ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৮: আমাদের সম্পদ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. মাটিতে বিদ্যমান যৌগসমূহ কী ধরনের?
Ο ক) জৈব
Ο খ) অজৈব
Ο গ) রাসায়নিক
Ο ঘ) কৃত্রিম
সঠিক উত্তর: (খ)
২. খনিজ পদার্থসমূহ কোন ধরনের হয়?
Ο ক) পাউডারের মত
Ο খ) খুবই মিহি
Ο গ) দানাদার
Ο ঘ) তরল
সঠিক উত্তর: (গ)
৩. কয়লার মূল উপাদান কোনটি?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) কার্বন
Ο গ) সালফার
Ο ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (খ)
৪. পেট্রোলিয়ামের ব্যবহারগুলো হলো-
i. কীটনাশক তৈরিতে
ii. মোম তৈরিতে
iii. সার তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫. প্রাকৃতিক গ্যাসের-
i. ১% ব্যবহৃত হয় বাণিজ্যিক প্রতিষ্ঠানে
ii. ১১% ব্যবহৃত হয় জ্বালানিতে
iii. ৫১% প্রয়োজন বিদ্যুৎ উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬. গাছের শিকড়ের সাহায্য মাটি থেকে খনিজ পদার্থ গ্রহণের জন্য নিচের কোনটি মাধ্যম হিসাবে কাজ করে?
Ο ক) মাটি
Ο খ) পানি
Ο গ) বায়ু
Ο ঘ) সূর্যালোক
সঠিক উত্তর: (খ)
৭. কয়লা পরিশোধিত সময় আলাদা করা হয়-
i. শিলাকণা
ii. ছাই
iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮. ল্যাটিন কোন শব্দ থেকে Bank শব্দটির উৎপত্তি হয় নি?
Ο ক) Banco
Ο খ) Banque
Ο গ) Bankus
Ο ঘ) Bangk
সঠিক উত্তর: (গ)
৯. প্রাকৃতিক গ্যাসে কোন গ্যাসটি থাকে না?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) কার্বন ডাই অক্সাইড
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) কার্বন মনোক্সাইড
সঠিক উত্তর: (ঘ)
১০. মাটিতে থাকা অক্সিজেন যে কাজে লাগে-
i. উপকরী অণুজীবের জন্ম ও বেড়ে উঠতে সহায়তা করে
ii. অদ্রবণীয় খনিজ পদার্থকে ভেঙে দ্রবণীয় খনিজ পদার্থে পরিণত করে
iii. প্রাণীর শ্বাসপ্রশ্বাসের কাজে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১. নিরপেক্ষ মাটির pH কত?
Ο ক) ৫
Ο খ) ৬
Ο গ) ৭
Ο ঘ) ৮
সঠিক উত্তর: (গ)
১২. ম্যাগনেটাইট কী তৈরিতে ব্যবহৃত হয়?
Ο ক) স্বর্ণ
Ο খ) তামা
Ο গ) লোহা
Ο ঘ) কাঁসা
সঠিক উত্তর: (গ)
১৩. কোন স্তর খনিজ পদার্থে ভরা থাকে?
Ο ক) সাবসয়েল
Ο খ) টপসয়েল
Ο গ) সারফেস সয়েল
Ο ঘ) হরাইজোন
সঠিক উত্তর: (ক)
১৪. প্রোটিন ও অ্যামাইনো এসিড কিসের দ্বারা ভাঙে?
Ο ক) ছত্রাক
Ο খ) ব্যাকটেরিয়া
Ο গ) ভাইরাস
Ο ঘ) শৈবাল
সঠিক উত্তর: (খ)
১৫. কোন মাটিতে পানি আটকে থাকে না?
Ο ক) বালি মাটি
Ο খ) পলি মাটি
Ο গ) এঁটেল মাটি
Ο ঘ) কাঁদা মাটি
সঠিক উত্তর: (ক)
১৬. মাটিতে গ্যাস থাকে- i. সাইট্রোজেন ii. অক্সিজেন iii. কার্বন ডাইঅক্সাইড নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭. অ্যামাইনো এসিড ভেঙে উৎপন্ন হয়-
i. হাইড্রোজেন সালফাইড গ্যাস
ii. সালফার ট্রাই অক্সাইড গ্যাস
iii. ফসফরাস অক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮. লিগনাইট কয়লার শতকরা কতভাগ কার্বন থাকে?
Ο ক) ৪০ ভাগ
Ο খ) ৫০ ভাগ
Ο গ) ৬০ ভাগ
Ο ঘ) ৭০ ভাগ
সঠিক উত্তর: (খ)
১৯. বালু মাটির প্রধান বৈশিষ্ট্যগুলো হলো-
i. পানি ধারণ ক্ষমতা বেশি
ii. মাটির কণার আকার বড়
iii. এ মাটি অতি ক্ষুদ্র শিলা ও খনিজ পদার্থ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২০. খরস্রোতা নদীর পাড়ে দিতে হয়-
i. বালুর বস্তা
ii. গাছের গুঁড়ি
iii. কংক্রিটের ব্লক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১. দোআঁশ মাটির উপাদান- i. বালু ii. পলি iii. কাঁদা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২. সাধারণত মাটিকে চার ভাগে ভাগ করা যায়-
i. গঠন অনুযায়ী
ii. বর্ণ অনুযায়ী
iii. পানি ধারণক্ষমতা অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩. প্রাকৃতিক গ্যাস তৈরি হয়-
i. উল্কাপাতের ফলে
ii. মৃত গাছপালা হতে
iii. মৃত প্রাণীদের হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৪. পিক কী?
Ο ক) স্পঞ্জের মত ছিদ্রযুক্ত জৈব পদার্থ
Ο খ) পানিযুক্ত অজৈব পদার্থ
Ο গ) পরিশোধিত খনিজ পদার্থ
Ο ঘ) আংশিক পাতন প্রক্রিয়ায় উৎপন্ন হয়
সঠিক উত্তর: (ক)
২৫. কোন গ্যাসটি মাটিতে থাকে?
Ο ক) ক্লোরিন গ্যাস
Ο খ) ফ্লোরিন গ্যাস
Ο গ) হাইড্রোজেন গ্যাস
Ο ঘ) কার্বন ডাইঅক্সাইড গ্যাস
সঠিক উত্তর: (ঘ)
২৬. প্রাকৃতিক গ্যাসের অন্যতম ব্যবহার হয় কোন খাতে?
Ο ক) রান্নার কাজে
Ο খ) বিদ্যুৎ উৎপাদনের জন্য
Ο গ) ইউরিয়া সার তৈরিতে
Ο ঘ) শিল্প কারখানায়
সঠিক উত্তর: (খ)
২৭. বিটুমিনাস কত বছরের পুরানো?
Ο ক) ১৫০ মিলিয়ন বছর
Ο খ) ২০০ মিলিয়ন বছর
Ο গ) ৩০০ মিলিয়ন বছর
Ο ঘ) ৩৫০ মিলিয়ন বছর
সঠিক উত্তর: (গ)
২৮. পিটিমাটি ফসল উৎপাদনের জন্য তেমন উপযোগী নয় কারণ-
i. জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে
ii. ডোবা ও আর্দ্র এলাকায় এ মাটি পাওয়া যায়
iii. মাটিতে পুষ্টি উপাদান অনেক কম থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯. রাসায়নিক সারের তুলনায় জৈব সার উত্তম বিবেচিত হওয়ার কারণ-
i. এর হিউমাস পানি শোষণ করতে পারে
ii. এতে উপকারী পোকামাকড়ের ক্ষতি হয় না
iii. এতে একই ফসল বারবার চাষ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০. পিটি মাটির বৈশিষ্ট্য-
i. জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে
ii. পানি ধারণক্ষমতা সবচেয়ে বেশি
iii. খনিজ পদার্থের পরিমাণ অনেক বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১. মাটি দূষণের ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। মাটির ক্ষতিকর পদার্থ এক্ষেত্রে প্রাণিজগতে বিদ্যমান কোন প্রক্রিয়াটিকে বিঘ্নিত করে?
Ο ক) প্রস্বেদন প্রক্রিয়া
Ο খ) শ্বসন প্রক্রিয়া
Ο গ) সালোকসংশেষণ
Ο ঘ) খাদ্যশৃঙ্খল
সঠিক উত্তর: (ঘ)
৩২. কার্বন ছাড়াও কয়লাতে থাকতে পারে- i. অক্সিজেন ii. সোডিয়াম iii. সালফার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩. মাটি এসিডিক হলে কোন খনিজ পদার্থটি ব্যবহার করলে প্রশমন হয়?
Ο ক) ম্যাগনেটাইট
Ο খ) কোয়াটজ
Ο গ) জিপসাম
Ο ঘ) চুনাপাথর
সঠিক উত্তর: (ঘ)
৩৪. মাশরুম নিচের কোন তেজস্ক্রিয় পদার্থটি সঞ্চয় করে?
Ο ক) সিজিয়াম
Ο খ) ইউরেনিয়াম
Ο গ) রেডিয়াম
Ο ঘ) থোরিয়াম
সঠিক উত্তর: (ক)
৩৫. গহনা তৈরিতে ব্যবহৃত মৌল- i. Ag ii. Au iii. Hg নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬. শিল্পকারখানার বর্জ্যে থাকা প্রোটিন বা অ্যামিনো এসিড যে সকল গ্যাস তৈরি করে সেগুলো হলো-
i. হাইড্রোজেন সালফাইড
ii. সালফার ডাই অক্সাইড
iii. কার্বন ডাইক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৭. মাটি কী থেকে তৈরি হয়?
Ο ক) পাথর
Ο খ) বালু
Ο গ) শিলা
Ο ঘ) মানুষ ও জীবজন্তুর মৃতুদেহ পঁচে
সঠিক উত্তর: (গ)
৩৮. গ্যাসকূপে গ্যাসের সাথে কী থাকে?
Ο ক) স্বর্ণ
Ο খ) তেল
Ο গ) লোহা
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (খ)
৩৯. ফসল চাষের জন্য কোন ধরনের মাটি অধিক উপযোগী?
Ο ক) পলি মাটি
Ο খ) দোআঁশ মাটি
Ο গ) কাদা মাটি
Ο ঘ) বেলে মাটি
সঠিক উত্তর: (খ)
৪০. পেট্রোলিয়াম-
i. খনি হতে উত্তোলন করা হয়
ii. আংশিক পাতন প্রক্রিয়ায় পৃথক করা হয়
iii. কয়লার সাতে খনিতে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১. মাটিতে জৈব খনিজ পদার্থের পরিমাণ কত?
Ο ক) ৫%
Ο খ) ২৫%
Ο গ) ৩৫%
Ο ঘ) ৪৫%
সঠিক উত্তর: (ক)
৪২. নিচের কোনটি স্তরটি সাধারণত বালুময় হয়?
Ο ক) টপ সয়েল
Ο খ) সাব সয়েল
Ο গ) প্যারেন্টামেটেরিয়াল
Ο ঘ) বেড রক
সঠিক উত্তর: (ক)
৪৩. ম্যাগনেটাইট খনিজ পদার্থ থেকে প্রাপ্ত মৌল-
i. এর আকরিক হেমাটাইট
ii. গহনা ও ধাতব মুদ্রা তৈরীতে ব্যবহৃত হয়
iii. ধাতব খনিজ পদার্থের মধ্যে অন্যতম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৪. মাটির pH এর সাথে সম্পর্কযুক্ত কোনটি?
Ο ক) মাটির আর্দ্রতা
Ο খ) মাটির ভাঙন
Ο গ) ফসলের উৎপাদনশীলতা
Ο ঘ) তেল-ধারণ ক্ষমতা
সঠিক উত্তর: (গ)
৪৫. মাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানদন্ড হলো pH । এই মানদন্ডটি প্রযোজ্য-
i. কৃষিক্ষেত্রে
ii. মৃৎশিল্পে
iii. ইটের ভাটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৬. দেশের বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় কী দ্বারা?
Ο ক) তেল দ্বারা
Ο খ) পারমাণবিক চুল্লি থেকে
Ο গ) ডিজেল থেকে
Ο ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর: (ঘ)
৪৭. জ্বালানি হিসাবে রান্নার কাজে, গাড়ি ও শিল্পকারখানায় ব্যবহৃত হয়-
i. গ্যাস
ii. মাইকা
iii. পেট্রোল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৮. বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে। এই খনিজ সম্পদের প্রাচুর্য অন্য কোন খনিজ সম্পদের প্রাপ্যতার সম্ভাবনা সৃষ্টি করে?
Ο ক) কাচবালি
Ο খ) চিনামাটি
Ο গ) খনিজ তেল
Ο ঘ) খনিজ কয়লা
সঠিক উত্তর: (গ)
৪৯. বেশির ভাগ খনিজ পদার্থ কোন অবস্থায় পাওয়া যায়?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়ুবীয়
Ο ঘ) উদ্বায়ী
সঠিক উত্তর: (ক)
৫০. ধাতব খনিজ পদার্থ কোনটি?
Ο ক) মাইকা
Ο খ) কোর্য়াটাজ
Ο গ) রূপা
Ο ঘ) কয়লা
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. মাটিতে বিদ্যমান যৌগসমূহ কী ধরনের?
Ο ক) জৈব
Ο খ) অজৈব
Ο গ) রাসায়নিক
Ο ঘ) কৃত্রিম
সঠিক উত্তর: (খ)
২. খনিজ পদার্থসমূহ কোন ধরনের হয়?
Ο ক) পাউডারের মত
Ο খ) খুবই মিহি
Ο গ) দানাদার
Ο ঘ) তরল
সঠিক উত্তর: (গ)
৩. কয়লার মূল উপাদান কোনটি?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) কার্বন
Ο গ) সালফার
Ο ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (খ)
৪. পেট্রোলিয়ামের ব্যবহারগুলো হলো-
i. কীটনাশক তৈরিতে
ii. মোম তৈরিতে
iii. সার তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫. প্রাকৃতিক গ্যাসের-
i. ১% ব্যবহৃত হয় বাণিজ্যিক প্রতিষ্ঠানে
ii. ১১% ব্যবহৃত হয় জ্বালানিতে
iii. ৫১% প্রয়োজন বিদ্যুৎ উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬. গাছের শিকড়ের সাহায্য মাটি থেকে খনিজ পদার্থ গ্রহণের জন্য নিচের কোনটি মাধ্যম হিসাবে কাজ করে?
Ο ক) মাটি
Ο খ) পানি
Ο গ) বায়ু
Ο ঘ) সূর্যালোক
সঠিক উত্তর: (খ)
৭. কয়লা পরিশোধিত সময় আলাদা করা হয়-
i. শিলাকণা
ii. ছাই
iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮. ল্যাটিন কোন শব্দ থেকে Bank শব্দটির উৎপত্তি হয় নি?
Ο ক) Banco
Ο খ) Banque
Ο গ) Bankus
Ο ঘ) Bangk
সঠিক উত্তর: (গ)
৯. প্রাকৃতিক গ্যাসে কোন গ্যাসটি থাকে না?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) কার্বন ডাই অক্সাইড
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) কার্বন মনোক্সাইড
সঠিক উত্তর: (ঘ)
১০. মাটিতে থাকা অক্সিজেন যে কাজে লাগে-
i. উপকরী অণুজীবের জন্ম ও বেড়ে উঠতে সহায়তা করে
ii. অদ্রবণীয় খনিজ পদার্থকে ভেঙে দ্রবণীয় খনিজ পদার্থে পরিণত করে
iii. প্রাণীর শ্বাসপ্রশ্বাসের কাজে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১. নিরপেক্ষ মাটির pH কত?
Ο ক) ৫
Ο খ) ৬
Ο গ) ৭
Ο ঘ) ৮
সঠিক উত্তর: (গ)
১২. ম্যাগনেটাইট কী তৈরিতে ব্যবহৃত হয়?
Ο ক) স্বর্ণ
Ο খ) তামা
Ο গ) লোহা
Ο ঘ) কাঁসা
সঠিক উত্তর: (গ)
১৩. কোন স্তর খনিজ পদার্থে ভরা থাকে?
Ο ক) সাবসয়েল
Ο খ) টপসয়েল
Ο গ) সারফেস সয়েল
Ο ঘ) হরাইজোন
সঠিক উত্তর: (ক)
১৪. প্রোটিন ও অ্যামাইনো এসিড কিসের দ্বারা ভাঙে?
Ο ক) ছত্রাক
Ο খ) ব্যাকটেরিয়া
Ο গ) ভাইরাস
Ο ঘ) শৈবাল
সঠিক উত্তর: (খ)
১৫. কোন মাটিতে পানি আটকে থাকে না?
Ο ক) বালি মাটি
Ο খ) পলি মাটি
Ο গ) এঁটেল মাটি
Ο ঘ) কাঁদা মাটি
সঠিক উত্তর: (ক)
১৬. মাটিতে গ্যাস থাকে- i. সাইট্রোজেন ii. অক্সিজেন iii. কার্বন ডাইঅক্সাইড নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭. অ্যামাইনো এসিড ভেঙে উৎপন্ন হয়-
i. হাইড্রোজেন সালফাইড গ্যাস
ii. সালফার ট্রাই অক্সাইড গ্যাস
iii. ফসফরাস অক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮. লিগনাইট কয়লার শতকরা কতভাগ কার্বন থাকে?
Ο ক) ৪০ ভাগ
Ο খ) ৫০ ভাগ
Ο গ) ৬০ ভাগ
Ο ঘ) ৭০ ভাগ
সঠিক উত্তর: (খ)
১৯. বালু মাটির প্রধান বৈশিষ্ট্যগুলো হলো-
i. পানি ধারণ ক্ষমতা বেশি
ii. মাটির কণার আকার বড়
iii. এ মাটি অতি ক্ষুদ্র শিলা ও খনিজ পদার্থ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২০. খরস্রোতা নদীর পাড়ে দিতে হয়-
i. বালুর বস্তা
ii. গাছের গুঁড়ি
iii. কংক্রিটের ব্লক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১. দোআঁশ মাটির উপাদান- i. বালু ii. পলি iii. কাঁদা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২. সাধারণত মাটিকে চার ভাগে ভাগ করা যায়-
i. গঠন অনুযায়ী
ii. বর্ণ অনুযায়ী
iii. পানি ধারণক্ষমতা অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩. প্রাকৃতিক গ্যাস তৈরি হয়-
i. উল্কাপাতের ফলে
ii. মৃত গাছপালা হতে
iii. মৃত প্রাণীদের হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৪. পিক কী?
Ο ক) স্পঞ্জের মত ছিদ্রযুক্ত জৈব পদার্থ
Ο খ) পানিযুক্ত অজৈব পদার্থ
Ο গ) পরিশোধিত খনিজ পদার্থ
Ο ঘ) আংশিক পাতন প্রক্রিয়ায় উৎপন্ন হয়
সঠিক উত্তর: (ক)
২৫. কোন গ্যাসটি মাটিতে থাকে?
Ο ক) ক্লোরিন গ্যাস
Ο খ) ফ্লোরিন গ্যাস
Ο গ) হাইড্রোজেন গ্যাস
Ο ঘ) কার্বন ডাইঅক্সাইড গ্যাস
সঠিক উত্তর: (ঘ)
২৬. প্রাকৃতিক গ্যাসের অন্যতম ব্যবহার হয় কোন খাতে?
Ο ক) রান্নার কাজে
Ο খ) বিদ্যুৎ উৎপাদনের জন্য
Ο গ) ইউরিয়া সার তৈরিতে
Ο ঘ) শিল্প কারখানায়
সঠিক উত্তর: (খ)
২৭. বিটুমিনাস কত বছরের পুরানো?
Ο ক) ১৫০ মিলিয়ন বছর
Ο খ) ২০০ মিলিয়ন বছর
Ο গ) ৩০০ মিলিয়ন বছর
Ο ঘ) ৩৫০ মিলিয়ন বছর
সঠিক উত্তর: (গ)
২৮. পিটিমাটি ফসল উৎপাদনের জন্য তেমন উপযোগী নয় কারণ-
i. জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে
ii. ডোবা ও আর্দ্র এলাকায় এ মাটি পাওয়া যায়
iii. মাটিতে পুষ্টি উপাদান অনেক কম থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯. রাসায়নিক সারের তুলনায় জৈব সার উত্তম বিবেচিত হওয়ার কারণ-
i. এর হিউমাস পানি শোষণ করতে পারে
ii. এতে উপকারী পোকামাকড়ের ক্ষতি হয় না
iii. এতে একই ফসল বারবার চাষ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০. পিটি মাটির বৈশিষ্ট্য-
i. জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে
ii. পানি ধারণক্ষমতা সবচেয়ে বেশি
iii. খনিজ পদার্থের পরিমাণ অনেক বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১. মাটি দূষণের ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। মাটির ক্ষতিকর পদার্থ এক্ষেত্রে প্রাণিজগতে বিদ্যমান কোন প্রক্রিয়াটিকে বিঘ্নিত করে?
Ο ক) প্রস্বেদন প্রক্রিয়া
Ο খ) শ্বসন প্রক্রিয়া
Ο গ) সালোকসংশেষণ
Ο ঘ) খাদ্যশৃঙ্খল
সঠিক উত্তর: (ঘ)
৩২. কার্বন ছাড়াও কয়লাতে থাকতে পারে- i. অক্সিজেন ii. সোডিয়াম iii. সালফার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩. মাটি এসিডিক হলে কোন খনিজ পদার্থটি ব্যবহার করলে প্রশমন হয়?
Ο ক) ম্যাগনেটাইট
Ο খ) কোয়াটজ
Ο গ) জিপসাম
Ο ঘ) চুনাপাথর
সঠিক উত্তর: (ঘ)
৩৪. মাশরুম নিচের কোন তেজস্ক্রিয় পদার্থটি সঞ্চয় করে?
Ο ক) সিজিয়াম
Ο খ) ইউরেনিয়াম
Ο গ) রেডিয়াম
Ο ঘ) থোরিয়াম
সঠিক উত্তর: (ক)
৩৫. গহনা তৈরিতে ব্যবহৃত মৌল- i. Ag ii. Au iii. Hg নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬. শিল্পকারখানার বর্জ্যে থাকা প্রোটিন বা অ্যামিনো এসিড যে সকল গ্যাস তৈরি করে সেগুলো হলো-
i. হাইড্রোজেন সালফাইড
ii. সালফার ডাই অক্সাইড
iii. কার্বন ডাইক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৭. মাটি কী থেকে তৈরি হয়?
Ο ক) পাথর
Ο খ) বালু
Ο গ) শিলা
Ο ঘ) মানুষ ও জীবজন্তুর মৃতুদেহ পঁচে
সঠিক উত্তর: (গ)
৩৮. গ্যাসকূপে গ্যাসের সাথে কী থাকে?
Ο ক) স্বর্ণ
Ο খ) তেল
Ο গ) লোহা
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (খ)
৩৯. ফসল চাষের জন্য কোন ধরনের মাটি অধিক উপযোগী?
Ο ক) পলি মাটি
Ο খ) দোআঁশ মাটি
Ο গ) কাদা মাটি
Ο ঘ) বেলে মাটি
সঠিক উত্তর: (খ)
৪০. পেট্রোলিয়াম-
i. খনি হতে উত্তোলন করা হয়
ii. আংশিক পাতন প্রক্রিয়ায় পৃথক করা হয়
iii. কয়লার সাতে খনিতে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১. মাটিতে জৈব খনিজ পদার্থের পরিমাণ কত?
Ο ক) ৫%
Ο খ) ২৫%
Ο গ) ৩৫%
Ο ঘ) ৪৫%
সঠিক উত্তর: (ক)
৪২. নিচের কোনটি স্তরটি সাধারণত বালুময় হয়?
Ο ক) টপ সয়েল
Ο খ) সাব সয়েল
Ο গ) প্যারেন্টামেটেরিয়াল
Ο ঘ) বেড রক
সঠিক উত্তর: (ক)
৪৩. ম্যাগনেটাইট খনিজ পদার্থ থেকে প্রাপ্ত মৌল-
i. এর আকরিক হেমাটাইট
ii. গহনা ও ধাতব মুদ্রা তৈরীতে ব্যবহৃত হয়
iii. ধাতব খনিজ পদার্থের মধ্যে অন্যতম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৪. মাটির pH এর সাথে সম্পর্কযুক্ত কোনটি?
Ο ক) মাটির আর্দ্রতা
Ο খ) মাটির ভাঙন
Ο গ) ফসলের উৎপাদনশীলতা
Ο ঘ) তেল-ধারণ ক্ষমতা
সঠিক উত্তর: (গ)
৪৫. মাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানদন্ড হলো pH । এই মানদন্ডটি প্রযোজ্য-
i. কৃষিক্ষেত্রে
ii. মৃৎশিল্পে
iii. ইটের ভাটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৬. দেশের বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় কী দ্বারা?
Ο ক) তেল দ্বারা
Ο খ) পারমাণবিক চুল্লি থেকে
Ο গ) ডিজেল থেকে
Ο ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর: (ঘ)
৪৭. জ্বালানি হিসাবে রান্নার কাজে, গাড়ি ও শিল্পকারখানায় ব্যবহৃত হয়-
i. গ্যাস
ii. মাইকা
iii. পেট্রোল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৮. বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে। এই খনিজ সম্পদের প্রাচুর্য অন্য কোন খনিজ সম্পদের প্রাপ্যতার সম্ভাবনা সৃষ্টি করে?
Ο ক) কাচবালি
Ο খ) চিনামাটি
Ο গ) খনিজ তেল
Ο ঘ) খনিজ কয়লা
সঠিক উত্তর: (গ)
৪৯. বেশির ভাগ খনিজ পদার্থ কোন অবস্থায় পাওয়া যায়?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়ুবীয়
Ο ঘ) উদ্বায়ী
সঠিক উত্তর: (ক)
৫০. ধাতব খনিজ পদার্থ কোনটি?
Ο ক) মাইকা
Ο খ) কোর্য়াটাজ
Ο গ) রূপা
Ο ঘ) কয়লা
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science