ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৭: অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. নিম্নের কোন এসিডটি দই- এ বিদ্যমান?
Ο ক) সাইট্রিক এসিড
Ο খ) ল্যাকটিস এসিড
Ο গ) স্টিয়ারিক এসিড
Ο ঘ) ফসফরকি এসিড
সঠিক উত্তর: (খ)
২. বিশুদ্ধ পানিতে pH এর মান কত?
Ο ক) সাত
Ο খ) আট
Ο গ) নয়
Ο ঘ) দশ
সঠিক উত্তর: (ক)
৩. ক্ষারকের মধ্যে মিথাইল অরেঞ্জ যোগ করলে কী বর্ণ দেয়?
Ο ক) হলুদ
Ο খ) লাল
Ο গ) নীল
Ο ঘ) গোলাপি
সঠিক উত্তর: (ক)
৪. মুখ ধোয়ার প্রসাধনী সামগ্রীর pH কত?
Ο ক) 7
Ο খ) 6.6
Ο গ) 5.5
Ο ঘ) 9.5
সঠিক উত্তর: (গ)
৫. হাইড্রঅক্সাইড আয়ন উৎপন্ন করে কোনটি?
Ο ক) লবণ
Ο খ) সালফিউরিক এসিড
Ο গ) হাইড্রোক্লোরিক এসিড
Ο ঘ) ক্ষারক
সঠিক উত্তর: (ঘ)
৬. ফসফরিক এসিড-
i. একটি দুর্বল এসিড
ii. সার তৈরিতে ব্যবহৃত হয়
iii. অ্যামোনিয়াম ফসফেট প্রস্তুতিতে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭. ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধ কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ফিটকিরি
Ο খ) মারকিউরিক সালফেট
Ο গ) সোডিয়াম স্টিয়ারেট
Ο ঘ) টেস্টিং সল্ট
সঠিক উত্তর: (ক)
৮. শৈবালের উৎপাদন বন্ধে কোনটি খুব কার্যকরী?
Ο ক) তুঁতে
Ο খ) পটাসিয়াম নাইট্রেট
Ο গ) অ্যামোনিয়াম নাইট্রেট
Ο ঘ) অ্যামোনিয়াম ফসফেট
সঠিক উত্তর: (ক)
৯. হিস্টামিন কী ধরনের পদার্থ?
Ο ক) এসিড
Ο খ) ক্ষারক
Ο গ) লবণ
Ο ঘ) ভিটামিন
সঠিক উত্তর: (খ)
১০. প্রশমন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) লবণ ও পানি
Ο খ) এসিড ও পানি
Ο গ) ক্ষারক ও পানি
Ο ঘ) ক্ষার ও পানি
সঠিক উত্তর: (ক)
১১. খাওয়ার পর আমাদের মুখে কোন অবস্থার সৃষ্টি হয়?
Ο ক) ক্ষারীয়
Ο খ) এসিডীয়
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)
১২. মানবদেহের জন্য মারাত্মাক ক্ষতিকর কোনটি?
Ο ক) এসিটিক এসিড
Ο খ) সাইট্রিক এসিড
Ο গ) অক্সালিক এসিড
Ο ঘ) হাইড্রোক্লোরিক এসিড
সঠিক উত্তর: (ঘ)
১৩. আমেরিকার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী কোনটি এসিডিটি তৈরির কারণ?
Ο ক) পেয়াজ
Ο খ) রসুন
Ο গ) মরিচ
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ঘ)
১৪. নিচের কোনটি ক্ষারক?
Ο ক) ফরমিক এসিড
Ο খ) হাইড্রোক্লোরিক এসিড
Ο গ) ল্যাকটিক এসিড
Ο ঘ) স্ল্যাক লাইম
সঠিক উত্তর: (ঘ)
১৫. মাটি থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম চলে যায় তখন pH এর মান কত এর কম হয়?
Ο ক) আট
Ο খ) ছয়
Ο গ) তিন
Ο ঘ) দুই
সঠিক উত্তর: (গ)
১৬. ক্ষারকের ক্ষেত্রে-
i. এটি পানিতে দ্রবণীয়
ii. লাল লিটমাস নীল করে
iii. জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭. ক্ষারক ও এসিডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) লবণ
Ο খ) এসিড
Ο গ) ক্ষার
Ο ঘ) কোন বিক্রিয়া হয় না
সঠিক উত্তর: (ক)
১৮. কার্বোনিক এসিড কি ধরনের এসিড?
Ο ক) দুর্বল এসিড
Ο খ) শক্তিশালী এসিড
Ο গ) ক্ষারকীয়
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ক)
১৯. সোডিয়াম কার্বনেটে জলীয় দ্রবণ পেপারের কীরূপ পরিবর্তন করে?
Ο ক) নীলকে লাল করে
Ο খ) লালকে নীল করে
Ο গ) নীলকে হলুদ করে
Ο ঘ) লালকে হলুদ করে
সঠিক উত্তর: (খ)
২০. খাদ্যকে অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রান্ত্রে pH মান কত থাকা প্রয়োজন?
Ο ক) ৭
Ο খ) ৮
Ο গ) ৯
Ο ঘ) ১০
সঠিক উত্তর: (খ)
২২. পাকস্থলীতে কোন এসিড নিঃসৃত হয়?
Ο ক) কার্বোনিক এসিড
Ο খ) ফসফরিক এসিড
Ο গ) হাইড্রোক্লোরিক এসিড
Ο ঘ) স্টিয়ারিক এসিড
সঠিক উত্তর: (গ)
২৩. ভিটামিন সি কোন এসিড?
Ο ক) অক্সালিক এসিড
Ο খ) এসকরবিক এসিড
Ο গ) সাইট্রিক এসিড
Ο ঘ) নাইট্রিক এসিড
সঠিক উত্তর: (খ)
২৪. HCI কি ধরনের এসিড?
Ο ক) শক্তিশালী এসিড
Ο খ) দুর্বল এসিড
Ο গ) ক্ষারক
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ক)
২৫. কোনো পদার্থ কি পরিমাণ এসিড বা ক্ষার আছে তা বুঝা যায় কিসের মান থেকে?
Ο ক) অম্লত্ব
Ο খ) ক্ষারকত্ব
Ο গ) pH
Ο ঘ) কার্যকরীমূলক
সঠিক উত্তর: (গ)
২৬. লবণ জাতীয় পদার্থ হচ্ছে- i. কর্পূর ii. তুঁতে iii. সোডা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৭. সালফিউরিক এসিড ব্যবহৃত হয়-
i. গাড়ির ব্যাটারী তৈরীতে
ii. টয়লেট পরিষ্কারক তৈরীতে
iii. এন্টি হিস্টামিন তৈরীতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮. কোমল পানীয়সমূহে ব্যবহৃত বেকিং সোডা পাকস্থলীর এসিডের সাথে বিক্রিয়া করে কী গ্যাস উৎপন্ন করে?
Ο ক) কার্বন মনোঅক্সাইড
Ο খ) হাইড্রোজেন
Ο গ) কার্বন ডাই-অক্সাইড
Ο ঘ) অ্যামোনিয়া
সঠিক উত্তর: (গ)
২৯. কোনটি নির্দেশক?
Ο ক) মিথাইল অরেঞ্জ
Ο খ) মিথাইল রেড
Ο গ) ফেনলফথ্যালিন
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ঘ)
৩০. নিচের কোনটি এসিডিটির কারণ?
Ο ক) ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ
Ο খ) নিয়মিত ঘুম
Ο গ) নিয়মিত খাবার গ্রহণ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
৩১. এসিডিটি প্রশমন করতে পারে কোনটি?
Ο ক) কফি
Ο খ) মদ
Ο গ) পানি
Ο ঘ) মাখন
সঠিক উত্তর: (ঘ)
৩২. নিচের তথ্যগুলো লক্ষ করো-
i. শিশুদের ত্বকের pH মান ৭ এর কাছাকাছি
ii. বাজারে প্রাপ্ত প্রসাধনীতে pH মান ৫.৫ থাকে
iii. ওষুধ তৈরিতে pH মান নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩. বিচ্ছু হুল ফুটালে যে জ্বালা করে তার নিবারণে ব্যবহার করা যায়-
i. ক্যালমিন
ii. বেকিং সোডা
iii. এন্টি হিস্টামিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪. অতিরিক্ত এসিড কমানো যায় কি খেলে?
Ο ক) মাখন
Ο খ) তরমুজ
Ο গ) পেঁয়াজ
Ο ঘ) বাদাম
সঠিক উত্তর: (ঘ)
৩৫. সোডিয়াম গ্লুটামেট কোন কাজে ব্যবহার করা হয়?
Ο ক) আচার সংরক্ষণে
Ο খ) খাবারের স্বাদ বৃদ্ধি করতে
Ο গ) নির্দেশক হিসেবে
Ο ঘ) থালাবাসন পরিষ্কার করতে
সঠিক উত্তর: (খ)
৩৬. এসিডিটি নিস্ক্রিয় করতে পারে কোনটি?
Ο ক) অম্লত্ব
Ο খ) ক্ষারক
Ο গ) লবণ
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (খ)
৩৭. মাটির উর্বরতা বৃদ্ধির জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) ফরমিক এসিড
Ο খ) ক্যালমিন
Ο গ) চুনাপাথর
Ο ঘ) ল্যাকটিক এসিড
সঠিক উত্তর: (গ)
৩৮. কেক, বিস্কুট বা পাউরুটি ফোলানো হয় কো এসিব ব্যবহার করে?
Ο ক) এসিটিক এসিড
Ο খ) বেকিং সোডা
Ο গ) ল্যাকটিক এসিড
Ο ঘ) অক্সালিক এসিড
সঠিক উত্তর: (খ)
৩৯. সোডিয়াম কার্বোনেটের জলীয় দ্রবণ?
Ο ক) ক্ষারীয়
Ο খ) অম্লীয়
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
৪০. পাকস্থলীতে এসিডিটি বাড়ায় কোনটি?
Ο ক) চা
Ο খ) কফি
Ο গ) মদ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৪১. পাকস্থলীতে এসিডিটি কমাতে পারে কোনটি?
Ο ক) লেটুস পাতা
Ο খ) মাশরুম
Ο গ) তরমুজ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৪২. লবণে লীটমানের কীরূপ পরিবর্তন হয়?
Ο ক) লাল, নীল হয়
Ο খ) কোনরূপ পরিবর্তন হয় না
Ο গ) বিয়োজন
Ο ঘ) লাল, হলুদ হয়
সঠিক উত্তর: (খ)
৪৩. হিস্টামিনকে অকার্যকর করে কোনটি?
Ο ক) এন্টিহিস্টামিন
Ο খ) ভিনাইল এসিটেট
Ο গ) এড্রিনালিন
Ο ঘ) সুপার বেইজ
সঠিক উত্তর: (ক)
৪৪. পিঁপড়ার কামড়ে কোন এসিড নিঃসৃত হয়?
Ο ক) ফরমিক এসিড
Ο খ) ল্যাকটিক এসিড
Ο গ) সাইট্রিক এসিড
Ο ঘ) হাইড্রোক্লোরিক এসিড
সঠিক উত্তর: (ক)
৪৫. সার হিসেবে ব্যবহৃত হয়-
i. ফসফরিক এসিড
ii. তুঁতে
iii. অ্যামোনিয়াম নাইট্রেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৬. বাজার থেকে প্রসাধনী কেনার সময় প্রধান লক্ষ করার বিষয় কোনটি?
Ο ক) উৎপাদনকারী কোম্পানীর নাম
Ο খ) উৎপাদনের তারিখ
Ο গ) দ্রব্যাটির pH মাত্রা
Ο ঘ) দ্রব্যটির দাম
সঠিক উত্তর: (গ)
৪৭. বোলতা হুল ফুটালে প্রচন্ড জ্বালা করে কেন?
Ο ক) ধারালো হুলে কেটে যায় বলে
Ο খ) হুলে হিস্টামিন থাকে বলে
Ο গ) হুল থেকে এসিড নির্গত হয় বলে
Ο ঘ) হুলে লবণ থাকে বলে
সঠিক উত্তর: (খ)
৪৮. পাকস্থলিতে pH এর মান কত হেরফের হলে বদহজম সৃষ্টি করে?
Ο ক) নয়
Ο খ) দশ
Ο গ) সাত
Ο ঘ) আট
সঠিক উত্তর: (গ)
৪৯. চামড়া শিল্পে চামড়ার ট্যানিং করতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) এসিড
Ο খ) ক্ষারক
Ο গ) লবণ
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (গ)
৫০. নিচের কোন বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়?
Ο ক) প্রতিস্থাপন
Ο খ) প্রশমন
Ο গ) বিয়োজন
Ο ঘ) দ্বিবিয়োজন
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. নিম্নের কোন এসিডটি দই- এ বিদ্যমান?
Ο ক) সাইট্রিক এসিড
Ο খ) ল্যাকটিস এসিড
Ο গ) স্টিয়ারিক এসিড
Ο ঘ) ফসফরকি এসিড
সঠিক উত্তর: (খ)
২. বিশুদ্ধ পানিতে pH এর মান কত?
Ο ক) সাত
Ο খ) আট
Ο গ) নয়
Ο ঘ) দশ
সঠিক উত্তর: (ক)
৩. ক্ষারকের মধ্যে মিথাইল অরেঞ্জ যোগ করলে কী বর্ণ দেয়?
Ο ক) হলুদ
Ο খ) লাল
Ο গ) নীল
Ο ঘ) গোলাপি
সঠিক উত্তর: (ক)
৪. মুখ ধোয়ার প্রসাধনী সামগ্রীর pH কত?
Ο ক) 7
Ο খ) 6.6
Ο গ) 5.5
Ο ঘ) 9.5
সঠিক উত্তর: (গ)
৫. হাইড্রঅক্সাইড আয়ন উৎপন্ন করে কোনটি?
Ο ক) লবণ
Ο খ) সালফিউরিক এসিড
Ο গ) হাইড্রোক্লোরিক এসিড
Ο ঘ) ক্ষারক
সঠিক উত্তর: (ঘ)
৬. ফসফরিক এসিড-
i. একটি দুর্বল এসিড
ii. সার তৈরিতে ব্যবহৃত হয়
iii. অ্যামোনিয়াম ফসফেট প্রস্তুতিতে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭. ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধ কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ফিটকিরি
Ο খ) মারকিউরিক সালফেট
Ο গ) সোডিয়াম স্টিয়ারেট
Ο ঘ) টেস্টিং সল্ট
সঠিক উত্তর: (ক)
৮. শৈবালের উৎপাদন বন্ধে কোনটি খুব কার্যকরী?
Ο ক) তুঁতে
Ο খ) পটাসিয়াম নাইট্রেট
Ο গ) অ্যামোনিয়াম নাইট্রেট
Ο ঘ) অ্যামোনিয়াম ফসফেট
সঠিক উত্তর: (ক)
৯. হিস্টামিন কী ধরনের পদার্থ?
Ο ক) এসিড
Ο খ) ক্ষারক
Ο গ) লবণ
Ο ঘ) ভিটামিন
সঠিক উত্তর: (খ)
১০. প্রশমন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) লবণ ও পানি
Ο খ) এসিড ও পানি
Ο গ) ক্ষারক ও পানি
Ο ঘ) ক্ষার ও পানি
সঠিক উত্তর: (ক)
১১. খাওয়ার পর আমাদের মুখে কোন অবস্থার সৃষ্টি হয়?
Ο ক) ক্ষারীয়
Ο খ) এসিডীয়
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)
১২. মানবদেহের জন্য মারাত্মাক ক্ষতিকর কোনটি?
Ο ক) এসিটিক এসিড
Ο খ) সাইট্রিক এসিড
Ο গ) অক্সালিক এসিড
Ο ঘ) হাইড্রোক্লোরিক এসিড
সঠিক উত্তর: (ঘ)
১৩. আমেরিকার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী কোনটি এসিডিটি তৈরির কারণ?
Ο ক) পেয়াজ
Ο খ) রসুন
Ο গ) মরিচ
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ঘ)
১৪. নিচের কোনটি ক্ষারক?
Ο ক) ফরমিক এসিড
Ο খ) হাইড্রোক্লোরিক এসিড
Ο গ) ল্যাকটিক এসিড
Ο ঘ) স্ল্যাক লাইম
সঠিক উত্তর: (ঘ)
১৫. মাটি থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম চলে যায় তখন pH এর মান কত এর কম হয়?
Ο ক) আট
Ο খ) ছয়
Ο গ) তিন
Ο ঘ) দুই
সঠিক উত্তর: (গ)
১৬. ক্ষারকের ক্ষেত্রে-
i. এটি পানিতে দ্রবণীয়
ii. লাল লিটমাস নীল করে
iii. জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭. ক্ষারক ও এসিডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) লবণ
Ο খ) এসিড
Ο গ) ক্ষার
Ο ঘ) কোন বিক্রিয়া হয় না
সঠিক উত্তর: (ক)
১৮. কার্বোনিক এসিড কি ধরনের এসিড?
Ο ক) দুর্বল এসিড
Ο খ) শক্তিশালী এসিড
Ο গ) ক্ষারকীয়
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ক)
১৯. সোডিয়াম কার্বনেটে জলীয় দ্রবণ পেপারের কীরূপ পরিবর্তন করে?
Ο ক) নীলকে লাল করে
Ο খ) লালকে নীল করে
Ο গ) নীলকে হলুদ করে
Ο ঘ) লালকে হলুদ করে
সঠিক উত্তর: (খ)
২০. খাদ্যকে অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রান্ত্রে pH মান কত থাকা প্রয়োজন?
Ο ক) ৭
Ο খ) ৮
Ο গ) ৯
Ο ঘ) ১০
সঠিক উত্তর: (খ)
২২. পাকস্থলীতে কোন এসিড নিঃসৃত হয়?
Ο ক) কার্বোনিক এসিড
Ο খ) ফসফরিক এসিড
Ο গ) হাইড্রোক্লোরিক এসিড
Ο ঘ) স্টিয়ারিক এসিড
সঠিক উত্তর: (গ)
২৩. ভিটামিন সি কোন এসিড?
Ο ক) অক্সালিক এসিড
Ο খ) এসকরবিক এসিড
Ο গ) সাইট্রিক এসিড
Ο ঘ) নাইট্রিক এসিড
সঠিক উত্তর: (খ)
২৪. HCI কি ধরনের এসিড?
Ο ক) শক্তিশালী এসিড
Ο খ) দুর্বল এসিড
Ο গ) ক্ষারক
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ক)
২৫. কোনো পদার্থ কি পরিমাণ এসিড বা ক্ষার আছে তা বুঝা যায় কিসের মান থেকে?
Ο ক) অম্লত্ব
Ο খ) ক্ষারকত্ব
Ο গ) pH
Ο ঘ) কার্যকরীমূলক
সঠিক উত্তর: (গ)
২৬. লবণ জাতীয় পদার্থ হচ্ছে- i. কর্পূর ii. তুঁতে iii. সোডা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৭. সালফিউরিক এসিড ব্যবহৃত হয়-
i. গাড়ির ব্যাটারী তৈরীতে
ii. টয়লেট পরিষ্কারক তৈরীতে
iii. এন্টি হিস্টামিন তৈরীতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮. কোমল পানীয়সমূহে ব্যবহৃত বেকিং সোডা পাকস্থলীর এসিডের সাথে বিক্রিয়া করে কী গ্যাস উৎপন্ন করে?
Ο ক) কার্বন মনোঅক্সাইড
Ο খ) হাইড্রোজেন
Ο গ) কার্বন ডাই-অক্সাইড
Ο ঘ) অ্যামোনিয়া
সঠিক উত্তর: (গ)
২৯. কোনটি নির্দেশক?
Ο ক) মিথাইল অরেঞ্জ
Ο খ) মিথাইল রেড
Ο গ) ফেনলফথ্যালিন
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ঘ)
৩০. নিচের কোনটি এসিডিটির কারণ?
Ο ক) ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ
Ο খ) নিয়মিত ঘুম
Ο গ) নিয়মিত খাবার গ্রহণ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
৩১. এসিডিটি প্রশমন করতে পারে কোনটি?
Ο ক) কফি
Ο খ) মদ
Ο গ) পানি
Ο ঘ) মাখন
সঠিক উত্তর: (ঘ)
৩২. নিচের তথ্যগুলো লক্ষ করো-
i. শিশুদের ত্বকের pH মান ৭ এর কাছাকাছি
ii. বাজারে প্রাপ্ত প্রসাধনীতে pH মান ৫.৫ থাকে
iii. ওষুধ তৈরিতে pH মান নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩. বিচ্ছু হুল ফুটালে যে জ্বালা করে তার নিবারণে ব্যবহার করা যায়-
i. ক্যালমিন
ii. বেকিং সোডা
iii. এন্টি হিস্টামিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪. অতিরিক্ত এসিড কমানো যায় কি খেলে?
Ο ক) মাখন
Ο খ) তরমুজ
Ο গ) পেঁয়াজ
Ο ঘ) বাদাম
সঠিক উত্তর: (ঘ)
৩৫. সোডিয়াম গ্লুটামেট কোন কাজে ব্যবহার করা হয়?
Ο ক) আচার সংরক্ষণে
Ο খ) খাবারের স্বাদ বৃদ্ধি করতে
Ο গ) নির্দেশক হিসেবে
Ο ঘ) থালাবাসন পরিষ্কার করতে
সঠিক উত্তর: (খ)
৩৬. এসিডিটি নিস্ক্রিয় করতে পারে কোনটি?
Ο ক) অম্লত্ব
Ο খ) ক্ষারক
Ο গ) লবণ
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (খ)
৩৭. মাটির উর্বরতা বৃদ্ধির জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) ফরমিক এসিড
Ο খ) ক্যালমিন
Ο গ) চুনাপাথর
Ο ঘ) ল্যাকটিক এসিড
সঠিক উত্তর: (গ)
৩৮. কেক, বিস্কুট বা পাউরুটি ফোলানো হয় কো এসিব ব্যবহার করে?
Ο ক) এসিটিক এসিড
Ο খ) বেকিং সোডা
Ο গ) ল্যাকটিক এসিড
Ο ঘ) অক্সালিক এসিড
সঠিক উত্তর: (খ)
৩৯. সোডিয়াম কার্বোনেটের জলীয় দ্রবণ?
Ο ক) ক্ষারীয়
Ο খ) অম্লীয়
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
৪০. পাকস্থলীতে এসিডিটি বাড়ায় কোনটি?
Ο ক) চা
Ο খ) কফি
Ο গ) মদ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৪১. পাকস্থলীতে এসিডিটি কমাতে পারে কোনটি?
Ο ক) লেটুস পাতা
Ο খ) মাশরুম
Ο গ) তরমুজ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৪২. লবণে লীটমানের কীরূপ পরিবর্তন হয়?
Ο ক) লাল, নীল হয়
Ο খ) কোনরূপ পরিবর্তন হয় না
Ο গ) বিয়োজন
Ο ঘ) লাল, হলুদ হয়
সঠিক উত্তর: (খ)
৪৩. হিস্টামিনকে অকার্যকর করে কোনটি?
Ο ক) এন্টিহিস্টামিন
Ο খ) ভিনাইল এসিটেট
Ο গ) এড্রিনালিন
Ο ঘ) সুপার বেইজ
সঠিক উত্তর: (ক)
৪৪. পিঁপড়ার কামড়ে কোন এসিড নিঃসৃত হয়?
Ο ক) ফরমিক এসিড
Ο খ) ল্যাকটিক এসিড
Ο গ) সাইট্রিক এসিড
Ο ঘ) হাইড্রোক্লোরিক এসিড
সঠিক উত্তর: (ক)
৪৫. সার হিসেবে ব্যবহৃত হয়-
i. ফসফরিক এসিড
ii. তুঁতে
iii. অ্যামোনিয়াম নাইট্রেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৬. বাজার থেকে প্রসাধনী কেনার সময় প্রধান লক্ষ করার বিষয় কোনটি?
Ο ক) উৎপাদনকারী কোম্পানীর নাম
Ο খ) উৎপাদনের তারিখ
Ο গ) দ্রব্যাটির pH মাত্রা
Ο ঘ) দ্রব্যটির দাম
সঠিক উত্তর: (গ)
৪৭. বোলতা হুল ফুটালে প্রচন্ড জ্বালা করে কেন?
Ο ক) ধারালো হুলে কেটে যায় বলে
Ο খ) হুলে হিস্টামিন থাকে বলে
Ο গ) হুল থেকে এসিড নির্গত হয় বলে
Ο ঘ) হুলে লবণ থাকে বলে
সঠিক উত্তর: (খ)
৪৮. পাকস্থলিতে pH এর মান কত হেরফের হলে বদহজম সৃষ্টি করে?
Ο ক) নয়
Ο খ) দশ
Ο গ) সাত
Ο ঘ) আট
সঠিক উত্তর: (গ)
৪৯. চামড়া শিল্পে চামড়ার ট্যানিং করতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) এসিড
Ο খ) ক্ষারক
Ο গ) লবণ
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (গ)
৫০. নিচের কোন বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়?
Ο ক) প্রতিস্থাপন
Ο খ) প্রশমন
Ο গ) বিয়োজন
Ο ঘ) দ্বিবিয়োজন
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science