ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৪ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. বাংলার প্রাচীনতম অধিবাসীদের বলা হয়-
i. নাগ
ii. কোল্ল
iii. ভিল্ল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২. সেন রাজাদের মধ্যে ‘পরম বৈষ্ণব’ কে ছিলেন?
Ο ক) বিজয় সেন
Ο খ) হেমন্ত সেন
Ο গ) লক্ষণ সেন
Ο ঘ) বিশ্বরূপ সেন
সঠিক উত্তর: (গ)
৩. প্রাচীন বাংলায় পানীয় হিসেবে পরিচিতি ছিল- i. দুধ ii. ইক্ষু রস iii. তাল রস নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪. নবম থেকে দ্বাদশ শতক পর্যন্ত এ যুগের শিল্পকে পাল যুগের শিল্পকলা বলে আখ্যায়িত করা হয় কেন?
Ο ক) ধর্মভাবের প্রভাব ছিল বলে
Ο খ) এ যুগের শিল্পনীতি পরবর্তী সেন যুগে অব্যাহত ছিল বলে
Ο গ) অষ্ট ধাতু ব্যবহার করা হতো বলে
Ο ঘ) কালো কষ্টিপাথর ব্যবহার করা হতো বলে
সঠিক উত্তর: (খ)
৫. প্রাচীনকাল হতে জৈন সম্প্রদায়ের লোকেরা কী নামে পরিচিত হতো?
Ο ক) বৈষ্ণব
Ο খ) পৌরাণিক
Ο গ) বৈদিক
Ο ঘ) নিগ্রহন্ত
সঠিক উত্তর: (ঘ)
৬. কান্তিদেবের বংশের লোকেরা কোন ধর্মালম্বী?
Ο ক) ইসলাম
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্ট
সঠিক উত্তর: (গ)
৭. প্রাচীনকালে কারা ধর্মকর্ম পরিচালনা করার সার্বিক দায়িত্ব লাভ করেন?
Ο ক) রাজাগন
Ο খ) ঋষিগণ
Ο গ) শিক্ষকগণ
Ο ঘ) পুরোহিতরা
সঠিক উত্তর: (ঘ)
৮. বৈদিক ধর্ম ও সংস্কৃতির ঢেউ বাংলার পূর্ব সীমানা পর্যন্ত পৌঁছেছিল কত শতকে?
Ο ক) চতুর্থ
Ο খ) পঞ্চম
Ο গ) ষষ্ঠ
Ο ঘ) সপ্তম
সঠিক উত্তর: (গ)
৯. ‘হোলি’ কিসের নাম?
Ο ক) বাদ্যযন্ত্রের নাম
Ο খ) উৎসবের নাম
Ο গ) দেবতার নাম
Ο ঘ) মূর্তির নাম
সঠিক উত্তর: (খ)
১০. বাংলা পতিত হয়-
i. বৈদিক ধর্মের প্রভাবে
ii. জৈন ধর্মের প্রভাবে
iii. বৌদ্ধ ধর্মের প্রভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১. খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে বাংলায় কতটি বৃহৎ ধর্ম ছিল?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
১২. বাঙালি ব্রাক্ষ্মণ্য সমাজে ছড়িয়ে পড়ে-
i. জাতকর্ম
ii. অন্নপ্রশাসন
iii. সমাবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩. বাঙালির বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) মধ্যম আকৃতির দেহ
Ο খ) শ্বেতাঙ্গ
Ο গ) সাদা চুল
Ο ঘ) চোখের মণি সাদা
সঠিক উত্তর: (ক)
১৪. প্রাচীন বাংলায় উর্বর অথচ পতিত এমন জমিকে বলা হতো-
Ο ক) পতিত
Ο খ) খিল
Ο গ) অনুর্বর
Ο ঘ) ফালি
সঠিক উত্তর: (খ)
১৫. কত শতকে বৈদিক ধর্ম ও সংস্কৃতিক ঢেউ বাংলার পূর্ব সীমানা পর্যন্ত পৌঁছে ছিল?
