ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৩: আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কম্পিউটার পারে-
i. গাণিতিক হিসাব করতে
ii. গাণিতিক যুক্তি দিতে
iii. কোনো কিছু নির্বাচন করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫২. আলফা কণার উপস্থিতি নির্ণয় করা যায়-
i. ফটোগ্রাফিক ফিল্মের সাহায্য
ii. ক্লাইভ চেম্বারের সাহায্য
iii. স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৩. নিচের কোনটি নিম্ন তাপমাত্রায় অন্তরকেরে মত কাজ করে?
Ο ক) পরিবাহী
Ο খ) অর্ধপরিবাহী
Ο গ) অপরিবাহী
Ο ঘ) হ্রাস বা অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (খ)
৫৪. মাইক্রোফোনের সামনে বক্তার আওয়াজ শ্রোতারা স্পীকারের মাধ্যমে জোরে শুনতে পাই কেন?
Ο ক) স্পীকার মাইক্রোফোনের অডিও সংকেতকে শব্দে পরিবর্তিত করে বলে
Ο খ) মাইক্রোফোন স্পীকারের অডিও সংকেতকে শব্দে পরিবর্তিত করে বলে
Ο গ) মাইক্রোফোন স্পীকারের তড়িৎ সংকেতকে শব্দে পরিবর্তিত করে বলে
Ο ঘ) স্পীকার মাইক্রোফোনের তড়িৎ সংকেতকে শব্দে পরিবর্তিত করে বলে
সঠিক উত্তর: (ঘ)
৫৫. ফ্যাক্স মেশিন আবিষ্কৃত হয় কত সালে?
Ο ক) ১৮৪০ সালে
Ο খ) ১৮৩০ সালে
Ο গ) ১৮৩২ সালে
Ο ঘ) ১৮৪২ সালে
সঠিক উত্তর: (ঘ)
৫৬. কার আবিষ্কৃত টেলিফোন বিবর্তনের মধ্য দিয়ে আজকের আধুনিক টেলিফোনে এসে পৌছেছে?
Ο ক) গ্রাহাম বেল
Ο খ) লজিবেয়ার্ড
Ο গ) ফ্লেমিং
Ο ঘ) মার্কনি
সঠিক উত্তর: (ক)
৫৭. তেজস্ক্রিয়তা ব্যবহৃত হচ্ছে-
i. যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে
ii. কাগজকলে কাগজের গুরুত্ব নিয়ন্ত্রণে
iii. ধাতব ঝালাই যাচাইয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮. ট্রানজিস্টরে অর্ধপরিবাহী কি হিসেবে থাকে?
i. সংগ্রাহক হিসেবে
ii. পীঠ হিসেবে
iii. নিঃসারক হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৯. ফ্লোমিং কোন দেশের নাগরিক ছিলেন?
Ο ক) জাপান
Ο খ) যুক্তরাষ্ট্র
Ο গ) ফ্রান্স
Ο ঘ) বৃটেন
সঠিক উত্তর: (ঘ)
৬০. টেলিভিশনে শব্দপ্রেরণের জন্য প্রেরক যন্ত্রে-
i. ছবিকে সরাসরি তাড়িৎচৌম্বকে তরঙ্গে রূপান্তরিত করা হয়
ii. টিভি সংকেতকে মডুলেশন করা হয়
iii. এন্টেনার সাহায্য বেতার তরঙ্গ প্রেরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬১. নিচের কোনটি ইলেকট্রনিক মেসেজ ও ফাইলকে এক বা একাধিক ইলেকট্রনিক ডাকবাক্সে বন্টন করে?
Ο ক) ই-মেইল
Ο খ) ফ্যাক্স
Ο গ) টেলিফোন
Ο ঘ) মেমোরিতে
সঠিক উত্তর: (খ)
৬২. কোনটির ক্ষতিকর প্রভাব বংশ পরম্পরায় পরিলক্ষিত হয়?
Ο ক) এইডস
Ο খ) তেজস্ক্রিয়তা
Ο গ) পরিবেশ দূষণ
Ο ঘ) পানিবাহিত রোগ
সঠিক উত্তর: (খ)
৬৩. রঙিন টেলিভিশন কয়টি ইলেকট্রন গান থাকে?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) সাতটি
সঠিক উত্তর: (ক)
৬৪. নিচের কোনটির ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বিপ্লব এনেছে?
Ο ক) নির্ভুলতা
Ο খ) মুদ্রণ শিল্প
Ο গ) যোগাযোগ
Ο ঘ) মূলকপি পুনরুৎপাদনের কাজে
সঠিক উত্তর: (খ)
৬৫. কত সালে ট্রানজিস্টর আবিষ্কৃত হয়?
Ο ক) ১৮৫৪ সালে
Ο খ) ১৯৪৮ সালে
Ο গ) ১৮৬০ সালে
Ο ঘ) ১৯৫৪ সালে
সঠিক উত্তর: (খ)
৬৬. কম্পিউটারের প্রয়োগ দিন দিন বেড়ে চলেছে-
i. বিনোদন ক্ষেত্রে
ii. প্রতিরক্ষা ক্ষেত্রে
iii. প্রশাসন ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৭. মোবাইল ফোনের মাধ্যমে করা যায়-
i. বিল পরিশোধ
ii. বিশ্ববিদ্যালয়ের ভর্তির দরখাস্ত
iii. কলেজে ভর্তি হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৮. ইলেকট্রনিক যন্ত্রে ট্রানজিস্টররকে কী হিসেবে ব্যবহার করা হয়?
Ο ক) রেকটিফায়ার
Ο খ) অ্যামপ্লিফায়ার
Ο গ) ডিটেকটর
Ο ঘ) মড্যুলেটর
সঠিক উত্তর: (খ)
৬৯. প্রথমে কোন বিজ্ঞানী টিলিভিশনে চিত্র প্রেরণে সক্ষম হয়?
Ο ক) নিউটন
Ο খ) মার্কনী
Ο গ) রিকটার
Ο ঘ) লর্জি বেয়ার্ড
সঠিক উত্তর: (ঘ)
৭০. ই-মেইল পাঠানোর জন্য কোনটির প্রয়োজন?
Ο ক) স্ট্যাম্প
Ο খ) ডাকপিয়ন
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) পোষ্টকার্ড
সঠিক উত্তর: (গ)
৭১. আলফা কণা কত সে.মি. বায়ু ভেদ করতে পারে?
Ο ক) ৫ সে.মি
Ο খ) ৬ সে.মি
Ο গ) ৭ সে.মি
Ο ঘ) ৯ সে.মি
সঠিক উত্তর: (ক)
৭২. বেতার তরঙ্গ শূন্যে ছড়িয়ে পড়ে-
i. ভূমি তরঙ্গ আকারে
ii. পানি তরঙ্গ আকারে
iii. আকাশ তরঙ্গাকারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭৩. কতটি তড়িৎদ্বার থাকলে একটি ভ্যাকুয়াম টিউবকে ট্রায়োড বলা হয়?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) দুই
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ক)
৭৪. কখন টেলিফোন ও টেলিগ্রাফের বিকাশ সাধিত হয়?
Ο ক) ষোড়শ শতাব্দীতে
Ο খ) সপ্তদশ শতাব্দীতে
Ο গ) উনবিংশ শতাব্দীতে
Ο ঘ) বিংশ শতাব্দীতে
সঠিক উত্তর: (গ)
৭৫. আলফা কণা-
i. তীব্র আয়নায়ন সৃষ্টি করতে পারে
ii. মারাত্মক ক্ষতিকর
iii. বিপদজনক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৬. টেলিফোন হ্যান্ডসেটের ইয়ার পিসটি হলো-
Ο ক) মাইক্রোফোন
Ο খ) প্রেরকযন্ত্র
Ο গ) স্পীকার
Ο ঘ) রিংগার
সঠিক উত্তর: (গ)
৭৭. নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে কী বলে?
Ο ক) বর্তনী
Ο খ) এনালগ সংকেত
Ο গ) ডিজিটাল সংকেত
Ο ঘ) পরিবর্তনশীল বিভব
সঠিক উত্তর: (খ)
৭৮. ফ্লোমিং এর আবিস্কৃত ভ্যাকুয়াম টিউবের অপর নাম কী?
Ο ক) ট্রায়োড
Ο খ) ইলেকট্রোড
Ο গ) ডায়োড
Ο ঘ) থার্মোকাপল
সঠিক উত্তর: (গ)
৭৯. বিটা কণার উপস্থিতি নির্ণয় করা যায়-
i. গাইগার মূলার কাউন্টার দিয়ে
ii. ফটোগ্রাফিক ফিল্ম দিয়ে
iii. ক্লাউড চেম্বার দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮০. প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় বিভাজনকে কী বলে?
Ο ক) এক বেকেরেল
Ο খ) এক রন্টজেন
Ο গ) বেকেরেল
Ο ঘ) রন্টজেন
সঠিক উত্তর: (ক)
৮১. তেজস্ক্রিয়তার বিপদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. দীর্ঘদিন মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে থাকলে বিকলাঙ্গতা সৃষ্টি হতে পারে
ii. তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব বংশ পরম্পরায় পরিলক্ষিত হতে পারে
iii. তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব মানুষ অন্ধ ও বধির হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮২. বিটা কণার ভর কত?
Ο ক) 9.11 x10-31g
Ο খ) 9.11 x10-24g
Ο গ) 9.11 x10-31kg
Ο ঘ) 9.11 x10-24kg
সঠিক উত্তর: (গ)
৮৩. সফটওয়্যার ক্ষেত্রে-
i. প্রসেসর একটি গুরত্বপূর্ণ সফটওয়্যার ডিভাইস
ii. কম্পিউটার প্রাণ বলা যায়
iii. সফটওয়্যারকে বাহ্যিকভাবে ছোয়া যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৪. টেলিফোন হ্যান্ডসেটের ইয়ারপিসের স্পীকার কোনটিকে শব্দে রূপান্তরিত করে?
Ο ক) তড়িৎ সংকেত
Ο খ) অডিও সংকেত
Ο গ) বাহক তরঙ্গ
Ο ঘ) বেতার তরঙ্গ
সঠিক উত্তর: (ক)
৮৫. কম্পিউটার একটি ইলকট্রনিক ডিভাইস যা উপাত্ত-
i. গ্রহণ করে
ii. প্রেরণ করে
iii. সংরক্ষণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৬. নিম্নের কোনটি হলো মাইক্রোফোনের যে অংশ যা শব্দের কম্পনকে তড়িতে রূপান্তরের জন্যে ডিজাইন করা থাকে?
Ο ক) স্পীকার
Ο খ) চলকুন্ডলী
Ο গ) গ্যালভানোমিটার
Ο ঘ) ডায়াফ্রাম
সঠিক উত্তর: (ঘ)
৮৭. গামা রশ্নির তরঙ্গ দৈর্ঘ্য কেমন?
Ο ক) দীর্ঘ
Ο খ) স্বল্প
Ο গ) মাঝারি
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (খ)
৮৮. ডোপায়ন কী?
Ο ক) সিলিকনের পরিবাহকত্ব হ্রাস করা
Ο খ) সিলিকনের তাপমাত্রা বৃদ্ধি করা
Ο গ) সিলিকনের খাদ দূর করা
Ο ঘ) সিলিকনের মধ্যে অতি সামান্য খাদ যুক্ত করা
সঠিক উত্তর: (ঘ)
৮৯. উচ্চমাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ মানবদেহে যেসব সমস্যার সৃষ্টি করে-
i. মানবদেহে মরণঘাতি ক্যান্সার সৃষ্টি করে
ii. মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে
iii. মানুষকে মানসিক বিকারগ্রস্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯০. কোনো ডকুমেন্ট হুবহু কপি করে পাঠাতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) রেডিও
Ο খ) ফ্যাক্স
Ο গ) টেলিফোন
Ο ঘ) খ ও গ উভয়ই
সঠিক উত্তর: (খ)
৯১. তড়িৎ প্রবাহ ও ভোল্টেজ বিবর্ধনের জন্য নিচের কোনটি প্রয়োজন হয়?
Ο ক) ডায়োড
Ο খ) রেকটিফায়ার
Ο গ) ভ্যাকুয়াম টিউব
Ο ঘ) অ্যামপ্লিফায়ার
সঠিক উত্তর: (ঘ)
৯২. ইন্টারনেট সর্বপ্রথম চালু হয় কত সালে?
Ο ক) ১৯৭০ সালে
Ο খ) ১৯৬৯ সালে
Ο গ) ১৮৮৯ সালে
Ο ঘ) ১৯৫৯ সালে
সঠিক উত্তর: (খ)
৯৩. ডিজিটাল কথাটি কোথা থেকে এসেছে?
Ο ক) ভিজিট
Ο খ) ডিজিট
Ο গ) মডেম
Ο ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (খ)
৯৪. নিম্নের কোন মৌলের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে আইসি তৈরি করা হয়?
Ο ক) ম্যাঙ্গানিজ
Ο খ) বোরন
Ο গ) কার্বন
Ο ঘ) সিলিকন
সঠিক উত্তর: (ঘ)
৯৫. ইলেট্রনিক্সের যাত্রা শুরু হয় কত সালে?
Ο ক) ১৮৮০ সালে
Ο খ) ১৮৮১ সালে
Ο গ) ১৯৮২ সালে
Ο ঘ) ১৮৮৩ সালে
সঠিক উত্তর: (ঘ)
৯৬. ট্রায়োডে কয়টি তড়িৎদ্বার বা ইলেক্ট্রোড থাকে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (গ)
৯৭. নিম্নের কোনটির দ্বারা সংকেত প্রেরণে ডিজিটাল সংকেত ব্যবহার করা হয়?
Ο ক) রাডার
Ο খ) বাস্ট ফাইবার
Ο গ) অপটিক্যাল ফাইবার
Ο ঘ) পোষ্ট অফিস
সঠিক উত্তর: (গ)
৯৮. ফ্যাক্স এর পুরো নাম কী?
Ο ক) ফ্যাক্সামিল
Ο খ) ফ্যাক্সিমিলি
Ο গ) ফ্যাক্সিমিল
Ο ঘ) ফ্যাক্সমাইল
সঠিক উত্তর: (গ)
৯৯. পারমাণবিক রিএ্যাক্টর চালনার কাজে কোনটির ব্যবহার অপরিহার্য?
Ο ক) কম্পিউটার
Ο খ) ফ্যাক্স
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ক)
১০০. তড়িৎ শক্তি অডিও সংকেতকে বিবর্ধিত করে অনেক দূরে পাঠায়-
i. ফ্যাক্স লাইনের মাধ্যমে
ii. টেলিফোন লাইনের মাধ্যমে
iii. রেডিওর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কম্পিউটার পারে-
i. গাণিতিক হিসাব করতে
ii. গাণিতিক যুক্তি দিতে
iii. কোনো কিছু নির্বাচন করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫২. আলফা কণার উপস্থিতি নির্ণয় করা যায়-
i. ফটোগ্রাফিক ফিল্মের সাহায্য
ii. ক্লাইভ চেম্বারের সাহায্য
iii. স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৩. নিচের কোনটি নিম্ন তাপমাত্রায় অন্তরকেরে মত কাজ করে?
Ο ক) পরিবাহী
Ο খ) অর্ধপরিবাহী
Ο গ) অপরিবাহী
Ο ঘ) হ্রাস বা অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (খ)
৫৪. মাইক্রোফোনের সামনে বক্তার আওয়াজ শ্রোতারা স্পীকারের মাধ্যমে জোরে শুনতে পাই কেন?
Ο ক) স্পীকার মাইক্রোফোনের অডিও সংকেতকে শব্দে পরিবর্তিত করে বলে
Ο খ) মাইক্রোফোন স্পীকারের অডিও সংকেতকে শব্দে পরিবর্তিত করে বলে
Ο গ) মাইক্রোফোন স্পীকারের তড়িৎ সংকেতকে শব্দে পরিবর্তিত করে বলে
Ο ঘ) স্পীকার মাইক্রোফোনের তড়িৎ সংকেতকে শব্দে পরিবর্তিত করে বলে
সঠিক উত্তর: (ঘ)
৫৫. ফ্যাক্স মেশিন আবিষ্কৃত হয় কত সালে?
Ο ক) ১৮৪০ সালে
Ο খ) ১৮৩০ সালে
Ο গ) ১৮৩২ সালে
Ο ঘ) ১৮৪২ সালে
সঠিক উত্তর: (ঘ)
৫৬. কার আবিষ্কৃত টেলিফোন বিবর্তনের মধ্য দিয়ে আজকের আধুনিক টেলিফোনে এসে পৌছেছে?
Ο ক) গ্রাহাম বেল
Ο খ) লজিবেয়ার্ড
Ο গ) ফ্লেমিং
Ο ঘ) মার্কনি
সঠিক উত্তর: (ক)
৫৭. তেজস্ক্রিয়তা ব্যবহৃত হচ্ছে-
i. যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে
ii. কাগজকলে কাগজের গুরুত্ব নিয়ন্ত্রণে
iii. ধাতব ঝালাই যাচাইয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮. ট্রানজিস্টরে অর্ধপরিবাহী কি হিসেবে থাকে?
i. সংগ্রাহক হিসেবে
ii. পীঠ হিসেবে
iii. নিঃসারক হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৯. ফ্লোমিং কোন দেশের নাগরিক ছিলেন?
Ο ক) জাপান
Ο খ) যুক্তরাষ্ট্র
Ο গ) ফ্রান্স
Ο ঘ) বৃটেন
সঠিক উত্তর: (ঘ)
৬০. টেলিভিশনে শব্দপ্রেরণের জন্য প্রেরক যন্ত্রে-
i. ছবিকে সরাসরি তাড়িৎচৌম্বকে তরঙ্গে রূপান্তরিত করা হয়
ii. টিভি সংকেতকে মডুলেশন করা হয়
iii. এন্টেনার সাহায্য বেতার তরঙ্গ প্রেরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬১. নিচের কোনটি ইলেকট্রনিক মেসেজ ও ফাইলকে এক বা একাধিক ইলেকট্রনিক ডাকবাক্সে বন্টন করে?
Ο ক) ই-মেইল
Ο খ) ফ্যাক্স
Ο গ) টেলিফোন
Ο ঘ) মেমোরিতে
সঠিক উত্তর: (খ)
৬২. কোনটির ক্ষতিকর প্রভাব বংশ পরম্পরায় পরিলক্ষিত হয়?
Ο ক) এইডস
Ο খ) তেজস্ক্রিয়তা
Ο গ) পরিবেশ দূষণ
Ο ঘ) পানিবাহিত রোগ
সঠিক উত্তর: (খ)
৬৩. রঙিন টেলিভিশন কয়টি ইলেকট্রন গান থাকে?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) সাতটি
সঠিক উত্তর: (ক)
৬৪. নিচের কোনটির ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বিপ্লব এনেছে?
Ο ক) নির্ভুলতা
Ο খ) মুদ্রণ শিল্প
Ο গ) যোগাযোগ
Ο ঘ) মূলকপি পুনরুৎপাদনের কাজে
সঠিক উত্তর: (খ)
৬৫. কত সালে ট্রানজিস্টর আবিষ্কৃত হয়?
Ο ক) ১৮৫৪ সালে
Ο খ) ১৯৪৮ সালে
Ο গ) ১৮৬০ সালে
Ο ঘ) ১৯৫৪ সালে
সঠিক উত্তর: (খ)
৬৬. কম্পিউটারের প্রয়োগ দিন দিন বেড়ে চলেছে-
i. বিনোদন ক্ষেত্রে
ii. প্রতিরক্ষা ক্ষেত্রে
iii. প্রশাসন ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৭. মোবাইল ফোনের মাধ্যমে করা যায়-
i. বিল পরিশোধ
ii. বিশ্ববিদ্যালয়ের ভর্তির দরখাস্ত
iii. কলেজে ভর্তি হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৮. ইলেকট্রনিক যন্ত্রে ট্রানজিস্টররকে কী হিসেবে ব্যবহার করা হয়?
Ο ক) রেকটিফায়ার
Ο খ) অ্যামপ্লিফায়ার
Ο গ) ডিটেকটর
Ο ঘ) মড্যুলেটর
সঠিক উত্তর: (খ)
৬৯. প্রথমে কোন বিজ্ঞানী টিলিভিশনে চিত্র প্রেরণে সক্ষম হয়?
Ο ক) নিউটন
Ο খ) মার্কনী
Ο গ) রিকটার
Ο ঘ) লর্জি বেয়ার্ড
সঠিক উত্তর: (ঘ)
৭০. ই-মেইল পাঠানোর জন্য কোনটির প্রয়োজন?
Ο ক) স্ট্যাম্প
Ο খ) ডাকপিয়ন
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) পোষ্টকার্ড
সঠিক উত্তর: (গ)
৭১. আলফা কণা কত সে.মি. বায়ু ভেদ করতে পারে?
Ο ক) ৫ সে.মি
Ο খ) ৬ সে.মি
Ο গ) ৭ সে.মি
Ο ঘ) ৯ সে.মি
সঠিক উত্তর: (ক)
৭২. বেতার তরঙ্গ শূন্যে ছড়িয়ে পড়ে-
i. ভূমি তরঙ্গ আকারে
ii. পানি তরঙ্গ আকারে
iii. আকাশ তরঙ্গাকারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭৩. কতটি তড়িৎদ্বার থাকলে একটি ভ্যাকুয়াম টিউবকে ট্রায়োড বলা হয়?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) দুই
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ক)
৭৪. কখন টেলিফোন ও টেলিগ্রাফের বিকাশ সাধিত হয়?
Ο ক) ষোড়শ শতাব্দীতে
Ο খ) সপ্তদশ শতাব্দীতে
Ο গ) উনবিংশ শতাব্দীতে
Ο ঘ) বিংশ শতাব্দীতে
সঠিক উত্তর: (গ)
৭৫. আলফা কণা-
i. তীব্র আয়নায়ন সৃষ্টি করতে পারে
ii. মারাত্মক ক্ষতিকর
iii. বিপদজনক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৬. টেলিফোন হ্যান্ডসেটের ইয়ার পিসটি হলো-
Ο ক) মাইক্রোফোন
Ο খ) প্রেরকযন্ত্র
Ο গ) স্পীকার
Ο ঘ) রিংগার
সঠিক উত্তর: (গ)
৭৭. নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে কী বলে?
Ο ক) বর্তনী
Ο খ) এনালগ সংকেত
Ο গ) ডিজিটাল সংকেত
Ο ঘ) পরিবর্তনশীল বিভব
সঠিক উত্তর: (খ)
৭৮. ফ্লোমিং এর আবিস্কৃত ভ্যাকুয়াম টিউবের অপর নাম কী?
Ο ক) ট্রায়োড
Ο খ) ইলেকট্রোড
Ο গ) ডায়োড
Ο ঘ) থার্মোকাপল
সঠিক উত্তর: (গ)
৭৯. বিটা কণার উপস্থিতি নির্ণয় করা যায়-
i. গাইগার মূলার কাউন্টার দিয়ে
ii. ফটোগ্রাফিক ফিল্ম দিয়ে
iii. ক্লাউড চেম্বার দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮০. প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় বিভাজনকে কী বলে?
Ο ক) এক বেকেরেল
Ο খ) এক রন্টজেন
Ο গ) বেকেরেল
Ο ঘ) রন্টজেন
সঠিক উত্তর: (ক)
৮১. তেজস্ক্রিয়তার বিপদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. দীর্ঘদিন মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে থাকলে বিকলাঙ্গতা সৃষ্টি হতে পারে
ii. তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব বংশ পরম্পরায় পরিলক্ষিত হতে পারে
iii. তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব মানুষ অন্ধ ও বধির হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮২. বিটা কণার ভর কত?
Ο ক) 9.11 x10-31g
Ο খ) 9.11 x10-24g
Ο গ) 9.11 x10-31kg
Ο ঘ) 9.11 x10-24kg
সঠিক উত্তর: (গ)
৮৩. সফটওয়্যার ক্ষেত্রে-
i. প্রসেসর একটি গুরত্বপূর্ণ সফটওয়্যার ডিভাইস
ii. কম্পিউটার প্রাণ বলা যায়
iii. সফটওয়্যারকে বাহ্যিকভাবে ছোয়া যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৪. টেলিফোন হ্যান্ডসেটের ইয়ারপিসের স্পীকার কোনটিকে শব্দে রূপান্তরিত করে?
Ο ক) তড়িৎ সংকেত
Ο খ) অডিও সংকেত
Ο গ) বাহক তরঙ্গ
Ο ঘ) বেতার তরঙ্গ
সঠিক উত্তর: (ক)
৮৫. কম্পিউটার একটি ইলকট্রনিক ডিভাইস যা উপাত্ত-
i. গ্রহণ করে
ii. প্রেরণ করে
iii. সংরক্ষণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৬. নিম্নের কোনটি হলো মাইক্রোফোনের যে অংশ যা শব্দের কম্পনকে তড়িতে রূপান্তরের জন্যে ডিজাইন করা থাকে?
Ο ক) স্পীকার
Ο খ) চলকুন্ডলী
Ο গ) গ্যালভানোমিটার
Ο ঘ) ডায়াফ্রাম
সঠিক উত্তর: (ঘ)
৮৭. গামা রশ্নির তরঙ্গ দৈর্ঘ্য কেমন?
Ο ক) দীর্ঘ
Ο খ) স্বল্প
Ο গ) মাঝারি
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (খ)
৮৮. ডোপায়ন কী?
Ο ক) সিলিকনের পরিবাহকত্ব হ্রাস করা
Ο খ) সিলিকনের তাপমাত্রা বৃদ্ধি করা
Ο গ) সিলিকনের খাদ দূর করা
Ο ঘ) সিলিকনের মধ্যে অতি সামান্য খাদ যুক্ত করা
সঠিক উত্তর: (ঘ)
৮৯. উচ্চমাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ মানবদেহে যেসব সমস্যার সৃষ্টি করে-
i. মানবদেহে মরণঘাতি ক্যান্সার সৃষ্টি করে
ii. মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে
iii. মানুষকে মানসিক বিকারগ্রস্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯০. কোনো ডকুমেন্ট হুবহু কপি করে পাঠাতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) রেডিও
Ο খ) ফ্যাক্স
Ο গ) টেলিফোন
Ο ঘ) খ ও গ উভয়ই
সঠিক উত্তর: (খ)
৯১. তড়িৎ প্রবাহ ও ভোল্টেজ বিবর্ধনের জন্য নিচের কোনটি প্রয়োজন হয়?
Ο ক) ডায়োড
Ο খ) রেকটিফায়ার
Ο গ) ভ্যাকুয়াম টিউব
Ο ঘ) অ্যামপ্লিফায়ার
সঠিক উত্তর: (ঘ)
৯২. ইন্টারনেট সর্বপ্রথম চালু হয় কত সালে?
Ο ক) ১৯৭০ সালে
Ο খ) ১৯৬৯ সালে
Ο গ) ১৮৮৯ সালে
Ο ঘ) ১৯৫৯ সালে
সঠিক উত্তর: (খ)
৯৩. ডিজিটাল কথাটি কোথা থেকে এসেছে?
Ο ক) ভিজিট
Ο খ) ডিজিট
Ο গ) মডেম
Ο ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (খ)
৯৪. নিম্নের কোন মৌলের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে আইসি তৈরি করা হয়?
Ο ক) ম্যাঙ্গানিজ
Ο খ) বোরন
Ο গ) কার্বন
Ο ঘ) সিলিকন
সঠিক উত্তর: (ঘ)
৯৫. ইলেট্রনিক্সের যাত্রা শুরু হয় কত সালে?
Ο ক) ১৮৮০ সালে
Ο খ) ১৮৮১ সালে
Ο গ) ১৯৮২ সালে
Ο ঘ) ১৮৮৩ সালে
সঠিক উত্তর: (ঘ)
৯৬. ট্রায়োডে কয়টি তড়িৎদ্বার বা ইলেক্ট্রোড থাকে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (গ)
৯৭. নিম্নের কোনটির দ্বারা সংকেত প্রেরণে ডিজিটাল সংকেত ব্যবহার করা হয়?
Ο ক) রাডার
Ο খ) বাস্ট ফাইবার
Ο গ) অপটিক্যাল ফাইবার
Ο ঘ) পোষ্ট অফিস
সঠিক উত্তর: (গ)
৯৮. ফ্যাক্স এর পুরো নাম কী?
Ο ক) ফ্যাক্সামিল
Ο খ) ফ্যাক্সিমিলি
Ο গ) ফ্যাক্সিমিল
Ο ঘ) ফ্যাক্সমাইল
সঠিক উত্তর: (গ)
৯৯. পারমাণবিক রিএ্যাক্টর চালনার কাজে কোনটির ব্যবহার অপরিহার্য?
Ο ক) কম্পিউটার
Ο খ) ফ্যাক্স
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ক)
১০০. তড়িৎ শক্তি অডিও সংকেতকে বিবর্ধিত করে অনেক দূরে পাঠায়-
i. ফ্যাক্স লাইনের মাধ্যমে
ii. টেলিফোন লাইনের মাধ্যমে
iii. রেডিওর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics