এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১২: তড়িতের চৌম্বক ক্রিয়া (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১২: তড়িতের চৌম্বক ক্রিয়া (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে কোনটি?
Ο ক) অবরোহী ট্রান্সফর্মার
Ο খ) আরোহী ট্রান্সফর্মার
Ο গ) স্টেপ আপ ট্রান্সফর্মার
Ο ঘ) উচ্চ ধাপী ট্রান্সফর্মার
সঠিক উত্তর: (ক)

২. জেনারেটর কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

৩. আবিষ্ট তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায় –
i. চুম্বকের মেরুশক্তি বৃদ্ধি করে
ii. চুম্বককে বা তার কুন্ডলীকে দ্রুত আনা-নেওয়া করে
iii. তার কুন্ডলীর পাক বা পেচের সংখ্যা বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪. জেনারেটরের প্রকারভেদগুলো হচ্ছে –
i. এসি জেনারেটর
ii. ডিসি জেনারেটর
iii. মাল্টি জেনারেটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫. পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্র তড়িচ্চালক শক্তি সৃষ্টি করতে পারে এটি সর্বপ্রথম দেখান কে?
Ο ক) জোসেফ হেনরি
Ο খ) নিউটন
Ο গ) মাইকেল ফ্যারাডে
Ο ঘ) লেঞ্জ
সঠিক উত্তর: (গ)

৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কার্বন ব্রাশ বিভক্ত বলয় ও তড়িৎ উৎসের মধ্যে সম্পর্ক স্থাপন করে
ii. ঘূর্ণন গতির জড়তার কারণে তড়িৎ প্রবাহ না হলেও ঘূর্ণন অব্যাহত থাকে
iii. তড়িৎ প্রবাহ কমালে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎ প্রবাহিত হওয়ার সময় আর্মেচার চুম্বকায়িত হয়
ii. চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধিতে আর্মেচারের ভূমিকা রয়েছে
iii. আর্মেচারের মেরুকে কাছাকাছি এনে গুণনকে বৃদ্ধি করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. ট্রান্সফর্মার নিচে কোনটির রূপান্তর করে?
Ο ক) ক্ষমতা
Ο খ) ভোল্টেজ
Ο গ) তড়িৎ প্রবাহ
Ο ঘ) ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ
সঠিক উত্তর: (ঘ)

৯. তড়িৎ মোটরে অবিরত ঘূর্নন বিদ্যমান থাকার কারণ –
i. গতি জড়তা
ii. তাড়িত চৌম্বক বল
iii. U-আকৃতির চুম্বক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০. তড়িৎ প্রবাহ না হলেও ঘূর্ণন অব্যাহত থাকে কেন?
Ο ক) ঘূর্ণন বলের কারণে
Ο খ) ঘূর্ণন গতির জড়তার কারণে
Ο গ) পৃষ্ঠটানের কারণে
Ο ঘ) আকর্ষণ বলের কারণে
সঠিক উত্তর: (খ)

১১. ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় দ্বিতীয় কুন্ডলীতে ব্যবহৃত হয় –
i. ব্যাটারী
ii. পরিবর্তনশীল রোধ
iii. টেপাচাবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২. নিচের কোন বিজ্ঞানী আমেরিকার নাগরিক?
Ο ক) জগদীশচন্দ্র বসু
Ο খ) এইচ.এস.ই. লেঞ্জ
Ο গ) চন্দ্রশেখর রমন
Ο ঘ) জোসেফ হেনরী
সঠিক উত্তর: (ঘ)

১৩. কাছাকাছি বা ঘনসন্নিবিষ্ট অনেকগুলো পেঁচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তারকুন্ডলী আমাদেরকে বুঝিয়ে দেয় –
i. ট্রান্সফর্মার
ii. ট্রানজিস্টর
iii. সলিনয়েড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৪. ট্রান্সফর্মারের কুন্ডলীদ্বয়ের শক্তি এদের পাক সংখ্যার –
Ο ক) ব্যস্তানুপাতিক
Ο খ) সমানুপাতিক
Ο গ) বর্গমূলের ব্যস্তানুপাতিক
Ο ঘ) বর্গের সমানুপাতিক
সঠিক উত্তর: (খ)