Ο ক) পঞ্চম শতকে
Ο খ) ষষ্ঠ শতকে
Ο গ) সপ্তম শতকে
Ο ঘ) অষ্টম শতকে
সঠিক উত্তর: (খ)
১৬. অতি সম্প্রতি ওয়ারী-বটেশ্বর গ্রামে কত বছরের পুরাতন ধ্বংসাবশেষ পাওয়া গেছে?
Ο ক) প্রায় ২৩০০ বছর
Ο খ) প্রায় ২৪০০ বছর
Ο গ) প্রায় ২৪০৪ বছর
Ο ঘ) প্রায় ২৫০০ বছর
সঠিক উত্তর: (ঘ)
১৭. প্রাচীন বাংলায় শেষ দিকে কোন বংশের অত্যাচারে সাধারণ মানুষ অত্যন্ত অসন্তুষ্ট হয়ে ওঠে?
Ο ক) সেন
Ο খ) পাল
Ο গ) মৌর্য
Ο ঘ) গুপ্ত
সঠিক উত্তর: (ক)
১৮. কোনটি বিশাল আকৃতির বিহার হিসেবে সমর্থনযোগ্য?
Ο ক) আনন্দ বিহার
Ο খ) শালবন বিহার
Ο গ) বৌদ্ধ বিহার
Ο ঘ) উড়িষ্যা বিহার
সঠিক উত্তর: (খ)
১৯. প্রাচীন বাংলার কত গজ মসলিন একটি সস্যের কৌটার ভরা যেত?
Ο ক) ১৮
Ο খ) ১৯
Ο গ) ২০
Ο ঘ) ২১
সঠিক উত্তর: (গ)
২০. পাল যুগের চিত্রে বিষয়টি পূর্নমাত্রায় পাওয়া যায়-
i. বর্ণ সমাবেশ
ii. রেখা বিন্যাস
iii. শিল্প কৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১. প্রাচীন বাংলার মূল ক্ষমতা ছিল কাদের হাতে?
Ο ক) ব্রাক্ষণদের
Ο খ) ক্ষত্রিয়দের
Ο গ) শূদ্রদের
Ο ঘ) বৈশ্যদের
সঠিক উত্তর: (ক)
২২. বাংলাদেশের স্থাপত্য শিল্পের ইতিহাস পাহাড়পুরের মন্দির এক-
Ο ক) শিল্প কৌশল
Ο খ) স্থাপত্য কর্ম
Ο গ) অমর সৃষ্টি
Ο ঘ) খোদিত ভাস্কর্য
সঠিক উত্তর: (গ)
২৩. বাংলার সবচেয়ে প্রাচীন স্তূপের নিদর্শন নিচের কোনটি?
Ο ক) রাজা নারায়ণের ব্রৌঞ্জ স্তূপ
Ο খ) রাজা অশোকের অষ্টধাতুর স্তূপ
Ο গ) রাজা দেব খড়গের বৌঞ্জ স্তূপ
Ο ঘ) রাজা শশাঙ্কের অষ্টধাতুর স্তূপ
সঠিক উত্তর: (গ)
২৪. কোজাগরী পূর্ণিমা রাত্রিতে কিসের ক্রীড়া হতো?
