এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৯: দুর্যোগের সাথে বসবাস (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৯: দুর্যোগের সাথে বসবাস (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ১৯৬১-২০০৩ সালের মধ্যে সমুদ্রভূপৃষ্ঠের উচ্চ প্রতি বছরে গড়ে কত বৃদ্ধি পেয়েছে?
Ο ক) ১ মিলিমিটার
Ο খ) ১.৫ মিলিমিটার
Ο গ) ০.১৮ মিলিমিটার
Ο ঘ) ২ মিলিমিটার
সঠিক উত্তর: (গ)

২. সুনামিতে সৃষ্ট ঢেউয়ে দুরত্ব সর্বোচ্চ কত হতে পারে?
Ο ক) ৪০ মাইল
Ο খ) ৬০ মাইল
Ο গ) ৮০ মাইল
Ο ঘ) ১০০ মাইল
সঠিক উত্তর: (ঘ)

৩. সাইক্লোন সৃষ্টির মূল কারণ-
i. নিম্নচাপ
ii. উচ্চচাপ
iii. উচ্চ তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪. দূর প্রাচ্যের দেশগুলোতে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?
Ο ক) সিডর
Ο খ) হারিকেন
Ο গ) সাইক্লোন
Ο ঘ) টাইফুন
সঠিক উত্তর: (ঘ)

৫. বৈশ্বিক উষ্ণতার প্রাকৃতিক কারণ হলো-
i. দাবানল
ii. বন্যা
iii. আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬. বাংলাদেশে সবচেয়ে বেশি মাত্রায় ভূমিকম্প হয়েছিল কোন সালে?
Ο ক) ১৭৯৫
Ο খ) ১৮৯৭
Ο গ) ১৯০৭
Ο ঘ) ২০০৭
সঠিক উত্তর: (খ)

৭. 'Ryklos' শব্দের অর্থ কী?
Ο ক) সাপের কুন্ডলী
Ο খ) ব্যাঙের ছাতা
Ο গ) বৃত্তাকার সাপ
Ο ঘ) দুমুখো সাপ
সঠিক উত্তর: (ক)

৮. ভূমিকম্পের কারণ কোনটি?
Ο ক) টেকটোনিক প্লেটের স্থান পরিবর্তন
Ο খ) টেকটোনিক প্লেটের স্থান দখল
Ο গ) টেকটোনিক প্লেটের গঠন প্রক্রিয়া
Ο ঘ) টেকটোনিক প্লেটের দহন
সঠিক উত্তর: (ক)

৯. বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন কত সালে আঘাত হানে?
Ο ক) ১৯৭৪
Ο খ) ১৯৮১
Ο গ) ১৯৯১
Ο ঘ) ২০০৭
সঠিক উত্তর: (গ)

১০. নগরায়ন মূলত কিসের সাথে সম্পৃক্ত?
Ο ক) জনসংখ্যা বৃদ্ধির সাথে
Ο খ) শহরতলীর উদ্ভবের সাথে
Ο গ) নগরের সুবিধাদির সাথে
Ο ঘ) নগর অধিবাসীদের সাথে
সঠিক উত্তর: (ক)

১১. আমেরিকাতে ঘূর্ণিঝড়কে কী বলা হয়?
Ο ক) সাইক্লোন
Ο খ) টাইফুন
Ο গ) হারিকেন
Ο ঘ) টর্নেডো
সঠিক উত্তর: (গ)

১২. সালফার ডাইঅক্সাইড নির্গত হয়-
i. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
ii. গৃহস্থালির চুলা
iii. রেফ্রিজারেটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৩. ১৯৯১-১৯৯২ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
Ο ক) প্রায় ৮ কোটি
Ο খ) প্রায় ১০ কোটি
Ο গ) প্রায় ১২ কোটি
Ο ঘ) প্রায় ১৪ কোটি
সঠিক উত্তর: (খ)

