এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. ইতিহাসের মূল বিষয়বস্তু কী?
Ο ক) মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা
Ο খ) গল্প কাহিনী ও কিচ্ছাকাহিনী
Ο গ) রাজা বাদশাহর কাহিনী
Ο ঘ) যুদ্ধবিগ্রহের কাহিনী
সঠিক উত্তর: (ক)

২. ইতিহাস কোনমুখী?
Ο ক) উওরমুখী
Ο খ) দক্ষিণমুখী
Ο গ) অতীতমুখী
Ο ঘ) অতীত-বর্তমানমুখী
সঠিক উত্তর: (গ)

৩. অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন ঐতিহাসিক। ইতিহাসের বিষয়বস্তু কখন তার কাছে গ্রহনযোগ্য হবে?
Ο ক) বইপত্রে লিপিবদ্ধ হলে
Ο খ) অনুমানে ওপর নির্ভর করে
Ο গ) গল্প আকারে উল্লেখ থাকলে
Ο ঘ) পরীক্ষা-নিরীক্ষার পর গ্রহনযোগ্য হলে
সঠিক উত্তর: (ঘ)

৪. ফা-হিয়েন কে ছিলেন?
Ο ক) চৈনিক পরিব্রাজক
Ο খ) আরবীয় পরিব্রাজক
Ο গ) ভারতীয় পরিব্রাজক
Ο ঘ) স্পানীয় পরিব্রাজক
সঠিক উত্তর: (ক)

৫. বিষয়বস্তুর ইতিহাস কিভাবে রচিত হয়?
Ο ক) কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে
Ο খ) কোনো ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে
Ο গ) কোনো গুরুত্বপূর্ণ কাহিনীর ওপর ভিত্তি করে
Ο ঘ) কোনো ঐতিহাসিক স্থানের ওপর ভিত্তি করে
সঠিক উত্তর: (ক)

৬. সঠিক ইতিহাস কিসের ওপর নির্ভর করে রচিত?
Ο ক) অনুমানকে
Ο খ) সত্যকে
Ο গ) মিথ্যাকে
Ο ঘ) কল্পনাকে
সঠিক উত্তর: (খ)

৭. ভিকো কোন যুগের ঐতিহাসিক?
Ο ক) সনাতন যুগের
Ο খ) প্রাচীন যুগের
Ο গ) মধ্যযুগের
Ο ঘ) আধুনিক যুগের
সঠিক উত্তর: (ঘ)

৮. ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। উক্তিটিতে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
Ο ক) বর্তমানের সাথে অতীতের বন্ধন
Ο খ) বর্তমানের ওপর অতীতের ভিত্তি
Ο গ) ভবিষ্যতের ওপর বর্তমানের ভিত্তি
Ο ঘ) বর্তমানে অতীতের বীজ
সঠিক উত্তর: (ক)

৯. ঐতিহাসিক হেরোডোটাস তাঁর গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করেছেন,কারণ-
i. যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায়
ii. এ বিবরণ যাতে তাদের উৎসাহিত করে
iii. যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০. ইতিহাস সম্পর্কে রায়হান ভিকোর মতামত সমর্থন করেন। এ ক্ষেত্রে রায়হান যে বিষয়ের সাথে একমত-
i. মানব সমাজের বিকাশই ইতিহাস
ii. মানবীয় প্রতিষ্ঠানের উৎপত্তিই ইতিহাস
iii. মানব সমাজের উৎপত্তিই ইতিহাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১. কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বলা হয়-
Ο ক) আঞ্চলিক ইতিহাস
Ο খ) জাতীয় ইতিহাস
Ο গ) অবস্থানগত ইতিহাস
Ο ঘ) বিষয়বস্তুগত ইতিহাস
সঠিক উত্তর: (ঘ)

১২. যে উপাদানের ভিত্তিতে জাতীয়তাবোধ গড়ে ওঠে-
i. জাতীয় পরিচয়
ii. ইতিহাস
iii. ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. ‘ইতিহাস’ শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
Ο ক) ইতি্
Ο খ) ইতিহ
Ο গ) আস
Ο ঘ) ঐতিহ্য
সঠিক উত্তর: (খ)

১৪. History শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
Ο ক) ঐতিহ্য
Ο খ) পুরাতন ঘটনা
Ο গ) ইতিহাস
Ο ঘ) গল্পকাহিনী
সঠিক উত্তর: (গ)

১৫. শিহাব একটি ঐতিহাসিক স্থান ঘুরতে গিয়ে বেশ কিছু তাম্রলিপি,শিলালিপি ও মুদ্রা দেখতে পায়। এগুলো ইতিহাসের কোন বিষয়টিকে নির্দেশ করে?
Ο ক) লিখিত উপাদান
Ο খ) অলিখিত উপাদান
Ο গ) ধর্মীয় উপাদান
Ο ঘ) সামাজিক উপাদান
সঠিক উত্তর: (খ)

১৬. নতুন নতুন প্রত্নতাত্ত্বিক আবিস্কার একটি জাতির ইতিহাস বদলে দিতে পারে। এর যৌক্তিক কারণ হলো-
Ο ক) সভ্যতা সম্পর্কে ধারণা পাওয়া
Ο খ) ভবিষ্যত্দ সম্পর্কে জানতে পারা
Ο গ) শিল্প বিপ্লব ঘটা
Ο ঘ) উত্পাদন কৌশল পারিবর্তন
সঠিক উত্তর: (ক)

১৭. ভিকো(Vico)কে ছিলেন?
Ο ক) দার্শনিক
Ο খ) অর্থনৈতিবিদ
Ο গ) রাজনীতিবিদ
Ο ঘ) ঐতিহাসিক
সঠিক উত্তর: (ঘ)

১৮. সৌমিত্র ভৌগোলিক ইতিহাস পাঠ করছিল। ভৌগোলিক ইতিহাস সম্পর্কে কোনটি প্রযোজ্য?
i. তিন ভাগে ভাগ করা হয়েছে
ii. ইতিহাসের প্রেক্ষাপট বোঝা যায়
iii. আন্তজার্তিক ইতিহাস জানা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯. সিলেট জেলার ইতিহাস সম্পর্কে জানতে চাইলে অয়নকে কোন ধরনের ইতিহাস সম্পর্কে জানতে হবে?
Ο ক) আঞ্চলিক ইতিহাস
Ο খ) জাতীয় ইতিহাস
Ο গ) সাংস্কৃতিক ইতিহাস
Ο ঘ) রাজনৈতিক ইতিহাস
সঠিক উত্তর: (ক)

২০. কোনটি ইতিহাসের অলিখিত উপাদান?
Ο ক) সাহিত্য
Ο খ) দলিলপত্র
Ο গ) শিলালিপি
Ο ঘ) বৈদেশিক বিবরণ
সঠিক উত্তর: (গ)

২১. বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মেচিত হতে যাচ্ছে কীভাবে?
Ο ক) মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক আবিস্কারে
Ο খ) কৃষির আধুনিকায়নে
Ο গ) শিল্প বিপ্লবের ফলে
Ο ঘ) গবেষণা করে
সঠিক উত্তর: (ক)

২২. Historia বা History শব্দের সরল ও সাধারণ অর্থ-
i. অনন্ত ঘটনাপ্রবাহ
ii. অতীত কাহিনী
iii. অনুসন্ধান বা গবেষণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৩. সঠিক ইতিহাস রচনার ক্ষেত্রে ইতিহাসের উপাদান গুরুাত্বপূর্ণ। এর যথার্থ কারণ হলো-
i. তৎকালীন সমাজচিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়
ii. অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়
iii. রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪. ইতিহাস যে কারণে কাল বিভাজনের কোন পদ সন তারিখ ব্যবহার করা কঠিন-
i. ইতিহাস স্থির বলে
ii. ইতিহাস থেমে থাকে না বলে
iii. ইতিহাস নিরন্তর প্রবহমান বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৫. তাহমিদ মনে করেন যে মানবসমাজে ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উত্পত্তি ও বিকাশ হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। তাহমিদের কথায় যে ঐতিহাসিক প্রতিচ্ছবি ভেসে উঠে-
Ο ক) ড.জনসন
Ο খ) ড.নীহারঞ্জন রায়
Ο গ) ভিকো
Ο ঘ) লামা তারা নাথ
সঠিক উত্তর: (গ)

২৬. রাজনৈতিক,সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ইতিহাসের কোন দিকের নির্দেশ প্রদান করে?
Ο ক) অবস্থানগত
Ο খ) বিষয়বস্তুগত
Ο গ) উপাদানগত
Ο ঘ) জাতীয়
সঠিক উত্তর: (খ)

২৭. পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে কার বর্ণনায় পাওয়া যায়?
Ο ক) কৌটিল্যর
Ο খ) কলহনের
Ο গ) লামা তারনাথের
Ο ঘ) মিনহাজ-উস-সিরাজের
সঠিক উত্তর: (গ)

২৮. কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম ঐতিহাসিক গ্রন্থ রচিত হয়?
Ο ক) গ্রিক ও রোমানদের মধ্যে সামরিক সংঘর্ষ
Ο খ) গ্রিক ও ট্রয়বাসীর মধ্যে দ্বন্দ্ব
Ο গ) গ্রিক ও পারসিকদের মধ্যে সামরিক দ্বন্দ্ব
Ο ঘ) হেলেনকে কেন্দ্র করে ট্রয়ের দ্বন্দ্ব
সঠিক উত্তর: (গ)

২৯. সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি ইতিহাসের কোন ধরনের উপাদান?
Ο ক) ঐতিহাসিক
Ο খ) ঐশী
Ο গ) লিখিত
Ο ঘ) অলিখিত
সঠিক উত্তর: (গ)

৩০. মানুষ ভালো-মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে তখন,যখন সে জানতে পারে-
i. বিভিন্ন মানবগোষ্ঠীর ‍উত্থান-পতন
ii. সভ্যতার জীজন্তুর উত্থান-পতন
iii. সভ্যতার পতনের কারণগুলো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩১. তামিমের বাবা তামিমকে বলল, তুমি যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস পাঠ কর তাহলে তুমি দেশপ্রেমী হবে। তামিম তার বাবার কাছ থেকে কোন বিষয়ে জানতে পারল?
Ο ক) ইতিহাসের উপাদান
Ο খ) মুক্তিযুদ্ধের ইতিহাস
Ο গ) স্বাধীনতা যুদ্ধের ইতিহাস
Ο ঘ) ইতিহাস পাঠের প্রয়োজনীতা
সঠিক উত্তর: (ঘ)

৩২. প্রতিটি মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা কেমন?
Ο ক) একই
Ο খ) অভিন্ন
Ο গ) ভিন্ন ভিন্ন
Ο ঘ) অতুলনীয়
সঠিক উত্তর: (গ)

৩৩. আলোচনা ও গবেষণাকর্মের সুবিধার্থে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (ক)

৩৪. কীভাবে একটি জাতির ইতিহাস পাল্টে যেতে পারে?
Ο ক) নতুন প্রত্নতাত্ত্বিক আবিস্কারে
Ο খ) কৃষির আধুনিকায়নে
Ο গ) শিল্প বিপ্লবের ফলে
Ο ঘ) গবেষণা করে
সঠিক উত্তর: (ক)

৩৫. বাস্তব জীবনে চলার জন্য উৎকৃষ্টতম শিক্ষা হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) সত্যনিষ্ঠ ইতিহাস পাঠ
Ο খ) ইসলামের ইতিহাস পাঠ
Ο গ) ধর্মের ইতিহাস পাঠ
Ο ঘ) মনীষিগণের জীবনী পাঠ
সঠিক উত্তর: (ক)

৩৬. ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে কোন নামটি পৃথক হিসেবে নির্বাচন করা যায়?
Ο ক) ই, এইচ,কার
Ο খ) আর সি মজুমদার
Ο গ) লিওপোন্ড ফন্ র‌্যাংকে
Ο ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর: (ঘ)

৩৭. পঠন-পাঠন, আলোচনা ও গবেষণাকর্মের সুবিধার্থে ইতিহাসের কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

৩৮. অতীত সত্যনিষ্ঠ বর্ণনা কিসের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে?
Ο ক) জ্ঞানের
Ο খ) দক্ষতার
Ο গ) যোগ্যতার
Ο ঘ) অভিক্ষতার
সঠিক উত্তর: (ক)

৩৯. ইতিহাস কিভাবে অতীতকে পুনর্গঠন করে?
Ο ক) সত্যনিষ্ঠ তথ্য দিয়ে
Ο খ) নিছক অতীত কাহিনী দিয়ে
Ο গ) যুদ্ধের কাহিনী নিয়ে
Ο ঘ) অতীত কাহিনীর সারমর্ম নিয়ে
সঠিক উত্তর: (ক)

৪০. ইতিহাসের লিখিত উপাদানের অন্তভূক্ত-
i. সরকারি নথিপত্র
ii. চিঠিপত্র
iii. স্মৃতিপত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪১. লামা তারনাথ ইতিহাস রচনায় যে তথ্য দিয়েছেন সেটি কোন ধরনের?
Ο ক) স্মৃতিস্তম্ভ
Ο খ) মুদ্রা
Ο গ) শিলালিপি
Ο ঘ) কল্পকাহিনী
সঠিক উত্তর: (ঘ)

৪২. ঊনিশ শতক শুধু রাজনীতির ইতিহাস হলেও পরে অর্থনীতি সমাজ ও শিল্পকলার ইতিহাস রচিত হয়। এর যর্থাথ কারণ হলো-
Ο ক) পুঁজিবাদ প্রচার
Ο খ) সামন্ত সমাজের প্রভাব
Ο গ) মার্কসবাদ প্রচার
Ο ঘ) কল্যাণমূলক অর্থনীতির ধারণা
সঠিক উত্তর: (গ)

৪৩. ইতিহাসের বিচরণক্ষেত্র কোনটি?
Ο ক) বর্তমান ঘটনাপ্রবাহ
Ο খ) ভবিষ্যৎ ঘটনাপ্রবাহ
Ο গ) অতীত ঘটনাপ্রবাহ
Ο ঘ) তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ
সঠিক উত্তর: (গ)

৪৪. ক্রমবর্ধমান যুগের ঐতিহাসিকদের ধারাবাহিকতার সঠিক তথ্য কোনটি?
Ο ক) আর. সি. মজুমদার→হেরোডটাস→কলহন
Ο খ) কলহন→আর. সি. মজুমদার→হেরোডটাস
Ο গ) হেরোডটাস→কলহন→আর. ‍সি. মজুমদার
Ο ঘ) হেরোডটাস→আর. সি. মজুমার→কলহন
সঠিক উত্তর: (গ)

৪৫. জাহিদ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে জাতীয় সংহতি সুদৃঢ়করণে প্রতিজ্ঞাবদ্ধ হলো। জাহিদের মধ্যে প্রতিফলিত হয় কোন বিষয়টি?
Ο ক) দর্শনের চেতনা
Ο খ) পৈৗরনীতির চেতনা
Ο গ) সাহিত্যের চেতনা
Ο ঘ) ইতিহাসের চেতনা
সঠিক উত্তর: (ঘ)

৪৬. ইতিহাসের পরিসর সম্প্রসারিত হচ্ছে কেন?
Ο ক) পুরোনো বিষয় পুনরায় লেখায়
Ο খ) নতুন বিষয় লেখায়
Ο গ) ভৌগোলিক পরিসর বৃদ্ধি পাওয়ায়
Ο ঘ) জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায়
সঠিক উত্তর: (খ)

৪৭. ইতিহাসের আলোচ্য বিষয় হলো- i. মানুষ ii. সমাজ iii. সভ্যতা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৮. শিক্ষক অমূল্য রতন মনে করেন অতীত ঐতিহ্য সম্পর্কে গর্বিত করে তুলতে পারে-
Ο ক) ভূগোল থেকে আহরিত জ্ঞান
Ο খ) প্রত্নতত্ত্ব থেকে আহরিত জ্ঞান
Ο গ) দীর্ঘ অভিজ্ঞতালব্ধ জ্ঞান
Ο ঘ) ইতিহাস থেকে আহরিত জ্ঞান
সঠিক উত্তর: (ঘ)

৪৯. রাশেদ তার শ্রেণিশিক্ষকের মাধ্যমে জানতে পারল মানুষ,তার পারিপার্শ্বিকতা এবং সমাজ ও সভ্যতার বিকাশ, পরিবর্তন,পতন ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষকের বক্তব্যে রাশেদ কোনটি সম্পর্কে জানতে পেরেছে?
Ο ক) ইতিহাসের উপাদান
Ο খ) ইতিহাসের বিষয়বস্তু
Ο গ) ঐতিহাসিক মূল্যবোধ
Ο ঘ) ঐতিহাসিক উপাদান
সঠিক উত্তর: (খ)

৫০. ইতিহাস পাঠ করার পর রুহিনের চিন্তা-চেতনা, দৃষ্টিভঙ্গি ও লিখন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটি এসেছে নিচের কোনটির মাধ্যমে?
Ο ক) গবেষকদের প্রচেষ্টার দ্বারা
Ο খ) ইতিহাসের প্রবহমান ধারায়
Ο গ) সামাজিক পরিবর্তনের মাধ্যমে
Ο ঘ) সমাজ চিন্তাবিদদের প্রচেষ্টায়
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post