এস.এস.সি আইসিটি অধ্যায় - ৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. কোনটি মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়?
Ο ক) ইঙ্গিত
Ο খ) মিডিয়া
Ο গ) ছবি
Ο ঘ) মাল্টিমিডিয়া
সঠিক উত্তর: (ঘ)

২. একটি অবজেক্টের ভেতরে অংশকে কী বলা হয়?
Ο ক) স্ট্রোক
Ο খ) প্যালেট
Ο গ) সাইজ
Ο ঘ) ফিল
সঠিক উত্তর: (খ)

৩. ভিডিও মূলত কী?
Ο ক) সিগনাল
Ο খ) গ্রাফিক্স
Ο গ) শিক্ষার মাধ্যম
Ο ঘ) অডিওর পরিবর্তিত রূপ
সঠিক উত্তর: (খ)

৪. পাওয়ারপয়েন্ট কীবোর্ডের F5 বোতাম চাপ দিলে স্লাইডের কী পরিবর্তন সূচিত হয়?
Ο ক) স্লাইড বন্ধ হয়ে যাবে
Ο খ) স্লাইড সম্পাদনার অংশে ফিরে আসবে
Ο গ) স্লাইড থাম্বনেইল আকারে দেখাবে
Ο ঘ) স্লাইডটি প্রদর্শিত হবে
সঠিক উত্তর: (ঘ)

৫. Opacity পরিবর্তন করা যায়-
i. ড্রাগের মাধ্যমে
ii. স্ক্রল আপডাউনের মাধ্যমে
iii. সরাসরি পরিমান সূচক সংখ্যা টাইপ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬. লেয়ারগুলো একত্রীভূত করে নিলে কোন সুবিধা পাওয়া যায়?
Ο ক) ফাইলের আকার ছোট হয়
Ο খ) ফাইলের আকার বড় হয়
Ο গ) কম্পিউটারের স্পিড বাড়ে
Ο ঘ) ফটোশপ দ্রুত ওপেন হয়
 সঠিক উত্তর: (ক)

৭. পাওয়ারপয়েন্ট ফাইলকে কী বলা হয়?
Ο ক) স্লাইড
Ο খ) লেআউট
Ο গ) প্রেজেনেটশন
Ο ঘ) এনিমেশন
সঠিক উত্তর: (গ)

৮. কোন সালে সিনেমা আবিস্কৃত হয়?
Ο ক) ১৮৬৫
Ο খ) ১৮৭৫
Ο গ) ১৮৮৫
Ο ঘ) ১৮৯৫
সঠিক উত্তর: (ঘ)

 ৯. প্রকাশ মাধ্যম বা মিডিয়া হলো-
i. লেখা
ii. শব্দ
iii. চিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০. ফটোশপে ডায়লগ বক্সের Background contents অংশে ড্রপ ডাউন মেনু থাকে Transparent সিলেক্ট করলে ক্যানভাস বা Background এর রং কীরূপে হবে?
Ο ক) সাদা
Ο খ) বাদামী
Ο গ) স্বচ্ছ
Ο ঘ) ধূসর
সঠিক উত্তর: (গ)

১১. অপশন বার এ ফেদার ঘরে ০ থেকে কত পর্যন্ত বিভিন্ন পরিমাপসূচক সংখ্যা টাইপ করে অবজেক্টের প্রান্ত নমনীয় করা যায়।
Ο ক) ১০০
Ο খ) ১৫০
Ο গ) ২০০
Ο ঘ) ২৫০
সঠিক উত্তর: (ঘ)

১২. ফটোশপে সর্বোচ্চ কয়টি লেয়ার যু্ক্ত করা যায়?
Ο ক) ৩
Ο খ) ৫
Ο গ) ১০
Ο ঘ) যেকোনো সংখ্যক
সঠিক উত্তর: (ঘ)

১৩. ইলাস্ট্রেটরে Color mode অংশে কয়টি অপশন পাওয়া যাবে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

১৪. রঙে পূরণ হওয়া সিলেকশনটি-
i. ভাসমান থাকবে
ii. প্রয়োজন হলে ড্রাগ করে অন্য স্থানে সরিয়ে স্থাপন করা যাবে
iii. ডিলিট করা সম্ভব নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫. কয়টি লেয়ারের ছবি একসাথে সম্পাদনা করা যায়?
Ο ক) ২টি
Ο খ) একাধিক
Ο গ) একটি মাত্র
Ο ঘ) তিনটি
সঠিক উত্তর: (গ)

১৬. RGB মোডে কাজ করলে কালার স্লাইডার কয়টি থাকে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (গ)

১৭. স্ট্রোক পদ্ধতিতে -
i. শুধু তুলির রঙ দিয়ে বর্ডার তৈরি করা যায়
ii. ব্যাকগ্রাউন্ড এর রঙ দিয়ে বর্ডার তৈরি করা যায়
iii. ফরগ্রাউন্ড এর রঙ দিয়ে বর্ডার তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৮. ইলাস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে কতভাবে লেখালেখির কাজ করা যায়?
Ο ক) দুইভাবে
Ο খ) তিন ভাবে
Ο গ) চারভাবে
Ο ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (খ)

 ১৯. পাওয়ার পয়েন্ট স্লাইডে মুভি ফাইলটি সংযোজন করার সময় কোনটি সিলেক্ট করা থাকলে স্লাইড প্রদর্শন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুভিটিও চালু হয়ে যাবে?
Ο ক) Automatically
Ο খ) When clicked
Ο গ) Manually
Ο ঘ) Initially
সঠিক উত্তর: (ক)

২০. হেলানো ছবি ক্রপ করার শেষ ধাপে এন্টার বোতামে চাপ দিলে ছবিটা কীভাবে স্থাপিত হবে?
Ο ক) 450 কোনে
Ο খ) 300 কোনে
Ο গ) সোজাভাবে
Ο ঘ) লম্বভাবে
সঠিক উত্তর: (গ)

২১. ফিদার ঘরে বিভিন্ন পরিমানসূরচক সংখ্যা টাইপ করার পর কীবোর্ডের কোন বাতামে চেপে ফেদার বৈশিষ্ট্যকে কার্যকর করে নিতে হবে
Ο ক) Shift
Ο খ) Insert
Ο গ) Enter
Ο ঘ) End
সঠিক উত্তর: (গ)

২২. সিলেকশন ভাসমান থাকা অবস্থায় সিলেকশনের কোথায় ক্লিক করে অন্যত্র সরিয়ে স্থাপন করা যাবে?
Ο ক) ডানপাশে
Ο খ) বামপাশে
Ο গ) উপরে
Ο ঘ) মধ্যে
 সঠিক উত্তর: (খ)

২৩. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
Ο ক) মাইক্রোসফট ওয়ার্ড
Ο খ) মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
Ο গ) মাইক্রোসফট এক্সেল
Ο ঘ) মাইক্রোসফট অ্যাকসেস
সঠিক উত্তর: (খ)

২৪. টেক্সট বক্সে ট্রানজিশন প্রয়োগের জন্য-
i. দ্বিতীয় স্লাইডটি খোলা রাখতে হবে
ii. প্রথম টেক্সট বক্সটি সিলেক্ট করতে হবে
iii. Animation মেনুতে ক্লিক করে সক্রিয় করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫. ব্যাকগ্রাউন্ড হিসেবে আরও রঙ, টেক্সার এবং ছবি ব্যবহার করার জন্য প্যালেটের নিচের দিকে কোনটি সিলেক্ট করতে হবে?
Ο ক) Format Background
Ο খ) From Background
Ο গ) Style Background
Ο ঘ) Design Background
সঠিক উত্তর: (ক)

২৬. Edit মেনুর কোন কমান্ড দিলে পর্দায় ফিল ডায়ালগ বক্স পাওয়া যায়?
Ο ক) Fill
Ο খ) Delete
Ο গ) Change
Ο ঘ) Sync
সঠিক উত্তর: (ক)

২৭. লেয়ার বার এর ডান দিকে কিসের আইকন রয়েছে?
Ο ক) তালা
Ο খ) পাখি
Ο গ) ফুল
Ο ঘ) রেডিও
সঠিক উত্তর: (ক)

২৮. বর্তমান ভিডিও সম্প্রচার করা হয়-
i. অ্যানালগ মাধ্যমে
ii. ডিজিটাল মাধ্যমে
iii. সাউন্ড ওয়েব হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৯. পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি-
i. প্রোগ্রাম
ii.সফটওয়্যার
iii. অ্যাপ্লিকেশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩০. কাট, কপি, পেষ্ট কমান্ড কার্যকর করতে হয় কোনো অবজেক্ট বা ইমেজ-
i. সম্পূর্নভাবে সিলেক্ট করে
ii. নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে
iii. ডিসিলেক্ট করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩১. সবগুলো লেয়ার একীভূত হয়ে যাবে কোন কমান্ড ব্যবহার করলে?
Ο ক) Flatter Image
Ο খ) Distort command
Ο গ) Magre Down
Ο ঘ) Merge Visible
সঠিক উত্তর: (ক)

৩২. কোন কমান্ডের সাহায্যে সিলেকশনের বর্ডার তৈরি করা যায়?
Ο ক) এন্টার
Ο খ) স্ট্রোক
Ο গ) ওপাসিটি
Ο ঘ) মার্কি
সঠিক উত্তর: (খ)

৩৩. চোখের আইকনটি লেয়ারের কোন দিকে থাকে?
Ο ক) ডানদিকে
Ο খ) নিউ লেয়ার আইকনের পাশের
Ο গ) বাম দিকে
Ο ঘ) নিচের দিকে
সঠিক উত্তর: (গ)

৩৪. পাওয়ার পয়েন্ট ফাইলকে কী বলা হয়?
Ο ক) প্রেজেন্টেশন
Ο খ) প্রোগ্রাম
Ο গ) স্লাইড
Ο ঘ) লেআউট
 সঠিক উত্তর: (ক)

৩৫. Slide Show অপশনটি কোন মেনুর অন্তর্ভূক্ত?
Ο ক) Home
Ο খ) Edit
Ο গ) View
Ο ঘ) File
সঠিক উত্তর: (গ)

৩৬. তথ্য উপস্থাপনে কোন সফটওয়্যারটি খুব সহজে এবং চমৎকারভাবে ব্যবহার করা যায়?
Ο ক) পাওয়ারপয়েন্ট
Ο খ) এক্সেল
Ο গ) ওয়ার্ড
Ο ঘ) এডোবি প্রিমিয়ার
সঠিক উত্তর: (ক)

৩৭. সিলেকশন টুলের মধ্যে মার্কি টুল দিয়ে -
i. ড্রাগ করা যায়
ii. চতুষ্কোন ও বৃত্তাকার সিলেকশন করা যায়
iii. অবজেক্ট তৈরির কাজ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (গ)

৩৮. মাউস পয়েন্টার সিলেকশনের ভিতরে নিয়ে গেলে মাউস পয়েন্টারে নিচের দিকে ছোট একটি আয়তাকার আইকন দেখা যাবে। এ অবস্থায় কী করলে ভাসমান সিলেকশনটিকে ড্রাগ করলে যেকোনো স্থানে সরিয়ে নেয়া যাব?
Ο ক) মাউসে আঙ্গুলের চাপ রাখলে
Ο খ) মাউসে ডাবল ক্লিক করলে
Ο গ) ডাউন স্কুল করলে
Ο ঘ) আপ স্ক্রুল স করলে
 সঠিক উত্তর: (ক)

৩৯. কোন সফটওয়্যার ব্যবহার করে চমৎকার কনটেন্টস তৈরি করা যায়?
Ο ক) অথর
Ο খ) ডেটাবেজ
Ο গ) ফটোশপ বা প্রিমিয়ার
Ο ঘ) পাওয়ারপয়েন্ট
 সঠিক উত্তর: (খ)

৪০. টুলবক্সের একেবারে উপরের অংশে কয়টি মুভ টুল রয়েছে?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ক)

৪১. Text লেয়ার লেখার কাজ করার জন্য-
i. টুল বার থেকে টাইপ টুল সিলেক্ট করে ক্যানভাসের উপর ক্লিক করতে হবে
ii. ক্লিক করার সঙ্গে সঙ্গে লেয়ার প্যালেট নতুন লেয়ার যুক্ত করহে হবে
iii. নতুন লেয়ারটি অস্বচ্ছ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪২. লেয়ার প্যালেটের উপরে ডানদিকে অপাসিটি টেক্সট বক্সে default হিসেবে কত বিদ্যমান থাকে?
Ο ক) ২৫%
Ο খ) ৫০%
Ο গ) ৭৫%
Ο ঘ) ১০০%
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩. মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এর প্রথম স্লাইড পর্দার মূল অংশের বক্সের মধ্যে-
i. Click to add title লেখা থাকে
ii. Click to add Subtitle লেখা থাকে
iii. Click to add image লেখা থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ক)

৪৪. প্রেজেন্টশন তৈরির কাজগুলো প্রত্যাশিতভাবে হচেছ কি-না তা Presention তৈরির কোন পর্যায়ে নিশ্চিত হওয়া যেতে পারে?
Ο ক) Presentation শেষ হওয়ার পর
Ο খ) যেকোনো পর্যায়ে
Ο গ) শুরুর দিকে
Ο ঘ) মাঝামাঝি পর্যায়ে
সঠিক উত্তর: (খ)

৪৫. পাওয়ারপেয়েন্ট কোনো একটি ছবিকে-
i. মনিটর পর্দার সাথে 450 কোনে স্থাপন করা যায়
ii. রিসাইজ বক্সে ক্লিক ও ড্রাগ করে ছবির আকারে ছোট বড় করা যায়
iii. ড্রাগ করে যে অবস্থানে প্রয়োজন সরিয়ে স্থাপন করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪৬. Adobe Photoshop খুলতে হলে-
i. Start মেনুর All Programs কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করতে হবে
ii. ফ্লাইআউট মেনু তালিকা থেকে ফ্লাইআউট মেনু আসবে
iii. সর্বশেষ ফ্লাইআউট মেনুর তালিকা থেকে এডোবি ফটোশপ নামের উপর ক্লিক করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

৪৭. হেলানো ছবি ক্রপ করার পদ্ধতি কয়টি রঙের সলিড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ক)

৪৮. Animation এর নিচে Custom Animation নামে একটি কমান্ড যুক্ত হওয়ার পর Custom Animation এর উপর ক্লিক করলে Customs Animation নামে একটি কী আসবে?
Ο ক) টুলবক্স
Ο খ) টেক্সট বক্স
Ο গ) ইমেজ বক্স
Ο ঘ) প্যালেট
সঠিক উত্তর: (ঘ)

৪৯. আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখন তাকে কী হিসেবে চিহ্নিত করে থাকি?
Ο ক) মাল্টিমিডিয়া
Ο খ) ইন্টারনেট
Ο গ) প্রিন্ট্রিংমিডিয়া
Ο ঘ) ইলেকট্রনিক মিডিয়া
সঠিক উত্তর: (ক)

৫০. কোন বোতামে চেপে রেখে স্থানান্তরিত করলে অবজেক্টটি কাট হয়ে স্থান্তরিত হবে?
Ο ক) ALT
Ο খ) Shift
Ο গ) Ctrl
Ο ঘ) Tab
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post