Ο ক) হাতুড়
Ο খ) কাবাডি
Ο গ) কানামাছি
Ο ঘ) অক্ষ
সঠিক উত্তর: (ঘ)
২৫. কুটির শিল্পের বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। এর যথার্থ প্রমাণ হলো-
Ο ক) বাংলার সর্বত্র ছোট ছোট কারখানা গড়ে উঠেছিল
Ο খ) কুটির শিল্পের উপর মানুষ অধিক নির্ভরশীল
Ο গ) গ্রামের লোকদের দরকারি সবকিছু গ্রামেই তৈরি হতো
Ο ঘ) কুটির শিল্পে উৎপাদিত পণ্যের বিদেশে চাহিদা ছিল
সঠিক উত্তর: (গ)
২৬. পৌরাণিক দেব-দেবী ও তাদের আখ্যান পাওয়া যায়-
i. চন্দ্র লিপিমালায়
ii. পাল লিপিমালায়
iii. কম্বোজদের লিপিমালায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭. প্রাচীন বাংলায় চীনা ও তিব্বতীয় তথ্যমতে জানা যায়-
i. প্রাচীন যুগে ধর্মজীবন খুব উন্নত ছিল
ii. প্রাচীন বাংলায় একমাত্র শশাংকের পরধর্ম বিদ্বষের কাহিনী আছে
iii. পরধর্ম সহিষ্ণতা বাঙালি চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮. প্রাচীন বাংলার উৎসবসমূহ মূলত গড়ে উঠে যে বিষয়ের উপর ভিত্তি করে-
Ο ক) দিন
Ο খ) মাস
Ο গ) ধর্ম
Ο ঘ) তিথি
সঠিক উত্তর: (গ)
২৯. বৈধব্য নারী জীবনের চরম অভিশাপ বলে বিবেচিত হত যে কারণে-
i. বিলাস বর্জন
ii. কৃচ্ছ্র সাধন
iii. সহমরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০. আর্য মূলত কীসের নাম?
Ο ক) সাংস্কৃতিক
Ο খ) ফারসি
Ο গ) গুজরাটি
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (ক)
৩১. বিভিন্ন নৃ-গোষ্ঠীর লোকদের ধর্মীয় অনুষ্ঠানেরই পরিচয় বহন করে-
i. মনসা পূজা
ii. শ্মশান কালীর পূজা
iii. ষষ্ঠী পূজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২. বর্তমান পর্যন্ত মোট কতটি চর্যাপদ পাওয়া গেছে?
Ο ক) ৪৫
Ο খ) ৪৬
Ο গ) ৪৭
Ο ঘ) ৪৮
সঠিক উত্তর: (গ)
৩৩. সাকিব একজন বাংলাদেশি। তার প্রধান খাবার হলো ভাত, মাছ, মাংস, শাক-সবজি, দুধ, দধি, ক্ষীর ইত্যাদি। সাকিবের খাবারের সাথে মিল রয়েছে কোন জাতির মানুষের খাবারের?
Ο ক) প্রাচীন বাঙালি
Ο খ) দ্রাবিড়
Ο গ) কুষান
Ο ঘ) হুন
সঠিক উত্তর: (ক)
৩৪. চিত্রাঙ্কন করার রীতি প্রচলিত ছিল-
i. বৌদ্ধবিহার সৌন্দর্যময় করার জন্য
ii. মন্দির সৌন্দর্যময় করার জন্য
iii. মন্দিরের দেয়াল সৌন্দর্যময় করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫. বর্তমান সময়ে ব্যবসা-বাণিজ্যের ক্রয়-বিক্রয়ের প্রধান মাধ্যম টাকা-পয়সা ঠিক তেমনিভাবে প্রাচীন বাংলায় কোনটি প্রচলতি ছিল?
Ο ক) রূপি
Ο খ) বিনিময় প্রথা
Ο গ) টাকা
Ο ঘ) কর্ণ প্রথা
সঠিক উত্তর: (খ)
৩৬. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে কোনটি সঠিক?
Ο ক) সংস্কৃত→ প্রাকৃত→ অপভ্রংশ→ বাংলা
Ο খ) প্রাকৃত→ সংস্কৃত→ অপভ্রংশ→ বাংলা
Ο গ) সংস্কৃত→ অপভ্রংশ→ প্রাকৃত→ বাংলা
Ο ঘ) অপভ্রংশ→ প্রাকৃত→ সংস্কৃত→বাংলা
সঠিক উত্তর: (ক)
৩৭. সেন বংশের শাসনামলে দুর্দশা নেমে আসে-
i. বৌদ্ধ সমাজে
ii. হিন্দু সমাজে
iii. বৌদ্ধ সংস্কৃতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮. পৌরাণিক দেব-দেবীর প্রতিমাকে আশ্রয় করে বাংলায় গড়ে উঠেছিল-
i. ধর্ম-সম্প্রদায়
ii. ধর্মানুষ্ঠান
iii. ধর্ম-রাজনৈতিক দল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯. আর্য কথাটি মূলত কি?
Ο ক) একটি সংস্কৃতিক নাম
Ο খ) একটি ভাষার নাম
Ο গ) একটি জাতির নাম
Ο ঘ) একটি যুগের নাম
সঠিক উত্তর: (ক)
৪০. আর্যরা কত শতকের মধ্যে এদেশে বসতি স্থাপন শেষ করেছিল?
Ο ক) খ্রিস্টীয় প্রথম
Ο খ) খ্রিস্টায় দ্বিতীয়
Ο গ) খ্রিস্টীয় তৃতীয়খ
Ο ঘ) খ্রিস্টীয় চতুর্থ
সঠিক উত্তর: (খ)
৪১. মৌর্য শাসনের পূর্বে বাঙালির রাজনৈতিক পরিচয় গড়ে উঠেনি। এর যৌক্তিকতা নিরূপণে বলা যায়-
Ο ক) রাজনৈতিক পরিচয়ে প্রতি অন্যগ্রহ ছিল
Ο খ) সমাজ বিভ্ন্নি গোত্রে বিভক্ত ছিল
Ο গ) রাজনৈতিক ধারণা অপ্রচলিত ছিল
Ο ঘ) মানুষ সাধারণ জীবনে স্বাচ্ছন্দ্যবোধ করত
সঠিক উত্তর: (খ)
৪২. সুখরাত্রিব্রত পালিত হতো কোন মাসে?
Ο ক) মাঘ
Ο খ) চৈত্র
Ο গ) আষাঢ়
Ο ঘ) কার্তিক
সঠিক উত্তর: (ঘ)
৪৩. বাংলার কারুকার্যময় বহু হর্ম্য, মন্দির, স্তূপ ও বিহারের কিছু পরিচয় পাওয়া যায় কার বর্ণনার?
i. ফা-হিয়েন
ii. হিউয়েন-সাং-এর
iii. ভাস্কো-দা-গামা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৪. দেবতার আসনে বসিয়ে গাছ, পাথর, পাহাড়, পশুপাখি ও ফলমূলের পূজা করে-
i. খাসিয়রা
ii. সাঁওতালরা
iii. মুণ্ডারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫. সমুদ্র পথে বাংলার বাণিজ্য চলত- i. শ্যাম দেশে ii. সুমাত্রায় iii. ব্রক্ষ্মদেশে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৬. প্রাচীন যুগে বাংলা ভাষা কাদের সাহিত্যের ভাষা ছিল?
Ο ক) লেখকের
Ο খ) সাহিত্যিকদের
Ο গ) পণ্ডিতদের
Ο ঘ) জনসাধারণের
সঠিক উত্তর: (ঘ)
৪৭. বাঙালি ব্রাক্ষণদের প্রধান খাবার কী ছিল?
Ο ক) আমিষ
Ο খ) পেপে
Ο গ) নিরামিষ
Ο ঘ) ইক্ষুরস
সঠিক উত্তর: (ক)
৪৮. তুহিন ইতিহাসের ছাত্র। সে প্রাচীন বাংলার কারকার্যময় বহু হর্ম্য, মন্দির, স্তূপ ও বিহারের পরিচয় জানতে চায়। এক্ষেত্রে উৎস হিসেবে ব্যবহার করবে-
i. প্রাচীন শিলালিপি
ii. ফা-হিয়েনের বিবরণ
iii. হিউয়েন সাং বিবরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৯. প্রাচীনকালে খাল-বিলে চলাচলের জন্য কী ব্যবহার করত?
Ο ক) ভোলা ও ডোঙ্গা
Ο খ) নৌকা
Ο গ) স্টীমার
Ο ঘ) লঞ্চ
সঠিক উত্তর: (ক)
৫০. প্রাচীনকালে বাংলায় বর্ণ ছিল- i. ব্রাক্ষ্মণ ii. ক্ষত্রিয় iii. বৈশ্য নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. বাংলার প্রাচীনতম অধিবাসীদের বলা হয়-
i. নাগ
ii. কোল্ল
iii. ভিল্ল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২. সেন রাজাদের মধ্যে ‘পরম বৈষ্ণব’ কে ছিলেন?
Ο ক) বিজয় সেন
Ο খ) হেমন্ত সেন
Ο গ) লক্ষণ সেন
Ο ঘ) বিশ্বরূপ সেন
সঠিক উত্তর: (গ)
৩. প্রাচীন বাংলায় পানীয় হিসেবে পরিচিতি ছিল- i. দুধ ii. ইক্ষু রস iii. তাল রস নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪. নবম থেকে দ্বাদশ শতক পর্যন্ত এ যুগের শিল্পকে পাল যুগের শিল্পকলা বলে আখ্যায়িত করা হয় কেন?
Ο ক) ধর্মভাবের প্রভাব ছিল বলে
Ο খ) এ যুগের শিল্পনীতি পরবর্তী সেন যুগে অব্যাহত ছিল বলে
Ο গ) অষ্ট ধাতু ব্যবহার করা হতো বলে
Ο ঘ) কালো কষ্টিপাথর ব্যবহার করা হতো বলে
সঠিক উত্তর: (খ)
৫. প্রাচীনকাল হতে জৈন সম্প্রদায়ের লোকেরা কী নামে পরিচিত হতো?
Ο ক) বৈষ্ণব
Ο খ) পৌরাণিক
Ο গ) বৈদিক
Ο ঘ) নিগ্রহন্ত
সঠিক উত্তর: (ঘ)
৬. কান্তিদেবের বংশের লোকেরা কোন ধর্মালম্বী?
Ο ক) ইসলাম
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্ট
সঠিক উত্তর: (গ)
৭. প্রাচীনকালে কারা ধর্মকর্ম পরিচালনা করার সার্বিক দায়িত্ব লাভ করেন?
Ο ক) রাজাগন
Ο খ) ঋষিগণ
Ο গ) শিক্ষকগণ
Ο ঘ) পুরোহিতরা
সঠিক উত্তর: (ঘ)
৮. বৈদিক ধর্ম ও সংস্কৃতির ঢেউ বাংলার পূর্ব সীমানা পর্যন্ত পৌঁছেছিল কত শতকে?
Ο ক) চতুর্থ
Ο খ) পঞ্চম
Ο গ) ষষ্ঠ
Ο ঘ) সপ্তম
সঠিক উত্তর: (গ)
৯. ‘হোলি’ কিসের নাম?
Ο ক) বাদ্যযন্ত্রের নাম
Ο খ) উৎসবের নাম
Ο গ) দেবতার নাম
Ο ঘ) মূর্তির নাম
সঠিক উত্তর: (খ)
১০. বাংলা পতিত হয়-
i. বৈদিক ধর্মের প্রভাবে
ii. জৈন ধর্মের প্রভাবে
iii. বৌদ্ধ ধর্মের প্রভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১. খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে বাংলায় কতটি বৃহৎ ধর্ম ছিল?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
১২. বাঙালি ব্রাক্ষ্মণ্য সমাজে ছড়িয়ে পড়ে-
i. জাতকর্ম
ii. অন্নপ্রশাসন
iii. সমাবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩. বাঙালির বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) মধ্যম আকৃতির দেহ
Ο খ) শ্বেতাঙ্গ
Ο গ) সাদা চুল
Ο ঘ) চোখের মণি সাদা
সঠিক উত্তর: (ক)
১৪. প্রাচীন বাংলায় উর্বর অথচ পতিত এমন জমিকে বলা হতো-
Ο ক) পতিত
Ο খ) খিল
Ο গ) অনুর্বর
Ο ঘ) ফালি
সঠিক উত্তর: (খ)
১৫. কত শতকে বৈদিক ধর্ম ও সংস্কৃতিক ঢেউ বাংলার পূর্ব সীমানা পর্যন্ত পৌঁছে ছিল?
Ο ক) পঞ্চম শতকে
Ο খ) ষষ্ঠ শতকে
Ο গ) সপ্তম শতকে
Ο ঘ) অষ্টম শতকে
সঠিক উত্তর: (খ)
১৬. অতি সম্প্রতি ওয়ারী-বটেশ্বর গ্রামে কত বছরের পুরাতন ধ্বংসাবশেষ পাওয়া গেছে?
Ο ক) প্রায় ২৩০০ বছর
Ο খ) প্রায় ২৪০০ বছর
Ο গ) প্রায় ২৪০৪ বছর
Ο ঘ) প্রায় ২৫০০ বছর
সঠিক উত্তর: (ঘ)
১৭. প্রাচীন বাংলায় শেষ দিকে কোন বংশের অত্যাচারে সাধারণ মানুষ অত্যন্ত অসন্তুষ্ট হয়ে ওঠে?
Ο ক) সেন
Ο খ) পাল
Ο গ) মৌর্য
Ο ঘ) গুপ্ত
সঠিক উত্তর: (ক)
১৮. কোনটি বিশাল আকৃতির বিহার হিসেবে সমর্থনযোগ্য?
Ο ক) আনন্দ বিহার
Ο খ) শালবন বিহার
Ο গ) বৌদ্ধ বিহার
Ο ঘ) উড়িষ্যা বিহার
সঠিক উত্তর: (খ)
১৯. প্রাচীন বাংলার কত গজ মসলিন একটি সস্যের কৌটার ভরা যেত?
Ο ক) ১৮
Ο খ) ১৯
Ο গ) ২০
Ο ঘ) ২১
সঠিক উত্তর: (গ)
২০. পাল যুগের চিত্রে বিষয়টি পূর্নমাত্রায় পাওয়া যায়-
i. বর্ণ সমাবেশ
ii. রেখা বিন্যাস
iii. শিল্প কৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১. প্রাচীন বাংলার মূল ক্ষমতা ছিল কাদের হাতে?
Ο ক) ব্রাক্ষণদের
Ο খ) ক্ষত্রিয়দের
Ο গ) শূদ্রদের
Ο ঘ) বৈশ্যদের
সঠিক উত্তর: (ক)
২২. বাংলাদেশের স্থাপত্য শিল্পের ইতিহাস পাহাড়পুরের মন্দির এক-
Ο ক) শিল্প কৌশল
Ο খ) স্থাপত্য কর্ম
Ο গ) অমর সৃষ্টি
Ο ঘ) খোদিত ভাস্কর্য
সঠিক উত্তর: (গ)
২৩. বাংলার সবচেয়ে প্রাচীন স্তূপের নিদর্শন নিচের কোনটি?
Ο ক) রাজা নারায়ণের ব্রৌঞ্জ স্তূপ
Ο খ) রাজা অশোকের অষ্টধাতুর স্তূপ
Ο গ) রাজা দেব খড়গের বৌঞ্জ স্তূপ
Ο ঘ) রাজা শশাঙ্কের অষ্টধাতুর স্তূপ
সঠিক উত্তর: (গ)
২৪. কোজাগরী পূর্ণিমা রাত্রিতে কিসের ক্রীড়া হতো?
