ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ২ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. হুগলি ও রুপনারায়ণ নদের জঙ্গমস্থল হতে কত মাইল দুরে তাম্রলিপ্তের অবস্থান ছিল?
Ο ক) ১০ মাইল
Ο খ) ১১ মাইল
Ο গ) ১২ মাইল
Ο ঘ) ১৩ মাইল
সঠিক উত্তর: (গ)
২. কোন সম্রাটের রাজত্বকালে প্রাচীন পুণ্ড্র রাজ্য স্বাধীন সত্তা হারায়?
Ο ক) সম্রাট জাহাঙ্গীর
Ο খ) সম্রাট আকবর
Ο গ) সম্রাট অশোক
Ο ঘ) সম্রাট হুমায়ুন
সঠিক উত্তর: (গ)
৩. পুণ্ড্র নামে জনপদটি কারা গড়ে তুলেছিল?
Ο ক) বঙ্গ জাতি
Ο খ) গৌড় জাতি
Ο গ) পুণ্ড্র জাতি
Ο ঘ) হিব্রু জাতি
সঠিক উত্তর: (গ)
৪. পুণ্ড্র জনপদের রাজধানীর নাম কী ছিল?
Ο ক) কর্ণসুবর্ণ
Ο খ) মুর্শিদাবাদ
Ο গ) পুণ্ড্রনগর
Ο ঘ) ইদিলপুর
সঠিক উত্তর: (গ)
৫. বড় কামতা নামক স্থানটি কত শতকে সমতটের রাজধানী ছিল?
Ο ক) সপ্তম
Ο খ) অষ্টম
Ο গ) নবম
Ο ঘ) দশম
সঠিক উত্তর: (ক)
৬. প্রাচীন যুগে বাংলার বিভিন্ন অংশ কয়টি অঞ্চলে বিভক্ত ছিল?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) অনেকগুলো
সঠিক উত্তর: (ঘ)
৭. নিলার পঠিত কোন জনপদ থেকে বাঙ্গালি জাতির উৎপত্তি?
Ο ক) গৌড়
Ο খ) পুণ্ড্র
Ο গ) সমতট
Ο ঘ) বঙ্গ
সঠিক উত্তর: (ঘ)
৮. অনেকে সিলেটের সাথে কাকে অভিন্ন বলে মনে করেন?
Ο ক) গৌড়কে
Ο খ) বঙ্গকে
Ο গ) পুণ্ড্রকে
Ο ঘ) হরিকেলকে
সঠিক উত্তর: (ঘ)
৯. তাম্রলিপ্ত এলাকা কেমন ছিল?
Ο ক) খুব উঁচু
Ο খ) খুব নিচু
Ο গ) নিচু ও আর্দ্র
Ο ঘ) উঁচু ও আদ্র
সঠিক উত্তর: (গ)
১০. কত শতকের লেখকরা হরিকেল নামে একটি জনপদের বর্ণনা করেন?
Ο ক) পাঁচ শতকের
Ο খ) সাত শতকের
Ο গ) আট শতকের
Ο ঘ) নয় শতকের
সঠিক উত্তর: (খ)
১১. চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্ব নাম?
Ο ক) বরিশাল
Ο খ) নোয়াখালী
Ο গ) কুমিল্লা
Ο ঘ) চাঁদপুর
সঠিক উত্তর: (ক)
১২. কত শতকে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ ছিল?
Ο ক) ৫ম
Ο খ) ৬ষ্ঠ
Ο গ) ৭ম
Ο ঘ) ৮ম
সঠিক উত্তর: (ক)
১৩. বাংলার জনপদের অন্তর্ভুক্ত- i. দণ্ডভুক্তি ii. উত্তর রাঢ় iii. দক্ষিণ রাঢ় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪. গৌড় জনপদটি পরিচিতি লাভ করে কেন?
Ο ক) রাজাদের গৌড়েশ্বর উপাধির জন্য
Ο খ) গৌড় নামে একটি উঁচু পাহাড় ছিল বলে
Ο গ) গৌড় নামে একজন রাজা ছিল বলে
Ο ঘ) গৌড়ের প্রাচীন শিলালিপি পাওয়া যায় বলে
সঠিক উত্তর: (ক)
১৫. কোন সময়ে পুণ্ড্রবর্ধনের দক্ষিণতম সীমা পদ্মা পেরিয়ে একেবারে খাড়ি বিষয় ও ঢাকা-বরিশালের সমদ্রতীর পর্যন্ত বিস্তৃত ছিল?
Ο ক) পাল আমলে
Ο খ) সেন আমলে
Ο গ) গুপ্ত আমলে
Ο ঘ) মৌর্য আমলে
সঠিক উত্তর: (খ)
১৬. কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কার প্রাচীন নাম?
Ο ক) কুমিল্লার
Ο খ) নোয়াখালীর
Ο গ) ফেনীর
Ο ঘ) চট্রগ্রামের
সঠিক উত্তর: (ক)
১৭. কোন জনপদ বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল?
Ο ক) বরেন্দ্র
Ο খ) পুণ্ড্র
Ο গ) বঙ্গ
Ο ঘ) চন্দ্রদ্বীপ
সঠিক উত্তর: (গ)
১৮. পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে কার অবস্থান ছিল?
Ο ক) পুণ্ড্রের
Ο খ) হরিকেলের
Ο গ) সমতটের
Ο ঘ) বরেন্দ্রর
সঠিক উত্তর: (গ)
১৯. হরিকেল বলতে মুলত বর্তমানের কোন জেলাকে বোঝানো হয়?
Ο ক) রাজশাহী
Ο খ) দিনাজপুর
Ο গ) ফরিদপুর
Ο ঘ) সিলেট
সঠিক উত্তর: (ঘ)
২০. কোন শতকের পর থেকে তাম্রলিপ্ত বন্দরে সমৃদ্ধি নষ্ট হয়ে যায়?
Ο ক) ৭ম শতক
Ο খ) ৮ম শতক
Ο গ) ৯ম শতক
Ο ঘ) ১০ম শতক
সঠিক উত্তর: (খ)
২১. বৈদিক সাহিত্য ও মহাভারতে কোন জাতির কথা উল্লেখ আছে?
Ο ক) বাঙালি
Ο খ) সাওতালি
Ο গ) পুণ্ড্র
Ο ঘ) মারমা
সঠিক উত্তর: (গ)
২২. বঙ্গের আয়তন সংকুচিত হয়ে পড়ে কখন?
Ο ক) পাল ও সেনবংশীয় রাজাদের আমলে
Ο খ) সুলতানি আমলে
Ο গ) পাকিস্তানি আমলে
Ο ঘ) মুসলিম আমলে
সঠিক উত্তর: (ক)
২৩. বাংলায় মুসলমান যুগের শুরুতে কোনটিকে গৌড় বলা হতো?
Ο ক) দিনাজপুরকে
Ο খ) দক্ষিণাত্যকে
Ο গ) পুণ্ড্রবর্ধনকে
Ο ঘ) লক্ষণাবতীকে
সঠিক উত্তর: (ঘ)
২৪. বরেন্দ্র কোন জনপদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এলাকা ছিল?
Ο ক) গৌড়
Ο খ) বঙ্গের
Ο গ) পুণ্ড্রবর্ধনের
Ο ঘ) সমতটের
সঠিক উত্তর: (গ)
২৫. গৌড়ের নাগরিকদের হতে বিলাসব্যসনের পরিচয় পাওয়া যায় কার গ্রন্থে?
Ο ক) কৌটিল্যর
Ο খ) ব্যাৎসায়নের
Ο গ) পাণিনির
Ο ঘ) হর্ষবর্ধনের
সঠিক উত্তর: (খ)
২৬. কোন শতকের লেখকেরা হরিকেল নামে অপর এক জনপদের বর্ণনা করেছেন?
Ο ক) তৃতীয় শতকের
Ο খ) চতুর্থ শতকের
Ο গ) ষষ্ঠ শতকের
Ο ঘ) সপ্তম শতকের
সঠিক উত্তর: (ঘ)
২৭. গঙ্গা ও ভাগীরথী মাঝখানের অঞ্চলকে বলা হতো-
Ο ক) গৌড়
Ο খ) বঙ্গ
Ο গ) হরিকেল
Ο ঘ) পুণ্ড্র
সঠিক উত্তর: (খ)
২৮. বঙ্গের আয়তন সংকুচিত হওয়ার ক্ষেত্রে যুক্তিযুক্ত-
i. পাল রাজাদের শাসনামল
ii. মুসলিম রাজাদেরে শাসনামল
iii. সেন রাজাদের শাসনামল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৯. পুণ্ড্রবর্ধনের অবস্থান ছিল কোথায়?
Ο ক) ভারতের শেষ সীমানায়
Ο খ) বঙ্গের কাছাকাছি
Ο গ) কুমিল্লায়
Ο ঘ) বরেন্দ্র এলাকায়
সঠিক উত্তর: (ঘ)
৩০. চন্দ্রদ্বীপ কে অধিকার করেন?
Ο ক) ধর্মপাল
Ο খ) দেবপাল
Ο গ) ত্রৈলোক্যচন্দ্র
Ο ঘ) দেবেন্দ্র
সঠিক উত্তর: (গ)
৩১. ইতিহাসের খ্রিষ্টপূর্ব কয়েক শতক পূর্বের সময় থেকে খ্রিষ্টীয় পঞ্চম শতককে কী বলা হয়ে থাকে?
Ο ক) প্রাচীন যুগ
Ο খ) মধ্যযুগ
Ο গ) ঐতিহাসিক যুগ
Ο ঘ) প্রাগৈতিহাসিক যুগ
সঠিক উত্তর: (ক)
৩২. প্রাচীনকালে বাংলার ছোট ছোট অঞ্চলগুলোকে সমষ্টিগতভাবে কী নাম দেওয়া হয়?
Ο ক) বঙ্গ
Ο খ) বাঙ্গালা
Ο গ) জনপদ
Ο ঘ) প্রদেশ
সঠিক উত্তর: (গ)
৩৩. অনেকে শুধু সিলেটের সাথে হরিকেলকে মনে করতেন কারণ-
Ο ক) হরিকেল সমতটের অন্যতম অংশ হওয়ায়
Ο খ) হরিকেল সিলেট পর্যন্ত বিস্তৃত হওয়ায়
Ο গ) সমুদ্রকুলবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ায়
Ο ঘ) হরিকেল মোটামুটি বঙ্গের অংশ হওয়ায়
সঠিক উত্তর: (খ)
৩৪. প্রাচীনকালে তাম্রলিপ্ত কিসের বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিতি ছিল?
Ο ক) ব্যবসায় বাণিজ্যকেন্দ্র
Ο খ) নৌবাণিজ্যর কেন্দ্র
Ο গ) কাঁচামালের বাণিজ্যকেন্দ্র
Ο ঘ) কাপড়ের বাণিজ্যকেন্দ্র
সঠিক উত্তর: (খ)
৩৫. মালদহ জেলার লক্ষণাবতী গৌড় নামে অভিহিত হতো কোন যুগের শুরুতে?
Ο ক) প্রাচীন যুগের
Ο খ) আদিম যুগের
Ο গ) মধ্যে যুগের
Ο ঘ) মুসলমান যুগের
সঠিক উত্তর: (ঘ)
৩৬. গঙ্গা-ভাগীরথীর পূর্ববর্তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে কী বলা হতো?
Ο ক) পুণ্ড্র
Ο খ) হরিকেল
Ο গ) সমতট
Ο ঘ) বরেন্দ্র
সঠিক উত্তর: (গ)
৩৭. পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ কয়টি জনপদে বিভক্ত হয়ে যায়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৩৮. গৌড় কিসের নাম?
Ο ক) প্রাচীন যুগের
Ο খ) প্রাচীন ইতিহাসের
Ο গ) জনপদের
Ο ঘ) বিখ্যাত ব্যাক্তির
সঠিক উত্তর: (গ)
৩৯. বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে কী নামে একটি জনপদ গড়ে উঠেছিল?
Ο ক) গৌড়
Ο খ) বঙ্গ
Ο গ) হরিকেল
Ο ঘ) বরেন্দ্র
সঠিক উত্তর: (খ)
৪০. বঙ্গের প্রতিবেশী জনপদ কোনটি?
Ο ক) পুণ্ড্র
Ο খ) গৌড়
Ο গ) হরিকেল
Ο ঘ) সমতট
সঠিক উত্তর: (ঘ)
৪১. বর্তমান কোন জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র?
Ο ক) পটুয়াখালী
Ο খ) বরিশাল
Ο গ) বগুড়া
Ο ঘ) নওগাঁ
সঠিক উত্তর: (খ)
৪২. কেশব সেন ও বিশ্বরূপ সেনের আমলে বঙ্গের কয়টি রূপ পরিলক্ষিত হয়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৪৩. পুণ্ডবর্ধনের কেন্দ্রস্থল ছিল কোন জনপদটি?
Ο ক) তাম্রলিপ্ত
Ο খ) বঙ্গ
Ο গ) গৌড়
Ο ঘ) বরেন্দ্র
সঠিক উত্তর: (ঘ)
৪৪. সমতটের রাজধানী ছিল কোথায়?
Ο ক) কুমিল্লা
Ο খ) ময়নামতি
Ο গ) আনন্দবিহার
Ο ঘ) বড় কামতা
সঠিক উত্তর: (ঘ)
৪৫. অনুমান করা হয় বঙ্গ একটি-
Ο ক) গোত্রের নাম
Ο খ) উপজাতির নাম
Ο গ) জাতির নাম
Ο ঘ) অঞ্চলের নাম
সঠিক উত্তর: (গ)
৪৬. পুণ্ড্র জনপদটি গড়ে তুলেছিল কোন জাতি?
Ο ক) পুণ্ড্র
Ο খ) আর্য
Ο গ) গৌড়
Ο ঘ) মহেঞ্জোদারো
সঠিক উত্তর: (ক)
৪৭. সীমান্ত গঙ্গা নদীর পাড়ে একটি গ্রামে বাস করে। প্রাচীনকালে সীমান্তদের গ্রামটি কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
Ο ক) বঙ্গ জনপদ
Ο খ) গৌড় জনপদ
Ο গ) হরিকলে জনপদ
Ο ঘ) চন্দ্রদ্বীপ জনপদ
সঠিক উত্তর: (ক)
৪৮. বাঙালি জাতির উদ্ভব কোন জনপদ থেকে?
Ο ক) হরিকেল
Ο খ) পুণ্ড্র
Ο গ) গৌড়
Ο ঘ) বঙ্গ
সঠিক উত্তর: (ঘ)
৪৯. ত্রৈলোক্যচন্দ্র কোন বংশের রাজা ছিলেন?
Ο ক) সেন
Ο খ) মৌর্য
Ο গ) চন্দ্র
Ο ঘ) গুপ্ত
সঠিক উত্তর: (গ)
৫০. পাল রাজাদের আমলে কার নাম ডাক ছিল সবচেয়ে বেশি?
Ο ক) গৌড়ের
Ο খ) বঙ্গের
Ο গ) পুণ্ড্রের
Ο ঘ) হরিকেলের
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. হুগলি ও রুপনারায়ণ নদের জঙ্গমস্থল হতে কত মাইল দুরে তাম্রলিপ্তের অবস্থান ছিল?
Ο ক) ১০ মাইল
Ο খ) ১১ মাইল
Ο গ) ১২ মাইল
Ο ঘ) ১৩ মাইল
সঠিক উত্তর: (গ)
২. কোন সম্রাটের রাজত্বকালে প্রাচীন পুণ্ড্র রাজ্য স্বাধীন সত্তা হারায়?
Ο ক) সম্রাট জাহাঙ্গীর
Ο খ) সম্রাট আকবর
Ο গ) সম্রাট অশোক
Ο ঘ) সম্রাট হুমায়ুন
সঠিক উত্তর: (গ)
৩. পুণ্ড্র নামে জনপদটি কারা গড়ে তুলেছিল?
Ο ক) বঙ্গ জাতি
Ο খ) গৌড় জাতি
Ο গ) পুণ্ড্র জাতি
Ο ঘ) হিব্রু জাতি
সঠিক উত্তর: (গ)
৪. পুণ্ড্র জনপদের রাজধানীর নাম কী ছিল?
Ο ক) কর্ণসুবর্ণ
Ο খ) মুর্শিদাবাদ
Ο গ) পুণ্ড্রনগর
Ο ঘ) ইদিলপুর
সঠিক উত্তর: (গ)
৫. বড় কামতা নামক স্থানটি কত শতকে সমতটের রাজধানী ছিল?
Ο ক) সপ্তম
Ο খ) অষ্টম
Ο গ) নবম
Ο ঘ) দশম
সঠিক উত্তর: (ক)
৬. প্রাচীন যুগে বাংলার বিভিন্ন অংশ কয়টি অঞ্চলে বিভক্ত ছিল?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) অনেকগুলো
সঠিক উত্তর: (ঘ)
৭. নিলার পঠিত কোন জনপদ থেকে বাঙ্গালি জাতির উৎপত্তি?
Ο ক) গৌড়
Ο খ) পুণ্ড্র
Ο গ) সমতট
Ο ঘ) বঙ্গ
সঠিক উত্তর: (ঘ)
৮. অনেকে সিলেটের সাথে কাকে অভিন্ন বলে মনে করেন?
Ο ক) গৌড়কে
Ο খ) বঙ্গকে
Ο গ) পুণ্ড্রকে
Ο ঘ) হরিকেলকে
সঠিক উত্তর: (ঘ)
৯. তাম্রলিপ্ত এলাকা কেমন ছিল?
Ο ক) খুব উঁচু
Ο খ) খুব নিচু
Ο গ) নিচু ও আর্দ্র
Ο ঘ) উঁচু ও আদ্র
সঠিক উত্তর: (গ)
১০. কত শতকের লেখকরা হরিকেল নামে একটি জনপদের বর্ণনা করেন?
Ο ক) পাঁচ শতকের
Ο খ) সাত শতকের
Ο গ) আট শতকের
Ο ঘ) নয় শতকের
সঠিক উত্তর: (খ)
১১. চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্ব নাম?
Ο ক) বরিশাল
Ο খ) নোয়াখালী
Ο গ) কুমিল্লা
Ο ঘ) চাঁদপুর
সঠিক উত্তর: (ক)
১২. কত শতকে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ ছিল?
Ο ক) ৫ম
Ο খ) ৬ষ্ঠ
Ο গ) ৭ম
Ο ঘ) ৮ম
সঠিক উত্তর: (ক)
১৩. বাংলার জনপদের অন্তর্ভুক্ত- i. দণ্ডভুক্তি ii. উত্তর রাঢ় iii. দক্ষিণ রাঢ় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪. গৌড় জনপদটি পরিচিতি লাভ করে কেন?
Ο ক) রাজাদের গৌড়েশ্বর উপাধির জন্য
Ο খ) গৌড় নামে একটি উঁচু পাহাড় ছিল বলে
Ο গ) গৌড় নামে একজন রাজা ছিল বলে
Ο ঘ) গৌড়ের প্রাচীন শিলালিপি পাওয়া যায় বলে
সঠিক উত্তর: (ক)
১৫. কোন সময়ে পুণ্ড্রবর্ধনের দক্ষিণতম সীমা পদ্মা পেরিয়ে একেবারে খাড়ি বিষয় ও ঢাকা-বরিশালের সমদ্রতীর পর্যন্ত বিস্তৃত ছিল?
Ο ক) পাল আমলে
Ο খ) সেন আমলে
Ο গ) গুপ্ত আমলে
Ο ঘ) মৌর্য আমলে
সঠিক উত্তর: (খ)
১৬. কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কার প্রাচীন নাম?
Ο ক) কুমিল্লার
Ο খ) নোয়াখালীর
Ο গ) ফেনীর
Ο ঘ) চট্রগ্রামের
সঠিক উত্তর: (ক)
১৭. কোন জনপদ বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল?
Ο ক) বরেন্দ্র
Ο খ) পুণ্ড্র
Ο গ) বঙ্গ
Ο ঘ) চন্দ্রদ্বীপ
সঠিক উত্তর: (গ)
১৮. পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে কার অবস্থান ছিল?
Ο ক) পুণ্ড্রের
Ο খ) হরিকেলের
Ο গ) সমতটের
Ο ঘ) বরেন্দ্রর
সঠিক উত্তর: (গ)
১৯. হরিকেল বলতে মুলত বর্তমানের কোন জেলাকে বোঝানো হয়?
Ο ক) রাজশাহী
Ο খ) দিনাজপুর
Ο গ) ফরিদপুর
Ο ঘ) সিলেট
সঠিক উত্তর: (ঘ)
২০. কোন শতকের পর থেকে তাম্রলিপ্ত বন্দরে সমৃদ্ধি নষ্ট হয়ে যায়?
Ο ক) ৭ম শতক
Ο খ) ৮ম শতক
Ο গ) ৯ম শতক
Ο ঘ) ১০ম শতক
সঠিক উত্তর: (খ)
২১. বৈদিক সাহিত্য ও মহাভারতে কোন জাতির কথা উল্লেখ আছে?
Ο ক) বাঙালি
Ο খ) সাওতালি
Ο গ) পুণ্ড্র
Ο ঘ) মারমা
সঠিক উত্তর: (গ)
২২. বঙ্গের আয়তন সংকুচিত হয়ে পড়ে কখন?
Ο ক) পাল ও সেনবংশীয় রাজাদের আমলে
Ο খ) সুলতানি আমলে
Ο গ) পাকিস্তানি আমলে
Ο ঘ) মুসলিম আমলে
সঠিক উত্তর: (ক)
২৩. বাংলায় মুসলমান যুগের শুরুতে কোনটিকে গৌড় বলা হতো?
Ο ক) দিনাজপুরকে
Ο খ) দক্ষিণাত্যকে
Ο গ) পুণ্ড্রবর্ধনকে
Ο ঘ) লক্ষণাবতীকে
সঠিক উত্তর: (ঘ)
২৪. বরেন্দ্র কোন জনপদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এলাকা ছিল?
Ο ক) গৌড়
Ο খ) বঙ্গের
Ο গ) পুণ্ড্রবর্ধনের
Ο ঘ) সমতটের
সঠিক উত্তর: (গ)
২৫. গৌড়ের নাগরিকদের হতে বিলাসব্যসনের পরিচয় পাওয়া যায় কার গ্রন্থে?
Ο ক) কৌটিল্যর
Ο খ) ব্যাৎসায়নের
Ο গ) পাণিনির
Ο ঘ) হর্ষবর্ধনের
সঠিক উত্তর: (খ)
২৬. কোন শতকের লেখকেরা হরিকেল নামে অপর এক জনপদের বর্ণনা করেছেন?
Ο ক) তৃতীয় শতকের
Ο খ) চতুর্থ শতকের
Ο গ) ষষ্ঠ শতকের
Ο ঘ) সপ্তম শতকের
সঠিক উত্তর: (ঘ)
২৭. গঙ্গা ও ভাগীরথী মাঝখানের অঞ্চলকে বলা হতো-
Ο ক) গৌড়
Ο খ) বঙ্গ
Ο গ) হরিকেল
Ο ঘ) পুণ্ড্র
সঠিক উত্তর: (খ)
২৮. বঙ্গের আয়তন সংকুচিত হওয়ার ক্ষেত্রে যুক্তিযুক্ত-
i. পাল রাজাদের শাসনামল
ii. মুসলিম রাজাদেরে শাসনামল
iii. সেন রাজাদের শাসনামল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৯. পুণ্ড্রবর্ধনের অবস্থান ছিল কোথায়?
Ο ক) ভারতের শেষ সীমানায়
Ο খ) বঙ্গের কাছাকাছি
Ο গ) কুমিল্লায়
Ο ঘ) বরেন্দ্র এলাকায়
সঠিক উত্তর: (ঘ)
৩০. চন্দ্রদ্বীপ কে অধিকার করেন?
Ο ক) ধর্মপাল
Ο খ) দেবপাল
Ο গ) ত্রৈলোক্যচন্দ্র
Ο ঘ) দেবেন্দ্র
সঠিক উত্তর: (গ)
৩১. ইতিহাসের খ্রিষ্টপূর্ব কয়েক শতক পূর্বের সময় থেকে খ্রিষ্টীয় পঞ্চম শতককে কী বলা হয়ে থাকে?
Ο ক) প্রাচীন যুগ
Ο খ) মধ্যযুগ
Ο গ) ঐতিহাসিক যুগ
Ο ঘ) প্রাগৈতিহাসিক যুগ
সঠিক উত্তর: (ক)
৩২. প্রাচীনকালে বাংলার ছোট ছোট অঞ্চলগুলোকে সমষ্টিগতভাবে কী নাম দেওয়া হয়?
Ο ক) বঙ্গ
Ο খ) বাঙ্গালা
Ο গ) জনপদ
Ο ঘ) প্রদেশ
সঠিক উত্তর: (গ)
৩৩. অনেকে শুধু সিলেটের সাথে হরিকেলকে মনে করতেন কারণ-
Ο ক) হরিকেল সমতটের অন্যতম অংশ হওয়ায়
Ο খ) হরিকেল সিলেট পর্যন্ত বিস্তৃত হওয়ায়
Ο গ) সমুদ্রকুলবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ায়
Ο ঘ) হরিকেল মোটামুটি বঙ্গের অংশ হওয়ায়
সঠিক উত্তর: (খ)
৩৪. প্রাচীনকালে তাম্রলিপ্ত কিসের বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিতি ছিল?
Ο ক) ব্যবসায় বাণিজ্যকেন্দ্র
Ο খ) নৌবাণিজ্যর কেন্দ্র
Ο গ) কাঁচামালের বাণিজ্যকেন্দ্র
Ο ঘ) কাপড়ের বাণিজ্যকেন্দ্র
সঠিক উত্তর: (খ)
৩৫. মালদহ জেলার লক্ষণাবতী গৌড় নামে অভিহিত হতো কোন যুগের শুরুতে?
Ο ক) প্রাচীন যুগের
Ο খ) আদিম যুগের
Ο গ) মধ্যে যুগের
Ο ঘ) মুসলমান যুগের
সঠিক উত্তর: (ঘ)
৩৬. গঙ্গা-ভাগীরথীর পূর্ববর্তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে কী বলা হতো?
Ο ক) পুণ্ড্র
Ο খ) হরিকেল
Ο গ) সমতট
Ο ঘ) বরেন্দ্র
সঠিক উত্তর: (গ)
৩৭. পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ কয়টি জনপদে বিভক্ত হয়ে যায়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৩৮. গৌড় কিসের নাম?
Ο ক) প্রাচীন যুগের
Ο খ) প্রাচীন ইতিহাসের
Ο গ) জনপদের
Ο ঘ) বিখ্যাত ব্যাক্তির
সঠিক উত্তর: (গ)
৩৯. বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে কী নামে একটি জনপদ গড়ে উঠেছিল?
Ο ক) গৌড়
Ο খ) বঙ্গ
Ο গ) হরিকেল
Ο ঘ) বরেন্দ্র
সঠিক উত্তর: (খ)
৪০. বঙ্গের প্রতিবেশী জনপদ কোনটি?
Ο ক) পুণ্ড্র
Ο খ) গৌড়
Ο গ) হরিকেল
Ο ঘ) সমতট
সঠিক উত্তর: (ঘ)
৪১. বর্তমান কোন জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র?
Ο ক) পটুয়াখালী
Ο খ) বরিশাল
Ο গ) বগুড়া
Ο ঘ) নওগাঁ
সঠিক উত্তর: (খ)
৪২. কেশব সেন ও বিশ্বরূপ সেনের আমলে বঙ্গের কয়টি রূপ পরিলক্ষিত হয়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৪৩. পুণ্ডবর্ধনের কেন্দ্রস্থল ছিল কোন জনপদটি?
Ο ক) তাম্রলিপ্ত
Ο খ) বঙ্গ
Ο গ) গৌড়
Ο ঘ) বরেন্দ্র
সঠিক উত্তর: (ঘ)
৪৪. সমতটের রাজধানী ছিল কোথায়?
Ο ক) কুমিল্লা
Ο খ) ময়নামতি
Ο গ) আনন্দবিহার
Ο ঘ) বড় কামতা
সঠিক উত্তর: (ঘ)
৪৫. অনুমান করা হয় বঙ্গ একটি-
Ο ক) গোত্রের নাম
Ο খ) উপজাতির নাম
Ο গ) জাতির নাম
Ο ঘ) অঞ্চলের নাম
সঠিক উত্তর: (গ)
৪৬. পুণ্ড্র জনপদটি গড়ে তুলেছিল কোন জাতি?
Ο ক) পুণ্ড্র
Ο খ) আর্য
Ο গ) গৌড়
Ο ঘ) মহেঞ্জোদারো
সঠিক উত্তর: (ক)
৪৭. সীমান্ত গঙ্গা নদীর পাড়ে একটি গ্রামে বাস করে। প্রাচীনকালে সীমান্তদের গ্রামটি কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
Ο ক) বঙ্গ জনপদ
Ο খ) গৌড় জনপদ
Ο গ) হরিকলে জনপদ
Ο ঘ) চন্দ্রদ্বীপ জনপদ
সঠিক উত্তর: (ক)
৪৮. বাঙালি জাতির উদ্ভব কোন জনপদ থেকে?
Ο ক) হরিকেল
Ο খ) পুণ্ড্র
Ο গ) গৌড়
Ο ঘ) বঙ্গ
সঠিক উত্তর: (ঘ)
৪৯. ত্রৈলোক্যচন্দ্র কোন বংশের রাজা ছিলেন?
Ο ক) সেন
Ο খ) মৌর্য
Ο গ) চন্দ্র
Ο ঘ) গুপ্ত
সঠিক উত্তর: (গ)
৫০. পাল রাজাদের আমলে কার নাম ডাক ছিল সবচেয়ে বেশি?
Ο ক) গৌড়ের
Ο খ) বঙ্গের
Ο গ) পুণ্ড্রের
Ο ঘ) হরিকেলের
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History