু তেজস্ক্রিয়তার ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সীসায় পরিণত হয়?
Ο ক) রেডিয়াম
Ο খ) পেলেনিয়াম
Ο গ) থোরিয়াম
Ο ঘ) অ্যাকটিলিনয়াম
সঠিক উত্তর: (ক)
১৪৭. কোনটির ভেদনক্ষমতা সবচেয়ে বেশি?
Ο ক) গামা রশ্নি
Ο খ) বিটা রশ্নি
Ο গ) আলফা রশ্নি
Ο ঘ) এক্স রশ্নি
সঠিক উত্তর: (ক)
১৪৮. কোনটি টেলিফোনের হ্যান্ডসেটর মাইক্রোফোন?
Ο ক) মাউথপিস
Ο খ) ইয়ার পিস
Ο গ) স্পীকার
Ο ঘ) ডায়েলিং বোর্ড
সঠিক উত্তর: (ক)
১৪৯. প্রথম ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন কে?
Ο ক) এডিসন
Ο খ) ফ্যারাডে
Ο গ) ফ্লোমিং ক্রিয়া
Ο ঘ) ফ্রাংকলিন
সঠিক উত্তর: (গ)
১৫০. কোনটি এক হোল থেকে অন্য হোলে লাফিয়ে পদার্থের মধ্যে চলাচল করে?
Ο ক) প্রোটন
Ο খ) ইলেকট্রন
Ο গ) ডিউটোরিয়াল কণা
Ο ঘ) নিউট্রন
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. নিচের কোনটি বেতার তরঙ্গ প্রেরণ ও টেলিফোন সুইচিং এর সমন্বয়ে কাজ করে?
Ο ক) টেলিফোন
Ο খ) মোবাইল ফোন
Ο গ) মাইক্রোফোন
Ο ঘ) স্পিকার
সঠিক উত্তর: (খ)
১০২. কোন রশ্নিটি আধান নিরপেক্ষ?
Ο ক) α রশ্নি
Ο খ) β রশ্নি
Ο গ) γ রশ্নি
Ο ঘ) বেকরেল
সঠিক উত্তর: (গ)
১০৩. ভারি মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়-
i. আলফা রশ্নি
ii. বিটা রশ্নি
iii. গামা রশ্নি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৪. আইসি হলো-
i. সিলিকন চিপস
ii. লক্ষ লক্ষ ক্ষুদ্র বর্তনীয় সমন্বয়
iii. অধিক তাপোৎপাদী ইলেট্রনিক্স উপকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৫. টেলিভিশনের পর্দার উপর প্রতি সেকেন্ডে কতটি স্থির চরিত্র গঠন করে যা আমাদের চোখ চলমান ছবি হিসেবে দেখে?
Ο ক) ২০টি
Ο খ) ২৫টি
Ο গ) ৩০টি
Ο ঘ) ৫০টি
সঠিক উত্তর: (খ)
১০৬. নিম্নের কোনটি অর্ধপরিবাহী?
Ο ক) Si
Ο খ) H
Ο গ) Ca
Ο ঘ) Au
সঠিক উত্তর: (ক)
১০৭. রেকটিফায়ার কোন কাজটি করে?
Ο ক) ভোল্টেজের বিবর্ধন ঘটায়
Ο খ) তড়িৎপ্রবাহ বৃদ্ধি করে
Ο গ) তড়িৎপ্রবাহ হ্রাস করে
Ο ঘ) তড়িৎপ্রবাহ একমুখী করে
সঠিক উত্তর: (ঘ)
১০৮. মডুলেশন প্রক্রিয়ায়-
i. শব্দকে বাহক তরঙ্গের সাথে মিশানো হয়
ii. বাহকতরঙ্গ সাধারণত নিম্বকম্পাংকবিশিষ্ট হয়
iii. বাহকতরঙ্গ সাধারণত উচ্চকম্পাংকবিশিষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০৯. তেজস্ক্রিয় বিকিরণ মানবদেহে কোন রোগ সৃষ্টি করে?