১৪. বৈশ্বিক উষ্ণতার কারণ কী জাতীয় গ্যাস?
Ο ক) উচ্চ চাপে তরল গ্যাস
Ο খ) গ্রিস হাউস গ্যাস
Ο গ) চার্জ নিরপেক্ষ গ্যাস
Ο ঘ) আয়নিক গ্যাস
সঠিক উত্তর: (খ)

১৫. বাংলাদেশে সবচেয়ে প্রলয়ঙ্করী টর্নেডো আঘাত হানে কখন?
Ο ক) ১৯৮৯ সালে মানিকগঞ্জের সাটুরিয়াতে
Ο খ) ১৯৯২ সালে মানিকগঞ্জের সদরে
Ο গ) ১৯৯৫ সালে চট্রগামের বাঁশকানিয়ায়
Ο ঘ) ১৯৯৮ সালে নোয়াখালীর সোনাইমুড়িতে
সঠিক উত্তর: (ক)

১৬. বন্যায় দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষাকল্পে গৃহীত ব্যবস্থা কী হবে?
Ο ক) ত্রাণ তহবিল গঠন
Ο খ) ঘরে ঘরে নৌকা প্রদান
Ο গ) উচু বাঁধ নির্মাণ
Ο ঘ) পেশাগত পরিবর্তন
সঠিক উত্তর: (ক)

১৭. বিশেষজ্ঞগণের মতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ২০৫০ সাল নাগাদ গম উৎপাদন শতকরা কত ভাগ কমে যাবে?
Ο ক) ৬.৬%
Ο খ) ৮.৮%
Ο গ) ৩০%
Ο ঘ) ৩২%
সঠিক উত্তর: (ঘ)

১৮. প্রকৃতির সংরক্ষণশীলতার অনন্য উপায় কোনটি?
Ο ক) দূষণ থেকে সম্পদ রক্ষা
Ο খ) সম্পদের ব্যব্হার কমানো
Ο গ) একই জিনিসের বারবার ব্যবহার
Ο ঘ) প্রকৃতিতে হস্তক্ষেপ না করা
সঠিক উত্তর: (ঘ)

১৯. সুনামি সৃষ্টির কারণ-
i. আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
ii. ভূমিধস
iii. নভোজাগতিক ঘটনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০. জন্মহার ও মৃত্যুহার সমনা হলে কী হবে?
Ο ক) জনসংখ্যা বৃদ্ধি পাবে না
Ο খ) জনসংখ্যা বৃদ্ধি পাবে
Ο গ) জনসংখ্যা কমে যাবে
Ο ঘ) জনসংখ্যা শূণ্য হবে
সঠিক উত্তর: (ক)

২১. সাইক্লোন ও টর্নোডোকে তুমি কীসের ভিত্তিতে আলাদা করতে পার?
Ο ক) স্থায়িত্বের ভিত্তিতে
Ο খ) সময়ের ভিত্তিতে
Ο গ) তীব্রতার ভিত্তিতে
Ο ঘ) উৎসস্থলের ভিত্তিতে
সঠিক উত্তর: (ঘ)

২২. বাংলাদেশের পরিবেশগত সমস্যা-
i. জনসংখ্যা বৃদ্ধি
ii. নগরায়ন
iii. বনশূণ্য করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. স্মরণকালে সবচেয়ে প্রলয়কারী সাইক্লোন কত সালে হয়েছিল?
Ο ক) ১৯৬৩
Ο খ) ১৯৬৫
Ο গ) ১৯৭০
Ο ঘ) ১৯৮৫
সঠিক উত্তর: (গ)

২৪. ১৮৮৫ সালের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় ছিল?
Ο ক) বগুড়া
Ο খ) সিরাজগঞ্জ
Ο গ) শেরপুর
Ο ঘ) মানিকগঞ্জের কাছাকাছি
সঠিক উত্তর: (ঘ)

২৫. সুনামিকে বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) চতুর্থ
সঠিক উত্তর: (গ)

২৬. ১৯৬০ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে কতটি সাইক্লোন আঘাত হেনেছে?
Ο ক) ৪০টি
Ο খ) ৪৫টি
Ο গ) ৫০টি
Ο ঘ) ৫৫টি
সঠিক উত্তর: (গ)

২৭. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য জাপানের মানুষ কী দিয়ে ঘরবাড়ি তৈরি করত?
Ο ক) ইট
Ο খ) বাঁশ
Ο গ) কাগজ
Ο ঘ) খড়
সঠিক উত্তর: (গ)

২৮. সুনামিতে সৃষ্ট সমুদ্রের ঢেউয়ের গতিবেগ কোনটি?
Ο ক) ৫০০-৬০০ মাইল/ঘন্টা
Ο খ) ৪০০-৬০০ মাইল/ঘন্টা
Ο গ) ৫০০-৮০০ মাইল/ঘন্টা
Ο ঘ) ২০০-৩০০ মাইল/ঘন্টা
সঠিক উত্তর: (গ)

২৯. ২০৮০ সালের মধ্যে পৃষ্ঠের উচ্চতা কত সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে?
Ο ক) ৩০ সে.মি.
Ο খ) ৩৪ সে.মি.
Ο গ) ৩৮ সে.মি.
Ο ঘ) ৪০ সে.মি.
সঠিক উত্তর: (খ)

৩০. বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন কোনটি?
Ο ক) শালবন
Ο খ) সুন্দরবন
Ο গ) গজারি বন
Ο ঘ) উপকূলীয় কেওড়া বন
সঠিক উত্তর: (খ)

৩১. বাংলাদেশে খরা প্রতিরোধে করণীয়-
i. পানির সরবরাহ বাড়ানো
ii. ভারতের সাথে কার্যকর পানি বন্টন চুক্তি করা
iii. ইরি ধান চাষকে অনুৎসাহিত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. ১৯৫০ সালের পর থেকে শুধু জনসংখ্যা বৃদ্ধির কারণে শতকরা কত ভাগ বনভূমি উজাড় হয়ে গেছে?
Ο ক) ৩০%
Ο খ) ৫০%
Ο গ) ৮০%
Ο ঘ) ৯০%
সঠিক উত্তর: (গ)

৩৩. ব্রিটিশ নিয়মে আংশিক খরা কোনটি?
Ο ক) একটানা ২ সপ্তাহ ০.২৫ মিলিমিটারের কম বৃষ্টি
Ο খ) একটানা ৩ সপ্তাহ ০.৩০ মিলিমিটারের কম বৃষ্টি
Ο গ) একটানা ৪ সপ্তাহ ০.২৫ মিলিমিটারের কম বৃষ্টি
Ο ঘ) একটানা ৪ সপ্তাহ ০.৪৫ মিলিমিটারের কম বৃষ্টি
সঠিক উত্তর: (গ)

৩৪. বন্যার ফলে যে পানিবাহিত রোগ হয়- i. কলেরা ii. ডায়ারিয়া iii. হাম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৫. বর্তমানে বিশ্বের জনসংখ্যা কত?
Ο ক) ৬.৬ বিলিয়ন
Ο খ) ৬.৬০ মিলিয়ন
Ο গ) ৭.০৭ বিলিয়ন
Ο ঘ) ৭.৭ মিলিয়ন
সঠিক উত্তর: (ক)

৩৬. ভারত মহাসাগরে জাহাজ চলাচলে দিক-নির্দেশনা মানচিত্র এলোমেলো করে দেওয়ার পিছনে কোন প্রাকৃতিক দুর্যোগ দায়ী?
Ο ক) সুনামি
Ο খ) ভূমিকম্প
Ο গ) অগ্নুৎপাত
Ο ঘ) ঘূণিঝড়
সঠিক উত্তর: (ক)

৩৭. ১৯৭০ সালের সাইক্লোন কত মানুষের মৃত্যু ঘটে?
Ο ক) ৪ লক্ষ
Ο খ) ৫ লক্ষ
Ο গ) ৬ লক্ষ
Ο ঘ) ৭ লক্ষ
সঠিক উত্তর: (খ)

৩৮. সুনামিতে কোন কোন প্লেটের সংঘর্ষ হয়?
Ο ক) এশিয়ান ও ইউরোশিয়ান প্লেট
Ο খ) ইউরোশিয়ান ও অস্ট্রেলিয়ান প্লেট
Ο গ) এশিয়ান ও অস্ট্রেলিয়ান প্লেট
Ο ঘ) অস্ট্রেলিয়ান ও আফ্রিকান প্লেট
সঠিক উত্তর: (খ)

৩৯. কোনটি বাষ্পীভবনে সাহায্য করে?
Ο ক) সুপ্ততাপ
Ο খ) লীনতাপ
Ο গ) আপেক্ষিক সু্প্ততাপ
Ο ঘ) গলনাঙ্ক
সঠিক উত্তর: (ক)

৪০. জলবায়ু পরিবর্তনের ফলে কোন প্রাণঘাতী রোগের সৃষ্টি হয়?
Ο ক) এইডস
Ο খ) ডায়রিয়া
Ο গ) অ্যানথ্রাক্স
Ο ঘ) কলেরা
সঠিক উত্তর: (গ)

৪১. ১৯৬০ সালের পর বাংলাদেশে এ পর্যন্ত কত কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে?
Ο ক) ১০০০ কিলোমিটার
Ο খ) ৩০০০ কিলোমিটার
Ο গ) ৫০০০ কিলোমিটার
Ο ঘ) ৮০০০ কিলোমিটার
সঠিক উত্তর: (ঘ)

৪২. খরাপ্রবণ জেলা কোনটি?
Ο ক) সিলেট
Ο খ) চট্রগ্রাম
Ο গ) রাজশাহী
Ο ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর: (গ)

৪৩. এসিড বৃষ্টিসৃষ্ট মাটির এসিডটি নষ্ট করতে নিচের কোনটি ব্যবহার করতে হবে?
Ο ক) ক্যালসিয়াম কার্বনেট
Ο খ) ক্যালসিয়াম সালফেট
Ο গ) লাইমস্টোন
Ο ঘ) আর্সেনাইট
সঠিক উত্তর: (গ)

৪৪. বাংলাদেশের কোন জেলায় প্রতিবছর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বন্যা দেখা দেয়?
Ο ক) রাজশাহী
Ο খ) পঞ্চগড়
Ο গ) পীরগঞ্জ
Ο ঘ) সিরাজগঞ্জ
সঠিক উত্তর: (ঘ)

৪৫. গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ-
i. যানবাহন
ii. শিল্পকারখানা
iii. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. উপকূলীয় অঞ্চলে বন্যার কারণ কোনটি?
Ο ক) ভারি বৃষ্টিপাত
Ο খ) নদী ভরাট হওয়া
Ο গ) জলোচ্ছ্বাস
Ο ঘ) জোয়ার-ভাটা
সঠিক উত্তর: (গ)

৪৭. খরার কারণ হল-
i. নদীর গতিপথ পরিবর্তন
ii. পানি প্রত্যাহার
iii. ভূগর্ভস্থ পানির উত্তোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৮. হিমালয় বাংলাদেশের কোন পাশে অবস্থিত?
Ο ক) পূর্বে
Ο খ) পশ্চিমে
Ο গ) উত্তরে
Ο ঘ) দক্ষিণে
সঠিক উত্তর: (গ)

৪৯. বাংলাদেশে সবচেয়ে প্রলায়ঙ্করী সাইক্লোন আঘাত হানে কোন সালে?
Ο ক) ১৯৭০
Ο খ) ১৯৭৪
Ο গ) ১৯৯৫
Ο ঘ) ২০০৫
সঠিক উত্তর: (ক)

৫০. ঢাকা, কুমিল্লা ও চট্রগ্রাম ৮.৭ মাত্রার ভূমিকম্প হয় কত সালে?
Ο ক) ১৮৮৫ সালে
Ο খ) ১৮৯৭ সালে
Ο গ) ১৯১৮ সালে
Ο ঘ) ১৯৯৭ সালে
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post