ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৩: আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. সেনাবাহিনী ও পুলিশবাহিনীতে তথ্য আদান প্রদানের জন্যে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) ফ্যাক্স মেশিন
Ο খ) টেলিভিশন
Ο গ) রেডিও
Ο ঘ) মাইক্রোবাস
সঠিক উত্তর: (গ)
২. হার্ডওয়্যার উদাহরণ হচ্ছে-
i. প্রসেসর
ii. মাউস
iii. প্রিন্টার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. চিকিৎসাক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হয়-
i. ওষুধ নির্বাচনে
ii. রোগ শনাক্তকরণে
iii. পণ্যের গুণগত মান যাচাইকরণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪. কোন ডকুমেন্ট হুবহু কপি করে পাঠাতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) ফ্যাক্স
Ο খ) টেলিফোন
Ο গ) রেডিও
Ο ঘ) টেলিভিশন
সঠিক উত্তর: (ক)
৫. ফটোগ্রাফিক ফিল্ম ও ক্লাউড চেম্বার এর সাহায্য উপস্থিতি নির্ণয় করা যায়-
i.α রশ্নি
ii.β রশ্নি
iii.γ রশ্নি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬. কোন রশ্নির উপস্থিতি গাইগার মূলার কাউন্টার এর সাহায্য নির্ণয় করা যায়?
Ο ক) α রশ্নি
Ο খ) β রশ্নি
Ο গ) γ রশ্নি
Ο ঘ) রঞ্জন রশ্নি
সঠিক উত্তর: (গ)
৭. কোথায় দ্য ফরেস্ট ট্রায়োড আবিষ্কার করেন?
Ο ক) আমেরিকা
Ο খ) ইতালি
Ο গ) লন্ডন
Ο ঘ) রাশিয়া
সঠিক উত্তর: (ক)
৮. কোনটির ভর ইলেকট্রনের ভরের সমান?
Ο ক) α রশ্নি
Ο খ) β রশ্নি
Ο গ) γ রশ্নি
Ο ঘ) χ রশ্নি
সঠিক উত্তর: (খ)
৯. রোগ নির্ণয়ে কাজে কোনটিকে সফলতার সাথে কাজে লাগানো হচ্ছে?
Ο ক) PN-জাংশন
Ο খ) ম্যাগনেসিয়াম
Ο গ) টাংস্টেন ধাত
Ο ঘ) তেজস্ক্রিয় সন্ধায়ক
সঠিক উত্তর: (ঘ)
১০. টেলিভিশনের পিকচার টিউবে ছবি উৎপন্ন হওয়ার জন্য নিচের কোন ক্রমটি সঠিক?
Ο ক) ক্যামেরা→ চিত্র→গ্রাহকযন্ত্র→প্রেরকযন্ত্র→পিকচার টিউব→প্রেরিত চিত্র
Ο খ) প্রেরিত চিত্র→ক্যামেরা→প্রেরকযন্ত্র→গ্রাহকযন্ত্র→পিকচার টিউব→চিত্র
Ο গ) চিত্র→ক্যামেরা→প্রেরকযন্ত্র→গ্রাহকযন্ত্র→পিকচার টিউব→প্রেরিত চিত্র
Ο ঘ) চিত্র→প্রেরকযন্ত্র→গ্রাহকযন্ত্র→পিকচার টিউব→প্রেরিত চিত্র
সঠিক উত্তর: (গ)
১১. ভ্যাকুয়াম টিউব কাজ করে-
i. একমুখিকারক হিসাবে
ii. রেকটিফায়ার হিসাবে
iii. ডায়োড হিসাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২. নিচের কোনটি হলো বিশ্বের সর্ববৃহৎ সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় এক জটিল যোগাযোগ মাধ্যম?