Ο ক) ডায়ারিয়া
Ο খ) আমাশয়
Ο গ) রাতকানা
Ο ঘ) ক্যানসার
সঠিক উত্তর: (ঘ)
১১০. নিম্নের কোনটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহ রূপান্তরিত করে?
Ο ক) ট্রায়োড
Ο খ) পঞ্চয়োড
Ο গ) ডায়োড
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
১১১. কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করা ঠিক নয় কেন?
Ο ক) বিদ্যুতের অপচয় হয় বলে
Ο খ) অর্থের অপচয় হয় বলে
Ο গ) শারীরিক বিভিন্ন সমস্যা প্রতিরোধের জন্য
Ο ঘ) কম্পিউটারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে
সঠিক উত্তর: (গ)
১১২. কম্পিউটার ব্যবহৃতকৃত ইনপুট ডিভাইস হলো-
i. মাউসপ্যাড
ii. ডিজিটাল ক্যামেরা
iii. মাইক্রোফোন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৩. ট্রানজিস্টরের স্তরগুলোকে বলা হয়-
i. সংগ্রাহক
ii. ভূমি
iii. নিঃসারক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৪. নিচের কোন রশ্নিটি তেজস্ক্রিয় রশ্নি নয়?
Ο ক) α রশ্নি
Ο খ) β রশ্নি
Ο গ) γ রশ্নি
Ο ঘ) χ রশ্নি
সঠিক উত্তর: (ঘ)
১১৫. রেডিওর গ্রাহকযন্ত্র-
i. বেতার তরঙ্গ গ্রহণ করে
ii. বাহকতরঙ্গ হতে শব্দকে পৃথক করে
iii. শব্দকে সরাসরি বর্ধিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৬. রেডিও ফ্যাক্স এর যাত্রা শুরু হয় কত সালে?
Ο ক) ১৯২০
Ο খ) ১৯২৫
Ο গ) ১৯৩০
Ο ঘ) ১৯৩৫
সঠিক উত্তর: (গ)
১১৭. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রগুলো হলো-
i. ব্যবসা-বাণিজ্য
ii. যাতায়াত ব্যবস্থা
iii. গবেষণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৮. অর্ধপরিবাহিকে কয়টি টাইপে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) চার
Ο গ) তিন
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ক)
১১৯. কোথায় ই-মেইল বর্ণ জমা রাখে?
Ο ক) কম্পিউটারে
Ο খ) মেইলবক্সে
Ο গ) হার্ডডিস্কে
Ο ঘ) অফিস
সঠিক উত্তর: (গ)
১২০. মাইক্রোফোনে শক্তির কী রকম রূপান্তর হয়?
Ο ক) তড়িৎশক্তি→ শব্দ শক্তি
Ο খ) শব্দ শক্তি→ যান্ত্রিক শক্তি
Ο গ) শব্দ শক্তি→ তড়িৎ শক্তি
Ο ঘ) যান্ত্রিক শক্তি→ শব্দ শক্তি
সঠিক উত্তর: (গ)
১২১. নিম্নের কোনটিকে সিলিকনের সাথে যোগ করে n টাইপ অর্ধপরিবাহী তৈরি করা যায়?
Ο ক) সালফার
Ο খ) অ্যালুমিনিয়াম
Ο গ) ফসফরাস
Ο ঘ) বোরন
সঠিক উত্তর: (গ)
১২২. টেলিভিশন এবং বেতার তরঙ্গের মধ্যে পার্থক্য হলো-
i. এদের তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন
ii. শূন্য মাধ্যমে এদের গতিবেগ ভিন্ন
iii. টেলিভিশন তরঙ্গ উর্ধ্ব বায়ুস্তর হতে প্রতিচ্ছবি না হলেও বেতার তরঙ্গ প্রতিফলিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৩. ৬০. গামা রশ্নি-
i. স্বল্প তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট
ii. একটি তাড়িত চৌম্বক তরঙ্গ
iii. দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৪. P-n জাংশন কত প্রকার?
Ο ক) 2
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 8
সঠিক উত্তর: (ক)
১২৫. রেডিওর গ্রাহক যন্ত্র বেতার তরঙ্গকে গ্রহণ করে একে কিসে রূপান্তরিত করে?
Ο ক) শব্দে
Ο খ) তড়িৎপ্রবাহে
Ο গ) আলাক তরঙ্গে
Ο ঘ) চুম্বক তরঙ্গে
সঠিক উত্তর: (খ)
১২৬. টেলিফোনের কাজ হলো-
i. তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তরিত করা
ii. তড়িৎ সংকেতকে তারের মাধ্যমে সঞ্চালন করা
iii. শব্দকে অডিও সংকেতকে রূপান্তরিত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৭. কোন তেজস্ক্রিয় মৌলে ১০০০০০টি তেজস্ক্রিয় পরমাণু আছে। মৌলটির অর্ধায়ু সময় পার হলে কতটি পরমাণু অবশিষ্ট থাকবে?
Ο ক) ১০০০০টি
Ο খ) ১০০০টি
Ο গ) ৫০০০০টি
Ο ঘ) ৫০০০টি
সঠিক উত্তর: (গ)
১২৮. কোন মৌলের পরমাণু ইলেকট্রন কাঠামোর মধ্যে ঋনাত্মক হলো তৈরি করে?
Ο ক) সালফার
Ο খ) ইন্ডিয়াম
Ο গ) ফসফরাস
Ο ঘ) বোরন
সঠিক উত্তর: (ঘ)
১২৯. চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার কোনটি?
Ο ক) থাইরয়েডের সমস্যা নির্ণয়ে
Ο খ) চোখের রোগ নির্ণয়ে
Ο গ) মূলবর্ধক হিসাবে
Ο ঘ) পাকস্থলী এসিডিটি নিরাময়ে
সঠিক উত্তর: (ক)
১৩০. নিচের কোনটি পরস্পরের সাথে যে কোনো তথ্য বা উপাত্ত আদান প্রদানে সক্ষম?
Ο ক) ইন্টারনেট
Ο খ) রেডিও
Ο গ) টিভি
Ο ঘ) ই-মেইল
সঠিক উত্তর: (ক)
১৩১. হিলিয়াম নিউক্লীয়াসে রয়েছে-
i. দুটি প্রোটন
ii. দুটি নিউট্রন
iii. একটি প্রোটন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩২. কম্পিউটার নিম্নোক্ত কাজে ব্যবহৃত হয়। যেমন-
i. তথ্য সংগ্রহ
ii. পণ্য উৎপাদন স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ
iii. কাজের সিডিওলের হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. নিম্নের কোনটি যোগাযোগের ক্ষেত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) ডায়োড
Ο খ) ব্যারোমিটার
Ο গ) ট্রায়োড
Ο ঘ) থার্মোমিটার
সঠিক উত্তর: (গ)
১৩৪. হেনরী বেকরেল কোন দেশের অধিবাসি ছিলেন?
Ο ক) যুক্তরাষ্ট্র
Ο খ) ইতালি
Ο গ) হল্যান্ড
Ο ঘ) ফ্রান্স
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. নিচের বিবরণগুলো পড়:
i. ডিজিটাল কথাটি এসেছে ডিজিট থেকে
ii. মোডেমের সাহায্য এনালগ ডাটাকে ডিজিটাল ডাটায় রূপান্তর করা যায়
iii. মোডেমের সাহায্য ডিজিটাল ডাটাকে এনালগ ডাটায় রূপান্তর করা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৬. মাইক্রোফেন ও স্পীকার দুটোই থাকে-
i. টেপরেকর্ডারে
ii. ভিসি আরে
iii. ডায়াফ্রোমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৭. কত সালে আমেরিকান প্রতিরক্ষা বিভাগ ইন্টারনেট চালু করে?
Ο ক) ১৯৭০
Ο খ) ১৯৬৯
Ο গ) ১৯৭৯
Ο ঘ) ১৯৮০
সঠিক উত্তর: (খ)
১৩৮. নিম্নের কোনটি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে?
Ο ক) থার্মোমিটার
Ο খ) ট্রায়োড
Ο গ) ডায়োড
Ο ঘ) অ্যামিটার
সঠিক উত্তর: (খ)
১৩৯. শব্দ তরঙ্গের মতই থাকে অডিও তরঙ্গের-
i. তরঙ্গদৈর্ঘ্য
ii. কম্পাঙ্ক
iii. অপেক্ষিক বিস্তার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪০. টেলিফোনের আধুনিক রূপ-
i. কডলেস
ii. সেলুলার
iii. মোবাইল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪১. তেজস্ক্রিয় বিকিরণ একটি-
Ο ক) নিউক্লিয় ঘটনা
Ο খ) প্রাকৃতিক ঘটনা
Ο গ) স্বাভাবিক ঘটনা
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৪২. টেলিভিশন সেটের শব্দ গ্রহণকারী গ্রাহকযন্ত্র তড়িত সংকেত গ্রহণ করে কী করে?
Ο ক) অপরিবর্তিত
Ο খ) খর্বিত
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) বিবর্ধিত
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. নিচের কোনটি বর্তমানে বহুল ব্যবহৃত ডাক মাধ্যম?
Ο ক) ই-মেইল
Ο খ) টেলিফোন
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (ক)
১৪৪. তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কোনটি সঠিক?
i. এটি একটি নিউক্লিয় ঘটনা
ii. তেজস্ক্রিয়তা পরিমাপের একক বেকরেল
iii. তেজস্ক্রিয়তা মানব শরীরের জন্য উপকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৫. হেনরী বেকরেল কোন ধাতুকে তেজস্ক্রিয়তা প্রত্যক্ষ করেন?
Ο ক) রেডিয়াম
Ο খ) থোরিয়াম
Ο গ) পোলিানিয়াম
Ο ঘ) ইউরেনিয়াম
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. কোন ধাতু তেজস্ক্রিয়তার ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সীসায় পরিণত হয়?
Ο ক) রেডিয়াম
Ο খ) পেলেনিয়াম
Ο গ) থোরিয়াম
Ο ঘ) অ্যাকটিলিনয়াম
সঠিক উত্তর: (ক)
১৪৭. কোনটির ভেদনক্ষমতা সবচেয়ে বেশি?
Ο ক) গামা রশ্নি
Ο খ) বিটা রশ্নি
Ο গ) আলফা রশ্নি
Ο ঘ) এক্স রশ্নি
সঠিক উত্তর: (ক)
১৪৮. কোনটি টেলিফোনের হ্যান্ডসেটর মাইক্রোফোন?
Ο ক) মাউথপিস
Ο খ) ইয়ার পিস
Ο গ) স্পীকার
Ο ঘ) ডায়েলিং বোর্ড
সঠিক উত্তর: (ক)
১৪৯. প্রথম ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন কে?
Ο ক) এডিসন
Ο খ) ফ্যারাডে
Ο গ) ফ্লোমিং ক্রিয়া
Ο ঘ) ফ্রাংকলিন
সঠিক উত্তর: (গ)
১৫০. কোনটি এক হোল থেকে অন্য হোলে লাফিয়ে পদার্থের মধ্যে চলাচল করে?
Ο ক) প্রোটন
Ο খ) ইলেকট্রন
Ο গ) ডিউটোরিয়াল কণা
Ο ঘ) নিউট্রন
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics