ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘ভুক্তির’ শাসনকর্তা নিযুক্ত হতেন-
i. সম্রাট নিজে
ii. রাজকুমার
iii. রাজপরিবারের সদস্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২. সেন রাজাদের অধিকার ও ক্ষমতার কোনো সীমা ছিল না। এটি কী প্রমাণ করে?
i. রাজা ছিলেন সর্বেসর্বা
ii. ধর্মীয় ব্যপারেও তার হস্তক্ষেপ ছিল
iii. তিনি শাসন, সমর ও বিচার বিভাগের প্রধান ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩. চন্দবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
Ο ক) লড়হচন্দ্র
Ο খ) শ্রীচন্দ্র
Ο গ) সুবর্ণচন্দ্র
Ο ঘ) পূর্ণচন্দ্র
সঠিক উত্তর: (খ)
৪. ভুক্তিপতির সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ?
Ο ক) উপরিক
Ο খ) উপমা
Ο গ) উরপিক
Ο ঘ) উকরিপ
সঠিক উত্তর: (ক)
৫. বল্লাল সেনের শাসনকাল কোনটি?
Ο ক) ১১৭৭-১২০৪ খ্রিষ্টাব্দ
Ο খ) ১১৭৮-১২০৫ খ্রিষ্টাব্দ
Ο গ) ১১৭৯-১২০৬ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ১১৮০-১২০৭ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)
৬. ত্রৈলোকচন্দ্রের উপাধি কী ছিল?
Ο ক) মহারাজধিরাজ
Ο খ) পরমেশ্বর
Ο গ) পরমভট্টারক
Ο ঘ) পরম সৌগত
সঠিক উত্তর: (ক)
৭. ধর্মপালের পুত্রের নাম কী?
Ο ক) দেব পাল
Ο খ) সৌমিক পাল
Ο গ) কুম্ভ পাল
Ο ঘ) ইন্দ্র পাল
সঠিক উত্তর: (ক)
৮. গুপ্ত যুগে সামন্তরাজগণ গুপ্ত সম্রাটের অধীনে ছিল না। এটি কী প্রমাণ করে?
Ο ক) সামন্তরাজগণ প্রায় স্বাধীন ছিলেন
Ο খ) গুপ্ত রাজাগণ অপেক্ষাকৃত দুর্বল ছিল
Ο গ) অন্যের অধীনস্ত ছিল সামন্তগণ
Ο ঘ) সামন্তগণকে গুপ্তগণ স্বাধীনতা দান করেছিলেন
সঠিক উত্তর: (ক)
৯. পাল বংশের সর্বশেষ সফল শাসক কে ছিলেন?
Ο ক) মহীপাল
Ο খ) দেবপাল
Ο গ) বিগ্রহপাল
Ο ঘ) রামপাল
সঠিক উত্তর: (ঘ)
১০. মহীপাল প্রতিহত করেন-
i. গাঙ্গেয়দেবের আক্রমণ
ii. রাজেন্দ্র চোলের আক্রমণ
iii. বিজয়সেনের আক্রমণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১. ত্রৈলোকচন্দ্রের উত্তরাধিকারী কে ছিলেন?
Ο ক) পূর্ণচন্দ্র
Ο খ) সুবর্ণচন্দ্র
Ο গ) শ্রীচন্দ্র
Ο ঘ) কল্যানচন্দ্র
সঠিক উত্তর: (গ)
১২. হর্ষবর্ধন শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন, কারণ-
i. রাজশ্রীকে উদ্ধারের জন্য
ii. প্রতিশোধ গ্রহণের জন্য
iii. দেবগুপ্তের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৩. একাদশ শতকের শেষভাগ দক্ষিণ-পূর্ব বাংলায় কোন রাজবংশ গড়ে ওঠে?
Ο ক) বর্ম
Ο খ) চন্দ্র
Ο গ) খড়গ
Ο ঘ) দেব
সঠিক উত্তর: (ক)
১৪. সোমা একটি উপন্যাস থেকে জানতে পারে যে, ‘ড’ নামক শাসনামলে ‘ঘ’ অঞ্চল বেশ কয়েকটি অংশে বিভক্ত ছিল। ‘ড’ নিচের কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) গুপ্ত যুগ
Ο খ) পাল যুগ
Ο গ) সেন যুগ
Ο ঘ) মুঘল যুগ
সঠিক উত্তর: (ক)
১৫. কল্যাণচন্দ্রের শাসনকাল কোনটি?
Ο ক) ৯৭২-৯৯৭ খ্রিষ্টাব্দ
Ο খ) ৯৭৩-৯৯৮ খ্রিষ্টাব্দ
Ο গ) ৯৭৪-৯৯৯ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ৯৭৫-১০০০ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (ঘ)
১৬. জাত বর্মার পিতার নাম কী ছিল?
Ο ক) রাজেন্দ্র বর্মা
Ο খ) কান্তজী বর্মা
Ο গ) ব্রজ বর্মা
Ο ঘ) হরি বর্মা
সঠিক উত্তর: (গ)
১৭. শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন-
i. পুষ্যভূতিদের দমন করতে
ii. মৌখরীদের দমন করতে
iii. রাজশ্রীকে বন্দী করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮. পাল যুগে কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন কে?
Ο ক) রাজা স্বয়ং
Ο খ) মন্ত্রী
Ο গ) নির্বাচিত প্রতিনিধি
Ο ঘ) রাজার স্ত্রী
সঠিক উত্তর: (ক)
১৯. গোচন্দ্র, ধর্মদিত্য ও সমাচারদেবের শাসনকাল ছিল কোনটি?
Ο ক) ৫২৪-৫৯৯ খ্রিষ্টাব্দ
Ο খ) ৫২৫-৬০০ খ্রিষ্টাব্দ
Ο গ) ৫২৬-৬০১ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ৫২৭-৬০২ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)
২০. দ্বিতীয় মহীপালের কনিষ্ঠ ভ্রাতা রামপালের শাসনকাল কোনটি?
Ο ক) ১০৮০-১১২২ খিষ্টাব্দ
Ο খ) ১০৮২-১১২৪ খিষ্টাব্দ
Ο গ) ১০৮৪-১১২৬ খিষ্টাব্দ
Ο ঘ) ১০৮৬-১১২৮ খিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)
২১. ধর্মপালের শাসন প্রতিষ্ঠিত ছিল- i. বাংলায় ii. বিহারব্যাপী iii. উড়িষ্যাব্যাপী নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২. ‘ভুক্তির’ প্রধানের উপাধি কী ছিল?
Ο ক) উপরিক
Ο খ) মহামাত্র
Ο গ) মহারাজা
Ο ঘ) মহাসামন্ত
সঠিক উত্তর: (ক)
২৩. ধর্মপালের শাসনকাল কোনটি?
Ο ক) ৭৮০-৮২০ খ্রিষ্টাব্দ
Ο খ) ৭৮১-৮২১ খ্রিষ্টাব্দ
Ο গ) ৭৮২-৮২২ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ৭৮৩-৮২৩ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)
২৪. ‘প্রাসিঅয়’ জাতির রাজধানী কোথায় ছিল?
Ο ক) পালিবোথরা
Ο খ) পাঞ্জাব
Ο গ) কাশ্মির
Ο ঘ) কুচবিহার
সঠিক উত্তর: (খ)
২৫. আধুনিক গবেষকগণের মতে গোপালের শাসনকাল কোনটি?
Ο ক) ৭৫৫-৭৮০ খ্রিষ্টাব্দ
Ο খ) ৭৫৬-৭৮১ খ্রিষ্টাব্দ
Ο গ) ৭৫৭-৭৮২ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ৭৫৮-৭৮৩ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)
২৬. কার মৃত্যূতে বাংলার ইতিহাসে এক দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়?
Ο ক) দেবগুপ্তের
Ο খ) সমুদ্রগুপ্তের
Ο গ) শশাঙ্কের
Ο ঘ) গোপালের
সঠিক উত্তর: (গ)
২৭. কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন রাজা-
i. ধর্মীয় ব্যাপারে তার হস্তক্ষেপ ছিল
ii. সামাজ্য পরিচালনার ক্ষেত্রে তিনি ছিলেন প্রধান
iii. অর্থনৈতির ক্ষেত্রেও হস্তক্ষেপ করতেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮. ধর্মপালের প্রচেষ্টায় উন্নতি সাধিত হয়েছিল-
i. ধর্মের ক্ষেত্রে
ii. শিক্ষায়
iii. শিল্পে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯. শশাঙ্কের মৃত্যুর সময়কাল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) ৬৩৭ খ্রিষ্টাব্দের কিছু আগে
Ο খ) ৬৩৭ খ্রিষ্টাব্দের কিছু পরে
Ο গ) ৬৩৮ খ্রিষ্টাব্দের কিছু আগে
Ο ঘ) ৬৩৮ খ্রিষ্টাব্দের কিছু পরে
সঠিক উত্তর: (ক)
৩০. গুপ্ত যুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস জানা যায় না কেন?
Ο ক) ইতিহাসের উৎসের অভাবে
Ο খ) ইতিহাসবিদদের উদাসীনতার কারণে
Ο গ) কোনো ঐতিহাসিক ঘটনার অভাবে
Ο ঘ) ইতিহাস স্থবির বলে
সঠিক উত্তর: (ক)
৩১. সেন রাজত্বের অবসান ঘটে কত শতকে?
Ο ক) দশ শতকের প্রথম দশকে
Ο খ) এগার শতকের প্রথম দশকে
Ο গ) বার শতকের প্রথম দশকে
Ο ঘ) তের শতকের প্রথম দশকে
সঠিক উত্তর: (ঘ)
৩২. ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
Ο ক) ৩১০ খ্রিষ্টাব্দে
Ο খ) ৩২০ খ্রিষ্টাব্দে
Ο গ) ৩৩০ খ্রিষ্টাব্দে
Ο ঘ) ৩৪০ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর: (খ)
৩৩. চন্দ্ররাজাদের শাসনের পতন ঘটে কীভাবে?
Ο ক) বর্ম রাজবংশের আক্রমণে
Ο খ) দেব বংশের আক্রমণে
Ο গ) দুই বৈদেশিক আক্রমণে
Ο ঘ) কান্তিদেবের আক্রমণে
সঠিক উত্তর: (গ)
৩৪. বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?
Ο ক) ত্রিবেনীর বিজয়পুর
Ο খ) কর্মান্ত বসাক
Ο গ) দেবপর্বত
Ο ঘ) বর্ধমানপুর
সঠিক উত্তর: (ক)
৩৫. কৌমতন্ত্র ভেঙে গিয়ে কোন অবস্থা গড়ে ওঠে?
Ο ক) ধনিকতন্ত্র
Ο খ) সমাজতন্ত্র
Ο গ) রাজতন্ত্র
Ο ঘ) পুজিঁবাদী
সঠিক উত্তর: (গ)
৩৬. শশাংক মৃত্যুবরণ করেন-
Ο ক) ৬০৬ খ্রি. কিছু আগে
Ο খ) ৬৩৭ খ্রি. কিছু আগে
Ο গ) ৬৪১ খ্রি. কিছু আগে
Ο ঘ) ৬৫৩ খ্রি. কিছু আগে
সঠিক উত্তর: (খ)
৩৭. দেবপাল আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়-
i. উড়িষ্যার ওপর
ii. কামরুপের ওপর
iii. বাংলার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮. দেব রাজাদের শাসনকাল কোনটি?
Ο ক) প্রায় ৭৩৮-৭৯৮ খ্রিষ্টাব্দ
Ο খ) প্রায় ৭৪০-৮০০ খ্রিষ্টাব্দ
Ο গ) প্রায় ৭৪২-৮০২ খ্রিষ্টাব্দ
Ο ঘ) প্রায় ৭৪৪-৮০৪ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)
৩৯. কারা দক্ষিণ-পূর্ব বাংলার হরিকেল একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটান?
Ο ক) কান্তিদেবরা
Ο খ) দেবরা
Ο গ) খড়গরা
Ο ঘ) চন্দ্ররা
সঠিক উত্তর: (ক)
৪০. সোহেলের গ্রামটি তিনটি গ্রামের মাঝখানে অবস্থিত। হঠাৎ তাদের গ্রামটি দখল নিয়ে পাশ্ববর্তী তিনটি গ্রামের যুদ্ধ হয়। সোহেলদের গ্রামের সাথে মিল রয়েছে নিম্নের কোন অঞ্চলের?
Ο ক) উত্তর ভারতের
Ο খ) দক্ষিন ভারতের
Ο গ) পশ্চিম ভারতের
Ο ঘ) পূর্ব ভারতের
সঠিক উত্তর: (ক)
৪১. পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। ঠিক তেমনিভাবে সেন বংশ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কার নামটি প্রযোজ্য?
Ο ক) লক্ষণ সেন
Ο খ) বিশ্বরুপ সেন
Ο গ) বিজয় সেন
Ο ঘ) সামন্ত সেন
সঠিক উত্তর: (ঘ)
৪২. পাল বংশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন কে?
Ο ক) রাজ্যপাল
Ο খ) দ্বিতীয় গোপাল
Ο গ) দ্বিতীয় বিগ্রহপাল
Ο ঘ) মহীপাল
সঠিক উত্তর: (ঘ)
৪৩. বাংলাদেশের সেন রাজবংশের সূচনা হয় কোন শতকে?
Ο ক) একাদশ
Ο খ) দ্বাদশ
Ο গ) এয়োদশ
Ο ঘ) চতুর্দশ
সঠিক উত্তর: (খ)
৪৪. কোন বংশের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলাদেশে নতুন যুগের সূচনা হয়?
Ο ক) গুপ্ত
Ο খ) পাল
Ο গ) সেন
Ο ঘ) পুণ্ড্র
সঠিক উত্তর: (খ)
৪৫. গুপ্ত সম্রাটদের শাসনাধীন বড় বিভাগের নাম কি ছিল?
Ο ক) বিষয়
Ο খ) মণ্ডল
Ο গ) বীথি
Ο ঘ) ভুক্তি
সঠিক উত্তর: (ঘ)
৪৬. মহীপালের পৌত্র ন্যায়পালের রাজত্বকাল কোনটি?
Ο ক) ১০৪০-১০৫২ খ্রিষ্টাব্দ
Ο খ) ১০৪১-১০৫৪ খ্রিষ্টাব্দ
Ο গ) ১০৪২-১০৫৬ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ১০৪৩-১০৫৮ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (ক)
৪৭. নারায়ণের একটি হ্ন্দিু মন্দিরের জন্য করমুক্ত ভূমি দান করেন কে?
Ο ক) রামপাল
Ο খ) দেবপাল
Ο গ) মহীপাল
Ο ঘ) ধর্মপাল
সঠিক উত্তর: (ঘ)
৪৮. দেব রাজারা তাদের নামের সাথে বড় বড় উপাধি যুক্ত করতেন কেন?
Ο ক) প্রজাদের অধীনতা পাওয়ার জন্য
Ο খ) নিজেদের শক্তিশালী ভাবতেন তাই
Ο গ) সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠার জন্য
Ο ঘ) স্বাধীন রাজ্য সৃষ্টির জন্য
সঠিক উত্তর: (খ)
৪৯. উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের সামন্তবর্গ কার সময়ে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন?
Ο ক) ধর্মপালের
Ο খ) দেবপালের
Ο গ) মহীপালের
Ο ঘ) দ্বিতীয় মহীপালের
সঠিক উত্তর: (ঘ)
৫০. মহীপালের মৃত্যুর পর তার সাম্রাজ্য আক্রমণ করে-
i. কলচুরি রাজা
ii. কর্ণাটের চালুক্য রাজা
iii. উড়িষ্যা ও কামরুপের রাজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘ভুক্তির’ শাসনকর্তা নিযুক্ত হতেন-
i. সম্রাট নিজে
ii. রাজকুমার
iii. রাজপরিবারের সদস্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২. সেন রাজাদের অধিকার ও ক্ষমতার কোনো সীমা ছিল না। এটি কী প্রমাণ করে?
i. রাজা ছিলেন সর্বেসর্বা
ii. ধর্মীয় ব্যপারেও তার হস্তক্ষেপ ছিল
iii. তিনি শাসন, সমর ও বিচার বিভাগের প্রধান ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩. চন্দবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
Ο ক) লড়হচন্দ্র
Ο খ) শ্রীচন্দ্র
Ο গ) সুবর্ণচন্দ্র
Ο ঘ) পূর্ণচন্দ্র
সঠিক উত্তর: (খ)
৪. ভুক্তিপতির সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ?
Ο ক) উপরিক
Ο খ) উপমা
Ο গ) উরপিক
Ο ঘ) উকরিপ
সঠিক উত্তর: (ক)
৫. বল্লাল সেনের শাসনকাল কোনটি?
Ο ক) ১১৭৭-১২০৪ খ্রিষ্টাব্দ
Ο খ) ১১৭৮-১২০৫ খ্রিষ্টাব্দ
Ο গ) ১১৭৯-১২০৬ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ১১৮০-১২০৭ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)
৬. ত্রৈলোকচন্দ্রের উপাধি কী ছিল?
Ο ক) মহারাজধিরাজ
Ο খ) পরমেশ্বর
Ο গ) পরমভট্টারক
Ο ঘ) পরম সৌগত
সঠিক উত্তর: (ক)
৭. ধর্মপালের পুত্রের নাম কী?
Ο ক) দেব পাল
Ο খ) সৌমিক পাল
Ο গ) কুম্ভ পাল
Ο ঘ) ইন্দ্র পাল
সঠিক উত্তর: (ক)
৮. গুপ্ত যুগে সামন্তরাজগণ গুপ্ত সম্রাটের অধীনে ছিল না। এটি কী প্রমাণ করে?
Ο ক) সামন্তরাজগণ প্রায় স্বাধীন ছিলেন
Ο খ) গুপ্ত রাজাগণ অপেক্ষাকৃত দুর্বল ছিল
Ο গ) অন্যের অধীনস্ত ছিল সামন্তগণ
Ο ঘ) সামন্তগণকে গুপ্তগণ স্বাধীনতা দান করেছিলেন
সঠিক উত্তর: (ক)
৯. পাল বংশের সর্বশেষ সফল শাসক কে ছিলেন?
Ο ক) মহীপাল
Ο খ) দেবপাল
Ο গ) বিগ্রহপাল
Ο ঘ) রামপাল
সঠিক উত্তর: (ঘ)
১০. মহীপাল প্রতিহত করেন-
i. গাঙ্গেয়দেবের আক্রমণ
ii. রাজেন্দ্র চোলের আক্রমণ
iii. বিজয়সেনের আক্রমণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১. ত্রৈলোকচন্দ্রের উত্তরাধিকারী কে ছিলেন?
Ο ক) পূর্ণচন্দ্র
Ο খ) সুবর্ণচন্দ্র
Ο গ) শ্রীচন্দ্র
Ο ঘ) কল্যানচন্দ্র
সঠিক উত্তর: (গ)
১২. হর্ষবর্ধন শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন, কারণ-
i. রাজশ্রীকে উদ্ধারের জন্য
ii. প্রতিশোধ গ্রহণের জন্য
iii. দেবগুপ্তের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৩. একাদশ শতকের শেষভাগ দক্ষিণ-পূর্ব বাংলায় কোন রাজবংশ গড়ে ওঠে?
Ο ক) বর্ম
Ο খ) চন্দ্র
Ο গ) খড়গ
Ο ঘ) দেব
সঠিক উত্তর: (ক)
১৪. সোমা একটি উপন্যাস থেকে জানতে পারে যে, ‘ড’ নামক শাসনামলে ‘ঘ’ অঞ্চল বেশ কয়েকটি অংশে বিভক্ত ছিল। ‘ড’ নিচের কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) গুপ্ত যুগ
Ο খ) পাল যুগ
Ο গ) সেন যুগ
Ο ঘ) মুঘল যুগ
সঠিক উত্তর: (ক)
১৫. কল্যাণচন্দ্রের শাসনকাল কোনটি?
Ο ক) ৯৭২-৯৯৭ খ্রিষ্টাব্দ
Ο খ) ৯৭৩-৯৯৮ খ্রিষ্টাব্দ
Ο গ) ৯৭৪-৯৯৯ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ৯৭৫-১০০০ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (ঘ)
১৬. জাত বর্মার পিতার নাম কী ছিল?
Ο ক) রাজেন্দ্র বর্মা
Ο খ) কান্তজী বর্মা
Ο গ) ব্রজ বর্মা
Ο ঘ) হরি বর্মা
সঠিক উত্তর: (গ)
১৭. শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন-
i. পুষ্যভূতিদের দমন করতে
ii. মৌখরীদের দমন করতে
iii. রাজশ্রীকে বন্দী করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮. পাল যুগে কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন কে?
Ο ক) রাজা স্বয়ং
Ο খ) মন্ত্রী
Ο গ) নির্বাচিত প্রতিনিধি
Ο ঘ) রাজার স্ত্রী
সঠিক উত্তর: (ক)
১৯. গোচন্দ্র, ধর্মদিত্য ও সমাচারদেবের শাসনকাল ছিল কোনটি?
Ο ক) ৫২৪-৫৯৯ খ্রিষ্টাব্দ
Ο খ) ৫২৫-৬০০ খ্রিষ্টাব্দ
Ο গ) ৫২৬-৬০১ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ৫২৭-৬০২ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)
২০. দ্বিতীয় মহীপালের কনিষ্ঠ ভ্রাতা রামপালের শাসনকাল কোনটি?
Ο ক) ১০৮০-১১২২ খিষ্টাব্দ
Ο খ) ১০৮২-১১২৪ খিষ্টাব্দ
Ο গ) ১০৮৪-১১২৬ খিষ্টাব্দ
Ο ঘ) ১০৮৬-১১২৮ খিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)
২১. ধর্মপালের শাসন প্রতিষ্ঠিত ছিল- i. বাংলায় ii. বিহারব্যাপী iii. উড়িষ্যাব্যাপী নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২. ‘ভুক্তির’ প্রধানের উপাধি কী ছিল?
Ο ক) উপরিক
Ο খ) মহামাত্র
Ο গ) মহারাজা
Ο ঘ) মহাসামন্ত
সঠিক উত্তর: (ক)
২৩. ধর্মপালের শাসনকাল কোনটি?
Ο ক) ৭৮০-৮২০ খ্রিষ্টাব্দ
Ο খ) ৭৮১-৮২১ খ্রিষ্টাব্দ
Ο গ) ৭৮২-৮২২ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ৭৮৩-৮২৩ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)
২৪. ‘প্রাসিঅয়’ জাতির রাজধানী কোথায় ছিল?
Ο ক) পালিবোথরা
Ο খ) পাঞ্জাব
Ο গ) কাশ্মির
Ο ঘ) কুচবিহার
সঠিক উত্তর: (খ)
২৫. আধুনিক গবেষকগণের মতে গোপালের শাসনকাল কোনটি?
Ο ক) ৭৫৫-৭৮০ খ্রিষ্টাব্দ
Ο খ) ৭৫৬-৭৮১ খ্রিষ্টাব্দ
Ο গ) ৭৫৭-৭৮২ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ৭৫৮-৭৮৩ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)
২৬. কার মৃত্যূতে বাংলার ইতিহাসে এক দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়?
Ο ক) দেবগুপ্তের
Ο খ) সমুদ্রগুপ্তের
Ο গ) শশাঙ্কের
Ο ঘ) গোপালের
সঠিক উত্তর: (গ)
২৭. কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন রাজা-
i. ধর্মীয় ব্যাপারে তার হস্তক্ষেপ ছিল
ii. সামাজ্য পরিচালনার ক্ষেত্রে তিনি ছিলেন প্রধান
iii. অর্থনৈতির ক্ষেত্রেও হস্তক্ষেপ করতেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮. ধর্মপালের প্রচেষ্টায় উন্নতি সাধিত হয়েছিল-
i. ধর্মের ক্ষেত্রে
ii. শিক্ষায়
iii. শিল্পে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯. শশাঙ্কের মৃত্যুর সময়কাল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) ৬৩৭ খ্রিষ্টাব্দের কিছু আগে
Ο খ) ৬৩৭ খ্রিষ্টাব্দের কিছু পরে
Ο গ) ৬৩৮ খ্রিষ্টাব্দের কিছু আগে
Ο ঘ) ৬৩৮ খ্রিষ্টাব্দের কিছু পরে
সঠিক উত্তর: (ক)
৩০. গুপ্ত যুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস জানা যায় না কেন?
Ο ক) ইতিহাসের উৎসের অভাবে
Ο খ) ইতিহাসবিদদের উদাসীনতার কারণে
Ο গ) কোনো ঐতিহাসিক ঘটনার অভাবে
Ο ঘ) ইতিহাস স্থবির বলে
সঠিক উত্তর: (ক)
৩১. সেন রাজত্বের অবসান ঘটে কত শতকে?
Ο ক) দশ শতকের প্রথম দশকে
Ο খ) এগার শতকের প্রথম দশকে
Ο গ) বার শতকের প্রথম দশকে
Ο ঘ) তের শতকের প্রথম দশকে
সঠিক উত্তর: (ঘ)
৩২. ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
Ο ক) ৩১০ খ্রিষ্টাব্দে
Ο খ) ৩২০ খ্রিষ্টাব্দে
Ο গ) ৩৩০ খ্রিষ্টাব্দে
Ο ঘ) ৩৪০ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর: (খ)
৩৩. চন্দ্ররাজাদের শাসনের পতন ঘটে কীভাবে?
Ο ক) বর্ম রাজবংশের আক্রমণে
Ο খ) দেব বংশের আক্রমণে
Ο গ) দুই বৈদেশিক আক্রমণে
Ο ঘ) কান্তিদেবের আক্রমণে
সঠিক উত্তর: (গ)
৩৪. বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?
Ο ক) ত্রিবেনীর বিজয়পুর
Ο খ) কর্মান্ত বসাক
Ο গ) দেবপর্বত
Ο ঘ) বর্ধমানপুর
সঠিক উত্তর: (ক)
৩৫. কৌমতন্ত্র ভেঙে গিয়ে কোন অবস্থা গড়ে ওঠে?
Ο ক) ধনিকতন্ত্র
Ο খ) সমাজতন্ত্র
Ο গ) রাজতন্ত্র
Ο ঘ) পুজিঁবাদী
সঠিক উত্তর: (গ)
৩৬. শশাংক মৃত্যুবরণ করেন-
Ο ক) ৬০৬ খ্রি. কিছু আগে
Ο খ) ৬৩৭ খ্রি. কিছু আগে
Ο গ) ৬৪১ খ্রি. কিছু আগে
Ο ঘ) ৬৫৩ খ্রি. কিছু আগে
সঠিক উত্তর: (খ)
৩৭. দেবপাল আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়-
i. উড়িষ্যার ওপর
ii. কামরুপের ওপর
iii. বাংলার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮. দেব রাজাদের শাসনকাল কোনটি?
Ο ক) প্রায় ৭৩৮-৭৯৮ খ্রিষ্টাব্দ
Ο খ) প্রায় ৭৪০-৮০০ খ্রিষ্টাব্দ
Ο গ) প্রায় ৭৪২-৮০২ খ্রিষ্টাব্দ
Ο ঘ) প্রায় ৭৪৪-৮০৪ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)
৩৯. কারা দক্ষিণ-পূর্ব বাংলার হরিকেল একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটান?
Ο ক) কান্তিদেবরা
Ο খ) দেবরা
Ο গ) খড়গরা
Ο ঘ) চন্দ্ররা
সঠিক উত্তর: (ক)
৪০. সোহেলের গ্রামটি তিনটি গ্রামের মাঝখানে অবস্থিত। হঠাৎ তাদের গ্রামটি দখল নিয়ে পাশ্ববর্তী তিনটি গ্রামের যুদ্ধ হয়। সোহেলদের গ্রামের সাথে মিল রয়েছে নিম্নের কোন অঞ্চলের?
Ο ক) উত্তর ভারতের
Ο খ) দক্ষিন ভারতের
Ο গ) পশ্চিম ভারতের
Ο ঘ) পূর্ব ভারতের
সঠিক উত্তর: (ক)
৪১. পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। ঠিক তেমনিভাবে সেন বংশ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কার নামটি প্রযোজ্য?
Ο ক) লক্ষণ সেন
Ο খ) বিশ্বরুপ সেন
Ο গ) বিজয় সেন
Ο ঘ) সামন্ত সেন
সঠিক উত্তর: (ঘ)
৪২. পাল বংশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন কে?
Ο ক) রাজ্যপাল
Ο খ) দ্বিতীয় গোপাল
Ο গ) দ্বিতীয় বিগ্রহপাল
Ο ঘ) মহীপাল
সঠিক উত্তর: (ঘ)
৪৩. বাংলাদেশের সেন রাজবংশের সূচনা হয় কোন শতকে?
Ο ক) একাদশ
Ο খ) দ্বাদশ
Ο গ) এয়োদশ
Ο ঘ) চতুর্দশ
সঠিক উত্তর: (খ)
৪৪. কোন বংশের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলাদেশে নতুন যুগের সূচনা হয়?
Ο ক) গুপ্ত
Ο খ) পাল
Ο গ) সেন
Ο ঘ) পুণ্ড্র
সঠিক উত্তর: (খ)
৪৫. গুপ্ত সম্রাটদের শাসনাধীন বড় বিভাগের নাম কি ছিল?
Ο ক) বিষয়
Ο খ) মণ্ডল
Ο গ) বীথি
Ο ঘ) ভুক্তি
সঠিক উত্তর: (ঘ)
৪৬. মহীপালের পৌত্র ন্যায়পালের রাজত্বকাল কোনটি?
Ο ক) ১০৪০-১০৫২ খ্রিষ্টাব্দ
Ο খ) ১০৪১-১০৫৪ খ্রিষ্টাব্দ
Ο গ) ১০৪২-১০৫৬ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ১০৪৩-১০৫৮ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (ক)
৪৭. নারায়ণের একটি হ্ন্দিু মন্দিরের জন্য করমুক্ত ভূমি দান করেন কে?
Ο ক) রামপাল
Ο খ) দেবপাল
Ο গ) মহীপাল
Ο ঘ) ধর্মপাল
সঠিক উত্তর: (ঘ)
৪৮. দেব রাজারা তাদের নামের সাথে বড় বড় উপাধি যুক্ত করতেন কেন?
Ο ক) প্রজাদের অধীনতা পাওয়ার জন্য
Ο খ) নিজেদের শক্তিশালী ভাবতেন তাই
Ο গ) সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠার জন্য
Ο ঘ) স্বাধীন রাজ্য সৃষ্টির জন্য
সঠিক উত্তর: (খ)
৪৯. উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের সামন্তবর্গ কার সময়ে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন?
Ο ক) ধর্মপালের
Ο খ) দেবপালের
Ο গ) মহীপালের
Ο ঘ) দ্বিতীয় মহীপালের
সঠিক উত্তর: (ঘ)
৫০. মহীপালের মৃত্যুর পর তার সাম্রাজ্য আক্রমণ করে-
i. কলচুরি রাজা
ii. কর্ণাটের চালুক্য রাজা
iii. উড়িষ্যা ও কামরুপের রাজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History