এস.এস.সি আইসিটি অধ্যায় - ২ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপদ(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১.কম্পিউটারের প্রসেসর কোথায় থাকে?
Ο ক) র‌্যামে
Ο খ) মাদারবোর্ডে
Ο গ) রমে
Ο ঘ) হার্ডডিস্কে
সঠিক উত্তর: (খ)

২. আচমকা কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে কোনটি?
Ο ক) Scandisk
Ο খ) Diskcleanup
Ο গ) Virus
Ο ঘ) Defragment
সঠিক উত্তর: (গ)

৩.যন্ত্র কাজ করা অবস্থায় হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে গেলে তা কিসের লক্ষণ?
Ο ক) ভাইরাস আক্রমণ করা
Ο খ) হ্যাং করা
Ο গ) মাদারবোর্ড নষ্ট
Ο ঘ) কীবোর্ড নষ্ট
সঠিক উত্তর: (ক)

 ৪. কেনা অপশনে ক্লিক করলে Uninstallation শুরু হয়?
Ο ক) install
Ο খ) remove
Ο গ) uninstall
Ο ঘ) Delete
 সঠিক উত্তর: (গ)

৫. কম্পিউটার পাওয়ার অন করলে Display আসার পর Hang হযে যাওয়ার কারণ কোনটি?
Ο ক) বিভিন্ন ডেটা ক্যাবলের লুজ কানেকশন
Ο খ) এন্টি ভাইরাসের সমস্যা
Ο গ) লিকযুক্ত বা ক্রটিপূর্ণ ক্যাপাসিটর
Ο ঘ) কুলিং ফ্যানো সমস্যা
সঠিক উত্তর: (ক)

৬. নিচের কোন তথ্যটি তথ্য অধিকার আইনে প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে?
Ο ক) পরীক্ষার নাম্বার
Ο খ) পরীক্ষার স্থান
Ο গ) আবেদনপত্র
Ο ঘ) পরীক্ষার প্রশ্ন
সঠিক উত্তর: (ঘ)

৭. এন্টিভাইরাস সফটওয়্যারের ক্ষেত্রে কোন ব্যাপারটি অবশ্যই মেনে চলতে হবে?
Ο ক) Update করতে হবে
Ο খ) download করতে হবে
Ο গ) install করতে হবে
Ο ঘ) uninstall করতে হবে
 সঠিক উত্তর: (ক)

৮.হার্ডডিস্ক ড্রাইভটিকে অটো ডিটেক্ট করে কি না তা কম্পিউটারের কোথায় গিয়ে চেক করতে হবে?
Ο ক) Control panel এ
Ο খ) All Program এ
Ο গ) ডিস্ক ড্রাইভে
Ο ঘ) বায়োসে
সঠিক উত্তর: (ঘ)

 ৯. কম্পিউটারে একাধিক প্রোগ্রাম একসাথে অপেন করতে গেলে কোন মেসেজটি প্রদশির্ত হয়?
Ο ক) Boot disk failure
Ο খ) Our of memory
Ο গ) Auto run
Ο ঘ) Hard disk not found
সঠিক উত্তর: (খ)

 ১০. যন্ত্র কাজ করা অবস্থায় হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে গেলে তা কিসের লক্ষণ?
Ο ক) ভাইরাস আক্রমণ করা
Ο খ) হ্যাং করা
Ο গ) মাদারবোর্ড নষ্ট
Ο ঘ) কীবোর্ড নষ্ট
সঠিক উত্তর: (ক)

১১.কোন জায়গা হতে কোন সফটওয়্যার আনইনস্টল করা যায়?
Ο ক) মাই ডকুমেন্ট
Ο খ) হেল্প এন্ড সার্পোট
Ο গ) সার্চ
Ο ঘ) কন্ট্রোল প্যানেল
সঠিক উত্তর: (ঘ)

১২. ইনস্টলেশনের পর যন্ত্রটি কী করলে ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার শুরু করা যায়
Ο ক) Restart
Ο খ) Shutdown
Ο গ) Autoexe
Ο ঘ) Restart
সঠিক উত্তর: (ক)

১৩. বর্তমান এন্টিভাইরাস প্রোগ্রামগুলো-
i. ভাইরাস চিহ্নিত করে নির্মুল করে
ii. ভাইরাস প্রতিবহ করে
iii. সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

 ১৪.কম্পিউটার ভাইরাসের প্রতিশেধক কোনটি?
Ο ক) ম্যালওয়্যার
Ο খ) মেডিসিন
Ο গ) এন্টিভাইরাস
Ο ঘ) ইউটিলিটি
 সঠিক উত্তর: (গ)

১৫. অপারেটিং সিস্টেম কোনটি?
Ο ক) লিনাক্স
Ο খ) এস এস ডস
Ο গ) উইন্ডোজ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

১৬. কম্পিউটার সফটওয়্যার আনইনস্টল করার প্রক্রিয়াটি কোনটি?
Ο ক) কন্ট্রোল প্যানেল > এর অর রিমুভ> নির্দিষ্ট প্রোগ্রাম > আনইনস্টল
Ο খ) কন্ট্রোল প্যানেল > নির্দিষ্ট প্রোগ্রাম > আনইনস্টল > নির্দিষ্ট প্রোগ্রাম
Ο গ) কন্ট্রোল > কন্ট্রোল প্যানেল  > আনইনস্টল > এড অর রিমুভ
Ο ঘ) নির্দিষ্ট প্রোগ্রাম > কন্ট্রোল প্যানেল > আনইনস্টল
সঠিক উত্তর: (ক)

১৭. ভাইরাসের বাহক কোনটি?
Ο ক) রম
Ο খ) সিডি
Ο গ) প্রসেসর
Ο ঘ) র‌্যাম
সঠিক উত্তর: (খ)

 ১৮. কিম্পিউটার ভাইরাস কী?
Ο ক) এক ধরনের অ্যাপলিকেশন প্রোগ্রাম
Ο খ) এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম
Ο গ) এক ধরনের জীবাণু
Ο ঘ) এক ধরনের হার্ডওয়্যার
সঠিক উত্তর: (খ)

১৯. মৌলিক পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোনটি ব্যবহার করা উচিত?
Ο ক) সংখ্যা
Ο খ) চিহ্ন
Ο গ) শব্দ
Ο ঘ) সংখ্যা, শব্দ ও চিহ্নের মিশ্রণ
 সঠিক উত্তর: (ঘ)

২০. VIRUS শব্দের মানে কি?
Ο ক) Very Important Resources Under seige
Ο খ) Vast Information and Resources Under seige
Ο গ) Vital Information and Resources under seige
Ο ঘ) Vital Information and Reports Under seige
 সঠিক উত্তর: (গ)

২১. কম্পিউটারের গতি কমায় নিচের কোনটি?
Ο ক) অপারেটিং সিস্টেম
Ο খ) রেজিস্ট্রি ফাইল
Ο গ) ভাইরাস
Ο ঘ) ডেটা ক্যাবল
সঠিক উত্তর: (গ)

২২.সফটওয়্যার পাইরেসি বলতে কী বোঝায়?
Ο ক) কপিরাইট আইনের আওতায় কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুন্ন হওয়া
Ο খ) কপি করা
Ο গ) চুরি করা
Ο ঘ) হ্যাক করা
সঠিক উত্তর: (ক)

২৩. কম্পিউটার গেমকে ততক্ষণই বিনোদন বলা যায় যতক্ষণ না তা-
i. ব্যবহারে অনীহা আসে
ii. মাত্রা অতিক্রম করে
iii. শুধু বিনোদন হিসেবে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)

 ২৪. সামাজিক সাইটের ব্যবহারকারীরা -
i. নিজের সম্পর্কে খুটিঁনাটি তথ্য দেয়
ii. সবার সামনে নিজেকে উপস্থাপন করে থাকে
iii. কখনো সময় অপচয় করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

 ২৫. কোনটি জনগণের অধিকার?
Ο ক) তথ্য
Ο খ) জবাবদিহিতা
Ο গ) বাক স্বাধীনতা
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬. ডিজিটাল কপির অপর নাম কী?
Ο ক) হার্ড কপি
Ο খ) প্রোগ্রামিং
Ο গ) সফট কপি
Ο ঘ) ডিজিট কপি
সঠিক উত্তর: (গ) 

২৭. কোথায় বিনামূল্যে এন্টিভাইরাস পাওয়া যায়?
Ο ক) দোকানে
Ο খ) ইন্টারনেটে
Ο গ) মেমোরিতে
Ο ঘ) ওয়েবসাইটে
সঠিক উত্তর: (খ)

২৮.কোনটি ভাইরাস প্রতিশেধক?
Ο ক) ম্যালওয়্যার
Ο খ) ফার্মওয়্যার
Ο গ) এন্টিভাইরাস
Ο ঘ) ম্যালওয়্যার
সঠিক উত্তর: (ঘ)

২৯. কম্পিউটারের প্রতিটি ড্রাইভ ক্লিন করতে কী ব্যবহার করা হয়?
Ο ক) Drive
Ο খ) আপগ্রেড এন্টিভাইরাস
Ο গ) ফ্যান
Ο ঘ) শক্ত ব্রাশ
সঠিক উত্তর: (খ)

৩০. নিচের কোনটি ই-মেইল সাইট?
Ο ক) Yahoo
Ο খ) Facebook
Ο গ) Line
Ο ঘ) Instagram
সঠিক উত্তর: (ক)

৩১. কম্পিউটার ধীর হওয়ার কারণ-
i. টেম্পোরারি ফাইল তৈরি হওয়া
ii. কম্পিউটার পুরাতন হওয়া
iii. অত্যাধুনিক সফটওয়্যার ইনস্টল করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩২. আজকাল কোন সফটওয়্যারের সাথে সংযুক্ত অবস্থায় এন্টিভাইরাস সফটওয়্যার দেওয়া থাকে?
Ο ক) অফিস ওয়ার্ড
Ο খ) অপারেটিং সিস্টেম
Ο গ) ম্যালওয়্যার
Ο ঘ) AVG
সঠিক উত্তর: (খ)

৩৩. সামাজিক নেটওয়ার্কে আসক্তি কমাতে প্রয়োজনীয় মানুষদের সংখ্যা -
Ο ক) বাড়াতে হবে
Ο খ) বাছাই করতে হবে
Ο গ) কমিয়ে আনতে হবে
Ο ঘ) বাতিল করতে হবে
সঠিক উত্তর: (গ)

৩৪. কোনটি এন্টিভাইরাস প্রোগ্রামের নাম?
Ο ক) Trojan Horse
Ο খ) Avg
Ο গ) CIH
Ο ঘ) Linked In
সঠিক উত্তর: (খ)

৩৫. তথ্য এবং উপাত্তের নিরাপত্তায় ব্যবহৃত তালার নাম কী?
Ο ক) এন্টিভাইরাস
Ο খ) তালা
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) পাসওয়ার্ড
সঠিক উত্তর: (ঘ)

৩৬. সামাজিক নেটওয়ার্ক এর জনপ্রিয়তার কারণ কী?
Ο ক) যোগাযোগ করা
Ο খ) ভাব বিনিময় করা
Ο গ) ছবি আপলোড করা
Ο ঘ) নিজেকে প্রকাশ করার সুযোগ পাওয়া
 সঠিক উত্তর: (ঘ)

৩৭.ইন্টারনেটের ব্যবহার হলো-
i. পড়ালেখা করা
ii. ই-মেইল করা
iii. ছবি দেখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৮. দূর্বল পাসওয়ার্ডের কারণে কোন ক্ষতি হয়?
Ο ক) সফটওয়্যার আনইনস্টল হয়ে যায়
Ο খ) সফটওয়্যার ডিলিট হয়ে যায়
Ο গ) ভাইরাস আক্রমণ হয়
Ο ঘ) র‌্যাম কমে যায়
সঠিক উত্তর: (গ)

৩৯. কোনটি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ?
Ο ক) সফটওয়্যার
Ο খ) হার্ডওয়্যার
Ο গ) উইন্ডোজ
Ο ঘ) ম্যালওয়্যার
 সঠিক উত্তর: (ঘ)

৪০. কম্পিউটিারে টেম্পোরারি ফাইল তৈরি হলে যে অসুবিধা হবে-
i. হার্ডডিস্কের জায়গা কমে যাবে
ii. সফটওয়্যার install করা যাবে না
iii. কম্পিউটারে গতিকে ধীর করে দিবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (খ)

৪১. নিচের কোনটি সামাজিক সাইট?
Ο ক) গুগল
Ο খ) উইকিপিডিয়া
Ο গ) ইনস্টাগ্রাম
Ο ঘ) ইউটিউব
সঠিক উত্তর: (গ)

৪২. হার্ডডিস্কের জাম্পার সেটিং ঠিকমত না হলো কম্পিউটার কী ধরনের আচরণ করবে?
Ο ক) কম্পিউটারের তারিখ ও সময় ঠিক থাকবে না
Ο খ) বায়োসের কোনো পরিবর্তন করলে তা সেভ হবে না
Ο গ) কম্পিউটার সিস্টেম চালু হবে না
Ο ঘ) Boot disk failure of Hard disk no found মেসেজ দেখাবে
 সঠিক উত্তর: (ঘ)

৪৩. কম্পিউটার ধীরগতি হওয়ার কারণ কী?
Ο ক) পুরানো হয়ে যাওয়া
Ο খ) রক্ষণাবেক্ষণের অভাবে
Ο গ) কম্পিউটার বিষয়ে বিশেষজ্ঞ না হওয়া
Ο ঘ) কম ব্যবহার করা
সঠিক উত্তর: (খ)

৪৪. অপারেটিং সিস্টেম সফটওয়্যার কী নামে পরিচিত?
Ο ক) প্রোগ্রামিং
Ο খ) এপ্লিকেশন সফটওয়্যার
Ο গ) সিস্টেম সফটওয়্যার
Ο ঘ) ডেটাবেজ
সঠিক উত্তর: (গ)

 ৪৫. ভাইরাসের হাত থেকে রক্ষা করতে আইসিটি যন্ত্রে কী ব্যবহার করা যেতে পারে?
Ο ক) এন্টিভাইরাস
Ο খ) ম্যালওয়্যার
Ο গ) স্পাইওয়্যার
Ο ঘ) ডিস্ক ক্লিনআপ
 সঠিক উত্তর: (ক)

৪৬. সমস্যার উৎস এবং উৎপত্তিরস্থল নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) সমাধান
Ο খ) ট্রাবলশুটিং
Ο গ) resource
Ο ঘ) source
 সঠিক উত্তর: (খ)

৪৭. কম্পিউটার আসক্তির ফলে কী ধরনের সমস্যা হতে পারে?
Ο ক) শারীরিক
Ο খ) মানসিক
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

 ৪৮. মাত্র কয়েকবারের চেষ্টাতেই ই-মেইল এ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণ হতে পারে কোনটি?
Ο ক) পাসওয়ার্ড সহজ হলে
Ο খ) পাসওয়ার্ড কঠিন হলে
Ο গ) এন্টিভাইরাসের কারণে
Ο ঘ) এন্টি ম্যালওয়্যারের কারণে
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. উইন্ডোস রান করার সময় হ্যাং করলে -
i. কোন প্রকার ভাইরাস আছে কিনা চেক করতে হবে
ii. ব্রাউজার আনইনস্টল করতে হবে
iii. সি ড্রাইভ ফরম্যাট দিতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (গ)

৫০. ডিস্ক ক্লিনআপ এর কাজ কী?
Ο ক) মেমোরির জায়গা বাড়ানো
Ο খ) কম্পিউটারের কাজের গতি বজায় রাখা
Ο গ) কম্পিউটারের কাজের গতি কমানো
Ο ঘ) ভাইরাস প্রতিরোধ করা
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post