Ο ক) হাতুড়
Ο খ) কাবাডি
Ο গ) কানামাছি
Ο ঘ) অক্ষ
সঠিক উত্তর: (ঘ)
২৫. কুটির শিল্পের বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। এর যথার্থ প্রমাণ হলো-
Ο ক) বাংলার সর্বত্র ছোট ছোট কারখানা গড়ে উঠেছিল
Ο খ) কুটির শিল্পের উপর মানুষ অধিক নির্ভরশীল
Ο গ) গ্রামের লোকদের দরকারি সবকিছু গ্রামেই তৈরি হতো
Ο ঘ) কুটির শিল্পে উৎপাদিত পণ্যের বিদেশে চাহিদা ছিল
সঠিক উত্তর: (গ)
২৬. পৌরাণিক দেব-দেবী ও তাদের আখ্যান পাওয়া যায়-
i. চন্দ্র লিপিমালায়
ii. পাল লিপিমালায়
iii. কম্বোজদের লিপিমালায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭. প্রাচীন বাংলায় চীনা ও তিব্বতীয় তথ্যমতে জানা যায়-
i. প্রাচীন যুগে ধর্মজীবন খুব উন্নত ছিল
ii. প্রাচীন বাংলায় একমাত্র শশাংকের পরধর্ম বিদ্বষের কাহিনী আছে
iii. পরধর্ম সহিষ্ণতা বাঙালি চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮. প্রাচীন বাংলার উৎসবসমূহ মূলত গড়ে উঠে যে বিষয়ের উপর ভিত্তি করে-
Ο ক) দিন
Ο খ) মাস
Ο গ) ধর্ম
Ο ঘ) তিথি
সঠিক উত্তর: (গ)
২৯. বৈধব্য নারী জীবনের চরম অভিশাপ বলে বিবেচিত হত যে কারণে-
i. বিলাস বর্জন
ii. কৃচ্ছ্র সাধন
iii. সহমরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০. আর্য মূলত কীসের নাম?
Ο ক) সাংস্কৃতিক
Ο খ) ফারসি
Ο গ) গুজরাটি
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (ক)
৩১. বিভিন্ন নৃ-গোষ্ঠীর লোকদের ধর্মীয় অনুষ্ঠানেরই পরিচয় বহন করে-
i. মনসা পূজা
ii. শ্মশান কালীর পূজা
iii. ষষ্ঠী পূজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২. বর্তমান পর্যন্ত মোট কতটি চর্যাপদ পাওয়া গেছে?
Ο ক) ৪৫
Ο খ) ৪৬
Ο গ) ৪৭
Ο ঘ) ৪৮
সঠিক উত্তর: (গ)
৩৩. সাকিব একজন বাংলাদেশি। তার প্রধান খাবার হলো ভাত, মাছ, মাংস, শাক-সবজি, দুধ, দধি, ক্ষীর ইত্যাদি। সাকিবের খাবারের সাথে মিল রয়েছে কোন জাতির মানুষের খাবারের?
Ο ক) প্রাচীন বাঙালি
Ο খ) দ্রাবিড়
Ο গ) কুষান
Ο ঘ) হুন
সঠিক উত্তর: (ক)
৩৪. চিত্রাঙ্কন করার রীতি প্রচলিত ছিল-
i. বৌদ্ধবিহার সৌন্দর্যময় করার জন্য
ii. মন্দির সৌন্দর্যময় করার জন্য
iii. মন্দিরের দেয়াল সৌন্দর্যময় করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫. বর্তমান সময়ে ব্যবসা-বাণিজ্যের ক্রয়-বিক্রয়ের প্রধান মাধ্যম টাকা-পয়সা ঠিক তেমনিভাবে প্রাচীন বাংলায় কোনটি প্রচলতি ছিল?
Ο ক) রূপি
Ο খ) বিনিময় প্রথা
Ο গ) টাকা
Ο ঘ) কর্ণ প্রথা
সঠিক উত্তর: (খ)
৩৬. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে কোনটি সঠিক?
Ο ক) সংস্কৃত→ প্রাকৃত→ অপভ্রংশ→ বাংলা
Ο খ) প্রাকৃত→ সংস্কৃত→ অপভ্রংশ→ বাংলা
Ο গ) সংস্কৃত→ অপভ্রংশ→ প্রাকৃত→ বাংলা
Ο ঘ) অপভ্রংশ→ প্রাকৃত→ সংস্কৃত→বাংলা
সঠিক উত্তর: (ক)
৩৭. সেন বংশের শাসনামলে দুর্দশা নেমে আসে-
i. বৌদ্ধ সমাজে
ii. হিন্দু সমাজে
iii. বৌদ্ধ সংস্কৃতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮. পৌরাণিক দেব-দেবীর প্রতিমাকে আশ্রয় করে বাংলায় গড়ে উঠেছিল-
i. ধর্ম-সম্প্রদায়
ii. ধর্মানুষ্ঠান
iii. ধর্ম-রাজনৈতিক দল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯. আর্য কথাটি মূলত কি?
Ο ক) একটি সংস্কৃতিক নাম
Ο খ) একটি ভাষার নাম
Ο গ) একটি জাতির নাম
Ο ঘ) একটি যুগের নাম
সঠিক উত্তর: (ক)
৪০. আর্যরা কত শতকের মধ্যে এদেশে বসতি স্থাপন শেষ করেছিল?
Ο ক) খ্রিস্টীয় প্রথম
Ο খ) খ্রিস্টায় দ্বিতীয়
Ο গ) খ্রিস্টীয় তৃতীয়খ
Ο ঘ) খ্রিস্টীয় চতুর্থ
সঠিক উত্তর: (খ)
৪১. মৌর্য শাসনের পূর্বে বাঙালির রাজনৈতিক পরিচয় গড়ে উঠেনি। এর যৌক্তিকতা নিরূপণে বলা যায়-
Ο ক) রাজনৈতিক পরিচয়ে প্রতি অন্যগ্রহ ছিল
Ο খ) সমাজ বিভ্ন্নি গোত্রে বিভক্ত ছিল
Ο গ) রাজনৈতিক ধারণা অপ্রচলিত ছিল
Ο ঘ) মানুষ সাধারণ জীবনে স্বাচ্ছন্দ্যবোধ করত
সঠিক উত্তর: (খ)
৪২. সুখরাত্রিব্রত পালিত হতো কোন মাসে?
Ο ক) মাঘ
Ο খ) চৈত্র
Ο গ) আষাঢ়
Ο ঘ) কার্তিক
সঠিক উত্তর: (ঘ)
৪৩. বাংলার কারুকার্যময় বহু হর্ম্য, মন্দির, স্তূপ ও বিহারের কিছু পরিচয় পাওয়া যায় কার বর্ণনার?
i. ফা-হিয়েন
ii. হিউয়েন-সাং-এর
iii. ভাস্কো-দা-গামা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৪. দেবতার আসনে বসিয়ে গাছ, পাথর, পাহাড়, পশুপাখি ও ফলমূলের পূজা করে-
i. খাসিয়রা
ii. সাঁওতালরা
iii. মুণ্ডারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫. সমুদ্র পথে বাংলার বাণিজ্য চলত- i. শ্যাম দেশে ii. সুমাত্রায় iii. ব্রক্ষ্মদেশে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৬. প্রাচীন যুগে বাংলা ভাষা কাদের সাহিত্যের ভাষা ছিল?
Ο ক) লেখকের
Ο খ) সাহিত্যিকদের
Ο গ) পণ্ডিতদের
Ο ঘ) জনসাধারণের
সঠিক উত্তর: (ঘ)
৪৭. বাঙালি ব্রাক্ষণদের প্রধান খাবার কী ছিল?
Ο ক) আমিষ
Ο খ) পেপে
Ο গ) নিরামিষ
Ο ঘ) ইক্ষুরস
সঠিক উত্তর: (ক)
৪৮. তুহিন ইতিহাসের ছাত্র। সে প্রাচীন বাংলার কারকার্যময় বহু হর্ম্য, মন্দির, স্তূপ ও বিহারের পরিচয় জানতে চায়। এক্ষেত্রে উৎস হিসেবে ব্যবহার করবে-
i. প্রাচীন শিলালিপি
ii. ফা-হিয়েনের বিবরণ
iii. হিউয়েন সাং বিবরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৯. প্রাচীনকালে খাল-বিলে চলাচলের জন্য কী ব্যবহার করত?
Ο ক) ভোলা ও ডোঙ্গা
Ο খ) নৌকা
Ο গ) স্টীমার
Ο ঘ) লঞ্চ
সঠিক উত্তর: (ক)
৫০. প্রাচীনকালে বাংলায় বর্ণ ছিল- i. ব্রাক্ষ্মণ ii. ক্ষত্রিয় iii. বৈশ্য নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History