১৫. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে
ii. জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে
iii. জেনারেটর সাধারণত দুই প্রকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬. একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে কী বলে?
Ο ক) তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া
Ο খ) তাড়িতচৌম্বক আবেশ
Ο গ) পারস্পরিক আবেশ
Ο ঘ) স্ব-আবেশ
সঠিক উত্তর: (খ)

১৭. তড়িৎ প্রবাহিত হওয়ার সময় কোনটি চুম্বকায়িত হয়?
Ο ক) আর্মেচার
Ο খ) ব্রাশ
Ο গ) কম্যুটেটর
Ο ঘ) বিভক্ত বলয়
সঠিক উত্তর: (ক)

১৮. তাড়িতচৌম্বক আবেশ আবিষ্কারের জন্য ফ্যারাডে কয়টি পরীক্ষা করেছিলেন?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)

১৯. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. মাইকেল ফ্যারাডে ইংল্যান্ডের বিজ্ঞানী ছিলেন
ii. জোসেফ হেনরি অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ছিলেন
iii. এইচ.এফ.ই লেঞ্জ রাশিয়ার বিজ্ঞানী ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২০. কম্যুটেটর কি দ্বারা তৈরি?
Ο ক) তামা
Ο খ) লোহা
Ο গ) ইস্পাত
Ο ঘ) পিতল
সঠিক উত্তর: (ক)

২১. কোনো চুম্বককে পরিবর্তী বৈদ্যুতিক প্রবাহ (AC) দ্বারা সংযুক্ত করলে কী হয়?
Ο ক) চুম্বকত্ব নষ্ট হয়
Ο খ) চুম্বকত্ব বৃদ্ধি পায়
Ο গ) মেরুতে শক্তি বৃদ্ধি পায়
Ο ঘ) মেরুতে শক্তি হ্রাস পায়
সঠিক উত্তর: (ক)

২২. তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে কোনটি তৈরি করা হয়?
Ο ক) মোটর
Ο খ) জেনারেটর
Ο গ) ট্রান্সফরমার
Ο ঘ) সলিনয়েড
সঠিক উত্তর: (ক)

২৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎ প্রবাহ বাড়ালে মোটরের ক্ষমতা কমবে
ii. কয়েলের দৈর্ঘ্য বাড়ালে মোটরের দ্রুতি বাড়বে
iii. কয়েলের পেঁচ সংখ্যা বেশি হলে মোটরের ক্ষমতা বাড়বে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৪. মোটরকে নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে চলতে সহায়তা করে কোনটি?
Ο ক) ব্রাশ
Ο খ) আর্মেচার
Ο গ) জেনারেটর
Ο ঘ) কম্যুটেটর
সঠিক উত্তর: (ঘ)

২৫. ইস্পাতের ভারী জিনিস উঠানাম করার ক্রেন তৈরিতে কী ব্যবহার করা হয়?
Ο ক) দন্ডচুম্বক
Ο খ) টাংস্টেন ধাতু
Ο গ) ডায়নামো
Ο ঘ) তাড়িত চৌম্বক
সঠিক উত্তর: (ঘ)

২৬. বৈদ্যুতিক মোটরে ব্যবহৃত তামার আয়তাকার কুন্ডলীকে কী বলে?
Ο ক) কম্যুটেটর
Ο খ) ট্রান্সফর্মার
Ο গ) জেনারেটর
Ο ঘ) আর্মেচার
সঠিক উত্তর: (ঘ)

২৭. কখন গ্যালভানোমিটার বিক্ষেপ দেয় না?
Ο ক) কুন্ডলীদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হ্রাস করলে
Ο খ) কুন্ডলীদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে
Ο গ) চুম্বক ও কুন্ডলীর মধ্যবর্তী আপেক্ষিক গতি না থাকলে
Ο ঘ) তড়িৎ প্রবাহ চালনা করলে
সঠিক উত্তর: (গ)

২৮. যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে কী বলে?
Ο ক) ট্রান্সফর্মার
Ο খ) বৈদ্যুতিক মোটর
Ο গ) অ্যামিটার
Ο ঘ) ডায়নামো
সঠিক উত্তর: (ক)

২৯. তাড়িতচৌম্বক আবেশ পরীক্ষায় কুন্ডলীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি বোঝার জন্য এর দুই প্রান্তের সাথে কি যুক্ত করা যায়?
Ο ক) অ্যামিটার
Ο খ) মাল্টিমিটার
Ο গ) গ্যালভানোমিটার
Ο ঘ) ভোল্টমিটার
সঠিক উত্তর: (গ)

৩০. ফ্যারাডের কোন পরীক্ষায় কুন্ডলীর সাথে গ্যালভানোমিটারকে সংযোগ দেওয়ার সময় তারের প্রান্তের অপরিবাহী আবরণ খুলে ফেলতে হয়?
Ο ক) ২য়
Ο খ) ১ম
Ο গ) ৩য়
Ο ঘ) ৫ম
সঠিক উত্তর: (খ)

৩১. কোনো চুম্বকের নিকট কোনো তার কুন্ডলীকে আনা নেয়া করলে কুন্ডলীতে তড়িৎপ্রবাহ উৎপন্ন হওয়ার ঘটনাকে কী বলে?
Ο ক) তাড়িত আবেশ
Ο খ) চৌম্বক আবেশ
Ο গ) তাড়িত চৌম্বক আবেশ
Ο ঘ) চৌম্বক ক্রিয়া
সঠিক উত্তর: (গ)

৩২. অধিক বিভবের অল্প তড়িত প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তর করে –
i. অবরোহী ট্রান্সফর্মার
ii. স্টেপ ডাউন ট্রান্সফর্মার
iii. উচ্চ ধাপী ট্রান্সফর্মার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৩. ওয়েরস্টেডের পরীক্ষায় ব্যবহৃত কম্পাসটি কোন দিকে মুখ করে থাকে?
Ο ক) উপর-নিচ
Ο খ) পূর্ব-দক্ষিণ
Ο গ) উত্তর-দক্ষিণ
Ο ঘ) পূর্ব-পশ্চিম
সঠিক উত্তর: (গ)

৩৪. অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করে কোনটি?
Ο ক) অবরোহী ট্রান্সফর্মার
Ο খ) স্টেপ ডাউন ট্রান্সফর্মার
Ο গ) আরোহী ট্রান্সফর্মার
Ο ঘ) নিম্নধাপী ট্রান্সফর্মার
সঠিক উত্তর: (গ)

৩৫. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে কী বলে?
Ο ক) মোটর
Ο খ) জেনারেটর
Ο গ) ট্রান্সফর্মার
Ο ঘ) সলিনয়েড
সঠিক উত্তর: (খ)

৩৬. তড়িৎ প্রবাহবাহী তারের সৃষ্ট চৌম্বকক্ষেত্রে বলরেখার সাথে তারের অবস্থান –
i. লম্ব বরাবর
ii. সমান্তরালে
iii. 900 কোণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎ প্রবাহ এর চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি করে
ii. প্রবাহের দিক পরিবর্তন করলে কম্পাস কাঁটাটি বিপরীতমুখী হয়
iii. তড়িতের চুম্বক ক্রিয়া আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. এসি জেনারেটর অধিক ব্যবহৃত হয়
ii. এসি জেনারেটরের ক্ষেত্রে চুম্বক ব্যবহার করা হয়
iii. এসি জেনাটেরে ব্যবহৃত আর্মেচার সমদ্রুতিতে ঘুরানো হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৯. রেডিওতে কী ধরনের ট্রান্সফর্মার ব্যবহৃত হয়?
Ο ক) আরোহী
Ο খ) স্টেপ আপ
Ο গ) অবরোহী
Ο ঘ) উচ্চধাপী
সঠিক উত্তর: (গ)

৪০. মাইকেল ফ্যারাডে তাড়িতচৌম্বক আবেশ এর দ্বিতীয় পরীক্ষার জন্য কিসের কুন্ডলী নিতে হয়?
Ο ক) লোহার তারের
Ο খ) পিতলের তারের
Ο গ) তামার তারের
Ο ঘ) অ্যালুমিনিয়াম তারের
সঠিক উত্তর: (গ)

৪১. সলিনয়েডের ভিতর একটি লোহার দন্ড ঢুকালে কী ঘটবে?
Ο ক) লোহার দন্ডটি ভারী হবে
Ο খ) লোহার দন্ডটি ওজনে হালকা হবে
Ο গ) লোহার দন্ডটির তাপমাত্রা বৃদ্ধি পাবে
Ο ঘ) লোহার দন্ডটি চুম্বকে পরিণত হবে
সঠিক উত্তর: (ঘ)

৪২. একটি ট্রান্সফর্মারের গৌণ কুন্ডলীর ভোল্টেজ 10 V এবং প্রবাহ 1.5 A। মুখ্য কুন্ডলীর প্রবাহ 3 A হলে মুখ্য কুন্ডলীর ভোল্টেজ কত?
Ο ক) 5 V
Ο খ) 10 V
Ο গ) 15 V
Ο ঘ) 20 V
সঠিক উত্তর: (ক)

৪৩. নিচের কোনটিতে তাড়িতচুম্বক ব্যবহৃত হয়?
Ο ক) মোটর সাইকেল
Ο খ) বৈদ্যুতিক বাতি
Ο গ) বৈদ্যুতিক ঘন্টা
Ο ঘ) উড়োজাহাজ
সঠিক উত্তর: (গ)

৪৪. তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে কোন যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত?
Ο ক) ডায়নামো
Ο খ) ট্রানজিস্টর
Ο গ) অ্যামিটার
Ο ঘ) ভোল্টমিটার
সঠিক উত্তর: (ক)

৪৫. বিজ্ঞানী ফ্যারাডে কোন দেশের নাগরিক ছিলেন?
Ο ক) ইংল্যান্ড
Ο খ) জাপান
Ο গ) ফ্রান্স
Ο ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর: (ক)

৪৬. উচ্চধাপী ট্রান্সফর্মার কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) টেলিভিশন চালাতে
Ο খ) দূর-দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য
Ο গ) ভিসিআর এবং ভিসিপি চালাতে
Ο ঘ) সকল ক্ষেত্রে
সঠিক উত্তর: (খ)

৪৭. নিচের কোনটি একটি আবদ্ধ বর্তনী দিয়ে একটি আবিষ্ট তড়িৎপ্রবাহ চালাতে পারে?
Ο ক) তড়িৎক্ষেত্র
Ο খ) পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্র
Ο গ) ভোল্টমিটার
Ο ঘ) আপেক্ষিক রোধ
সঠিক উত্তর: (খ)

৪৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎবাহী তার নিজস্ব একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে
ii. শক্তিশালী চুম্বকের দুই প্রান্তের মধ্যে তড়িৎবাহী তার রাখলে তা উপর দিকে লাফিয়ে ওঠে
iii. বলরেখাগুলোগুলো পরস্পরকে টান টান রাখতে চায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৯. একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর পাক সংখ্যা 10 এবং গৌণ কুন্ডলীর পাক সংখ্যা 75। মুখ্য কুন্ডলীর তড়িৎ প্রবাহ 5 A হলে গৌণ কুন্ডলীর তড়িৎ প্রবাহ কত?
Ο ক) 0.78 A
Ο খ) 0.73 A
Ο গ) 0.67 A
Ο ঘ) 0.62 A
সঠিক উত্তর: (গ)

৫০. বিভক্ত বলয়ের বাইরের প্রান্তটি কীসের দ্বারা যুক্ত থাকে?
Ο ক) আর্মেচার
Ο খ) তড়িৎ উৎস
Ο গ) জেনারেটর
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post