Ο ক) রেডিও
Ο খ) সাইকেল
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) টেলিফোন
সঠিক উত্তর: (ঘ)
১৩. তড়িৎপ্রবাহ ও ভোল্টেজ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) ডায়োড
Ο খ) রেকটিফায়ার
Ο গ) অ্যামপ্লিফায়ার
Ο ঘ) p-n জংশন
সঠিক উত্তর: (গ)
১৪. চৌম্বক ও তড়িৎক্ষেত্রের প্রভাবে তেজস্ক্রিয় একটি রশ্নি অপরটি তে বিপরীত দিকে অধিক বেঁকে যায়। এ থেকে বুঝা যায়-
i. দুটির রশ্নির আধান বিপরীত
ii. একটি রশ্নি অপর রশ্নি হতে ভারী
iii. এই রশ্নিদ্বয় চৌম্বক ও তড়িৎক্ষেত্রে দ্বারা বিচ্যুত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫. মোডেম এর সাহায্য রুপান্তরিত করা যায়-
i. এনালগ ডেটাকে ডিজিটাল ডেটায়
ii. ডিজিটাল ডেটাকে এনালগ ডেটায়
iii. এনালগ ডেটাকে এনালগ ডেটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬. রেকিটিফায়ারকে ডায়োড বলা হয় কেন?
Ο ক) তড়িৎপ্রবাহের একমুখিতার জন্য
Ο খ) তড়িৎপ্রবাহের দ্বিমুখিতার জন্য
Ο গ) আধান বাহক দুই ধরনের হওয়ার জন্য
Ο ঘ) দুই ধরনের অর্ধপরিবাহী থাকার জন্য
সঠিক উত্তর: (ক)
১৭. তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা কী?
Ο ক) একটি হাইড্রোজেন নিউক্লিয়াস
Ο খ) একটি হিলিয়াম নিউক্লিয়াস
Ο গ) একটি তড়িৎ নিরপেক্ষ কণা
Ο ঘ) একটি ঋণাত্মক কণা
সঠিক উত্তর: (খ)
১৮. নিম্নের কোনটি একটি তাড়িত চৌম্বক তরঙ্গ?
Ο ক) গামা রশ্নি
Ο খ) আলফা রশ্নি
Ο গ) হিলিয়াম কণা
Ο ঘ) বিটা রশ্নি
সঠিক উত্তর: (ক)
১৯. তাপমাত্রা বৃদ্ধির সাথে অর্ধপরিবাহীর পরিবাহকত্ব কী হয়?
Ο ক) বৃদ্ধি পায়
Ο খ) হ্রাস পায়
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) হ্রাস বা অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (ক)
২০. কোনটির সাহায্য টিভি সেট ছবির জন্যে প্রেরিত তাড়িত চৌম্বক বাহক তরঙ্গ গ্রহণ করে?
Ο ক) এন্টেনা
Ο খ) স্পীকার
Ο গ) চলকুন্ডলী
Ο ঘ) আকাশ তরঙ্গ
সঠিক উত্তর: (ক)
২১. মার্কনীয় রেডিও যন্ত্রের ব্যবহৃত ডায়োডা কী বলে?
Ο ক) অ্যাম্প্লিফায়ার
Ο খ) এ্যান্টেনা
Ο গ) ডিটেকটর
Ο ঘ) রিসিভার
সঠিক উত্তর: (গ)
২২. তেজস্ক্রিয় বিকিরণের উপর কোনটির প্রভাব নেই?
Ο ক) চাপ
Ο খ) তাপ
Ο গ) বিদ্যুৎ ক্ষেত্র
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
২৩. সাধারণভাবে ডিজিট কথাটির অর্থ কী?
Ο ক) বর্ণমালা
Ο খ) সংখ্যা
Ο গ) দেখা
Ο ঘ) অনুধাবন করা
সঠিক উত্তর: (খ)
২৪. এনালগ ভোল্টেজ-
i. স্বাভাবিকভাবে পরিবর্তিত হয় না
ii. স্বাভাবিকভাবে পরিবর্তিত হয়
iii. নিম্নতম থেকে উচ্চতম মানে মধ্যে যেকোনো মান গ্রহণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫. কোনটির আবিষ্কারে মধ্য দিয়ে ইলেকট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু হয়?
Ο ক) এডিসন ক্রিয়া
Ο খ) গতির সূত্রাবলী
Ο গ) থমসন ক্রিয়া
Ο ঘ) হল ক্রিয়া
সঠিক উত্তর: (ক)
২৬. গ্রাহক ফ্যাক্স মেশিন কিসের সাহায্য ইলেকট্রনিক সংকেতকে মূল ডকুমেন্ট পরিণত করে?
Ο ক) মডুলেটর
Ο খ) ডিমডুলেটর
Ο গ) রাডার
Ο ঘ) অ্যামপ্লিফায়ার
সঠিক উত্তর: (খ)
২৭. মিশ্রিত তরঙ্গকে বলা হয়-
i. মড্যুলেটেড তরঙ্গ
ii. বাহক তরঙ্গ
iii. রূপান্তরিত তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮. রেডিওর গ্রাহক যন্ত্র বেতার তরঙ্গকে গ্রহণ করে লাউড স্পিকার একে কিসে রূপান্তরিত করে?
Ο ক) তড়িৎ প্রবাহে
Ο খ) আলোক তরঙ্গে
Ο গ) শব্দে
Ο ঘ) মড্যুলেটেড তরঙ্গে
সঠিক উত্তর: (গ)
২৯. টেলিভিশন পর্দার উপর প্রতি সেকেন্ডে কয়টি স্থিরচিত্রে গঠিত হয়?
Ο ক) ২০
Ο খ) ২৪
Ο গ) ২৫
Ο ঘ) ৩০
সঠিক উত্তর: (গ)
৩০. নিম্নের কোনটি বর্তমানে বেতার তরঙ্গ প্রেরণ এবং প্রচলিত টেলিফোন সার্কিট সুইচিং এর সমন্বয়ে কাজ করে?
Ο ক) মোবাইল
Ο খ) রেডিও
Ο গ) টিভি
Ο ঘ) মাইক্রোফোন
সঠিক উত্তর: (ক)
৩১. ই-মেইলের পুরো নাম কী?
Ο ক) ইলেকক্ট্রনিক মেইল
Ο খ) ইলেকট্রিক মেইল
Ο গ) ইলেক্ট্রো মেইল
Ο ঘ) ইলেক্ট্রোলাইট মেইল
সঠিক উত্তর: (ক)
৩২. কোনটির সাহায্য এয়ারপোর্টে চেক-ইন করা যায়?
Ο ক) রেডিও
Ο খ) মোবাইল
Ο গ) টিভি
Ο ঘ) টেলিফোন
সঠিক উত্তর: (খ)
৩৩. সিপিইউকে কম্পিউটারের মস্তিক বলা হয় কেন?
Ο ক) এটি দ্বারা কম্পিউটার তথ্য সংগ্রহ করে বলে
Ο খ) এটি কম্পিউটারের যাবতীয় কাজের নির্দেশনা দেয় বলে
Ο গ) এটি দ্বারা কম্পিউটার উপাত্ত প্রদান করে বলে
Ο ঘ) এটি দ্বারা কম্পিউটার দ্রুত কাজ করে বলে
সঠিক উত্তর: (খ)
৩৪. p-টাইপ কিভাবে পাওয়া যায়?
Ο ক) সিলিকনের সাথে বোরণ যুক্ত করে
Ο খ) সিলিকনের সাথে ফসফরাস যুক্ত করে
Ο গ) সিলিকনের সাথে সোনা যুক্ত করে
Ο ঘ) সিলিকনের সাথে তামা যুক্ত করে
সঠিক উত্তর: (ক)
৩৫. অর্ধ-পরিবাহী ডায়োডকে কী বলে?
Ο ক) রেকটিফায়ার
Ο খ) অ্যামপ্লিফায়ার
Ο গ) ট্রানজিস্টার
Ο ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
৩৬. নিচের কোনটির মাধ্যমে প্রক্রিয়াকৃত ডেটা বা উপাত্ত পাওয়া যায়?
Ο ক) মাইক্রোফোন
Ο খ) ইনপুট ডিভাইস
Ο গ) সিপিইউ
Ο ঘ) আউটপুট ডিভাইস
সঠিক উত্তর: (ঘ)
৩৭. তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় উন্নত যন্ত্রপাতি নির্মাণ হয়েছে কোনটির বিবর্তনের ফলে?
Ο ক) মেকানিকসের
Ο খ) ডায়নামিকসের
Ο গ) ইলেট্রনিক্সের
Ο ঘ) থার্মোডায়নামিক্সের
সঠিক উত্তর: (গ)
৩৮. নিচের বিবরণগুলো লক্ষ কর-
i. p-n জংশন ডায়োড নামে পরিচিতি
ii. ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে
iii. আইসি সিলিকন দ্বারা তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯. কম্পিউটার যেখানে তথ্য প্রেরণ করে তার নাম কী?
Ο ক) ইনপুট
Ο খ) আউটপুট
Ο গ) সি.পি.ইউ
Ο ঘ) উইন্ডোজ
সঠিক উত্তর: (ক)
৪০. সেনাবাহিনী পরিচালনার কাজে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) কম্পিউটার
Ο খ) চলকুন্ডলী
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) সিপিইউ
সঠিক উত্তর: (ক)
৪১. কোনটির সাহায্য ই-ব্যাংকিং করা যায়?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ঘ)
৪২. আকাশ তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমন্ডলের কোন স্তর থেকে?
Ο ক) ট্রপোমন্ডল
Ο খ) স্ট্রাটোমন্ডল
Ο গ) আয়নমন্ডল
Ο ঘ) ওজোনমন্ডল
সঠিক উত্তর: (গ)
৪৩. p-n-p ট্রানজিস্টরে n অংশটি কী?
Ο ক) নিঃসারক
Ο খ) সংগ্রাহক
Ο গ) বির্ধক
Ο ঘ) ভূমি
সঠিক উত্তর: (খ)
৪৪. বাহক তরঙ্গ হতে শব্দকে পৃথক করার প্রক্রিয়ার নাম কী?
Ο ক) মডুলেশন
Ο খ) ডি-মডুলেশন
Ο গ) অ্যাম্পলিফিকেশন
Ο ঘ) রেক্টিফিকেশন
সঠিক উত্তর: (খ)
৪৫. রঙিন টেলিভিশনের মৌলিক রংগুলো কী?
Ο ক) আসমানী, সবুজ, নীল
Ο খ) আসমানী, সবুজ, লাল
Ο গ) কমলা, লাল, সবুজ
Ο ঘ) আসমানী, হলুদ, লাল
সঠিক উত্তর: (খ)
৪৬. নিচের কোনটি তড়িৎ সংকেতকে মূলশব্দে রুপান্তরিত করলে আমরা শব্দ শুনতে পাই?
Ο ক) লাইডস্পিকার
Ο খ) ডায়াফ্রাম
Ο গ) চলকুন্ডলী
Ο ঘ) গ্রাহকযন্ত্র
সঠিক উত্তর: (ক)
৪৭. নিচের কোনটির প্রতিটি সেট-এর আঞ্চলিক প্রধান অফিসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) টেলিফোন
Ο ঘ) মোবাইল
সঠিক উত্তর: (গ)
৪৮. স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্য কীসের উপস্থিতি নির্ণয় করা যায়?
Ο ক) গামা রশ্নি
Ο খ) ভেদনযোগ্যতা
Ο গ) বিটা কণা
Ο ঘ) আলফা কণা
সঠিক উত্তর: (ঘ)
৪৯. চোখ থেকে কম্পিউটার স্ক্রিন কত ইঞ্চি দূরে রাখতে হয়?
Ο ক) ২০ থেকে ২৮
Ο খ) ৩০ থেকে ৩৪
Ο গ) ৪০ থেকে ৪৪
Ο ঘ) ১০ থেকে ১৪
সঠিক উত্তর: (ক)
৫০. নিচের কোনটি সাধারণ এনালগ ডাটা প্রেরণ করে?
Ο ক) কম্পিউটার
Ο খ) ডিজিটাল ঘড়ি
Ο গ) ল্যাপটপ
Ο ঘ) টেলিফোন
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. সেনাবাহিনী ও পুলিশবাহিনীতে তথ্য আদান প্রদানের জন্যে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) ফ্যাক্স মেশিন
Ο খ) টেলিভিশন
Ο গ) রেডিও
Ο ঘ) মাইক্রোবাস
সঠিক উত্তর: (গ)
২. হার্ডওয়্যার উদাহরণ হচ্ছে-
i. প্রসেসর
ii. মাউস
iii. প্রিন্টার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. চিকিৎসাক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হয়-
i. ওষুধ নির্বাচনে
ii. রোগ শনাক্তকরণে
iii. পণ্যের গুণগত মান যাচাইকরণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪. কোন ডকুমেন্ট হুবহু কপি করে পাঠাতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) ফ্যাক্স
Ο খ) টেলিফোন
Ο গ) রেডিও
Ο ঘ) টেলিভিশন
সঠিক উত্তর: (ক)
৫. ফটোগ্রাফিক ফিল্ম ও ক্লাউড চেম্বার এর সাহায্য উপস্থিতি নির্ণয় করা যায়-
i.α রশ্নি
ii.β রশ্নি
iii.γ রশ্নি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬. কোন রশ্নির উপস্থিতি গাইগার মূলার কাউন্টার এর সাহায্য নির্ণয় করা যায়?
Ο ক) α রশ্নি
Ο খ) β রশ্নি
Ο গ) γ রশ্নি
Ο ঘ) রঞ্জন রশ্নি
সঠিক উত্তর: (গ)
৭. কোথায় দ্য ফরেস্ট ট্রায়োড আবিষ্কার করেন?
Ο ক) আমেরিকা
Ο খ) ইতালি
Ο গ) লন্ডন
Ο ঘ) রাশিয়া
সঠিক উত্তর: (ক)
৮. কোনটির ভর ইলেকট্রনের ভরের সমান?
Ο ক) α রশ্নি
Ο খ) β রশ্নি
Ο গ) γ রশ্নি
Ο ঘ) χ রশ্নি
সঠিক উত্তর: (খ)
৯. রোগ নির্ণয়ে কাজে কোনটিকে সফলতার সাথে কাজে লাগানো হচ্ছে?
Ο ক) PN-জাংশন
Ο খ) ম্যাগনেসিয়াম
Ο গ) টাংস্টেন ধাত
Ο ঘ) তেজস্ক্রিয় সন্ধায়ক
সঠিক উত্তর: (ঘ)
১০. টেলিভিশনের পিকচার টিউবে ছবি উৎপন্ন হওয়ার জন্য নিচের কোন ক্রমটি সঠিক?
Ο ক) ক্যামেরা→ চিত্র→গ্রাহকযন্ত্র→প্রেরকযন্ত্র→পিকচার টিউব→প্রেরিত চিত্র
Ο খ) প্রেরিত চিত্র→ক্যামেরা→প্রেরকযন্ত্র→গ্রাহকযন্ত্র→পিকচার টিউব→চিত্র
Ο গ) চিত্র→ক্যামেরা→প্রেরকযন্ত্র→গ্রাহকযন্ত্র→পিকচার টিউব→প্রেরিত চিত্র
Ο ঘ) চিত্র→প্রেরকযন্ত্র→গ্রাহকযন্ত্র→পিকচার টিউব→প্রেরিত চিত্র
সঠিক উত্তর: (গ)
১১. ভ্যাকুয়াম টিউব কাজ করে-
i. একমুখিকারক হিসাবে
ii. রেকটিফায়ার হিসাবে
iii. ডায়োড হিসাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২. নিচের কোনটি হলো বিশ্বের সর্ববৃহৎ সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় এক জটিল যোগাযোগ মাধ্যম?
Ο ক) রেডিও
Ο খ) সাইকেল
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) টেলিফোন
সঠিক উত্তর: (ঘ)
১৩. তড়িৎপ্রবাহ ও ভোল্টেজ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) ডায়োড
Ο খ) রেকটিফায়ার
Ο গ) অ্যামপ্লিফায়ার
Ο ঘ) p-n জংশন
সঠিক উত্তর: (গ)
১৪. চৌম্বক ও তড়িৎক্ষেত্রের প্রভাবে তেজস্ক্রিয় একটি রশ্নি অপরটি তে বিপরীত দিকে অধিক বেঁকে যায়। এ থেকে বুঝা যায়-
i. দুটির রশ্নির আধান বিপরীত
ii. একটি রশ্নি অপর রশ্নি হতে ভারী
iii. এই রশ্নিদ্বয় চৌম্বক ও তড়িৎক্ষেত্রে দ্বারা বিচ্যুত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫. মোডেম এর সাহায্য রুপান্তরিত করা যায়-
i. এনালগ ডেটাকে ডিজিটাল ডেটায়
ii. ডিজিটাল ডেটাকে এনালগ ডেটায়
iii. এনালগ ডেটাকে এনালগ ডেটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬. রেকিটিফায়ারকে ডায়োড বলা হয় কেন?
Ο ক) তড়িৎপ্রবাহের একমুখিতার জন্য
Ο খ) তড়িৎপ্রবাহের দ্বিমুখিতার জন্য
Ο গ) আধান বাহক দুই ধরনের হওয়ার জন্য
Ο ঘ) দুই ধরনের অর্ধপরিবাহী থাকার জন্য
সঠিক উত্তর: (ক)
১৭. তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা কী?
Ο ক) একটি হাইড্রোজেন নিউক্লিয়াস
Ο খ) একটি হিলিয়াম নিউক্লিয়াস
Ο গ) একটি তড়িৎ নিরপেক্ষ কণা
Ο ঘ) একটি ঋণাত্মক কণা
সঠিক উত্তর: (খ)
১৮. নিম্নের কোনটি একটি তাড়িত চৌম্বক তরঙ্গ?
Ο ক) গামা রশ্নি
Ο খ) আলফা রশ্নি
Ο গ) হিলিয়াম কণা
Ο ঘ) বিটা রশ্নি
সঠিক উত্তর: (ক)
১৯. তাপমাত্রা বৃদ্ধির সাথে অর্ধপরিবাহীর পরিবাহকত্ব কী হয়?
Ο ক) বৃদ্ধি পায়
Ο খ) হ্রাস পায়
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) হ্রাস বা অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (ক)
২০. কোনটির সাহায্য টিভি সেট ছবির জন্যে প্রেরিত তাড়িত চৌম্বক বাহক তরঙ্গ গ্রহণ করে?
Ο ক) এন্টেনা
Ο খ) স্পীকার
Ο গ) চলকুন্ডলী
Ο ঘ) আকাশ তরঙ্গ
সঠিক উত্তর: (ক)
২১. মার্কনীয় রেডিও যন্ত্রের ব্যবহৃত ডায়োডা কী বলে?
Ο ক) অ্যাম্প্লিফায়ার
Ο খ) এ্যান্টেনা
Ο গ) ডিটেকটর
Ο ঘ) রিসিভার
সঠিক উত্তর: (গ)
২২. তেজস্ক্রিয় বিকিরণের উপর কোনটির প্রভাব নেই?
Ο ক) চাপ
Ο খ) তাপ
Ο গ) বিদ্যুৎ ক্ষেত্র
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
২৩. সাধারণভাবে ডিজিট কথাটির অর্থ কী?
Ο ক) বর্ণমালা
Ο খ) সংখ্যা
Ο গ) দেখা
Ο ঘ) অনুধাবন করা
সঠিক উত্তর: (খ)
২৪. এনালগ ভোল্টেজ-
i. স্বাভাবিকভাবে পরিবর্তিত হয় না
ii. স্বাভাবিকভাবে পরিবর্তিত হয়
iii. নিম্নতম থেকে উচ্চতম মানে মধ্যে যেকোনো মান গ্রহণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫. কোনটির আবিষ্কারে মধ্য দিয়ে ইলেকট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু হয়?
Ο ক) এডিসন ক্রিয়া
Ο খ) গতির সূত্রাবলী
Ο গ) থমসন ক্রিয়া
Ο ঘ) হল ক্রিয়া
সঠিক উত্তর: (ক)
২৬. গ্রাহক ফ্যাক্স মেশিন কিসের সাহায্য ইলেকট্রনিক সংকেতকে মূল ডকুমেন্ট পরিণত করে?
Ο ক) মডুলেটর
Ο খ) ডিমডুলেটর
Ο গ) রাডার
Ο ঘ) অ্যামপ্লিফায়ার
সঠিক উত্তর: (খ)
২৭. মিশ্রিত তরঙ্গকে বলা হয়-
i. মড্যুলেটেড তরঙ্গ
ii. বাহক তরঙ্গ
iii. রূপান্তরিত তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮. রেডিওর গ্রাহক যন্ত্র বেতার তরঙ্গকে গ্রহণ করে লাউড স্পিকার একে কিসে রূপান্তরিত করে?
Ο ক) তড়িৎ প্রবাহে
Ο খ) আলোক তরঙ্গে
Ο গ) শব্দে
Ο ঘ) মড্যুলেটেড তরঙ্গে
সঠিক উত্তর: (গ)
২৯. টেলিভিশন পর্দার উপর প্রতি সেকেন্ডে কয়টি স্থিরচিত্রে গঠিত হয়?
Ο ক) ২০
Ο খ) ২৪
Ο গ) ২৫
Ο ঘ) ৩০
সঠিক উত্তর: (গ)
৩০. নিম্নের কোনটি বর্তমানে বেতার তরঙ্গ প্রেরণ এবং প্রচলিত টেলিফোন সার্কিট সুইচিং এর সমন্বয়ে কাজ করে?
Ο ক) মোবাইল
Ο খ) রেডিও
Ο গ) টিভি
Ο ঘ) মাইক্রোফোন
সঠিক উত্তর: (ক)
৩১. ই-মেইলের পুরো নাম কী?
Ο ক) ইলেকক্ট্রনিক মেইল
Ο খ) ইলেকট্রিক মেইল
Ο গ) ইলেক্ট্রো মেইল
Ο ঘ) ইলেক্ট্রোলাইট মেইল
সঠিক উত্তর: (ক)
৩২. কোনটির সাহায্য এয়ারপোর্টে চেক-ইন করা যায়?
Ο ক) রেডিও
Ο খ) মোবাইল
Ο গ) টিভি
Ο ঘ) টেলিফোন
সঠিক উত্তর: (খ)
৩৩. সিপিইউকে কম্পিউটারের মস্তিক বলা হয় কেন?
Ο ক) এটি দ্বারা কম্পিউটার তথ্য সংগ্রহ করে বলে
Ο খ) এটি কম্পিউটারের যাবতীয় কাজের নির্দেশনা দেয় বলে
Ο গ) এটি দ্বারা কম্পিউটার উপাত্ত প্রদান করে বলে
Ο ঘ) এটি দ্বারা কম্পিউটার দ্রুত কাজ করে বলে
সঠিক উত্তর: (খ)
৩৪. p-টাইপ কিভাবে পাওয়া যায়?
Ο ক) সিলিকনের সাথে বোরণ যুক্ত করে
Ο খ) সিলিকনের সাথে ফসফরাস যুক্ত করে
Ο গ) সিলিকনের সাথে সোনা যুক্ত করে
Ο ঘ) সিলিকনের সাথে তামা যুক্ত করে
সঠিক উত্তর: (ক)
৩৫. অর্ধ-পরিবাহী ডায়োডকে কী বলে?
Ο ক) রেকটিফায়ার
Ο খ) অ্যামপ্লিফায়ার
Ο গ) ট্রানজিস্টার
Ο ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
৩৬. নিচের কোনটির মাধ্যমে প্রক্রিয়াকৃত ডেটা বা উপাত্ত পাওয়া যায়?
Ο ক) মাইক্রোফোন
Ο খ) ইনপুট ডিভাইস
Ο গ) সিপিইউ
Ο ঘ) আউটপুট ডিভাইস
সঠিক উত্তর: (ঘ)
৩৭. তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় উন্নত যন্ত্রপাতি নির্মাণ হয়েছে কোনটির বিবর্তনের ফলে?
Ο ক) মেকানিকসের
Ο খ) ডায়নামিকসের
Ο গ) ইলেট্রনিক্সের
Ο ঘ) থার্মোডায়নামিক্সের
সঠিক উত্তর: (গ)
৩৮. নিচের বিবরণগুলো লক্ষ কর-
i. p-n জংশন ডায়োড নামে পরিচিতি
ii. ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে
iii. আইসি সিলিকন দ্বারা তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯. কম্পিউটার যেখানে তথ্য প্রেরণ করে তার নাম কী?
Ο ক) ইনপুট
Ο খ) আউটপুট
Ο গ) সি.পি.ইউ
Ο ঘ) উইন্ডোজ
সঠিক উত্তর: (ক)
৪০. সেনাবাহিনী পরিচালনার কাজে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) কম্পিউটার
Ο খ) চলকুন্ডলী
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) সিপিইউ
সঠিক উত্তর: (ক)
৪১. কোনটির সাহায্য ই-ব্যাংকিং করা যায়?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ঘ)
৪২. আকাশ তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমন্ডলের কোন স্তর থেকে?
Ο ক) ট্রপোমন্ডল
Ο খ) স্ট্রাটোমন্ডল
Ο গ) আয়নমন্ডল
Ο ঘ) ওজোনমন্ডল
সঠিক উত্তর: (গ)
৪৩. p-n-p ট্রানজিস্টরে n অংশটি কী?
Ο ক) নিঃসারক
Ο খ) সংগ্রাহক
Ο গ) বির্ধক
Ο ঘ) ভূমি
সঠিক উত্তর: (খ)
৪৪. বাহক তরঙ্গ হতে শব্দকে পৃথক করার প্রক্রিয়ার নাম কী?
Ο ক) মডুলেশন
Ο খ) ডি-মডুলেশন
Ο গ) অ্যাম্পলিফিকেশন
Ο ঘ) রেক্টিফিকেশন
সঠিক উত্তর: (খ)
৪৫. রঙিন টেলিভিশনের মৌলিক রংগুলো কী?
Ο ক) আসমানী, সবুজ, নীল
Ο খ) আসমানী, সবুজ, লাল
Ο গ) কমলা, লাল, সবুজ
Ο ঘ) আসমানী, হলুদ, লাল
সঠিক উত্তর: (খ)
৪৬. নিচের কোনটি তড়িৎ সংকেতকে মূলশব্দে রুপান্তরিত করলে আমরা শব্দ শুনতে পাই?
Ο ক) লাইডস্পিকার
Ο খ) ডায়াফ্রাম
Ο গ) চলকুন্ডলী
Ο ঘ) গ্রাহকযন্ত্র
সঠিক উত্তর: (ক)
৪৭. নিচের কোনটির প্রতিটি সেট-এর আঞ্চলিক প্রধান অফিসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) টেলিফোন
Ο ঘ) মোবাইল
সঠিক উত্তর: (গ)
৪৮. স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্য কীসের উপস্থিতি নির্ণয় করা যায়?
Ο ক) গামা রশ্নি
Ο খ) ভেদনযোগ্যতা
Ο গ) বিটা কণা
Ο ঘ) আলফা কণা
সঠিক উত্তর: (ঘ)
৪৯. চোখ থেকে কম্পিউটার স্ক্রিন কত ইঞ্চি দূরে রাখতে হয়?
Ο ক) ২০ থেকে ২৮
Ο খ) ৩০ থেকে ৩৪
Ο গ) ৪০ থেকে ৪৪
Ο ঘ) ১০ থেকে ১৪
সঠিক উত্তর: (ক)
৫০. নিচের কোনটি সাধারণ এনালগ ডাটা প্রেরণ করে?
Ο ক) কম্পিউটার
Ο খ) ডিজিটাল ঘড়ি
Ο গ) ল্যাপটপ
Ο ঘ) টেলিফোন
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics